Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073

इंडिगो ने कोलकाता से Guangzhou के लिए तीन दिन प्रति सप्ताह उड़ान शुरू की

SBSoumen Bhattachrya
Oct 26, 2025 18:31:50
Kolkata, West Bengal
পাঁচ বছরের লম্বা বিরতি কাটিয়ে রবিবার রাত দশটা নাগাদ কলকাতা থেকে চিনা শহর গুয়াংঝউয়ের উদ্দেশ্যে রওনা দিলো ইন্ডিগোর বিমান। সংস্থর তরফ থেকে জানানো হয়েছে আপাতত সপ্তাহে তিন দিন চলবে এই পরিষেবা। ধীরে ধীরে চাহিদা বাড়লে বাড়বে ফ্লাইটের সংখ্যা। প্রদীপ জ্বালিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর ডঃ পি.আর. বেউরিয়া。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Oct 26, 2025 19:01:24
Kolkata, West Bengal:এল ক্লাসিকো জিতল রিয়াল মাদ্রিদ। রবিবার লা লিগা-র ম্যাচে লিগের শীর্ষস্থানীয় দল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল বার্সেলোনার। যে ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। রিয়ালের গোলদাতা কিলিয়ান এমবাপে এবং জুড বেলিংহ্যাম। তাদের গোলের পাশাপাশি বেশ কিছু ভিএআর সিদ্ধান্ত বাতিল হওয়া, একটি পেনাল্টি এবং একটি লাল কার্ড এর সিদ্ধান্ত এল ক্লাসিকোকে শেষ করল বিতর্কিতভাবে। মরশুমের প্রথম এল ক্লাসিকো জিতে রিয়াল মাদ্রিদ ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে রইল শীর্ষস্থানে। অন্যদিকে দশ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। দু দলের ব্যবধান পাঁচ পয়েন্টের। রিয়ালের ঘরের মাঠ ​সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধেই গোল এবং অ্যাকশনের বন্যায় খেলা শুরু হয়েছিল। জুড বেলিংহ্যামের দারুণ অ্যাসিস্ট থেকে কিলিয়ান এমবাপে মাদ্রিদের হয়ে প্রথম গোল করেন। এর মাত্র কয়েক মিনিট পরেই ফিরমিনো লোপেজ দ্রুত বার্সেলোনার হয়ে সমতা ফেরান। তবে বিরতির ঠিক আগে বেলিংহ্যাম রিয়াল এর হয়ে ২-১ করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধ ছিল উত্তেজনাপূর্ণ, কিন্তু স্কোরে কোনো পরিবর্তন আসেনি, যদিও বার্সেলোনা গোলকিপার ভয়চেক শেজনি এমবাপের একটি পেনাল্টি বাঁচিয়ে দেন এবং অন্য একটি সম্ভাব্য হ্যান্ডবলের জন্য ভিএআর (VAR)-এর হস্তক্ষেপ ঘটে। বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি একটি বেপরোয়া ফাউলের ​​জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন। তাঁর এই বহিষ্কার ডাগআউটে একটি বড় নাটকের জন্ম দেয় যা কর্মকর্তাদের হস্তক্ষেপ করতে বাধ্য করে.
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Oct 26, 2025 19:01:10
Kalna, West Bengal:সাফল্যের সাথেই কালনা থানার অধীন বৈদ্যপুর পুলিশ ফাঁড়ি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সায়ক দাস। বেশ কয়েক মাস ধরে হারিয়ে বা চুরি যাওয়া মোবাইল মালিককে ফিরিয়ে দেন এই ফাঁড়ির পুলিশ, কাছেই হুগলী জেলার সেই কারণে দুকৃতিদের আটকাতেই চারটি গ্রাম পঞ্চায়েত area's মানুষের নিয়ে এই পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন হলো। বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত, অকালপৌষ গ্রাম পঞ্চায়েত, বড়ধামাস গ্রাম পঞ্চায়েত, বাদলা গ্রাম পঞ্চায়েত সহ চারটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই পুলিশ ফাঁড়ি তৈরি হলো এসপি সহায়ক দাস তার বক্তব্যে বলেন মানুষের যাতে আরো সুবিধা হয় তাই জন্য এই পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়েছে,
0
comment0
Report
PCPartha Chowdhury
Oct 26, 2025 19:00:57
Bardhaman, West Bengal:বেলাগাম বিধায়ক,পালটা বিস্ফোরণ বিজেপি নেতার। 'প্রকৃত ভোটার যদি একটাও বাদ যায় তাহলে আমরা প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব।' সংবাদমাধ্যমকে এস আই এর নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এইরকম নজিরবিহীন মন্তব্য বিধায়ক নিশীথ মালিকের। রবিবার বিকেলে বর্ধমান ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে প্রকৃত ভোটারের ভোটাধিকার রক্ষার দাবিতে এক বিরাট মিছিল হয় উল্লাস থেকে ঘোড়দৌড়চটি অবধি। সেখানেই সংবাদমাধ্যমকে একথা বলেন বর্ধমান উত্তরর বিধায়ক নিশীথ মালিক। তিনি আরও বলেন, এস আই এর নিয়ে আমাদের মাথাব্যথা নেই। তবে আমাদের নেত্রী যা বলেছেন আমরাও তাই বলছি। বিজেপি বাংলাকে কলুষিত করতে চাইছে। এস আই এর করে প্রকৃত ভোটারদের বাদ দিতে চাইছে। এই নিয়ে সতর্ক থাকতে হবে। ২৬ এর ভোটে তৃণমূলকে লিড দিতে হবে। এই নিয়ে বিধায়ককে তীব্র পালটা আক্রমণ করেছে বিজেপি। বিজেপি নেতা এস আর ব্যানার্জি জানান, আমরা এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছি। কেউ যখন দেউলিয়া হয়ে যায়, তখনই এরকম বলে। কমিশনের নির্দেশে এস আই এর হচ্ছে। বাড়বাড়ি করলে কেন্দ্রীয় বাহিনীর এঁড়ায়ে দেবে, তখন আগুন লাগাতে এলে ওনাদের কোথায় আগুন লাগে তখন দেখা যাবে। বাইট : ১) নিশীথ মালিক ( বিধায়ক) ২) এস আর ব্যানার্জি ( বিজেপি নেতা)। সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 26, 2025 18:32:03
Kolkata, West Bengal:১৯ পি,হরিশ নিয়োগী রোডে একটি নরম পানীয় বিপনির দোকানে আগুন লাগে রবিবার সন্ধ্যা ৭ টা ৪০ নাগাদ। পাশেই মিটার ঘর থাকায় আগুন ছড়িয়ে পড়ে। লালু নামে একজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছে তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত লালুর দোকান, যেখানে আগুন লেগেছে তার পাশেই। দোকান থেকে জিনিস বের করতে গিয়ে তার গায়ে আগুন লেগে গিয়েছিল। পাড়ার ছেলেরা হাসপাতালে নিয়ে গিয়েছে。 দুটি দোকান বিধ্বস্ত হয়েছে। তার মধ্যে একটি বৈদ্যুতিন সামগ্রী র একটি নরম পানিযের আহত লালুর নাম বিজয় দলপতি। তার দিদি সবিতা দলপতি খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন。 সংশ্লিষ্ট এলাকা কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ড। ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী জানালেন যারা বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত তারা এই তারের জঞ্জাল সরানোর rক্ষণাবেক্ষণ সেভাবে করে না。
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 26, 2025 18:31:39
Chinsurah, West Bengal:মাটি না কাগজ দিয়ে জগদ্ধাত্রী তৈরি করে নিজেই পুজো করে চুঁচুড়ার সৌমজিৎ। চন্দননগরের মন্ডপে মন্ডপে যখন মৃন্ময়ী মূর্তির আরাধনা শুরু হয়েছে, তখন পাশের শহর চুঁচুড়ার কাগজের জগদ্ধাত্রী তৈরি করে চমক দিলেন স্কুল ছাত্র সৌমজিৎ মন্ডল। চুঁচুড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের ভাগীরথী লেন এলাকায় তার বাড়ি।চন্দননগর লাগোয়া এলাকা। ছোট থেকেই আঁকার শেখার পাশাপাশি পুজো করতে ভালোবাতো সৌমজিৎ। বড় হয়ে বিভিন্ন ডিজাইনের কাগজের জিনিস তৈরি করত। গত তিন বছর ধরে নিজের বাড়িতেই কাগজের জগদ্ধাত্রী তৈরি করছে সৌমজিৎ। নবমী, দশমী দিন নিজেই মায়ের পুজো করেন। কার্ডবোর্ড ,গামছা, আর্ট পেপার দিয়ে ১০ ফুট উচ্চতার মূর্তি তৈরি করেছে। তার প্রতিমার থিম বাংলার শিল্পকলা মা জগদ্ধাত্রী। মায়ের মূর্তি নির্মাণ করতে ছয়টা গামছা লেগেছ। একটা গোটা শাড়ি তার সঙ্গে বেনারসি দোপাট্টা ব্যবহার করে মাকে সাজানো হয়েছে।দেবীর পিছনের চালচিত্র তৈরি হয়েছে পটো চিত্র ও যামিনী রায়ের কিছু চিত্র দিয়ে। পড়াশোনার পাশাপাশি মূর্তির গড়ার কাজ করে চলে সে। সন্ধ্যেবেলায় পড়াশোনা করার পর রাত জেগে চলত প্রতিমা গড়া। তবে তার পরিবার তাকে কোন বাধা দেয়নি বরং উৎসাহ দিয়েছে। এর আগেও দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর মূর্তি কাগজ দিয়ে তৈরি করেছে। সৌমজিৎ জানায় , আমিই পুজো করবো, আমার নিজের মতন করে। সেখানে নিষ্ঠা ভরে মায়ের আরাধনা করব। বাড়িতে মাটির মূর্তি করার সেভাবে হতো না, তাই কাগজের মূর্তি দিয়েই দেবীর পুজো করি। মাটির মূর্তি তৈরি করা আমার কাছে কঠিন । কাগজের মূর্তি তৈরি করা আমার কাছে সহজ দু সপ্তাহের মধ্যে আমি এই মূর্তি তৈরি করেছি ।যেটা মাটির মূর্তি হলে অনেক সময় লেগে যেত। ঈশ্বরের পুজো করতে গেলে কোন মন্ত্র দরকার হয় না তাকে ভালোবেসে নিষ্ঠা ভোরে পুজো করলেই হবে। সৌমজিৎ এর বাবা সুভাষচন্দ্র মন্ডল একটি বিমা সংস্থায় কর্মরত ।তিনি বলেন, এই পুজো শুরু হয়েছে ছেলের হাত ধরে। ছেলে প্রতিমা তৈরি করেই বলেছিল পুজো করবো, তখন আমরা তাকে কোন বাধা দিইনি। তখন থেকেই বাড়িতেই হচ্ছে পুজো । ছেলেকে কোন সময় বাধা দিইনি । ছোট থেকেই তার ঈশ্বরের প্রতি ভক্তি。
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 26, 2025 18:31:12
Chinsurah, West Bengal:সংবাদ পত্র থেকে ডিজিটালে পরিবর্তন,সংবাদ পড়া থেকে দেখাশোনার বিব evolution নিয়ে এবার জগদ্ধাত্রী পুজোর থিম করেছে লিচুতলা পুজো কমিটি। যতদিন যাচ্ছে সংবাদপত্রের জায়গায় দখল নিয়েছে ডিজিটাল মাধ্যম।আগে বিভিন্ন রেল স্টেশনে ভোর হতেই দেখা যেত খবরের কাগজ নিয়ে ভেন্ডারদের তাড়াহুড়ো । সেই কাগজ পৌঁছে যেত মানুষের ঘরে ঘরে। আগে পাড়ার মোড়ে সেলুনে, চায়ের দোকানে, মানুষ খবরের কাগজ হাতে বসতেন। তবে এবার মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন। পৃথিবীর সমস্ত সংবাদ এখন এক ক্লিকেই পেয়ে যাচ্ছে মানুষ। আমরা মন্ডপে সেই বিব evolution বিষয়টাকে তুলে ধরেছি। সাইকেলে করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যেত তারা। যদি এখন সংখ্যাটা অনেক। আগের থেকে মানুষের সংবাদ পত্র পড়ার সংখ্যা কমছে। মন্ডপের মধ্যে কিছু মডেল রাখা রয়েছে যেগুলি মুঠোফোনের মাধ্যমে সমস্ত তথ্য পেয়ে যাচ্ছে। কিন্তু আশেপাশে সেই সংবাদপত্রই রয়েছে। ভেন্ডারদের মধ্যেও ব্যস্ততা কমেছে। কমেছে তাদের রোজগার। মানুষের হাতের সময় কমেছে তাই অনেকেই সংবাদপত্র পড়াও কমিয়েছে। যদিও আগে একটা খবর পেতে অনেক দেরি হতো কিন্তু এখন সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে যাচ্ছি। সংবাদপত্রের যে গুরুত্ব এখনো কমেনি তা বুঝিয়ে দিচ্ছে এই পুজো মন্ডপ। এখানে সাবেকি মূর্তিতেই পুজো হচ্ছে জগদ্ধাত্রী।
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 26, 2025 18:30:41
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 26, 2025 18:30:27
Howrah, West Bengal:হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে ইস্তফা পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। তিনি তাঁর পদত্যাগপত্র আজ পাঠিয়ে দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে। রবিবার সুজয় বাবু জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারনে তেওঁৰ এই সিদ্ধান্ত। তবে দপ্তর বা দল এখন কি সিদ্ধান্ত নেয় তা পরবর্তীতে জানা যাবে। सुজনয় চক্রবর্তী কে চেয়ারম্যান এবং সৈকত চৌধুরীকে ভাইস চেয়ারম্যান রেখে মোট দশ সদস্যের প্রশাসকমন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছিল কর্পোরেশন। অতি সম্প্রতি দলের নির্দেশে সৈকত চৌধুরী তাঁর পদ থেকে ইস্তফা দেন। উল্লেখ্য, গত ১৮/০৮/২০২১ তারিখ থেকে প্রায় চার বছরের বেশি তিনি হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসকের পদের দায়িত্ব পালন করে আসছেন।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Oct 26, 2025 18:30:14
Kolkata, West Bengal:দমদম বেদিয়াপাড়ায় রঞ্জিত কর্মকার নামে এক ব্যক্তিকে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগানকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ৷ রবিবার সন্ধ্যায় বরানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে আগামীকাল ব্যারাকপুর আদালতে তোলা হবে। প্রসঙ্গত, এই সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগান স্থানীয় কাউন্সিলর মৃন্ময় দাসের সহচরী। তার সর্বক্ষনের সাথী। এই বাগানের নাম বাদ দিতেই হাসপাতালে গিয়ে রঞ্জিত কর্মকারের বয়ান সংগ্রহের চেষ্টার অভিযোগ উঠেছিল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ করেছিল রঞ্জিত কর্মকারের পরিবার। সেই বাগানকে গ্রেফতারের বারবার দাবি জানিয়েছিল পরিবার থেকে Against রাজনৈতিক দল গুলি। সেই বাগানকে অবশেষে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ। এদিন সন্ধ্যায় তাকে বরানগর থেকে প্রায় তিন দিন পর গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। আগামীকাল তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাকে হেফাজতে নিয়ে গোটা ঘটনার বিষয় জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ বলে জানা যাচ্ছে।
0
comment0
Report
SCSandip Chowdhury
Oct 26, 2025 17:31:16
Katwa, West Bengal:কাটোয়া পুরসভা পরিচালিত শতাব্দী প্রাচীন ফুটবল টুর্নামেন্ট হরিশচন্দ্র শিল্ড এবারে জিতল SNG CHINSURAJ C & F CLUB চন্দননগর দল ।দিনরাতের ফুটবল ফাইন্যাল দেখতে মাঠে ভিড় উপচে পড়ে। আসানসোল জে এম ডি ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে SNG CHINSURAJ C & F CLUB চন্দননগর। আই এফ এ অনুমোদিত কাটোয়া পুরসভার পরিচালিত হরিশচন্দ্র শিল্ড এবং ইষ্টপদ দে রানার্স কাপের টুর্নামেন্টে এবারে फাইনাল খেলা হয় আসানসোল জে,এম,ডি ক্লাবের সঙ্গে SNG CHINSURAJ C & F CLUB চন্দননগরের মধ্যে। ১৯২৪ সালে শুরু হওয়া হরিশচন্দ্র শিল্ড শুরুর দিকে কাটোয়া টাউন অ্যাথেলেটিক ক্লাব পরিচালনা করলেও বর্তমানে কাটোয়া পুরসভা এই ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করে থাকে। কাটোয়া পুরসভা তরফ থেকে হরিশচন্দ্র শিল্ডের বিজয়ী দলকে শিল্ডের সঙ্গে দেড় লাখ টাকা এবং পরাজিত দলকে ইষ্টপদ দে কাপের সঙ্গে একলাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়। এবারে টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আটটি দল অংশ নিয়েছিল। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে নরহরি দাস। টুর্নামেন্টের বিজয়ী দল SNG CHINSURAJ C & F CLUB চন্দননগরক্লাবের হাতে পুরস্কার তুলে দেন পুরপ্রধান সমীর কুমার সাহা। সেরা খেলোয়ার চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাবের জীতেন মুর্মুর হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
1
comment0
Report
PMProsenjit Malakar
Oct 26, 2025 16:49:07
Nijuri, West Bengal:নির্বাচনের আগে ফের হুঙ্কারdlেন তৃণমূলের বর্ষীয়ান নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমের সাঁইথিয়া এলাকার মাঠপলসা গ্রামে একটি ফুটবল খেলার টুর্নামেন্টে গিয়েছিলেন। সেখানেই খেলার মাঠের প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বলেন, “সারা রাজ্যজুড়ে আমরা খেলব, আর জিতবও।” অনুব্রতের এই ‘খেলা হবে’ ডায়লগ প্রতিবার নির্বাচনের আগে ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক মহলে আলোড়ন তোলে। বিরোধীরা এই বক্তব্যে হুমকির আভাস পেলেও, অনুব্রত প্রকাশ্য মঞ্চ থেকে জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই সঙ্গীতময় ডায়লগ, উৎসাহব্যঞ্জক শৈলীতে দেওয়া বক্তব্য এবং সরল জনপ্রিয়তা, নির্বাচনী মরশুমে তৃণমূলের কর্মীদের মধ্যে উত্সাহ এবং সমর্থন বাড়ানোর এক নতুন তরঙ্গ তৈরি করেছে। রাজনীতিতে নতুন উত্তেজনা ছড়িয়েছে, যেখানে প্রতিটি কণ্ঠস্বরেই অনুব্রতের ‘খেলা হবে, জিতবও’ মন্ত্র উচ্চারিত হচ্ছে। নির্বাচনী প্রচারের এই দৃশ্যপট এবারও জনমনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
5
comment0
Report
PMProsenjit Malakar
Oct 26, 2025 16:48:49
Nijuri, West Bengal:সিউড়ির বামদেব ক্লাবের বিসর্জন মানেই এখন আর শুধু ঢাক-ধামসা, মাদল বা ব্যঞ্জনের তালে নাচ নয় — বরং মাথার চুলই এখানে তারকা! হ্যাঁ, ঠিকই শুনছেন! এই ক্লাবের সদস্যরা বছরভর চুল নিয়ে এমন সব কারসাজি করেন, যা দেখে নাকি পার্লারও হাঁ করে তাকিয়ে থাকে! কেউ মাথায় ইনস্টাগ্রাম, কেউ ফেসবুক, কেউবা বানিয়ে ফেলেছেন হাসিমুখ ইমোজি — এক কথায় চুলের ভেতরেই যেন সোশ্যাল মিডিয়ার মহাযজ্ঞ! বাজেটের বেশিরভাগটাই নাকি যায় এই “হেয়ার ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে”! কেউ বলেন, বামদед ক্লাবের বিসর্জন না দেখলে বুঝবেনই না— “ফ্যাশন শো” আর “কালিপুজো” কেমন করে একসঙ্গে হয়! রাস্তার দু’পাশে তখন মানুষের ভিড়, কেউ মোবাইল হাতে ভিডিও করছে, কেউ বলছে, “দেখো দেখো, ওর মাথায় তো টুইটার পাখি উড়ছে!” চুলের রঙ লাল, নীল, সবুজ, হলুদ — মনে হয় যেন রঙের উৎসব চলছে! সব মিলিয়ে, চুলে রঙ, মনে আনন্দ — এমনই হাসি-ঠাট্টায় জমে উঠল সিউড়ির বামদেব ক্লাবের বিসর্জন। শেষে বলতে হয়, এরা শুধু মা কালীকে নয়, নিজের চুলকেও পূজা দেয় মন দিয়ে!
2
comment0
Report
ALArup Laha
Oct 26, 2025 16:48:33
Belna, West Bengal:শহরে চুরি,ছিনতাই,দুষ্কৃতি তাণ্ডব বন্ধ করতে হবে ও নারী সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবীতে বর্ধমান থানায় স্মারকলিপি দিল ভারতের কমিউনিস্ট পার্টি বর্ধমান শহর ২ নম্বর এরিয়া কমিটি। সিপিআইএম নেতা প্রলয় আইচ জানান,শহরে প্রতিদিন চুরি,ছিনতাই ও অসামাজিক কাজকর্ম বেড়ে চলেছে।কালিপুজোর সময় ১৮ নম্বর ওয়ার্ডের ভাতছালা এলাকায় দুষ্কৃতিরা তাণ্ডব চালিয়েছে, তাতে সাধারাণ মানুষ আতঙ্কিত। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মদ,জুয়া,ড্রাগের নেশা বৃদ্ধির কারণে অসামাজিক কার্যকলাপ বাড়ছে।ইভটিজিং -এর মতো ঘটনাও ক্রমশ বাড়ছে।তাই শহরের শান্তি - শৃঙ্খলা বজায় রাখতে ও নারী নিরাপত্তার স্বার্থে বর্ধমান থানায় স্মারকলিপি প্রদান করা হয়।আগামীদিনে এই অবস্থার পরিবর্তন না হলে আরও ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে。
2
comment0
Report
ALArup Laha
Oct 26, 2025 16:48:11
Belna, West Bengal:সম্পর্কে মান্যতা না মেলায় চরম পদক্ষেপ, প্রেমিকের বাড়ির উঠোনেই বিষপানে মর্মান্তিক পরিণতি তরুণীর।মুর্শিদাবাদে সম্পর্কের টানাপোড়েনের জেরে ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। প্রেমিকের অস্বীকার এবং সমাজের চোখরাঙানির সামনে এক তরুণীর মৃত্যু হলো বিষপানে। মৃতার নাম সামিলা খাতুন (২৬), বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুরে পরিবারের অভিযোগ, সামিলার বিয়ে হলেও তা ভাঙে বহু আগেই এবং তিন বছর ধরে তাঁর পূর্বপরিচিত এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল। যুবকটি বাইরে কাজ করলেও recently বাড়ি ফেরে। বিষয়টি জানাজানি হতেই দুই পরিবারকে নিয়ে গ্রামে বসে মিমাংসার চেষ্টা হয়। কিন্তু সেখানে প্রেমিক প্রকাশ্যে সম্পর্কের কথা অস্বীকার করে দেয়। সেই অপমান এবং মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রেমিকের বাড়িতে উপস্থিত হন সামিলা, হাতে বিষের বোতল নিয়ে। পরিবারের দাবি, প্রেমিক একটিবারও পাশে না দাঁড়ানোয় ভেঙে পড়েন সামিলা। সম্পর্কের ইতিবাচক আশ্বাস না পেয়ে প্রেমিকের বাড়ির উঠোনেই নিজে বিষ পান করেন। অভিযোগ, তরুণী অসুস্থ হয়ে পড়লেও প্রেমিক বা তার পরিবারের কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার সন্ধ্যায় মৃত্যু হয় সামিলা খাতুনের। মৃতার মামা শেখ কামালের অভিযোগ, ভালোবাসার মানুষ মান্যতা না দেওয়ায়, সমাজের সামনে প্রত্যাখ্যাত হয়েই প্রাণ দিল আমার ভাগ্নি।” যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি, পুলিশ সূত্রে খবর – অভিযোগ পেলে ঘটনার তদন্ত শুরু হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। সমাজ ও সম্পর্কের দায়বদ্ধতার প্রশ্ন আবারও উঠে এল এই মর্মান্তিক পরিণতির পর।
5
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top