Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

हावड़ा मैदान के पास झोपड़ियों में आग, कई घर राख, दमकल और पुलिस जाँच शुरू

DGDebabrata Ghosh
Dec 22, 2025 18:47:36
Howrah, West Bengal
আজ রাত নটা নাগাদ হাওড়া ময়দানের কাছে বাঙালবাবুর ব্রিজের পাশের ঝুপড়িতে হঠাৎ আগুন লাগে। ওই ঝুপড়ির আশেপাশে প্রচুর পরিমাণে জঞ্জাল জমে থাকার কারণে আগুন ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি ঘর আগুনের এই দাপটে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ এবং দমকল। একে একে ঘটনাস্থলে দুইটি ইঞ্জিন পৌঁছে। প্রায় আধ ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারনে আগুন লাগে তা স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শীতের রাতে আগুন পোয়াবার সময় হঠাৎ আগুন লেগে যায় এবং তা ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
EGE GOPI
Dec 22, 2025 18:48:42
Kharagpur, West Bengal:কুড়ি তারিখ পুলিশের কাছে আগে থেকে খবর এসেছিল আন্তর রাজ্যের ডাকাত দল ঢুকেছে এই রাজ্যে এর পরেই জেলা পুলিশের উদ্যোগে খড়গপুর গ্রামীন এলাকায় ৭ আন্তর রাজ্য ডাকার দলকে গ্রেফতার করলেও খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে প্রায় ২২ কিলো গাঁজা একটি স্করপিও একটি ট্রাক ১১ হাজার টাকা নগদ উদ্ধার করতে পেরেছে পুলিশ বেশ কয়েকটি জাল নাম্বার প্লেট উদ্ধার করেছে খড়গপুর গ্রামীন থানার পুলিশ। আজ সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক ধীরাজ ঠাকুর। খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও ধীরেশ ঠাকুর জানিয়েছেন এদের প্রত্যেক এর ১০ দিনে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। যে কি উদ্দেশ্যে এই রাজ্যে তারা প্রবেশ করেছিল অভিযুক্তের প্রত্যেকের বাড়ি বিহার, হরিয়ানা, উত্তর প্রদেশ।
0
comment0
Report
PDPradyut Das
Dec 22, 2025 18:48:14
Jalpaiguri, West Bengal:परিবর্তন যাত্রাকে ঘিরে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে তুমুল উত্তেজনা, পুলিশি বাধায় অবরুদ্ধ এশিয়ান হাইওয়ে ধূপগুড়িতে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ল। বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র র‍্যালি ও ট্রিট কর্নার আটকে দেয় পুলিশ বলে অভিযোগ, আর তাতেই মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। র‍্যালিকে ঘিরে একদিকে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকের জমায়েত, অন্যদিকে সমানতালে হাজির তृণমূল সমর্থকদের। ধূপগুড়ি ট্রাফিক পয়েন্টে মুখোমুখি অবস্থান থেকে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, যা দ্রুতই উত্তেজনার রূপ নেব। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান পথ এশিয়ান হাইওয়ে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তার দু’পাশে সারি দিয়ে দাঁড়িয়ে যায় দূরপাল্লার গাড়ি, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ বাহিনী মোতায়েন করে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলে। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, ঘটনাকে ঘিরে ধূপগুড়ি জুড়ে রাজনৈতিক টানাপোড়েন ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 22, 2025 18:45:56
Durgapur, West Bengal:*নরেন্দ্র মোদির আমলের ঋণ আগের প্রধানমন্ত্রীদের থেকে বহুগুণ ছাড়িয়ে গেছে, বলে প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন আমলে কেন্দ্রের ঋণের পরিমাণ আগের সব প্রধানমন্ত্রীর আমলের মোট ঋণের পরিমাণকেও বহু গুণ ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের নীতির ফলে রাজ্যগুলির ওপর আর্থিক চাপ বাড়ছে বলে দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, আগে যেখানে বিভিন্ন প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের অর্থায়নের অনুপাত ছিল ৯০:১০, সেখানে এখন তা বদলে ৬০:৪০ করা হয়েছে। এতে ঋণে জর্জরিত রাজ্যগুলির পক্ষে উন্নয়নমূলক কাজ চালানো আরও কঠিন হয়ে পড়ছে। বিহারের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, রাজ্যের মাথাপিছু আয় অত্যন্ত কম, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে, দারিদ্র্য ক্রমশ বাড়ছে। তাঁর প্রশ্ন, এই অর্থনৈতিক নীতিগুলি কি আদৌ সাধারণ মানুষের স্বার্থে, নাকি শিল্পপতি ও মধ্যস্বত্বভোগীদের সুবিধা দিতেই তৈরি? তিনি আরও বলেন, সংসদে নাম পরিবর্তন এবং ভয়েস ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিল পাশ করে ‘ড্রামা’ করা হচ্ছে। তাঁর দাবি, এই ধরনের প্রক্রিয়া গণতন্ত্রকে দুর্বল করছে। বিরোধী দলের বহু নেতা এই বিষয়গুলো নিয়ে সরব হয়েছেন এবং দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করছেন। সোমবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরে অনুষ্ঠিত হয় প্রশাসনিক বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ শত্রুঘ্ন সিনহা, জেলাশাসক পন্নামবলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং প্রশাসক মন্ডলীর চেয়পার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ জেলার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত দপ্তরের আধিকারিকরা। ছবি 2C তে ফাইল নাম 2212ZG_DGP_MP_SATRUGNA_R
0
comment0
Report
ASAyan Sharma
Dec 22, 2025 16:18:46
Kolkata, West Bengal:फेर आऱ जी कर मेडिकल कॉलेज अस्पताल के हॉस्टेल में रैगिंग के आरोप। मनिकतला हॉस्टेल में रूम दखल का विरोध करने वाले राजর্ষी मुखर्जी और সাগ्नিক পাল ने घटनाक्रम में हिस्सा लिया। गत 19 दिसंबर, मनिकतला हॉस्टेल में 2024 बैच के राजর্ষी मुखर्जी और সাগ্নिक पाल को, उसी बैच के उत्सव हिरक, अर्खज्योति, सौविक नाम के चार छात्रों ने नोंचता गालियाँ-गलौज कर और सौविक, साग्नीक व राजর্ষी को मारधड़ कर दिया। बैच के जूनियरों को रात्री-वेलाय डाक कर रहे थे, और इंटरो लेने के नाम पर रैगिंग चल रहा था। यह पूरी तरह NMC नियम विरुद्ध है। Students' Body RGKMCH के पक्ष से साग्नीक पाल, राजर्षी मुखर्जी प्रिन्सिपाल और हॉस्टेल सुपर को बार-बार अवगत कराते रहने पर, दबाव के कारण अधिकारी अवैध रूप से मनिकतला हॉस्टेल में रह रहे 2024 बैच के उत्सव मुखर्जी, हिरक महाथ, सौविक पातर, अर्खज्योति राय — इन चारों को बुलाकर पास के इलाके में ले जाया गया। हॉस्टेल सुपर के साथ मिलने के बाद ही ये चारों साग्नीक और राजर्षी को फॉलो करके कोलकाता स्टेशन के सामने गली में आकर गंदी गाली-गलौज, फेक रैगिंग के शिकायत की धमकी, "हॉस्टेल हमारा है, हम जो चाहें कर सकते हैं" आदि कहने लगे। यहाँ तक कि हाथ भी उठाए गए। सोशल मीडिया पर भी निरंतर गाली-गलौज और धमकियाँ जारी हैं। इस घटना के खिलाफ अब तक आधिकारिक कम्प्लेन दर्ज किया गया है। बाइट .....साग्नीक पाल, 2024 बैच MBBS, RGKMCH
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 22, 2025 15:30:24
Kolkata, West Bengal:বাংলার পণ্য সামগ্রী কি করে বিদেশে পৌঁছে দেওয়া যায়। কিভাবে বাংলার শিল্পীরা তাঁদের হাতে তৈরি কাজ বিদেশে গ্লো ব্যবসা করবে? সেই ভাবনা থেকেই আজকের এই বিজনেস মিট। আজ ক্যালকাটা রোয়িং ক্লাবে এই বিজনেস মিট অনুষ্ঠিত হল। শুধু মাত্র কলকাতেই দুর্গাপুজো হয় না। অন্যান্য দেশেও দুর্গাপুজো হয়। তাই বাংলার সঙ্গে বিদেশের যোগাযোগ স্থাপনের জন্য ২০ টি দেশের ২৪ টি পুজোর অর্গানাইজারদের নিয়ে আসা হয়েছে এখানে। এমনকি, কলকাতার ১০ টি পুজো সংগঠনও রয়েছে। এমনকি, ফুড, টেক্সটাইল। হস্ত শিল্পকেও যাতে গ্লোবালি তুলে ধরা হয়। তার জন্য এই ফ্ল্যাটফর্ম। তাই যারা ব্যবসা করছেন বা নতুন করে ব্যবসা করতে চাইছেন তার জন্য Bengal Angel Network Of Investors (Bani) এর শুভ সূচনা হল। যাতে যোগাযোগ ব্যবস্থা থেকে সমস্ত সুযোগ পাওয়া যায় এবং ব্যবসাকে গ্লোবালি আরও বাড়ানো যায়। প্রসেনজিৎ চ্যাটার্জী ছাড়াও আরো দুজনের বাইট আছে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 22, 2025 15:19:53
Asansol, West Bengal:আসানسোলের রানীগঞ্জ থানার অন্তর্গত নেতাজি মোড়ে শনিবার সন্ধ্যায় দুই রাজনৈতিক সংগঠনের কর্মসূচিকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। একদিকে সিটুর পক্ষ থেকে শ্রম কোডের বিরোধিতায় চলছিল পথসভা, অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বাংলাদেশে দিপু দাসকে হত্যা ও আগুনে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল। একই সময় ও স্থানে দুটি কর্মসূচি চলায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সিটু ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা মুখোমুখি হয়ে পড়ে। প্রথমে স্লোগানের মধ্য দিয়েই শুরু হয় সংঘর্ষ। একদিকে ‘জয় শ্রীরাম’ স্লোগান, অন্যদিকে ‘মোদি হাঁটাও’ স্লোগানে গোটা এলাকা কার্যত উত্তেজনার চেহারা নেয়। স্লোগান যুদ্ধের পর তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে δύο পক্ষই। মুহূর্তের মধ্যে পরিস্থিতি গুরুতর আকার নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয় এলাকায়। খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের মধ্যস্থতায় দুই পক্ষকে আলাদা করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 22, 2025 15:19:22
Kolkata, West Bengal:বাগদা বিধানসভার গাড়াপোতা য় বিজেপির প্রতিবাদ পরিবর্তন যাত্রা থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কড়া ভাষায় আক্রমণ করলেন বনগাঁ সংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন তিনি পথসভার মঞ্চ থেকে বক্তব্যে মোহাম্দ ইউনুসকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন বলে দাবি করেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইউনুসকে সমর্থন করছে । যে কারণে বলেছি সেটা হল মমতা বন্দ্যোপাধ্যায় এপারে যেভাবে মৌলবাদকে সমর্থন করছে তাতে ওপারের মৌলবাদ আরো মাথা চারা দিচ্ছে ৷ মৌলবাদ যত বেশি মাথাচাড়া দেবে হিন্দুরা তত অত্যাচারিত হবে । সে কারণেই বলা হয়েছে ৷ সোমবার গাড়াপোতার কলমবাগান থেকে গাড়াপোতা বাজার পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকরা প্রতিবাদ পদযাত্রা করেন। সেখানে গাড়াপোতা গার্লস হাই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রীর শ্লীতাহানির ঘটনার প্রতিবাদী কয়েকজন নির্দোষ যুবককে অন্যায় ভাবে আটকে রেখেছে পুলিশ এমনই অভিযোগ আনেন। সেই মিছিলে কর্মী সমর্থকদের সঙ্গে হাঁটেন সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি নেতা দেবদাস মন্ডল। মিছিল শেষে প্রতিবাদ সভা হয় সেখানেই শান্তনু সেভেন সিস্টার প্রসঙ্গ তুলে মোহামদ ইউনুসকে আক্রমণ করে বলেন যে অপদার্থ সেভেন সিস্টার দখল করার কথা বলে মৌলবাদকে প্রশ্রয় দেয় ওকে উচিত মুখে চুনকালি দিয়ে রাস্তায় ঘুরানো । এদিন তিনি সাধারণ উদ্বাস্তু মানুষের উদ্দেশ্যে দ্রুত সিএএ তে আবেদন করার অনুরোধ জানান। তিনি বলেন নাগরিকত্ব নেওয়া মানেই ভোটার。
0
comment0
Report
Advertisement
Back to top