Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी के मयनागुड़ि में 500 साल पुरानी मां भंडानी देवी की प्रतिष्ठित दुर्गा पूजा जोर-शोर से

PDPradyut Das
Oct 03, 2025 10:35:55
Jalpaiguri, West Bengal
ফের দুর্গা পুজো জলপাইগুড়ি তে। প্রায় ৫০০ বছরের পুরানো ময়নাগুড়ি দেবী ভান্ডানি পুজো ও মেলায় ভক্তদের দল। পুজো শেষ হয়েও এখানে শেষ হয় না। একাদশীতে নয়া রূপে মা আসেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ গ্রামে। দশভূজা এখানে দ্বিভূজা দেবী ভান্ডানি। বাহন হিসেবে উপস্থিত বাঘ। শস্যের দেবী হিসেবে পূজিত হন দেবী ভান্ডানি। একদিনের পুজো। পুজো ঘিরে আজ সকাল থেকে মেলা বসেছে। দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। মানত পূরণ হওয়ায় অনেকেই পায়রা, পাঁঠা উৎসর্গ করেন দেবীকে। জনশ্রুতি, কৈলাসে ফেরার পথে মা দুর্গা ডুয়ার্সের জঙ্গল ঘেরা কৃষকের ঘরে এক রাত বিশ্রাম নেন। সেই থেকেই তিস্তা, তোর্সা ও কালজানি নদীর পাড়ে রাজবংশী সম্প্রদায়ের মানুষজন ভান্ডানি মায়ের পুজো শুরু করেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DSDIBYENDU SARKAR
Oct 03, 2025 11:33:29
Arambag, West Bengal:আরামবাগঃ১০ অক্টোবর দুর্গাপুজো মন্ডপে প্রতিমার মাথায় বিশ্ববাংলা র লোগো।। ধর্মীয় ভাবাবেগে আঘাত,বলছে স্থানীয়রা。 এমনই ছবি ধরা পড়েছে খানাকুলের রাউৎখানা পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গামন্ডপে। মমতা সরকারের স্থান দেবীর মাথার কাছে কেন থাকবে, এই নিয়ে সরব হয়েছে স্থানীয় মানুষের একাংশ। কেন এই পরিস্থিতি হল তা নিয়ে সরব হয়েছে তারা।। খানাকুলের প্রত্যন্ত এলাকা রাউৎখানা গ্রামের পুজোয় এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি。 যদিও পুজো উদ্যোক্তারা এনিয়ে কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে নারাজ。 উল্লেখ্য যে,দুর্গাপুজো প্রায় শেষ হলেও রাউৎখানা পশ্চিমপাড়া সার্বজনীন এর পুজোর বিসর্জন হচ্ছে আজ শুক্রবার। তার আগেই প্রতিমার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।আর বিষয়টি নিয়ে তৃণমূল ও বিজেপি একে অপরকে তীব্র বাক্যবাণে বিঁধেছেন যা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে。
0
comment0
Report
MMManoj Mondal
Oct 03, 2025 11:33:06
Kolkata, West Bengal:দশমীর দিন সকালে অশোকনগর থানার অন্তর্গত পাঁচ নম্বর এলাকায় যশোর রোডের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।ঘটনাস্থলে আসে অশোকনগর এবং হাবড়া থানার পুলিশ। অশোকনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে গতকালই দেহ ময়না তদন্তের জন্য বারাসাত হাসপাতাল মর্গে পাঠানো হয়।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে অশোকনগর থানার পুলিশ শুরু করে তদন্ত। ঘটনাস্থলের পাশেই একটি দোকানে থাকা সিসি ক্যামেরার সূত্র ধরে শুরু হয় তদন্ত।পুলিশ সূত্রে জানা যায় সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যায় এক যুবকের বাইকে করে এই তরুণী অশোকনগর থেকে হাবড়ার দিকে নবমীর মধ্যরাতে ফিরছিল,অশোকনগর পাঁচ নম্বর এলাকায় আসার পরে ওই তরুণী বাইক থেকে পড়ে যায়।সঙ্গে সঙ্গে পিছনে দিক থেকে আসা একটি লরি চাকায় পিষ্ট হয়ে যায় তরুণী।ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। আর এই যুবক সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করে গোটা বিষয়টি জানায়।ঘটনাস্থলে ছুটে আসে যুবকের মা।এরপর একটি এম্বুলেন্স নিয়ে এসে তরুণীকে হাসপাতালে নিয়ে যেতে চায়।কিন্তু এম্বুলেন্স ড্রাইভার যখনই দেখল তরুণীর দেহে প্রাণ নেই তখন ড্রাইভার নিতে অস্বীকার করে।তখন অসহায় ওই যুবক এবং তার মা তরুণীর দেহ রাস্তার পাশে রেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।পরবর্তীতে পুলিশি তদন্তে উঠে আসে যুবকের নাম পরিচয়।জানা যায় বছর বাইশ এর পলাতক যুবকের নাম দ্বীপজ্যোতি চক্রবর্তী পেশায় ইন্ডিয়ান আর্মী।বাড়ি হাসনাবাদ থানার অন্তর্গত ভ্যাবলা এলাকায়।তবে বিগত বেশ কয়েক বছর ধরে এই যুবকের বাবা মা হাবড়া হিজল পুকুর এলাকায় ভাড়া থাকেন।পুজোর ছুটিতে বাড়ি এসেছিলেন দ্বীপজ্যোতির।জানা যায় মাত্র আটারো দিন আগে এই যুবকের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল পূর্ব বর্ধমান জেলার কালনা থানার ছোট মিয়া এলাকার বাসিন্দা তরুণী ইসটিলা কয়াল।জানা যায় সেই ভালোবাসার টানেই সপ্তমীর দিন এই যুবকের সঙ্গে দেখা করতে এসেছিল এই তরুণী।দেখা করতে এসে যুবকের মায়ের উপস্থিতিতে হাবড়ার ভাড়া বাড়িতে দুদিন ছিল এই তরুণী।নবমীর রাতে দ্বীপজ্যতির সাথে ঠাকুর দেখতে বেড়িয়ে পড়েন ইসটিলা।মধ্য রাতে যখন অশোকনগর থেকে যশোর রোড ধরে তারা বাইকে করে হাবড়া ফিরছিলেন তখন অশোকনগর পাঁচ নম্বর এলাকায় ঘটে এই দুর্ঘটনা।ইতি মধ্যেই এই ঘটনায় ইন্ডিয়ান আর্মিতে কর্মরত দ্বীপজ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে অশোকনগর থানার পুলিশ।পাশাপশি ম girl's মৃত্যুর খবর জানানো হয় ইসটিলা কয়ালের পরিবারকে।প্রেমের সম্পর্ক নবমীর মধ্যরাতেই শেষ হয়ে গেল পথ দুর্ঘটনায়।
0
comment0
Report
PDPradyut Das
Oct 03, 2025 11:32:39
Jalpaiguri, West Bengal:ফের দুর্গা পুজো জলপাইগুড়ি তে। প্রায় ৫০০ বছরের পুরানো ময়নাগুড়ি দেবী ভান্ডানি পুজো ও মেলায় ভক্ত들의 দল। পুজো শেষ হয়েও এখানে শেষ হয় না। একাদশীতে নয়া রূপে মা আসেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ গ্রামে। দশভূজা এখানে দ্বিভূজা দেবী ভান্ডানি। বাহন হিসেবে উপস্থিত বাঘ। শস্যের দেবী হিসেবে পূজিত হন দেবী ভান্ডানি। একদিনের পুজো। পুজো ঘিরে আজ সকাল থেকে মেলা বসেছে। দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। মানত পূরণ হওয়ায় অনেকেই পায়রা, পাঁঠা উৎসর্গ করেন দেবীকে। জনশ্রুতি, কৈলাসে ফেরার পথে মা দুর্গা ডুয়ার্সের জঙ্গল ঘেরা কৃষকের ঘরে এক রাত বিশ্রাম নেন। সেই থেকেই তিস্তা, তোর্সা ও কালজানি নদীর পাড়ে রাজবংশী সম্প্রদায়ের মানুষজন ভান্ডানি মায়ের পুজো শুরু করেন।
0
comment0
Report
PDPradyut Das
Oct 03, 2025 11:32:24
Jalpaiguri, West Bengal:ফের দুর্গা পুজো জলপাইগুড়ি তে। প্রায় ৫০০ বছরের পুরানো ময়নাগুড়ি দেবী ভান্ডানি পুজো ও মেলায় ভক্তদের দল। পুজো শেষ হয়েও এখানে শেষ হয় না। একাদশীতে নয়া রূপে মা আসেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ গ্রামে। দশভূজা এখানে দ্বিভূজা দেবী ভাণ্ডানি। বাহন হিসেবে উপস্থিত বাঘ। শস্যের দেবী হিসেবে পূজিত হন দেবী ভাণ্ডানি। একদিনের পুজো। পুজো ঘিরে আজ সকাল থেকে মেলা বসেছে। দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। মানত পূরণ হওয়ায় অনেকেই পায়রা, পাঁঠা উৎসর্গ করেন দেবীকে। জনশ্রুতি, কৈলাসে ফেরার পথে মা দুর্গা ডুয়ার্সের জঙ্গল ঘেরা কৃষকের ঘরে এক রাত বিশ্রাম নেন। সেই থেকেই তিস্তা, তোর্সা ও কালজানি নদীর পাড়ে রাজবংশী সম্প্রদায়ের মানুষজন ভান্ডানি মায়ের পুজো শুরু করেন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 03, 2025 10:37:05
Chinsurah, West Bengal:দশমীর রাত মদ খেয়ে চুর,টলে পরে যাচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর! তার আচরনে ক্ষुब্ধ পাবলিক,মারধোর করছে। ভিডিও ভাইরাল শ্রীরামপুরে。 সরিয়ে দেওয়া হল ট্রাফিক ইন্সপেক্টরকে。 এই ঘটনা প্রসঙ্গে এসএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক অর্ণব দাস বলেন,যারা আইনের রক্ষক তারাই আইন ভাঙছে।পুলিশের উর্দি পড়ে মদ্যপ অবস্থায় ড्यूটি করছে।এর তীব্র ধিক্কার জানাচ্ছি।সমাজটা কোথায় যাচ্ছে。 বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন,সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে শ্রীরামপুরের একজন ট্রাফিক পুলিশ আধিকারিক মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন।এটা পুলিশ প্রশাসনের দেখা উচিত বিশেষ করে ওই পুলিশ অফিসারের কাউন্সিলিং করা দরকার।যারা রক্ষক তাদেরই যদি এমন অবস্থা হয় কাদের উপর ভরসা করবে।একজন পুলিশ কর্মীর জন্য গোটা পুলিশের বদনাম হয়。 তৃণমূল যুব কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন,এত বড় একটা উৎসব পুলিশের জন্যই এত সুন্দর ভাবে হয়েছে।কোন মানুষকে অসুবিধায় পড়তে হয়নি।পুলিশ নিরাপত্তা দিয়েছে।একজন পুলিশ কর্মীর জন্য গোটা পুলিশের বদনাম ঠিক নয়।আইন নিজের হাতে তুলে নেবেন না।পুলিশের উপর ভরসা রাখুন。 দশমীর রাত শ্রীরামপুর বটতলায় ডিউটি করছিলেন শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর।তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।একটি ভিডিও ভাইরাল হয়েছে তাকে নিয়ে।যেখানে দেখা যাচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না।টলে পরে যাচ্ছেন。 উত্তেজিত জনতা এই দৃশ্য দেখে তাকে মারধোর করে।অন্য পুলিশ কর্মিরা টিআই কে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়。 আর এই ঘটনা সামনে আসতেই টিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় চন্দননগর পুলিশ。 সূত্রের খবর ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি মারধোরের ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারীক。
0
comment0
Report
PDPradyut Das
Oct 03, 2025 10:36:53
Jalpaiguri, West Bengal:ফের দুর্গা পুজো জলপাইগুড়ি তে। প্রায় ৫০০ বছরের পুরানো ময়নাগুড়ি দেবী ভান্ডানি পুজো ও মেলায় ভক্তদের দল। পুজো শেষ হয়েও এখানে শেষ হয় না। একাদশীতে নয়া রূপে মা আসেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ গ্রামে। দশভূজা এখানে দ্বিভূজা দেবী ভান্ডানি। বাহন হিসেবে উপস্থিত বাঘ। শস্যের দেবী হিসেবে পূজিত হন দেবী ভান্ডানি। একদিনের পুজো। পুজো ঘিরে আজ সকাল থেকে মেলা বসেছে। দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। মানত পূরণ হওয়ায় অনেকেই পায়রা, পাঁঠা উৎসর্গ করেন দেবীকে। জনশ্রুতি, কৈলাসে ফেরার পথে মা দুর্গা ডুয়ার্সের জঙ্গল ঘেরা কৃষকের ঘরে এক রাত বিশ্রাম নেন। সেই থেকেই তিস্তা, তোর্সা ও কালজানি নদীর পাড়ে রাজবংশী সম্প্রদায়ের মানুষজন ভান্ডানি মায়ের পুজো শুরু করেন।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Oct 03, 2025 10:36:42
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 03, 2025 10:35:40
Howrah, West Bengal:সুকান্ত মজুমদার... ১..অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজয়া সম্মিলনী ডাক। এটা বিজেপিকে নকল ও অনুসরণ করা হচ্ছে।আর জনসংযোগ হবে না,জন তলাবাজি হবে। ২..বিজেপির পুজো বন্ধের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।এটা একনায়কতন্ত্র চলছে। ৩..পুজোয় পুলিশ ভিড় সামলাতে ব্যর্থ।কারন রাজ্য পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে।পুলিশের পেশাদারিত্ব নষ্ট হয়ে গেছে। ৪..থানার অফিসার মদ খেয়ে ডিউটি করছে।ভিডিও ভাইরাল।কিছু করার নেই।পুলিশের ওপর চাপ থাকে।পরপর ডিউটি করতে হয়।কোনো রিক্রুটমেন্ট নেই।পুলিশকে চুরি চামারি ও তোলাবাজি করতে হচ্ছে।ডি এ পাচ্ছে না কি করবে। ৫..ভিলেজ পুলিশের দৌরাত্ম্য।এদের মাথায় তৃণমূলের হাত আছে।তাই যা খুশী করছে। ৬..এস আই আর হবে।তৃণমূল ভয় পাচ্ছে।কারন তারা ছাপ্পা ভোট মারতে পারবে না。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 03, 2025 10:35:27
Howrah, West Bengal:সুকান্ত মজুমদার... ১..অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজয়া সম্মিলনী ডাক।এটা বিজেপিকে নকল ও অনুসরণ করা হচ্ছে।আর জনসংযোগ হবে না,জন তলাবাজি হবে। ২..বিজেপির পুজো বন্ধের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।এটা একনায়কতন্ত্র চলছে। ৩..পুজোয় পুলিশ ভিড় সামলাতে ব্যর্থ।কারন রাজ্য पुलिसকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে।পুলিশের পেশাদারিত্ব নষ্ট হয়ে গেছে। ৪..থানার অফিসার মদ খেয়ে ডিউটি করছে।ভিডিও ভাইরাল।কিছু করার নেই।পুলিশের ওপর চাপ থাকে।পরপর ডিউটি করতে হয়।কোনো রিক্রুটমেন্ট নেই।পুলিশকে চুরি চামারি ও তোলাবাজি করতে হচ্ছে।ডি এ পাচ্ছে না কি করবে。 ৫..ভিলেজ পুলিশের দৌরাত্ম্য।এদের মাথায় তৃণমূলের হাত আছে।তবাই যা খুশী করছে। ৬..এস আই আর হবে।তৃণমূল ভয় পাচ্ছে।কারন তারা ছাপ্পা ভোট মারতে পারবে না।
0
comment0
Report
BBBimal Basu
Oct 03, 2025 09:05:43
Basirhat, West Bengal:গতকাল দশমীর দিন সন্দেশখালিতে এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয় গ্রাম। আজ ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ত্রান দেওয়া শুরু করল প্রশাসন গতকাল দুপুর সাড়े তিনটে নাগাদ সন্দেশখালি ১ নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় হঠাৎ এক মিনিটের টর্ণেডো ঝড় আর সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় বেশ কয়েকটি বাড়ি। বেশ কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে যায় বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় গোটা এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ এই ঝড় কবলিত এলাকায় জান সন্দেশখালি এক নম্বর ব্লকের বিডিও তার প্রতেনিধি দল ও ন্যাজাট থানার পুলিস। ক্ষতিগ্রস্ত হাত তুলে দেওয়া হয় ত্রাণ। 1) বাইট B - সায়ন্তন সেন (সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন) 2) B1 রহিমা বিবি ( গ্রামবাসী ) 3) B2 - মনিকা মণ্ডল ( গ্রামব্যাসী ) 4) সুকুমার মাহাতো ( বিধায়ক সন্দেশখালি ) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
BBBimal Basu
Oct 03, 2025 09:05:25
0
comment0
Report
ABArup Basak
Oct 03, 2025 09:05:11
Mal Bazar, West Bengal:দুর্গা পুজোর পর মা ভান্ডানি পুজোয় উদ্বোধন হলো। একাদশীর দিনে হয় মা ভান্ডানীর পুজো ও মেলা। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা মিলন সংঘের পরিচালনায় এবার ৪৬ তম সার্বজনীন শ্রী শ্রী বনদুর্গা পূজা বা মা ভান্ডানী পুজোর উদ্বোধন করা হলো। আজ হবে পুজো ও মিলন মেলা। প্রদীপ প্রজ্জ্বলিত করে এই পুজোর উদ্বোধন করা হয়। পাশাপাশি এলাকার দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটেলি থানার আইসি মিংমা লেপচা, জেলা পরিষদের সদস্যা স্নোমিতা কালান্দি, রেজাউল বাকী। কথিত আছে মা দুর্গার আরেক রূপ মা ভান্ডানি। অর্থাৎ এই এলাকার শস্যশ্যামলো এবং জিনিসের অধিকর্তি মা ভান্ডানী, সকল ভান্ডারের মালিক বা রক্ষাকর্তি মা ভান্ডানী। মা দুর্গা যখন মত্তে আসেন কয়েকদিন পূজিত হওয়ার পর দশমীতে চলে যান স্বর্গলোকে। ঠিক সেই সময় দশমীর পরের দিন মা দুর্গা ভান্ডানি রূপে এখানে একদিন রাত্রি বাস করে, একাদশী তিথিতে। এখানে মা ভান্ডানি চারহাত বিশিষ্ট এবং সঙ্গে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক এবং সিংহের উপরে বিরাজমান।বর্তমানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এখানে মিলিত হয় বলে মন্দির কমিটি থেকে জানা যায়।
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 03, 2025 09:04:55
Chinsurah, West Bengal:ঠাকুর দেখতে বেরিয়ে ট্রেন থেকে পরে গুরুতর জখম পূর্ব বর্ধমানের যুবক।চুঁচুড়া হাসপাতালে চিকিৎসা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,হুগলির কোন্নগরে আত্মীয় বাড়ি সেখানে গতকাল ঠাকুর দেখতে এসেছিলেন পূর্ব বর্ধমানের কালনার যুবক মৃন্ময় কোলে। রাত প্রায় ন’টা নাগাদ চুঁচুড়া ও চন্দননগর স্টেশনের মধ্যবর্তী রেললাইনের ধারে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন কালনার হিজুলি গ্রামের বছর কুড়ির ওই যুবক।চলন্ত ট্রেন থেকে পড়ে মাথার পিছনে গুরুতর আঘাত লাগে তার। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার কয়েকজন যুবক দ্রুত রেল পুলিশকে খবর দেন।জিআরপি যুবককে উদ্ধার করে অ্যাম্বুলেন্স ডেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসক。 পরিবারের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর সময় আত্মীয়ের বাড়ি কোন্নগরে এসেছিলেন মৃন্ময়। ঠাকুর দেখে ফেরার পথেই ঘটে যায় এই দুর্ঘটনা।কি ভাবে চলন্ত ট্রেন থেকে পরে গেলো তা খতিয়ে দেখছে রেল পুলিশ::
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 03, 2025 09:04:45
Chinsurah, West Bengal:ক্ষনিকের টর্নেডোয় বিধ্বস্ত চন্দননগরের নাড়ুয়া শান্তির মাঠ এলাকা! ভেঙে পড়ল পুজো প্যান্ডেল。 মাত্র কয়েক সেকেন্ডের ঝড় বৃষ্টি আর তাতেই লণ্ডভণ্ড চন্দননগরের নারুয়া শান্তিরমাঠ এলাকা। কয়েক সেকেন্ডের ঝড়ে ভেঙে গিয়েছে পুজো মন্ডপ থেকে বাড়ির চাল আমগাছের ডাল।মন্ডপে লাগানো ঝাড় ভেঙে পরে।শুক্রবার সকালে মাত্র কয়েক সেকেন্ডের দমকা ঝড়ে এমন অবস্থা। স্থানীয় সূত্রের খবর, ভোরের বেলা দিকে হঠাৎ দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়।হঠাৎ টর্নেডোর মত পাক খাওয়া ঝড় বয়ে যায়।ভেঙে যায় নারুয়া শান্তির মাঠ এলাকার একটি পুজো কমিটির মন্ডপ। আশেপাশে থাকা বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে ইটের দেওয়াল। বাড়ির টিনের চাল উড়ে গেছে হাওয়ার দাপটে। বড় বড় আম গাছের ডাল ভেঙে পড়েছে বাড়ির উপরে। স্থানীয় বাসিন্দারা বলেন, ভোর বেলার হঠাৎ ঝড়ে সবই লণ্ডভণ্ড হয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার মানুষের।তবে কেউ হতাহত হয়নি। প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছিল শুধু মন্ডপটা দাঁড়িয়ে ছিল।সেটাই ভেঙে পরেছে।
0
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top