Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

मोहितनगर पूजा: 73 वर्ष का इतिहास, यादें जूट मंडप में बंधी

PDPradyut Das
Sept 30, 2025 01:18:00
Jalpaiguri, West Bengal
2C 3009ZG_JAL_MOHOTNAGAR_PUJA_R পুজো কমিটিকে ব্যানার দেওয়া হয়েছে। মোহিতনগর ক্লাব ও পাঠাগার: এবারের পুজো ৭৩ বছরে পা রাখল। জলপাইগুড়ি মোহিতনগর ক্লাব ও পাঠাগারের পুজোর থিম হারানো দিনের ইতিকথা। পাট ও পাটজাত সামগ্রী দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। গ্রামবাংলার যেসব জিনিস সময়ের সঙ্গে হারিয়ে গিয়েছে কিংবা হারিয়ে যেতে বসেছে, নতুন প্রজন্মের কাছে সেসব তুলে ধরতেই এবারের থিম বলে জানিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা। একইসঙ্গে পাটের মণ্ডপ তৈরি করে পরিবেশরক্ষার বার্তা দিতে চেয়েছেন উদ্যোক্তারা। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Sept 30, 2025 04:49:52
2
comment0
Report
ALArup Laha
Sept 30, 2025 04:49:32
3
comment0
Report
ABArup Basak
Sept 30, 2025 04:49:15
Mal Bazar, West Bengal:*চালসার মা আনন্দময়ী কালীবাড়ির দুর্গাপূজোর মক লাইভ...* ডুয়ার্সের মধ্যে সব থেকে বড় এবং বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম চালসার মা আনন্দময়ী কালীবাড়ির দুর্গাপূজো। এই পুজো এবছর ৫০ বছরে পরলো। সেই কারনেই সব দিক দিয়েই অন্যান্য পুজো গুলোকে টেক্কা দিয়েছে এই পুজো। এই পুজোর মেন দায়িত্বে রয়েছে মহিলারাই। পুরো মন্ডপে বাকুড়ার টেরাকোটা শিল্পকেই ফুটিয়ে তোলা হয়েছে। বিশাল এই মন্ডপে রয়েছে নানা ধরনের ঝারবাতি। মায়ের প্রতিমাও অপরুপ সুন্দর। কোলকাতা থেকে আনা হয়েছে ১০ জনের মহিলা ঢাকিদের। পাশাপাশি মন্ডপের সাথে সামঞ্জস্য রেখে মন্ডপের প্রবেশ মুখে এবং রাস্তায় রয়েছে চন্দন নগরের আলোকসজ্জা। প্রতিদিন বারছে দর্শনার্থীদের সংখ্যা এই পুজো মন্ডপে। 3009ZG_MAL_MOCK_LIVE_CHALSA_KALIBARI_DURGA_PUJO_R
0
comment0
Report
BSBarun Sengupta
Sept 30, 2025 04:47:30
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Sept 30, 2025 03:48:19
Arambag, West Bengal:আরামবাগঃ৩০ সেপ্টেম্বর --------------------------------------------- ভারতের অন্যতম পবিত্র স্থান হল কামারপুকুর মঠ ও মিশন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরে গড়ে উঠেছে এই মঠ ও মিশন। প্রতি বছরের মতো এই বছরও কামারপুকুর মঠ ও মিশনে দুর্গা পুজোর আয়োজন করা হয়৷ আজ মহাঅষ্টমীর পুজোপাঠ চলছে। সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ করা যায়।এদিন মঠের রীতি মেনে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে প্রতি বছর মহা অষ্টমীর দিনে কুমারী পুজো অনুষ্ঠিত হয়।যেখানে দেবী হিসেবে এক অল্পবয়সী কুমারীর আরাধনা করা হয়। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে এই কুমারী পুজোর প্রচলন করেন, এবং তারপর থেকে কামারপুকুর সহ অন্যান্য মঠগুলিতেও এই প্রথা চালু হয়। শ্রী রামকৃষ্ণদেব বিশ্বাস করতেন, শুদ্ধ হৃদয়ের মধ্যেই দিব্য মা নিজেকে বেশি প্রকাশ করেন, তাই এই পুজোর মাধ্যমে কুমারী মেয়েদের মধ্যে দেবী 'মা'-কে দেখা হয়। এদিন সকাল থেকেই মঠে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।বহু দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত আসছেন।বেলা যত বাড়ছে ততই ভিড় বাড়ছে।এদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে মিশনের পক্ষ থেকে। স্লাগ--- 3009ZG_ARM_KAMARPUKUR_R ছবি আছে 2 C তে।
3
comment0
Report
ABArup Basak
Sept 30, 2025 03:46:29
Mal Bazar, West Bengal:*পুজোর সময় চিতাবাঘ এর আতঙ্ক। খাচাবন্দি চিতাবাঘ...* পুজোতেও চিতাবাঘের আতঙ্ক নিয়ে থাকতে হচ্ছে চা বাগানের বাসিন্দাদের। এদিন ভোরে একটি বুনো খাঁচাবন্দি হল নাগরাকাটার বামনডাঙা চা বাগানের ১৮ নম্বর লাইন থেকে। বন দপ্তর জানিয়েছে মর্দা চিতাবাঘটি পূর্ণ বয়স্ক। রবিবার সন্ধায় সেখানে খাঁচার পাতা হয়। টোপ হিসেবে দেওয়া হয় একটি ছাগলকে। এদিন সকালে খবর পেয়ে বনকর্মীরা খাঁচা সহ চিতাবাঘটিকে নিয়ে আসে। বন দপ্তরের বন্যপ্রাণ শাখার খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, আপাতত চিতাবাঘটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ডায়না ও গরুমারা জঙ্গল ঘেরা বামনডাঙায় চিতাবাঘের উৎপাত কার্যত বছরভরের। এদিন একটি ধরা পড়লেও সেখানে আরও চিতাবাঘ রয়েছে। বন দপ্তর বাগানের মডেল ভিলেজ লাগোয়া স্থানে আরও একটি খাঁচা পেতে রেখেছে। এলাকার প্রাথমিক স্কুলের এক শিক্ষক লক্ষীনারায়ণ সাউ বলেন, ‘বাগানের মাঝের নির্জন রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসতে হয়। খুদে পড়ুয়াদের নিয়ে প্রতি মুহুর্তেই ভয়ে থাকি। একবার তো স্কুলের সামনেও চিতা বাঘ এসে গিয়েছিল। পুজোর সময় ছেলে মেয়েরা পুজো দেখতে স্কুলে মাঠে আসে। আর সেখানে বিপদের আশঙ্কা দেখছে স্থানিয় মানুষ। 3009ZG_MAL_LEOPARD_R
0
comment0
Report
AMAshok Manna
Sept 30, 2025 02:16:30
Kolkata, West Bengal:দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার আকড়া মাদ্রাসা বাজারের মিটার ঘরে বিধ্বংসী আগুন । সপ্তমীর সন্ধ্যায় জনবহুল এলাকায় মিটার ঘরে অনেক ও গুলিমিটার থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারী ও এলাকার মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে , ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যে মহেশতলা থানার আই.সি তাপস সিংহ রায়ের. উপস্থিতি ও তৎপরতায় বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল আকড়া মাদ্রাসা বাজার। ঘটনা স্তলে ফায়ার একটিলে ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনেনে এবং ঘটনা কিছুক্ষণের মধ্যেই ঘটনা স্থলে ছুটে আসেন ডায়মন্ড হাবরা জেলা পুলিশ সুপার বিশপ সরকার , ঘটনাস্থল পরিদর্শন করেন । , ঘটনাস্থলে ফায়ারে একটি ইঞ্জিন,, ও সি.এস.সিসি.. কর্মীরা, এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
0
comment0
Report
PCPartha Chowdhury
Sept 30, 2025 01:18:54
Bardhaman, West Bengal:বোধন থেকেই শুরু হয়েছে পাঁচদিনের সেলিব্রেশন। এ সময় আমজনতা সারা বছরের দু: খ, যন্ত্রণার উপশম খোঁজেন। আর নেতা, মন্ত্রীরা খোঁজেন জনসংযোগের নতুন আইডিয়া। আইডিয়াতে স্বপন দেবনাথকে টেক্কা দেওয়া মুশকিল হি না মুমকিন হ্যায়। যখন তিনি মন্ত্রী এমনকি বিধায়ক ইস্তক ছিলেন না তখন থেকেই গোটা পূর্বস্থলীর ভাগীরথীর অববাহিকা তার চষা। কোথায় নেই তিনি। খালবিল উৎসব,কৃষি মেলা, যাত্রা উৎসবে উদ্বোধন করতে এসে নিজেই নেমে পড়া। তাঁত হাট,ক্লাস্টার থেকে জৈব প্রযুক্তিতে কৃষিবিকাশের নিরীক্ষা। অনাথ আশ্রম,বৃদ্ধাবাস থেকে রাস্তার কুকুর বিড়াল নিয়েও তার নানা কর্মকান্ড। আজকের গল্প অন্য। পঁচিশ বছর আগে গড়া একেবারে প্রত্যন্ত গ্রামের অনাথ আশ্রমে আজ জ্যান্ত দুর্গার পুজো করলেন মন্ত্রী স্বপন। আবাসিক মেয়েরাই কেউ দুর্গা, কেউ অসুর সেজেছে। সরস্বতী হাঁস জলে নেমে আর ফিরে না আসেনি। অন্যদিকে দুর্গা খুবই মৃদুভাষী,কোমলপ্রাণা। জবরদস্ত, প্রগলভ অসুর খুব ছটফটে। তবে এইসব শিশুদের প্রত্যেকের প্রিয় স্বপন দাদু। অন্য নেতারা যখন কাঁচি হাতে প্যান্ডেলে, এখানে চারদিন আটকে থাকছেন ব্যস্ত রাজনীতিক স্বপন। তার ছুটি নেই। এই পুজো দেখতে এসে টলিউড অভিনেত্রী ঝিলিক মুদ্ধ। জানালেন, এই পরিবেশ তাকে মুগ্ধ করেছে। তবে তিনি আশাবাদী মক ফাইটে নয় আসল যুদ্ধে অসুর হেরে যাবেন। খুশি সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারও। জানালেন, এখানে একবার না এলে পুজো ফাঁকা ফাঁকা লাগে। কাল থেকে তিনিও গ্রামের পুজোয় আড্ডা দেবেন। আর হ্যাঁ, পুজোয় সুতির শাড়ি পেয়ে প্রত্যেকে খুশি সুমি মুর্মুরাও।আশেপাশের পাঁচটা গাঁয়ের মানুষরা আজ দল বেঁধে এসেছেন । আজ তাদের বাড়িতে রান্না হয় নি। আজ আশ্রমে সবার পংক্তিভোজন। সব কিছুর তদারকিতে পঁচিশ বছর আশ্রম চালোনো স্বপনদাদু। আজ মন্ত্রী স্বপনের ছুটি। চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী। বাইট : ১) স্বপন দেবনাথ ( মন্ত্রী) ২) শ্যামাপ্রসন্ন লোহার ( সভাধিপতি) ৩) ঝিলিক( অভিনেত্রী) ৪) শাড়ি প্রাপক ৫) সরস্বতী ৬) দুর্গা ৭) অসুর।( যে যা সেজেছে) * মক লাইভ হয়ে গেছে।। * 2809ZG_BWN_SWAPAN
6
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top