Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034

वोटर लिस्ट में नाम न आने से बेहाल: प्रविष्टि के कारण मतदाता परेशान

SPSANDIP PRAMANIK
Dec 21, 2025 16:33:08
Kolkata, West Bengal
*আসল ভোটার হওয়া সত্বেও নির্বাচন কমিশনের ভোটার লিস্টের নাম উঠলো না বিপাকে সরকারি কর্মী* সুব্রত মিস্ত্রি বেহালার বাসিন্দা নিউ আলিপুরের একটি স্কুলে ক্লার্কের কাজ করেন। সুব্রত বাবুর অভিযোগ তার বাবার নাম তার এপিক নাম্বার এবং তার নাম কপি করে কোন এক ভুয়া ব্যক্তি সুব্রত মিস্ত্রির পরিচয় দিয়ে নিজের ভোটার লিস্টে নাম তুলেছেন যার বাড়ি দক্ষিণ 24 পরগনার সোনারপুর উত্তরে। এস আই আর ফ্রম তাই বাধ্য হয়ে অনলাইনে ফ্রম ফিলাপ করেছিলেন আসল বেহালার সুব্রত মিস্ত্রি। কিন্তু সমস্ত কিছু হওয়ার পরেও ইলেকশন কমিশনের লিস্ট এ তার নাম উঠল না কিন্তু সোনারপুরের ভুয়ো সুব্রত মিস্ত্রির নাম উঠেছে। এমত অবস্থায় কি করবেন কার কাছে জানাবেন ঠিক করে উঠতে পারছেন না বেহালার শখের বাজারের বাসিন্দা সুব্রত বাবু। BLO এবং ERO জানিয়েছেন কিন্তু কোন রকম সূরা করতে পারছেন না আদৌ তার লিস্টে নাম উঠবে কিনা। ভোট দিতে পারবেন কি না সেটা নিয়ে উঠছে প্রশ্ন তিনি চাইছেন যাতে ইলেকশন কমিশন তার এই অসুবিধা দূর করে তার নাম ভোটার লिस्टে তোলে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Dec 21, 2025 16:33:22
Howrah, West Bengal:বাংলাদেশে হিন্দুদের ওপর ভয়ংকর অত্যাচারের প্রতিবাদে হিন্দু সংগঠন অঞ্জনী পুত্র সেনার বিক্ষোভ। রবিবার সন্ধ্যায় হাওড়া ময়দান মেট্রো স্টেশনের কাছে বিক্ষোভ দেখায় ওই সংগঠনের সদস্যরা। দিন কয়েক আগে বাংলাদেশে এক হিন্দু যুবক দিপু দাসকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনার প্রভাব পড়েছে এপার বাংলায়। আজ বিকেল সাড়ে ৫টার সময় হিন্দু সংগঠন অঞ্জনী পুত্র সেনার তরফ থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের কাছে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং বাংলাদেশের পতাকা পোড়ানো হয়। অঞ্জনী পুত্র সেনার সম্পাদক সুরেন্দ্র ভার্মা বলেন, "আমাদের, সনাতনীদের, ঐক্যবদ্ধ হয়ে কেবল বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনীদের ওপর সংঘটিত অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে।"এছাড়াও তিনি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের শাস্তি এবং সেখানে হিন্দুদের নিরাপত্তার দাবি করেন। বাইট..১..সুরেন্দ্র ভার্মা(সদস্য অঞ্জনি পুত্র সেনা)
0
comment0
Report
MMManoj Mondal
Dec 21, 2025 16:32:09
Kolkata, West Bengal:কয়েক মাস আগে ঠাকুর বাড়িতে সি এ এ ক্যাম্প করা নিয়ে জোর বিবাদ বেঁধেছিল শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের মধ্যে। কয়েক মাসের ব্যবধানে ঠাকুর বাড়ির দুই ভাইয়ের বিবাদ ফের সামনে এল। এবার গাইঘাটা ১ মণ্ডলের বিজেপির সভাপতি নিয়েই রবিবার দুই ভাইয়ের বিবাদের জেরেই শান্তনু ঠাকুরের বাড়িতে আসা বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিকাশ ঘোষের গাড়িতে তালা,শিকল লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল সুব্রত ঠাকুরের বিরুদ্ধে। যদিও সুব্রതর দাবি,ক্ষুব্ধ কর্মীদের এ কাজ করেছে। রবিবারের এই ঘটনায় ফের বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির অন্দরে কোন্দল সামনে এল। স্বাভাবিক ভাবেই এদিনের ঘটনায় অস্বস্থিতে পড়েছেন বিজেপি নেতৃত্ব। রবিবার বিকেলে শান্তনু ঠাকুরের বাড়িতে আসেন বনগাঁ জেলার বিজেপির সভাপতি বিকাশ ঘোষ। তাঁর গাড়ির চাকায় শিকল ও তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুব্রত ঠাকুরের বিরুদ্ধে। বিষয়টি জানার পরেই বাইরে বের হয়ে আসেন শান্তনু। সুব্রতও বাইরে আসেন। ঠাকুর বাড়িতে দুই ভাইয়ের অনুগামীরাও ছিলেন। শান্তনুকে বলতে শোনা যায়,সভাপতি আমার বাড়িতে এসেছেন। আমার সঙ্গে দেখা করতে এসেছেন। পাল্টা হিসেবে সুব্রতও জানিয়েছে,ওর সঙ্গে আমারও কথা আছে। এই নিয়ে দুই ভাইয়ের বিবাদ বাড়তে থাকে। শান্তনু ঠাকুর কাটারি দিয়ে সভাপতির গাড়িতে লাগানো তালা,শিকল ভাঙার নির্দেশ দেন। এই প্রসঙ্গে সুব্রত ঠাকুর বলেন,সামনে ভোট। SIR চলছে।আমার কেন্দ্রে ১ নম্বর মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করছেন না সভাপতি। ওই মণ্ডলের সভাপতির না থাকায় দলীয় সংগঠন সহ এস আই আরের কাজে সমস্যা হচ্ছে।তৃনমূল, সিপিএম ওই মন্ডলে প্রভাব বাড়াচ্ছে। ক্ষতি হচ্ছে বিজেপির। মন্ডল সভাপতির নাম ঘোষণা না করায় ক্ষুব্ধ কর্মীরাই বিজেপির সভাপতির গাড়িতে তালা লাগিয়েছে। শান্তনু ঠাকুর বলেন,বিজেপির সভাপতির সঙ্গে এমনটা করা ঠিক হয় নি। মন্ডল সভাপতির নাম ঘোষণা বা পরিবর্তন করাটা সংগঠনের কাজ। কোন সাংসদ বা বিধায়কের কথায় মন্ডল সভাপতি ঠিক হয় না। তবে,এই প্রসঙ্গে তেমন কিছু বলেন নি সভাপতি বিকাশ ঘোষ।তিনি বলেন,সাংসদ যা বলেছেন,সেটাই আমার কথা।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 21, 2025 14:34:23
0
comment0
Report
AMAshok Manna
Dec 21, 2025 13:45:30
Kolkata, West Bengal:দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা কুড়ি নম্বর ওয়ার্ডে বাইপাস রোডে শীত পড়ার সঙ্গে সঙ্গেই শীতের আমেজকে কাজে লাগানোর পাশাপাশি কর্মব্যস্ত মানুষকে একটু শান্ত পরিবেশে বা মানসিক শান্তির জন্য। এই পাক গড়ে তোলা জন্য আজ পৌরসভভার উদ্যোগে এক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলো এই পর্যটন কেন্দ্রে শুভ সূচনা করেন। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনমন্ত্রী দিলীপ মন্ডল ও মহেশতলা বিধায়ক দুলাল দাস। উক্ত স্থানে আনন্দধারা একটি পাক উদ্বোধন হয় যেখানে সুইমিং পুল স্পিডবোট ও ন্যাচারাল পার্কের পাশাপাশি ওয়াটার পার্কের ও ব্যবস্থা করা হয়েছে ১৪ বিঘা এলাকা জুড়েই এই পার্ক তৈরি করা হয়েছে দীর্ঘদিন ধরেই কাজ চলছিল। প্রায় ২৪ টি রুমসহ গেস্ট হাউসের সুব্যবস্থাাও করা হয়েছে রাত্রি নিবাসের জন্য শুধু যে পিকনিকস্পট নয় যারা মনে করবেন এ সুন্দর পরিবেশে নিজেকে দুই এক দিন থাকতে চাইবেন তারও ব্যবস্থা করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে।
0
comment0
Report
EGE GOPI
Dec 21, 2025 13:36:09
Kharagpur, West Bengal:নিমপুরা রাখার জঙ্গলের কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তরের আগেই গ্রেপ্তার খড়গপুরের কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী খড়গপুরের নিমপুরা রাখার জঙ্গলের কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তর করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হল খড়গপুরের কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী দীপঙ্কর শুক্লা। এই ঘটনাকে কেন্দ্র করে খড়গপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে。 পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দীপঙ্কর শুক্লার কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি সেমি-অটোমেটিক পিস্তল, একটি দেশি পিস্তল, ১৭ রাউন্ড কার্তুজ, একটি ৯ এমএম পিস্তলের গুলি এবং একটি বড় ছুরি。 এই ঘটনায় বুধবার খড়গপুর টাউন থানায় সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য জানান খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস ধিরাজ ঠাকুর। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে দীপঙ্কর শুক্লা একটি বাইকে করে निमপুরা রাখার জঙ্গলের কাছে দুই দুষ্কৃতী—উমেশ কুমার ও রাধেশ্যাম সিংহের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিতে যাচ্ছে। খবর পাওয়া মাত্রই খড়গপুর টাউন থানার পুলিশ এলাকায় অভিযান চালায়। অস্ত্র হস্তান্তরের ঠিক আগেই পুলিশ দীপঙ্কর শুক্লাকে ধাওয়া করে ধরে ফেলে। তবে তার সঙ্গে থাকা আরেক দুষ্কৃতী, যাকে ‘বোম রাজা’ নামে চিহ্নিত করা হয়েছে, সে বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, পালাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধৃত দীপঙ্কর শুক্লাকে গ্রেপ্তার করে আজ খড়গপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ আরও জানান, খুনের উদ্দেশ্যেই এই আগ্নেয়াস্ত্র লেনদেনের পরিকল্পনা ছিল বলে তাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল এবং সেই সূত্র ধরেই অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 21, 2025 13:35:43
Howrah, West Bengal:বোনকে কটুক্তি করার প্রতিবাদ।দাদাকে বেধড়ক মারধর।ডোমজুর থানার অন্তর্গত সলপ পাকুড়িয়া এলাকার ঘটনা।আজ বিকেলে ওই এলাকার এক তরুণী রাস্তা দিয়ে যাচ্ছিলো।তখনই মদ্যপ অবস্থায় এক ব্যক্তি তার রাস্তা আটকায়।কুপ্রস্তাব দেয় ও কটূক্তি করে।এমনকি শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ।এই দৃশ্য দেখে ওই তরুণীর দাদা প্রতিবাদ করলে ওই ব্যক্তি ও তার সঙ্গীরা রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়।খবর পেয়ে আসে ডোমজুর থানার পুলিশ।অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।ওই তরুণীর দাদা জানায় বোন এবং অন্য বন্ধুরা মিলে কোলকাতায় মেলা দেখতে যাবে বলে ঠিক করেছিলেন।বোন বাড়ির সামনে রাস্তায় ছিলো।তখনই এই ঘটনা ঘটে।দাদা জানায় তার মাথা ফাটা হয়েছে।তিনটি সেলাই হয়েছে।এই ঘটনার সুবিচার চাইছেন তারা।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 21, 2025 13:35:20
Dihierench, West Bengal:নंदीগ্রামে তৃণমূলে যোগদান, বিধানসভা ভোটের আগে শুভেন্দুর গড়ে রাজনৈতিক বার্তা বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে রাজনৈতিক তৎপরতা বাড়ল। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত জনসভায় বিজেপি, কংগ্রেস ও সিপিএম ছেড়ে প্রায় ৫০ জন তৃণমূলে যোগ দেন। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীসহ তৃণমূল নেতৃত্ব। নেতৃত্বের দাবি, শুভেন্দু অধিকারীর উত্থান যেমন নন্দীগ্রাম থেকে, তেমনই পতনও হবে এখান থেকেই। ২০২৬-এ নন্দীগ্রাম বিধানসভা জয়ের লক্ষ্যেই এই যোগদান বলে জানানো হয়েছে। বিজেপি সিপিএমের দাবি কেউ তাদের দল থেকে যোগদান করেনি। এগুলো ভোটের আগে আশ্বাস দেখা যায়।
0
comment0
Report
ABArup Basak
Dec 21, 2025 13:34:50
Mal Bazar, West Bengal:বাংলাদেশে সাম্প্রতিক একের পর এক হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (জিসিপিএ) সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। বিশেষ করে ময়মনসিংহে এক তরুণকে নৃশংসভাবে পিটিয়ে ও পুড়িয়ে খুন করার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। রবিবার মাল ব্লকের ওদলাবাড়িতে আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে অনন্ত মহারাজ বলেন, “এই ঘটনা যদি ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও তরুণের সঙ্গে ঘটত, তবে গোটা বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যেত।” তাঁর অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধারাবাহিকভাবে অত্যাচার চলছে। এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ ঐক্যবদ্ধ হওয়া। তিনি বলেন, “আমাদের ওপর অত্যাচার হচ্ছে। সমাধান কী? আমাদের সকলকে একত্রিত হতে হবে।” এদিন ওদলাবাড়িতে চেল নদীর পাড়ের খয়ের বাগানে রাজবংশী সমাজের চিরাচরিত সামাজিক রীতি মেনে ‘পুষনা ভাত’ বা বনভোজন অনুষ্ঠান ও শিবচণ্ডীর পুজোর আয়োজন করা হয়। সেই উপলক্ষেই সেখানে উপস্থিত হন জিসিপিএ সভাপতি। মাল ও ক্রান্তি ব্লক থেকে প্রায় পাঁচ শতাধিক জিসিপিএ সমর্থক অনুষ্ঠানটে অংশগ্রহণ করেন। মধ্যাহ্নভোজের আগে উপস্থিত সমর্থকদের উদ্দেশে প্রায় এক ঘণ্টা বক্তব্য রাখেন অনন্ত মহারাজ। যদিও তিনি প্রকাশ্যে কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবু বক্তব্যে একাধিকবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে হবে। কে দুষ্ট আর কে শিষ্ট, তা আপনারাই বিচার করুন।” তিনি নিজে কারও নাম উল্লেখ করে কিছু বলেননি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অনন্ত মহারাজ এসআইআরের প্রশংসা করে একে ছাঁকনির সঙ্গে তুলনা করেন। তাঁর মতে, এর ফলে ভুয়ো নাম বাদ যাবে এবং প্রকৃত মানুষরা তালিকায় থেকে যাবেন। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজবংশী সমাজ কোন দলকে সমর্থন করবে—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যাঁর সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ রয়েছে এবং যিনি সকলকে নিয়ে সমন্বয় করে চলতে জানেন, মানুষ তাকেই সমর্থন করবে।” একই সঙ্গে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত এইমস স্থাপন না হওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসিপিএ-র মাল ব্লক কমিটির সভাপতি পার্থ রায় সহ অন্যান্যরা।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 21, 2025 13:34:09
Howrah, West Bengal:বিধানসভা ভোটের আগে তৃণমূল বিধায়কদের পারফরমেন্স নিয়ে চার্জশিট প্রকাশ করলো বিজেপি। রবিবার উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের চার্জশিট প্রকাশ করেন বিজেপির জাতীয় মুখপাত্র শতরূপা। তিনি জানিয়েছেন দক্ষিণবঙ্গের ১০০ জন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এভাবেই চার্জশিট পেশ করা হবে অনুন্নয়ন ও দুর্নীতি নিয়ে। এদিন শতরূপা বলেন গত সাত বছরের বেশি সময় ধরে হাওড়া পুরসভার নির্বাচন নেই। এর ফলে উত্তর হাওড়ার উন্নয়ন কার্যত থমকে গেছে। রাস্তাঘাট ভাঙাচোরা, নিকাশি ব্যবস্থা বেহাল, যত্রতত্র জমে থাকে জঞ্জালের পাহাড়। এর পাশাপাশি একাধিক বড় কারখানা বন্ধ হয়ে গেছে। ফলে শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। এছাড়াও গঙ্গার ধারের পাড় এবং ফুটপাত দখল হয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশ এবং প্রশাসন সবকিছু জেনেও নির্বিকার। অথচ আজ ভোটের আগে তৃণমূলের পক্ষ থেকে বের করা হচ্ছে উন্নয়নের রথ।তাদের নকল করে উন্নয়নের পাঁচালি ফ্লেক্স লাগিয়ে টোটো তে করে শুরু হয়েছে ভোটের প্রচারের রথ। তাঁর প্রশ্ন, তৃণমূল যদি এতই উন্নয়ন করে তবে এত আগে থেকে কিসের প্রচার দরকার ? এদিকে চার্জশিট নিয়ে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি। এদিন মন্ত্রী বলেন বিজেপির বিরুদ্ধেই চার্জশিট দরকার। প্রধানমন্ত্রী ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু কোটি বেকারের চাকরি এবং প্রত্যেকের একাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। তার কি হলো ? বিজেপি বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এখানে মানুষের উন্নয়নে আমরাই কাজ করেছি।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 21, 2025 11:34:11
0
comment0
Report
Advertisement
Back to top