Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700028

राज्यपाल के खिलाफ कल्याण बंद्योपाध्याय के बयानबाजी बढ़ी; केंद्रीय मंत्री सुकांत मजूमदार दिल्ली रवाना

SBSoumen Bhattachrya
Nov 19, 2025 02:47:32
Kolkata, West Bengal
বুধবার সকালের বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন রাজ্যপাল ১)রাজ্যপাল এবং রাজভবন নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ক্রমশ বেড়েই গেছে। ২)খানাকুলের বিডিও অফিসে ঢুকে বিডিওকে হুমকি বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের ৩) দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বিশ্ববিদ্যালয় এর মালিককে গ্রেপ্তার করল ইডি ৪) বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে
195
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Nov 19, 2025 03:21:46
Baruipur, West Bengal:এসআইআর আতঙ্কের আবহে দায়িত্বশীল মানবিক বিএলও ক্যানিং - রাজ্য জুড়ে চলছে এসআইআর। চলছে আতঙ্ক। বিরোধী রাজনৈতিক তুঙ্গে।ইতিমধ্যেই এসআরআই আতঙ্কে অনেকেই আত্মহত্যা করেছেন। অনেক বিএলও কাজের চাপ সহ্য করতে না পেরে প্রতিবাদে সরব হয়েছে। এমন কি চাকরি ছাড়তে রাজী। এমন ভয়াবহ পরিস্থিতির সম্মূখ সমরে এক বিরলতম নজীর গড়লেন এক বিএলও。 দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েত। পঞ্চায়েত এলাকার হেঢ়োভাঙ্গা কাছারিপাড়া এলাকায় বসবাস করেন সিন্টু রাউৎ। পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী পার্শ্ব শিক্ষক। তিনি সরকারী নির্দেশিকায় ‘বিএলও’ র দায়িত্বভার পেয়েছেন।১৩৮ ক্যানিং পশ্চিম বিধানসভার ২৩৮ নম্বর বুথের বিএলও। মোট ভোটার সংখ্যা ১১১৩।বিগত কিছুদিন আগে এক পথ দুর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হন সিন্টু। এমন কি তাঁর কোমর ও পায়ে ব্যাপকহারে আঘাত লাগে। প্রায় একমাসের অধিক শয্যাশায়ী অবস্থায় ছিলেন। সামান্য একটু সুস্থ হতেই দায়িত্ব সামলানোর জন্য কাজে নেমেছেন। একটি টোটো গাড়ি রিজার্ভ করেছেন ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার জন্য। সহকারী সাহায্যের জন্য নিজের ছেলেকে সাথে রেখেছেন। টোটোয় চেপে প্রতিটি ভোটারদের বাড়ির দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছেন এই বিএলও। ভোটারদের হাতে তুলে দিয়েছে এন্যুমেরাশন ফর্ম। কি ভাবে পূরণ করতে হবে তা ও দেখিয়ে দিচ্ছেন অনেককেই। এছাড়াও নিজেই গাড়িতে বসে ফর্ম পূরণ করে দিচ্ছেন。 অসুস্থ,দৈহিক ভাবে অক্ষম বিএলও কে বাড়ির দূয়ারে দেখে ভোটাররা যার পরনাই খুশি। ভোটারদের দাবী,বাড়িতে বসেই আমরা এন্যুমেরাশন ফর্ম হাতে পেয়েছি। এমনকি ফর্ম পূরণের জন্য অসুস্থ বিএলও একশো ভাগ হাত বাড়িয়ে দিয়েছেন।যে ভাবে বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে ফর্ম বিলি করেছিলেন,ঠিক সেই ভাবেই বাড়িতে বাড়িতে হাজীর হয়ে ফর্ম সংগ্রহ করছেন নির্দিষ্ট সময়의 মধ্যে। যা সত্যি বর্তমান পরিস্থিতে এক আশ্চর্যজনক ব্যাপার। ঘটনা প্রসঙ্গে, বিএলও সিন্টু রাউৎ জানিয়েছেন, ‘বিএলও হিসাবে একটা গুরু দায়িত্ব আমার কাঁধে দেওয়া হয়েছিল। আচমকা দুর্ঘটনা কবলে পড়েগিয়েছিলাম। গুরু দায়িত্ব কিভাবে সামাল দেবো ভেবে পাচ্ছিলাম না। তারপর দুর্ঘটনার জন্য চিকিৎসা করাতে প্রচুর অর্থের প্রয়োজন।সমস্যায় পড়েগিয়েছিলাম। একদিকে দায়িত্ব আর অপর দিকে নিজে বেঁচে থাকার লড়াইয়ের যুদ্ধ। তবে কখনও ভেঙে পড়িনি। একটু সুস্থ হতেই গুরুদায়িত্ব পালন করতে নিজেকে নিয়োজিত করেছি।ক্রাচে ভর দিয়ে চলাচল করতে হয়। প্রতিটি ভোটারের বাড়িতে যেতে অধিক সময় লাগবে। ফলে টোটো গাড়ি রিজার্ভ করি। নিজের ছেলেকে সাথে নিয়ে দায়িত্ব সামলানোর চেষ্টা করতে থাকি। কারণ আমার উপর অসংখ্য ভোটারের দায়িত্ব অর্পণ করা হয়েছে। সঠিক সময়ে এসআইআর ফর্ম ফিলাপ করতে না পারলে, ভোটার আতঙ্কগ্রস্থ হয়ে পড়ेबেন। তবে শারীরিক অক্ষমতা স্বত্বেও দায়িত্ব পালনে আমি সফল একশো ভাগ সফল।”
110
comment0
Report
AGAyan Ghosal
Nov 19, 2025 03:05:53
99
comment0
Report
BSBarun Sengupta
Nov 19, 2025 03:05:43
Barrackpore, Kolkata, West Bengal:রহড়া থানার পুলিশের কথা শুনতেই মেজাজ হারালেন খড়দহ বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়। খড়দহে বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় মিছিলে উপস্থিত ছিলেন না কিন্তু তিনি জানেন এই মিছালের কথা। লোকাল পুলিশের কথা শুনে কার্যত মেজাজ হারালেন তিনি লোকাল পুলিশ অর্থাৎ রহড়া পুলিশকে কিছু জানাবেন না যা জানানোর হায়ার অথরিটিকে জানাবেন। বাইট-শোভন দেব চট্টোপাধ্যায়( বিধায়ক খড়দহ) অপরদিকে বিজেপির দাবি মদ গাঁজা জুয়া সাট্টার ভাগ পাচ্ছেন না তাই এই মিছিল। শোভন দেব চট্টোপাধ্যায় নিজে না গিয়ে ব্লক সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান এদের দিয়ে মিছিল করাচ্ছেন। বাইট-জয় সাহা( বিজেপি নেতা) এলাকাায় দুস্কৃতি দৌরাত্মে,মদ-জুয়া-সাট্টার প্রতিবাদে রহড়া থানায় তৃনমুলের বিক্ষোভ-ডেপুটেশান, তৃনমুলের মিছিল,নিজেদের সরকার, সেই সরকারের পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ খড়দহ의-রহড়ার তৃনমুলের*। যদিও তৃনমূলের ব্যানারে বা পতাকা নিয়ে এই মিছিল হয়নি। রহড়া এলাকায় মদ-জুয়া এবং সমাজ বিরোধীদের দৌরাত্ম ঠেকাতে মিছিল করে রহড়া থানার পাশে বিক্ষোভ দেখালো তৃনমুলের দমদম- ব্যারাকপুর জেলার সাধারণ সম্পাদক সুকুর আলি,বিলকান্দা-২ এর পঞ্চায়েত প্রধান দীপা পাইক,ব্যারাকপুর -২ এর ব্লক সভাপতি প্রবীর রাজ বংশি সহ অন্যান্য তৃনমুল কর্মিরা। নাগরিক মঞ্চের নামে প্লাকার এবং ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিলে হাটলেন তৃনমুল নেতৃত্ব। যদিও তৃনমুল নেতৃত্বে দাবী এলাকার নাগরিকদের ডাকে তারা এই প্রতিবাদে নেমেছেন। তবে রহড়া থানার পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগ তুললো তৃনমুল কর্মিরা। তবে এখন প্রশ্ন হলো তৃনমুলের সরকার,আর সেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং রহড়া থানায় ডেপুটেশন নিয়ে রাজনৈতিক তর্জা তুংগে। তবে মিডিয়ার সামনে অনেকেই মুখ লুকাতে ব্যস্ত। বাইটঃ- সুকুর আলী(তৃনমুলের দমদম- ব্যারাকপুর সাংগঠনিক সাধারণ সম্পাদক) অপরদিকে আহত সুরজ আলীর মা বলছেন现在 পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পেরেছে বাকিদের এখনও গ্রেফতারের প্রয়োজন আছে। তিনি আতঙ্কিত। তিনি বলছেন তার পাশে এখন কাউকেই তিনি পাচ্ছেন না। বাইট- আক্রান্তের মা বাইটঃ- প্রতিবাদি তৃনমুলের কর্মি বাইটঃ- প্রতিবাদি তৃনমুলের কর্মি বাইটঃ- প্রতিবাদি তৃনমুলের কর্মি
122
comment0
Report
BSBarun Sengupta
Nov 19, 2025 03:05:22
Barrackpore, Kolkata, West Bengal:রহড়া থানার পুলিশের কথা শুনতেই মেজাজ হারালেন খড়দহ বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়। খড়দহে বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় মিছিলের উপস্থিত ছিলেন না কিন্তু তিনি জানেন এই মিছিলের কথা। লোকাল পুলিশের কথা শুনে কার্যত মেজাজ হারালেন তিনি লোকাল পুলিশ অর্থাৎ রহড়া পুলিশকে কিছু জানাবেন না যা জানানোর হায়ার অথরিটিকে জানাবেন। অপরদিকে বিজেপির দাবি মদ গাঁজা জুয়া সাট্টার ভাগ পাচ্ছেন না তাই এই মিছিল। শোভন দেব চট্টোপাধ্যায় নিজে না গিয়ে ব্লক সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান এদের দিয়ে মিছিল করাচ্ছেন। এলাকা দুষ্কৃতি দৌরাত্মে,মদ-জুয়া-সাট্টার প্রতিবাদে রহড়া থানায় তৃণমূলের বিক্ষোভ-ডেপুটেশন, তৃনমুলের মিছিল,নিজেদের সরকার, সেই সরকারের পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ রহড়া-রহড়া তৃনমুলের নেতৃত্বে। এর পরে নাগরিক মঞ্চের নামে প্লাকার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিল হয়। তবে রহড়া থানার পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগ তৃণমূল কর্মিরা তুলেছে। আহত সুরজ আলীর মা জানিয়েছেন এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা গেছে, বাকিদের পারেনি; তিনি আতঙ্কিত।
117
comment0
Report
CDChampak Dutta
Nov 19, 2025 02:03:30
Kaji Chak, West Bengal:এক জায়গায় বসে এনামুরেশন ফর্ম জমা নিচ্ছেন বিএলও, মঙ্গলবার রাত্রে এমনই চিত্র উঠে এলো মেদিনীপুর শহরের 19 নম্বর ওয়ার্ডে। মেদিনীপুর বিধানসভা ২৩৬ নম্বর কেন্দ্রের মেদিনীপুর শহরের 19 নম্বর ওয়ার্ডের ২৩২ বুথ নাম্বারের BLO শাশ্বতী দাস SIR ফ্রম বাড়ি বাড়ি কালেকশন না করে স্থানীয় বর্ধন গোলির একটি মাজারে বসে ফর্ম কালেকশন করছেন এরকমই ছবি উঠে এলো। BLO কে প্রশ্ন করা হলে তিনি বলেন বাড়িতে জায়গা নেই তাই এখানে বসে নেওয়া হচ্ছে। যদিও এলাকাবাসীর দাবি তারা জোরপূর্বক BLO কে বাধ্য করিয়েছেন এখানে ফর্ম নেওয়ার জন্য। যেখানে নির্বাচন কমিশন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে এবং বাড়и বাড়ি গিয়ে ফর্ম কালেকশন করতে হবে। তারপরও এরকম ঘটনা ঘটছে জেলায়। এর ফলে শাস্তি পেতে হচ্ছে অনেক BLOদের কে তবুও টনক নড়েনি তাদের।
105
comment0
Report
PDPradyut Das
Nov 19, 2025 02:01:07
Jalpaiguri, West Bengal:বাজারে সবজির দাম আগুন। একশ্রেণীর ব্যবসায়ীরা লাগামছাড়া সবজির দাম মিথ্যে বলো অভিযোগ। প্রশাসন হানা দিতেই সবজি বিক্রেতার করজোরে আবেদন স্যার ক্ষমা করে দেন। বাজারে টাস্ক ফোর্সের হানায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বাজারে এই দৃশ্য উঠে আসলো। ক্রেতাদের কাছ থেকে যাতে‌ সবজির দাম বেশি না নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এজন্য ময়নাগুড়ির বিভিন্ন বাজারে নজরদারি চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। টাস্ক ফোর্সের মাধ্যমে ময়নাগুড়ি নতুন বাজারের হাটেও নজরদারি চালানো হচ্ছে। বাজারে এখন সমস্ত রকম সবজি-র দাম প্রায় ৬০-১০০ টাকা। তবে আলু ও পেঁয়াজ ৩০ টাকাতেই পাওয়া যাচ্ছে। এজন্য পরিস্থিতির দিকে নজর রাখতে ময়নাগুড়ির বিভিন্ন বাজারে মাঝে মধ্যেই চলছে টাস্ক ফোর্সের অভিযান। ময়নাগুড়ির জয়েন বিডিও সুনম শেরপা জানান অভিযোগ এসেছে, কিছু সংখ্যক ব্যবসায়ী সবজির দাম বেশি নেওয়ায় সমস্যা তৈরি হয়েছে। পুলিশকে সাথে নিয়ে ময়নাগুড়ি নতুন বাজারে পরিদর্শনে এসে বিক্রেতাদের সাথে সঙ্গে কথা বললাম। এধরনের অভিযান লাগাতার চলবে।
216
comment0
Report
AGAyan Ghosal
Nov 19, 2025 02:00:48
Kolkata, West Bengal:১) জোড়া ফলায় বাধাপ্রাপ্ত বঙ্গের শীত। বঙ্গোপসাগরের পূবালী হাওয়া আগামী অন্ততঃ আরও ৯ দিন প্রভাব বিস্তার করবে দক্ষিণবঙ্গে। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। দোসর হবে বাতাসে বেড়ে যাওয়া জলীয় বাষ্পের পরিমান। সাময়িক গায়েব হবে শীত। নভেম্বরে আর জাঁকিয়ে শীত তো দূরের কথা, বিগত কয়েকদিনের রাতে ও ভোরের শীতের আমেজ গায়েব হতে চলেছে। ২) ২০ নভেম্বর উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়ার যোগান সাময়িক বন্ধ হবে উত্তরবঙ্গে। আসছে পশ্চিমী ঝঞ্ঝা। ২০ এবং ২১ নভেম্বর পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে উত্তরবঙ্গের ওপর দিয়ে। দার্জিলিং কালিম্পং এবং সিকিমের একাংশে ২০ এবং ২১ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা। ৩) বঙ্গোপসাগরে আগামী শনিবার তৈরি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। যা পরবর্তী ৭২ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। এই সিস্টেম ২৬ নভেম্বর মৃদু শক্তির একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে কয়েকটি আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা সংস্থা দাবি করেছে। ২৭ নভেম্বর এটি অন্ধ্র উপকূলের কলিঙ্গপত্তনম মৎস্য বন্দরের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করতে পারে বলেও একাধিক আবহাওয়া গবেষণা সংস্থার দাবি। ৪) এই সিস্টেমের জেরে নভেম্বরের ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূল সহ ৬ জেলায় আকাশ মেঘলা, জলীয় বাষ্পের পরিমান অস্বাভাবিক বেড়ে যাওয়া এবং আর্দ্র অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। উপকূল এবং লাগোয়া কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান। ৫) জেলায় জেলায় রাতের পারদ চড়তে শুরু করল। কলকাতায় গতকাল রাতের তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি ছুঁই ছুঁই। শুক্রবারের মধ্যে সেই তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস।
280
comment0
Report
RDRaktima das
Nov 18, 2025 18:32:12
Kolkata, West Bengal:লংঘিত সাড়ে ১০ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন মন্ত্রী সুজিত বোসের কন্যা। আজ সকাল সাড়ে দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে আসেন তিনি। সূত্রের খবর, পুর নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতি মামলাতেই ডাকা হয়েছিল তাকে। গতকাল অর্থাৎ সোমবার সুজিত বোসের জামাই কেউ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকেরা। চলতি সপ্তাহের মধ্যে সুজিত বোসের ছেলেকেও ডাকা হয়েছে বলে সূত্রে খবর। প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বোস এবং তার ছেলেমেয়েদের একাধিক প্রপার্টিতে গিয়ে তল্লাশি চালায় ইডি আধিকারিকেরা। সেই সূত্র ধরেই, তাদের জিজ্ঞাসাবাদ জন্য ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
134
comment0
Report
BSBidhan Sarkar
Nov 18, 2025 18:30:41
Chinsurah, West Bengal:চুঁচুড়ায় জমজমাট কার্তিকের লড়াই。 ডাচ উপনিবেশ ছিলো এক সময় চুঁচুড়ায়।সেই সময়কার অনেক স্মৃতি সৌধ রয়েছে চুঁচুড়া শহরে ছড়িয়ে ছিটিয়ে।আর রয়েছে কার্তিকের লড়াই। পাশের শহর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মিটতেই তোরজোর শুরু হয় চুঁচুড়ায়।গঙ্গা পাড়ের আরেক প্রাচীন শহর বাঁশবেড়িয়াতেও ঘটা করে হয় কার্তিক পুজো।সেখানে চারদিন পুজোর পর হয় শোভাযাত্রা।আর চুঁচুড়ায় দুদিনের পুজো শেষ হয় কার্তিক লড়াই এর মধ্যে দিয়ে。 দেব সেনাপতি হাতে তীর ধনুক নিয়ে এগিয়ে চলেন,সঙ্গে নানা রকম বাজনা বাদ্যি।আর অবশ্য আলোক সজ্জা থাকে。 চুঁচুড়া কামারপারা,খড়ুয়াবাজার,লোহাপট্টি হয়ে বাসস্ট্যান্ড,টাউন গার্ড রোড ঘড়ির মোর হয়ে নেতাজি সুভাষ রোড ধরে শুড়ি পারা তোলাফটক almost সারা রাত ধরে চলে শোভাযাত্রা।যা দেখতে পথের ধারে বাড়ির ব্যালকোনিতে রাত জাগেন শহরবাসী।যে কার্তিক লড়াই এ জিতবে তাদের জন্য পুরষ্কারانے ব্যবস্থা থাকে বিভিন্ন সংস্থা ও ক্লাবের পক্ষ থেকে।কার্তিকের সাজ, আলোক সজ্জা,বাজনা সহ নানা বিভাগে পুরষ্কৃত করা হয়।থাকে ট্রফি ও নগদ।লড়াই হয় জমজমাট。
193
comment0
Report
ASAyan Sharma
Nov 18, 2025 15:35:54
Kolkata, West Bengal:পিয়ারলেস হাসপাতালের সাথে ইএম বাইপাসের সংযোগকারী রাস্তার নামকরণ: ‘সুনীল কান্তি রায় সরণি’ পিয়ারলেস গ্রুপের উদ্যোগে পিয়ারলেস হাসপাতালে যাওয়া ইএম বাইপাস কানেক্টরের একটি অংশের নামকরণ করা হচ্ছে ‘সুনীল কান্তি রায় সরণি’। প্রয়াত শিল্পপতি ও সমাজসেবী শ্রী সুনীল কান্তি রায়–এর দীর্ঘদিনের অবদান, কর্মদৃষ্টি এবং নেতৃত্বকে স্মরণ করতেই এই পদক্ষেপ。 এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, যিনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নামকরণ পর্ব উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ, কাউন্সিলর, ওয়ার্ড নং ১০৯,অনন্যা বন্দ্যোপাধ্যায়, জনজীবনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পিয়ারলেস গ্রুপের পরিচালকবৃন্দ。
98
comment0
Report
Advertisement
Back to top