Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

हाड़ोआ विरोध सभा में टीएमसी नेता के विवादित बयान से भाजपा पर आरोपों की गूंज

BBBimal Basu
Dec 06, 2025 05:35:07
Basirhat, West Bengal
হাড়োয়ায় এসআইআর নিয়ে প্রতিবাদ সভায় বিজেপির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য তৃণমূল নেতা আবদুল খালেক মোল্লার। তিনি বলেন এখানে যদি হিন্দু মুসলমান ভাগ করতে আসে স্টেজ থেকে জামার কলার ধরে ধাক্কা মেরে বিদ্যাধরী নদীতে ছুঁড়ে ফেলা হবে। এছাড়াও তিনি আরো বলেন, আমরা উন্নয়ন দেবো, সাধারণ মানুষের এস আই আর এর ফর্ম ফিলাপ করে দেব আর ভোট বাদ দেবে বিজেপি, এদের মুড়ো ঝাঁটা ছাড়া আর কিছু দরকার হবে, এদের ঝাঁটিয়ে পার করতে হবে। এস আই আর এর প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন এই দাপটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা। পরে তিনি মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন—হ্যাঁ আমি এইসব কথা বলেছি বিজেপি যদি একটা বৈধ ভোটার কেটে বাদ দেয় তাহলে এদের বিরুদ্ধে এমনটাই করা হবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Dec 06, 2025 06:34:49
Basirhat, West Bengal:বিজেপিকে স্টেজ থেকে ধাক্কা মেরে বিদ্যাধরি নদীতে ছুড়ে ফেলার নিধান দিলেন হাড়োয়া তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা হাড়োয়ায় এসআইআর নিয়ে প্রতিবাদ সভায় বিজেপির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লার। তিনি বলেন এখানে যদি হিন্দু মুসলমান ভাগ করতে আসে স্টেজ থেকে জামার কলার ধরে ধাক্কা মেরে বিদ্যাধরী নদীতে ছুঁড়ে ফেলা হবে আর উন্নয়ন দেব আমরা মানুষের ফর্ম ফিলাপ করে দেব আমরা আর ভোট বাদ দেবে বিজেপি এদের ঝেটিয়ে পার করতে হবে। উত্তর ২৪ পরগণার হাড়োয়ার কুলটি এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যা বেলায় এস আই আর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হাড়োয়ার দাপুটে তৃণমূল নেতা তথা হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা, হাড়োয়া ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জমাদার সহ বেশ কিছু তৃণমূলের কর্মীরা। এদিন এই মঞ্চে উপস্থিত হয়ে এস আই আর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন হাড়োয়ার দাপুটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা। এদিন তিনি বলেন, এখানে যদি কোন বিজেপি হিন্দু মুসলমান ভাগ করতে আসে, স্টেজ থেকে জামার কলার ধরে ধাক্কা মেরে বিদ্যাধরী নদীতে ছুঁড়ে ফেলা হবে। এছাড়াও তিনি আরো বলেন, আমরা উন্নয়ন দেবো, সাধারণ মানুষের এস আই আর এর ফর্ম ফিলাপ করে দেব আর ভোট বাদ দেবে বিজেপি, এদের মুড়ো ঝাঁটা ছাড়া আর কিছু দরকার হবে, এদের ঝাঁটিয়ে পার করতে হবে। এস আই আর এর প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন এই দাপটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা। পরে তিনি মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন। হ্যাঁ আমি এইসব কথা বলেছি বিজেপি যদি একটা বৈধ ভোটার কেটে বাদ দেয় তাহলে এদের বিরুদ্ধে এমনটাই করা হবে।
68
comment0
Report
ABArup Basak
Dec 06, 2025 06:34:11
Mal Bazar, West Bengal:মাল ব্লকের কাঠামবাড়ি এলাকায় আবারও ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ওদলাবাড়ি আইটিআই কলেজের দুই যুবক—মাদক রায় (২৫) এবং বাপি রায় (২৬) রাতে কাজ শেষে কাঠাম বাড়ি থেকে ফিরছিলেন। ফেরার পথে হঠাৎই তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ধরে তারা জঙ্গল ধারে আহত অবস্থায় পড়ে ছিলেন। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘটনাটি প্রথম নজরে আসে ওদলাবাড়ি হাসপাতালের ডক্টর দীপঙ্কর রঞ্জন দাসের। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় দুই যুবককে উদ্ধার করেন এবং ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান, দু’জনেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শিলিগুড়িতে বাপি রায়ের মৃত্যু হয়। আর এক জনের চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মালবাজার থানার পুলিশ এবং দুই পরিবারের সদস্যরা। ছেলে দু’টির এমন দুর্ঘটনার ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা ও আত্মীয়-স্বজনরা। হাসপাতালের করিডোর জুড়ে নেমে আসে শোকের ছায়া。 স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তা অন্ধকার, পাশাপাশি বনের ধারে হওয়ায় নির্জনতার সুযোগে অনেক সময়ই তা নজরে আসে না। এই দুর্ঘটনাও সেই একই কারণে ঘটেছে কিনা, নাকি অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে মাল থানার পুলিশ।
76
comment0
Report
CDChampak Dutta
Dec 06, 2025 05:34:38
Kaji Chak, West Bengal:গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। মৃত যুবকের নাম সিন্টু নায়েক। পেশায় টোটো চালক। বাড়ি মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায়। শনিবার সকালে বাড়ির মধ্যেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে বাড়িতে ওই যুবক একাই থাকতেন। ছোটবেলাতেই সে তার মা-বাবাকে হারিয়েছিল। ঠাকুমা রয়েছে, কিন্তু ঠাকুমা থাকে পাশের বাড়িতে। এদিন সকালে সিনটুর ঝুলন্ত দেহ প্রথমে দেখতে পায় ঠাকুমাই। পরে অন্যান্যরা এসে দড়ি খুলে দেহ নামিয়ে পাঠায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারনে ওই যুবক আত্মহত্যা করল তা খতিয়ে দেখছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।
130
comment0
Report
MMManoranjan Mishra
Dec 06, 2025 04:49:15
Purulia, West Bengal:পুরুলিয়া : রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ৬ মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে পুরুলিয়ার একমাত্র ইলেকট্রিক চুল্লিটি। মৃতদেহ সৎকার করতে এসে প্রতিদিন চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । খোলা আকাশের নিচে চলছে দেহ দাহ । পুরুলিয়ার টামনা থানার শিমুলিয়া গ্রামের অদূরে পুরুলিয়া - জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত ইলেকট্রিক চুল্লিটি । পুরুলিয়া পৌরসভা সেই চুল্লি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে । সেখানে থাকা দুটি চুল্লির মধ্যে একটি চুল্লি কোভিডের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে । অপর আরেকটি চুল্লি গত প্রায় ৬ মাস ধরে বিকল হয়ে রয়েছে। ইলেকট্রিক চুল্লি বিকল থাকায় প্রতিদিন ৪-৫ টিরও বেশি মৃতদেহ খোলা আকাশের নিচে দাহ করা হচ্ছে । দীর্ঘদিন_passing_গেলেও ইলেকট্রিক চুল্লি মেরামতির কোনো উদ্যোগ না নেওয়ায় মৃত্যুর পর দেহ সৎকার নিয়ে চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন পরিবার-পরিজনেরা। যদিও বিষয়টি নিয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, এই ইলেকট্রিক চুল্লি পুরোনো মডেলের । চুল্লির যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় দেহ দাহ বন্ধ রয়েছে । চুল্লির পরिकাঠামো উন্নয়নের জন্য আধুনিক চুল্লিতে রূপান্তরিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে ।
65
comment0
Report
PDPradyut Das
Dec 06, 2025 04:16:37
Jalpaiguri, West Bengal:বেআইনি গাঁজার বিরুদ্ধে অভিযানে নামলেন ময়নাগুড়ি থানার পুলিশ। ফের অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নামলেন ময়নাগুড়ি থানার পুলিশ। গত প্রায় দুই বছর ধরে প্রায় লাগাতার এই অভিযান চালাচ্ছেন ময়নাগুড়ি থানার পুলিশ। গত বছর অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় কয়েক হাজার গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেয় পুলিশ। এমনকি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। এরপর ফের সেই অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালালো ময়নাগুড়ি থানার পুলিশ। জলপাইগুরি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বড়গিলা ও বার্নিশ গ্রাম পঞ্চায়েতের উল্লাডাবুরি এলাকায় প্রায় শতাধিক গাঁজা গাছ কেটে पুড়িয়ে দেওয়া হয়। অভিজান লাগাতার চলবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
169
comment0
Report
MMManoranjan Mishra
Dec 06, 2025 04:16:21
Purulia, West Bengal:পুরুলিয়া: মিড-ডে-মিলের পরিবর্তে পড়ুয়াদার বিস্কুটের প্যাকেট কিম্বা কাঁচা বা সেদ্ধ ডিম দেওয়ার অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে । ঘটনা পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের তুলিন নিউ ইউনিট প্রাইমারি স্কুলের। বিদ্যালয়ে রয়েছে ১৪০ জন পড়ুয়া এবং ২ জন শিক্ষক । এর মধ্যে মিড-ডে-মিলের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক SIR এর কাজে ব্যস্ত । একজন শিক্ষককে দিয়েই চলছে বিদ্যালয়ের পঠনপাঠন। অভিভাবক থেকে পড়ুয়াদের অভিযোগ, গত প্রায় এক সপ্তাহের বেশি দিন ধরে বিদ্যালয়ে মিড-ডে-মিলের রান্না হয়নি । ছেলেমেয়েদের বিস্কুটের প্যাকেট কিম্বা কাঁচা বা সেদ্ধ ডিম দেওয়া হয় । রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, কিছুদিন ধরে রান্না করতে বিদ্যালয়ে যাইনি । যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক । তিনি বলেন, বিদ্যালয়ে নিয়মিত মিড-ডে-মিলের রান্না হয় । বাইট : ১) সন্দীপ মাহাত (ছাত্র) ২) পূজা দত্ত (অভিভাবক) ৩) বিশাখা রজক (রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা) ৪) নিয়তি রজক (রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা) ৫) অবিনাশ কুইরি (ভারপ্রাপ্ত শিক্ষক)
164
comment0
Report
PDPradyut Das
Dec 06, 2025 02:02:51
214
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Dec 06, 2025 00:45:55
Kolkata, West Bengal:২০২৬ বিশ্বকাপ ফুটবলের সব গ্রুপ চূড়ান্ত হয়ে গেল শুক্রবার রাতের ড্রয়ে। ফিফা আগেই জানিয়েছিল, ড্রয়ের পরদিন (৬ ডিসেম্বর) সব ম্যাচের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। ফলে শনিবার প্রকাশ হবে ২০২৬ বিশ্বকাপের ক্রীড়াসূচি। ড্রয়ের পর যে দল যে গ্রুপে গেল:- *গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল* *গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল* *গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড* *গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল* *গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর* *গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল* *গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড* *গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে* *গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল* *গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন* *গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল* *গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা* প্লে-অফের লড়াই করবে যারা *ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’: ইতালি, ওয়েলস, বসনিয়া-হার্জেগোভিনা, নর্দার্ন আয়ারল্যান্ড* *ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’: ইউক্রেন, পোল্যান্ড, আলবেনিয়া, সুইডেন* *ইউরোপিয়ান প্লে-অফ ‘সি’: তুরস্ক, স্লোভাকিয়া, কসোভো, রোমানিয়া* *ইউরোপিয়ান প্লে-অফ ‘ডি’: ডেনমার্ক, চেক রিপাবলিক, রিপাবলিক অব আিয়ারল্যান্ড, নর্থ মেসিডোনিয়া* *ফিফা প্লে-অফ ১: কঙ্গো, জ্যামাইকা, নিউ কালেডোনিয়া* *ফিফা প্লে-অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম* প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দল পৌঁছে যাবে নকআউট রাউন্ডে। একইসঙ্গে আটটা 'বেস্ট থার্ড র‍্যাংকড' দলও পৌঁছে যাবে নকআউট রাউন্ডে। তারপর রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। ড্র এর অনুষ্ঠানে পট থেকে বল তুলতে মঞ্চে হাজির ছিলেন চার কিংবদন্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের সাতবারের সুপার বোলজয়ী টম ব্রেডি। ন্যাশনাল হকি লিগের হল অফ ফেমার এবং চারবারের স্ট্যানলি কাপজয়ী ওয়েইন গ্রেটস্কি। মেজর লিগ বেসবলের সাতবারের অল-স্টার ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের খেলোয়াড় অ্যারন জাজ এবং এনবিএর চারবারের চ্যাম্পিয়ন ও হল অফ ফেমার শাকিল ও'নিল。 ড্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংল্যান্ডের প্রাক্তন ডিফেন্ডার *রিও ফার্ডিনান্ড*। তাঁকে সহযোগিতা করেন আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন。 ড্র অনুষ্ঠানে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তুলেছেন আয়োজক তিন দেশের তিন প্রধান—*কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকার প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প*। অনুষ্ঠানটিকে আনন্দময় করে তিনজনই তোলেন যাঁর যাঁর দেশের নাম। এ দিয়েই শুরু হয় ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠানের মূল পর্ব。 ফিফা আগেই ঠিক করে রেখেছিল আয়োজক মেক্সিকো ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে খেলবে। মঞ্চে ছিলেন গতবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ *লিওনেল স্কালোনি*। সেই ট্রফি নিয়ে মঞ্চে আসার আহবান জানানো হয় আর্জেন্টিনার কোচকে। তিনি তাঁর বিশ্বকাপ জয়ের অনুভূতি জানান আর এক বার。 ফিফার এই মঞ্চেই নোবেল শান্তি পুরস্কার না হলেও অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট *ডোনাল্ড ট্রাম্প*। বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ও সংঘাত থামিয়ে বিশ্বব্যাপী শান্তি বার্তা নিয়ে আসায় ডোনাল্ড ট্রাম্পকে *প্রথম ফিফা শান্তি পুরস্কার* দেওয়া হয়েছে। ফুটবল বিশ্বকে একত্রিত করে আর শান্তির বার্তা পাঠায়। আর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে শান্তি এনে সেই বার্তাটা ছাড়িয়ে দিয়েছেন বলেই এই পুরস্কার পেয়েছেন বলে তাকে এই পুরস্কার দিয়েছে ফিফা। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর জন্য যে সার্টিফিকেটটি দেওয়া হয়েছে, সেখান থেকে একটা অংশ পড়ে শোনান তিনি। সেখানে বলা হয়, এটা বিশ্বের ফুটবলপ্রেমী কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
247
comment0
Report
Advertisement
Back to top