Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

नागराकाटा स्टेशन के पास रेलगाड़ी की टक्कर में किशोर की मौत, जांच शुरू

ABArup Basak
Dec 08, 2025 10:03:08
Mal Bazar, West Bengal
মঙ্গলবার সকালে নাগরাকাটা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক কিশোরর। রেলপুলিশ সুত্রেই জানা গিয়েছে মৃত ঐ কিশোরের নাম রোহন লাকরা (১৮))। বাড়ি ভগতপুর চাবাগানের জাহাদি লাইনে। জানা গিয়েছে ঐ কিশোর নাগরাকাটা স্টেশনের কাছে কূর্তি ঝোরা নদির উপর পিলার নং ০৭৫/৩ তে রেললাইন পারাপার করছিল। সেইসময় শিলিগুড়ির দিক থেকে আলিপুরদুয়ারগামি ভিস্তাডোম ট্রেনের ধাক্কা লেগে যায়। ট্রেনের ধাক্কায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেল ও নাগরাকাটা থানার পুলিশ চলে আসে। এরপর দেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Dec 08, 2025 11:11:00
Chinsurah, West Bengal:플াস্ট릭 큐리데ิลেই 비나 파이샤 몰비베 카하르, 아바르자나 모크트 바르다르슈와르 포루사와 얀. শহরকে پرِچسن রাখতে প্রতিনিয়ত আবর্জনা মুক্ত রাখে ျပੋورসভা কর্মীরা।তার জন্য প্রতিটি পৌরসভায় নিদিষ্ঠ দপ্তর আছে।কিন্তু তা সত্বেও অনেক সময় শহরকে আবর্জনা মুক্ত করা সম্ভব হয় না।সেই কথা মাথায় রেখেই শহরকে আরও পরিষ্কার পরিছন্ন রাখার উদ্যোগ নিল ভদ্রেশ্বর পৌরসভা।바র্জ্য प्लাস্টिकের বিনিময়ে বিনামূল্যে খাবার দেওয়া হবে মা ক্যান্টিনের মাধ্যমে।ভদ্রেশ্বর জুটমিল কলোনী সহ বিভিন্ন বস্তি এলাকা রয়েছে।তাছাড়া বহু মানুষ রাস্তা ঘাটে ও বাড়ির আশেপাশে যত্রতত্র প্লাস্টিক ফেলে দেয়।তাই শহর কে প্লাস্টিক মুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে ও ব্যানার দিয়ে প্রচার করা হচ্ছে।এক কেজি বর্জ্য প্লাস্টিক দিয়ে দুটি খাবারের কুপন ও দু কেজি বর্জ্য প্লাস্টিক দিয়ে পাঁচটি খাবার দেওয়া হচ্ছে।ভদ্রেশ্বর पाल्बাগানে পৌরসভা লজে মা ক্যান্টিন থেকে এই প্লাস্টিকের বিনিময়ে খাবার দেওয়া হচ্ছে।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 08, 2025 11:10:41
Rajpur Sonarpur, West Bengal:বিজেপিতে যোগদানের ইঙ্গিত, ‘আমি আর তৃণমূল নই— সাধারণ মানুষ’ বলেই মন্তব্য রাজন্যা হালদারের বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে— সরাসরি না বললেও স্পষ্ট ইঙ্গিত দিলেন রাজন্যা হালদার। তাঁর কথায়, “বিজেপিতে যতক্ষণ না যোগ দিচ্ছি, ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। তবে আমি আর তৃণমূল নই, আমি সাধারণ মানুষ। বাসে-ট্রেনে-চাকরি পরীক্ষার লাইনে যাঁরা দাঁড়িয়ে থাকেন, সেই গণদেবতার মতো আমিও।” তৃণমূলের প্রতি কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। রাজন্যার স্বামী প্রান্তিক চক্রবর্তী জানান, সবটাই এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। যোগদান না হওয়ার পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। তবে চেতনা ও ভাবনার পরিবর্তন হয়েছে বলেই ইঙ্গিত দেন তিনি। দলবদল প্রসঙ্গে প্রান্তিক বলেন, “এটাকে দল পরিবর্তন হিসেবে দেখা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও একসময় কংগ্রেস ছেড়ে বাংলার স্বার্থে তৃণমূল গড়ে তুলেছিলেন। গণতন্ত্রে গণদেবতাই শেষ কথা বলে।” তাঁদের দাবি, তাঁরা তৃণমূল ছাড়েননি— বরং তাঁদের সাসপেন্ড করা হয়েছে। চিঠি দিলেও তা বিবেচনা করা হয়নি বলেই অভিযোগ। তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা হিসেবে পরিচিতি পাওয়া রাজন্যা ও প্রান্তিক— ২১ জুলাইয়ের মঞ্চে বক্তৃতার জন্য বিশেষভাবে পরিচিত। পরে আরজিকর আবহে তৈরি একটি টেলিফিল্মকে ঘিরে দলের সঙ্গে দূরত্ব বাড়ে দু’জনের। শেষে তাঁদের বিজেপিতে যোগদানের জল্পনা জোরালো হয়— আর সেই নিয়েই মুখ খুললেন রাজন্যা ও প্রান্তিক। বাইট - রাজন্যা হালদার প্রান্তিক চক্রবর্তী
0
comment0
Report
MMManoj Mondal
Dec 08, 2025 10:02:47
Kolkata, West Bengal:অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির জন্য বিশেষ বৈঠক ডাকলেন বনগাঁ পৌরসভার তৃণমূলের তিন কাউন্সিলর ৷ এই কাউন্সিলররা হলেন কৃষ্ণা রায়,জ্যোৎস্না আড্ড এবং নারায়ণ ঘোষ ৷ পৌরসভা সূত্রে জানা গিয়েছে আগামী ১০ তারিখে পৌর প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হবে ৷ সেখানে পুরোপ্রধান গোপাল শেঠের ভাগ্য নির্ধারণ হবে ৷ এ বিষয়ে গোপাল শেঠের কোন বক্তব্য পাওয়া যায়নি ৷ তিনি ১৪ ই নভেম্বর থেকে শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে চলে গিয়েছেন ৷ দিন কয়েক আগে পৌরসভার ৯ জন কাউন্সিলর , চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন ৷ নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে গোপাল শেঠের মিটিং ডাকার কথা ছিল ৷ তিনি তা ডাকেননি ৷ এরপর নিয়ম অনুযায়ী ভাইস চেয়ারম্যানের মিটিং ডাকার কথা কিন্তু বর্তমানে বনগাঁ পৌরসভায় কোন ভাইস চেয়ারম্যান নেই ৷ তারপরেই নিয়ম অনুযায়ী তিনজন কাউন্সিলর রবিবার মিটিং ডেকেছেন ৷
206
comment0
Report
BSBarun Sengupta
Dec 08, 2025 09:25:00
Barrackpore, Kolkata, West Bengal:*ঘোলায় দেব রুপায়ন নগরের মালিকের থেকে পঞ্চায়েত প্রধান এর স্বামি এবং উপ প্রধানের মোটা নেওয়ার ছবি ভাইরাল!!রাজনৈতিক তর্জা শুরু* ঘোলার মহিষ піटा এলাকার দেব রুপায়ন নগরের জমির মালিকের কাছ থেকে পঞ্চায়েত প্রধান এর স্বামি পাপন দাস এবং উপ প্রধান ও যুব সভাপতি প্রবীর দাস মোটা টাকা নেওয়ার ছবি ভাইরাল হতেই রাজনৈতিক শোরগোল। এই ছবি টুইট করলো কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নিজেই।তবে ছবির সত্যতা যাচাই করে নি জী ২৪ ঘন্টা। ২০২১ সালের এই টাকা নেওয়া ভাইরাল ছবি নিয়ে উত্তর খুজতে গেলে তার খোজ পাওয়া যায়নি。 বাইটঃ- জয় সাহা( বিজেপি যুব নেতা) তবে অভিযুক্ত অর্থাৎ উপপ্রধান প্রবীর দাস@ বাবাই এর দাবী, যে টাকা নেওয়ার ছবি ভাইরাল হয়েছে সেটা ব্যবসার টাকা।মানে প্রধানের স্বামী পাপন দাস তিনি প্রমোটারির ব্যবসার সাথে যুক্ত সেই টাকাই লেনদেন হচ্ছিলো, তার ছবিই ভাইরাল হয়েছে।আর যে অডিও ভাইরাল হয়েছে তা আমার নয়।অভিযুক্ত বাবাই বলেন যদি কোন প্রমান হয় তাহলে দল ছেড়ে দেব বলে দাবী
181
comment0
Report
MMManoj Mondal
Dec 08, 2025 09:04:12
Kolkata, West Bengal:ফিক্সড ডিপোজিটে বেশি সুদের লোভ দেখিয়ে প্রায় ৪০০ জন গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে গোপালনগর থানার আকাইপুর এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রের (CSP) মালিক বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে। অভিযোগ, গ্রাহকদের কাছে কোনও ব্যাংক-স্বীকৃত কাগজপত্র না দিয়ে শুধুমাত্র স্ট্যাম্প পেপারে সই করিয়ে মোটা অঙ্কের টাকা নেন তিনি। সোমবার গোপালনগর থানার পাল্লা এসবিআই শাখার সামনে ক্ষোভ উগরে দেন কয়েকশো মহিলা গ্রাহক। তাদের দাবি—কেউ ৪ লাখ, কেউ ৫ লাখ, আবার কেউ বা ১০ লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করেছিলেন। কিন্তু টাকা তুলতে গেলে সিএসপি মালিক বিকাশ সমাদ্দার টাকা ফেরত দিতে অস্বীকার করেন। ঘটনার পর ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা পাল্লা শাখায় অভিযোগ করলেও কোনও সুরাহা মেলেনি বলে দাবি তাঁদের। এ বিষয়ে পাল্লা এসবিআই শাখার ম্যানেজার শুভনীল মৌলিক জানান, “যারা ওই সিএসপিতে টাকা রেখেছেন, তাঁদের কাছে কোনো বৈধ ব্যাংক কাগজপত্র নেই। তবে বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছে।”
79
comment0
Report
BBBimal Basu
Dec 08, 2025 08:25:47
202
comment0
Report
EGE GOPI
Dec 08, 2025 08:21:33
111
comment0
Report
TDTapan Deb
Dec 08, 2025 08:20:57
92
comment0
Report
PDPradyut Das
Dec 08, 2025 07:35:37
Jalpaiguri, West Bengal:গত তিন বছরেরও বেশি সময় ধরে রাস্তা বেহাল। ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় দুটি হাইস্কুলের পড়ুয়ারা। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। কঙ্কালসার রাস্তা দিয়ে হাটে পণ্য নিয়ে যেতে গিয়ে যার পর নাই সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। বারবার রাস্তাটি সংস্কারের আবেদন জানানো হলেও আজও তা হয়নি। ফলে ক্ষোভে ফুঁসছেন জলপাইগুড়ির মোহিতনগর এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, মোহিতনগর থেকে ঝা বাড়ির মোড় পর্যন্ত প্রায় দুকিমি রাস্তার হাল খুবই খারাপ। রাস্তাটি জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ পঞ্চায়েতের অধীন। বাসিন্দাদের ক্ষোভ, পঞ্চায়েতকে বহুবার রাস্তা সারানোর কথা বলা হলেও গা করেনি। রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অর্পিতা চৌধুরী। আমি তো রাস্তাটি নিয়ে লাগাতার বলেই চলেছি। মানুষজনের প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার ঘুম ছুটেছে। কিন্তু রাস্তা সংস্কারের টাকা না এলে কী করব। যদিও ওই পঞ্চায়েত সদস্যের দাবি, রাস্তাটি সংস্কারের জন্য জেলা পরিষদ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে জানানো আছে। তবে বিধানসভা নির্বাচনের আগে যদি রাস্তাটি সংস্কার না হয়, সেক্ষেত্রে এটি যে এলাকায় ভোটার ইস্যু হয়ে দাঁড়াবে তা সাফ জানিয়ে দিয়েছেন মোহিতনগরের বাসিন্দারা।
173
comment0
Report
AMAshok Manna
Dec 08, 2025 07:35:16
Kolkata, West Bengal:মহেশতলা রবীন্দ্রনগর থানার অন্তর্গত কানখুলি 8 নম্বর ওয়ার্ডে পীরডাঙ্গা খালে শেখ সিরাজুল (33/34) নাম এক ব্যক্তি পড়ে যান সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে পড়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শী জানান পোলের ওপর বসেছিলেন হঠাৎ খালে পড়ে যায়। এরপর পানীয় মানুষজনকে ডেকে নিয়ে আসে ঘটনা স্থলে এলাকার মানুষরা অনেক খোঁজাখুঁজি করার পরেও খুঁজে পাননি ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ উপস্থিত হয়েছে খালের মধ্যে খোঁজাখুঁজি চলছে প্রায় দু'ঘণ্টা হয়ে গেলেও উক্ত ব্যক্তিকে এখন উদ্ধার করতে পারেনি। তবে এই শেখ সিরাজুল একজন সাফাই কর্মী ছিল। সকাল ছয়টা নাগাদ ঘর থেকে বের হয় তা নিয়ে মানুষের অভিযোগ শেখ সিরাজুলকে স্থানীয় মানুষের প্রায় দু'ঘণ্টার প্রচেষ্টায় তার দেহকে উদ্ধার করে
136
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 08, 2025 07:34:20
Jhargram, West Bengal:শীত যত বারছে ততই বারছে খেজুরের গুড়ের স্বাদ আর গন্ধ। আর সাধারন মানুষ থেকে পর্যটক সকলেই ভিড় জমাচ্ছে শিউলিদের কাছে। এবার শীত শুরু হয়েছে বহু আগে। তাই শিউলিদের আগমন ও এবার অনেকটাই আগে। শীতের দোরগোড়ায় দাঁড়িয়ে বাঙালির ঘরে ঘরে আর কয়েকটা দিন পর শুরু হয়ে যাবে পৌষ-পার্বণের প্রস্তুতি। পিঠেপুলির সেই চিরচেনা স্বাদকে আরও মোহময়ী করে তুলতে চাই টাটকা খেজুর গুড়। আর এই গড় তৈরির কাজকে সামনে রেখে প্রতি বছরের মতো এ বছরও ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় এসে পৌঁছেছেন বাইরের জেলা থেকে আসা শিউলিরা। ভোরের আলো ফুটতেই শুরু হয় তাদের দিনের কাজ। গাছ বেয়ে ওঠা, বেঁধে রাখা প্লাস্টিকের কলসিতে জমা হওয়া রস নামানো—সবই চলে দ্রুততার সঙ্গে। এরপর সেই রসই বড় বড় কড়াইতে জ্বাল দিয়ে তৈরি করা হয় টাটকা খেজুর গুড়। ফুটতে থাকা রসের মন মাতানো গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। শীতের সকালের হিমেল হাওয়ার সাথে মিশে সেই গন্ধ যেন আলাদা এক উৎসবের আমেজ তৈরি করে। প্রতিবছর ঝাড়গ্রামের সাঁকারাইলের ধানঘোরি-সহ বিভিন্ন এলাকায় এই শিউলিরা এসে গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। তাঁরা জানান, বছরের অন্যান্য সময়ে যাই হোক, শীতের মরসুমটাই তাঁদের মূল রোজগারের সময়। খেজুর রস থেকে তৈরি এই খাঁটি গুড়ের চাহিদাও চোখে পড়ার মতো। পার্শ্ববর্তী জেলা ও বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মানুষ আসেন গরম গুড়, পাটালি কিংবা নলেন গুড় কিনতে। এই গুড় দিয়েই তৈরি হয় বিভিন্ন পিঠেপুলির পাশাপাশি নানা ধরনের মিষ্টিও। পৌষ-পার্বণের রসে ভেজা দিনগুলোকে আরও উপভোগ্য করে তোলে এই খাঁটি, তাজা খেজুর গুড়। শিউলিরা জানান, “বছরভর অপেক্ষা করি শীতের জন্য। এই সময়ই আমাদের পরিবারের মুখে হাসি ফোটে, আর এই গুড়েই এলাকার মানুষকে খুশি করতে পারি.” প্রতিদিন ই একটু করে তাপমাত্রার পারদ কমছে ঝাড়গ্রামে। প্রচন্ড ঠান্ডায় খেজুর গুড় তৈরির ধোঁয়া আর তার সুবাসই যেন শীতের আসল বার্তা বয়ে আনছে।
68
comment0
Report
TDTapan Deb
Dec 08, 2025 07:33:58
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার के बिरपाड़ায় राजबंसী समुदाय के लोगों की संस्कृति संरक्षित रखने के लिए राजबंसী कल्चरल अकादमी बनाई है। राजबंसী डेवेलपमेंट एंड कल्चर Board के तत्वावधान में यह अकादमी बनाई गई। स्थानीय মানিক দास इस अकादमी के लिए জমিদान করেছেন সেই बाम आ민्ले। अकादमी थे مگر वह उपयोग उपयुक्त नहीं था। বর্তমান सरकार এগিয়ে এসে नया করে এর পথ চলা शुरू করল। বোর্ড के सदस्य পিয়ुष রায় বলেছেন হারিয়ে যেতে বসেছিল রাজबংশी कistus সংস্কৃতি তা دوبارہ তুলে ধরার জন্যই এর পথ চলা। ভোট के বাক্স میں उसका कितना प्रभाव पड़ेगा তা भविष्य बताएगा। आज दोपहर को कুচবিহार से রাজ্যের मुख्यमंत्री इसका औपचारिक उद्घाटन करेंगे বলে प्रशासन সূত্রে बताया गया है।
136
comment0
Report
BBBimal Basu
Dec 08, 2025 07:33:33
88
comment0
Report
Advertisement
Back to top