Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

बांग्लादेश में हिंदू हत्या के विरोध में बेलाकोबा में भारी प्रदर्शन, कुशपुतुल दहन

PDPradyut Das
Dec 23, 2025 02:15:44
Jalpaiguri, West Bengal
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু দিপু দাসের হত্যার প্রতিবাদে জলপাইগুড়ি বেলাকোবায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলাকোবার কলেজ মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে বটতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে তীব্র বিক্ষোভ দেখানোর পাশাপাশি কুশপুতুল দাহ করা হয়। সোমবার সন্ধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের রাজগঞ্জের উদ্যোগে হওয়া এই কর্মসূচিতে বহু মানুষ অংশ নেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন ভিএঁপির সহ সভাপতি কৃষ্ণেন্দু গুহ, ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের রাজ্য সহ সভাপতি অলোক চক্রবর্তী, জেলা সভাপতি দেবেন্দ্র পান্ডে সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বাংলাদেশের ইউনূস সরকারের নিন্দা জানান এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TCTathagata Chakraborty
Dec 23, 2025 04:45:17
Maipit, ওয়েস্ট বেঙ্গল:কুলতলিতে ম্যানগ্রোভ কেটে বেআইনি ভেড়ি তৈরির অভিযোগ, শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত সুন্দরবন এলাকা সুন্দরবনের পরিবেশ ধ্বংসের অভিযোগ ঘিরে উত্তেজনা কুলতলি ব্লকে। কুলতলি ব্লকের মৈপিঠ বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গার ঘাট, ঠাকুরান নদীর চড়ে প্রায় ৪০ থেকে ৫০ বিঘা নদীর চর এলাকার ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি বা পার্ক তৈরির জন্য জমি পরিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কুলতলি ব্লক সভাপতি পিন্টু প্রধান ও সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছে বিজেপি。 বিজেপির দাবি, শুধু মৈপিঠ নয়, কুলতলির বিভিন্ন জায়গাতেই ম্যানগ্রোভ কেটে বেআইনিভাবে ভেড়ি তৈরি করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের মদতেই এই কাজ চলছে বলে অভিযোগ করেছেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা কমিটির সদস্য উত্তম হালদার। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পিন্টু প্রধান এইসব বেআইনি কাজের সঙ্গে যুক্ত এবং মদত দিচ্ছেন। এই প্রসঙ্গে কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সাহাদাত শেখ জানান, বিষয়টি পঞ্চায়েত ও বনদপ্তরের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। অন্যদিকে, সিপিএম নেতা ও কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডল অভিযোগ করেন, গোটা কুলতলি জুড়েই এই ধরনের কাজ চলছে। তাঁর দাবি, তৃণমূল নেতারা চুরি ও বেআইনি কাজের সঙ্গে যুক্ত এবং এর ফলে সুন্দরবনের পরিবেশ ধ্বংস হচ্ছে। এই ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। এলাকার বাসিন্দা গোষ্ঠ মণ্ডলের অভিযোগ, ক্ষমতাসীনদের মদতেই এই কাজ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দাও একই অভিযোগ করে বলেন, এই ঘটনার প্রতিবাদ করলে হেনস্থার শিকার হতে হবে—এই আশঙ্কায় বহু মানুষ চুপ করে রয়েছেন। ম্যানগ্রোভ ধ্বংসের এই অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে, আর প্রশ্নের মুখে সুন্দরবনের পরিবেশ সুরক্ষা।
0
comment0
Report
ABArup Basak
Dec 23, 2025 04:20:15
Mal Bazar, West Bengal:দাদার বাটামের আঘাতে ভাইয়ের মৃত্যু দাদােক গ্রেফতার করল পুলিশ... রাতে শ্রমিক মহালয় একই বাড়িতে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাদানুবাদ। সেই বাদানুবাদের জেরে দাদা কাঠের বাটাম দিয়ে ভাইয়ের মাথায় আঘাত করে। সেই আঘাতেই মৃত্যু হয় ছোট ভাই সন্ধির বড়াইকের (৩৬)। দাদা রন্ধীর বাড়াইককে(৪২) গ্রেপ্তার করেছে মেটালি থানার পুলিশ। শীতের রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের বডদীঘি চা বাগানের এতোয়া শ্রমিক লাইনের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক মহালয় একই বাড়িতে দাদা রন্ধির ও ভাই সন্ধির বাস করতেন। দুই ভাই বাইরে দিনমজুরের কাজ করে। রাতে দুই ভাইয়ের মধ্যে চরম বাদানুবাদ শুরু হয়। বাদানুবাদের মাঝে দাদা রন্ধির একটি কাঠের বাটাম দিয়ে ছোট ভাই সন্ধির মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ভাই সন্ধির সেখানে লুটিয়ে পড়ে। সকাল বেলা প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে মেটেলি থানায় খবর দেয়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং দাদাকে গ্রেপ্তার করে। খবর পেয়ে মাতেিয়ালি বাতাবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য ফিলিফ টিরু। তিনি বলেন খুব দুঃখজনক ঘটনা। টাকা পয়শা সংক্রান্তর জন্য মাঝে মধ্যেই দুই ভাই এর মধ্যে জħraামেলা হত। বাড়িতে অসুস্থ্য মা এবং বড় ভাই এর স্ত্রী ও ছোট সন্তান রয়েছে। মেটেলি পুলিশ অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে। ঘটনা তদন্ত চলছে। কি কারনে এই ঘটনাটা ক্ষতি দেখছে পুলিশ।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 23, 2025 03:51:23
Jhargram, West Bengal:ঝাড়গ্রাম এর লালমাটির হাট। শাল বাগানের তলায় খোলা আকাশের নিচে এই হাট এখন বেশ জনপ্রিয় ঝাড়গ্রাম বাসী এবং ঝাড়গ্রামে আসা পর্যটক দের কাছে। শান্তিনিকেতন এর সোনাঝুড়ি র হাটের সাথে অনেকটাই মিল পাওয়া গেলেও এই হাটের অন্যতম বৈশিষ্ট এখানে সবটাই মহিলা পরিচালিত। সমস্ত ব্যাবসায়ী মহিলা। তাদের পোষাক নির্দিষ্ট। নানা রকম পসরা সাজিয়ে সমস্ত মহিলা রা বসে বছেন। মেলায় কোনো সমস্যা হলে সেটাও সামাল দিচছেন মহিলারা। একপাশে ঢোল দমসা মাদলের সূর একপাশে চলছে বিকিকিনি। সপ্তাহে রবিবার এই হাট ইতিমধ্যে পর্যটক এবং ঝাড়গ্রাম বাসীর কাছে যথেষ্ট জনপ্রিয় হয়েছে। কেনকাটি ই শুধু নয়। ট্রাডিশনাল খাবার থেকে শুরু করে কেক পেস্ট্রি ও এখানের এক বিশেষ আকর্ষন। রবিন্দ্রপার্কে ঘেরাটোপে শালজঙ্গল এর মাঝে এই হাটের জনপ্রিয়তা বারছে ক্রমশ।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 23, 2025 03:50:59
Purulia, West Bengal:পুরুলিয়া: বড়দিন মানেই কেক খাওয়া। আর তাই ক্রিসমাসের হাওয়ায় জমে উঠেছে পুরুলিয়ার কেক বাজার। সকাল থেকে রাত পর্যন্ত কেক কারখানায় কেক তৈরিতে চলছে কর্মীদের ব্যস্ততা । স্থানীয় প্রস্তুতকারকরা জানাচ্ছেন, প্রতি বছর ডিসেম্বর মাসে পুরুলিয়ায় কেকের চাহিদা বহুগুণ বেড়ে যায়। ক্রিসমাসের আগের সপ্তাহে বিক্রি থাকে তুঙ্গে। দামও জনসাধারণের নাগালের মধ্যে ছোট কেক ৩০ টাকা থেকে শুরু করে বড় সাইজের কেক ২০০ টাকা পর্যন্ত বিকোচ্ছে। রোল কেক, প্যাসটি কেক, ফ্রুট কেক এমন নানা স্বাদের কেক তৈরি হচ্ছে স্থানীয় কারখানায়। পুরুলিয়া জেলার তৈরি কেক স্বাদ ও গন্ধে ভালো, তাই এর চাহিদাও বাড়ছে বেশ । জেলার বাইরেও ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন। শহর থেকে শুরু করে গ্রাম সর্বত্র এখন কেকের মিষ্টি সুবাসে ভরে উঠেছে পরিবেশ। তবে শুধু উৎসবের আমেজই নয়, কর্মসংস্থানও বাড়াচ্ছে। উৎসবের এই সময়েই বহু কর্মী কাজের সুযোগ পাচ্ছেন। ক্রিসমাসকে কেন্দ্র করে এই কেক বাজার আজ পুরুলিয়ার অর্থনীতিতেও উৎসবের হাসি এনে দিয়েছে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 23, 2025 03:39:32
Baruipur, West Bengal:বাঘের আক্রমণে জখম মৎস্যজীবি,মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কলকাতার হাসপাতালে সুন্দরবন -জীবন জীবিকার তাগিদে সুন্দরবন জঙ্গলের নদীখাঁড়ি তে গিয়েছিলে মাছ কাঁকড়া ধরতে। সেখানেই বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মৎস্যজীবি।বর্তমানে মৃত্যুর সাথে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে পাঞ্জা লড়ছেন তিনি। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,সুন্দরবন কোষ্ট্রাল থানার অন্তর্গত ছোট মোল্লাখালির পঞ্চায়েতের ৯ নম্বর কালিদাসপুরের বাসিন্দা মৎস্যজীবি শ্যামাপদ শীল। গত মঙ্গলবার প্রতিবেশী জগদীশ ঘরামী ও কমলেশ ঘরামী কে সাথে নিয়ে সুন্দরবন জঙ্গলের নদীখাঁড়িতে মাছ কাঁকড়া ধরার জন্য রওনা দিয়েছিলেন।তিনজন মৎস্যজীবি দিব্যি মাছ কাঁকড়া ধরছিলেন। বিকালে ওই মৎস্যজীবির দল সুন্দরবনের বাগনা ফরেস্টের হরিখালি এলাকায় কাঁকড়া ধরছিলেন। সেই সময় সুন্দরবন জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। শ্যামাপদ কে লক্ষ্য করে টার্গেট করতে থাকে। মৎস্যজীবিরা যখন আপন মনে কাঁকড়া ধরার জন্য নৌকা থেকে দোন ফেলছিলেন,সেই সময় সুযোগ বুঝে বাঘ আচমকা শ্যামাপদ কে লক্ষ্য করে তার ঘাড়ে লাফিয়ে পড়ে আক্রমণ করে। শুরু হয় ধ্বস্তাধস্তি। নদীর জলে পড়ে যায় বাঘ ও শ্যামাপদ। বাঘ মুহূর্তে শ্যামাপদ’র কোমরে,বুকে ও পাছায় আক্রমণ করতে থাকে।নদীর জলে দীর্ঘক্ষণ চলে বাঘে মানুষের লড়াই। বাঘ তার শিকার ছাড়তে নারাজ।বার বার হুঙ্কার করে গর্জন করতে থাকে। অন্যদিকে চোখের সামনে এমন বিভৎস ঘটনা দেখে প্রথমে হতভম্ব হয়ে যায় দুই সঙ্গী। মুহূর্তে তারাও সঙ্গীসাথী কে উদ্ধার করার জন্য গাছের ডাল আর নৌকার বৈঠা নিয়ে বাঘের সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। দীর্ঘ প্রায় ঘন্টাখানেক চলে বাঘে মানুষে লড়াই। পরিস্থিতি বেগতিক বুঝে বাঘ রণে ভঙ্গ দেয়। জগদীশ ও কমলেশরা শ্যামাপদ কে রক্তাক্ত অবস্থায় নদীবক্ষ থেকে উদ্ধার করে নৌকায় তোলে। ততক্ষণে শুরু হয়েছে রক্ত ক্ষরণ। তড়িঘড়ি নৌকার বৈঠা বেয়ে রাত প্রায় ১১ টা নাগাদ গ্রামের ঘাটে পৌঁছায়। সেখান থেকে ছোট মোল্লাখালি প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।সেখানে ওই মৎস্যজীবির শারীরিক অবস্থার অবনতি হলে ভোররাতে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে বাঘে আক্রান্ত ওই মৎস্যজীবি সেখানেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অন্যদিকে এমন ঘটনা প্রসঙ্গে এপিডিআর এর দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সহ সম্পাদক মিঠুন মন্ডল জানিয়েছে,বাঘে আক্রান্ত মৎস্যজীবি শ্যামাপদ শীলের চিকিৎসার সমস্ত দায়িত্বভার সরকার কে নিতে হবে। এছাড়াও আক্রান্ত মৎস্যজীবির পরিবারের বর্তমানে সমস্ত খরচ ও ছেলের পড়াশোনার দায়িত্ব সরকারের নিতে হবে।অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবো।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 23, 2025 03:02:40
Purulia, West Bengal:পুরুলিয়া : রাজ্য সরকারের নির্দেশে পুরুলিয়া জেলার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, রুফটপ রেস্তোরাঁ, বহুতল আবাসনের অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে যৌথ অভিযানে নামলো পুরুলিয়া টাস্ক ফোর্স । এই টাস্ক ফোর্সে রয়েছে দমকল বিভাগ, পুলিশ, বিদুৎ বিভাগ, পূর্ত দপ্তর (বিদুৎ), পৌরসভা বা স্থানীয় পঞ্চায়েত । পুরুলিয়া শহরের বিভিন্ন হোটেলগুলিতে হানা দেন তারা । পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা রয়েছে কিনা, আপৎকালীন ব্যবস্থা সাধারণ মানুষের হোটেল বা রেস্টোরার বাইরে যাওয়ার বিকল্প ব্যবস্থা রয়েছে কিনা, আগুন নেভানোর জলের ব্যবস্থা রয়েছে কিনা, হোটেল বা রেস্তোরার অনুমোদন রয়েছে কিনা সব বিষয়গুলি খতিয়ে দেখেন তারা। পুরুলিয়া市 শহরের বেশিরভাগ হোটেলেই অগ্নি নির্বাপন ব্যবস্থায় খামতি রয়েছে বলে দমকল বিভাগ সূত্রে খবর । সমস্ত বিষয় খতিয়ে দেখে হোটেলগুলির তালিকা তৈরি করে অগ্নি নির্বাপন ব্যবস্থা করার সময়সীমা বেঁধে নোটিশ করেন টাস্ক ফোর্সের আধিকারিকরা । ত্রুটি না মেটালে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন আধিকারিকরা । টাস্ক ফোর্সের এই অভিযান নিয়ে হোটেল মালিকরা জানান, অগ্নি নির্বাণের জন্য যা যা ব্যবস্থা করতে বলা হয়েছে সেগুলো করা হবে।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 23, 2025 03:01:57
Dinajpur, Rangpur Division:বালুরঘাট কলকাতা চিৎপুর স্টেশনগামী তেভাগা এক্সপ্রেস এর নতুন ভি এল ডি এল কোচের সংযোজন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মঙ্গলবার সকাল ৫:৪৫ এ বালুরঘাট স্টেশন থেকে এই ট্রেনের নতুন কোচের যাত্রা সূচনা করেন ডিআরএম কাটিহার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং জেলার বিজেপির দুই বিধায়ক সত্যেন রায় ও অশোক লাহিড়ী। এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন বালুরঘাট থেকে কলকাতা চিৎপুরের উদ্দেশ্যে রওনা দেয় সকাল ৫ঃ৫০ এ এবং এই ট্রেনেই প্রতিদিন প্রচুর যাত্রী যারা মালদা বোলপুর বর্ধমান হয়ে কলকাতা গিয়ে থাকেন প্রচুর যাত্রী। ব্যবসা অফিস এমনকি স্কুল-কলেজের কাজেও প্রচুর תלמידা নিত্য যাতায়াত করেন এই ট্রেনে এতদিন পুরনো কোচ দিয়েই চলছিল এই ট্রেন নতুন উন্নত প্রযুক্তির ভিএলডিএল কোচ নিয়ে যাত্রা শুরু করায় সুবিধা হবে যাত্রীদের এমনটাই দাবি সুকান্ত মজুমদারের এই ট্রেনে সংরক্ষিত কামরা সাধারণ এবং সংরক্ষিত কামরা এসি ব্যবস্থা রয়েছে রয়েছে প্রচুর জেনারেল কম্পার্টমেন্ট যে কারণে প্রতিদিনই যাত্রী সংখ্যা বেড়েছে tevegā এক্সপ্রেসের এই ট্রেনটি বালুরঘাট হিলি রেল পরিষেবার প্রথম ট্রেন হিসেবে চলেছিল। ভোরবেলা নতুন কোচের শুভ সূচনা দেখতে ভির জমিয়েছিল সাধারণ মানুষ।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 23, 2025 03:01:32
Rajpur Sonarpur, West Bengal:বিয়ের আট মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, খুনের অভিযোগে স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা বিয়ের মাত্র আট মাসের মাথায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নরেন্দ্রপুর থানা এলাকায়। মৃতার নাম শুভ্রা সরদার। অভিযোগ, ফোনে কথা বলা নিয়ে স্বামী রানা সরদারের সঙ্গে শুভ্রার দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। স্ত্রীর সঙ্গে অন্য কারও সম্পর্ক রয়েছে—এই সন্দেহে শুভ্রার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ পরিবারের。 জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে বারুইপুর থানার কাটাখাল এলাকার বাসিন্দা শুভ্রা সরদারের সঙ্গে নরেন্দ্রপুর থানার কেলেগোড় এলাকার বাসিন্দা রানা সরদারের বিয়ে হয়। তার আগে সোশাল মিডিয়ায় আলাপ থেকে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এলাকায় ম mela ও পৌষ মাসে বাপের বাড়িতে থাকবে—এই কারণ দেখিয়ে ১৭ ডিসেম্বর বুধবার শুভ্রাকে বাপের বাড়িতে নিয়ে আসেন তার মা। কিন্তু রবিবার ২১ তারিখ শ্বশুর ভদ্রেশ্বর সরদার এসে জোর করে তাকে আবার নিয়ে যায় বলে অভিযোগ। পরদিন সোমবার প্রতিবেশীর ফোনে শুভ্রার মৃত্যুসংবাদ পান তার বাবা-মা। পরিবারের অভিযোগ, শুভ্রার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতার বাবা মনা সরদার লিখিত অভিযোগে স্বামী রানা সরদার, শ্বশুর ভদ্রেশ্বর সরদার, শাশুড়ি সুক্কুলি সরদার ও ভাসুর রाकেশ সরদারের নাম উল্লেখ করেছেন। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ。
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 23, 2025 02:17:53
Barrackpore, Kolkata, West Bengal:বরানগর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মতিলাল মল্লিক লেন এলাকায় বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভা চলছিল।।আর সেই সময় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সঞ্চিতা দের নেতৃত্বে তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়।।বিজেপি কর্মী সমর্থকদের বহিরাগত বলে স্লোগান তোলে তৃণমূল।।আর তারপরেই বিজেপি তৃণমূল বচসায় জড়িয়ে পড়ে।।একে অপরের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকে।।ঘটনাস্থলে বিজেপি নেতা সজল ঘোষ আসলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।।পাল্টা স্লোগান বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব।।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী
0
comment0
Report
Advertisement
Back to top