Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी-आलिपुरद्वार में दो लाख मतदाता नाम कटे, टीएमसी नेता सौरभ चक्रवर्ती ने आरोप लगाया

PDPradyut Das
Dec 16, 2025 11:37:26
Jalpaiguri, West Bengal
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা মিলিয়ে প্রায় ২ লক্ষ ভোটারের নাম বাদ। এনিয়ে তোপ দাগলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। একাংশের বিএলওকে নিশানা করে তাঁর তোপ, সারাদিন কাজেকর্মে বাড়ির বাইরে ব্যস্ত থাকা মানুষজনকে নট ট্রেসিং দেখিয়ে নাম কেটে দেওয়া হয়েছে। আমরা দলের বিএলএদের বলেছি, চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Dec 16, 2025 13:50:01
Chinsurah, West Bengal:চুঁচুড়া বিধানসভা রাজ্যের সবচেয়ে বড় বিধান সভা ভোটারের নিরিখে। এই বিধানসভার ৩৬১ টি বুথে মোট ভোটার ছিলো ৩১৬৮৩৫ জন।তার মধ্যে ২৭৩৮৬ জনের নাম বাদ গেছে এসআইআর এ।মৃত নাম বাদ গেছে ১১২৯০ জন।স্থানান্তরিত ৮৩৮৮ জন, খুঁজে পাওয়া যায়নি ৭০৪২ জনকে। চুঁচুরার বিধায়ক অসিত মজুমদার বলছেন,এটা অস্বাভাবিক কিছু না।অনেকজন মারা গেছে অনেকে অন্যত্র চলে গেছে।তবে এই তালিকা একেবারেই প্রাথমিক।বিস্তারিত জানা যাবে পরে।যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ গিয়ে থাকে প্রতিবাদ হবে।মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলন দিল্লী পর্যন্ত যাবে।আমরা এসআইআর এর বিরুদ্ধে না এত কম সময়ে অপরিকল্পিত ভাবে করার বিরুদ্ধে। তৃনমূলের ঘোষনা ছিলো খসড়া তালিকা প্রকাশের পর হেল্প ডেস্ক খুলে মানুষকে সহায়তা করতে হবে।সেই কাজ চলছে。
0
comment0
Report
BSBhabananda Singha
Dec 16, 2025 13:49:46
Dinajpur, Rangpur Division:শিরোনাম: কর্নজোড়ায় রাজনৈতিক দলগুলোর হাতে SIR খসড়া ভোটার তালিকা, বাদ পড়েছে প্রায় ১ লক্ষ ৭০ হাজার নাম কর্নজোড়ায় SIR প্রক্রিয়ার আওতায় প্রস্তুত খসড়া ভোটার তালিকা সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তুলে দিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সুরেন্দ্র কুমার মীনা। মঙ্গলবার বিকেলে জেলা শাসকের কার্যালয়ে এ উপলক্ষে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে বাইরে বেরিয়ে কংগ্রেস নেতা লিয়াকত আলী জানান, রাজনৈতিক দলগুলোর হাতে আপাতত শুধুমাত্র খসড়া ভোটার তালিকাই দেওয়া হয়েছে। হেয়ারিং বা ভোটারদের নাম বাদ যাওয়ার বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়ার পর জানানো হবে বলে জেলা শাসক তাঁদের আশ্বাস দিয়েছেন। লিয়াকত আলীর দাবি, জেলায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তাঁর অভিযোগ, এতদিন শাসক দল এই তালিকাকে কাজে লাগিয়ে ভোটে কারচুপি করত। এবার বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ায় ভোট প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং এর সুফল বিরোধী দলগুলো পাবে বলেই তিনি মনে করছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যেই আপত্তি ও সংশোধনের সুযোগ থাকবে। হেয়ারিং সংক্রান্ত নির্দেশিকা নির্বাচন কমিশন থেকে এলেই তা সকল রাজনৈতিক দলকে জানিয়ে দেওয়া হবে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 16, 2025 13:48:44
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 16, 2025 13:05:23
Katwa, West Bengal:চার মাস ধরে বেতন পাচ্ছেনা কাটোয়া মহকুমা হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীরা। দিনরাত ডিউটি করেও মিলছে না প্রাপ্য বেতন। যতদিন না বেতন পাচ্ছে ততদিন পর্যন্ত কাজ না করার সিদ্ধান্ত নিরাপত্তা কর্মীদের। তাঁদের দাবি, অবিলম্বে আমাদের বেতন দেওয়া হোক। কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল বলেন, আমরা মেয়াদ শেষের বিষয়টা জেলা স্বাস্থ্যদপ্তরকে জানিয়েছি। সেখান থেকে অনুমোদন পেলেই নিরাপত্তা কর্মীরা বেতন পাবে। তবে সুপারের অনুরোধে কাজে যোগ দেবে নিরাপত্তা কর্মীরা বলে জানাগেছে। কাটোয়া হাসপাতালের উপর মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া ও পূর্ব বর্ধমান জেলার একাংশের মানুষের নির্ভরশীল। তাই প্রতিদিন রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় কর্মীদের। জানা গেছে একটি বেসরকারি সংস্থার ১৯ জন নিরাপত্তা কর্মী নিযুক্ত রয়েছে কাটোয়া হাসপাতাল। নিরাপত্তা কর্মীরা হাসপাতালের ইমার্জেন্সি গেট সহ সমস্ত বিভাগের সামনেই দিনরাত ডিউটি করেন। রোগীর আত্মীয়দের ভিড় সামলান। এমনকি ইমার্জেন্সি গেটের সামনে কোনও বড়সড় ঝামেলা হলে ওই নিরাপত্তা কর্মীরাই সামলান। অথচ তাঁরা চার মাস ধরে বিনা বেতনে কাজ করে চলেছেন। নিরাপত্তা কর্মীরা প্রতিবাদে বড় পোস্টার লাগিয়ে আজ থেকে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বক্তব্য, আমাদের সবাই এই কাজের উপরেই নির্ভরশীল। সংসার চলবে কি করে বেতন না পেলে। এভাবে বিনা বেতনে ডিউটি করা আর সম্ভব হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যে বেসরকারি সংস্থাকে নিরাপত্তা কর্মীর জন্য টেণ্ডার দেওয়া হয়েছিল, তাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। নতুন করে আর ওই সংস্থার সঙ্গে চুক্তির আর নবীকরণ হয় নি।
0
comment0
Report
ABArup Basak
Dec 16, 2025 13:04:24
Mal Bazar, West Bengal:*ডুয়ার্সে বিজয় দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, শ্রদ্ধা জানালেন প্রবীণ মুক্তিযোদ্ধা...* মঙ্গলবার ছিল ১৬ই ডিসেম্বর—বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল প্রায় ৯০ হাজার পাকিস্তানি সেনা। এর পরেই স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত মানুষের কাছে এক আবেগঘন স্মৃতির দিন。 বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে ডুয়ার্স অঞ্চলেরও একটি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। ১৯৭০-৭১ সালে ডুয়ার্সের মেটেলি ব্লকের মূর্তি ও সামসিং চা বাগান এলাকায় তৎকালীন একটি বিমান ঘাঁটিতে গড়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবির। ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলত এই Shিবির। এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা বাংলাদেশে ফিরে গিয়ে স্বাধীনতার লড়াইয়ে অংশ নেন。 বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই প্রশিক্ষণ শিবির বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের স্মরণে সেখানে একটি স্মারক স্তম্ভ ও স্মারক বেদী নির্মিত হয়। বর্তমানে ওই এলাকা চা বাগান কর্তৃপক্ষের দখলে থাকলেও স্মারক স্তম্ভটি আর নেই, তবে স্মারক বেদীটি এখনও টিকে রয়েছে。 প্রতিবছরের মতো এ বছরও বিজয় দিবসে ওই স্মারক বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান চালসার বাসিন্দা, মুক্তিযুদ্ধের প্রবীণ সৈনিক সোমনাথ চৌধুরী। সোমনাথ চৌধুরী জানান, “মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময় আমরা সবাই তরুণ ছিলাম। কয়েকজন মিলে দল গড়ে তথ্য আদান-প্রদানের কাজ শুরু করি। পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচারের ছবি তুলে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দিতাম। পাশাপাশি রাস্তাঘাটের নকশা ও যাতায়াত সংক্রান্ত তথ্যও দিতাম। এইভাবেই আমরা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। আজ বিজয় দিবসে তাই এখানে এসে শ্রদ্ধা জানালাম।” সোমনাথ বাবুর ছেলে সুমন চৌধুরী জানান, তাঁর বাবা আদততে বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা। যৌবনে তিনি বাংলাদেশের দৈনিক ‘ইত্তেফাক’-এর চিত্র সাংবাদিক হিসেবে কাজ করতেন। সংবাদ সংগ্রহ ও তথ্য আদান-প্রদানের সূত্র ধরেই তিনি মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর সৃষ্ট অস্থির পরিস্থিতিতে তিনি ভারতে চলে আসেন। প্রথমে নদীয়া জেলায় কিছুদিন থাকার পর ডুয়ার্সের চালসায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গত ৩৩ বছর ধরে তিনি চালসাতেই রয়েছেন。 জানা গেছে, প্রতিবছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সোমনাথ চৌধুরী এইভাবেই মুক্তিযুদ্ধের স্মারক বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শহিদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। বাইট ১) চালসার বাসিন্দা, মুক্তিযুদ্ধের প্রবীণ সৈনিক সোমনাথ চৌধুরী。 1612ZG_MAL_MUKTI_JODHHA_R
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 16, 2025 13:03:40
Jhargram, West Bengal:বিচারকের অস্বাভাবিক মৃত্যু কে ঘির চাঞ্চল্য। আদালতে শোকের ছায়া। সাত সকালে ঝাড়গ্রাম আদালতে শোরগোল জুভেনিয়ল জাস্টিস বোর্ড এর বিচারকের মৃত্যুতে। ঝাড়গ্রাম জুডিসিয়াল ম্যাজিস্টেট অ্যাজ -প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট অফ জেজেবি ঝাড়গ্রাম, অলকানন্দা সরকার (৫৬) এর নিজের আবাসনে মৃত দেহ উদ্ধার হয়। সকালে পরিচারক এসে লিংবেল টিপলে, দরজা ধাক্কালে দরজা না খোলায় আদালত চত্তরে থাকা আবাসনে শোরগোল পড়ে। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানার পুলিশকে এর পরে ডাকা হয় দমকলকে দমকল এসে দরজা ভেঙ্গে দেখেন বাড়ির মধ্যে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তিনি।দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে। হাসপাতাল সূত্রে খবর হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ আধিকারিক জেলা প্রশাসন এর আধিকারি রা পৌছে যান। গোট বিষয়টা ভালো করে ক্ষতিয়ে দেখা হয়। পরিবারের এর লোক দের খবর দেওয়া হয়েছে। একলাই থাকতেন তিনি। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে আদালত চত্ত্বর এ.
0
comment0
Report
PDPradyut Das
Dec 16, 2025 13:02:31
Jalpaiguri, West Bengal:SIR معلومات जलपाइगुड़ी जिले। মোট ভোটার- ১৯,১৪,০২২ জন ডিজিটাইড- ১৭,৮০,৯১৫ জন ( ৯৩.০৫%) অনুপস্থিত / মৃত/ সিফটেড - ১,৩৩,১০৭ ( নাম বাদ গেল) মৃত ভোটার - ৬৬৪১৮- ৩.৪৭% স্থানান্তরিত - ৩৪৭৪৫- ১.৮২% আনট্রেস/ অনুপস্থিত - ২৯০৭২-১.৫২% হেয়ারিং-: ৭৭৪৩৯ জন জলপাইগুড়ি জেলায় SIR তথ্য ঘিরে চাঞ্চল্য, মৃত ও অনুপস্থিত ভোটারের সংখ্যা প্রায় ১ লক্ষ ৩৩ হাজার। জলপাইগুড়ি জেলায় ভোটার তালিকার Special Intensive Revision (SIR)–এর প্রাথমিক তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলায় মোট ভোটারের সংখ্যা ১৯,১৪,০২২ জন। এর মধ্যে ইতিমধ্যেই ১৭,৮০,৯১৫ জন ভোটার ডিজিটাইজড, যা মোট ভোটারের ৯৩.০৫ শতাংশ। তবে যাচাই প্রক্রিয়ায় মোট ১,৩৩,১০৭ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এর মধ্যে মৃত ভোটার ৬৬,৪১৮ জন (৩.৪৭%), স্থানান্তরিত ভোটার ৩৪,৭৪৫ জন (১.৮২%) এবং অনট্রেস বা অনুপস্থিত ভোটার ২৯,০৭২ জন (১.৫২%)। এছাড়া এখনও ৭৭,৪৩৯ জন ভোটারের ক্ষেত্রে শুনানি (হিয়ারিং) প্রক্রিয়া চলমান। এই পরিসংannies্‌ অনুযায়ী জেলায় কার্যত মৃত ও অনুপস্থিত ভোটারের সংখ্যা প্রায় ১ লক্ষ ৩৩ হাজার, যা নিয়ে মঙ্গলবার বিকেল জেলা জুড়ে গুঞ্জন তৈরি হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে ভুয়ো ও মৃত ভোটারের নাম তালিকায় থেকে গিয়েছিল। প্রশাসনের দাবি, SIR-এর মাধ্যমে ভোটার তালিকাকে স্বচ্ছ ও নির্ভুল করার কাজ চলছে এবং চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সব অভিযোগ খতিয়ে দেখা হবে۔
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 16, 2025 13:02:02
Howrah, West Bengal:গ্রাম পঞ্চায়েতে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা।প্রধান ও উপপ্রধান গোষ্ঠীর ঝামেলা।বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতে আজ এই ঘটনা ঘটে।পঞ্চায়েতের বারো জন সদস্য অনাস্থা নিয়ে আসার পরিকল্পনা করেছিলো।আজ জেনারেল মিটিং ছিলো।অভিযোগ বৈঠক শুরু হওয়ার আগেই তৃণমূলের পঞ্চায়েত সমিতির এক সদস্য ও কয়েকজনকে মারধর করা হয়।দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।উপপ্রধান সাথী জানা অভিযোগ করেন পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের নির্দেশে মারধর করা হয়।বর্তমান পঞ্চায়েত প্রধান তারা এলাকায় দুর্নীতি এবং বিভিন্ন ধরনের মানুষের উপরে অত্যাচার করছেন। এই কারণে তারা আড়াই বছর পর অনাস্থা আনবার জন্য প্রস্তুত নিচ্ছিলেন। এই এই কারণে রাগে তাদের ওপর হামলা করা হয়।অভিযোগ অস্বীকার করে প্রধান টুকটুকি শেখ বলেন বাজেট নিয়ে পঞ্চায়েতে মিটিং ডাকা হয়েছিলো।তখন তাকে উদ্যেশ্য করে অশ্লীল ভাষায় কথা বলা হয়।শ্লীলতাহানি করা হয়।দুপক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেছে।বাঁকরা তদন্তকেন্দ্রের polícia তদন্ত শুরু করেছে।তৃণমূল নেতা তথা হাওড়া জেলা পরিষদের মেন্টর রাজীব ব্যানার্জি বলেন বাঁকরা এলাকায় মাঝেমধ্যে এধরনের ঘটনা ঘটছে।যেটা কাম্য নয়।দল বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 16, 2025 12:11:32
Siliguri, West Bengal:খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ, শিলিগুড়ি–ডাবগ্রাম ফুলবাড়ীতে বাদ পড়ল প্রায় ৬৯ হাজার নাম বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্য জুড়ে শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। আজ প্রকাশিত হতে চলেছে SIR-এর খসড়া ভোটার তালিকা। সূত্রের খবর, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ দুই বিধানসভা এলাকায় বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে。 জেলা প্রশাসন সূত্রে জানা_Gিয়েছে, শিলিগুড়ি বিধানসভা এলাকায় খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৩১ হাজার ভোটারের নাম। পাশাপাশি ডাবগ্রাম–ফুলবাড়ী বিধানসভা এলাকায় বাদ পড়েছে প্রায় ৩৮ হাজার ভোটারের নাম। সব মিলিয়ে দুই এলাকায় মোট প্রায় ৬৯ হাজার ভোটারের নাম খসড়া তালিকায় নেই。 প্রশাসনের দাবি, বাদ যাওয়া ভোটারদের অধিকাংশই মৃত। নিয়ম অনুযায়ী, SIR এর সময় মৃত্যুর তথ্য, ঠিকানা পরিবর্তন এবং দ্বৈত নাম নথিভুক্তির বিষয়গুলি খতিয়ে দেখা হয়। সেই প্রক্রিয়াতেই এই বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে বলে প্রশাসনের বক্তব্য。 তবে খসড়া তালিকা প্রকাশের পর আপত্তি ও সংশোধনের সুযোগ থাকবে। যাঁদের নাম বাদ পড়েছে এবং যাঁরা জীবিত ও যোগ্য ভোটার, তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিয়ে নাম পুনরায় অন্তর্ভুক্ত করার আবেদন করতে পারবেন。 নিm্বর নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে কোনো বিভ্রান্তি বা বিতর্ক এড়াতে জেলা প্রশাসন সাধারণ মানুষকে খসড়া তালিকা ভালোভাবে যাচাই করার আবেদন জানিয়েছে。
0
comment0
Report
Advertisement
Back to top