Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

धान के लालच में हाथी लौटे नहीं, वन विभाग की सतर्कता से बड़े हादसे टले

ABArup Basak
Oct 10, 2025 05:39:27
Mal Bazar, West Bengal
ধানের লোভে হাতি পাথরঝোড়ায়,বন দপ্তরের তৎপরতায় সংঘর্ষ এড়ানো গেল... গত কয়েকদিন ধরে মাল ব্লকের তুড়িবাড়ি ও পাথরঝোড়া এলাকায় ধানের লোভে বারবার হানা দিচ্ছে একটি ৩০টি হাতির দল। জানা গেছে, এদিন হাতির দলটি পাথরঝোড়া চাবাগানের রাস্তা দিয়ে হেঁটে লেইতি নদীর দিকে রওনা দেয়। হাতির চলাচলের ফলে রাস্তার দুই পাশে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারঘেরা বন দপ্তরের অধুনস্থ এম.পি.পি. থ্রি রেঞ্জের বনকর্মীরা। বনকর্মী সাইনুল হক ও তাঁর সহকর্মীরা দিন-রাত টহলদারি চালিয়ে যাচ্ছে এলাকায়। এদিনও হাতির দলটিকে নিরাপদে জঙ্গলের দিকে ফেরত পাঠানোর ব্যবস্থা করে তারা। শেষমেশ হাতির দলটি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া পাথরঝোড়া চাবাগানের মধ্য দিয়ে লেইতি নদী পার হয়ে লেইটি জঙ্গলে ফিরে যায়। বন দপ্তরের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BCBasudeb Chatterjee
Oct 10, 2025 11:30:15
Asansol, West Bengal:রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি। প্রতিবাদ ঝাড়খণ্ড এর পাঞ্চেতের ডিভিসি অফিসে ঘেরাও ও অবস্থান বিক্ষোভে তৃণমূল। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে শুক্রবার এই কর্মসূচি। ঝাড়খণ্ড প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে এই বিক্ষোভ কর্মসূচি। এর আগে গত মঙ্গলবার মাইথন জলাধারের পাশে ডিভিসি অফিসে অবস্থান বিক্ষোভে সামিল হয় তৃণমূল। এরপর কোলকাতা সদর দপ্তরেও অবস্থান বিক্ষোভ হবে বলে মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন। ইতিমধ্যে ঝাড়খণ্ড ও পশ্চিম বঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ঝাড়খন্ডের পাঞ্চেত ডিভিস কার্যালয়ে এসেছে। এখানে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাশ চট্টোপাধ্যায়, অনির্বাণ দাস, বান্টি তেওয়ারি, অভিনব মুখোপাধ্যায় প্রমুখ।
0
comment0
Report
PDPradyut Das
Oct 10, 2025 10:37:37
Jalpaiguri, West Bengal:বন্যায় উত্তরবঙ্গের বহু বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি। দুটি গন্ডারের মৃত্যু হয়েছে। গরুমারায় গন্ডারের সংখ্যা কমলো গোরুমারা থেকে জলঢকা নদীতে ভেসে গেলো বাংলাদেশে গন্ডারের দেহ! আজ সকালে পুন্ডিবাড়ি এলাকা থেকে একটি গন্ডার উদ্ধার হয়েছে। গোরুমারা থেকে জলঢাকা নদীতে দীর্ঘ প্রায় ১৪০ কিমি ভেসে বাংলাদেশে গন্ডারের দেহ! বুধবার বাংলাদেশের কুড়িগ্রামে জলঢাকা নদী থেকে একটি পূর্ণবয়স্ক গন্ডারের দেহ উদ্ধার হয়। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি ও ভিডিও। বাংলাদেশের নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় নদীতে ভেসে আসা ওই গন্ডারের মৃতদেহের ছবি পোস্ট করে দাবি করেন, বন্যার জলের সঙ্গে ভারত থেকে জলঢাকা নদী দিয়ে গন্ডারের দেহটি ভেসে এসেছে। এনিয়ে আলোড়ন ছড়ায়। শুক্রবার অবশ্য টেলিফোন উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি বলেন, বাংলাদেশের কুড়িগ্রামে যে গন্ডারের দেহ উদ্ধার হয়েছে, সেটি গোরুমারা জঙ্গলের বন্যপ্রাণ। জলঢাকা নদীতে প্রবল স্রোতে প্রায় ১৪০ কিমি ভেসে যায় গন্ডারটি। এনিয়ে কয়েকদিন আগের বিপর্যয়ে গোরুমারা জঙ্গল–দু’টি গন্ডারের মৃত্যু হল। দু’টিই জলঢাকা নদীতে ভেসে যায়। একটি গন্ডারের দেহ ময়নাগুড়ির কাছে উদ্ধার হয়। অন্যটির মৃতদেহ উদ্ধার হল বাংলাদেশে। এছাড়াও দুর্যোগের কারণে নদীতে ভেসে গিয়ে ১১টি হরিণের মৃত্যু হয়েছে। মারা গিয়েছে ৮টি বাইসন। হাতি-গন্ডারের জন্য যে তৃণভূমি তৈরি করা হয়েছিল, তারমধ্যে তিনশো হেক্টরের ঘাস একেবারে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। এছাড়াও জলদাপাড়া জঙ্গলের ভিতরে জলের তোড়ে উঠে গিয়েছে চারটি সেতু। যার জেরে এখনও জলদাপাড়ার অনেক জায়গার সঙ্গে বিচ্ছিন্নযোগাযোগ। এদিকে, বৃহস্পতিবারও ময়নাগুড়ির বউবাজার এলাকা থেকে একটি হরিণের দেহ উদ্ধার হয়। খাটোরবাড়ি এলাকায় উদ্ধার হয় মৃত বাইসন। জলের তোড়ে সেগুলি ভেসে এসেছে বলে মনে করছেন বনদপ্তরের আধিকারিকরা। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
STSrikanta Thakur
Oct 10, 2025 10:37:21
Dinajpur, Rangpur Division:গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর; বাম দলগুলির কায়দায় এবার নাগরাকাটার বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ পাঠানোর জন্য তহবিল সংগ্রহে নামলো বিজেপি। গতকাল সন্ধ্যায় বালুরঘাট শহরে বিজেপির জেলা নেতৃত্ব তহবিল সংগ্রহে বাজারে বিভিন্ন দোকান ও পথ চলতি মানুষের কাছে সাহায্যের আবেদন করেন। শুক্রবার দুপুরেও ত্রান তহবিল সংগ্রহের জন্য এলাকাদের কাছে থেকে ত্রাণ সংগ্রহ করলেন বিজেপির বিধায়ক সহ বিজেপির নেতৃত্বরা।শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর ঘুরে এলাকার মানুষ ও ব্যবসায়ীদের কাছে থেকে ত্রাণ সংগ্রহ করবেন গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ বিজেপির নেতৃত্বরা।এদিন গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড,হাইরোড,ক্ষুদিরাম মার্কেট,সবজি মার্কেট সহ বেশ কিছু মার্কেটে গিয়ে দোকানদারদের কাছে থেকে ত্রাণ তোলেন। সংগ্রহ করা ত্রাণ বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেওয়ার কথা জানান বিধায়ক।এদিন বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ জেলা বিজেপির নেতা অশোক বর্ধন অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
0
comment0
Report
STSrikanta Thakur
Oct 10, 2025 10:36:56
Dinajpur, Rangpur Division:উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণের প্রতিবাদে আদিবাসী সমাজের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিক এর কাছে ডেপুটেশন ও রাস্তা অবরোধ কর্মসূচি চলছে। বুনিয়াদপুরে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। বিক্ষোভকারী আদিবাসী নেতৃত্বের দাবি নাগরাকাটার ওই গ্রামে বেশ কিছু আদিবাসী মানুষের মৃত্যু ও তাদের সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পেয়েই উত্তর মালদার সাংসদ খগেন মুরমু গিয়েছিলেন খোঁজখবর নিতে এবং তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে। কিন্তু সেই ত্রাণ দিতে গিয়ে তার ওপর যেভাবে বর্বরচিত হামলা হয়েছে তার প্রতিবাদ জানাতেই কর্মসূচি। জেলা আদিবাসী নেতৃত্বে দাবি রাজ্যের এত বিধায়ক রয়েছে এত সংসদ রয়েছে কেউ আদিবাসী মানুষদের পাশে দাঁড়াতে যায়নি। তিনি আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবেই তাদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন আর তখনই একটা বিশেষ দলের সমর্থকরা তাদের উপর আক্রমণ করে দ্রুত দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা না করলে আদিবাসী সমাজ উত্তরবঙ্গে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুমকি দিয়েছেন জেলা আদিবাসী নেতৃত্ব।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 10, 2025 10:36:39
Howrah, West Bengal:হাওড়া শহরের বেহাল রাস্তা।পুজোর আগে সারানোর আশ্বাস পুরসভা দিলেও এখনো বাস্তবে তা কার্যকরী হয়নি।দুর্ভোগে শহরবাসী। দীর্ঘদিন ধরেই হাওড়া পুরসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল দশা।এবার অতি বৃষ্টির ফলে সমস্যা আরো বেড়েছে।রাস্তা ভরে গেছে খানা খন্দে।যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে।উল্টে যাচ্ছে টোটো।দুর্গাপুজোর আগেই শহরের সমস্ত রাস্তা সারানোর আশ্বাস দিয়েছিলো হাওড়া পুরসভা।পাশাপাশি জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও কে এম ডি এ রাস্তা সারানোর কথা ছিলো।কিছু রাস্তায় প্যাচ ওয়ার্ক করা হলেও অনেক কাজ বাকি রয়ে গেছে।হাওড়া ব্রিজে ওঠার এপ্রোচ রোড,বেনারস রোড,রামচরন শেঠ রোড,ইস্ট ওয়েস্ট বাইপাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা খারাপ।এমনকি অলিগলি ভাঙাচোরা।হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান বৃষ্টির জন্য রাস্তার কাজ সম্পুর্ন হয়নি।তবে খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে।এনিয়ে জরুরী বৈঠক ডাকা হয়েছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 10, 2025 10:36:28
Howrah, West Bengal:হাওড়া শহরের বেহাল রাস্তা।পুজোর আগে সারানোর আশ্বাস পুরসভা দিলেও এখনো বাস্তবে তা কার্যকরী হয়নি।দুর্ভোগে শহরবাসী। দীর্ঘদিন ধরেই হাওড়া পুরসভা area's বেহাল দশা।এবার অতি বৃষ্টির ফলে সমস্যা আরো বেড়েছে।রাস্তা ভরে গেছে খানা খন্দে।যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে।উল্টে যাচ্ছে টোটো।দুর্গাপুজোর আগেই শহরের সমস্ত রাস্তা সারানোর আশ্বাস দিয়েছিলো হাওড়া পুরসভা।পাশাপাশি জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও কে এম ডি এ রাস্তা সারানোর কথা ছিলো।কিছু রাস্তায় প্যাচ ওয়ার্ক করা হলেও অনেক কাজ বাকি রয়ে গেছে।হাওড়া ব্রিজে ওঠার এপ্রোচ রোড,বেনারস রোড,রামচরন শেঠ রোড,ইস্ট ওয়েস্ট বাইপাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা খারাপ।এমনকি অলিগলি ভাঙাচোরা।হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তিত্ব জানান বৃষ্টির জন্য রাস্তার কাজ সম্পুর্ন হয়নি।তবে খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে।এনিয়ে জরুরী বৈঠক ডাকা হয়েছে।
0
comment0
Report
NHNantu Hazra
Oct 10, 2025 10:36:04
0
comment0
Report
KMKIRAN MANNA
Oct 10, 2025 10:35:53
Dihierench, West Bengal:রামনগর বিধানসভা কেন্দ্রে দলবিরোধী কাজকর্মের অভিযোগ ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বারবারই উঠছে অসহযোগিতার অভিযোগ। এবার সেই অভিযোগের জেরেই ফের শোকজ করল দল। সূত্রের খবর, রামনগর-১ ব্লকে তিন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতাকে শোকজ করেছে জেলা তৃণমূল কংগ্রেস। দলের অন্দরের খবর, যেভাবে স্থানীয় বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে লাগাতার বিষোদগার করা হয়েছে, তাঁকে “বহিরাগত” ও “পরিযায়ী” বলে কটাক্ষ করা হয়েছে — তা মোটেও মেনে নিতে পারছে না জেলা নেতৃত্ব। দলের সিদ্ধান্ত ও নির্দেশের তোয়াক্কা না করে আলাদা ভাবে কাজ করা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈক্যের বাতাবরণ তৈরি করার অভিযোগ উঠেছে এই তিন নেতার বিরুদ্ধে。 শোকজ হওয়া তিনজন নেতা হলেন: ১) সুশান্ত পাত্র — প্রধান, পদিমা ২ গ্রাম পঞ্চায়েত, রামনগর-১ ব্লক。 ২) তমালতরু দাসমহাপাত্র — জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ。 ৩) কৌশিক বারিক — শিক্ষা কর্মাধ্যক্ষ, রামনগর-১ পঞ্চায়েত সমিতি。 দলীয় সূত্রে জানা গিয়েছে, এই তিনজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে ছিল। সম্প্রতি বিষয়টি চরমে ওঠে। সেই কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জেলা নেতৃত্ব。 এই ঘটনার পরে শোকজপত্রপ্রাপ্ত তিন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে জেলা পরিষদের খাদ্যকর্মধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র জানিয়েছেন ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আমরা চিঠি হাতে পেয়েছি তার জবাব দেব। তবে এলাকার বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে প্রচুর ক্ষোভ জমে রয়েছে। বিজয়া সম্মিলানিতে সেই খোপ প্রকাশ করেছিল বেশ কিছু মানুষ। আমরা সবটাই জবাবে আমরা জানাবো。 স্থানীয় রাজনীতিতে এই শোকজ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। একাংশের মতে, বিধায়ক ও দলীয় নেতাদের মধ্যকার দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠছে। অন্যদিকে, অনেকেই মনে করছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সব নেতাদের বারে বারে সাবধান করা হলেও কোন ফল না হওয়ায় আসন্ন নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা রক্ষার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নিচ্ছে দল।
0
comment0
Report
CDChampak Dutta
Oct 10, 2025 10:35:32
Kaji Chak, West Bengal:হাইকোর্টের নির্দেশে প্রশাসনের উপস্থিতিতে সরকারি জায়গায় অবৈধ নির্মাণ ভাঙ্গা হলো সরকারি জায়গায় גড়ে উঠেছিল বেআইনি নির্মাণ, অবশেষে হাইকোর্টের নির্দেশে একের পর এক অবৈধ নির্মাণ ভাঙ্গা হলো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। পশ্চিম মেদনীপুর জেলার দাসপুরের টালিভাটা এলাকায় প্রায় ১৪ টির মতো দোকানঘর হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হলো। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য মোতায়েন ছিল দাসপুর থানার পুলিশ। Jcb দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হল সেই সমস্ত অবৈধভাবে গড়ে উঠা দোকান গুলি । সরকারি জায়গায় গড়ে উঠেছিল এই সমস্ত দোকান গুলি। যা আজ হাই কোর্টের নির্দেশে ভেঙে ফেলা হলো।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Oct 10, 2025 10:35:02
Asansol, West Bengal:রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি। প্রতিবাদ ঝাড়খণ্ড এর পাঞ্চেতে ডিভিসি অফিসে ঘেরাও ও অবস্থান বিক্ষোভে তৃণমূল। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে শুক্রবার এই কর্মসূচি। ঝাড়খণ্ড প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে এই বিক্ষোভ কর্মসূচি। এর আগে গত মঙ্গলবার মাইথন জলাধারের পাশে ডিভিসি অফিসে অবস্থান বিক্ষোভে সামিল হয় তৃণমূল। এরপর কোলকাতা সদর দপ্তরেও অবস্থান বিক্ষোভ হবে বলে মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন। ইতিমধ্যে ঝাড়খণ্ড ও পশ্চিম বঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ঝাড়খন্ডের পাঞ্চেত ডিভিস কার্যালয়ে এসেছে। এখানে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়, অনির্বাণ দাস, বান্টি তেওয়ারি, অভিনব মুখোপাধ্যায় প্রমুখ।
0
comment0
Report
Advertisement
Back to top