Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

ममता बनर्जी का जलपाईगुड़ी दौरा: बाढ़ पीड़ितों से मिलने के लिए अंतिम तैयारी

PDPradyut Das
Oct 13, 2025 07:02:10
Jalpaiguri, West Bengal
उत्तर बंगाल में मुख्यमंत्री ममता बनर्जी जलधाका के आस-पास के धूपगुड़ी जिले से संबंधी क्षेत्र में बाढ़ पीड़ितों के लोगों से मिलने के लिए आ सकती हैं। जलधाका क्षेत्र में घटनाओं के आकलन के लिए उनके आना की सूचना है। अंतिम क्षण की तैयारी चल रही है। धूपगुड़ी ब्लॉक प्रशासन के अधिकारी, बीडीओ संजय प्रधान, स्थल निरीक्षण कर रहे हैं और सभी दृष्टिकोणों पर नजर रखे हैं। नागराकटा बामन डांगा में भी मुख्यमंत्री का कार्यक्रम बताया गया है।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Oct 13, 2025 09:05:19
Belna, West Bengal:বর্ধমান স্টেশনে পদপৃষ্টের পর নিরাপত্তা জোরদার, রেলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। রবিবার সন্ধ্যার ভয়াবহ পদপৃষ্ঠের ঘটনার পর সোমবার সকাল থেকেই বর্ধমান স্টেশনে দেখা গেল কিছুটা আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জিআরপি ও আরপিএফ কর্মীরা টহল দিচ্ছেন নিয়মিত। তবে রেলের দীর্ঘদিনের গাফিলতি নিয়ে এখন প্রশ্ন তুলছেন সাধারণ যাত্রীরা। রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝের ফুটব্রিজে ওঠার সিঁড়িতে আচমকাই পদপৃষ্টের ঘটনা ঘটে। ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ির জেরে পড়ে গিয়ে আহত হন বহু যাত্রী। তাঁদের মধ্যে ৮ জন এখনো ভর্তি আছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে。 ঘটনার পর থেকেই রেলের পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। অভিযোগ, বছরের পর বছর ধরে ওই একই সিঁড়িতে দুর্ঘটনা ঘটলেও রেল প্রশাসন কার্যত উদাসীন। প্রতিবার ঘটনার পরে কয়েকদিন নিরাপত্তা ব্যবস্থা কড়া হয়, তারপর আবার আগের মতো ঢিলেঢালা হয়ে যায় সব কিছু。 দেবাশীষ ঘোষ নামে এক যাত্রী বলেন, “প্রায় প্রতিদিনই শেষ মুহূর্তে রেলের তরফে মাইকিং করা হয়। ফলে ফুটব্রিজে দাঁড়িয়ে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নীচে নামতে গিয়ে দুর্ঘটনা ঘটে। রেলের উচিত আগে থেকে ঘোষণা করা এবং যাত্রী চলাচলের দিকনির্দেশ ঠিক করা।” স্থানীয় যাত্রী ও নিয়মিত ট্রেন যাত্রীদের দাবি, স্টেশনের ফুটব্রিজে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং যাত্রী নিয়ন্ত্রণের জন্য স্থায়ী কর্মী নিয়োগ করা হোক। দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে রেলের তরফে এবার স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। পদপৃষ্ঠের ঘটনাকে রেলের তরফে লঘু করে দেখানো হচ্ছে। কিন্তু বাস্তবে দুর্ঘটনার যে ছবি সামনে এসেছে তাতে পরিস্কার বোঝা যাচ্ছে হুড়োহুড়ির মধ্যে পড়ে যাত্রীরা পদপৃষ্ঠ হয়েছে。 অন্যদিকে দুর্ঘটনার পর রেল প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব যে প্রকট তা সামনে এসেছে। কারণ শনিবার রাত ১১ টার সময় যেমন বর্ধমান স্টেশনে হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানান বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন জখম যাত্রী ভর্তি আছেন। সেখনে ওই একই সময়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত প্রেস রিলিজে জানান ৩ জন যাত্রী ভর্তি আছেন হাসপাতালে। এখানে তাহলে প্রশ্ন উঠছে রেল প্রশাসনের মধ্যে সমন্বয় নিয়ে। যদিও ডিআরএম বিশাল কাপুর বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান ৮ জন যাত্রী ভর্তি আছেন। তার মধ্যে ৫ জন মহিলা। এর মধ্যে ৩ জনের আঘাত গুরুতর。 বাইট ১।দেবাশীষ ঘোষ(যাত্রী), বাইট২।রতন প্রধান (যাত্রী), বাইট ৩। বিশাল কাপুর (ডিআরএম, হাওড়), বাইট ৪। তারকনাথ বারুই(যাত্রী)。 বাইট।ওয়াক থ্রু。 ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 13, 2025 08:06:13
1
comment0
Report
CDChampak Dutta
Oct 13, 2025 08:05:56
Kaji Chak, West Bengal:চিকিৎসার গাফিলতিতে ৯মাসের অন্তঃসত্ত্বা মৃত্যুর অভিযোগ উঠল মেদিনীপুর মেডিক্যাল কলেজে। মৃতার নাম শিখা দাস। বাড়ি বেলদা থানার রানিসরাই এলাকার। মৃতের স্বামী পবিত্র দাসের অভিযোগ, গতকাল তার স্ত্রীর প্রসব যন্ত্রণা ওঠায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে মাতৃমা বিভাগে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে মেডিসিন বিভাগে পাঠানো হয়। মেডিসিন বিভাগের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে রুগীকে কয়েকটি ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। রাত্রি ৩টের নাগাদ ফের শারীরিক অবনতি হওয়ায় নিয়ে আসা হয় মাতৃমা বিভাগে। সেখানে চিকিৎসকেরা জানায় রুগীর অবস্থা আশঙ্কাজনক। সঙ্গে সঙ্গে আই সি ইউ তে ভর্তি করা হয়। তার কিছুক্ষণ পরেই রুগীর মৃত্যু হয়। এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ে রুগীর আত্মীয় পরিজনেরা। হাসপাতালের আইসিইউ এর সামনেই অবস্থানে বসলেন মৃত অন্তঃসত্তা পরিবারের সদস্যরা। যতক্ষণ না হাসপাতাল সুপার এসে তাদের সাথে কথা বলছেন ততক্ষণ তারা মৃতদেহ নেবে না বলে দাবি করেছেন মৃতার স্বামী। তবে এখনো পর্যন্ত ঘটনাস্থলে আসেননি হাসপাতালের কোনো আধিকারিক। রয়েছে পুলিশ বাহিনী।
2
comment0
Report
AGAyan Ghosal
Oct 13, 2025 08:05:42
Kolkata, West Bengal:১) পূর্ব রেলের তালিকায় এতদিন সবথেকে জনবহুল স্টেশনের তালিকায় ছিল হাওড়া, শিয়ালদহ, আসানসোল, ভাগলপুর এবং যশিডি। সেই তালিকায় এবার সংযোজিত হতে চলেছে বর্ধমান জংশনের নাম। ২) স্টেশনে সবকটি সিসিটিভি যাতে সারাবছর সচল থাকে তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ৩) প্রতিটি সচল সিসিটিভি যাতে দিনের পিক আওয়ার বা ব্যস্ত সময় মনিটরিং করা হয় তার জন্য নির্দেশিকা জারি হচ্ছে। ৪) ব্যস্ত ভিড়ের সময় দুই একজন যাত্রীর বেহিসেবী আচরণের জন্য বাকি যাত্রীদের মধ্যে সমস্যা বা প্যানিক তৈরি হচ্ছে কিনা সে বিষয়ে আরপিএফ কে বিশেষ নজর দিতে বলা হয়েছে। ৫) বর্ধমান স্টেশনে দিনের পিক আওয়ারে আলাদা করে হোল্ডিং এরিয়া (মানুষের নিরাপদে দাঁড়ানোর জায়গা) চিহ্নিত করে রিবন দিয়ে মার্কিংয়ের কথা ভাবা হচ্ছে। ৬) স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ঘোষনা আরো নিখুঁত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ৭) মানুষকে অযথা আতঙ্কিত না হতে এবং অন্যকে অহেতুক আতঙ্কিত না করতে বিশেষ পরামর্শ মূলক ঘোষণা বাড়ানো হচ্ছে।
4
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 13, 2025 08:04:13
Baruipur, West Bengal:शौकत मोल्ला ने अपने भाषण में कहा, "तृणमूल कांग्रेस यहां चूड़ी, शंख, साड़ी पहनकर बैठी नहीं है। पार्टी पूरी तरह तैयार है।" उन्होंने विपक्ष को यह याद रखने की हिदायत दी कि TMC अब हर लड़ाई के लिए तैयार है। विधानसभा में नेता प्रतिपक्ष और भाजपा नेता शुभेंदु अधिकारी को लेकर भी उन्होंने तीखी टिप्पणी की। उन्होंने कहा, "शुभेंदु अधिकारी ने कहा था कि अल्पसंख्यक मुस्लिम विधायक को सड़क पर फेंक दिया जाएगा।" इस पर प्रतिक्रिया देते हुए शौकत मोल्ला बोले, "अगर तू बाप का बेटा है, मां का दूध पिया है, तो एक अल्पसंख्यक मुस्लिम को हाथ लगाकर देख, तब तुझे ब्याज समेत हिसाब समझा दिया जाएगा." यह एक सख्त चेतावनी थी, जो उन्होंने मंच से दी। साथ ही, ISF विधायक नवशाद सिद्दीकी और उनके भाई अब्बास सिद्दीकी को भी उन्होंने चुनौती दी। उन्होंने कहा कि अगर अब्बास सिद्दीकी कैनिंग पूर्व विधानसभा क्षेत्र से चुनाव नहीं लड़ते, तो उन्हें कायर कहा जाएगा। उन्होंने अब्बास को खुला आमंत्रण देते हुए कहा, "मैं तुम्हें वेलकम करता हूं, आओ और यहां से चुनाव लड़ो।" जनसभा के दौरान शौकत मोल्ला का भाषण तीखा और चुनौतीपूर्ण था, जिससे यह साफ हो गया कि TMC 2026 विधानसभा चुनाव के लिए आक्रामक रणनीति अपना रही है।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 13, 2025 07:55:26
Baruipur, West Bengal:शौकत मोल्ला ने अपने भाषण में कहा, "तृणमूल कांग्रेस यहां चूड़ी, शंख, साड़ी पहनकर बैठी नहीं है। पार्टी पूरी तरह तैयार है." उन्होंने विपक्ष को यह याद रखने की हिदायत दी कि TMC अब हर लड़ाई के लिए तैयार है। भांगड़: जनसभा से TMC विधायक शौकत मोल्ला की भाजपा और ISF को दो टुक चेतावनी, 2026 के चुनाव को लेकर दी खुली चुनौती भांगड़ 2 नंबर ब्लॉक के चालताबेड़िया अंचल के जयपुर इलाके में तृणमूल कांग्रेस की ओर से एक जनसभा का आयोजन किया गया, जिसमें कैनिंग पूर्व से TMC विधायक शौकत मोल्ला ने तीखा भाषण देते हुए भाजपा और ISF दोनों को चेतावनी दी। शौकत मोल्ला ने अपने भाषण में कहा, "तृणमूल कांग्रेस यहां चूड़ी, शंख, साड़ी पहनकर बैठी नहीं है। पार्टी पूरी तरह तैयार है." उन्होंने विपक्ष को यह याद रखने की हिदायत दी कि TMC अब हर लड़ाई के लिए तैयार है। विधानसभा में नेता प्रतिपक्ष और भाजपा नेता शुभेंदु अधिकारी को लेकर भी उन्होंने तीखी टिप्पणी की। उन्होंने कहा, "शुभेंदु अधिकारी ने कहा था कि अल्पसंख्यक मुस्लिम विधायक को सड़क पर फेंक दिया जाएगा." इस पर प्रतिक्रिया देते हुए शौकत मोल्ला बोले, "अगर तू बाप का बेटा है, मां का दूध पिया है, तो एक अल्पसंख्यक मुस्लिम को हाथ लगाकर देख, तब तुझे ब्याज समेत हिसाब समझा दिया जाएगा।" यह एक सख्त चेतावनी थी, जो उन्होंने मंच से दी। साथ ही, ISF विधायक नवशाद सिद्दीकी और उनके भाई अब्बास सिद्दीकी को भी उन्होंने चुनौती दी। उन्होंने कहा कि अगर अब्बास सिद्दीकी कैनिंग पूर्व विधानसभा क्षेत्र से चुनाव नहीं लड़ते, तो उन्हें कायर कहा जाएगा। उन्होंने अब्बास को खुला आमंत्रण देते हुए कहा, "मैं तुम्हें वेलकम करता हूं, आओ और यहां से चुनाव लड़ो।" जनसभा के दौरान शौकत मोल्ला का भाषण तीखा और चुनौतीपूर्ण था, जिससे यह साफ हो गया कि TMC 2026 विधानसभा चुनाव के लिए आक्रामक रणनीति अपना रही है।
1
comment0
Report
ANArnabangshu Neogi
Oct 13, 2025 07:51:26
Kolkata, West Bengal:দুর্গাপুর গণধর্ষণ কান্ডের জল গড়ালো সুপ্রীমকোর্টে। সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলকে চিঠি। মেইল মারফত চিঠি দিলো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। চিঠি দিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। স্কুল,কলেজ, কর্মক্ষেত্র মেডিক্যাল ক্যাম্পাস যেখানে মহিলাদের নিরাপদে থাকার কথা সেখানেও তারা নিরাপদে নেই - এই মর্মেই চিঠি ★ দুর্গাপুর গণধর্ষণের ঘটনায় স্বতোপ্রনোদিত মামলা গ্রহণ করুক সুপ্রিম cortes - উল্লেখ মেইলে ★ আর.জি করের ঘটনার পর, গঠিত ন্যাশানাল টাস্ক ফোর্সের গাইড লাইন পশ্চিমবঙ্গে লাগু হয় নি - উল্লেখ চিঠিতে ★ শুধু দুর্গাপুর নয়,আগামী দিনেও মহিলা নিরাপত্তার জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপের আবেদন
0
comment0
Report
CDChampak Dutta
Oct 13, 2025 07:35:57
Kaji Chak, West Bengal:চিকিৎসার গাফিলতিতে ৯মাসের অন্তঃসত্ত্বা মৃত্যুর অভিযোগ উঠল মেদিনীপুর মেডিকেল কলেজে। মৃতার নাম শিখা দাস। বাড়ি বেলদা থানার রানিসরাই area's। মৃতের স্বামী পবিত্র দাসের অভিযোগ, গতকাল তার স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠায় মেদিনীপুর মেডিকেল কলেজে মাতৃমা বিভাগে ভর্তি করা হয়েছিল। সেটেখান থেকে মেডিসিন বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। মেডিসিন বিভাগের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে রোগীকে কয়েকটি ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। রাত ৩টার নাগাদ ফের শারীরিক অবনতি হওয়ায় নিয়ে আসা হয় মাতৃমা বিভাগে। সেখানে চিকিৎসকেরা জানায় রোগীর অবস্থা আশঙ্কাজনক। সঙ্গে সঙ্গে আই সি ইউ তে ভর্তি করা হয়। তার কিছুক্ষণ পরেই রোগীর মৃত্যু হয়। এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয় পরিজনেরা। হাসপাতালের আইসিইউ এর সামনেেই অবস্থানে বসলেন মৃত অন্তঃসত্তা পরিবারের সদস্যরা। যতক্ষণ না হাসপাতাল সুপার এখানে এসে তাদের সাথে কথা বলছেন ততক্ষণ তারা মৃতদেহ নেবে না বলে দাবি করেছেন মৃতার স্বামী। তবে এখনো পর্যন্ত ঘটনাস্থলে আসেননি হাসপাতালের কোনো আধিকারিক। রয়েছে পুলিশ বাহিনী। যদিও এখনো পর্যন্ত কোথাও কোনো অভিযোগ দায়ের হয়েছে।
0
comment0
Report
PDPradyut Das
Oct 13, 2025 07:35:33
Jalpaiguri, West Bengal:বন্যায় কেড়ে নিয়েছে সর্বস্ব। কর্তব্যে অনড় স্বাস্থ্যকর্মী সান্তনা রায়। বন্যা দুর্গত এলাকায় মানুষজনের স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন সান্তনা। জলপাইগুড়ি ময়নাগুড়ি আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেদগারা খাটোরবারি এলাকায় বন্যার জলে ঘরবাড়ি সহ সবই ভেসে গেছে। ভেসে গেছে সান্তনার ঘরবাড়ি। এরই মাঝে সান্তনা এই বন্যা দুর্গত এলাকায় প্রতিবেশীদের পাশে দাঁড়িয়েছেন। জেলাশাসকের সহায়তায় ঔষধ পত্র আর যন্ত্র পেয়েছেন, আর তা দিয়ে স্বাস্থ্য পরিষেবায় অনর সান্তনা। সান্তনা কাজকে সাধুবাদ জানিয়েছেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন সহ অনেকেই। বেদগারা এলাকায় প্রশাসনের তরফে রাস্তাঘাট, পানীয় জলের কল সহ বিভিন্ন ভাবে সহায়তা করা হচ্ছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে area's পরিস্থিতি। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 13, 2025 07:31:29
Barrackpore, Kolkata, West Bengal:মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দরকার, তাই সরাস্ত্র মন্ত্রী কে আবেদন অর্জুন সিং এর, ওনাকে پ্যারা მილिटারি দেওয়া হোক, ঠাকুর না করে ওনার উত্তর বংগে कुछ যেন না হয়!! উনি রাজ্যপালের কাছে যেতে নিরাপত্তাহীন্তায় ভোগেন!! উনি রাতের বেলা বাংলার মেয়েদের বাইরে বেরোতে নিষেধ করছেন মানে, উনি নিজে নিরাপত্তাহীনতায় ভুগছেন!!! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন জানালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কারন উনি উত্তরবংগে গেছেন উনি নিরাপত্তা হীনতায় ভুগছেন!! তাই বাংলার মেয়েদের রাতের বেলায় বাইরে বেরোতে না করেছেন।উনি ভয় পাচ্ছেন।বাংলার পুলিশে পুলিসের প্রতি ওনার ভরসা নেই।ঠাকুর না করে উনার যেন উত্তর বংগে কিছু না হয়ে যায়।তাই সরাস্ট্র মন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় এর আবেদন জানানো উচিত। সরাস্ট্র মন্ত্রি অনুরোধ ওনাকে প্যারা মিলিটারি দেওয়া হোক!! আবেদন অর্জুন সিং এর। উনি রাজ্যপাল কে ভয় পান!! উনি রাজ্যপালের কাছে যেতে নিরপত্তা হীনতায় ভোগেন!! সেখানে রাজ্য পুলিশ ব্যর্থ!! তাই ওনার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দরকার বলে জানালেন অর্জুন সিং।
0
comment0
Report
PDPradyut Das
Oct 13, 2025 06:50:55
Jalpaiguri, West Bengal:বন্যায় কেড়ে নিয়েছে সর্বস্ব। কর্তব্যে অনড় স্বাস্থ্যকর্মী সান্তনা রায়। বন্যা দুর্গত এলাকায় মানুষজনের স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন সান্তনা। জলপাইগুড়ি ময়নাগুড়ি আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেদগারা খাটোরবারি এলাকায় বন্যার জলে ঘরবাড়ি সহ সবই ভেসে গেছে। ভেসে গেছে সান্তনার ঘরবাড়ি। এরই মাঝে সান্তনা এই বন্যা দুর্গত এলাকায় প্রতিবেশীদের পাশে দাঁড়িয়েছেন। জেলাশাসকের সহায়তায় ঔষধ পত্র আর যন্ত্র পেয়েছেন, আর তা দিয়ে স্বাস্থ্য পরিষেবায় অনর সান্তনা। সান্তনা কাজকে সাধুবাদ জানিয়েছেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন সহ অনেকেই। বেদগারা এলাকায় প্রশাসনের তরফে রাস্তাঘাট, পানীয় জলের কল সহ বিভিন্ন ভাবে সহায়তা করা হচ্ছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে area's পরিস্থিতি।
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 13, 2025 06:50:35
Kolkata, West Bengal:নেতাজির অনুপ্রেরণায় পুজো। প্রথম সভাপতি তিনিই। স্বাধীনতার বীজ মন্ত্র গঠনের উদ্দেশ্যে অনুশীলন সমিতির কালীপুজোর প্রতিমা বিগত ৯৮ বছর ধরে কলকাতার উচ্চতম।পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি। ৯৮ তম বছর। শহরের উচ্চতম কালী প্রতিমা। মাটি থেকে ৩১ ফুট উচু। যা সাধারণত দেখা যায় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়। স্বাধীনতার প্রাক্কালে ১৯২৮ সালে পুজো শুরু। অনুশীলন সমিতির পুজো বলে পরিচিত। সমিতিকে শক্তির উপাসনা করার পরামর্শ দিয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনিই ছিলেন এই পুজোর প্রথম সভাপতি। পুজо শুরু হয়েছিল ১৯২৮ সালে। আহিরীটোলা গঙ্গার প্রসন্ন কুমার ঠাকুর ঘাটে অনুশীলন সমিতির আখড়ায় পুজো শুরু। যত বড় মূর্তি তত বেশি শক্তি। এই ধারণা থেকেই শহরের বুকে উচ্চতম কালী পুজো শুরু হয়। আগে প্রতিমার উচ্চতা ছিল ৪৯ ফুট। পরে চক্ররেল লাইন তৈরি হয় গঙ্গার ঘাট বরাবর। ওভার হেড বিদ্যুতের তারে একবার আটকে যায় ঠাকুর। তারপর প্রতিমার উচ্চতা কমিয়ে ২০১২ সাল থেকে ৩১ ফুট করা হয়। পুজোর দিন উৎসবের চেহারা নেয় গোটা এলাকা। আসেন দুর দূরান্তের মানুষ। ৫ দিন ধরে চলে আরতি এবং অন্নকূট। পাত পেড়ে খাওয়ানো হয় প্রায় ৪০০০ মানুষকে। বৈষ্ণব মতে দেবীর পুজো। তাই ভোগ সম্পূর্ণ নিরামিষ। সঙ্গে ৫৬ ভোগ আয়োজিত হয়। সঙ্গে মহা আরতি।
0
comment0
Report
Advertisement
Back to top