Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

CM के निर्देश के बाद जलपाईगुड़ी में पुलिस ने नाकाबंदी तेज कर दी

PDPradyut Das
Dec 08, 2025 14:31:04
Jalpaiguri, West Bengal
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জলপাইগুড়িতে সক্রিয় পুলিশ। শুরু হল নাকা চেকিং। আজ কোচবিহারের রবীন্দ্র ভবনে প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, পুলিশকে আরও সক্রিয় হতে হবে। নাকা চেকিং বাড়াতে হবে। প্রতিটি এলাকায় টহল দিতে হবে। রাতে এবং ভোরের দিকে বেশি করে নজর রাখতে হবে। কোথাও যেন কেউ ঝামেলা পাকাতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। পুলিশের উদ্দেশে এদিন মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ ছিল, প্রো অ্যাক্টিভ থাকতে হবে। ওই নির্দেশের পরে জেলার প্রতিটি থানাকে নজরদারি বাড়াতে বলেন জলপাইগুড়ির পুলিশ সুপার ওয়াই রাঘবংশী। এসপির নির্দেশ পেয়েই নাকা চেকিংয়ে রাস্তায় নেমে পড়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানা। গোশলা মোড়, পাহাড়পুর মোড় সহ বিভিন্ন এলাকায় শুরু হয়ে যায় নাকা চেকিং।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Dec 08, 2025 17:32:13
Dinajpur, Rangpur Division:বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরে সংগঠন শক্তি বাড়াল মিম। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে সংগঠন বিস্তারে জোর দিল আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (মিম)। আগামী নির্বাচনে বাংলার শতাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্য নিয়েই তৎপরতা শুরু করেছে দলটি। হায়দরাবাদ-ভিত্তিক এই রাজনৈতিক দলটি ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে সংগঠন গড়ে তুলেছে এবং বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মাত্র ৬টি আসনে লড়াই করেছিল মিম। তবে এবারের নির্বাচনে দলটির নজর একশোর বেশি আসনে, যার মধ্যে দক্ষিণ দিনাজপুর গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে দাঁড়িয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টা নাগাদ দক্ষিণ দিনাজपुर জেলার ৩৮ নম্বর কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত ১ নম্বর সাফানগর অঞ্চল কার্যালয়ের সামনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের নেতৃত্ব জানায়, কুমারগঞ্জ বিধানসভার জনসাধারণের একাধিক দাবি নিয়ে খুব শীঘ্রই অধিকার যাত্রা শুরু করা হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মো: জালাল সরকার, ব্লক সভাপতি মাহাবুর মিয়া সহ একাধিক নেতৃবৃন্দ। জেলা সভাপতি উম্মেদ আলী খানও এদিন দলের কর্মসূচির প্রতি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচননের আগে দক্ষিণ দিনাজপুরে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছে মিম নেতৃত্ব। বাইট ১/ উম্মেদ আলী খান জেলা সভাপতি মিম 0812ZG_SDIN_MIM_JOINING
119
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 08, 2025 14:21:55
Howrah, West Bengal:গুলি বিদ্ধ হয়ে চিকিৎসার পর বাড়ি ফিরেছেন সাপুইপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান। দুস্কৃতির সাথে তার কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। বারোদিন কেটে গেলেও এখনো অধরা দুষ্কৃতী। তাই দুশ্চিন্তায় পরিবার। গত ২৭শে নভেম্বর বালি নিশিন্দা বুড়ো শিব তলার সামনে সাপুইপাড়া বসুকাটি পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল গুলি করে খুনের চেষ্টা করা হয়। বাসু চৌধুরী নামে এক দুষ্কৃতী প্রধানকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায়। দুটি গুলি লাগে দেবব্রত মন্ডলের। মরণ বাচন লড়াই করে হাসপাতালে থেকে অবশেষে বাড়িতে ফিরেছেন।তার সহযোগী অনুপম রানা ও বাড়িয়ে বাড়ি ফিরেছেন।বাড়ি ফিরে সাংবাদিক মুখোমুখি হয়ে পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল বলেন বাসু চৌধুরীর সাথে তার কোনো সম্পর্ক নেই। বাসু একজন সমাজ বিরোধী। তবে এর পিছনে কোনো রাজনৈতিক দলের মদত রয়েছে কিনা সেবিষয়ে তিনি এখনই কাউকে দোষারোপ করতে চাননি। পুলিশ গ্রেফতারের বিষয়ে সমস্ত বিষয় জানা যাবে।দুষ্কৃতিকে অবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দাবী জানিয়েছেন তিনি। তবে বারো দিন হয়ে গেল এখনো পর্যন্ত দুষ্কৃতী ধরা পড়েনি। তাই চিন্তিত পরিবার。
74
comment0
Report
NRNarayan Roy
Dec 08, 2025 14:21:31
Siliguri, West Bengal:*Goa के Night Club में Cylinder Blast से Bagdogra के युवक SUvasH Chhetri की दर्दनाक मौत* Goa के एक Night Club में भयावह Cylinder Blast से Bagdogra के Bunurchat क्षेत्र के युवक Subhash Chettri की मौत हो गई। उम्र मात्र 24 वर्ष, वे पेशे से सिक्योरिटी गार्ड थे। लगभग दो साल पहले वे नौकरी की तलाश में Goa चले थे। घटना कल रात क्लब के रसोईघर में काम करते समय हुई, और वे गंभीर घायल हालत में बाद में चल बसे। इस Blast में कुल 25 लोग मारे जाने की खबर है, जिसमें Subhash भी शामिल हैं। खबर मिलते ही उनकी माता Tanka Maiya Chettri टूट पड़ीं; वे परिवार के एकमात्र आय के स्रोत थे। बहन Urmila Chettri ने बताया कि पहले बताया गया कि भाई गंभीर रूप से घायल हैं, फिर पुष्टि हुई कि उनका निधन हो गया है। नाइट क्लब के खिलाफ आक्रोश है; उनका कहना है कि क्लब में आग बुझाने की पर्याप्त व्यवस्था नहीं थी और प्रशासन की लापरवाही भी दिखती है। घटना की निष्पक्ष जांच और दोषियों के खिलाफ कड़ी कार्रवाई की मांग परिवार ने की है। VISUAL BYTE SEND BY 2C 0812ZG_SILI_BAG_DEAD_R
112
comment0
Report
ABArup Basak
Dec 08, 2025 14:21:15
Mal Bazar, West Bengal:বকেয়া মজুরির দাবীতে বাগরাকোটের শ্রমিকরা বাগান মালিক ও শ্রম অধিকর্তার কুশ পুতুল রেখে বিক্ষোভ এসডিও অফিসে। পাঁচটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে, বাকি রয়েছে বোনাসের অংশ সহ অন্যান্য পাওনা। বকেয়া পাওনার দাবিতে গত ১৫ দিনের বেশি সময় ধরে রিলে অনশন চালাচ্ছেন ডুয়ার্সের মাল ব্লকের বাগড়াকোট চা বাগানের শ্রমিকরা। বিভিন্ন মহলে আবেদন জানিও ফল হয়নি। এক প্রকার বাধ্য হয়ে সোমবার দুপুরে মিছিল করে এসে মাল মহকুমা শাসকের दপ্তরের সামনে চা বাগান মালিক, লেবার কমিশনারের কুশ পুতুল রেখে বিক্ষোভ দেখালেন চা বাগানের কয়েকশ শ্রমিক। পরে সমস্যা মোচনের দাবি জানিয়ে মহকুমা শাসক উৎকর্ষ খান্ডালের সঙ্গে দেখা করে তার কাছে স্মারকলিপি জমা দেন। মাল ব্লকের কালিম্পং জেলা লাগোয়া প্রত্যন্ত চা বাগান বাগড়াকোট। কোন এক সময় এই চা বাগান ডানকান গোষ্ঠীর হাতে ছিল। দীর্ঘ অচল অবস্থার পর ২০২১ সালে সম্মেলন টি বেভারেজ কোম্পানির হাতে আসে। তারপর থেকে ওই কোম্পানি চা বাগান চালাচ্ছে। শ্রমিক নেতা পবন প্রধান অভিযোগ করেন, শ্রমিকদের পাঁচটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে, বোনাসের অংশ বাকিরা বকেয়া রয়েছে।কর্মীদের দুই মাসের বেতন বাকি রয়েছে। শ্রমিকদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সংসার চালানো দায় হয়ে উঠেছে। নানান মহলে আবেদন করা হয়েছে কিন্তু কোন ফল হয়নি। বাধ্য হয়ে শ্রমিকরা অনশন শুরু করেছেন। আমাদের দাবি আমাদের বকেয়া মজুরি ও পাওনা দেওয়া হোক তারপর আমরা কাজে যোগদান দেব। বকেয়া মজাারি না পাওয়া পর্যন্ত রেলওয়ে অনশন চলবে। এদিন শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মহকুমা শাসকের দপ্তরের সামনে যথেষ্ট পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাইট ১) লড়েন্তুস লাকরা, চা শ্রমিক নেতা।
82
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Dec 08, 2025 14:21:00
Kolkata, West Bengal:*शुभेंदु অধিকারী।* প্রশ্ন::১) কোচবিহারে গ্রেফতার। বাইরের রাজ্য থেকে এসে গ্রেফতার করলে আমাদের জানাতে হবে :: মুখ্যমন্ত্রী #আইন প্রত্যেকটা পুলিশ জানে আগে সিআরপিসি ছিল এখন বিএনএস। মুখ্যমন্ত্রী কোন তদন্তকারী সংস্থা? কি পুলিশ বলেছেন? উনাকে ঠিক করে জানতে হবে। অন্য রাজ্যের পুলিশ এরা যে এলে লোকাল পিএসকে ইন্টিমেশন দিতে হয় সেটা করে। অথচ এই রাজ্যের সরকার সহযোগিতা করে‌ না। সিবিআই রাজ্য সরকারের অনুমতি ছাড়াও কোর্টের নির্দেশে এরেস্ট করতে পারে। এছাড়া সেবি সহ এন আই এ রাজ্যের কোন অনুমতি ছাড়াই অ্যারেস্ট করতে পারে। মুখ্যমন্ত্রীকে একটু পড়াশোনা করে জানতে হবে. বাইরে policiers এলে তারা নিয়ম মেনে ই ইন্টিমেশন দেয়। বরং এ রাজ্যের পুলিশ জঙ্গি দুর্নীতিবাজ খুনি ধর্ষক এদের ধরতে এলে সহযোগিতা করেনা। এজন্যই বঙ্গবন্ধুর খুনি পার্ক সার্কাসে মাস্টার মাজেদ বলে ১৫ বছর কাটিয়ে দেয়। র এর‌ সাহায্য নিয়ে বাংলাদেশ থেকে এসে তাকে গ্রেফতার করে সাজা কার্যকর করা হয়। কাশ্মীরের জাভেদ মুন্সী ক্যানিংয়ে লুকিয়ে থাকে। কাশ্মীর এসটিএফ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়。 আনসারুল বাংলার দাগী খুনি জঙ্গি সাদ শেখ মুর্শিদাবাদ হরিহর পাড়ায় মাদ্রাসার খুলে দেড় বছর ধরে তিনবার তৃণমূলকে ভোট দিয়ে পঠন পাঠন করাতে পারে। তাকে গ্রেফতার করতে আসাম পুলিশকে আসতে হয়। এরকম অসংখ্য উদাহরণ আছে। পশ্চিমবঙ্গ জঙ্গিদের আঁতুঘর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তে ফেন্সিং না দিতে দিয়ে জামাত, মৌলবাদীদের ঘাঁটিতে পরিণত করেছেন পশ্চিমবঙ্গকে。 প্রশ্ন::২) ৫৫ লক্ষ নাম্বার এস আই আর。 ##ইলেকশন কমিশন অফিসিয়ালি যখন বলবে, উত্তর দেব। আমি প্রথম থেকেই বলে আসছি একটা বড় সংখ্যক ভোটার তালিকায় আছে। অবৈধ ডাবল এন্ট্রি, শিফটিং, মৃত এবং বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা। ভোটার লিস্টে নাম তুলেছে নাম রেখেছে এই জন্যই সাদ শেখ যখন গ্রেপ্তার হয় তখন বলে আমি তিনবার ভোট দিয়েছি। লাভলী খাতুন, হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেস의 প্রধান। হাইকোর্ট তাকে বাংলাদেশী বলে তার ইলেক্টেড পঞ্চায়েত মেম্বারশিপ খারিজ করে। এরকম অসংখ্য উদাহরণ আছে। যার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ অবৈধ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল হয়েছে। ঠিকঠাক করে এস আই আর হলে এই সংখ্যাটা কিছুই নয়। অনেক বড় সংখ্যায় নাম বাদ যাওয়া উচিত। প্রশ্ন::৩)এস আই আর হলে কাগজ নিয়ে যাবে, অসুবিধা থাকলে সেই কাগজ নিয়ে যাবেন! :: মুখ্যমন্ত্রী。 ####ভারতীয় যদি ভোটার তালিকার লিংক নিয়ে যান তো নাম উঠে যাবে। কিন্তু বাংলাদেশের মুসলমানরা কি কাগজ নিয়ে যাবে? এখন যেগুলো আপনারা আইপ্যাক এর তালিকা অনুযায়ী বিএমওএইচ বা কলকাতা কর্পোরেশনকে দিয়ে বার্থ সার্টিফিকেট দিচ্ছেন সেগুলো একসেপ্ট হবে না। কারণ ২৪শে জুন ভারতবর্ষে এসআইআর শুরু হয়েছে বিহারে। ২৪ শে জুন এর পরে যদি বার্থ সার্টিফিকেট দেন। আর তার জন্ম যদি কুড়ি বছর আগে হয়ে থাকে। সেটা কাগজ নয় সেটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মত জিনিস। বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলমানদের বা রোহিঙ্গাদের বাঁচাবার কোন রাস্তা নেই। আমরা জেগে আছি। কোনো বৈধ ভোটারের নাম যদি না থাকে ৬ নম্বরে আবেদন করবেন। তৃণমূল হোক বিজেপি হোক কোনো সমস্যা নেই। তিনি হিন্দু হোক বা মুসলমান। কোন মৃত ভোটার যদি আইপ্যাকের বুদ্ধিতে বিএলও লিখে দেয় তাহলে বিজেপি সেই নাম কাটাবে। বিজেপি ১৩ লক্ষ পঁচিশ হাজার নাম দিয়ে এসেছে। স্থানান্তরের আট নম্বর ফর্ম এই ভবানীপুর বিধানসভায় আমি দাঁড়িয়ে আছি এখানকার কিছু বিহারের ভোটারকে তারা এখানে নাম ছিল চমকেছে। তারা বিএলও ফরম ফিলাপ করেনি। আমরা তাদেরকে দিয়ে আট নম্বর ফরম দেওয়াবো। তাদের বিহারের ভোটের লিংক আমরা দেব। তবে বাংলাদেশী মুসলমানদের যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাক্টরি থেকে কাগজ সেটা একসেপটেড হবে না। ইলেকশন কমিশনের গাইডলাইনের সঙ্গে মেকআপ হচ্ছে না। তারা ভারতীয় হতে পারে না।। প্রশ্ন::৪)বঙ্কিম দা。 ####এটা আমি জেনে বলবো। তাও বঙ্কিম দা-ও শ্রদ্ধাশুলভ। কারণ এল্ডার ব্রাদারকে বলতেই পারে। সেটা পশ্চিমবঙ্গে दাদা बোন दিদি এগুলো चले সেই অর্থে হয়তো বলেছেন। বঙ্কিম বাবু এপ্রোপরিয়েট। এবং উনাকে সাহিত্য সম্রাট থেকে শুরু করে অনেক উপাধিতেই ডাকা হয়। মোदীজি এবং সম্পূর্ণ সেন্টাল গভর্নমেন্ট বন্দেমাতরম দিয়ে যে উদ্যোগ নিয়েছেন প্রথম দিন থেকে সেই উদ্যোগ, রাজ্য সরকার নেয়নি রাজ্য সরকার বা তার লোকেরা কেন সমালোচনা করছেন? যেদিন থেকে বঙ্কিমচন্দ্রের সার্ধশতবর্ষ সেদিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সংগীতটা গাওয়া ম্যান্ডেটরি করলেন কেন? এটা দিয়ে কি বন্দেমাতরম কে সম্মান জানানো হয়?? আপনাদের দিকটা দেখুন না। আপনি বিরোধী দলনেতাকে বঙ্কিম চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়িতে ঢুকতে তো দিলেনই না। উল্টে গোটা রাস্তাটা খুঁড়ে রেখেছিলেন। কত জনের যে পা কেটেছে ঠিক নেই। এটা আপনাদের সাইট থেকে কি হয়েছে!! অপ্রকাশিত ফাইলগুলো তো মোদিজীর সরকার বের করেছেন। কংগ্রেস করেননি, আপনারাও কিছু করে দেখান। পাশেই তো নন্দন, রবীন্দ্র সদন। এখানে রবীন্দ্রনাথের ছবিও দেখতে পাওয়া যায় না উত্তম কুমার , সত্যজিৎ রায় এর ছবি দেখতে পাওয়া যায় না। একজনেরই দাঁত কেলানো ছবি দেখতে পাওয়া যায়। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সুচিত্রা সেন, উত্তম কুমারের ছবি থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে। কাকে কি বলছেন আপনারা?? মনীষীদের জন্মদিনে এই টুকু টুকু ছোট মনীষীদের ছবি আর ওনার নানা রকম ছবি। কাকে বলছেন?? চিড়িয়াখানার গেটেও লিখে দিয়ে এসেছেন। বাকি কোথাও রেখেছেন, বাথরুম পায়খানা পর্যন্ত বাকি রাখেননি。
104
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Dec 08, 2025 12:33:36
Kolkata, West Bengal:500 টাকায় ডায়ালিসিস করতে চান দরিদ্র মানুষের জন্য। এবং একই সঙ্গে দরিদ্র সীমার নিচে থাকা মানুষের মেডিক্যাল পরীক্ষা নিরীক্ষার জন্য খুলতে চান কম খরচের ডায়াগনস্টিক সেন্টার। সাংবাদিক সম্মেলনে একথাই জানালেন ত্রিধারা সম্মেলনের শীর্ষ কর্তা এবং কলকাতা পুরসভার Kolkata পুরসভার অন্যতম দাপুটে কাউন্সিলর দেবাশিস কুমার। সেই কারণে জনসচেতনতা বাড়াতে ৪ জানুয়ারি ত্রিধারা টুয়েন্টি ওয়ান কে ম্যারাথন আয়োজন করতে চলেছে ত্রিধারা। পৃষ্ঠপোষক ইমামি। ম্যারাথনের শুভেচ্ছা দূত জোসে ব্যারেটো এবং আলভিটো ডি কুনহা। আয়োজকদের আশা ক্রীড়া সংস্কৃতি ও সমাজের বিভিন্ন স্তর থেকে 5000 মানুষ যোগদান করবেন এই টোয়েন্টি ওয়ান কে ম্যারাথনে। তার জন্য দুই ব্যান্ড এম্বাসেডর এর হাত দিয়ে উন্মোচন হয় ম্যারাথনের টি শার্টও。
190
comment0
Report
PCPrabir Chakraborty
Dec 08, 2025 12:33:20
Kolkata, West Bengal:১) কাকে বাবু বলতে হয়, কাকে দাদা বলতে হয়, সেই জ্ঞান মোদীজী বা বিজেপির নেই। এটা একধরণের অপমান। মোদী বোধহয় বঙ্কিমচন্দ্র বলতে, সিপিএম থেকে বিজেপিতে আসা বঙ্কিম ঘোষকে ভেবেছেন। আসলে চটুল মানসিকতা প্রকাশ পায়। বাংলাকে আগাগোড়া অপমানের প্রকাশ এই কথাতেই। ২) শুভেন্দু বাবুর তারিখ দেওয়ার অভ্যাস। সবাই জানে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে। অতীতেও হয়েছে। উনি বর্তমান ভুলে গেছেন। দলের সংগঠনের কর্মীদের চাঙ্গা করতে ক্যালেন্ডার পলিটিক্স করছেন। তবে ইসি'র সাথে যা যোগাযোগ সেই অনুযায়ী বলতে পারেন। ৩) ধর্মস্থান নিয়ে আমাদের মন্তব্য নেই। হুমায়ুনের রাজনৈতিক কৌশল নিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করছি। মসজিদ বানাতে যদি কেউ আসেন, সেগুলো নিয়ে আমরা বলছি না। আমাদের বিষয় নয় সেটা। কেউ নিজের জায়গায় মন্দির মসজিদ গুরুদ্বারা করতে পারেন। আমরা রাজনৈতিক মার্কেটিং নিয়ে বলছি। একজনরা বলছেন গীতা পাঠ করব। সেটাও পলিটিক্যাল মার্কেটিং। আর আপনারাও দীঘার জগন্নাথ মন্দিরে যান নি কেন? শুভেন্দু অধিকারী তো যায়নি। দিল্লির অদৃশ্য সুতোয় পুতুল নাচানো হচ্ছে। আগে গীতা ও কুরআন পড়ুন ভালো করে। এগুলো তো রাজনৈতিক দলের দলিল নয়। রাজনৈতিক বাহুবল প্রদর্শনের জায়গা নয়। আসলে বাংলার বঞ্চনা থেকে নজর ঘোরাতে এই সব করাচ্ছে। ৪) উনি বিশ্বাসকে রাজনীতিতে প্রয়োগ করছেন। এখন টাকা হয়েছে। ওনার যা রাজনীতি চলছে তাতে বোধহয় বাউন্সার লাগবে। ৫) হুমায়ুনের সাথে আমরা তরজায় জড়াব না। যে ২০১৯ সালে বিজেপির প্রার্থী হয়েছে। সে বাবরি মসজিদ করতে চাইছে। মানুষ সবটাই বুঝে গেছেন। ৬) ওয়াকফ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। অপপ্রচার করা হচ্ছে। ইচ্ছাকৃত ভাবে ভুল প্রচার চলছে। ৭) SIR নিয়ে বিজেপির কেলেঙ্কারির দিকে যাচ্ছে। নতুন জটিলতা তৈরি করছেন। এখন বোঝা যাচ্ছে কোনও তাড়াহুড়ো দরকার ছিল না। তৃণমূল ওদের পাতা ফাঁদে পা দেয়নি。 ৮) বিজেপির চাপে আসছে। ভোট আসলেই বিজেপির নেতার আসত। ইডি, সিবিআই আসত। এখন ভোটের আগে কমিশনকে দেখিয়ে একাধিক আধিকারিক পাঠাচ্ছে। হাল্লার রাজার মতো। তবে এরা এসে যাই করুক, যে ভোটার তালিকা দেবে, তাতেই বিজেপিকে বান্ডিল করব。
204
comment0
Report
STSrikanta Thakur
Dec 08, 2025 12:32:43
Dinajpur, Rangpur Division:দাঁতের হাতুড়ে ডাক্তার এর বিরুদ্ধে শীলতাহানীর অভিযোগ উঠেছে বংশীহারী থানার গাংগুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউড়িয়া এলাকায়। অভিযোগ এক আদিবাসী মেয়েেকে জোর পূর্বক শীলতাহানী করার চেষ্টা করলে তাকে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার সকালে বংশীহারী থানার গাংগুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউড়িয়া এলাকায় এক আদিবাসীর বাড়ি যায় নছুয়াপাড়া এলাকার হাতুড়ে ডেন্টিস্ট আশরাফুল হক দাঁতের ডাক্তারি করার উদ্দেশ্যে। অভিযোগ সেই সময় ওই বাড়ির গৃহবধূ ঘরের মধ্যে ছিল,ওই ডাক্তার সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে ওই বাড়ির গৃহবধূর সঙ্গে শীলতাহানি করার চেষ্টা করলে গৃহবধূ চিৎকার চেচামেচি করলে ছুটে আসে গৃহবধূর স্বামী সহ স্থানীয় বাসিন্দারা। সেই ডাক্তারকে বেধড়ক মারধর করে আটকে রাখে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ সহ গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার। সেখান থেকে সেই হাতুড়ে ডাক্তার কে পুলিশ তুলে নিয়ে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বীরেন টুডু জানিয়েছেন আমাদের এখানে এক হাতুড়ে ডাক্তার আশরাফুল হক দাঁতের ডাক্তারি করতে এসে এক গৃহবধুর বাড়িতে গিয়ে ঘরে ঢুকে ওই বাড়ির গৃহবধূর সঙ্গে শিলতাহানি করার চেষ্টা করে। গৃহবধূর চিৎকার করলে ছুটে আসে তার স্বামী সহ স্থানীয় বাসিন্দারা। সেই ডাক্তারকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই বিষয়ে হাতুড়ে ডাক্তার আশরাফুল হক জানিয়েছেন আমাকে ফাঁসানো হয়েছে, আমি কিছু জানি না। আমি ডাক্তারি করতে এসেছি। এই বিষয়ে এসডিপিও শুভতোষ সরকার জানিয়েছেন, আমরা খবর পাই এক কোয়াক ডাক্তার এর বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ উঠেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। মামলা হলে আইন অনুগ ব্যবস্থা নেওয়া হবে। বাইট ১/ বীরেন টূডু গ্রাম বাসী ২/ আশরাফুল হক (অভিযুক্ত হাতুড়ে) ৩/ শুভতোষ সরকারের (এস ডি পিও)
146
comment0
Report
BSBidhan Sarkar
Dec 08, 2025 12:03:57
Chinsurah, West Bengal:স্কুলে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ এক ছাত্র,স্কুল পরিবারে দুশ্চিন্তা। হুগলির বৈদ্যবাটির শতাব্দী প্রাচীন বিদ্যালয় বৈদ্যবাটি বনমালী মুখার্জির ইনস্টিটুটশনের ছাত্র শিব মান্না।শিব सप्तম শ্রেণীর ছাত্র।শনিবার শারীর শিক্ষার পরীক্ষা ছিল তার।পরীক্ষার সময়সীমা ছিল ৩০ মিনিট। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় সে পরীক্ষা দিতে এসেছিল।পড়নে ছিল গেরুয়া জ্যাকেট। পরীক্ষা শেষ হওয়ার অনেক আগেই সে পরীক্ষকের হাতে খাতা জমা দিয়ে স্কুল থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তার বাড়ির লোক খোঁজ পাচ্ছেন না বলে দাবী। শেওড়াফুলি গড়বাগানের বাসিন্দা শিব মান্নার মা জানান, সকাল সাড়ে আটটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে। পৌনে এগারোটার সময় সে বাড়িতে ঢোকে এই কারণে তাকে তার মা বকাবকি ও করেন। তারপরেই সে স্নান করে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে চলে যায়। পরিবারের তরফ থেকে পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা করা হয়েছে। জিআরপিতে ও তারা অভিযোগ করেছেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল জানান, শিব অন্য ছাত্রদের থেকে খুবই চঞ্চল।কোথায় গেলো,বাড়ির লোকের মত তিনিও অন্ধকারে।ছাত্র নিখোঁজের ঘটনায় তিনিও খুবই উদ্বিগ্ন।
81
comment0
Report
STSrikanta Thakur
Dec 08, 2025 11:52:28
Dinajpur, Rangpur Division:উত্তরবঙ্গের আট জেলার প্রশাসনিক বৈঠক — কোচবিহার থেকে দূর নিয়ন্ত্রিত উদ্বোধনে দক্ষিণ দিনাজপুরে ২৬ প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের আটটি জেলাকে সঙ্গে নিয়ে সোমবার প্রশাসনিক বৈঠকে অংশ নিলেন মুখ্যমন্ত্রী। কোচবিহার থেকে দূর নিয়ন্ত্রিত ভার্চুয়াল পদ্ধতিতে দক্ষিণ দিনাজপুর জেলার ২৬টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এসব প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। পাশাপাশি জেলার আরও ১২ টি নতুন প্রকল্পের কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী।প্রশাসনিক কর্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই সমস্ত চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে। সীমান্তবর্তী জেলাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আরও কড়া নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি। জেলা পুলিশ সুপার থেকে শুরু করে থানার আইসি-দেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমান দেশে চলা এসআইআর পরিস্থিতির আবহে বেআইনি পুশব্যাক রোধে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশও দেন তিনি এবং প্রয়োজন হলে সাহসের সঙ্গে মোকাবিলা করার কথা বলেন।এদিন মুখ্যমন্ত্রী বিশেষভাবে পথশ্রী প্রকল্প, জল জীবন মিশন, আমাদের পাড়া – আমার সমাধান প্রকল্প-সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বার্তা দেন প্রশাসনকে। তিনি জানান, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে উন্নয়নের কাজের গতি ত্বরান্বিত করা অত্যন্ত জরুরি, তাই কোনও প্রকল্পে শৈথিল্য বা দেরি বরদাস্ত করা হবে না। দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের বালুছায়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্তারারা।
86
comment0
Report
Advertisement
Back to top