Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700028

बिराती पोखर से शिक्षक के शव की बरामदगी पर हड़कम्प; मानसिक अवसाद में थे मौत के पीछे का कारण

SBSoumen Bhattachrya
Nov 05, 2025 05:35:20
Kolkata, West Bengal
বিরাটী পুকুর থেকে শিক্ষককের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য。 বুধবার সকালে বিরাটির স্বামিজি পল্লী এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা পুকুরে দেহ ভাসতে দেখে স্থানীয় কাউন্সিলর ও নিমতা থানায় খবর দেয়। পরবর্তীতে জানা যায় ওই ব্যক্তির নাম মৃতুল দেবনাথ (৪২), দক্ষিন নিলাচলের বাসিন্দা। বেশ কয়েকদিন ধরে গৃহ শিক্ষক এই মৃতুল দেবনাথ মানসিক অবসাদে ভুগছিলেন। এরপর ৩ তারিখ বাড়ি থেকে বেরিয়ে যান। ঐ দিন পরিবারের তরফে বিমানবন্দর থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। এদিন দেহ দেখতে পাওয়া যায়। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তি সাঁতার জানতো না। একটি স্ত্রী ও পরিবারের সদস্যরা অসুস্থ। সেই কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। সেই থেকে এই ধরনের ঘটনা। স্থানীয় কাউন্সিলরের দাবি, মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Nov 05, 2025 09:02:50
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 05, 2025 09:02:26
Chinsurah, West Bengal:মেলেনি গণনা ফর্ম সকাল থেকে বসে BLO-রা, নির্বাচন কমিশনকে নিশানা ডানকুনি পৌর প্রধানের।‌চন্ডীতলা বিধানসভার ২১৮, ২৮৭ নং বুথ সহ বেশ কিছু বুথে মিলছে না ফর্ম, ক্ষোভ BLA দের।‌ফর্মের যোগান না থাকায় এসআইআর এ সমস্যা।‌অভিযোগ পর্যাপ্ত ফর্ম না পাঠানোয় সাধরণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিএলও দের।নিবার্চন কমিশনের গাফিলতিতে অভিযোগ তৃণমূলের。 ‌গতকাল এসআইআর এর প্রথম দিন পঞ্চাশটি করে গণনা ফর্ম দেওয়া হয়েছিল বিএলও দের।সেই ফর্ম তারা বিলি করে দেন ভোটারদের বাড়ি বাড়ি। ‌আজ দ্বিতীয় দিন সকাল থেকে বিএলও দের দেখা যায় তার প্রস্তুত হয়েছেন ফর্ম বিলি করার জন্য।কিন্তু তাদের কাছে এসে পৌঁছায়নি গণনা ফর্ম। ‌ডানকুনি পুরসভার পুর প্রধান হাসিনা শবনম অভিযোগের সুরে বলেন,কোটি কোটি ভোটারের কাছে গিয়ে ফর্ম দেওয়া তা আবার ফিরিয়ে নেওয়ার জন্য সময় যা দেওয়া হয়েছে তা খুবই কম।এক একটা বুথে যতজন ভোটার আছে সেই অনুযায়ী ফরম দেওয়া হয়নি।তাহলে সেগুলো کবে পূরণ করে আবার জমা দেওয়া হবে।বলছে ন ডিসেম্বর তারিখে খসড়া তালিকা বেরোবে।সেই খসড়া তালিকায় নাম না থাকলে ভোটার কার্ড হবে না, সেই মানুষগুলো বঞ্চিত হবে।এত তাড়াহুড়ো করে করার প্রয়োজন ছিল না।যদি করতেই হতো ২০২৪ সালে ভোটের আগে করতে পারতেন।এখন ২৬ সালে‌র নির্বাচন এসে গেছে তাই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে কি করে রোখা যায়। ২১৮ নম্বর বুথের বি এল ও চন্দিমা ঘোষ বলেন,আমরা ফিল্ডে আছি খাতা পত্র নিয়ে।অফিসিয়াল রা আসবেন তারপর ফর্ম দেবেন।বিভিন্ন পার্ট অনুযায়ী ফোন দেওয়া হচ্ছে যাতে কোনরকম গন্ডগোল না হয়।আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। ২২৪ নম্বর বুথের তৃনমূলর বিএলএ সৌরভ বাগ বলেন,আজ ফর্ম আসেনি তাই বিলি করা যায়নি।পরিকাঠামো তৈরি না করেই এতবড় কাজে নেমে পরেছে।আপনারা সময় আরো কিছুটা বাড়িয়ে দিন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 05, 2025 08:37:07
Chinsurah, West Bengal:শুরুতেই শেষ! এসআইআর এর দ্বিতীয় দিনে এনুমারেশন ফর্ম শেষ হয়ে গেলো。 বিরোধী ভোটারদের বাড়িতেও ঘুরছে তৃনমূল。 গতকাল থেকে শুরু হয়েছে রাজ্যে এসআইআর।ব্লিও দের ৫০ টি করে ফর্ম দেওয়া হয়েছিল। চুঁচুড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে গণনার ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন বিেলও।প্রথম দিন বিলি করার পর সাতটি ফর্ম ছিলো আজ শুরু হতেই সেই ফর্ম শেষ হয়ে যায়。 বি এল ও সায়ক ভট্টাচার্য বলেন,নতুন ফর্ম দেওয়া হয়নি।আবার দিলে সেই মত কাজ হবে。 ভোটার শান্তনু চট্টোপাধ্যায় বলেন,এসআইআর হওয়ায় ভালোই হচ্ছে।আমার পরিবারের তিনজন ভোটার।ছেলের নাম ২০০২ সালের তালিকায় নেই।ওর নাম পরে উঠেছে。 তেরো নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর জয়দেব অধিকারী বলেন,গতকাল থেকে এস আই আর শুরু হয়েছে।গতকাল রাত আটটা নটা পর্যন্ত কাজ চলেছে।বি এল ওরা অনেক সময় বাড়ি চিনতে পারছেন না তাদের সাহায্য করছেন বি এল এ রা।ভোটার তালিকার যে সিরিয়াল আছে সেই অনুযায়ী কাজ করতে গিয়ে বেল ওরা সমস্যায় পড়ছেন।অনেক সময় লাগছে তাদের।ফর্মের যোগান নেই。 বিরোধী দলের কোন বিএলএ দেখা যাচ্ছে না。 বিরোধী দলের যারা ভোটার সমর্থক তাদের বাড়িতে যখন বিএল ওরা যাচ্ছেন সেখানে তৃণমূলও যাচ্ছে।সেই তৃনমূল কাউন্সিলর বলেন,আমাদের দলের নেতৃত্ব বলে দিয়েছেন একজন বৈধ ভোটারের ও নাম যাতে বাদ না যায় সেটা দেখতে হবে।তাই সে ক্ষেত্রে কে শাসক কে বিরোধীদলের সমর্থক সেটা দেখার বিষয় নয় যারা প্রকৃত ভোটার তাদের নাম তুলতে হবে সেই কাজই আমরা করছি。
0
comment0
Report
PDPradyut Das
Nov 05, 2025 08:35:48
Jalpaiguri, West Bengal:দ্বিতীয় দিনে ফর্ম বিতরণে বাড়ি বাড়ি BLO রা। জলপাইগুড়ি সদর ব্লকে দিনেও বিএলওরা সমস্যায়। Enumeration ফর্ম দুটো করে দেওয়ার কথা থাকলেও ব্লক থেকে একটি করে ফর্ম দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এতেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফ্রম রিসিভ করার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি BLO এর। ফর্ম বিতরণের দ্বিতীয় দিনে বাড়ি বাড়ি বিএল ও। রাত জেগে বি এল এরদের এস আই আর সংক্রান্ত কাজকর্ম করতে হচ্ছে বলে দাবি BLO এর। জলপাইগুড়িতে ডোর টু ডোর BLO রা এস আই আর ফর্ম বিতরণে। সাথে রয়েছে একজন শাসক দল তৃণমূল কংগ্রেস BLA,, জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি ২১০ এবং ২১১ দুজন BLO , SIR ফ্রম বিতরণ শুরু করেছেন। মোবাইলে ফ্রম এর ছবি স্ক্যান করে বিভিন্ন তথ্য অ্যাপসের মাধ্যমে সংগ্রহ করছেন। পাশাপাশি উপভোক্তাদের থেকে ফর্মে সই করিয়ে এই फॉर्म ফিলাপ করে দুদিনের মধ্যেই জমা দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। সাথে রয়েছেন রাজনৈতিক দল তৃণমূলের একজন মাত্র BLA, দেখা নেই বিরোধীদলের বিএলএ দের।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 05, 2025 07:55:03
Kolkata, West Bengal:sayan bannerjee on avisek
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 05, 2025 07:53:40
0
comment0
Report
TDTapan Deb
Nov 05, 2025 07:53:05
Alipurduar, West Bengal:গ্রামের রাস্তা তৈরী করা নিয়ে রাজনৈতিক তরজা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের চেপানি এলাকার গ্রামের একটা মাটির রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পরে রয়েছে। সমস্যায় পড়ছেন গ্রামের মানুষ। হাতির উপদ্রপ , চিকিৎসাধীন রুগিকে নিয়ে যাওয়া সমস্যা , রাতের অন্ধকারে চলাচলের সমস্যায় পড়ছেন এই এলাকার বাসিন্দারা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপির । ফলে গ্রাম পঞ্চায়েত প্রধান , বিডিও সকলকে বলেও কাজ হয়নি। পরে গ্রামের মানুষের কথা কানে যেতেই স্হানীয় বিধায়ক বিজেপি নেতা মনোজ ওঁরাও নিজে দাঁড়িয়ে থেকে দলের ও গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে বেহাল মাটির রাসাটা চলাচলের উপযোগী করে দেন। আর এই নিয়েই সুর চড়িয়েছে তৃনমূল কংগ্রেস। জেলার তৃনমুল কংগ্রেস নেতা মৃদুল গোস্বামী বলেন মনোজ ওঁরাও গিমিক করছেন , ফুটেজ পাওয়ার জন্য গ্রামের মাটির রাস্তা ঠিক করছেন। ১০০ দিনের টাকাটা যদি থাকত তা হলে তো এতো দিনে মাটির রাস্তাটা হয়ে যেত।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 05, 2025 07:52:51
0
comment0
Report
Advertisement
Back to top