Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

Belur Math में यीशु पूजा: शाम की आरती के बाद श्रद्धालु रामकृष्ण मठ में प्रार्थना

DGDebabrata Ghosh
Dec 24, 2025 16:20:59
Howrah, West Bengal
সন্ধ্যা আরতির পর বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে মূল মন্দিরে দক্ষিণ দিকে নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে জীশু পূজা শুরু হল। রীতি মেনে যথাযোগ্য মর্যাদায় মহাসমারোহে প্রতি বছরের ন্যায় এবারও ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে পালিত হলো জীশু পূজা। প্রভু জীশুর প্রতিকৃতি রেখে ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যারতি প্রণালী ফুল, ফল, মিষ্টি, কেক, পেস্ট্রি নিবেদন করে প্রভু জীশুকে পূজা করা হয়। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে প্রভু জীশু পূজোর আয়োজন করা হয়। সন্ধ্যারতির পর শুরু হয় জীশুর আরাধনা। প্রভু জীশুর ছবি বসানো হয়। মোমবাতি, ফুল দিয়ে ছবি সাজানো হয়। ক্যারলের মাধ্যমে পূজোর সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসীরা ও ভক্তরা। এদিন জীশুর জন্মকাহিনী পাঠ করা হয়। বিশেষ প্রার্থনা সঙ্গীত ও বাইবেল পাঠের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Dec 24, 2025 16:23:00
Dinajpur, Rangpur Division:বাংলাদেশে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে হিলি চেকপোস্টে বিজেপির বিক্ষোভ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তাল হয়ে ওঠে ভারত–বাংলাদেশ সীমান্তের হিলি চেকপোস্ট। বালুরঘাট বিধানসভার বিধায়ক ডा. অশোক কুমার লাহিড়ীর নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির হিলি ব্লক নেতৃত্ব ও দলীয় কর্মী-সমর্থকরা। সন্ধ্যায় হিলি আন্তর্জাতিক বাণিজ্য বন্দরের সামনে থেকে মিছিল শুরু कर বিক্ষোভকারীরা চেকপোস্ট এলাকায় পৌঁছান। সেখানে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে স্লোগান ওঠে এবং দীপু চন্দ্র দাস হত্যার তীব্র নিন্দা জানানো হয়। বিধায়ক ডা. অশোক কুমার লাহিড়ী বলেন, অত্যন্ত দুঃখের দিন আমরা সুখে এখানে আসিনি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে। বিজেপির কিছু কর্মী সমর্থক এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। আশা করছি এই আওয়াজ ওপারেও যাচ্ছে এবং ওপারে বাংলাদেশের সরকারের কাছে ভারতীয়রা কী চাইছে সেটা বোঝা যাবে। প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে ধৈর্যহারা আচরণ না করে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে। বিক্ষোভকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে BSF এবং পুলিশ মোতায়েন করা হয়েছিল; পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 24, 2025 16:22:39
Arambag, West Bengal:আরামবাগঃ২৪ ডিসেম্বর -------------------------------------------- প্রতিবছরের মতো এবারও একদিন আগেই যীশুখ্রীস্টের আরাধনা হল কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে। রাত পোহালেই ২৫ ডিসেম্বর।যীশু খ্রীস্টের জন্মদিন। তার একদিন আগেই অর্থাৎ বুধবার সন্ধ্যায় মহাসমারোহে যীশুপুজো হল ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মভিটে হুগলির কামারপুকুরে । সন্ধ্যা আরতির পর শুরু হয় যীশুর আরাধনা। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরের পাশেই আট চালায় প্রভু যীশুর ছবি বসিয়ে মোমবাতি, ফুল দিয়ে সাজানো হয়। ছবির সামনে দেওয়া হয় কেক, লজেন্স, ফল, পেস্ট্রি ও মিষ্টি। পরে যীশুর জন্মকাহিনী পাঠ করা হয়। মঠের নিয়ম মেনে ২৪ ডিসেম্বর মঠের সন্ধ্যা আরতির পরেই শুরু হয় এই বিশেষ অনুষ্ঠান। বিশেষ প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হয়। প্রতি বছরের মতো এই বছরও ৫৬ রকমের কেক দিয়ে প্রভূ যীশুকে ভোগ নিবেদন করা হয় রামকৃষ্ণ মঠে। গোটা মঠ চত্বর এদিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। রামকৃষ্ণ মিশন আয়োজিত বাইবেল পাঠ ও প্রাক ক্রিসমাস উপলক্ষে কামারপুকুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মপ্রাণ মানুষজন ভিড় জমান ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 24, 2025 16:22:16
Siliguri, West Bengal:*বাংলাদেশী পণ্যবাহী গাড়ি আটকে শিলিগুড়ির ফুলবাড়ী ইন্দো বাংলা সীমান্তে বিজেপির বিক্ষোভ সমাবেশ চলছে* বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার ও দিপু চন্দ্র দাস কে পুড়িয়ে মারার প্রতিবাদে ইন্দো বাংলা সীমান্তের ফুলবাড়ীর গুরুত্বপূর্ণ চিকেননেকস্ বর্ডারে চলছে বিজেপির മൈനറিটি সেল ও বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে area's বিধায়ক शिखা चट্টোپাধ্যায়ের বিক্ষোভ প্রতিবাদ। रাস্তায় বসে ইন্দো বাংলা সীমান্তের ফুলবাড়ি बॉर्डারে बিক্ষোভ দেখাচ্ছেন তারা। তাদের দাবি, यूनুস सरकार অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার থেকে শুরু করে হিন্দু নিধন বন্ধ না করে তাহলে এদেশ থেকে বাংলাদেশের পণ্য আমদানি ও রপ্তানি সরবরাহ থেকে শুরু করে বাংলাদেশিদের এ দেশে আসা যাওয়া সবটাই তারা বন্ধ করে দেবে। যদিও এই আন্দোলনে ইতিমধ্যেই বাংলাদেশে থেকে আগত পণ্য বাহির গাড়ি আটকে বিজেপির কর্মী সমর্থকরা জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছে। घटना স্থলে রয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। লাইভ ফিড দ্বারা: FEED SEND BY LIVE U6 2412ZG_SILI_INDO_BAN_BJP_R বাইট : ১) ডায়াগ্রাম ফুলবাড়ী বিজেপির মাইনরিটি সেল এর সেক্রেটারি, মতিয়ার রহমান। ২) শিখা চ্যাটার্জি, ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি বিধায়ক। ৩) WT & PTC
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 24, 2025 16:21:28
Chinsurah, West Bengal:চন্দননগরে মিঠুন, আমি কি পশ্চিমবাংলায় আসি,নাকি বাংলাদেশে আছি। মায়ের গান করার জন্য একটা বাচ্চা মেয়ে কে আটকে দিচ্ছে মায়ের পায়ের তলায় জান্নাত। আমরা ভারতীয় মুসলিমদের বিপক্ষে নই।আমরা সেই মুসলিমদের বিপক্ষে যারা ভারতের ক্ষতি করতে চায়। এই সরকার তাদের ছুট দিয়ে রেখেছে বাংলাদেশে নৃশংস ভাবে একটা হিন্দু কে খুনের জন্য হিন্দু জাগরণ মঞ্চের লোকেদের মারছে এই সরকার ওয়েস্ট বাংলাদেশ বানাতে চায়। যে যেভাবে আপনাদের সঙ্গে ব্যবহার করবে তার সঙ্গে সেই রকমই ব্যবহার করবেন। ওদের অনেক দেশ আছে,আমরা হিন্দুরা কোথায় যাবো। কাশ্মীর ফাইলস্ দেখলে বুঝতে পারবেন ওরা হিন্দুদের মেরে তাড়িয়েছিল।এখন কাশ্মীর দারুন। যদি কারোর সাথে কোন মনোমালিন্য থাকবে ইলেকশন অবধি মিটিয়ে নিন। ইলেকশনটা করতে হবে আমাদের আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে কথা বলতে আমি এসেছি আপনাদের বোঝাতে। কমিউনিস্ট,কংগ্রেস,তৃণমূলের কেউ হিন্দু থাকলে এক সঙ্গে আসুন বিজেপি। এই সরকার কে সরাতে হবে। এক হাজার টাকা নিন,এটা আপনাদের টাকা। টাকা নিচ্ছেন ভালো কথা,কিন্তু আপনার ছেলে মেয়ে,বেকার বসে আছে বাড়িতে।ইনি আয়ূষ্মান ভারত আসতে দিচ্ছেনা। দয়া করে সবাই মিলে সংকল্প নিন এই সরকার কে তাড়াবো।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 24, 2025 16:19:59
Siliguri, West Bengal:ফুলবাড়ির ইন্দো বাংলা সীমান্তে দিনভর চালল বিক্ষোভ , আটকে দেওয়া হল বাংলাদেশের পণ্যবাহী গাড়ি , সব রকম পরিষেবা বন্ধের দাবি বিজেপি বিধায়কের রাজ্যের অন্যান্য ইন্দো বাংলা সীমান্ত গুলোর পাশাপাশি ফুলবাড়ির ইন্দো বাংলা সীমান্তেও চলল বিক্ষোভ আন্দোলন৷ বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমন , দীপু দাসের মৃত্যু এবং ইউনুস সরকারের বিরোধীতা করে বুধবার সকাল থেকেই ফুলবাড়ির ইন্দো বাংলা সীমান্তে শুরু হয় বিক্ষোভ৷ ইমিগ্রেশন অফিসের সামনে হাতে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভে নামে বিজেপি কর্মীরা। বিএসএফের বেরিগেডের সীমানা থেকে একশো মিটারের মধ্যেই বিক্ষোভ আন্দোলনে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে সীমান্তের রাস্তা। উত্তেজনা ছড়ায় দফায় দফায়। বাংলাদেশ থেকে আগত পণ্যবাহী গাড়ি গুলো আটকে দেয় বিক্ষোভকারীরা। সেই গাড়ি আটকানোকে কেন্দ্র করে একাধিকবার বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তা সামাল দেয় এনজেপি থানার পুলিশ। অন্যদিকে বিক্ষোভ আন্দোলনে এসে যোগ দেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। ইমিগ্রেশন সেন্টারের সামনে রাস্তার মাঝখানে বসে পড়েন তিনি। হাতে প্ল্যাকার্ড নিয়ে চলে বিক্ষোভ৷ সংবাদ মাধ্যমের মুখোমুখি होकर বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি জানান , "বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্মম অত্যাচার তার বিরুদ্ধেই এই বিক্ষোভ আন্দোলন। এটা কোন সেকুলার রাষ্ট্র হতে পারে না৷ এই সীমান্ত দিয়ে সব রকম পরিষেবা বন্ধ করে দেওয়া উচিত৷ শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য যে ভিসা হয় সেটাও বন্ধ করার পাশাপাশি এই সীমান্ত দিয়ে বানিজ্য পথ বন্ধ করার দাবি জানাচ্ছি৷ কেন্দ্রীয় সরকারের সাথে এ নিয়ে আলোচনা হবে৷ ভাত বন্ধ করে দিত্ব হবে ওদের।” অন্যদিকে বিক্ষোভে অংশগ্রহণকারী ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ফুলবাড়ির দুইয়ের বিজেপির সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পাদক মতিউর রহমান জানান , "হিন্দু ভাইবোনের উপর অত্যাচার , তাদের ঠাকুর ভেঙে দেওয়া এই অত্যাচার কখনই মেনে নেওয়া যাবে না৷ স্বাধীনতার জন্য হিন্দুদের পাশাপাশি মুসমানেরাও রক্তক্ষয় করেছিল। বাংলাদেশের সনাতনীদের উপর হামলা যেন কোথাও না হয়। ইউনুস সরকার যখন থেকে বাংলাদেশে সরকার চালাবার দ্বায়িত্বে এসেছে তবে থেকেই এই ঘটনা। এটা আমরা মেনে নেব না৷ আন্দোলন আরও গুরুতর হবে৷"
0
comment0
Report
NHNantu Hazra
Dec 24, 2025 16:19:27
Salt Lake City, Utah:BJP State President and Member of Parliament Shamik Bhattacharya responded to several issues while addressing reporters at the State BJP office in Salt Lake Sector Five on Wednesday afternoon. বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য সল্টলেক সেক্টর ফাইভের রাজ্য বিজেপি দপ্তরে বুধবার বিকেলের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বিষয়ে প্রতিক্রিয়া দেন।। আগামীকাল তাদের একটি মিটিং আছে।সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল ও বিরোধী দলনেতা শুভেন্দু অদিকারী এবং শমীক ভট্টাচাৰ্য থাকবেন। বিজেপি দলের অতীতে রাজ্য কমিটির সদস্য ছিলেন, জেলার সভাপতি ছিলেন জেলার প্রাক্তন পদাধিকারী ছিলেন,বিভিন্ন লোকসভা এবং বিধান সভায় প্রার্থী হয়েছিলেন বিজেপির। এখন যারা এই মুহূর্তে জেলা কমিটি বা কোনো দায়িত্বে নেই তাদের নিয়ে কালকে একটা সম্মেলন হবে ন্যাশনাল লাইব্রেরিতে।মূলত সভার সাথে মেলানোর একটা কার্যক্রম। একজন বিজেপি কর্মী যে শারীরিকভাবে সক্ষম প্ৰখ্যাঘাত গ্রহিত নয় এই নির্বাচনে প্রত্যেকেই অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকেই নির্দিষ্ট দায়িত্বে কাজ করবেন এটাই আমাদের লক্ষ্য。 এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তিনি বলেন..... প্রশ্ন গুলো হলো.... *রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয় গিয়ে ক্যাম্পাসে হিংসা নিয়ে মন্তব্য প্রসঙ্গে* শামসেরগঞ্জে হিংসা নিয়ে দোষীদের পরিবারের মন্তব্য প্রসঙ্গে হুমায়ুন কবিরের হুঙ্কার প্রসঙ্গে মতুয়া গড়ে অশান্তি, মমতা বালা ঠাকুর ও শান্তনু ঠাকুরের অনুগামীদের মধ্যে মারামারি বিজেপি বিধায়ক অসীম সরকার ও শান্তনু ঠাকুরের মন্তব্যের উল্টোসুর প্রসঙ্গে ১৫০জনের EROদের শুনানি 27শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নির্দেশ প্রসঙ্গে। ডাক্তার অনিকেত মাহাতোকো আদালতের নির্দেশ প্রসঙ্গে স্বাস্থ্য ভবনে দেখা করতে পারলেন না ডাক্তার অনিকেত মাহাতো।। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর প্রশংসা করলেন তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি আগামী কাল জাতীয় গ্রন্বৈথাগারে বিজেপির বৈঠক প্রসঙ্গে রাজ্য সভাপতির মন্তব্য SIR আবহে অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল বৈঠক প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশন অভিযানে ১৯জন আটক অথচ BLO-দের বিক্ষোভে পুলিশ আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় BLA-2এর বৈঠক  থেকে মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন হুমকি প্রসঙ্গে সীমান্তে সীমান্তে বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রসঙ্গে
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 24, 2025 16:16:41
Kolkata, West Bengal:দমদম উত্তরে এক বুথে ৭০ শতাংশ ভোটার আন ম্যাপিং, ক্ষোভে রাস্তা অবরোধ ভোটারদের। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে ঘটলো ভুতুড়ে ঘটনা। বিধানসভার ৭২ নম্বর বুথে ৯৬৭ জন ভোটার। এস আই আর কাজ হওয়ার পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সংশোধনী ভোটার লিস্ট প্রকাশ করা হয় তাতে দেখা যায় ৯৬৭ জনের নাম রয়েছে। কিন্তু পরে এলাকার মানুষ তাদের তৎপরতায় নির্বাচন দপ্তর থেকে যে লিস্ট সংগ্রহ করে তাতে দেখতে পায় ৫৫৮ জন ভোটারের নতুন করে হেয়ারিং করতে হবে। এই অঞ্চলের ভোটারদের বক্তব্য তারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন। ৭০ সাল থেকে ভোট দিয়ে আসছে তাদের নাম বাদ পড়ে হেয়ারিংয়ের লিস্টে নাম চলে গেছে। নির্বাচন দপ্তরের এই ভুল কাজের জন্য তারা এখন চিন্তায় পড়েছে। তাদের একটাই দাবি যাদের নাম ভোটার লিস্টে তুলতে হবে এবং বি এল ও-র দুর্বলতার কারণে তাদের লিস্টের থেকে নাম বাদ গিয়ে হিয়ারিং করে তাদের নাম তুলতে হবে। এই ভুলের জন্য নির্বাচন দপ্তর এবং বি এল ওকে ক্ষমা চাইতে হবে। ভুল স্বীকার করতে হবে। এই নিয়ে বুধবার সন্ধ্যাবেলায় এলাকার মানুষ কাজী নজরুল ইসলাম সরণি রোডে বিক্ষোভে ফেটে পড়ে রাস্তা অবরোধ করে.
0
comment0
Report
NHNantu Hazra
Dec 24, 2025 16:16:16
Salt Lake City, Utah:Pradhan attacked in Panchayat Bhawan. Allegation of beating the Pradhan inside the Panchayat Bhavan. The incident took place in Patharghata panchayat of Rajahat. Panchayat Pradhan Pinky Mandal filed a complaint at Techno City police station. The police of Techno City police station are investigating the incident. পঞ্চায়েত ভবনে আক্রান্ত প্রধান।পঞ্চায়েত ভবনের ভেতরে ঢুকে প্রধানকে মারধর করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাজাহাটের পাথরঘাটা Panchayat। টেকনো সিটি থানাতে অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত প্রধান পিঙ্কি মন্ডল। घटना তদন্তে টেকনো সিটি থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজারহাটের পাথরঘাটা পঞ্চায়েত এর ভেতরে দাঁড়িয়ে ছিলেন প্রধান পিঙ্কি মন্ডল। সেখানে আচমকা ১০-১৫ জন ঘিরে ধরে প্রধানকে। স্থানীয় সূত্রের খবর, জমি সংক্রান্ত বিষয়ে প্রধান পিঙ্কি মন্ডলের সাথে বচসা হয় শুরু হয়। হঠাৎই প্রধান এর চুলির মুটি ধরে টানাটানি করে কয়েকজন মহিলা এবং মারধর করা হয় বলে অভিজযোগ। এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন পঞ্চায়েত প্রধান পিঙ্কি মন্ডল। এরপর সন্ধ্যায় টেকনো সিটি থানায় আসেন পাথরঘাটা পঞ্চায়েত প্রধান পিঙ্কি মন্ডল। সাথে ছিলেন উপপ্রধান আক্তার আলী গাজী সহ পঞ্চায়েত সদস্যরা। টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করার বেরোনোর সময় সংবাদমাধ্যম এড়িয়ে যান পঞ্চায়েত প্রধান। তিনি শুধু বলেন, বলার মতো অবস্থায় নেই। যা হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন তার ব্যবস্থা নেবেন। থানায় অভিযোগ করা হয়েছে। ১৫-১৬ জন ছিল। ওদের প্ল্যান মাফিক আক্রমণ করার পরিকল্পনা ছিল। পঞ্চায়েত ভবনের ভেতরে ঢুকেছিল তারা। প্রশাসনের দ্বারস্থ হয়েছেেছি প্রশাসন তার ব্যবস্থা নেবে。
0
comment0
Report
christmas
Advertisement
Back to top