Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी में भाजपा समर्थकों ने रथयात्रा के टोटो चालक पर हमला

PDPradyut Das
Dec 22, 2025 14:49:37
Jalpaiguri, West Bengal
जलपाइगुड़ी मान्तादारी क्षेत्र के मैनघोड़ा बूथ पर विकास की पंक्तियों की रथयात्रा के टोटो चालक जियारुल इस्लाम पर बीजेपी के दुष्कृतियों ने हमला किया. टोटो में लगा फ्लेक्स फाड़ दिया गया. घायल से मिलने विधायक राजगंज खगेश्वर राय समेत ब्लॉक नेतृत्व पहुंचे. दुष्कृतकों के खिलाफ मुलनपल्लि थाना में शिकायत दर्ज हो चुकी है।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Dec 22, 2025 16:18:46
Kolkata, West Bengal:फेर आऱ जी कर मेडिकल कॉलेज अस्पताल के हॉस्टेल में रैगिंग के आरोप। मनिकतला हॉस्टेल में रूम दखल का विरोध करने वाले राजর্ষी मुखर्जी और সাগ्नিক পাল ने घटनाक्रम में हिस्सा लिया। गत 19 दिसंबर, मनिकतला हॉस्टेल में 2024 बैच के राजর্ষी मुखर्जी और সাগ্নिक पाल को, उसी बैच के उत्सव हिरक, अर्खज्योति, सौविक नाम के चार छात्रों ने नोंचता गालियाँ-गलौज कर और सौविक, साग्नीक व राजর্ষी को मारधड़ कर दिया। बैच के जूनियरों को रात्री-वेलाय डाक कर रहे थे, और इंटरो लेने के नाम पर रैगिंग चल रहा था। यह पूरी तरह NMC नियम विरुद्ध है। Students' Body RGKMCH के पक्ष से साग्नीक पाल, राजर्षी मुखर्जी प्रिन्सिपाल और हॉस्टेल सुपर को बार-बार अवगत कराते रहने पर, दबाव के कारण अधिकारी अवैध रूप से मनिकतला हॉस्टेल में रह रहे 2024 बैच के उत्सव मुखर्जी, हिरक महाथ, सौविक पातर, अर्खज्योति राय — इन चारों को बुलाकर पास के इलाके में ले जाया गया। हॉस्टेल सुपर के साथ मिलने के बाद ही ये चारों साग्नीक और राजर्षी को फॉलो करके कोलकाता स्टेशन के सामने गली में आकर गंदी गाली-गलौज, फेक रैगिंग के शिकायत की धमकी, "हॉस्टेल हमारा है, हम जो चाहें कर सकते हैं" आदि कहने लगे। यहाँ तक कि हाथ भी उठाए गए। सोशल मीडिया पर भी निरंतर गाली-गलौज और धमकियाँ जारी हैं। इस घटना के खिलाफ अब तक आधिकारिक कम्प्लेन दर्ज किया गया है। बाइट .....साग्नीक पाल, 2024 बैच MBBS, RGKMCH
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 22, 2025 15:30:24
Kolkata, West Bengal:বাংলার পণ্য সামগ্রী কি করে বিদেশে পৌঁছে দেওয়া যায়। কিভাবে বাংলার শিল্পীরা তাঁদের হাতে তৈরি কাজ বিদেশে গ্লো ব্যবসা করবে? সেই ভাবনা থেকেই আজকের এই বিজনেস মিট। আজ ক্যালকাটা রোয়িং ক্লাবে এই বিজনেস মিট অনুষ্ঠিত হল। শুধু মাত্র কলকাতেই দুর্গাপুজো হয় না। অন্যান্য দেশেও দুর্গাপুজো হয়। তাই বাংলার সঙ্গে বিদেশের যোগাযোগ স্থাপনের জন্য ২০ টি দেশের ২৪ টি পুজোর অর্গানাইজারদের নিয়ে আসা হয়েছে এখানে। এমনকি, কলকাতার ১০ টি পুজো সংগঠনও রয়েছে। এমনকি, ফুড, টেক্সটাইল। হস্ত শিল্পকেও যাতে গ্লোবালি তুলে ধরা হয়। তার জন্য এই ফ্ল্যাটফর্ম। তাই যারা ব্যবসা করছেন বা নতুন করে ব্যবসা করতে চাইছেন তার জন্য Bengal Angel Network Of Investors (Bani) এর শুভ সূচনা হল। যাতে যোগাযোগ ব্যবস্থা থেকে সমস্ত সুযোগ পাওয়া যায় এবং ব্যবসাকে গ্লোবালি আরও বাড়ানো যায়। প্রসেনজিৎ চ্যাটার্জী ছাড়াও আরো দুজনের বাইট আছে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 22, 2025 15:19:53
Asansol, West Bengal:আসানسোলের রানীগঞ্জ থানার অন্তর্গত নেতাজি মোড়ে শনিবার সন্ধ্যায় দুই রাজনৈতিক সংগঠনের কর্মসূচিকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। একদিকে সিটুর পক্ষ থেকে শ্রম কোডের বিরোধিতায় চলছিল পথসভা, অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বাংলাদেশে দিপু দাসকে হত্যা ও আগুনে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল। একই সময় ও স্থানে দুটি কর্মসূচি চলায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সিটু ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা মুখোমুখি হয়ে পড়ে। প্রথমে স্লোগানের মধ্য দিয়েই শুরু হয় সংঘর্ষ। একদিকে ‘জয় শ্রীরাম’ স্লোগান, অন্যদিকে ‘মোদি হাঁটাও’ স্লোগানে গোটা এলাকা কার্যত উত্তেজনার চেহারা নেয়। স্লোগান যুদ্ধের পর তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে δύο পক্ষই। মুহূর্তের মধ্যে পরিস্থিতি গুরুতর আকার নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয় এলাকায়। খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের মধ্যস্থতায় দুই পক্ষকে আলাদা করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 22, 2025 15:19:22
Kolkata, West Bengal:বাগদা বিধানসভার গাড়াপোতা য় বিজেপির প্রতিবাদ পরিবর্তন যাত্রা থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কড়া ভাষায় আক্রমণ করলেন বনগাঁ সংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন তিনি পথসভার মঞ্চ থেকে বক্তব্যে মোহাম্দ ইউনুসকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন বলে দাবি করেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইউনুসকে সমর্থন করছে । যে কারণে বলেছি সেটা হল মমতা বন্দ্যোপাধ্যায় এপারে যেভাবে মৌলবাদকে সমর্থন করছে তাতে ওপারের মৌলবাদ আরো মাথা চারা দিচ্ছে ৷ মৌলবাদ যত বেশি মাথাচাড়া দেবে হিন্দুরা তত অত্যাচারিত হবে । সে কারণেই বলা হয়েছে ৷ সোমবার গাড়াপোতার কলমবাগান থেকে গাড়াপোতা বাজার পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকরা প্রতিবাদ পদযাত্রা করেন। সেখানে গাড়াপোতা গার্লস হাই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রীর শ্লীতাহানির ঘটনার প্রতিবাদী কয়েকজন নির্দোষ যুবককে অন্যায় ভাবে আটকে রেখেছে পুলিশ এমনই অভিযোগ আনেন। সেই মিছিলে কর্মী সমর্থকদের সঙ্গে হাঁটেন সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি নেতা দেবদাস মন্ডল। মিছিল শেষে প্রতিবাদ সভা হয় সেখানেই শান্তনু সেভেন সিস্টার প্রসঙ্গ তুলে মোহামদ ইউনুসকে আক্রমণ করে বলেন যে অপদার্থ সেভেন সিস্টার দখল করার কথা বলে মৌলবাদকে প্রশ্রয় দেয় ওকে উচিত মুখে চুনকালি দিয়ে রাস্তায় ঘুরানো । এদিন তিনি সাধারণ উদ্বাস্তু মানুষের উদ্দেশ্যে দ্রুত সিএএ তে আবেদন করার অনুরোধ জানান। তিনি বলেন নাগরিকত্ব নেওয়া মানেই ভোটার。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 22, 2025 15:18:54
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 22, 2025 15:03:05
Chinsurah, West Bengal:২০২৩ সালের পয়লা এপ্রিল চন্দননগরে জল প্রকল্পের উদ্বোধনে এসে ইন্দ্রনীল সেন কে নিয়ে ফিরহাদ হাকিম মজার ছলে বলেছিলেন,ইন্দ্রনীল সেনের রিচ মুখ্যমন্ত্রী পর্যন্ত।আমরা ভয়ে থাকি যদি কানে কিছু লাগিয়ে দেয়। তার পুনরাবৃত্তি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্য্যায়।সেই মজার ছলেই। আজ সন্ধায় শ্রীরামপুরে হেরিটেজ উৎসবের সূচনায় মন্ত্রী ইন্দ্রনীল সেনকে বরন করার সময় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আসল লোকের খোদ লোক ইন্দ্রনীল সেন,তাকে যত্ন তো করতেই হবে নাহলে আমার চাকরি থাকবে না।কি গান শুনিয়ে দেবে তখন আমার চাকরি চলে যাবে। ইন্দ্রনীলকে একদম কপাল খুলে দিয়েছে। এরপরই যদিও তৃনমূল সাংসদ বিষয়টিকে হালকা করতে বলেন,একটা সময় ছিল আমি শিল্পী ইন্দ্রনীল সেনের গানের ভক্ত ছিলাম।আমার গাড়িতে ইন্দ্রনীলের ক্যাসেট থাকত।তখন চর্চা চলত ইন্দ্রনীল ভালো গায় না শ্রীকান্ত ভালো গায়।আমি বলতাম ইন্দ্রনীল ভালো গায়।বরাবরই আমার ফেভারিট সিঙ্গার।পরবর্তীকালে কলিগ বন্ধু হয়েছে খুব ভালো মানুষ। দু বছর আগে ইন্দ্রনীল সেনকে পাশে নিয়ে ফিরহাদ হাকিমও মজার ছলে বলেছিলেন,ওর সোর্স বেশি রিচ বেশি।সাংস্কৃতিক বিষয়গুলো দেখে সেই কারণে ওর রিচ একেবারে মুখ্যমন্ত্রী পর্যন্ত।তাই আমাদের মাঝে মাঝে ভয়ে থাকতে হয় যদি আবার ইন্দ্রনীল কিছু কানে লাগিয়ে দেয়।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 22, 2025 15:02:28
Dihierench, West Bengal:সংগীত শিল্পী লোক নিজিতাকে হেনস্তার প্রতিবাদে ভগবানপুর থানা ঘেরাও, ওসি-র ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন বিজেপির। অভিযুক্ত মেহবুবকে আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজত দিয়েছে। সংগীত শিল্পীকে হেনস্তার ঘটনার প্রতিবাদে হিন্দু ঐক্য সংহতির ডাকে ভগবানপুর থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা, কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী এবং ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে এই বিক্ষোভে অংশ নেন বহু কর্মী-সমর্থক। প্রায় ৩০ মিনিট ধরে থানা ঘেরাও চলার পর পুলিশের কাছে ডেপুটেশন জমা দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ শেষে শঙ্কুদেব পন্ডা অভিযোগ করেন, ঘটনার সময় ওসি সজাগ থাকলে এত বড় ঘটনা ঘটত না। তিনি বলেন, অভিযুক্ত ওসির বিরুদ্ধে ডিসিপ্লিনারি ইনকোয়ারি চলছে শুনলেও কেন তাঁকে এখনও সরানো হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন। পাশাপাশি, যে স্কুলে ওই অনুষ্ঠান হয়েছিল সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার দাবিও জানান তিনি। অন্যদিকে, অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেপ্তারের পর আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হলে পুলিশ সাত দিনের হেফাজত চাইলেও চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করা হয়। জেলা পুলিশ সুপার মিতুল কুমার দে জানিয়েছেন, অভিযুক্ত ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। ইতে গেল, গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। তৃণমূল নেতা ও ভগবানপুর ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা অভিযোগগুলি খারিজ করে পাল্টা প্রতিক্রিয়া দেন। বাইট: শঙ্কুদেব পন্ডা (বিজেপি নেতা) সৌমেন্দু অধিকারী (সাংসদ, কাঁথি) রবীন্দ্রনাথ মাইতি (বিধায়ক, ভগবানপুর) অরূপ সুন্দর পন্ডা (তৃণমূল নেতা)
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 22, 2025 14:50:11
Katwa, West Bengal:অংকের ভয় ভেঙে নতুন ভাবনার জন্ম সুদপুর উচ্চ বিদ্যালয়ে অনন্য উদ্যোগে জাতীয় গণিত দিবস উদযাপন শীতের মরসুম মানেই যখন বেশিরভাগ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা আর বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি, ঠিক সেই সময় এক ব্যতিক্রমী পথে হাঁটল কাটোয়ার প্রত্যন্ত গ্রামের সুদপুর উচ্চ বিদ্যালয়। এক অনন্য শিক্ষামূলক উদ্যোগের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উদযাপিত হলো জাতীয় গণিত দিবস। উপলক্ষ—বিশ্ববরেণ্য গণিতজ্ঞ শ্রীনিবাসন রামানুজনের ১৩৯তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে দাঁইহাট ও কাটোয়া চক্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় অংকের মডেল প্রতিযোগিতা ও প্রদর্শনী। প্রায় ১৭টি বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। ছোট ছোট হাতে তৈরি নানা গাণিতিক মডেলের মাধ্যমে তারা তুলে ধরে অংকের বিভিন্ন জটিল বিষয়কে সহজ ও আকর্ষণীয়ভাবে। শুধু মডেল তৈরি করাই নয়, বিচারকদের সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে 자신ে দিচ্ছি বিস্তারিত ব্যাখ্যাও দেয় ছাত্রছাত্রীরা। সারাদিন ধরে চলা এই প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী বিদ্যালয়ের পড়ুয়াদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীকেই উৎসাহ দিতে দেওয়া হয় স্মারক ও পুরস্কার। অনুষ্ঠানের শেষে গণিতের নানা দিক নিয়ে একটি মনোগ্রাহী আলোচনাসভাও অনুষ্ঠিত হয়, যা পড়ুয়াদের মধ্যে বিষয়টির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলে。 এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া ও দাঁইহাট চক্রের এসআই, কাটোয়া মহাবিদ্যালয়ের অধ্যাপক-সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তি। সকলেই সুদপুর উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ছাত্রছাত্রীদের মধ্যে অংক ও বিজ্ঞান নিয়ে যে ভয় বা দূরত্ব কাজ করে, সেটি দূর করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। উল্লেখযোগ্যভাবে, সুদপুর উচ্চ বিদ্যালয়ে রয়েছে গণিতের জন্য একটি বিশেষ ল্যাবরেটরি, যা রাজ্যের খুব কম সংখ্যক বিদ্যালয়েই দেখা যায়। এই ল্যাবরেটরির মাধ্যমে খেলাচ্ছলে ও হাতে-কলমে অংক ও বিজ্ঞান শেখানোর দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দে জানান, “আমাদের লক্ষ্য একটাই—ছাত্রছাত্রীরা যেন অংক ও বিজ্ঞানকে ভয়ের বিষয় হিসেবে না দেখে, বরং আনন্দের সঙ্গে বুঝতে শেখে। আগামী দিনেও এই ধরনের কার্যক্রম আমরা চালিয়ে যাব।” সুদপুর উচ্চ বিদ্যালয়ের এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন কাটোয়া চক্রের এসআই ফেন্সি মুখার্জিও। তাঁর কথায়, এই ধরনের উদ্যোগই ভবিষ্যতে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অংকের ভয় ভেঙে নতুন ভাবনার বীজ বোনার এই উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল.
0
comment0
Report
PDPradyut Das
Dec 22, 2025 14:48:47
Jalpaiguri, West Bengal:স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় হাইকোর্টে আগাম জামিন খারিজ হতেই অফিস ছাড়লেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তিনি অফিস ছেড়ে বেরিয়ে যেতেই তাঁর মোবাইল ফোন সুইচ অফ হয়ে যায়। ফলে চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডল সহ অফিসের অন্যান্য কর্মীদের কাজ করতে দেখা গিয়েছে। অফিস থেকে বেরিয়ে বিডিও কোথায় গিয়েছেন স্পষ্ট করে তা জানাতে পারেননি অফিসের কর্মী, আধিকারিকরা। জয়েন্ট বিডিও বলেন, স্যার সকাল থেকে অফিসে ছিলেন। বিকেলে বেরিয়ে যান। তিনি কোথায় গিয়েছেন বলতে পারব না। কোথাও ফিল্ডে যেতে পারেন। তবে বিডিওর আগাম জামিন খারিজ হয়ে যাওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি জয়েন্ট বিডিও। বলেছেন, এটা আমার এক্তিয়ার বহির্ভূত বিষয়। সুতরাং এনিয়ে কিছু বলতে পারব না। উদ্ভূত পরিস্থিতিতে অফিসের কাজে কোনও সমস্যা হচ্ছে কিনা তার উত্তরে জয়েন্ট বিডিও বলেন, আমাদের অফিসে যেমন কাজ চলার তেমনই চলছে। কোনো অসুবিধা হচ্ছে না।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Dec 22, 2025 14:03:11
Kolkata, West Bengal:অনেক পোর্টাল লাগাতার హెడিং করছে কুণাল কে ধুয়ে দিলেন অমুক । শীত কালে এত ধোয়াবেন না । অন্য শব্দ বন্ধ ব্যবহার করুন । হুমায়ূন কবীর নতুন দল । দেখতে হবে বিজে পি কে সাহায্য করার জন্য দল তৈরি হয়েছে কি না । ( বিজেপি প্রার্থী হুমায়ূনের বক্তব্য প্রচার কুণালের ) । বাবরি ধ্বংস কারী বিজেপিতে ছিলেন উনি । বিজেপি রুখতে গেলে তৃণমূল দরকার হুমায়ূন কবীর কে আমার কথা হুলের মতো বেঁধে । আপনার নম্বর আমার কাছে ছিল না । আমাকে আক্রমণ করছেন । আপনার মত ছেলে মানুষ অনেক দেখেছি হুমায়ূন ব্রিগেড করবেন তো করবেন । বামেরা ও তো ব্রিগেড করে । তারপর শূন্য পায় । অভিষেক ট্যালেন্টেড । এটা তো স্বাভাবিক । তাহলে আপনি দল ছাড়লেন কেন ? হুমায়ূন হলো চাবি দেওয়া পুতুল । জিত নি চাবি ভরি রাম নে , উতনি চলে খিলনা । শুভেন্দু র প্রশংসা তো করবেনই হুমায়ূন এসেছিল ওনার সংঘঠন নিয়ে আপত্তি শুভেন্দু যত মুসলিম ভোট ভাঙার কথা বলবে , তত মানুষ বুঝবে ওরা একে অন্যের পরিপূরক । শুভেন্দু শুভেন্দু অধিকারী কেন বাংলাদেশ দূতাবাস ঘেরাও করতে হচ্ছে কেন ? দিল্লিতে বলছেন না কেন । এখানে আই ওয়াশিং নাটক চলছে । তৃণমূল এর নীতিগত সিদ্ধান্ত বিদেশ ইস্যুতে কেন্দ্রের পক্ষ । আপনারা লোক দেখানো নাটক কেন করছে । বি এল ও দের সত্যিই অসুবিধা হচ্ছে সামসের গঞ্জ দোষী সাব্যস্ত হয়েছে । এগুলো তৃণমূলের জমানাতে হয় । বাম আমলে হতো না শতদ্রু দত্ত নিজেই তো 400 জনের লিস্ট দিয়েছে । বলা হচ্ছে প্রভাবশালী ছাড়া ও নিজেই 400 জনের নাম দিয়েছেন বি ডি ও প্রশান্ত বর্মন : আইন আইনের পথে চলছে । Lognojitaa র ঘটনা নিন্দা , প্রতিবাদের ।।পুলিশ ব্যবস্থা নিয়েছে
0
comment0
Report
MMManoj Mondal
Dec 22, 2025 14:02:30
Kolkata, West Bengal:বাংলাদেশের হিন্দু যুবক দিপু দাসের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল এপার বাংলা। এই ঘটনার প্রতিবাদে উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী শহর বনগাঁয় বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলে শামিল হল বনগাঁ হিন্দু নাগরিক ঐক্য মঞ্চ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার অত্যাচার ও দিপু দাসের হত্যার ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে রাস্তায় নামেন সংগঠনের কর্মী-সমর্থকরা। এদিন বনগাঁ ১ নম্বর রেলগেট থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে এবং বিভিন্ন স্লোগান তুলে মিছিলটি এগিয়ে যায় বনগাঁ বাটা মোড়ের দিকে। “বাংলাদেশে হিন্দু নিধন বন্ধ করো”, “দিপু দাসের হত্যার বিচার চাই”, “সংখ্যালঘুদের সুরক্ষা দাও”—এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে অংশগ্রহণকারীদের দাবি, বাংলাদেশে বারবার হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হলেও আন্তর্জাতিক মহল ও প্রশাসনের তরফে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বাটার মোড়ে পৌঁছে প্রতিবাদ আরও তীব্র আকার নেয়। সেখানে প্রতীকী প্রতিবাদ হিসেবে ইউনূসের কুশপুতুল দাহ করা হয়। প্রতিবাদ মিছিল ও কুশপুতুল দাহকে ঘিরে বনগাঁ শহরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। ঘটনাস্থলে মোতায়েন ছিল বনগাঁ থানার বিশাল পুলিশ বাহিনী।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 22, 2025 13:21:51
Chinsurah, West Bengal:বড়দিনের আগে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ, ইতিহাসের সাক্ষি হয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে পর্তুগীজ গীর্জা。 হুগলি জেলার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম হলো ব্যান্ডেল চার্চ। গঙ্গার তীরে অবস্থিত ব্যান্ডেল ব্যাসিলিকা বহু ইতিহাসের সাক্ষি।চারশ বছরের প্রাচীন এই চার্চ।সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা লেগে থাকে।ডিসেম্বর মাস পরতেই সেই সংখ্যা বহুগুন বাড়ে। ব্যান্ডেল চার্চের ইতিহাস বলছে,১৫৩৬ সালে পর্তুগীজরা সপ্তগ্রামে বানিজ্য করতে আসে এবং বসতি গড়ে তোলে।গোয়া থেকে অগস্টিন ফাদারদের নিয়ে এসে ১৫৯৯ সালে ব্যান্ডেলে ছোটো গীর্জা তৈরী হয়।১৬৩২ সালে মোগল সম্রাট শাজাহানের সৈন্যদের সঙ্গে পর্তুগিজদের যুদ্ধ হয়।ব্যান্ডেল গীর্জা ধ্বংস করে মোগল সৈন্যরা।পরে শাজাহানই গীর্জা তৈরীর জন্য অর্থ দেন।জমি দান করেন।সেইখানে তৈরী হয় গীর্জা。 ব্যান্ডেল চার্চেই রয়েছে মাদার মেরীর স্মারক চাদরের এক টুকরো।পর্তুগালের লিসবন থেকে যা আনা হয়েছিল।চার্চে রয়েছে মাদার মেরীর মূর্তি যা নদী থেকে পাওয়া গিয়েছিল চারশ বছড আগে।আর আছে ৩৫ ফুট লম্বা কাঠের তৈরি মাস্তুল। যেটি একটি প্রদর্শনীশালায় স্থান পেয়েছে। জানা যায়, ১৬৫৫ খ্রিস্টাব্দে ব্যান্ডেলে তখন পর্তুগিজদের উপনিবেশ। ওই বছর একদিন একটি পর্তুগিজ জাহাজ বঙ্গোপসাগরে প্রবল ঝড়ের মধ্যে পড়ে বাঁচার জন্য নাবিক ঈশ্বর의 শরণাপন্ন হন। তিনি মাতা মেরির কাছে প্রার্থনা করে জানান ,জাহাজ রক্ষা পেলে যাত্রা পথে তিনি প্রথম যে গির্জা দেখতে পাবেন সেখানেই কৃতজ্ঞতার প্রতীক হিসেবে মাস্তুল দান করবেন। পরে নাবিক জাহাজ নিয়ে গঙ্গা বক্ষ দিয়ে হুগলিতে পৌঁছান। এক সকালে নাবিক গঙ্গার পাড়ে ব্যান্ডেল চার্চ দেখতে পান ।প্রতিশ্রুতি অনুযায়ী তিনি জাহাজের পাল লাগানো ওই মাস্তুল খুলে ব্যান্ডেল চার্চে দান করেন। তারপরেই জাহাজ নিয়ে ফিরে যান।সেই মাস্তুল চার্চের সামনে বসানো ছিলো।এক ঝড়ে তা ভেঙে পরে।বর্তমানে ভারতের পুরাতাত্ত্ব বিভাগ সেই মাস্তুলকে সংসরক্ষন করেছে একটি কাঁচের বাক্সে। নানা অলৌকিক ঘটনা ও বিশ্বাস নিয়ে প্রায় চারশ বছরের চলমান ইতিহাসের সাক্ষি ব্যান্ডেল চার্চ।সেই চার্চ দেখতে যীশু মাদার মেরীর কাছে প্রার্থনা করতে বহু মানুষ আসেন sারা বছর।তবে বড়দিনের সময় ভীর হয় সবচেয়ে বেশি। ক্রিসমাস উপলক্ষে সাজিয়ে তোলা হয় ব্যান্ডেল চার্চ।পশ्चिमবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সহায়তায় আলো দিয়ে সাজানোর পাশাপাশি গীর্জার সামনে গোশালা তৈরী করা হয়।যেখানে যীশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়।২৪ শে ডিসেম্বর মধ্যরাতে হয় মিড নাইট মাস।রাত ঠিক বারোটায় গাওয়া হয় ক্যারল। বড় দিন ও বর্ষবরনের উৎসবে অত্যধিক ভীরের কারনে ২৫ ডিসেম্বর ও ১ লা জানুয়ারী দুই দিন ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে দর্শনার্থীদের জন্য।তবে যেখানে গোশালা তৈরী হয়েছে সেখানে যাওয়ার অনুমতি থাকে। ব্যান্ডেল চার্চের সামনে বড় দিন উপলক্ষে মেলা বসে। হরেক পসরা নিয়ে সাজিয়ে বসেন দোকানীরা。
0
comment0
Report
Advertisement
Back to top