Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

बुजुर्ग बीमार लोगों को सुनवाई के बहाने परेशान करने का आरोप, विधायक कल्याण घोष बोले

DGDebabrata Ghosh
Dec 29, 2025 11:20:39
Howrah, West Bengal
বয়স্ক অসুস্থ মানুষদের শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে।বালি জগাছা ব্লকের বিডিও অফিসে শুনানি কেন্দ্রে ঢুকে অসন্তোষ প্রকাশ ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষের।তিনি বলেন বয়স্ক মানুষদের বাড়িতে গিয়ে শুনানি করার কথা।সেটা কেনো হচ্ছে না জানতে চান।তিনি বলেন কাজ যাতে সঠিকভাবে করা হয় সেই কথা বলেছি।কিছু বি এল ও বিজেপির হয়ে দালালি করছে।এভাবে জব্দ করা যাবে না।মানুষ জবাব দেবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Dec 29, 2025 12:54:02
Dinajpur, Rangpur Division:বংশীহারী,29ডিসেম্বর:- সরকারি মান্ডিতে ধান বিক্রির ক্ষেত্রে আট থেকে বারো কেজি করে ধলতা (বিভিন্ন অভিযোগে নেওয়া বেশি ধান) নেওয়া হচ্ছে বলে অভিযোগ. তারই বিরুদ্ধে পথে নেমেছে বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা. সারা রাজ্যের পাশাপাশি বুনিয়াদপুর কিষাণ মান্ডিতে চলছে ধান ক্রয় বিক্রয়ের কাজ. ধান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধলতা বন্ধের দাবিতে সোচ্চার হয়েছে বংশীহারী ব্লকের সারা ভারত কৃষক সভা. ধান ক্রয়ের ক্ষেত্রে ধলতা বন্ধের দাবিতে বংশীহারী কিষাণ মান্ডিতে অভিযান করে সারা ভারত কৃষক সভার বংশীহারী কমিটির সমস্ত সদস্যরা. এদিন কিষাণ মান্ডিতে উপস্থিত হয়ে সারা ভারত কৃষক সভার সমস্ত সদস্যরা ধান ক্রয়ের ক্ষেত্রে ধলতা নেওয়া বন্ধ করতে হবে এই দাবি জানান. পরবর্তীতে মিল মালিককের ম্যানেজারকে ঘেরাও করেন সারা ভারত কৃষক সভার সদস্যরা. কৃষাণমন্ডিতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য বংশীহারী থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন ছিল. সারা ভারত কৃষক সভার সদস্যদের বক্তব্য সরকারিভাবে ধান কিনার সময় সমস্ত ধরনের ধলতা নেওয়া বন্ধ করতে হবে। পরে সরকারি আধিকারিক নিজে বাইরে বেরিয়ে এসে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তিনি জানান ধানের গুণমানের উপরে ধলতা নির্ধারণ হয় শুকনো ভালো ধানে কখনোই কোন ধলতা নেওয়ার সরকারি নিয়ম নেই।
0
comment0
Report
ALArup Laha
Dec 29, 2025 12:53:43
Bardhaman, West Bengal:বিএলএ ২ দের শুনানি কক্ষে ঢোকার দাবিতে বিক্ষোভ তৃণমূলের, পূর্ববর্ধমানের ভাতারে এই ঘটনায় উত্তেজনা ছড়ালো। বিএলএ ২ দের শুনানি কক্ষে প্রবেশাধিকার দেওয়ার দাবিতে সোমবার বিক্ষোভে নামল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর নির্দেশের পরই সোমবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের মনোনীত বিএলএ ২ দের এসআইআর (SIR) সংক্রান্ত শুনানি কক্ষে ঢুকতে দেখা যায়। তবে দায়িত্বে থাকা আধিকারিকরা বিএলএ ২ দের স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের কাছে বিএলএ দের শুনানি কক্ষে ঢুকতে দেওয়ার মতো কোনও লিখিত নির্দেশিকা বা ছাড়পত্র নেই। এই নিয়েই শুরু হয় চাপানউতোর। জেলার ভাতারে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভাতার বিডিও অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিএলএ দের শুনানি কক্ষে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। আরেকটি ঘটনাকে কেন্দ্র করেও তীব্র অসন্তোষ দেখা যায়। ভাতারের আমারুন গ্রামের বাসিন্দা, বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা জবারাণী চ্যাটার্জীকে শুনানি কক্ষে উপস্থিত হতে বাধ্য করা হয় বলে অভিযোগ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জবা দেবী হাঁটাচলা করতে অক্ষম। তা সত্ত্বেও বিএলও তাঁদের আবেদন শোনেননি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই তাঁকে চারচাকা গাড়ি ভাড়া করে শুনানি কক্ষে নিয়ে আসতে হয়। এই ঘটনাকে ঘিরে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে আধিকারিকদের কার্যত বচসা শুরু হয়ে যায়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে.
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 29, 2025 12:53:21
Durgapur, West Bengal:দুর্গাপুর শহরে অস্থায়ী পৌর স্বাস্থ্য কর্মীরা দাবি আদায়ের জন্য কর্মবিরতিতে নামেন এবং রাস্তা অবরোধ করেন। বাঁকুড়ার বড়জোড়ায় মুখ্যমন্ত্রীর সভার আগে সোমবার সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগমের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। স্থায়ীকরণ, মাসিক ১৫ হাজার টাকা বেতন, ইএসআই ও পিএফ-এর দাবি নিয়ে আন্দোলন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেন কর্মীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রায় ১৭৫ জন অস্থায়ী কর্মী বিক্ষোভে সামিল হন। দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব গ্রহীতার কাজে যোগ দেওয়ার আবেদন জানালেও আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে না ফেরার সিদ্ধান্তে অনড়।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 29, 2025 12:53:06
Durgapur, West Bengal:তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা - ২০২৬ এর আগে প্রস্তুতির দিন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার সাংবাদিকদের উদ্যেশ্যে জানালেন, আগামী কাল থেকে শুরু হতে চলেছে এই মেলা। মেলার মুখ্য আকর্ষণ রাজ্যের ১৩ টি জেলা থেকে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হস্তশিল্পের পসরা সাজিয়ে বসবে। এর সাথে শিল্পাঞ্চল দুর্গাপুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের নিজের হাতে তৈরী খাদ্য সামগ্রী নিয়ে বসবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুটো বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, দুটি পরগনা সহ মোট ১৩ জেলা থেকে ১৩৪ টি স্টল করা হয়েছে। এছাড়াও সকাল থেকে মেলায় বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান মহকুমা ও কলকাতার নামী দামী শিল্পীদের। গত বছর এই মেলা থেকে এক কোটি ৬৪ লক্ষ টাকার বিক্রয় হয়েছে। এই বছর দুই কোটি টাকার উপর ব্যাবসা হবে বলে মনে করছে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। পশ্চিমবঙ্গ গ্রামীন জীবিকা মিশনের আধিকারিক পার্থ দে বলেন, শিল্পাঞ্চল দুর্গাপুরের সিটি সেন্টারের পাশেই পলাশডিহার 'দুর্গাপুর হাট' প্রাঙ্গণে।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 29, 2025 12:51:12
Kolkata, West Bengal:গাড়িতে বসেই হল এস আই আর হিয়ারিং। বারাসাত এক নম্বর ব্লক বিডিও অফিসে শুরু হয়েছে এস আই আর হেয়ারিং পর্ব। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এই হেয়ারিং এ যাদের নাম আসেনি লিস্টে। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা_gিয়েছে অনেক বয়স্করই নাম বাদ পড়েছে। ফলে এই হেয়ারিং এর কবলে পড়ে যথেষ্ট হয়রানির শিকার হতে হচ্ছে প্রৌঢ় সহ পরিবারের সদস্যদের। সোমবার বারাসাত হৃদয়পুর এলাকা থেকে প্রায় পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া করে আসতে হয়েছে ৮৩ বছরের প্রৌঢ় শোভারানী ভৌমিককে। পাশাপাশি এদিন আরও এক প্রৌঢ় বছর ৬৬ বাবলি দত্ত। বয়সজনিত অসুখের কারণে হাঁটাচলা করতে পারেন না। পেসমেকার বসানো রয়েছে শরীরে। স্বাভাবিকভাবেই এই হেয়ারিং এর কবলে পড়ে যথেষ্ট অস্বস্তি বোধ করছেন তারা।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 29, 2025 12:50:52
Howrah, West Bengal:কলাবতী গুপ্তা।উত্তর হাওড়ার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা।পড়ে গিয়ে একটা হাত ও একটা পা ভেঙে যায়।এই অবস্থায় শুনানিতে এসেছেন।বসে আছেন প্রায় দু ঘন্টা ধরে।শুনানি কেন্দ্রের दোতলায় ওঠার ক্ষমতা নেই।বি এল এ টু ক্যাম্প হয়েছে এই কেন্দ্রের বাইরে।তারা অনেক চেষ্টা করছেন নীচে শুনানির ঠান্ডার মধ্যে বসে রয়েছেন ও মহিলা।প্রায় তিন ঘন্টা পর নীচে তার শুনানি হয়।যদিও তার কাগজ দেখে সন্তুষ্ট না হওয়ায় ফের শুনানিতে আসতে হবে।শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বয়স্ক ও অসুস্থ মানুষদের হয়রানি হতে হচ্ছে।এটা শুনানি পর্ব নয় হয়রানি পর্ব চলছে।উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বলেন ভোটের সময় বুথে বুথে এজেন্ট থাকে।এস এই আর এ ছিলো।কিন্তু শুনানির সময় কেনো থাকবে না।বিজেপির এই চক্রান্ত চলবে না।শুনানি কেন্দ্রে বি এল এ থাকবে।এটা করে দেখবো।ডোমজুর এর বিধায়ক কল্যান ঘোষ আজ বালি জগাছা ব্লক বিডিও অফিসে শুনানি কেন্দ্রে যান।ভিতরে ঢুকে অসন্তোষ প্রকাশ করেন।কেনো বাড়ি গিয়ে বয়স্ক অসুস্থ মানুষদের শুনানি হচ্ছে না সেই প্রশ্ন তোলেন।তিনি বলেন বিজেপির চক্রান্তের জবাব বাংলার মানুষ দেবে।বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন তৃনমূল ভয় পেয়ে গেছে।তাই এসব বলছে।
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 29, 2025 12:50:23
Howrah, West Bengal:নাম তালিকায় নেই শুনানি আতঙ্কে মৃত্যু বৃদ্ধের অভিযোগ পরিবারের। শুনানির দিন ছিল 31 শে ডিসেম্বর টেনশনে ছিলেন বৃদ্ধ গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পরিবারের অভিযোগ এস আই আর শুনানী চিন্তায় ছিল বলেই তার মৃত্যু হয়েছে। আতংকে আবারও মৃত্যু অভিযোগ। হাওড়ার আমতার সাবসীট গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামের ঘটনা। মৃতের নাম سেখ জামাত আলি (৬১) পরিবাররের দাবি ২০০২ সালে سেখ জামাত আলির নাম ছিল না। গতকাল سেখ জামাত আলির হিয়ারিং এর জন্য নোটিশ দেন। আগামী ৩১ ডিসেম্বর শুনানির দিন ছিল। এরপর থেকেই আতংকে বাড়ির লোকের দাবি টেনশানে ভুগছিলেন ভোররাতে স্টোক হয়ে বাড়িতেই মারা যান জামাত আলী।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 29, 2025 12:50:08
Asansol, West Bengal:আসানসোল : চলছে কুলটি জল প্রকল্পের কাজ। বিশাল বড় বড় পাইপ ফেলে রাখা রাস্তার ধারে। সেই সমস্ত পাইপ তুলে চুরি। হাইড্রা ক্রেন দিয়ে সেই কাস্ট আয়রণ পাইপ চুরি করে তোলা হচ্ছিল লরিতে। যারা পাইপ তুলছে তারা সরকারি লোকজন নন বা জল প্রকল্পের কেউ নন। সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে পুলিশ এসে দেখে সন্দেহ সঠিক।প্রায় একশোর মতো সরকারি পাইপ চুরির চেষ্টা হচ্ছিল তাও দিনে দুপুরে। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ইস্কো বাইপাস রোড সংলগ্ন এলাকা থেকে পাইপগুলি উদ্ধার করে। আটক করা হয় হাইড্রা ক্রেন ও বারো চাকার লরিটি। ওই রোডের পাশে শিশুতীর্থ স্কুলের মাঠে রাখা পাইপগুলি আসানসোল পৌরনিগমের। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজন হাইড্রা ক্রেন চালক - ইমরান আনসারী বাড়ি নিয়ামতপুর নবী নগরে। ক্রেন হেল্পার, ইনজামম আনসারী। বাড়ি কুলটির সাকতোড়িয়াতে এবং ট্রাক চালক প্রেম চন্দ্র প্রসাদ। বাড়ি জামুরিয়া থানার নর্থ শিয়ারশোলে। অভিযুক্ত তিন জনকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। তাদেরকে ৭ দিন পুলিশ হেপাজতে নেওয়া হয়।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 29, 2025 12:48:29
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 29, 2025 11:21:22
Howrah, West Bengal:হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যকে শুনানির জন্য তলব করল নির্বাচন কমিশন। হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যকে এবার শুনানির জন্য তলব করল নির্বাচন কমিশন। আগামী ৩ রা জানুয়ারি দুপুর বারোটা থেকে আড়াইটার মধ্যে তাঁকে সমস্ত তথ্য নিয়ে সাঁকরাইল বিডিও অফিসে উপস্থিত হতে নির্দেশ দিয়েছে কমিশন। এই সংক্রান্ত চিঠি পেয়ে কার্যত হতবাক অজয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে সমস্ত নির্বাচনে ভোট দিয়েছি। ১৯৯৮, ২০০৮, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। বাম জমানায় জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলাম। পরপর দুটো টার্ম জেলা পরিষদের সহ-সভাধিপতি হিসেবে দায়িত্বভার সামলাচ্ছি। তবুও নির্বাচন কমিশন ২০০২ সালের এসআইআর সঙ্গে আমার এবারের তথ্যের মিল নেই বলে উল্লেখ করে আমাকে শুনানিতে তলব করেছে। কিন্তু ওদের আমাকে শুনানিতে ডাকার জন্য উল্লেখ করা কারণটা পুরোপুরি ভুল। এইভাবে বহু মানুষকে শুনানিতে ডেকে হয়রানি করতে চাইছে নির্বাচন কমিশন’। এই ব্যাপারে হাওড়ার জেলাশাসক পি দিপাপ প্রিয়া জানান, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।’
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 29, 2025 11:21:06
Asansol, West Bengal:আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত বার্ণপুরে এসআইআর (SIR) শুনানিকে কেন্দ্র করে চরম হয়রানির অভিযোগ উঠল। অভিযোগের কেন্দ্রে একটি নেপালি পরিবার। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের একটি ভোট কেন্দ্রে। পুনম ছেত্রী অভিযোগ করে জানান, তাঁর স্বামী নারায়ণ বাহাদুর ছেত্রী বর্তমানে তাঁর অসুস্থ মাকে চিকিৎসার জন্য নেপালে নিয়ে গিয়েছেন। এই মুহূর্তে তাঁর স্বামীর পক্ষে ভারতে ফিরে আসা সম্ভব নয়। শুনানির সময় পুনম ছেত্রী তাঁর স্বামীর স্কুল সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড সহ সমস্ত প্রয়োজনীয় নথি দেখালেও সংশ্লিষ্ট আধিকারিকরা তা মানতে নারাজ হন। পুনমের অভিযোগ, আধিকারিকদের স্পষ্ট নির্দেশ— নারায়ণ বাহাদুর ছেত্রীকে শ-শরীরে হাজির হতেই হবে। এমনকি তিনটি আলাদা তারিখ দেওয়া হবে এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁকে উপস্থিত হতে হবে বলে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। এসআইআর শুনানির নামে প্রকৃত বৈধ ভোটারদের হয়রানি করা হচ্ছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের ভূমিকা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিতর্ক ক্রমशः তীব্র হচ্ছে আসানসোলের বিভিন্ন বিধানসভা এলাকায়।
0
comment0
Report
Advertisement
Back to top