Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

हावड़ा सिटी पुलिस का प्रयास: महिला थाने के आंगन में बच्चों को पढ़ाई और योग

DGDebabrata Ghosh
Nov 18, 2025 09:35:46
Howrah, West Bengal
পজিটিভ স্টোরি..... শিক্ষা থেকে যাতে অসহায় শিশুরা বঞ্চিত না হয় তারজন্য হাওড়া সিটি পুলিশের অভিনব উদ্যোগ।মহিলা থানার বারান্দায় নিয়মিত চলছে পড়াশোনা শেখানোর ক্লাস।অপরাধ দমনের পাশাপাশি পুলিশের这个 সামাজিক উদ্যোগ চোখে পড়ার মতো。 বারান্দায় রোদ্দুর।হাওড়া সিটি পুলিশের অভিনব সামাজিক উদ্যোগ。মহিলা থানার এক চিলতে বারান্দা।সেখানে প্রতিদিন ভিড় জমায় শিশুরা।এরা প্রত্যেকেই দরিদ্র পরিবারের।কারোর বাবা ভ্যান চালায়,কারোর মা রাস্তা ঝাঁটা দেয়।এইসব বাচ্চারা অনেকেই স্কুল ছুট হয়ে যায়।তাদেরই শেখানো হয় পড়াশোনা।শারীরিক গঠন ঠিক রাখা ও সুস্থ থাকার জন্য শেখানো হয় যোগব্যায়াম।চিকিৎসকেরা শারীরিক পরীক্ষা করেন।হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠির উদ্যোগে এই কাজ শুরু করে মহিলা থানা।এই থানার ইন্সপেক্টর কাকলী ঘোষ প্রতিদিন এই কাজের তত্বাবধান করেন।তিনি বলেন রামকৃষ্ণ পুর গঙ্গার ঘাট, তেলকল ঘাট এলাকা সহ আশপাশের অনেক এলাকাতে প্রচুর দরিদ্র মানুষ থাকেন।যাদের ছেলেমেয়েরা স্কুল ছুট হয়ে যাচ্ছিলো।তাই পুলিশের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।প্রথমে বাইশ জন শিশুকে নিয়ে এই কাজ শুরু হয়।এখন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন জন।পথ নিরাপত্তা সপ্তাহে এদের ট্রাইফ নিয়মের খুঁটিনাটির পাঠ শেখানো হয়।প্রতিদিন দেওয়া হয় খাবার।আইনশৃঙ্খলা সামলানো এবং অপরাধ দমনের পাশাপাশি পুলিশ সামাজিক কাজ করে থাকে।তবে বারান্দায় রোদ্দুর একটু অন্য ধরনের।বারান্দায় শিক্ষার আলোয় বিকশিত বিকশিত হচ্ছে শিশুরা।
151
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Nov 18, 2025 10:52:52
Kolkata, West Bengal:খাস কলকাতাতেই প্রকাশ্য রাস্তার ধারে চলছে,ব্যবহার করা ইনজেকশন এর সিরিঞ্জকে পুনর্ব্যবহার যোগ্য করে তোলার কাজ। প্রাণের ঝুঁকি নিয়ে সেই ছবি তুলতে জি ২৪ ঘণ্টা ঘটনাস্থলে পৌঁছে যায়। শিয়ালদহ সংলগ্ন ট্যাংরার মুন্সিবাজার এলাকায় প্রকাশ্য রাস্তার ধারে, বিভিন্ন হাসপাতাল থেকে নির্দিষ্ট সংস্থা মারফত ডিসপোজাল এর জন্য বেরিয়ে যাওয়া ইনজেকশনের সিরিঞ্জ বাছাইয়ের কাজ। দেখাগেল সিরিঞ্জ পরিষ্কার করছেন মহিলারা। কোন সাবধানতা ছাড়াই,হালি হাতেই,সিরিঞ্জ পরিষ্কার করছেন। কোথা থেকে আসে এই ইঞ্জেকশন এর সিরিঞ্জ। পরিষ্কার করে, কোথায় নিয়ে যাওয়া হয়। সেটা জানেন না, তারা। কিন্তু দিন প্রতি 300 টাকা মজুরিতে এই কাজ করেন তারা। এক মহিলা জানান, এই আয়ে পরিবারের ৪ জনের পেট চলে, খোঁজ রেখে কি লাভ। কেন খালি হাতে এই কাজ করছেন, কোন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ ছড়াতে পারে, শরীরে এই প্রশ্নের উত্তরে অকপট জবাব, কোন ভয় লাগে না আমাদের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিভিন্ন হাসপাতাল থেকে বিয়োমেডিক্যাল ওয়েস্ট সংগ্রহ করে নির্দিষ্ট একটি সংস্থা। তাদের তরফ থেকে আগুনে পুড়িয়ে ও মাটিতে পুঁতে দেওয়া হয়। বাইরে বের হওয়ার কথাই নয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানান, এ বিষয় খোঁজ নিয়ে দেখব। কিভাবে বাইরে বের হচ্ছে জবাবদিহি করতে হবে বায়ো মেডিকেল ওয়েস্ট সংগ্রহকারী সংস্থাকে। ট্যাংরা মুন্সী বাজার থেকে প্রকাশ্য রাস্তার ধারে চলছে এই সিরিজ রি - সাইকেল করার কাজ। শহরের একাধিক মেডিকেল কলেজ হাসপাতালে বায়ো মেডিকেল ওয়েস্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এই ছবি মারাত্মক ভয়ঙ্কর। এই ধরনের recyle করা সিরিঞ্জ এর পুনঃ ব্যবহার করার ফলে হতে পারে septicemia ,রাস্তার মধ্যে জীবাণু প্রবেশ করলে হতে পারে প্রাণঘাতী এইডস থেকে নানান ধরনের ব্যকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ
0
comment0
Report
MDMritunjay Das
Nov 18, 2025 10:52:29
Bankura, West Bengal:모বাইলের জন্য সরকারি বরাদ্দ নিয়ে বেকায়দায় আশা কর্মীরা, প্রবল বিক্ষোভ বাঁকুড়ার জেলা শাসকের দফতরে মোবাইলের জন্য সরকারি বরাদ্দ দিয়ে এখন সরকারের তরফে আশা কর্মীদের চাপ দেওয়া হচ্ছে মোবাইল ফোন কিনে তার রসিদ জমা করার জন্য। আর এতেই বেকায়দায় পড়েছেন আশা কর্মীরা। আর তারই প্রতিবাদে এবার বাঁকুড়ার জেলা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া জেলায় কর্মরত আশা কর্মীরা। আশা কর্মীদের দাবি তাঁরাই এ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মূল স্তম্ভ। অথচ মাসিক সামান্য সাম্মানিকের বিনিময়ে তাঁদের দিয়ে করানো হয় বিভিন্ন কাজ। স্বাস্থ্য দফতরের বিভিন্ন প্রকল্পের কাজের পাশাপাশি তাঁদের দিয়ে করানো হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটারের কাজও। তার বিনিময়ে মাসিক সামানীক মেলে মাত্র ৫ হাজার ২৫০ টাকা। ইনসেনটিভ হিসাবে প্রাপ্য অর্থ সরকারি টালবাহানায় বকেয়া পড়ে থাকে মাসের পর মাস। এই অবস্থায় দীর্ঘদিনের আন্দোলনের পর সম্প্রতি রাজ্য সরকার এই আশা কর্মীদের মোবাইলের জন্য মাথাপিছু ১০ হাজার টাকা বরাদ্দ করে। আশা কর্মীদের দাবি সামান্য ওই বরাদ্দে যেমন কাজের উপযোগী মোবাইল ফোন কেনা সম্ভব নয় তেমনই একই সঙ্গে দুটি ফোনের সিমকার্ড রিচার্জের সামর্থ্যও তাঁদের নেই। এই পরিস্থিতিতে রাজ্যের তরফে প্রত্যেককে মোবাইল কেনার জন্য চাপ দেওয়া হচ্ছে। অবিলম্বে এই চাপ বন্ধ, সিম কার্ড রিচার্জের জন্য অর্থ প্রদান ও সাম্মানিক বৃদ্ধির দাবিতে আজ বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভে ফেটে পড়েন আশা কর্মীরা। বিক্ষোভকারী আশা কর্মীদের দাবি অবিলম্বে তাঁদের দাবি না মানা হলে সেক্ষেত্রে ডিসেম্বরে তাঁরা জেলা জুড়ে কাজ বন্ধ করে দেবেন。
0
comment0
Report
ABArup Basak
Nov 18, 2025 10:52:10
Mal Bazar, West Bengal:অবশেষে নাগরাকাটা ব্লকের খেরকাটা এলাকায় খাচা বন্দি হলো বিরাট চিতাবাঘ। এদিন সকালে স্থানিয় মানুষ খেরকাটার একটি ঝোপের মধ্যে চিতাবাঘ এর গর্জন শুনতে পায়। এরপর কাছে গিয়ে দেখে খাচার মধ্যে আটকে পড়েছে বিরাট চিতাবাঘ। উল্লেখ্য গত কয়েক মাস আগে এই খেরকাটা গ্রামে কয়েক দিন অন্তর দুটি শিশুর মৃত্যু হয় চিতাবাঘ এর আক্রমণে। তারপর থেকে বন দপ্তরে এই এলাকায় বিভিন্ন জায়গায় সাতটি খাচা পাতে । এদিন স্থানিয় বাসিন্দা মাঠু ওড়ায় খাচা বন্দি চিতাবাঘ দেখে বন দপ্তর কে খবর দেয়। এরপর তাড়িঘড়ি খুনিয়া রেঞ্জের বন কর্মিরা এসে খাচা বন্দি চিতাবাঘ নিয়ে যায়।তবে স্থানিয়দের বক্তব্য এখানে আরও চিতাবাঘ আছে। তাই আবার খাচা পাততে হবে।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 18, 2025 10:51:44
Arambag, West Bengal:আরামবাগঃ১৮ নভেম্বর --------------------------------------------- বিডিওর কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও" স্লোগান তুলে মিছিল করে বিডিওর কাছে ডেপুটেশন দিতে এসে বিডিও-র চেম্বারে ঢুকে রীতিমতো টেবিল চাপড়ে,চিৎকার চেঁচামেচি করে হুজ্জুতি ও হুমকি দেওয়ার অভিযোগ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও তার দল বলের বিরুদ্ধে।আর চিৎকার চেঁচামেচিতে বিডিও কাঁপছেন তার নিজের চেম্বারেই। ঘটনায় বিডিও র অফিস রুমের মধ্যেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনই পরিস্থিতির সৃষ্টি হয় যেন বিডিও অরিন্দম মুখোপাধ্যায় কে কোনঠাসা করে দেওয়া হয় বিডিও র রুমের ভিতরেই । এলাকায় বড় সড় মিছিল করে বিডিও কে তৃণমূলের দালাল বলেও অভিহিত করা হয়।তার কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও স্লোগান দেওয়া হয়।বিডিও কে চোর বিডিও বলা হয় স্লোগানে。 কিন্তু কেনো বিধায়ক এই রকম করলেন।অভিযোগ যে, কয়েকদিন আগে খানাকুলের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত এলাকায় দেদার গাছ কাটার অভিযোগ উঠেছিল।আর তাতে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি অঞ্চল প্রধানকে কাঠগড়ায় দাঁড়,করানো হয়।সেখানে প্রধানের বিরুদ্ধে অভিযোগ করা হয়। সেখানেই প্রবল আপত্তি তোলা হয় বিজেপির পক্ষ থেকে। আর সেই প্রতিবাদে বিজেপির বিধায়ক তীব্র প্রতিবাদ জানিয়ে বিডিও এর কাছে হাজির হন এবং রীতিমতো টেবিল চাপড়ে হুমকি দেন যে কেন বিজেপি প্রধান কে দায়ী করা হচ্ছে।বিধায়কের দাবি,তৃণমূলের সাথে বিডিও যুক্ত হয়ে এই গাছ কেটেছে। আর প্রধানকে দায়ী করা হচ্ছে। তাতেই এই ঘটনা। উত্তেজিনা খানাকুল ১ নম্বর বিডিও অফিস এলাকায়।উল্লেখ্য যে,গত ৭ নভেম্বর বিজেপি অরধান রামকৃষ্ণ মাইতির বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দায়ের করে আরামবাগ বনদপ্তর。
0
comment0
Report
ABArup Basak
Nov 18, 2025 10:51:09
Mal Bazar, West Bengal:অবশেষে নাগরাকাটা ব্লকের খেরকাটা এলাকায় খাচা বন্দি হলো বিরাট চিতাবাঘ। এদিন সকালে স্থানিয় মানুষ খেরকাটার একটি ঝোপের মধ্যে চিতাবাঘ এর গর্জন শুনতে পায়। এরপর কাছে গিয়ে দেখে খাচার মধ্যে আটকে পড়েছে বিরাট চিতাবাঘ। উল্লেখ্য গত কয়েক মাস আগে এই খেরকাটা গ্রামে কয়েক দিন অন্তর দুটি শিশুর মৃত্যু হয় চিতাবাঘ এর আক্রমণে। তারপর থেকে বন দপ্তরে ఈ এলাকায় বিভিন্ন জায়গায় সাতটি খাচা পাতে । এদিন স্থানিয় বাসিন্দা মাঠু ওড়ায় খাচা বন্দি চিতাবাঘ দেখে বন দপ্তর কে খবর দেয়। এরপর তড়িঘড়ি খুনিয়া রেঞ্জের বন কর্মিরা এসে খাচা বন্দি চিতাবাঘ নিয়ে যায়।তবে স্থানিয়দের বক্তব্য এখানে আরও চিতাবাঘ আছে। তাই আবার খাচা পাততে হবে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 18, 2025 10:50:41
Chinsurah, West Bengal:একশ বছর বয়স,স্বাধীন ভারতে যতবার নির্বাচন তত বার ভোট দিয়েছেন মহঃ ইসফাক খান। সেই শতায়ু বৃদ্ধের নাম নেই শেষ এসআইআর ২০০২ এর তালিকায়।এই এসআইআর এ নাম থাকবে কি?চিন্তায় পরিবার。 সপ্তগ্রাম বিধানসভার চক বাঁশবেড়িয়া এলাকা তিন নম্বর গুমটির বাসিন্দা মহঃ ইসফাক।৮৬ নম্বর বুথের ভোটার তিনি।১৯২৫ সালে জন্ম।রুজি রুটির টানে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে বাঁশবেড়িয়া চলে আসেন। তিন নম্বর গুমটিতেই থাকেন সেই থেকে。 বৃদ্ধের পরিবারে ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে প্রায় ত্রিশ জন ভোটার。 পরিবারের কর্তা তিনি।অথচ শেষ এসআইআর এ নাম নেই তার।এখনকার এসআইআর এর জন্য এনুমারেশান ফর্ম পেয়েছেন।কিন্তু ভোটার তালিকায় থকবেন কি,এ প্রশ্ন বৃদ্ধের。 শতায়ু ভোটারের ছেলে মহঃ আলিয়াস খান বলেন,আমাদের পরিবারের কর্তা হলেন বাবা।আমার নাম আছে আমার ছেলের নাম আছে।শুধু বাবার নামটাই নেই。 অথচ শেষ লোকসভা বিধানসভা ২০০২ এর আগে পরে সব নির্বাচনে ভোট দিয়েছেন。 গত লোকসভায় বাড়িতে এসে ভোট নিয়ে গেছে ভোট কর্মিরা।।。
0
comment0
Report
TDTapan Deb
Nov 18, 2025 10:50:25
Alipurduar, West Bengal:*আলিপুরদুয়ার* == স্হানীয় বিধায়ক মাঝে মাঝে হুংকার দেন তার বিধানসভার আর একটিও জলাভূমি দখল করতে দেওয়া হবে না। কারণ আলিপুরদুয়ার শহরের বহু জলাভূমি শাসকদলের অঙ্গুলিহেলনে দখল হয়ে বড় বড় অট্টালিকা নির্মান হয়েছে। হয়েছে একাধিক নার্সিংহোম। ফলে সেসব আর প্রশ্ন উঠেনা şəhরবাসির মুখে। এবার আলিপুরদুয়ার বিধায়কের বিধানসভার গ্রামীন এলাকায় প্রায় সাড়ে তিন বিঘা জলাভূমি দখল করার অভিযোগ উঠেছে। শহর লাগোয়া উত্তর জিৎপুর এলাকায় বিশালাকার এক জলাভূমি স্হানীয় এক মদ ব্যবসায়ী স্হানীয় তৃনমুল কংগ্রেস পরিচালিত বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর হাত ধরে অনায়াসে সেই জলাভূমি দখল করছেন সেই ব্যবসায়ী। স্হানীয় বাসিন্দারা ভয়ে তেমন কেউ মুখ খুলতে চায় না। তার মাঝে কেউ কেউ বলেছেন আগে জলাভূমিতে মাছ ধরেছি , স্নান করেছি কিন্তু গত এক বছর ধরে মাটি ফেলে তা বোজান হচ্ছে । তবে বিবেকানন্দ ২ লম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান জলাভূমি দখল করা বেআইনি। বনধ করান হয়েছে। তবে যা বোজান হয়েছে সেই মাটি তোলা হয়নি। কেন তোলা হয়নি , কেন প্রশাসনের উদ্ধতন কতৃপক্ষকে জানাননি তার কোন সৎউত্তর পাওয়া যায়নি। তবে অভিযুক্ত মদ ব্যবসায়ীর কেউ এবিষয়ে মুখ খুলতে চায়নি। ফলে আলিপুরদুয়ার বিধানসভা এলাকার জমি মাফিয়ারা এবার শহর ছেড়ে গ্রামে থাবা বসাতে শুরু করেছে। ================ ( ছবি 2C তে পাঠালাম FILE : 181125ZG _ ALD _ WATER _ LAND BYTE - 1) সুমন কাঞ্জিলাল - বিধায়ক। 2) মিঠু দাস - বিজেপি জেলা সভাপতি। 3) রমা তির্কী লোহার - প্রধান বিবেকানন্দ ২ গ্রাম পঞ্চায়েত । 4) পরেশ বর্মন - স্হানীয় বাসিন্দা। 5) সুশিল মাহাত - স্হানীয় বাসিন্দা। #################
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 18, 2025 10:49:59
Dihierench, West Bengal:সমবায় সপ্তাহ উদযাপন চলাকালীন শুভেন্দুর গড়ে সমবায়ে তৃণমূলের একচেটিয়া জয়; বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল পেটুয়া সমবায় সমিতি নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে জেলা জুড়ে অনুষ্ঠান চলার মধ্যেই শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে ফের সমবায় সমিতিতে একচেটিয়া দাপট দেখাল তৃণমূল কংগ্রেস। পেটুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন কমিটির নির্বাচনে মোট ৪৮টি আসনে নমিনেশন ছিল। সব আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা নমিনেশন পত্র তুলে জমা দিলেও বিজেপি-সহ অন্য কোনও রাজনৈতিক দল একটিও নমিনেশন পত্র তোলেনি। গতকাল ছিল নমিনেশন সংগ্রহের শেষ দিন। আজ নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে স্পষ্ট হয়ে যায়—একলভাবে লড়াই করছে তৃণমূল প্রার্থীরা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের আনন্দে উল্লাসে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ও কর্মীরা। এদিকে শুভেন্দুর গড় হিসাবে পরিচিত এই এলাকায় বিজেপির সংগঠনিক উপস্থিতি যথেষ্ট থাকলেও এই নিরঙ্কুশ ফলাফলের বিষয়ে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 18, 2025 10:48:41
Jhargram, West Bengal:শাসক দলের নেতার দাদাগিরিতে টোটো চালকদের অনির্দিষ্ট কালের ধর্মঘটের দ্বিতীয় দিনে উত্তেজনা ছড়ালো ঝাড়গ্রাম শহরে। আইএনটিটিইউসি র সহ সভাপতি সুমিত বসাকের বিরুদ্ধে টোটো চালকের দের মারধোর এর অভিযোগ। এর পরেই উত্তেজিত টোটো চালকরা ঝাড়গ্রাম এর প্রাণকেন্দ্র ৫নং রাজ্য সড়কের উপর পাঁচমাথার মোড়ে অবরোধ করে। ফলে ব্যাপক জানজটের সৃষ্টি হয়। এরপরে ঝাড়গ্রাম এর আইসি এসে পরিস্থিতি আয়ত্তে আনেন। টোটো চালকদের বুঝিয়ে অবরোধ থেকে নিরস্ত করা হয়। টোটো চালকদের অভিযোগ গতকাল থেকে শুরু হওয়া টোটোর অনির্দিষ্ট কালের আন্দোলনের দ্বিতীয় দিনে মিছিল করে যখন পাঁচমাথার মোড়ে অবস্থান করেন, তখন উদ্দেশ্য প্রনোদিত ভাবে তৃনমূল শ্রমিক সংগঠন এর ঝাড়গ্রাম এর দায়িত্ব প্রাপ্ত নেতৃত্ব সুমিত বসাক টোটো চালকদের হেনস্তা করে বলে অভিযোগ। এরপরই উত্তেজিত হয়ে টোটোচালকরা অবরোধ শুরু করে। হায়রান হতে হয় সাধারণ মানুষ কে।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 18, 2025 10:48:14
Jhargram, West Bengal:শাসক দলের নেতার দাদাগিরিতে টোটো চালকদের অনির্দিষ্ট কালের ধর্মঘটের দ্বিতীয় দিনে উত্তেজনা ছড়ালো ঝাড়গ্রাম শহরে। আইএনটিটিইউসি র সহ সভাপতি সুমিত বসাকের বিরুদ্ধে টোটো চালকদের মারধরের অভিযোগ। এর পরেই উত্তেজিত টোটো চালকরা ঝাড়গ্রাম এর প্রাণকেন্দ্র ৫নং রাজ্য সড়কের উপর پانچমাথা মোড়ে অবরোধ করে। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এরপরে ঝাড়গ্রাম এর আইসি এসে পরিস্থিতি আয়ত্তে আনেন। টোটো চালকদের বুঝিয়ে অবরোধ থেকে নিরস্ত করা হয়। টোটো চালকদের অভিযোগ গতকাল থেকে শুরু হওয়া টোটোর অনির্দিষ্ট কালের আন্দোলনের দ্বিতীয় দিনে মিছিল করে যখন পাঁচমাথা মোড়ে অবস্থান করছিলেন, তখন উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূল শ্রমিক সংগঠন এর ঝাড়গ্রাম এর দায়িত্ব প্রাপ্ত নেতৃত্ব সুমিত বসাক টোটো চালকদের হেনস্তা করে বলে অভিযোগ। এরপরই উত্তেজিত হয়ে টোটোচালকরা অবরোধ শুরু করে। হায়রান হতে হয় সাধারণ মানুষ কে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 18, 2025 09:47:39
Howrah, West Bengal:পজিটিভ স্টোরি..... শিক্ষা থেকে যাতে অসহায় শিশুরা বঞ্চিত না হয় তারজন্য হাওড়া সিটি পুলিশের অভিনব উদ্যোগ।মহিলা থানার বারান্দায় নিয়মিত চলছে পড়াশোনা শেখানোর ক্লাস।অপরাধ দমনের পাশাপাশি পুলিশের এই সামাজিক উদ্যোগ চোখে পড়ার মতো。 বারান্দায় রূদ্দুর।হাওড়া সিটি পুলিশের অভিনব সামাজিক উদ্যোগ।মহিলা থানা의 এক চিলতে বারান্দা।স在那里 প্রতিদিন ভিড় জমায় শিশুরা।এরা প্রত্যেকেই দরিদ্র পরিবারের।কারোর বাবা ভ্যান চালায়,كارোর মা রাস্তা ঝাঁটা দেয়।এইসব বাচ্চারা অনেকেই স্কুল ছুট হয়ে যায়।তাদেরই শেখানো হয় পড়াশোনা।শারীরিক গঠন ঠিক রাখা ও সুস্থ থাকার জন্য শেখানো হয় যোগব্যায়াম।চিকিৎসকেরা শারীরিক পরীক্ষা করেন।হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠির উদ্যোগে এই কাজ শুরু করে মহিলা থানার ইন্সপেক্টর কাকলী ঘোষ প্রতিদিন এই কাজের তত্বাবধান করেন।তিনি বলেন রামকৃষ্ণ পুর Gঙ্গার ঘাট, তেলকল ঘাট এলাকা সহ আশপাশের 많은 এলাকাতে প্রচুর দরিদ্র মানুষ থাকেন।যাদের ছেলেমেয়েরা স্কুল ছুট হয়ে যাচ্ছিলো।তাই পুলিশের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।প্রথমে বাইশ জন শিশুকে নিয়ে এই কাজ শুরু হয়।এখন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন জন।পথ নিরাপত্তা সপ্তাহে এদের ট্রাইফ নিয়মের খুঁটিনাটির পাঠ শেখানো হয়।প্রতিদিন দেওয়া হয় খাবার।আইনশৃঙ্খলা সামলানো এবং অপরাধ দমনের পাশাপাশি পুলিশ সামাজিক কাজ করে থাকে।তবে বারান্দায় রোদ্দুর একটু অন্য ধরনের।বারান্দায় শিক্ষার আলোয় বিকশিত বিকশিত হচ্ছে শিশুরা।
103
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 18, 2025 09:47:24
Howrah, West Bengal:শিক্ষা থেকে যাতে অসহায় শিশুরা বঞ্চিত না হয় তারজন্য হাওড়া সিটি পুলিশের অভিনব উদ্যোগ। মহিলা থানার বারান্দায় নিয়মিত চলছে পড়াশোনা শেখানোর ক্লাস। অপরাধ দমনের পাশাপাশি পুলিশের এই সামাজিক উদ্যোগ চোখে পড়ার মতো। বারান্দায় রোদ্দুর।হাওড়া সিটি পুলিশের অভিনব সামাজিক উদ্যোগ।মহিলা থানা এক চিলতে বারান্দা।সেখানে প্রতিদিন ভিড় জমায় শিশুরা।এরা প্রত্যেকেই দরিদ্র পরিবারের।কারোর বাবা ভ্যান চালায়,কারোর মা রাস্তা ঝাঁটা দেয়।এইসব বাচ্চারা অনেকেই স্কুল ছুট হয়ে যায়।তাদেরই শেখানো হয় পড়াশোনা।শারীরিক গঠন ঠিক রাখা ও সুস্থ থাকার জন্য শেখানো হয় যোগব্যায়াম।চিকিৎসকদের শারীরিক পরীক্ষা করেন।হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠির উদ্যোগে এই কাজ শুরু করে মহিলা থানা।এই থানার ইন্সপেক্টর কাকলী ঘোষ প্রতিদিন এই কাজের তত্বাবধান করেন।তিনি বলেন রামকৃষ্ণ পুর গঙ্গার ঘাট, তেলকল ঘাট এলাকা সহ আশপাশের অনেক এলাকাতে প্রচুর দরিদ্র মানুষ থাকেন।যাদের ছেলেমেয়েরা স্কুল ছুট হয়ে যাচ্ছিলো।তাই পুলিশের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।প্রথমে বাইশ জন শিশুকে নিয়ে এই কাজ শুরু হয়।এখন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন জন।পথ নিরাপত্তা সপ্তাহে এদের ট্রাইফ নিয়মের খুঁটিনাটির পাঠ শেখানো হয়।প্রতিদিন দেওয়া হয় খাবার।আইনশৃঙ্খলা সামলানো এবং অপরাধ দমনের পাশাপাশি পুলিশ সামাজিক কাজ করে থাকে।তবে বারান্দায় রোদ্দুর একটু অন্য ধরনের।বারান্দায় শিক্ষার আলোয় বিকশিত বিকশিত হচ্ছে শিশুরা। বাইট..১..রাজু ২..রাধা ৩..করন (ছাত্র,ছাত্রী) ৪..কাকলী ঘোষ(ইন্সপেক্টর,হাওড়া মহিলা থানা) 1811zg_hwh_teach_r
168
comment0
Report
RDRaktima das
Nov 18, 2025 09:36:04
Kolkata, West Bengal:SIR আবহে এবার দিন প্রতি গড়ে দ্বিগুণ বার্থ সার্টিফিকেট ইস্যু করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এতদিন পর্যন্ত কলকাতা পুরসভার হেডকোয়ার্টার থেকে প্রতিদিন ১৫০ টি করে জন্ম সংসাপত্র বিলি করা হত। এবার সেই সংখ্যাটা বাড়িয়ে ৩০০ করা হল। অর্থাৎ এখন থেকে প্রতিদিন ৩০০ জনের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হবে কলকাতা পুরসভার হেডকোয়ার্টার থেকে। SIR কে কেন্দ্র করে ভয়ের আবহাও তৈরি হতেই, পরিস্থিতির গুরুত্ব বুঝে মেয়র ফিরহাদ হাকিম আশ্বস্ত করেছিলেন নাগরিকদের। এরপরেই এই সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। প্রসঙ্গত, SIR ইস্যুতে নাগরিকত্বের যে যে প্রমাণ দেখা হচ্ছে, তার মধ্যে অন্যতম বার্থ সার্টিফিকেট। কলকাতা পুরসভার হেডকোয়ার্টার থেকে একমাত্র পুরনো বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে। অর্থাৎ বার্থ সার্টিফিকেট হারিয়ে গেলে, ছিড়ে গেলে, অথবা পুরনো হয়ে গিয়ে নষ্ট হয়ে যেতে বসলে তখন নতুন করে নথি দেখিয়ে বার্থ সার্টিফিকেট তুলতে হয় নাগরিকদের। SIR আতঙ্কে কলকাতা পুরসভার হেডকোয়ার্টারে বার্থ সার্টিফিকেট নেওয়ার হিরিক বৃদ্ধি পেয়েছিল বলে জানিয়েছিলেন মেয়র। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র কলকাতা পুরসভার হেডকোয়ার্টার থেকেই ৯ হাজার ৮২৩ জনের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। শুধুমাত্র পুজোর আগে, অর্থাৎ ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্তই ১ হাজার ২৯৫ জনের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, হেডকোয়ার্টার থেকে। পুজোর পর পুরসভা খুলতেই, বার্থ সার্টিফিকেট নেওয়ার লাইন আরো বাড়ছিল。
159
comment0
Report
Advertisement
Back to top