Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120

2002 वोटर लिस्ट में खड़दह के पूर्व पार्षद के नाम गायब, हड़कंप मच गया

BSBarun Sengupta
Nov 10, 2025 08:19:16
Barrackpore, Kolkata, West Bengal
২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই খড়দহ পৌরসভার পাঁচবারের পৌর পিতার ১৯৯৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা খড়দহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পৌর পিতা হিসাবে দায়িত্ব সামলেছেন তাপস দাশগুপ্ত।।তিনি এস আই আর শুরু হওয়ার পর জখন ২০০২ সালের ভোটার তালিকায় তার এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নাম খুঁজতে যান তখন দেখতে পান ২০০২ সালের ভোটার তালিকাতে তার এবং তার পরিবারের কোনো সদস্যের নাম নেই।। এমনকি খড়দহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বেশ কিছু পুরনো বাসিন্দা যারা কয়েক পুরুষ ধরে সেই এলাকায় বসবাস করেন এবং সমস্ত ভোটেই ভোটদান করেছেন তাদেরও নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই।। এরপর বিষয়টি জানাজানি হতেই তৃণমূল কংগ্রেস কর্মীরাও ভোটার তালিকা খতিয়ে দেখলে একই ফল বের হয়।খড়দহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা তাপস দাশগুপ্ত অভিযোগ করেন কি কারণে তার নাম বাদ গেল ২০০২ সালের ভোটার তালিক_FROM থেকে তিনি বুঝতে পারছেন না।।কারণ যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় তিনি পৌরপিতা ছিলেন ওই ওয়ার্ডেই।। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা চন্দন রায় জানান শুধুমাত্র প্রাক্তন পৌরপিতাই নয় বহু মানুষেরই দেখা যাচ্ছে ভোটার তালিকায় নাম নেই।2002 সালের যারা সেই area's পুরনো বাসিন্দা এবং প্রত্যেক ভোটেই ভোট দান করেছেন....
1
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TCTathagata Chakraborty
Nov 10, 2025 09:58:16
Maipit, ওয়েস্ট বেঙ্গল:সমাজের বেড়াজাল ভেঙে সুন্দরবনের দুই তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের রিয়া সরদার এবং বকুলতলার রাখি নস্করের এই সাহসী সিদ্ধান্ত আজ বাংলা তথা দেশের কাছে দৃষ্টান্ত স্বরূপ। স্বাধীন চিন্তাভাবনা, মানবিকতা ও ভালোবাসার জয়ে সমাজে নতুন দিশা দেখালেন তাঁরা। এই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক বার্তায় লিখেছেন — “স্বাধীন ভারতের স্বাধীন মানসিকতার, মানবিকতার, মুক্ত চিন্তা ভাবনার ও সাহসিকতার প্রতীক এই সিদ্ধান্ত। বাংলার কাছে এটি গর্বের।” নবদম্পতির জীবনে পরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক বলেও জানিয়েছেন তিনি। সোম_MONDারাল কুলতলী গ্রামে তাঁদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল ও মথুরাপুরের সাংসদ বাপি হালদার।বাংলাই আগামীকে পথ দেখায়। এই সাহসিকতার জोरেই সমাজ অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হয়ে উঠবে।
4
comment0
Report
KMKIRAN MANNA
Nov 10, 2025 09:43:43
Dihierench, West Bengal:শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা স্নেহাশিস চক্রবর্তী বললেন ২০১১ সাল থেকে তৃণমূল সরকারে আসার পর যেভাবে উন্নয়ন হয়েছে বাংলার দশ কোটি মানুষ তা জানেন বুঝেন। প্রত্যেকটি মানুষ যাতে পরিষেবা পান তার জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করে উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে। দুয়ার সরকার এর মাধ্যমে আরো ভালো পরিষেবা যাতে পান তার ব্যবস্থাও করা হয়েছে।এটা যারা চোখে দেখতে পান না তাদের চোখের দৃষ্টিহীন হয়েছে এটা থেকে বোঝা যাচ্ছে। বিজेपি তো আগে ছিল না। শুভেন্দু অধিকারী তিনি আজ যাদের নিয়ে বিজেপি করছেন তারা সিপিএমের আমলে হার্মাত ছিলেন আন্দোলনকারীদের উপর অত্যাচারী ছিলেন। সিপিএমের হার্মাদরাই আন্দোলনকারীদের শহীদ করেছে। তারাই আজ বিজেপি, তাদের নিয়ে শুভেন্দু অধিকারী বিজেপি করছেন। যারা নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনী, যাদেরকে শহীদ করেছে, সেই শহীদদের আজকে মালা দিচ্ছে সিপিএমের হার্মাদ অর্থাৎ বর্তমানে যারা বিজেপি নেতা। তাদের সাথে শুভেন্দু নন্দীগ্রাম বিজেপি করছেন। পরিযায়ী নেতা প্রসঙ্গে বললেন----আমি এখানে সত্যি আসিনি। কারণ আমি সিঙ্গুর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু এখন তো একটা দায়িত্বে রয়েছি, তাই কোথাও কোন কর্মসূচি হলে আমাদের যেতে হয়। পরিযায়ী তো আসলে বিজেপি দিল্লি নেতারা। ভোটের সময় দিল্লি থেকে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা বাংলায় চলে আসেন বড় বড় কথা বলেন আর হেরে গেলে আর আসেন না। মামলা প্রসঙ্গে বললেন ---রাজ্য সরকার সাড়ে তিনশো বেশি মামলা তুলে নিয়েছে。 বি এল ও প্রসঙ্গে বললেন--চাপ দিচ্ছে বিজেপি।
0
comment0
Report
ALArup Laha
Nov 10, 2025 09:43:25
Belna, West Bengal:বি এল ও নমিতা হাঁসদার মৃত্যুর পর ৩৬ ঘণ্টা পেরোল, রাজনৈতিকদের আনাগোনা বাড়লেও রবিবার দিনভর প্রশাসনের কারো দেখা মিলল না। ৩৬ ঘণ্টা কেটে গেলেও মৃত বি এল ও নমিতা হাঁসদার পরিবারের পাশে প্রশাসনের কেউ এসে দাঁড়াল না, এমনই অভিযোগ তুলেেছেন পরিবারের সদস্যরা। শনিবার ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় মেমারির চক বলরামপুরের ২৭৮ নম্বর বুথের বি এল ও তথা অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাঁসদা (৫০)। পরিবারের দাবি, এস আই আর ফর্ম বিলি নিয়ে প্রচণ্ড চাপের মধ্যেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রায় প্রতিদিনই ফোনে তাগাদা আসতো দ্রুত ফর্ম বিলি করার জন্য। অঙ্গনওয়াড়ি সেন্টারের কাজ সামলেই ফর্ম বিতরণে বেরিয়ে পড়তেন নমিতা। শনিবার বোহার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামপুরের বাঙালপুকুর এলাকায় ফর্ম বিলি করতে গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতেই মৃত্যু হয়। এদিকে খবর সম্প্রচারিত হতেই রাজনৈতিক নেতাদের আনাগোনা শুরু হয়েছে চক বলরামপুরে। সোমবার নমিতা হাঁসদার স্বামী মাধব হাঁসদার সঙ্গে পৃথকভাবে দেখা করেন মেমারি-২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মহম্মদ ইসমাইল ও বর্তমান সভাপতি হরিসাধন দে। দেখা করতে যান সিপিএমের জেলা কমিটির সদস্য তাপস চ্যাটার্জিও। সকলেই আশ্বাস দিয়েছেন, পরিবারের পাশে থাকবেন তাঁরা。 তবে এখনও পর্যন্ত জেলা বা ব্লক প্রশাসনের কোনো আধিকারিক পরিবারের সঙ্গে দেখা করে আসেননি। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী রবিবার সন্ধ্যায় জানিয়েছেন,“অনেকেই বিভিন্ন জায়গায় কাজ করছেন। মেমারির চক বলরামপুরের ঘটনাটি খোঁজ নেওয়া হচ্ছে।” সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তাপস চ্যাটার্জি বলেন,একজন অঙ্গনওয়াড়ি কর্মীর ওপর এইভাবে অতিরিক্ত কাজের চাপ চাপিয়ে দেওয়া অন্যায়। এস আই আর-এর নামে মানুষকে নির্যাতন করা হচ্ছে।” মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হরিসাধন দে বলেন, “এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা পরিবারের পাশে আছি। প্রয়োজনে জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে সাহায্যের ব্যবস্থা করা হবে।” মৃতার স্বামী মাধব হাঁসদা বলেন, ওকে প্রতিদিন ফোনে তাগাদা দেওয়া হতো ফর্ম বিলির জন্য। বাড়ির কাজ, সেন্টারের কাজ সব সামলে রাত অবধি বাইরে থাকতে হতো। সেই চাপই ওর মৃত্যু ডেকে এনেছে।” বাইট ১।মাধব হাঁসদা(মৃতার স্বামী), বাইট ২।তাপস চ্যাটার্জি (সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য), বাইট। হরিসাধন দে(ব্লক সভাপতি, মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল)। সঞ্জয় রাজবংশীর সঙ্গে অরূপ লাহার রিপোর্ট。
0
comment0
Report
CDChampak Dutta
Nov 10, 2025 09:43:08
Kaji Chak, West Bengal:SIR এর ফর্ম বিলি ও ফর্ম পুরন সম্পর্কে খোঁজ নিতে ভোটারদের বাড়িতে বিডিও। তথ্য ও ফর্ম পুরন নিয়ে ভোটারদের খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন বিডিও। Chandrakona 2 নম্বর ব্লকে বিডিওর এহেন ভূমিকায় খুশি প্রত্যন্ত গ্রামের ভোটাররা। SIR এর ফর্ম পেয়েছেন, বুঝতে পেরেছেন কিভাবে ফিলাপ করতে হবে, BLO এসে ঠিকঠাক বুঝিয়ে দিয়ে গেছে।ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে SIR ফর্ম বিলি ও সময়ে ফর্ম পুরন নিয়ে খোঁজ নিচ্ছেন বিডিও।ফর্ম পুরনে বোঝার অসুবিধা বা জানার থাকলে স্থানীয় BLO র সাহায্য নেওয়ার বা বিডিওর সাথেও প্রয়োজনে যোগাযোগের কথা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে SIR এর ফর্ম বিলি ও ফর্ম পুরন সংক্রান্ত বিষয়ে খোঁজ নিতে গিয়ে আশ্বস্ত করছেন বিডিও।এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ছত্রগঞ্জ এলাকায়।SIR নিয়ে একদিকে রাজনৈতিক উত্তাপ রয়েছে,ফর্ম পুরন বা তথ্য সম্পর্কে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের মধ্যে ভয়ভীতি ও থাকে।তারউপর এসময় চাষের মরসুম ধান তুলে জোর কদমে আলু লাগানোর সময়।এর মাঝে SIR এর পেছনে সময় দেওয়া সত্যি গ্রামাঞ্চলের মানুষের কাছে চাপের।সব কাজের মাঝে যাতে SIR এর কাজ ঠিকঠাক হয়,ভোটাররা যাতে গুরুত্ব বুঝে সময়ে ফর্ম হাতে পেয়ে তা পুরন করে জমা করে তা নিজে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক,সাথে ছিলেন ব্লকের ওসি ইলেকশন মনোজিৎ মুর্মু,স্থানীয় BLO।বিডিওর বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের খোঁজ নেওয়াই নই,ফর্ম পুরনের খুঁটিনাটি ভোটারদের বুঝিয়ে দেন বিডিও।বিডিওর এহেন ভূমিকায় যেমন খুশি তেমনই আশ্বস্ত প্রত্যন্ত গ্রামের ভোটাররা।বেশ কয়েকদিন ধরেই এইভাবে প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি যাচ্ছেন এনুমারেশন ফর্ম বিলি ও পুরন সংক্রান্ত বিষয়ে খোঁজ নিয়ে মানুষের মধ্যে ভয়ভীতি কাটাচ্ছেন বিডিও সহ SIR এর কাজে যুক্ত আধিকারিকরাও। ছবি বাইট 2c তে
0
comment0
Report
BBBimal Basu
Nov 10, 2025 09:36:26
Basirhat, West Bengal:বিনা চিকিৎসায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে বিনা চিকিৎসায় ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা। নার্সদের ঘেরাও করে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পুলিস。 গত কাল বিকেলে সন্দেশখালির এক নম্বর ব্লকের কালিনগর বেদেমারি গ্রামে ববিতা সরদার নামে ১৩ বছরের ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী সামান্য জ্বর হাতপা ব্যাথা নিয়ে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। অভিযোগ ভর্তি হওয়ার পর থেকে সারারাত তার কোন চিকিৎসা হয়েছে না বার বার নার্সের কাছে ছুটে গেলেও বলা হয়েছে ডাক্তার নেই। তারা শুধু তাই নয় নার্সরা রোগীর আত্মীয়দের সঙ্গে দুরব্যবহার করে অভিযোগ কোন রকম চিকিৎসা না পেয়ে আজ সকালে মৃত্য হয়। ক্ষোভে ফেটে পড়ে ক্ষিপ্ত হয়ে দফায় দফায় বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়স্বজনরা 1) বাইট - B পিয়াঙ্কা সরদার ( মাসি ) 2) B1 অজয় দাস ( মৃত বালিকার আত্মীয় ) 3) B2 রবিউল ইসলাম গায়েন ( বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 10, 2025 09:24:19
Purulia, West Bengal:পুরুলিয়া : জাইকা জল প্রকল্পের পাইপের জল ঢুকছে ধানের জমিতে । জমা জলে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা পাকা ফসল । বার বার জাইকা জল প্রকল্প কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় পুরুলিয়ার মানবাজার থানার চল্লার মোড়ে মানবাজার - পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধে সামিল এলাকার বাসিন্দারা। এর জেরে গুরুত্বপুর্ন ওই রাস্তায় আটকে পড়ে বহু যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ এবং জাইকা জল প্রকল্পের কর্মীরা । অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন তারা। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাইকা জল প্রকল্পের মাধ্যমে পাতা পাইপ থেকে জল ঢুকছে ধানের জমিতে । বিঘার পর বিঘা পাকা ফসল নষ্ট হয়েছে । বিষয়টি জাইকা জল প্রকল্প কর্তৃপক্ষকে জানানো হয়েছে । ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে । কিন্তু সমস্যার সমাধান হয়নি । দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জাইকা জল প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজা বিশ্বাস । বাইট: ১) অর্জুন নামাতা (স্থানীয় বাসিন্দা) ২) জয়দেব মুখার্জী (স্থানীয় বাসিন্দা) ৩) রাজা বিশ্বাস (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জাইকা জল প্রকল্প)
0
comment0
Report
ALArup Laha
Nov 10, 2025 09:24:07
Belna, West Bengal:বি এল ও নমিতা হাঁসদার মৃত্যুর পর ৩৬ ঘণ্টা পেরোল, রাজনৈতিকদের আনাগোনা বাড়লেও রবিবার দিনভর প্রশাসনের কারো দেখা মিলল না। ৩৬ ঘণ্টা কেটে গেলেও মৃত বি এল ও নমিতা হাঁসদার পরিবারের পাশে প্রশাসনের কেউ এসে দাঁড়াল না, এমনই অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। শনিবার ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় মেমারির চক বলরামপুরের ২৭৮ নম্বর বুথের বি এল ও তথা অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাঁসদার (৫০)। পরিবারের দাবি, এস আই আর ফর্ম বিলি নিয়ে প্রচণ্ড চাপের মধ্যেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রায় প্রতিদিনই ফোনে তাগাদা আসতো দ্রুত ফর্ম বিলি করার জন্য। অঙ্গনওয়াড়ি সেন্টারের কাজ সামলেই ফর্ম বিতরণে বেরিয়ে পড়তেন নমিতা। শনিবার বোহার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামদের বাঙালপুকুর এলাকায় ফর্ম বিলি করতে গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতেই মৃত্যু হয়。 এদিকে খবর সম্প্রচারিত হতেই রাজনৈতিক নেতাদের আনাগোনা শুরু হয়েছে চক বলরামপুরে। সোমবার নমিতা হাঁসদার স্বামী মাধব হাঁসদার সঙ্গে পৃথকভাবে দেখা করেন মেমারি-২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মহম্মদ ইসমাইল ও বর্তমান সভাপতি হরিসাধন দে। দেখা করতে যান সিপিএমের জেলা কমিটির সদস্য তাপস চ্যাটার্জিও। সকলেই আশ্বাস দিয়েছেন, পরিবারের পাশে থাকবেন তাঁরা। তবে এখনও পর্যন্ত জেলা বা ব্লক প্রশাসনের কোনো আধিকারিক পরিবারের সঙ্গে দেখা করতে আসেননি। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী রবিবার সন্ধ্যায় জানিয়েছেন,“অনেকেই বিভিন্ন জায়গায় কাজ করছেন। মেমারির চক বলরামপুরের ঘটনাটি খোঁজ নেওয়া হচ্ছে。” সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তাপস চ্যাটার্জি বলেন,একজন অঙ্গনওয়াড়ি কর্মীর ওপর এইভাবে অতিরিক্ত কাজের চাপ চাপিয়ে দেওয়া অন্যায়। এস আই আর-এর নামে মানুষকে নির্যাতন করা হচ্ছে।” মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হরিসাধন দে বলেন, “এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা পরিবারের পাশে আছি। প্রয়োজনে জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে সাহায্যের ব্যবস্থা করা হবে।” মৃতার স্বামী মাধব হাঁসদা বলেন, ওকে প্রতিদিন ফোনে তাগাদা দেওয়া হতো ফর্ম বিলির জন্য। বাড়ির কাজ, সেন্টারের কাজ সব সামলে রাত অবধি বাইরে থাকতে হতো। সেই চাপই ওর মৃত্যু ডেকে এনেছে。” বাইট ১।মাধব হাঁসদা(মৃতার স্বামী), বাইট ২।তাপস চ্যাটার্জি (সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য), বাইট। হরিসাধন দে(ব্লক সভাপতি, মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল)। সঞ্জয় রাজবংশীর সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 10, 2025 09:23:41
Durgapur, West Bengal:গুটকা নেতা ধর্মেন্দ্র যাদব দূর হাঁটো, প্রশাসক মন্ডলের নতুন তালিকা প্রকাশ হতেই দুর্গাপুর নগর নিগমের সামনে শুরু হল বিক্ষোভ। কোনো রাজনৈতিক দলের বিক্ষোভ নয়, বিক্ষোভে নামল বাংলা পক্ষ। তারা সদ্য প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যানের আসন পাওয়া ধর্মেন্দ্র যাদবকে তুলোধনা করেন। প্রশাসক মন্ডলীর তিন বাঙালি সদস্য রাখি তিওয়ারি, দীপঙ্কর লাহা এবং অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কেন বহিরাগত একজনকে ভাইস চেয়ম্যানের দায়িত্ব দেওয়া হল সেই প্রশ্ন তোলেন তারা। বাংলা পক্ষের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন,"গুটকাখোর নেতা ধর্মেন্দ্র যাদব সরকারি জমি দখল করে সব বিক্রি করে দিল। উনি যেই এলাকার বাসিন্দা সেইখান থেকে একটা ভোটও তিনি পাবেন না। কিন্তু সরকার বাঙালিদের সরিয়ে বহিরাগত ধর্মেন্দ্র যাদব কে সরকারি পদে বসালো। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি।" পাল্টা প্রশাসক মন্ডলীর ভয়েস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব বলেন,"১৩ বছর ধরে দুর্গাপুর নগর নিগমে রয়েছি। এইরকম কথা আগে কেউ বলেনি। যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা হয়তো আমার সম্পর্কে জানে না। তাদের মন জয় করতে পারি নি সেই জন্য হয়তো এ কথা বলছে। ওদের মন জয় করার চেষ্টা করব।" অন্যদিকে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা পক্ষ তৃণমূলের বি টিম ওদের এই আন্দোলন লোক দেখানো।
0
comment0
Report
PDPradyut Das
Nov 10, 2025 08:40:44
Jalpaiguri, West Bengal:*বাংলা তার হারানো গৌরব ফিরে পাক। জল্পেশ মন্দিরে পুজো দিয়ে এমনটাই তিনি প্রার্থনা করলেন বলে জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। জল্পেশ মন্দিরে জলের নীচে শিব দেখে অভিভূত তিনি। বলেন, খুব ভালো লাগল পুজো দিয়ে। সামনেই বিধানসভা নির্বাচন। বাংলার মানুষ সরকার পরিবর্তনের জন্য তৈরি হয়ে আছেন। একসময় দেশকে স্বাধীন করতে বাংলায় সংগ্রামীরা অনুশীলন সমিতি তৈরি করেছিলেন। আর এখন বাংলায় ডেরা বাঁধে সন্ত্রাসবাদীরা। আজ জল্পেশ মন্দিরে বিপ্লব দেবের সঙ্গে দেখা করেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তৃণমূলের শিবম রায় বসুনিয়া। এনিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়েছে। তিনি কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? এনিয়ে অবশ্য কিছু বলতে চাননি শিবম। পেশায় স্কুল শিক্ষক শিবম বলেন, পাশেই স্কুল। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছেন শুনে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। বিজেপির জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, বিজেপিতে যোগ দিতে তৃণমূলের অনেকেই পা বাড়িয়ে রয়েছেন। সময় হলেই দেখতে পাবেন。 রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
2
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 10, 2025 08:21:02
Arambag, West Bengal:আরামবাগঃ১০ নভেম্বর --------------------------------------------- রিচার্জ ও বকাবকি ঘিরে চরম পরিণতি । খানাকুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণীর ছাত্রী। ফোনে রিচার্জ করা এবং স্নান করা নিয়ে পরিবারের সামান্য বকাবকির জেরে চরম পরিণতি ঘটাল অষ্টম শ্রেণির এক ছাত্রী। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে। ঘটনাটি ঘটেছে খানাকুল ২ নম্বর ব্লকের হরিশচক এলাকায়। ১৪ বছরের শুভশ্রী বর নামে মৃত ওই ছাত্রী হরিশচ্চক হাই স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত। শনিবার বিকেলে তার নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়।সামান্য বকাবকিতেই চরম সিদ্ধান্ত তার。 পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার বিকেলে শুভশ্রীকে ফোনে রিচার্জ এবং স্নান করা নিয়ে সামান্য বকাবকি করা হয়েছিল। এর ফলস্বরূপ যে সে এমন মারাত্মক সিদ্ধান্ত নিতে পারে, তা তারা স্বপ্নেও কল্পনা করেননি। পরিবারের লোকজনের চোখে প্রথম শুভশ্রীর ঝুলন্ত দেহ ধরা পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে নতিবপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা জানাজানি হতেই খানाकুল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহ উদ্ধার করে রবিবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে শুভশ্রী আত্মহত্যার মতো চরম পথ বেছে নিল, তা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ। তবে পরিবারের প্রাথমিক অনুমান, সামান্য বকাবকির জেরেই এই মর্মান্তিক ঘটনা。
3
comment0
Report
PDPradyut Das
Nov 10, 2025 08:20:35
Jalpaiguri, West Bengal:বাংলা তার হারানো গৌরব ফিরে পাক। জল্পেশ মন্দিরে পুজো দিয়ে এমনটাই তিনি প্রার্থনা করলেন বলে জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। জল্পেশ মন্দিরে জলের নীচে শিব দেখে অভিভূত তিনি। বলেন, খুব ভালো লাগল পুজো দিয়ে। সামনেই বিধানসভা নির্বাচন। বাংলার মানুষ সরকার পরিবর্তনের জন্য তৈরি হয়ে আছেন। একসময় দেশকে স্বাধীন করতে বাংলায় সংগ্রামীরা অনুশীলন সমিতি তৈরি করেছিলেন। আর এখন বাংলায় ডেরা বাঁধে sন্ত্রাসবাদীরা। আজ জল্পেশ মন্দিরে বিপ্লব দেবের সঙ্গে দেখা করেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ত্রিপুরার শিবম রায় বসুনিয়া। এনিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়েছে। তিনি কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? এনিয়ে অবশ্য কিছু বলতে চাননি শিবম। পেশায় স্কুল শিক্ষক শিবম বলেন, পাশেই স্কুল। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছেন শুনে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। বিজেপির জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, বিজেপিতে যোগ দিতে তৃণমূলের অনেকেই পা বাড়িয়ে রয়েছেন। সময় হলেই দেখতে পাবেন।
4
comment0
Report
BSBhabananda Singha
Nov 10, 2025 07:46:13
Dinajpur, Rangpur Division:ত্রিণমুলের পঞ্চায়েত সদস্যার স্বামী বিএলওর দায়িত্বে। তাকে আবার ভালো লোক, সহযোগি লোক বলে সম্মোধন করছেন বিজেপির বিএলএ - টু? এমনই চাঞ্চল্যকর ঘটনা রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতে। যাকে ঘিরে তুমুল রাজনৈতিক তরজা। সুত্রের খবর রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমুল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মন, তার স্বামী অমুল্য বর্মন ওই এলাকার বুথ লেবেল অফিসার (BLO)। স্ত্রী যখন পঞ্চায়েত সদস্যা, তখন তার স্বামী কেনো বিএলও? এই প্রশ্নের জবাবে অবশ্য অমুল্য বর্মনের দাবী, তিনি প্রশাসনকে একাধিকবার জানিয়েছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অন্যদিকে area's বিজেপির বিএলএ-টু! আশ্চর্যজনকভাবে তিনি অবশ্য ওই বিএলওকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন। তবে তৃণমুলের সন্ত্রাসের ভয়েই বিজেপির বিএলএ একপ্রকার বাধ্য হয়েই বিএলওর বিরুদ্ধে মুখ খুলছেন না বলে দাবি বিজেপি নেতৃত্বের। তবে এর পালটা বিজেপিকে একহাত নিয়ে সুর চড়িয়েছে শাসক শিবির। যদিও তৃণমূল আর বিজেপির সবটাই লোক দেখানো বলে দাবী সিপিএমের। সিপিএম বলছে সব জায়গাতেই তৃনমুল আর বিজেপি মিলে মিশে একসঙ্গে কাজ করছে, সবটাই মানুষকে ধোকা দেওয়া হচ্ছে, আর প্রশাসনও নীরব। এবিষয়ে তারা কমিশনেও অভিযোগ জানাবেন বলে জানান। বাইটঃ ১/ অমুল্য বর্মন (বিএলও) ২/ খোকন দে (বিএলএ টু, বিজেপি) ৩/ শুভম সান্যাল (বিজেপি নেতা) ৪/ আলতাব হোসেন (তৃণমুল নেতা) ৫/ সঞ্জীব সাহা (সিপিএম নেতা) 0911ZG_NDIN_TMC_BLO_R
6
comment0
Report
CDChittaranjan Das
Nov 10, 2025 07:35:31
Durgapur, West Bengal:*নিখোঁজ যুবকের দেহ উদ্ধার সেচ খাল থেকে,দেহ আটকে বিক্ষোভ পরিবার ও এলাকাবাসীর গতকাল রাতে ।* গত অক্টোবর মাসের ২৪ তারিখ রাত থেকে নিখোঁজ হওয়া যুবকের দেহ উদ্ধার হয় রবিবার বিকালে। শরীরে পাথর বাঁধা অবস্থায় ব Budbud’s নদের কাছে সেচ খালের জল থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়। স্থানীয়রা দেহ জলে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে। খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় চাকটেঁতুল এলাকার পেট্রোল পাম্পের কাছে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা ও গ্রামের মানুষ। মৃতের নাম গৌতম বাগদি (৩০)। তার বাড়ি রনডিহা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। মৃত যুবক বাড়ি বাড়ি গ্যাসের সিলিন্ডার পৌঁছতেন বলে জানা-gিয়েছে। পরিবারের সূত্রে জানা গিয়েছে, গত ২৪ শে অক্টোবর রনডিয়ার কাছে দামোদরের ধারে বন্ধুদের সঙ্গে নেশা-র আসরে বসে ছিল। সেখান থেকে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজি-র পরেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এই ঘটনায় বুদবুদ থানার পুলিশের কাছে পরিবারের সদস্যরা নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিল। প্রহ্লাদ রুইদাস নামের এলাকার এক যুবক তাকে ওই দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ঘটনার দিন প্রহ্লাদের মাসির দু’টি ছেলে এসেছিল দেবশালা গ্রাম থেকে। তাদের সাথে নিয়েই মদের আসর বসায় প্রহ্লাদ। সন্ধ্যা নামতেই প্রহ্লাদের দু’মাসির ছেলে sেখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দামোদরের তীরে মদের আসরে তখন গৌতম এবং প্রহ্লাদ দুইজনেই ছিল। তারপর রাত্রে আর বাড়ি ফেরেনি গৌতম। নেশাগ্রস্ত অবস্থায় দামোদর নদের তীরে ঘুমিয়ে পড়েছিলেন প্রহ্লাদ। পরের দিন সকালে ঘুম ভাঙতে সে বাড়ি ফিরে যায় কিন্তু গৌতমের কোন খোঁজ পাওয়া যায়নি। থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই প্রহ্লাদকে বুদবুদ থানার পুলিশ ঘটনার Investigation-র জন্য ডেকে পাঠায়। কিন্তু গৌতম কিভাবে নিখোঁজ হয়ে যায় সেই বিষয়ে প্রহ্লাদ কিছুই জানাতে পারেনি বলে জানা গেছে। বেশ কিছুদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে তার দেহ জলে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ দেহ উদ্ধার করার পর থানায় নিয়ে আসার জন্য রওনা দিতেই পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। পরিবারের সদস্যরা দাবি করেছেন গৌতমের মৃত্যুর ঘটনায় যে বা যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানায়। এবং যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ তারা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাবেন। এদিন ক্ষিপ্ত জনতা প্রহ্লাদ-র বাড়ি ভাঙচুর করতে যায়। কিন্তু বাড়িতে কেউ না থাকায় সকলেই ফিরে আসে। প্রহ্লাদ রুইদাস গৌতম কে খুন করেছে বলে দাবি পরিবারের। তাকে যতক্ষণ না গ্রেফতার করা হবে ততক্ষণ পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ_Tole_Noise। ছবি 2C তে ফাইল নাম 1011ZG_DGP_GOUTM_MRDR_R
2
comment0
Report
Advertisement
Back to top