Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700124

बनगांव थाना पुलिस ने महिला अंकिता घोष गिरफ्तार कर कार धोखाधड़ी का खुलासा किया

MMManoj Mondal
Dec 15, 2025 10:20:34
Kolkata, West Bengal
একই গাড়ি একাধিক ব্যক্তিকে বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করলো বনগাঁ থানার পুলিশ। রবিবার তাকে বনগাঁ থানার শক্তিগড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম অঙ্কিতা ঘোষ। বাড়ি বনগাঁ থানার শক্তিগড় এলাকায়। প্রতারিত এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার বনগাঁ মহাকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃত মহিলা ও তার স্বামী গাড়ি কেনাবেচার একটি দালালচক্রের সঙ্গে যুক্ত । তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুরনো গাড়ি কিনে গাড়ি বিক্রি করে প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি বনগাঁর এক ব্যক্তি ওই দম্পতির কাছ থেকে একটি বাইক কেনে । অভিযোগ সেই গাড়িটির রেজিস্ট্রেশন করে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে গাড়িটি নিয়ে ফের অন্য আরেক ব্যক্তিকে চড়া দামে বিক্রি করে দেয় বাইকটি। পরে অভিযোগকারী ঐ ব্যক্তি বাইকটি নিতে এসে ঘটনার কথা জানতে পেরে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন۔ ঘটনবাংলা তদন্তে নেমে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে পাশাপাশি এই চক্রের সাথে কারা যুক্ত তাদের সন্ধান শুরু করেছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Dec 15, 2025 12:31:13
Kolkata, West Bengal:যুবভারতী ক্রীড়াঙ্গনে, পুলিশের নিষ্ক্রিয় মনোভাবের ফলে ধ্বংসলীলা দেখেছি সামনে থেকে। দেড় কোটি টাকার সাউন্ড সিস্টেম সরবরাহ করা হয়েছে, ক্ষতির পরিমাণ প্রায়ই ৪০ লাখ। সমস্ত সাউন্ড সিস্টেম আটকে রাখা হয়েছে, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত যোগাযোগ করা হয়নি, কিভাবে ফিরে পাব? প্রশ্ন সাউন্ড সিস্টেম সরবরাহকারী সংস্থা দুই কর্ণধারের # যুবভারতী ক্রীড়াঙ্গনে কাণ্ডে, বিপুল অঙ্কের ক্ষতির সম্মুখীন দক্ষিণ কলকাতার সাউ ইলেকট্রিক্যাল এন্ড সাউন্ড। আয়োজক সংস্থার তরফ থেকে মূল বরাত পেয়েছিল স্টেডিয়ামে সাউন্ড সিস্টেম সরবরাহ করার জন্য কলকাতার সংস্থা অখন্ড ওয়াটার ডিস্ট্রিবিউশন। তাদের থেকেই অর্ডার পায়, দক্ষিণ কলকাতার এই সংস্থা। # সব মিলিয়ে দেড় কোটি টাকার সাউন্ড সিস্টেম সরবরাহ করা হয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সংস্থার দাবী,তার মধ্যে এখনো পর্যন্ত ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হিসাব পেয়েছে এই সংস্থাটি। কিন্তু সমস্ত জিনিসপত্র আটকে রাখা হয়েছে, কর্তৃপক্ষের তরফ থেকে। কবে সমস্ত জিনিস ফেরত পাবেন তার কোন খোঁজ রাখেনি কেউই। পুলিশের তরফ থেকেও ডাকা হয়নি তাদেরকে। তাদের তরফ থেকে দাবী করা হয়েছে, পুলিশের নিষ্ক্রিয় মনোভাবের জন্যই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সামনে থেকে দাঁড়িয়ে থেকে ধ্বংসলীলা দেখেছি। কিভাবে ঘুরে দাঁড়াবো, কপালে চিন্তার ভাঁজ সংস্কার দুই কর্ণধারের। # কলকাতায় আগেও বিভিন্ন স্টেডিয়ামে খেলার অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম সরবরাহ করার কাজের বরাত পেয়েছেন। ৫০টির বেশি কাজ করেছেন।আগে কখনও এই ধরনের ঘটনার সাক্ষী হননি তারা।এছাড়াও তারা কাজ করেছেন আসামের গোয়াহাটি,vijag, বিহার, রাচি, ধানবাদে। Note ৡ. প্রথম বাইট বিশ্বজিৎ হালদার ৢ. দ্বিতীয় বাইট অভিজিৎ হালদার এই সংস্থার তরফ থেকে দেওয়া মোবাইল ভিস ৣ.রিপোর্টার wt stadium থেকে দেওয়া বাকি
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 15, 2025 12:30:54
Asansol, West Bengal:খসড়া তালিকা বের হবার ঠিক আগে দিন রোল অবজারভার স্মিতা পান্ডে আসানসোল। বারাবনি বিধানসভার বিভিন্ন ব্লক ঘুরে দেখেছেন। কয়েকদিন আগেই বারাবানি বিধানসভার দুটি ব্লকেই বিএলওদের বিক্ষোভ হয়েছে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে। অন্যদিকে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা ভা হিন্দুস্তান কেবেলস কারখানা সহ বিভিন্ন কলিয়ারি রয়েছে যেগুলো কার্যত বন্ধ হয়ে গেছে। সেই সব এলাকার ভোটারেরা এখন কোথায় আছে? কেন নাম তারা তুলতে আসেনি? কোথায় শিফট হয়েছে? কারো কোন অসুবিধা হয়েছে কিনা! এই সমস্ত বিষয় নিয়ে যেমন বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছেন পাশাপাশি বি এল ও এবং এ আর ও দের sঙ্গেও কথা বলেছেন। ঠিকঠাকভাবে খসড়া তালিকা প্রকাশ করার জন্য তিনি পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক ও করেন।।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 15, 2025 12:09:38
Purulia, West Bengal:পুরুলিয়া : কুম্ভকারদের জন্য উন্নয়ন বোর্ড, মৃৎশিল্পীদের মাটির ব্যবস্থা, ওবিসি (A) সার্টিফিকেটে সরলীকরণ সহ একগুচ্ছ দাবি জানিয়ে পথে নামলো সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পুরুলিয়া জেলা শাখা । সোমবার জেলার কুম্ভকার সমাজের মানুষেরা একত্রিত হয়ে নিজেদের দাবিদাওয়া ভিত্তিক বেনার পোস্টার হাতে নিয়ে পুরুলিয়া শহরের একাংশ মিছিল করেন তারা । পরে পুরুলিয়া জেলা শাসক দপ্তরের বাইরে হাজির হয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা । সেখানে জেলাশাসক দপ্তরের নিজেদের দাবিতে আপত্তিক একটি স্মারকলিপি জমা দেন তারা । উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সুষেন মাঝি, সংগঠনের সদস্য উজ্জ্বল কুমার সহ অন্যান্যরা । বাইট: সুশেন মাঝি (কেন্দ্রীয় কমিটির সদস্য)
0
comment0
Report
CDChampak Dutta
Dec 15, 2025 12:09:12
Kaji Chak, West Bengal:শালবনির আসনাশুলি এলাকার গামারিয়া গ্রামে চাষ জমির নিচ থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে কার্তুজ। তৃণমূলের দাবি এই কার্তুজ সিপিএমের, বিজেপির দাবি এই কার্তুজ তৃণমূলের, আবার সিপিএমের দাবি এই কার্তুজ মাওবাদীদের। কার্তুজ উদ্ধার ঘিরে চলছে জোর রাজনৈতিক তরজা। সোমবার সকালে কয়েকজন আদিবাসী জমির ধান কেটে নেওয়ার পর সেই জমিতে মাটি কেটে ইঁদুর ধরতে গিয়েছিলেন। সেই সময় জমির নিচে একটি বস্তা দেখতে পায় তারা। সেটি খুলতেই দেখা যায় প্যাকেট প্যাকেট বন্দুকের কার্তুজ। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় শালবনি থানার পুলিশ। পুলিশ গুলো উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে প্রায় শতাধিক কার্তুজ উদ্ধার হয়েছে। তবে কে বা কারা এই কার্তুজগুলি মাটির নিচে রেখে রেখেছিল এবং সেটা সম্প্রতি রাখা হয়েছে না অনেক আগে থেকে রাখা ছিল পুরো বিষয়টা তদন্ত করে দেখছে শালবনি থানার পুলিশ। তবে এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেছেন, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে সিপিএমের হার্মাদরা বিভিন্ন অস্ত্রশস্ত্র মাটির নিচে লুকিয়ে রেখে পালিয়ে গিয়েছিল। পরবর্তীকালে আমাদের সরকার আসার পর যেখানেই মাটি খুঁড়েছি সেখানেই বন্দুক গুলি কঙ্কাল পাওয়া গেছে। এর আগে মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুরে নদীর চরে উদ্ধার হয়েছিল প্রচুর কাটত একে ৪৭ এর মতন রাইফেল। শুকদেব মাহাতো জগন্নাথ মাহাতো এরা সবাই আমাদের কর্মী যজ্ঞেশ্বর মাহাতোকে খুন করেছিল। এগুলি হচ্ছে সিপিএমের হার্মাদদের অস্ত্রাগার। সেই তারই কিছু কার্তুজ আজকে উদ্ধার হয়েছে। সিপিএমের যে ভয়ংকর চেহারাটা সেটা আজকে এই কার্তুজ উদ্ধারের মধ্য দিয়ে আবার একবার প্রমাণিত হলো। স্থানীয় কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতের তিনবারের প্রাক্তন প্রধান তথা সিপিএম নেতা সুকদেব মাহাতো বলেন, সামনে ভোট আসছে। সেই জন্যেই রাজনৈতিক কারণে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নাম জড়ানো হচ্ছে। অন্যদিকে বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুছাইত বলেন, বাংলায় কোন আইনের শাসন নেই পুলিশ প্রশাসন এখানে ঘুমাচ্ছে। সেই জন্য আজকে দেখতে পাচ্ছি কার্তুজ উদ্ধার হচ্ছে। কখনো দেখি তৃণমূলের পার্টি অফিসে বোমার ব্লাস্ট হতে, কখনো বোম বাঁধতে গিয়ে হাত-পা উড়ে যায় বাড়িঘর ভেঙে যায়। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের আইনের শৃঙ্খলা অবনতি that এর বহিঃপ্রকাশ। এখানে তদন্ত করে কোথা থেকে কার্তুজ এল, কে দিল, কিভাবে মাঠের তলায় এল সেটা তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 15, 2025 12:05:35
Jhargram, West Bengal:প্রতিকি মাটির জিনিষ তৈরী করতে করতে মিছিল। পাঁচ দফা দাবিতে জেলাশাসকের কাছে গণডেপুটেশন কুম্ভকার উন্নয়ন পরিষদের। হাজার কুম্ভকারের মিছিলে অবরুদ্ধ যানচলাচল পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার ঝাড়গ্রামে জেলাশাসকের কাছে গণডেপুটেশন দিল কুম্ভকার উন্নয়ন পরিষদ। এদিন জেলার পৃরতিটি ব্লক থেকে প্রায় দুহাজ কুম্ভকার ঝাড়গ্রামে জমায়েত হয়। ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড় থেকে ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয় পর্যন্ত একটি পথসভা ও মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানান কুম্ভকার সমাজের সদস্যরা। কুম্ভকার উন্নয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত কুম্ভকাররা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাঁদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে— কুম্ভকারদের সার্বিক উন্নয়নের জন্য পৃথক পরিকল্পনা গ্রহণ, মৃৎশিল্পীদের জন্য পর্যাপ্ত মাটির ব্যবস্থা, অসুস্থ, অক্ষম ও প্রবীণ কুম্ভকারদের জন্য মাসিক ন্যূনতম ৫,০০০ টাকা ভাতা চালু করা এবং প্রতিটি জেলায় কুম্ভকার শিল্প ভবন নির্মাণ। এদিনের ডেপুটেশনে আরও জানানো হয়, শুধু ঝাড়গ্রাম নয়, রাজ্যের প্রতিটি জেলাশাসকের কাছেও একযোগে এই দাবিগুলি তুলে ধরছে কুম্ভকার সমাজ। কুম্ভকার উন্নয়ন পরিষদের এক সদস্য নন্দলাল বেরা বলেন, “আমরা ঠিকমতো খেতে পারছি না। মৃৎশিল্প আজ সংকটের মুখে। সরকার যেন আমাদের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এবং ভাতা চালু করে।”
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 15, 2025 12:04:41
Chinsurah, West Bengal:হারিটে মদের দোকানে চুরি,দামি মদ,নগদ টাকা,হার্ডডিস্ক নিয়ে পালালো চোর। দাদপুর থানার অন্তর্গত হারিটে মদের দোকানে চুরির ঘটনা। কালকে দোকান বন্ধ করে যাওয়ার পর আজ সকাল এগারোটার পর যখন দোকান খুলতে যান মালিক দেখেন জানালা ভাঙ্গা, সিসিটিভি ডিভিআর নেই, সিসি ক্যামেরার তারকাটা এবং ডিভিআরটি চুরি করে নিয়ে চলে যায় চোর। দামি দামি মদের বোতল নিয়ে শোকেস ফাঁকা করে দিয়ে যায় চোর।ঘটনার তদন্তে নেমেছে দাদপুর থানার পুলিশ。 দোকান মালিকের দাদা সমিত ঘোষ জানান,সকালে ভাইকে দোকানে নামাতে এসে দেখি সমানে তালা দেওয়া পিছনের জানালা ভেঙে ঢুকেছিল চোর।নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা ছিলো ক্যাশ বাক্স ভেঙে নিয়ে গেছে,দামি মদ সিসিটিভি ডিভিআর নিয়ে গেছে। পুলিশ তদন্ত করছে。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 15, 2025 12:00:21
Howrah, West Bengal:নারীদের ওপর নির্যাতন এবং হেনস্তার প্রতিবাদে মহিলাদের মিছিল এবং জমায়েত। আজ দুপুরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া সহ বিভিন্ন জেলা থেকে কয়েকশো মহিলা জড়ো হন হাওড়া স্টেশনে। এরপর তারা মিছিল করে হাওড়া ময়দানে শরৎ সদনের কাছে আসেন। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর থেকে আরো একটি মিছিল টিকিয়াপাড়া স্টেশন থেকে হাওড়া ময়দানে জমায়েত হয়। এই দুটি মিছিলের উদ্যোক্তা ছিল মহিলা সংগঠন জাগো নারী জাগো বহ্নিশিখা। সংগঠনের সদস্য পুতুল চৌধুরী অভিযোগ করেন রাজ্যে জুড়ে বাড়ছে নারী নির্যাতন। তারা বিভিন্ন জায়গায় সমাজবিরোধীদের হাতে আক্রান্ত হচ্ছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর পাশাপাশি অভয়ার পরিবারও এখনো বিচার পাননি। এরই প্রতিবাদে ৯ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে। আগামী ১৬ই ডিসেম্বর কলকাতায় বড় প্রতিবাদ সভার আগে আজ হাওড়ায় মিছিল এবং সভা হয়। এই সভা থেকে দাবি তোলা হয় নারীদের মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ দিতে হবে।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 15, 2025 11:59:39
Arambag, West Bengal:আরামবাগঃ১৫ ডিসেম্বর পঞ্চায়েত সমিতির অফিসে বিজেপি বিধায়কের গundu d a m i .দাপাদাপি,দাদাগিরি।ফের বিজেপি বিধায়কের গুন্ডামি দেখল নিজের দলেরই নেতারা। খানাকুল-২ পঞ্চায়েত সমিতি অফিসে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল। ফেরিঘাটের টাকা আদায় নিয়ে বাকবিতণ্ডা চলাকালীন সরকারি অফিসের মধ্যেই খানাকुल-২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষকে বেদড়ম মারধর করার অভিযোগ উঠল খানাখালুর বিজেপি বিধায়কের বিরুদ্ধে। প্রসঙ্গত, খানাকুল-২ ব্লকে তিনটি ফেরিঘাটের টেন্ডার হলেও পঞ্চায়েত সমিতিতে টাকা জমা পড়েনি। এমন কি বিধায়ক নিজে একটি ফেরিঘাট চালালেও কোনও টাকাও পঞ্চায়েত সমিতিতে জমা দেননি বলে অভিযোগ। এদিন অর্থের মিটিং চলাকালীন ফেরিঘাটের টাকা আদায় নিয়ে সরব হতেই শিক্ষা কর্মাধ্যক্ষ রবীন প্যাটেলের উপর বিধায়ক চড়াও হন বলে অভিযোগ। তাঁকে কিল, চড়, ঘুঁষি মারা হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা ঘটনাটি শুনেছেন বলে দায় এড়িয়ে গেছেন। যদিও তৃণমূল এনিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছে। তৃণমূলে রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেন, টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিজেপি নিজেরাই মারপিট করছে। এদের চরিত্র মানুষ বুঝে গেছে।নিন্দা জানাচ্ছি।এদিকে আক্রান্ত শিক্ষার কর্মাধ্যক্ষ রবীন প্যাটেলের দাবি,বিধায়ক নিজে একটা ফেরি ঘাট চালান।সেখানে মাত্র এক লক্ষ টাকা জমা দিয়েছিলেন।আরোও সাড়ে কুড়ি লক্ষ টাকা পঞ্চায়েত সমিতি পাবে।সেটা বলোর পরেই উনি আমাকে অফিসের মধ্যেই ব্যাপক মারধর করেন।এদিকে ঘটনা নিয়ে ব্যাপক গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গেল বিজেপির।যদিও বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের সাথে যোগাযোগ করা যায় নি।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 15, 2025 11:57:10
Chinsurah, West Bengal:ভগবান মেসি দর্শন বাড়তি পাওনা ফুটবলে সই,জীবন সার্থক তারকেশ্বরের যুবকের।যুবভারতী অশান্তির আঁচ পড়ার আগেই মেসির সঙ্গে হাত মিলিয়ে স্বপ্ন পূরন করেছেন দেবব্রত নস্কর।সারা জীবনের স্মৃতি স্মারক হয়ে থাকবে তার。 গত ১৩ তারিখ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি প্রবেশ করার আগে মোহনবাগান - ডায়মন্ডহারবারের প্রীতি ম্যাচের রেফারি ছিলেন তারকেশ্বরের দেবব্রত।ম্যাচের মধ্যেই মাঠে ঢোকেন মেসি,প্রীতি ম্যাচের খেলোয়ার ও রেফারিদের সঙ্গে করমর্দন করেন মেসি ,ডি পল,সুয়ারেজ। সেই সময় মেসির সঙ্গে হাত মেলানোর পাশাপাশি ফুটবলে তার সই সংগ্রহ করেছিলেন দেবব্রত। তার কিছুক্ষন পরই সব উলোট পালোট হয়ে যায়।মুহুর্তে বদলে যায় ছবি।যা নিয়ে রাজ্য এবং দেশ তোলপাড় হয়。 দেবব্রত জানান সামনে থেকে ফুটবলের ভগবান কে দেখতে পেয়ে তার জীবন তার ধন্য। দেবব্রত গত ১৩ বছর ধরে রেফারি হিসাবে ফুটবল মাঠের সঙ্গে যুক্ত। বর্তমানে জাতীয় স্তরের রেফারি দেবব্রত。 সন্তোষ ট্রফি, বিসি রায় ট্রফি, সি এফ এল এর একাধীক ম্যাচ খেলিয়েছেন তিনি। এরাজ্যে ছাড়াও দেশের একাধিক রাজ্যে বড় বড় ফুটবল টুর্নামেন্টে রেফারি olarak ম্যাচ পরিচালনা করেন দেবব্রত। এখনো পযন্ত ১০০ এর বেশি বড় ম্যাচ পরিচালনা করেছেন দেবব্রত নस्कর। স্বপ্ন ছিলো কোনোদিন ফুটবলের রাজপুত্রকে কাছ থেকে দেখার。 সেই সাধ পূরন হয়েছে ফুটবল মাঠেই সঙ্গে বাড়তি পাওনা হাতের ছোঁয়া সই সংগ্রহ।যা সারা জীবনের স্মৃতি হয়ে রয়ে যাবে। হাজার হাজার টাকার টিকিট কেটে মেসি দেখা হয়নি বহু ফুটবল ভক্তের।তবে প্রীতি ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকার সেই সুযোগ থেকে বঞ্চিত হতে হয়নি দেবব্রতকে।।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 15, 2025 11:51:45
Chinsurah, West Bengal:এসআইআর খসড়া তালিকা প্রকাশের আগের দিন ক্যাম্প করে নথি জমা নিচ্ছেন বি এল ও, যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়ায় ডানকুনি পৌরসভার ২০নং ওয়ার্ডের মাথুরডাঙ্গী এলাকায়। অন্যদিকে ওই এলাকায় খসড়া তালিকা প্রকাশের আগেই নাম বাদ যেতে পারে এমন সাম্ভাব‍্য তালিকা প্রকাশ তৃণমূলের। বি এল ও কেন ক্যাম্প করেছেন? কেন আবার নথি জমা নেওয়া হচ্ছে ? কেনই বা খসড়া তালিকা প্রকাশের আগে লিস্ট টাঙানো হলো ? এসবের কোনো সদুত্তর দেননি সংশ্লিট বুথের বিল এল ও সন্ধ্যা ধারা। ইতি মধ্যেই এস আই আর এর ফর্ম পূরণ বা ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে ।১৬ ই ডিসেম্বর অর্থাৎ আগামী কাল প্রকাশিত হবে খসড়া তালিকা। তার আগেই কাদের নাম বাদ পড়েছে একটি তালিকা তৈরি करके সেই লিস্ট দেওয়ালে সাঁটানো কে কেন্দ্র তৈরি হয়েছে জল্পনা। এমনকি ওই এলাকায় সংশ্লিষ্ট বি এল ও জমা নিচ্ছেন একাধিক নথি যা নিয়ে ও তৈরি হয়েছে ধোঁয়াশা। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 15, 2025 10:47:36
Durgapur, West Bengal:ভালবেসে বন্ধুকে থাকতে দিয়ে ৩৫ বছর আইনি লড়াইয়ের পর বাড়ির দখল পেল বন্ধু。 ৩৫ বছর আইনি লড়াইয়ের পর অবশেষে কোর্টের রায়ে বাড়ির দখল পেলেন এক ব্যাক্তি । পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার রামপ্রসাদপুর পঞ্চায়েতের নাজিরাবাদ এলাকার ঘটনা । ১৯৯৮ সালে আব্দুল गफ্ফ নামে এক ব্যক্তি অন্ডালের নাজিরাবাদ এলাকায় বন্ধু জাহিরুল ইসলামের কাছে ৫ ডেসিবেল জায়গার উপর একটি বসতবাড়ি কেনেন । চুক্তি মত টাকাও মিটিয়ে দেন তিনি । বসতবাড়িটি বিক্রি করার পর জাহিরুল ইসলাম আগামী দু'মাসের মধ্যে বাড়িটি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন । বন্ধুর কথা বিশ্বাস করে দুমাস বাড়িটিতে থাকার অনুমতি দেন জাহিরুলকে আব্দুল গাফ্ফর । নির্দিষ্ট সময়ের পর বাড়ি ছাড়তে অস্বীকার করে জাহিরুল বলে অভিযোগ । ১৯৯১ সালে দুর্গাপুর কোর্টে বাড়ির দখল পেতে কেস করেন আব্দুল গাফ্ফর । ১৯৯৬ সালের মামলায় ডিগ্রি হয় আব্দুল গফফারের পক্ষে । কিন্তু দখলদার ডিগ্রী খারিজ এর দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন । তারপর চলে দীর্ঘ আইনি প্রক্রিয়া । সম্প্রতি কোট আব্দুল গফ্ফরের পক্ষে রায় দেয় । সেই রায় কার্যকর করতে সোমবার পুলিশ সহ কোর্টের প্রতিনিধিরা নাজিরাবাদে উপস্থিত হন । বিতর্কিত বাড়িটির তালা ভেঙ্গে আব্দুল গফফরকে বাড়ির দখল দেওয়া হয় । বাড়ি ফিরে পেয়ে স্বভাবতই খুশি আব্দুল বাবু । তিনি বলেন প্রথম থেকেই আইনের প্রতি ভরসা ছিল । দেরিতে হলেও সত্যের জয় হলো । আব্দুল বাবুর আইনজীবী প্রদীপ সাধু বলেন আইনের হাত কত লম্বা সেটা আরো একবার প্রমাণ হল । তবে বিশ্বাস ভঙ্গ করা বন্ধু জাহিরুল ইসলামের দেখা পাওয়া যায় নি。
0
comment0
Report
PDPradyut Das
Dec 15, 2025 10:47:07
Jalpaiguri, West Bengal:বাংলাদেশি বিতর্কে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যা, কমিশনে লিখিত অভিযোগ দলেরই নেতার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে শাসকদলের অন্দরেই এবার তীব্র বিতর্ক। তৃণমূলেরই এক দাপুটে নেতা অভিযোগ তুলেছেন, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্যা আদতে বাংলাদেশি নাগরিক। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে বলেও জানা গিয়েছে। ধূপগুড়ি ব্লকের গাদং-১ গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত ২৪ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলের টিকিটে জয়ী বর্তমান সদস্যা আনিছা বেগমের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলেছেন দলেরই নেতা আবদুল রশিদ। তাঁর দাবি, আনিছা বেগম অবৈধ পথে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করে প্রায় ২০০৭ সাল নাগাদ ভোটার তালিকায় নাম তোলেন এবং ধীরে ধীরে শাসকদলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। অভিযোগ, রাজ্যে পালাবদলের পর শাসকদলের প্রভাব কাজে লাগিয়ে প্রথমে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন দায়িত্ব পান আনিছা বেগম। পরে মহাসংঘের কর্মকর্তা নির্বাচিত হন এবং শেষ পর্যন্ত ২০২৩ সালে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা হন। অভিযোগকারীর আরও দাবি, তাঁর স্বামী সাত্তার আলি সহ বাবা-মা এখনও বাংলাদেশের নাগরিক এবং সেখানেই বসবাস করেন। আবদুল রশিদ নির্বাচন কমিশনের কাছে শুধু লিখিত অভিযোগই জানাননি, তদন্ত করে আনিছা বেগমের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিও তুলেছেন। কমিশন সূত্রে খবর, এসআইআর পর্বে আনিছা বেগম নিজের স্বামী সাত্তার আলির ফর্ম ফাঁকা জমা দিয়ে তাঁকে ‘নিরুদ্দেশ’ ক্যাটাগরিতে রাখার আবেদন করেন। তবে নিজের এসআইআর ফর্ম তিনি বিএলও-র হাতে না দিয়ে অনলাইনেই জমা দিয়েছেন। সূত্রের আরও দাবি, অনলাইনে জমা দেওয়া এসআইআর ফর্মে আনিছা বেগম (ফর্মে নাম আছিমা) নিজের বাবার নাম হিসেবে উল্লেখ করেছেন ভোটপাড়া এলাকার বাসিন্দা রহমত আলির নাম। যদিও স্থানীয় খোঁজখবরে জানা যাচ্ছে, বছর পাঁচেক আগে রহমত আলির মৃত্যু হয়েছে। তাঁর একমাত্র ছেলে নুর মহম্ম্দ বর্তমানে কেরলে শ্রমিকের কাজ করেন। রহমত আলির ষাটোর্ধ্ব স্ত্রী জানান, তাঁদের পাঁচ কন্যা থাকলেও আছিমা নামে কোনও মেয়ে নেই। আনিছা বেগমের পরিবার সূত্রে জানানো হয়েছে, ব্যক্তিগত রোষের কারণে এমন অভিযোগ আনা হচ্ছে। ২০০৩ সাল থেকে আনিছা বেগম ভারতবর্ষের ভোটার। জমি সংক্রান্ত বিবাদের জেরে, এই চক্রান্ত। শাসকদলের পঞ্চায়েত সদস্যাকে ঘিরে এমন বিস্ফোরক অভিযোগে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। নির্বাচন কমিশনের তদন্তে এই অভিযোগ কতটা সত্য প্রমাণিত হয়, সেদিকেই তাকিয়ে ধূপগুড়ির রাজনৈতিক মহল।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 15, 2025 10:39:35
Chinsurah, West Bengal:কুড়ি বছর পর বাংলায় জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা।এশিয়াডের জন্য খেলোয়ার নির্বাচন হবে এই চ্যাম্পিয়ানশিপ থেকে। ৫৪ তম সিনিয়ার মেনস জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়ানশিপের আসर বসল চুঁচুড়ায়। পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশন ব্যবস্থাপনায় টেকনো ইন্ডিয়া গ্রুপের সহযোগীতায় চুঁচুড়ায় নেতাজী সুভাষ স্পোর্টস এরিনা যেটি টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রিয়নগর স্থিত মাঠে অনুষ্ঠিত হচ্ছে। মোট চৌত্রিশটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল এই জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে।আগামী ২০ ডিসেম্বর হবে মূল পর্বের খেলা।নেতাজী সুভাষ এরিনার ইন্ডোর কমপ্লেক্স ও আউটডোর মাঠে খেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্নধার সত্যম রায়চৌধুরী, আনন্দেশ্বর পান্ডে সাউথ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন এর সেক্রেটারি জেনারেল,স্থানীয় বিধায়ক অসিত মজুমদার,তপন দাশগুপ্ত,চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ,নেতাজি সুভাষ এরিনার সিইও তম্ময় রায় চৌচুরী সহ বিশিষ্টজন। খেলোয়ারদের মাঠ প্রদক্ষিন,টেকনো ইন্ডিয়া গ্রুপ স্কুল চুঁচুড়ার ছাত্র ছাত্রীদের নৃত্য গান জাতীয় ও রাজ্য সংগীতের মধ্যে দিয়ে সূচনা হয় এই খেলার। প্রথম খেলায় মুখোমুখি হয় কর্নাটক ও অন্ধ্র প্রদেশ।খেলা শুরুর আগে খেলোয়ারদের সঙ্গে পরিচিত হন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্নধার সত্যম রায়চৌধুরী। সত্যম রায়চৌধুরী বলেন,জাতীয় হ্যান্ডবল চাম্পিয়নশিপ হচ্ছে আমার নিজের শহর চুঁচুড়ায়।অনেক দিন পর বাংলায় হচ্ছে।আমার খুশি।সবাই দেখতে পাবে।এত বড় ইভেন্ট এর আগে হয়নি।পাঁচদিন ধরে একটা উৎসব সবাই মিলে সেলিব্রেট করবে।বাইরের রাজ্য থেকে যারা আসছেন তারা বাংলার স্বাদ পাবেন।আগামী দিনে জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে এই নেতাজী সুভাষ স্পোর্টস এরিনায়।টেকনো ইন্ডিয়া স্পোর্টস ইউনিভারসিটির একটা অঙ্গিকার ছিলো।চুঁচুড়াকে আন্তর্জাতিক মানচিত্রে জায়গা করে দেওয়া সেই চেষ্টা করব。
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 15, 2025 10:20:51
Purulia, West Bengal:পুরুলিয়া : আদালতে আইনজীবীদের অপমানের প্রতিবাদে আজ থেকে সপ্তাহব্যাপী কার্যবিরতিতে সামিল পুরুলিয়াজেলা আদালতের আইনজীবীরা । পুরুলিয়া জেলা বার এসোসিয়েশনের পক্ষ থেকে এই কার্যবিরতি ডাকা হয় । আজ থেকে শুরু হওয়া আইনজীবিদের কার্যবিরতির জেরে চরম সমস্যায় পড়তে হয় আদালতে আসা সাধারণ মানুষকে । অভিযোগ, গত শনিবার পুরুলিয়া জেলা লোক আদালত চলাকালীন আইনজীবীদের অপমান করা হয় । ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি (DLSA)র বিরুদ্ধে আইনজীবীদের অপমান ও হয়রানির অভিযোগ তোলেন আইনজীবীরা । ঘটনার প্রতিবাদে পুরুলিয়া জেলা বার এসোসিয়েশন সিদ্ধান নেয় কার্যবিরতি করার । সেই মতো আজ সোমবার থেকে সপ্তাহব্যাপী কার্যবিরতিতে সামিল আইনজীবীরা । বাইট : ১) নবীন সাও (আইনজীবী) ২) বিভূতি মাহাতো (সাধারণ ব্যক্তি) ৩) কার্তিক চন্দ্র মাহাতো (সাধারণ ব্যক্তি)
0
comment0
Report
Advertisement
Back to top