Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

बेंगलुरु में बेटी के दिल की चोट, 31 दिसंबर की तारीख और नागरिकता का संघर्ष

PDPradyut Das
Dec 29, 2025 06:47:14
Jalpaiguri, West Bengal
মেয়ের হার্টে ফুটো। বেঙ্গালুরুতে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য আগামী কাল ট্রেনের টিকিট কাটা। অথচ ৩১ ডিসেম্বর হিয়ারিং এর তারিখ পড়েছে বাবার। এই অবস্থায় কী করবেন বুঝতে পারছেন না জলপাইগুড়ি শহরের ওয়াকারগঞ্জের বাসিন্দা মাধব ভক্ত। একদিকে মেয়েকে বাঁচানো, অন্যদিকে নিজেকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ। এই অবস্থায় এস আই আর শুনানিতে হাজিরার দিন পিছনোর আর্জি নিয়ে আজ সকাল থেকে জলপাইগুড়ি সদরের বিডিও অফিসে এসে হত্যে দিয়ে পড়ে রয়েছেন সাটারিং মিস্ত্রি মাধব।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Dec 29, 2025 07:54:54
Belna, West Bengal:অভিষেক ব্যানার্জীর নির্দেশের পরে সোমবার শুনানি কক্ষে ঢোকেন তৃণমূল কংগ্রেসের বিএলএ ২। কিন্তু শুনানি কক্ষে দায়িত্বে থাকা আধিকারিকরা তাদের ঢুকতে বারণ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমানের জেলা শাসকের দপ্তরে সামান্য উত্তেজনা ছড়ালো। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের মনোনীত বিএলও ২ রা ক্ষুদ্ধ হন। তারা বলেন, আমরা নির্বাচনী পার্টে সব কাজ করি। ভোটার তালিকায় নাম তোলা থেকে বুথে ভোট গ্রহণের সময়। অথচ আজ আমাদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। তারপর তিএলএ ২ রা বর্ধমান উত্তর মহকুমাশাসক রাজর্ষি নাথের কাছে যান। কিন্তু তবু শুনানি কক্ষে ঢোকার বিষয়ে কোন অনুমতি পায় নি তারা। এই বিষয়ে মহকুমা শাসক রাজর্ষি নাথ কিছু বলতে অস্বীকার করেন। তিনি বলেন এখন এসআইআর চলছে। তাই আমি আমার কিছু বলার এক্তিয়ার নেই। বিএলএ ২ রা শুনানি কক্ষে ঢোকার অনুমতি না পাওয়ায় চরম ক্ষোভ উগড়ে দেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহরায়। তিনি বলেন, মহকুমাশাসক সময় চেয়েছেন। আমাদের বিএলএ ২ রা গিয়েছিলেন এসডিও অফিসে। আসলে বিজেপির অঙুলী হেলনে চলছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। যেহেতু বিজেপির কোথাও বিএলএ ২ নেই। তারা দিতে পারে নি। তাই কমিশন শুনানি কক্ষে বিএলএ ২ দের ঢুকতে বাধা দিচ্ছে। আমরা অপেক্ষা করছি। কি বলে দেখি। তারপর আমরা এর শেষ দেখে ছাড়বো বলে হুঁশিয়ারি দেন তন্ময় সিংহরায়। বিজেপি এই ঘটনায় Shásakdal তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বিজেপি নেতা मृत्युঞ্জয় চন্দ্র বলেন, আসলে প্রথম থেকেই তৃণমূল এসআইআর বানচাল করতে চাইছে।
0
comment0
Report
BBBimal Basu
Dec 29, 2025 07:18:42
Basirhat, West Bengal:খসড়া তালিকায় নাম না থাকায় বি এল ওকে হুমকির দেওয়ার অভিযোগ হিঙ্গলগঞ্জ ব্লকের সেহেবখালি গ্রামপঞ্চায়েতের ১৯০ বুথের খাইরুল কারিগরে নামে এক ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার খাইরুলের। গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোটা রাজ্যের পাশাপাশি হিঙ্গলগঞ্জ ব্লক এ এস আই আর এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। সেই খসড়া তালিকায় নাম ছিল না হিঙ্গলগঞ্জের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়ার ১৯০_number বুথের খাইরুল কারিগরের। এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় বি ল ওর অভিযোগ এই খাইরুল কারিগর আদতে একজন বাংলাদেশী অনুপ্রবেশকারী। গত কয়েক বছর আগে অবৈধভাবে এ রাজ্যে প্রবেশ করে ভোটার কার্ড সহ যাবতীয় নথি বানিয়ে ফেলেছে। সেই মতো বি এল ও নির্বাচন কমিশনকে খাইরুরে বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ছিলেন। সেই অভিযোগ জানানোর পর এই খাইরুলকে নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হয়েছে। এই শুনানিতে ডাকায় স্থানীয় বিএলও কে হুমকি দেন এই অনুপ্রবেশকারী বলে অভিযোগ। his বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে খাইরুল। বিএল ও থেকে শুরু করে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামি ও গ্রামবাসীদের অভিযোগ বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসে বসবাস করছে আদতে সে এক জন বাংলাদেশী এখানে এসে বাবা মা সাজিয়ে প্রমান পত্র তৈরি করেছে। 1) বাইট B - প্রলয় মণ্ডল ( হিঙ্গলগঞ্জ পুকুরিয়া ১৯০ নম্বর বুথের BLO ) 2) B1 জগবন্ধু মিস্ত্রী ( তৃণমূল নেতা মেম্বারের স্বামী ) 3) B2 নবেন্দু মণ্ডল ( বাসিন্দা তৃণমূল কর্মী ) 4) B3 অচিন্ত মাহাজন ( গ্রামবাসী ) 5) B4 অলোকেশ মণ্ডল ( স্থানীয় বাসিন্দা ) 6 B5 - বিনা মহাজন ( স্থানীয় বাসিন্দা ) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
PMPiyali Mitra
Dec 29, 2025 06:51:05
Kolkata, West Bengal:1) পুলিশ জামিন অযোগ্য ধারা দেওয়ার চেষ্টা করেছিল । আমি এসপি অফিস ঘেরাও করবো বলেছিলাম। তারপর নরম হয়। আমরা বাড়ি কাউকে হেনস্থা করলে ছেড়ে দেবো না। থানার ইট তো খুলবোই। সেই অফিসারকে দেখে নেবো। মমতা ব্যানার্জি নির্দেশ তার পুলিশ এসব করছে। অতি সক্রিয়তা দেখাচ্ছে । ফেব্রুয়ারি পর্যন্ত এসব চলবে আমি জানি ২) সরকারি টাকায় মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গন তৈরি করছে তখন পুলিশ কিছু করতে পারে না। বিজেপিও এখন চুপ । বাবরি মসজিদের সময় কোর্টে চলে গিয়েছিল। বিজিপি তৃণমূল তলে তলে আতাঁত ৩) ২৬ ভোট হিন্দু বনাম মুসলিম। শুভেন্দু হিন্দু ভোট টানার চেষ্টা করেছে । আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটের সঙ্গে হিন্দু ভোট টানার জন্য জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির করছে। ওরা যদি হিন্দুদের নেতৃত্ব দেয় । তাহলে আমি মোল্লাদের নেতা হয় নেতৃত্ব দেবো ৩) আমার ছেলেকে ৮ ঘণ্টা আটকে রাখলো। শুভেন্দু অধিকারীকে ২ ঘণ্টা আটকে জিজ্ঞাসাবাদ করতে পারেন না কেসে। মমতা শুভেন্দু ভিতরে ভিতরে যোগ ….
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 29, 2025 06:22:28
Kalna, West Bengal: কিছু মানুষের দাপাদাপির কারণে প্রায় কয়েক বছর পর স্থান বদলাল কালনার পূর্বস্থলীর অধিকাংশ পরিযায়ী পাখির দল, এইবার ছাড়ি গঙ্গায় নতুন ঠিকানাায় আরও নিরাপদ আবাস গড়ে তুললো, প্রায় দু’দশক পর পূর্বস্থলীর ছাড়ি গঙ্গায় আসা পরিযায়ী পাখিদের বড় অংশ তাদের আবাসস্থল পরিবর্তন করেছে। পূর্বস্থলীর চুপি কাষ্ঠশালীর পরিবেশে পরিবর্তন ও বাড়তি পর্যটক চাপের কারণে এবার তারা তুলনামূলক শান্ত ও নিরাপদ পরিবেশে ঘাঁটি গেড়েছে পূর্বস্থলী থানার ঘাট সংলগ্ন ছাড়ি গঙ্গায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় তিন বছর ধরে প্রায় ৭০ শতাংশ পরিযায়ী পাখি কাষ্ঠশালীর ঘাট ছেড়ে নবপল্লী ঘাট, থানার ঘাট ও টালিভাঁটা ঘাট, পুরাতন বাজার সংলগ্ন ছাড়ি গঙ্গার প্রায় তিন কিলোমিটার এলাকায় এসে বসবাস শুরু করেছে। এই এলাকায় নৌকা বোঝাই পর্যটকদের দাপাদাপি তুলনামূলক কম থাকায় নির্জন ও নিরিবিলি পরিবেশে সহজেই মানিয়ে নিয়েছে পাখিরা। চুপি কাষ্ঠশালীর ঘাট থেকে ছাড়ি গঙ্গায় পূর্বস্থলী থানার ঘাট বা নবপল্লীর ঘাটের দূরত্ব প্রায় সাড়ে ছ’ কিলোমিটার। বর্তমানে পরিযায়ী পাখি দেখতে চাইলে সবচেয়ে উপযুক্ত স্থান হল নবপল্লীর বাঁশের ব্রিজ ঘাট। এখান থেকেই অল্প সময়ের মধ্যে চোখে পড়বে হাজার হাজার বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। স্থানীয় স্বল্পসংখ্যক মৎস্যজীবীরা অল্প খরচে নৌকাভ্রমণের ব্যবস্থা করছেন। ঘণ্টা দেড়েকের জন্য প্রায় ১৫০ টাকা দিলেই নৌকার মাঝিরা পর্যটকদের অধিকাংশ পরিযায়ী পাখির দর্শন করিয়ে দিচ্ছেন। এখানে নেই দামি এসএলআর ক্যামেরা নিয়ে বহু নৌকার ভিড় বা কোলাহল—ফলে শান্ত পরিবেশে পাখিরাও নির্ভয়ে বিচরণ করছে। হাওড়া–কাটোয়া রেলপথে পূর্বস্থলী রেলস্টেশন থেকে এই নতুন গন্তব্যস্থলের দূরত্ব পায়ে হেঁটে মাত্র ১০ মিনিট। রেলস্টেশন থেকে নবপল্লীর ঘাট বা ‘ভাইরাল বাঁশের ব্রিজ ঘাট’ বললেই স্থানীয়রা পথ দেখিয়ে দেবেন। কীভাবে জানা গেল এই গোপন ঠিকানা? স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে ভাইরাল বাঁশের ব্রিজ দেখতে আসা কয়েকজন মানুষের নজরে পড়ে ছাড়ি গঙ্গায় কিচিরমিচির করতে থাকা পরিযায়ী পাখিদের দল। পরে কয়েকজন নৌকায় গিয়ে বিষয়টি নিশ্চিত করেন। এরপর মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে। গত দু’সপ্তাহ ধরে বহু পর্যটক পরিযায়ী পাখি দেখতে চুপি কাষ্ঠশালী না গিয়ে সরাসরি নবপল্লী ও থানার ঘাট এলাকায় আসছেন এবং অল্প সময়েই উপভোগ করছেন হাজার হাজার পাখির অপূর্ব দৃশ্য。 ടുിന - গৌরব বসাক (পাখি প্রেমী) ഛുദ്ന്কার রায় (পাখি প্রেমী) ജുഗল হালদার (নৌকা মাঝি) ছবি 2C তে 291225ZG-KLN-PAKHI-R
0
comment0
Report
PDPradyut Das
Dec 29, 2025 06:22:06
Jalpaiguri, West Bengal:SIR Hearing-এর নামে চরম ভোগান্তি, জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনিতে সকাল থেকেই দীর্ঘ লাইন। জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনিতে SIR Hearing ঘিরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সোমবার সকাল থেকেই ভেন্যুতে প্রস্তুতি শুরু হলেও, নির্ধারিত সময় অনুযায়ী শুনানি শুরু হওয়ার কথা ছিল দুপুর ১২টা থেকে। অথচ বহু মানুষকে সকাল ৯টার সময় উপস্থিত থাকতে বলা হয় বলে অভিযোগ। সেই অনুযায়ী সকাল থেকেই বাইরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ। দীর্ঘ অপেক্ষার কারণে প্রবল হয়রানির অভিযোগ তুলেছেন উপস্থিতরা। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, দমকল ও আশা কর্মীরা উপস্থিত থেকেও, সময় ব্যবস্থাপনার অভাবে সমস্যার সমাধান হয়নি বলে দাবি।
0
comment0
Report
MDMritunjay Das
Dec 29, 2025 06:21:04
Bankura, West Bengal:বাঁকুড়া জেলায় ব্লকে ব্লকে আজ থেকে শুরু হল এস আই আর এর শুনানি পর্ব বাঁকুড়া জেলার ব্লকে ব্লকে আজ থেকে শুরু হল এস আই আর এর শুনানি পর্ব। দুপুর থেকেই প্রতিটি ব্লকের বিডিও অফিস গুলিতে শুনানির জন্য হাজির হয়েছেন নো ম্যাপিং তালিকায় থাকা ভোটাররা। নির্বাচনি কমিশনের নির্দেশে সারা রাজ্যেই ২৭ ডিসেম্বর থেকে নো ম্যাপিং থাকা ভোটারদের শুনানি শুরু হয়েছে। তবে ব্যতিক্রম ছিল বাঁকুড়া জেলা। আজ থেকে এই জেলায় শুরু হচ্ছে নো ম্যাপড ভোটারদের শুনানি। প্রশাসন সূত্রে জানা গেছে এই জেলায় নো ম্যাপড ভোটারদের মোট সংখ্যা ২৫৯০০ জন। এই ভোটারদের শুনানির জন্য সকাল থেকেই নো ম্যাপড ভোটারদের ভিড় জমতে শুরু করেছে।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Dec 29, 2025 05:31:05
Kolkata, West Bengal:Amit Shah visit live
0
comment0
Report
MDMritunjay Das
Dec 29, 2025 05:21:18
Bankura, West Bengal:আগামীকাল বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বড়জোড়ার বীরসিংহপুর ময়দানে রাজনৈতিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী, নির্বাচনকে মাথায় রেখে এসআইআর আবহে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে চলছে এস আই আর। আর এই অবস্থায় আগামীকাল বাঁকুড়ায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যोपাধ্যায়। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বীরসিংহপুর ময়দানে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জনসভায় যোগ দেওয়ার কথা। নির্বাচনকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী এই সভা থেকে কী বার্তা দেন আপাতত সেদিকেই নজর রাজনৈতিক মহলের। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার ১২ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮ টি হাতচাড়া হয়েছিল তৃনমূলের। লোকসভা নির্বাচেও জেলার ২ টি আসনের মধ্যে বিষ্ণুপুর লোকসভা আসনে জয়ের মুখ দেখেনি রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে আগামীকাল বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সভায় রেকর্ড সংখ্যক জমায়েতের টার্গেট নিয়েছে তৃনমূল। তৃনমূল नेतृत्वরের দাবি সভায় কমপক্ষে এক লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যে এস আই আর আবহে হওয়া এই সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের লড়াইয়ের কোন সুর বেঁধে দেন মুখ্যমন্ত্রী আপাতত সেদিকেই তাকিয়ে তৃনমূল নেতা কর্মীরা। বাইট :- অলোক মুখোপাধ্যায় ( তৃনমূল বিধায়ক, বড়জোড়া)
0
comment0
Report
ABArup Basak
Dec 29, 2025 04:46:30
Mal Bazar, West Bengal:সকাল হাতির আতঙ্ক মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকে... ক্রান্তি ব্লকের অন্তর্গত ঝারমাজগ্রামে সোমবার ভোরে দলছুট বুনো হাতি দুটো বড় এবং একটি শাবক আটকে পড়ে। সকাল আট টার সময় ওই এলাকার একটি গোয়াল ঘর এবং শোয়ার ঘর ভেঙ্গে দেওয়ার পর পরবর্তীতে হাতি তিনটি রাজা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি গ্রামের নারাধুরার কৈলাসপুর চা বাগান ডিভিশনে ঢুকে পড়ে এবং চতুর্পাশে জনবসতি থাকার ফলে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায় এবং একটি বাইক সাইকেল রাস্তায় থাকা দুমড়ে মুচরে দেয়। আপালচাঁদ বনদপ্তরের কর্মী এবং ক্রান্তি পুলিশ ফাঁড়ির পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। হাতির দলকে যাতে কেউ বিরক্ত না করে সেইজন্য বন কর্মি এবং পুলিশ ঘটনা স্থলে রয়েছে। বর্তমানে শাবক সহ তিনটে হাতি নারাদুরা ডিভিশনের দাঁড়িয়ে রয়েছে। আপালচাঁদ বন বিভাগের আধিকারিকেরা জানান সকাল হয়ে যাওয়ার কারনে বুনো হাতির দলটিকে এবং চতুর্পাশে জনবসতি এলাকা থাকার দরুন জঙ্গলমুখী করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । তিনি আরো জানান ইতিমধ্যে মালবাজার ওয়াইল্ডলাইফ কে বিষয়টি জানানো হয়েছে তারা কিছুক্ষণের মধ্যে ঘটনास्थলে পৌঁছাবে। জানা গেছে হাতি তিনটি আপালচাঁদ জঙ্গল থেকে এই এলাকায় এসেছে।
0
comment0
Report
PDPradyut Das
Dec 29, 2025 04:19:34
Jalpaiguri, West Bengal:আজ জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি তে নেমেছে। কনকনে শীত। কুয়াশায় ঢাকা রয়েছে জলপাইগুড়ি। শীতের দাপট বাড়ছে।ঠান্ডায় জুব-থুবু জেলাবাসি। শীতের আনন্দ লুটেপুটে নিতে জলপাইগুড়ি জেলা এবং সংলগ্ন এলাকার জঙ্গল এবং পাহার সংলগ্ন এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকদের। সোমবার সকাল থেকে কুয়াশায় ঢাকা উত্তরবঙ্গের জেলাগুলি। পাহাড় থেকে সমতল মুড়েছে কুয়াশার চাদরে। সেইসঙ্গে বৃষ্টির মতো টুপটাপ করে ঝরে পড়ছে শিশিরবিন্দু। ভিজে যাচ্ছে রাস্তা। সকাল নটা পর্যন্ত কুয়াশার দাপট চলবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। যান চালকদের বিশেষভাবে সতর্ক করছে পুলিশ।
0
comment0
Report
Advertisement
Back to top