Back
भरतपुर विधायक हमायून कबीर का शोकनोटिस विवाद, पार्टी भीतर टकराव
SMsoma maity
Oct 21, 2025 07:21:57
Murshidabad, West Bengal
শুক্রবার সকালে লালগোলার পর বিকেলে বহরমপুরে ফের বিস্ফোরক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি বলেন, শোকজের হ্যাট্রিক হয়ে গেছে। ২০২৪ এর নভেম্বর, ২০২৫ মার্চ, আর ২০২৫ এর জুন লাস্ট ওয়ার্নিং নোটিশ। যারা ওয়ার্কিং কমিটিতে আছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য তাদেরকে জিজ্ঞেস করুণ না কেন যে হুমায়ুন কবির বলছিল শোকজের হ্যাট্রিক হয়ে গেছে। ফুটবল মাঠে যেমন তিনটে গোল করলে হ্যাট্রিক হয় তেমনি আমার ক্ষেত্রে তো আমিই একমাত্র বিধায়ক যে আমি দলের শৃঙ্খলাভঙ্গ কমিটির কাছ থেকে ৭ মাসের মাথায় তিনবারের জন্য দুবার শোকজ একবার ওয়ার্নিং নোটিশ সেটাও শোকজের আওতায় পরে। তাহলে হ্যাট্রিক হয়ে যায়নি কী হয়েছে।
আমি এইসবের জন্য লালায়িত নয়, আমি কারও পায়ে তেল দিতে যাবো না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং দলের নাম্বার টু যেদিন বলবে তোমাকে দল করতে হবে না আমি সেদিনই তৃণমূলের বিধায়ক পদ থেকে রিজাইন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেব। ঐ সব শোকজের ভয় হুমায়ুন কবিরকে দেখিয়ে লাভ নেই, হুমায়ুন কবির জন্মানোর সময়ও বিধায়ক ছিল না মরার সময়ও বিধায়ক থাকবে না, ঐ যে জাফিকুল বিধায়ক হয়ে মারা গেল, তাপস সাহা বিধায়ক অবস্থায় মারা গেল। আমার ভাগ্যে যদি থাকে বিধায়ক অবস্থায় মারা যাবো না হলে সাধারণ অবস্থায় মারা যাবো। ওইসব নিয়ে ধমকে চমকে আবার বিরুদ্ধে কড়া চিঠি দিয়ে আমাকে দমানো যাবে না, ন্যায়ের পক্ষে আমি আছি। গোটা জেলায় যারা তোশামত করে তাঁদের কমিটি হয়ে যাচ্ছে তারা কেউ ভোটের বেলার ১০০০ ভোটে যারা ৩০০ পায় না তারা জেলার নেতা হয়ে যাচ্ছে। কান্ডি পৌরসভায় ৫৩৯৫ ভোটে পিছিয়ে ছিল তার আবার সভাপতি রিনু হল আর আমরা রেজিনগর বিধানসভায় আমি আর আতাউর ভাই মিলে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য ৪৩ হাজার লিড দিলাম, তারপর আবার ভরতপুর বিধানসভা আর নওদা, ৫টায় লিড আর দুটোতে পিছিয়ে। তার মধ্যে হায়েস্ট লিড রেজিনগর তারপর নওদা, তারপর ভরতপুর। তাহলে আমরা লিড দিয়ে নেতা তৈরি করব, এমপি তৈরি করবো এমএলএ তৈরি করব যারা ভোটের বেলায় ৪১ টা, না হলে বহরমপুর পৌরসভায় যখন ভোট হবে তখন ২৮ এর মধ্যে ২২টা জিতবে আর এমএলএ এমপি ভোট হবে তখন ভোট কোথায় যায় পদ্মফুল না হলে হাতে। এদেরকে নেতা মানতে হবে, এসব মানতে পারবো না। হুমায়ুন কবির এসব মানবে না, এই সবের ধার ধারি না, ডাইরেক্ট বলছি। একটা কথা আছে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আগামী দিনে যোগ্য জবাব এইসব নেতাদের ঠিক সময়ে দেওয়া হবে।
কোন যোগাযোগ নেই, কোন কথা নেই তার এখানকার চেয়ারম্যান , এখানকার জেলা সভাপতি, এমএলএ, কোথাকার এমপি পেয়েছে খলিলুর রহমান তাদেরকে নিয়ে চলে যাচ্ছে লালগোলা। মেসি আসবে শুনছি কলকাতায় আমি এখন থেকে বলে রেখেছি ক্লাবের সম্পাদককে, আমাকে যদি কেউ নিশেধাজ্ঞা দেয় তুমি মেসির কাছে যেতে পারে না ও আর্জেন্টিনার লোক, আমি ওসব পরোয়া করিনা। আমি মেসির জন্য আগে গিয়ে বসে থাকবো।
আমি কোন জায়গায় প্রার্থী হব কী হবো না সেটা সময় কথা বলবে। আমি একথা বলে রাখছি ভরতপুরে আমাকে দল প্রার্থী করলে দলের সৌগত সৈনিক হিসেবে ভোটে লড়বো, আর এটাও বলছি ভরতপুর ব্লক কমিটি এখনও ঝুলিয়ে রেখেছে, কমিটি ক্লিলিয়ার করবে। আমাদের মন মত যে কমিটি মুখ্যমন্ত্রীর কাছে ১৭ই ফেব্রুয়ারী ২০২৫ তারিখে দিয়েছি সেই প্যানেল অনুযায়ী যদি ঘোষণা হয় তাহলে ভোটে লড়বো। আর তা না হলে আমি два জায়গা থেকে ভোটে লড়াই করবো , রেজিনগর লড়বো আমার হোম সিট আর বেলডাঙা লড়বো। দুটো সিটেই জিরবো এবং আবার মুখ্যমন্ত্রীর কাছে যাবো। দেখবেন জামাই আদর করে আবার দলে ঢুকবো।
আমার পলিসি কেন বলবো। আমার সাথে মুর্শিদাবাদ জেলায় অন্য কারও সাথে কম্পিয়ার করবেন না। এখানে রাজনীতিটা আমি ৪৩ বছর করছি, অধীরও রাজনীতিতে আমার পরে এসেছে। আমি ১৯৮২ সালে সক্রিয় রাজনীতিতে এসেছি। অধীর চৌধুরী ১৯৮৯ সালে ব্যারাক স্কোয়ারে রাজীব গান্ধীর হাত ধরে কংগ্রেসের যোগদান করেছিল。
ভয় পাওয়ার কী আছে, জীবন তো একদিন যাবে, মরতে তো একদিন হবেই। মুসলমান স্বার্থে কেউ যদি গুলি করে দেয়, বা খুন করে দেয় তাহলে সেটা মহান আল্লাতালার কাছে জান্নাত বাসি হয়ে যাবো। যদি কেউ এটা করে তাহলে তো আমার উপকারই হবে, ওখানে যাবো আরাম সে উপারওয়ালার দয়ায় জান্নাতে থাকবো。
4
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PCPartha Chowdhury
FollowOct 21, 2025 17:06:151
Report
PDPradyut Das
FollowOct 21, 2025 17:05:441
Report
KAKAYESH ANSARI
FollowOct 21, 2025 17:05:294
Report
SPSANDIP PRAMANIK
FollowOct 21, 2025 17:05:090
Report
SPSANDIP PRAMANIK
FollowOct 21, 2025 17:04:420
Report
PDPradyut Das
FollowOct 21, 2025 17:04:180
Report
KAKAYESH ANSARI
FollowOct 21, 2025 17:04:010
Report
SPSANDIP PRAMANIK
FollowOct 21, 2025 17:03:49Kolkata, West Bengal:৪ নং রবীন্দ্র নগর অধিবাসী বৃন্দের
পরিচালনায়: বেহালা তরুন সংঘ এর কালী পুজো এবার ৬৫তম বর্ষে পা দিল।
বিষয় ভাবনা চারিদিকে ছেয়ে আছে সাদা আর কালো
তারই মাঝে দেখবো
ত্রিনয়নী আলো।
0
Report
SPSANDIP PRAMANIK
FollowOct 21, 2025 17:03:39Kolkata, West Bengal:বাঁশদ্রোণী মিতালীর কালীপুজো 62 বছরে পা দিল, থিম ডাকাতেশ্বরী
0
Report
SCSandip Chowdhury
FollowOct 21, 2025 17:03:300
Report
BSBarun Sengupta
FollowOct 21, 2025 17:03:09Barrackpore, Kolkata, West Bengal:আলোক সম্মান পেল বড়মা। ১০২ বছরের পুজো। 24 ঘন্টা বিশেষ সম্মান বড় মাকে। জী ২৪ ঘন্টা বিশেষ সম্মান পেলেন প্রাণপুর বালক বৃন্দ। ৪০ বছরের এবারের তাদের ভাবনায় দীঘার জগন্নাথ ধাম।
0
Report
ABArup Basak
FollowOct 21, 2025 17:02:460
Report
BSBidhan Sarkar
FollowOct 21, 2025 14:04:230
Report
BSBidhan Sarkar
FollowOct 21, 2025 14:04:070
Report
BSBidhan Sarkar
FollowOct 21, 2025 14:03:580
Report