Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

सन्न्यासी पाड़ा में छह महीने में टूटी सड़क, आंदोलन की चेतावनी

PDPradyut Das
Nov 05, 2025 05:02:54
Jalpaiguri, West Bengal
জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলে সন্ন্যাসী পাড়া এলাকায় নির্মাণের কয়েক মাসের মধ্যেই ভেঙ্গে গিয়েছে পেভার ব্লগের নবনির্মিত রাস্তা, যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা এমনকি জরুরি কালিন এম্বুলেন্স পরিষেবা নিয়েও ভীষণ চিন্তায় পড়েছেন area's বাসিন্দারা বলে অভিযোগ। অতি সত্বর রাস্তা মেরামত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি area's বাসিন্দাদের একাংশের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলে সন্ন্যাসী পাড়া। উল্লেখ্য উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আওতায় নির্মিত হয়েছে বোয়ালমারী হাস্পাতাল ভায়া সন্ন্যাসী পাড়া টু তিস্তা বাঁধ পর্যন্ত পেভার ব্লকের রাস্তা। নির্মাণের ছয় মাসের মধ্যেই রাস্তা সন্ন্যাসী পাড়ার ক্যানেল এলাকায় ভেঙ্গে পড়ে। এখনো সেই রাস্তা মেরামতি করা হয়নি এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা পরিমল বারুরি যমুনা রায়, সোভা রায় কৃত্তিবাস চক্রবর্তী কালাচাঁদ মন্ডল রা বলেন নির্মাণের ছয় মাসের মধ্যেই ভেঙ্গে গেছে এই রাস্তা। বর্তমানে এক চরম সমস্যার মধ্য দিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছি। তাই সংশ্লিষ্ট দপ্তরের কাছে রাস্তা মেরামতি করার আবেদন রাখছি। আর মেরামতি না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবো আমরা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MCMoumita Chakraborty
Nov 05, 2025 07:55:03
Kolkata, West Bengal:sayan bannerjee on avisek
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 05, 2025 07:53:40
0
comment0
Report
TDTapan Deb
Nov 05, 2025 07:53:05
Alipurduar, West Bengal:গ্রামের রাস্তা তৈরী করা নিয়ে রাজনৈতিক তরজা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের চেপানি এলাকার গ্রামের একটা মাটির রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পরে রয়েছে। সমস্যায় পড়ছেন গ্রামের মানুষ। হাতির উপদ্রপ , চিকিৎসাধীন রুগিকে নিয়ে যাওয়া সমস্যা , রাতের অন্ধকারে চলাচলের সমস্যায় পড়ছেন এই এলাকার বাসিন্দারা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপির । ফলে গ্রাম পঞ্চায়েত প্রধান , বিডিও সকলকে বলেও কাজ হয়নি। পরে গ্রামের মানুষের কথা কানে যেতেই স্হানীয় বিধায়ক বিজেপি নেতা মনোজ ওঁরাও নিজে দাঁড়িয়ে থেকে দলের ও গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে বেহাল মাটির রাসাটা চলাচলের উপযোগী করে দেন। আর এই নিয়েই সুর চড়িয়েছে তৃনমূল কংগ্রেস। জেলার তৃনমুল কংগ্রেস নেতা মৃদুল গোস্বামী বলেন মনোজ ওঁরাও গিমিক করছেন , ফুটেজ পাওয়ার জন্য গ্রামের মাটির রাস্তা ঠিক করছেন। ১০০ দিনের টাকাটা যদি থাকত তা হলে তো এতো দিনে মাটির রাস্তাটা হয়ে যেত।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 05, 2025 07:52:51
0
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 05, 2025 07:52:43
Kolkata, West Bengal:bikash Ranjan on Avisek
0
comment0
Report
BBBimal Basu
Nov 05, 2025 07:47:27
Basirhat, West Bengal:পুলিসকে সঙ্গে নিয়ে আই আর এর প্রচারে মানুষ সচেতন করতে বাড়ি বাড়ি গেলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী। উত্তর ২৪ পরগণার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জে বিধানসভায় পুলিস প্রশাসনকে সঙ্গে নিয়ে আজ হিঙ্গলগঞ্জে পঞ্চায়েতের ৯৯ নম্বর বুথের বাড়ি বাড়ি গিয়ে SIR এর প্রচার করলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী। BLO রা ঠিক মত কাজ করছে কিনা খতিয়ে देखার পাশাপাশি মানুষের মনে SIR নিয়ে একটা ভয় ভীতি কাটাতে তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। ফর্ম হাতে নিয়ে কোথায় কি লিখতে হবে কি কি লাগবে কোথায় কার সই করতে হবে ফর্মটা কোথায় জমা দিতে হবে হাতে ধরে ধরে ভোটারদের বোঝান তিনি। SIR নিয়ে ভালো সাড়া পেয়েছেন এমনটা জানিয়েছেন হিংলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী।
0
comment0
Report
BBBimal Basu
Nov 05, 2025 07:47:12
0
comment0
Report
CDChampak Dutta
Nov 05, 2025 07:46:48
Kaji Chak, West Bengal:নদী পারাপারের সমস্যা দীর্ঘদিনের,স্থায়ী সমাধান চেয়ে সদুত্তর না মেলায়।প্রশাসনের ওপর আস্থা হারিয়ে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে চাঁদা তুলে তৈরি করল বাঁশের সাঁকো। প্রশাসনের ওপর আস্থা হারিয়ে গ্রামের মানুষরা যাতায়াতের জন্য নিজেদের উদ্যোগে বাঁশ ও অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি করল শিলাবতী নদীর ওপর বাঁশের সাঁকো।বন্যার কারণে শিলাবতী নদীতে জল বেড়ে ভেঙে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঘোষকিরা গ্রামের শিলাবতী নদীর ওপর অস্থায়ী কাঠের সেতুটি। যার ফলে চরম সমস্যায় পড়তে হয় ঘোষকিরা, শীর্ষা,খুড়সি,ধর্মপোতা, কল্লা সহ একাধিক গ্রামের সাধারণ মানুষকে।বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় নৌকায় করে চলতো ঝুঁকির পারাপার।এলাকার সাধারণ মানুষ বারবার প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি।তাই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশ ও অন্যান্য সামগ্রী দিয়ে যাতায়াতের জন্য তৈরি করল বাঁশের সাঁকো।তবে গ্রামবাসীদের ওই এলাকায় দীর্ঘদিনের দাবি স্থায়ী ব্রীজের।তবে তা কবে ব্রীজ তৈরি হবে উত্তর নেই কারো কাছে।এলাকার ১০ থেকে ১২ টি গ্রামের সাধারণ মানুষদের যাতায়াত ওই নদীর ওপর।বন্যার সময় নদীর জল বেড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ,নৌকার উপর ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষু রোগীদের।জল কমলেও শান্তি ছিলনা,নৌকায় চলাচল বন্ধ হয়ে পায়ে হেঁটে নদীর উপর জল পেরিয়ে চলতো যাতায়াত।ভেঙে কাঠের সেতু মেরামতে স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে গ্রামবাসীরাই নিজেরা উদ্যোগ নিল বাঁশের সাঁকো তৈরির।স্বাধীনতার ৭৮ বছর পর ঘোষকিরা গ্রামে মাটির রাস্তা থেকে ঢালাই রাস্তা হয়েছে,খুশি এলাকার মানুষ।এখন তাদের মুল সমস্যা শিলাবতী পারাপার।রাস্তার মতো নদী পারাপারের এই সমস্যা সমাধানে উদ্যোগ নিক প্রশাসন চাইছেন সকলে।এবিষয়ে চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ জানান,ব্লকের বিভিন্ন এলাকায় বন্যায় অস্থায়ী সাঁকোগুলি ভেঙে গিয়েছিল বেশ কিছু জায়গায় প্রশাসনের উদ্যোগে তা মেরামত করা হয়েছে।ঘোষকিরা এলাকায় শিলাবতী নদীর ওপর ব্রীজের জন্য ঘাটাল মাস্টারপ্লানে আবেদন করা হয়েছে।এখন দেখার নদী পারাপারের দশকের পর দশক এই সমস্যার স্থায়ী সমাধান কবে হয়।
0
comment0
Report
AGAyan Ghosal
Nov 05, 2025 07:46:26
Kolkata, West Bengal:টালিগঞ্জ মহাবীরতলা লাগোয়া চেতলা খালপাড় এলাকা, যা মূলত একটি সংখ্যালঘু বস্তি, সেখানে ধরা পড়ল স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ার ছবি। সঙ্গে সুস্থ গণতান্ত্রিক পরিবেশের ছবিও ধরা পড়ল। এই পার্টের দায়িত্বে আছেন আদর্শ হিন্দি মহাবিদ্যালয়ের হিন্দি ভাষার শিক্ষক সঞ্জয় প্রসাদ। এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই সংখ্যালঘুদের বসবাস। ভোটারদের প্রতিক্রিয়া ১০০ শতাংশ ইতিবাচক। আরেকটি ছবি নজরকাড়া। পাশাপাশি দাঁড়িয়ে ২০২৪ সালের একই ভোটার তালিকায় চোখ বুলিয়ে হিসেব মিলিয়ে নিচ্ছেন যুযুধান দুই প্রতিপক্ষ রাজনৈতিক দলের দুই বুথ লেভেল দ্বিতীয় স্তরের এজেন্ট। দুজনের মুখেই হাসি।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 05, 2025 07:04:49
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 05, 2025 07:04:00
Dihierench, West Bengal:কাঁথিতে এসআইআর নিয়ে বিভ্রান্তি এড়াতে সিপিআইএমের উদ্যোগ — ভোটার সহায়তা কেন্দ্রে ভিড় সাধারণ মানুষের এস আই আর (SIR) নিয়ে ছড়ানো বিভ্রান্তি ও গুজবের মোকাবিলায় উদ্যোগী হল সিপিএম। নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে কাঁথির মারিশদা লোকাল কমিটির উদ্যোগে পূর্ব মেদিনীপুরের বেতালিয়া অঞ্চলের ৭২ নম্বর বুথে চলছে ভোটার সহায়তা কেন্দ্র শিবির। এই শিবিরে বহু মানুষ আসছেন ও যাচ্ছেন, ভোটার তালিকা সংক্রান্ত তথ্য যাচাই করছেন এবং এস আই আর নিয়ে তৈরি হওয়া আতঙ্ক থেকে নিজেদের মুক্ত করছেন। সিপিআইএম নেতৃত্ব ঝাড়েশ্বর বেরা জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ভোটার তালিকা সংশোধনে সহযোগিতা করা। বাইট ঝাড়েশ্বর বেরা সিপিএম নেতা। বাইট ভোটার গান।
0
comment0
Report
Advertisement
Back to top