Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

मालबाजार बूथ पर बीएलओ के फॉर्म की रसीद कॉपी पर हस्ताक्षर नहीं करने का आरोप

ABArup Basak
Nov 18, 2025 06:26:51
Mal Bazar, West Bengal
এস আই আর ফরম ফিলাপের রিসিভিং কপি না দেবার অভিযোগ বিএল ওর বিরুদ্ধে। গোটা রাজ্যজুড়েই শুরু হয়েছে এস আই আর ফরম ফিলাপ। মালবাজার শহরে রিসিভিং কপি সই না করে দেবার অভিযোগ উঠল বি এল ওর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালবাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি বুথে। স্থানীয়দের অভিযোগ এস আই আর ফরম ফিলাপ করে জমা দিতে গেলে বিএলও রিসিভিং কপিতে সই না করেই ওয়ার্ডের ভোটারদের হাতে তুলে দিচ্ছেন। বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন ওই বুথের ভোটাররা। স্থানীয় বিএলও সন্তোষ পাশোয়ান ফোনে জানিয়েছেন, স্থানীয় ভোটাররা যে ফর্ম নিয়ে আসছেন তাতে দেখা গেছে দুটি ফর্মে দু'রকমের হাতের লেখা। অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তিও থাকছে। ভোটারদের ফর্ম ভেরিফাই না করা হলে রিসিভিং কপি প্রদান করলে তার দায়ভার কে নেবে?..... বিষয়টি নিয়ে প্রশাসন সূত্রে জানা গেছে, দুটি ফরমের মধ্যে একটি ফরম ভেরিফাই করে বি এল ও অবশ্যই ভোটারের হাতে তুলে দেবেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বাইট ১) স্থানিয় মহিলারা。 ২) ভোটার কৃষ্ণ সরকার。 ৩) সন্তোষ পাসোয়ান, বিএলও(ভয়েজ)
189
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Nov 18, 2025 08:03:18
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে বালুরঘাট স্টেশন সংলগ্ন লিপ এগ্রি লজিস্টিকের গোডাউনের সামনে কৃষকদের বিক্ষোভ বালুরঘাট: তপন ব্লকের কাটনা মৌজায় লিপ এগ্রি লজিস্টিক প্রাইভেট লিমিটেডের Goiডাউন নির্মাণকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় কৃষকেরা। দুই বছর আগে বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই গোডাউন의 কাজ শুরু হয়। জমি অধিগ্রহণের সময় কোম্পানির পক্ষ থেকে কৃষকদের প্রতিশ্রুति দেওয়া হয়েছিল बाजारদরের পাঁচ গুণ বেশি দামে জমি কেনা হবে এবং প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। স্থানীয় কৃষকদের অভিযোগ, সেই প্রতিশ্রুতির একটিও রক্ষা করেনি সংস্থা। জমির সম্পূর্ণ টাকা এখনও পাননি অনেকে। যাদের চাকরি দেওয়া হয়েছে, তারা অভিযোগ করেছেন গত তিন মাস ২১ দিন ধরে কোনও বেতন পাচ্ছেন না। ফলে আর্থিক অনটন চরমে পৌঁছেছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নিয়ন্ত্রণে বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে পরিচালিত হয় লিভ এগ্রি লজিস্টিকের এই গোডাউন। কিন্তু সংস্থার দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ কৃষকেরা মঙ্গলবার সকাল থেকে গোডাউনের গেটের সামনে বিক্ষোভে সামিল হন。 বিক্ষোভকারীদের দাবি— - প্রতিশ্রুতির অনুযায়ী দ্রুত জমির সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। - যাদের চাকরি দেওয়া হয়েছে, তাদের চাকরি ৬০ বছর পর্যন্ত স্থায়ী করতে হবে। - যে পরিমাণ জমি অধিগ্রহণের কথা বলা হয়েছিল, সেই অনুযায়ী সমস্ত জমি কিনে যথাযথ দাম দিতে হবে। - কৃষকদের দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। বাইট ১/ সুশীল লাকড়া জমিদাতা ২/ রূম্পা ওড়াও জমিদাতা ৩/অপূর্ব দাস জমিদাতা কৃষক 1811ZG_SDIN_AGITATION
0
comment0
Report
CDChampak Dutta
Nov 18, 2025 08:02:56
Kaji Chak, West Bengal:*কয়েক দশক ধরে কংক্রিটের ভাঙ্গা সেতু,তারউপর পাটাতন বিছিয়েই চলছে ৫-৬ টি গ্রামের বাসিন্দা ও পন্যবাহী গাড়ির ঝুঁকির পারাপার।এলাকার গুরুত্বপূর্ণ সেতু মেরামত না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন।বিজেপি দাবি করছে তৃণমূল সরকারের আমলে কাজ হবে না,তাই ২০২৬ সালে নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসে এই সেতু মেরামত করবে।গ্রাম পঞ্চায়েতের দাবি,নতুন ব্রীজ তৈরির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল,দ্রুত কাজ হবে। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কামারখালী এলাকায় ভৈরবী খালের উপর কংক্রিটের সেতুর। কয়েকদশক ধরে সেতুটি বেহাল অবস্থায় রয়েছে,সেতুর মাঝে বড়ো গর্ত দেখা দিয়েছিল।কংক্রিট সেতুর উপর গর্ত থাকায় দূর্গতনা এড়াতে কাঠের পাটাতন বিছিয়ে তারউপর চলছে ঝুঁকির যাতায়াত।সেই কাঠের পাটাতনও কয়েকদিন আগে ভাঙে যায়।বেহাল অবস্থা সেতুর বাকি অংশও।এলাকার মানুষের দাবি কৃষি প্রধান এলাকা একমাত্র যাতায়াতের রাস্তা তার উপরে সেতুটি বেহলা হলেও মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি।এর ফলে ভাঙাচোরা সেতুর উপর পাটাতন বিছিয়ে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত একাধিক বার ঘটছে দূর্ভটনা।দ্রুত সেতু মেরামতের দাবি তুলেছেন এলাকার মানুষজন।চাষের মরসুমে গাড়ি কৃষি সামগ্রী নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের।তবে এবিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি ২৬ শে নির্বাচনে তারা ক্ষমতায় এসে সেতু তৈরি করবে।আর তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে সেতুটি দ্রুত মেরামত করা হবে তার টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 18, 2025 07:51:57
86
comment0
Report
CDChampak Dutta
Nov 18, 2025 07:51:46
Kaji Chak, West Bengal:*রাজ্য সরকারের টোটো আইনের বিরুদ্ধে এবার সরব চন্দ্রকোনা পুর এলাকার টোটো চালকরা।মাইকিং করে ধর্মঘটের ডাক টোটো চালকদের,যাত্রী সহ টোটো ঘুরিয়ে দেওয়া হচ্ছে চন্দ্রকোনা পুর এলাকা থেকে।* রাজ্য সরকারের টোটো আইনের বিরুদ্ধে এবার আন্দোলনে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা এলাকার টোটো চালকরা।রাজ্য সরকারের পরিবহন দপ্তরের টোটো আইন বিরুদ্ধে সরব হয়ে টোটো ধর্মঘটের ডাক চন্দ্রকোনা পুর এলাকার টোটো চালকদের।ধর্মঘটের সমর্থনে এবং যাত্রী হয়রানি এড়াতে টোটো ধর্মঘটের জন্য চলছে মাইকিং,প্লাকার্ড ছাপিয়ে প্রচার।আজ মঙ্গলবার ও আগামী ২১ শে নভেম্বর শুক্রবার এই দুদিন চন্দ্রকোনা পুর এলাকা জুড়ে টোটো ধর্মঘটে সামিল টোটো চালকরা।তাদের দাবি,রাজ্য সরকারের পরিবহন দপ্তরের টোটো আইন অনুযায়ী তারা রেজিস্ট্রেশন করতে রাজি তাতে কোনো আপত্তি নেই।কিন্তু বিনামূল্যে রেজিস্ট্রেশন,राज্য सড়কে টোটো চালানোর অনুমতি দিতে হবে এমনই দাবি নিয়ে ধর্মঘটের ডাক টোটো চালকদের।আজ চন্দ্রকোনা পুর এলাকার গাছশীতলা মোড়,গোসাইবাজার,সেন্ট্রাল বাসস্ট্যান্ড,ঠাকুরবাড়ি বাজার,জয়ন্তীপুর সহ শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ধর্মঘট নিয়ে মাইকিং প্রচার করা হয়।চন্দ্রকোনা শহরের গাছশীতলা মোড়ে টোটো চলাচল করতে দেখে তাতে বাধা দেওয়া হয়,এমনকি যাত্রী নামিয়ে দেওয়া হয় টোটো থেকে।ক্ষীরপাই থেকে চন্দ্রকোনা শহর হয়ে গড়বেতায় যাত্রী ও মাল নিয়ে যাচ্ছিল একটি টোটো তাকে চন্দ্রকোনা শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডের রাস্তায় আটকে দেয় ধর্মঘটে সামিল টোটো চালকরা।চন্দ্রকোনা থেকে পুনরায় ক্ষীরপাই পাঠিয়ে দেওয়া হয় ওই টোটোটিকে এমনটাই জানান যাত্রীবাহী ওই টোটোর চালক।তবে টোটো চালকদের এই ধর্মঘটে তারও সায় রয়েছে বলে জানান যাত্রী।চন্দ্রকোনা পৌরসভা সূত্রে খবর,পুর এলাকায় প্রায় ২২৫ টির মতো টোটো চলে।পুর এলাকা ছাড়াও আশপাশের অঞ্চলের টোটোর যাতায়াত রয়েছে।এই টోటো ধর্মঘটের জেরে যাত্রী হয়রানি বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।এবিষয়ে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র বলেছেন,যদি কারও কোনো অভিযোগ বা কিছু জানানোর থাকে আমাদের লিখিত আকারে জানালে তা পরিবহন দপ্তরে পাঠিয়ে দেবো।টোটো আইন নিয়ে পৌরসভার কোনো ভূমিকা নেই।এটি নিছকই রাজ্য সরকারের পরিবহন দপ্তরের বিষয়।পরিবহন দপ্তর থেকে অন্যান্য পৌরসভার মতোই আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল টোটো আইন সম্পর্কে প্রচারের,আমরা শহরের বিভিন্ন জায়গায় ব্যানার হোডিং দিয়েছি।
38
comment0
Report
STSrikanta Thakur
Nov 18, 2025 07:49:34
Dinajpur, Rangpur Division:কুশমন্ডির বাগডুমা গ্রামে বিগত ৩০ বছর ধরে রঞ্জিত দত্ত। আজ থেকে প্রায় ৩০ বছর আগে গিয়েছিলেন শিক্ষকতার পেশায় নিযুক্ত হয়ে পুরো গ্রামটা তখন ছিল আদিবাসী প্রধান এবং শিক্ষার হার ছিল তলানিতে। পেশায় প্রথম জীবনে বেছে নিয়েছিলেন টিভি রেডিও সারানোর মেকানিক হিসেবে।পরে ধীরে ধীরে শিক্ষকতার পেশার সঙ্গে হয়ে ওঠেন আদিবাসী প্রধান এই গ্রামে শিক্ষার আলোকে জাগিয়ে রাখতে তিনি সিদ্ধান্ত নেনএই গ্রামেই থেকে যাবেন। বালুরঘাট শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে স্কুলে যাতায়াত সম্ভব ছিল না সেই সময় যেমন ভাবনা তেমন কাজ গ্রামেরই আদিবাসী পরিবারের ঘরে শুরু করেন তিনি ধীরে ধীরে স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা বাড়তে থাকে। কিন্তু ছাত্র-ছাত্রীদের পরিবার পড়াশোনার পরিবেশ তুমি অনুভব করেন তাদেরকে স্কুলে রেখেই পড়াতে হবে। যে কারণে নিজেই ২৭ বছর আগে ছোট্ট মাটির ঘর বানিয়ে শুরু করেছিলেন আশ্রম । প্রথম প্রথম সেখানে আদিবাসী ছাত্ররা থেকে পড়াশোনা করত তুমি হয়ে উঠেছে অনাথ আশ্রয়স্থল বিগত ৩০ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন শিক্ষক রঞ্জিত দত্ত।তার এই আশ্রম থেকে বিগত ২৭ বছরে প্রচুর অনাথ ছাত্র পড়াশোনা করে বেরিয়েছে তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়েছে। এই মহান কাজের সঙ্গে তিনি এককভাবে লড়েছেন সাহায্য পাননি।তবে কখনো কখনো কিছু ব্যক্তি গান করেন ছাত্রদের দৈনন্দিন খরচ চালানোর জন্য বর্তমানে মাসে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচা হয় সেই টাকা তার পেনশনের সমস্তটা দিয়ে মেটানোর চেষ্টা করেন কখনো বা গ্রামের বাড়ি থেকে কৃষির দ্রব্য বিক্রি করে সেই টাকা দিয়ে আশ্রমের খরচ চালান। বর্তমানে এই আশ্রমে ৩০ জন আবাসিক রয়েছে এবং এদের অধিকাংশই আদিবাসী পরিবার থেকে আসা এবং অনাথ।
25
comment0
Report
AGAyan Ghosal
Nov 18, 2025 06:56:21
Kolkata, West Bengal:শালিমার স্টেশন ইয়ার্ড রক্ষনাবেক্ষণ এবং ট্র্যাক মেন্টেনেন্স এর কারণে টানা এক সপ্তাহ বাংলা থেকে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন, তালিকা প্রকাশ করল দক্ষিণ পূর্ব রেল। ট্রেন নম্বর ১৮০৩০ শালিমার- মুম্বই লোকমান্য তিলক টার্মিনাল কুরলা এক্সপ্রেস ২১ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর ২২৮৩০ শালিমার- ভূজ সুপারফাস্ট এক্সপ্রেস ১৫ নভেম্বর বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর ২২৮২৯ ভূজ- শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ১৮ নভেম্বর বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর ১৫০২২ গোরক্ষपुर- শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস ১৮ নভেম্বর বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর ১৫০২১ শালিমার- গোরক্ষপুর সাপ্তাহিক এক্সপ্রেস ১৮ নভেম্বর বাতিল করা হয়েছে। ট্রেন নং ১৮০২৯ মুম্বই লোকমান্য তিলক টার্মিনাস- শালিমার কুরলা এক্সপ্রেস ১৯ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। ট্রেন নং ১২১৫১ মুম্বই লোকমান্য তিলক টার্মিনাল- শালিমার সমরাস্তা এক্সপ্রেস ১৯ নভেম্বর অবধি বাতিল হয়েছে। ট্রেন নং ১২১৫২ শালিমার- মুম্বই লোকমান্য তিলক টার্মিনাল সমরাস্তা এক্সপ্রেস ২১ নভেমর অবধি বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর ২০৯৭১ উদয়পুর শহর- শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন ১৫ নভেম্বর বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর ২০৯৭২ শালিমার- উদয়পুর সিটি সুপারফাস্ট এক্সপ্রেস ১৬ নভেম্বর বাতিল করা হয়েছে। ১৯ থেকে ২২ নভেম্বর বাতিল থাকছে পুরী হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস।
141
comment0
Report
BMBiswajit Mitra
Nov 18, 2025 06:55:39
Ranaghat, West Bengal:নৃশংস ঘটনা, ভাসুরের ধারালো অস্ত্রের কোপ বৌমার ঘাড়ে এবং মাথায়। ঘটনার খবর পেয়েই ভাসুরকে গাছের সাথে বেঁধে রাখল বাসিন্দারা এরপর পুলিশ গিয়ে ভাসুরকে আটক করে নিয়ে যায়। অসুস্থ বৌমা চিকিৎসাধীন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সাতসকালে মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় এলাকায় দীর্ঘ অঞ্চলে সৃষ্টি হয়। নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাইগাছি সেনপাড়া ইটভাটা এলাকায় বুধবার ভোরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ, বৌমা কমলা বিশ্বাসকে ধারালো হাসুয়া দিয়ে কোপ মারেন তাঁর ভাসুর সুযুত বিশ্বাস। রক্তাক্ত অবস্থায় কমলা দেবীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘটনারস্থলেই তারা অভিযুক্ত সুব্রতকে হাতেনাতে ধরে ফেলে গাছে বেঁধে রাখেন এবং খবর দেন শান্তিপুর থানায়。 খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুব্রত বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে মারাত্মক আহত কমলা বিশ্বাসকে স্থানীয়রা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে অন্যত্র রেফার করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, কমলা বিশ্বাসের স্বামী সুশান্ত বিশ্বাস ঘটনাকার সময় বাড়িতে ছিলেন না। ঠিক কী কারণে এমন নৃশংস হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই শান্তিপুর থানার কর্মকর্তারা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং প্রতিবেশীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে。
147
comment0
Report
STSrikanta Thakur
Nov 18, 2025 06:54:25
Dinajpur, Rangpur Division:কুশমন্ডির বাগডুমা গ্রামে বিগত ৩০ বছর ধরে রঞ্জিত দত্ত। আজ থেকে প্রায় ৩০ বছর আগে গিয়েছিলেন শিক্ষকতার পেশায় নিযুক্ত হয়ে পুরো গ্রামটা তখন ছিল আদিবাসী প্রধান এবং শিক্ষার হার ছিল তলানিতে। পেশায় প্রথম জীবনে বেছে নিয়েছিলেন টিভি রেডিও সারানোর মেকানিক হিসাবে।পরে ধীরে ধীরে শিক্ষকতার পেশার সঙ্গে হয়ে ওঠেন আদিবাসী প্রধান এই গ্রামে শিক্ষার আলোকে জাগিয়ে রাখতে তিনি সিদ্ধান্ত নেনএই গ্রামেই থেকে যাবেন। বালুরঘাট শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে স্কুলে যাতায়াত সম্ভব ছিল না সেই সময় যেমন ভাবনা তেমন কাজ গ্রামেরই আদিবাসী পরিবারের ঘরে শুরু করেন তিনি ধীরে ধীরে স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা বাড়তে থাকে। কিন্তু ছাত্র-ছাত্রীদের পরিবার পড়াশোনার পরিবেশ তুমি অনুভব করেন তাদেরকে স্কুলে রেখেই পড়াতে হবে। যে কারণে নিজেই ২৭ বছর আগে ছোট্ট মাটির ঘর বানিয়ে শুরু করেছিলেন আশ্রম । প্রথম প্রথম সেখানে আদিবাসী ছাত্ররা থেকে পড়াশোনা করত তুমি হয়ে উঠেছে অনাথ আশ্রয়স্থল বিগত ৩০ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন শিক্ষক রঞ্জিত দত্ত।তার এই আশ্রম থেকে বিগত ২৭ বছরে প্রচুর অনাথ ছাত্র পড়াশোনা করে বেরিয়েছে তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়েছে। এই মহান কাজের সঙ্গে তিনি এককভাবে লড়েছেন সাহায্য পাননি।সরকারি সাহায্য জোটেনি।তবে কখনো কখনো কিছু ব্যক্তি গান করেন ছাত্রদের দৈনন্দিন খরচ চালানোর জন্য বর্তমানে মাসে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচা হয় সেই টাকা তার পেনশনের সমস্তটা দিয়ে মেটানোর চেষ্টা করেন কখনো বা গ্রামের বাড়ি থেকে কৃষির দ্রব্য বিক্রি করে সেই টাকা দিয়ে আশ্রমের খরচ চালান। বর্তমানে এই আশ্রমে ৩০ জন আবাসিক রয়েছে এবং এদের অধিকাংশই আদিবাসী পরিবার থেকে আসা এবং অনাথ।
191
comment0
Report
Advertisement
Back to top