Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

डोमजুড় के युवक ने खुद को केंद्रीय अधिकारी बताकर धोखाधड़ी की; गिरफ्तार

DGDebabrata Ghosh
Dec 28, 2025 17:07:20
Howrah, West Bengal
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নাম দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ডোমজুড়ের যুবকের বিরুদ্ধে। আটক যুবক। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে বহু বেকার যুবক-যুবতীর থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ডোমজুড়ের বাসিন্দা শৌভিক পাড়ুই নামে ওই যুবক নিজেকে কেন্দ্রীয় সরকারি আধিকারিক পরিচয় দিয়ে লালবাতি ও নীলবাতি গাড়ি নিয়ে ঘোরে। আর এই ভুয়ো পরিচয় দিয়ে কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের স্ট্যাম্প লাগানো গাড়ি নিয়ে ঘুরতে গিয়েই ডোমজুড়ের স্থানীয় বাসিন্দাদের হাতেনাতে ধরা পড়ে যায় শৌভিক। শনিবার রাতে ডোমজুড় গ্রামীন হাসপাতালে কাছে ভুয়ো পরিচয় দিয়ে যখন গাড়ি নিয়ে ঘুরছিলো শৌভিক তখনই তাকে ধরে স্থানীয় বাসিন্দারা। এমনকী সেখানে গিয়ে উপস্থিত হয় বহু প্রতারিত চাকরিপ্রার্থী পরিবারের লোকেরা। তারাই শৌভিককে হাতেনাতে ধরে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলতে থাকে। তার গাড়ি ঘিরে ধরে মারধরের চেষ্টাও হয়। খবর যায় ডোমজুড় থানার পুলিশের কাছে। পুলিশ রাতেই ওই যুবকে আটক করে থানায় নিয়ে যায়। রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই যুবকেরা থানায় আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোমজুড়ের পাড়ুই পাড়ায় ভালো ছেলে হিসেবেই পরিচিত শৌভিক। শৌভিক লাল ও নীলবাতি সরকারি বোর্ড লাগানো গাড়ি চালিয়ে ঘুরতো। স্থানীয় বাসিন্দারা সবাই জানতো শৌভিক সরকারি চাকরি করে। প্রচুর ধনী ও প্রভাবশালী লোকেদের সঙ্গে মেলামেশা করে শৌভিক। আন্দুলে বিশাল বাড়ি করেছে বলে জানা যায়। নিজেকে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তর, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আধিকারিক বলে পরিচয় দিয়ে প্রতারণা করে শৌভিক। এআইয়ের সাহায্যে বিভিন্ন দপ্তর ও দপ্তরের আধিকারিকদের সঙ্গে ছবি দিয়ে শৌভিক সোশ্যাল মিডিয়ায় প্রচার করে। তার পর সেই ছবি দেখিয়ে প্রভাবশালী বলে দাবী করে চাকরি প্রার্থীদের ফাঁদে ফেলে তাদের থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আদায় করে তাদের প্রতারণা করে। শৌভিককে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনাই তদন্ত করে দেখছে পুলিশ。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Dec 28, 2025 18:31:01
Siliguri, West Bengal:ডিউটি সেরে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনা। ডিউটিকবলয়ে মেডিকেল ইন্টার্ন শিক্ষার্থীদের দল ২টি ছোটো চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, মৃত ১ জন। শিলিগুড়ি মহকুমর নক্সালবাড়ির কদমামোড় সংলগ্ন পানিঘাটা- বাগডোগরা রাজ্য সড়কে মুখোমুখি ২টি গাড়ির সংঘর্ষে এলাকায় চাঞ্চল্য। জানা gেছে, এদিন সন্ধ্যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ইন্টার্ন শিক্ষার্থীরা — ২ মহিলা সহ মোট ৪ জন — নকশালবাড়ি পানিঘাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন; সেই সময় উল্টো দিক থেকে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ কদমামোড় এলাকায় ২টি চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। খবর পেয়ে নক্সালবাড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। গুরুতর আহত ২ জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে সেখানে মৃত্যু হয় সায়ন্তনী ভাদুড়ীর নামে এক ইন্টার্ন শিক্ষার্থীর। মৃত সায়ন্তনী কলকাতার বাসিন্দা। অন্য ৩ জন আহতকে নক্সালবাড়ি হাসপাতালে আনা হয়; পরে তাদের মধ্যে ২ জনের অবস্থার শোচনীয় হওয়ায় উক্ত হাসপাতালে পাঠানো হয় ও অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গোটা ঘটনায় গাড়ি ২টি বাজেয়াপ্ত হয়েছে এবং তদন্ত শুরু করেছে নক্সালবাড়ি পুলিশ।
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 28, 2025 18:30:43
Howrah, West Bengal:সোশ্যাল মিডিয়ায় কভার পেজে পিকচার৷ যতই কর হামলা আবার জিতবে বাংলা অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জির সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট প্রসঙ্গে উলুবেড়িয়া ধুলা সিমলায় সভায় এসে তিনি বলেন৷ হামলা তো বিজেপির উপরে হয় যতই করো হামলা তৃণমূল পাবে গামলা৷ হুমায়ুনের ছেলে সরকারি দেহ রক্ষী কে মারধোরের ঘটনায় সুকান্ত মজুমদার বলেন৷ এখন এরকম অনেক কিছুই চলবে এদের মধ্যে হুমায়ুন কখনো তৃণমূলের কাছে আসবে কখনো দূরে যাবে৷ সময় আসুক তখন কমেন্ট করব এখন বোঝা যাচ্ছে না৷ হুমায়ুন কার পক্ষে আছে৷ ভারতবর্ষের ১২ টি রাজ্যে এস আই আর এর কাজ করছে নির্বাচন কমিশন ৷বারোটি রাজ্যে কেন মানুষ হতাশ হচ্ছে না ? নির্বাচন কমিশনের নিজস্ব অফিসার থাকেনা অফিসার থাকে না। রাজ্য সরকারের অফিসারদেরকে দিয়ে কাজ করানো হয় বিডিওকে দিয়ে কাজ করায় এসডিওকে দিয়ে কাজ করায়৷ তারা কার অফিসার দিদির অফিসার তারা কাজ করলে তো দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে৷ বি এল এ টু দের শুনানি কেন্দ্রে ঢুকতে না দিয়ে নাম বাদ্ যাক এটাই নির্বাচন কমিশন চাইছে তার জন্য আইনের দ্বারস্থ হব অভিষেক ব্যানার্জীর এই বক্তব্য প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন আইনে তো ঢোকার অধিকার নেই বিএলএ টু দের এর আগেও তো আইনের দ্বারস্থ হয়েছিল এস আই আর বন্ধ করার জন্য৷ কি হল৷ বি এল ও এবং বিএলএ2 এদের কাজ কমপ্লিট হয়ে গেছে৷ এবার কাজ e r o এবং a e r o দের কাজ এরা এদের কাজ করবে৷ বাকি বিষয় নির্বাচন কমিশন দেখবেন ৷ মন্দির মসজিদ তৈরি করা প্রসঙ্গে সুকান্ত মজুমদার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন সরকারেরই মন্দির মসজিদ তৈরি করা উচিত নয়। অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হয়েছে সেখানে সরকার তো একটা টাকাও দেয়নি ট্রাস্ট তৈরি করে এই ট্রাস্ট জনগণের কাছে ভিক্ষা করে সেই টাকা দিয়ে তৈরি হয়েছে৷ মন্দির মসজিদ এই ভাবেই তৈরি হওয়া উচিত৷ হুমায়ুন কবির বলেছেন ভাইপোর পিসি আগে মন্দির করা থেকে বিরত থাকুক ভবানীপুর কেন্দ্রে কনটেস্ট না করিয়ে নিজে কনটেস্ট করে দেখাক এই প্রসঙ্গে তিনি বলেন ভবানীপুরে ভাইপো দাঁড়াবে কি পিসি দাঁড়াবে তা আমরা জানি না যেই দাঁড়াক আমরা হারিয়ে দেবো। অন্যদিকে একটি ধর্ষণ কেসের ঘটনায় তিনি বলেন ৷বিজেপির রাজত্বে কেউ যদি অপরাধ করে থাকে তাহলে সে জেলে যাবে কেউ বাঁচাবে না তাকে৷ তৃণমূল তো চাকরির লোভ দেখিয়ে ধর্ষণ করে৷ তৃণমূলকে মিম কতটা বেগ দিতে পারে এই প্রসঙ্গে তিনি বলেন যে আমি জ্যোতিষী নয় আমি এ বিষয়ে বলতে পারব না ৷সময় আসুক তখন বোঝা যাবে৷ উলুবেড়িয়ার ধুলাসিমলায় একটি পরিবর্তন সংকল্প যাত্রায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন সুকান্ত মজুমদার ৷
0
comment0
Report
ASAyan Sharma
Dec 28, 2025 17:08:11
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 28, 2025 17:08:02
Howrah, West Bengal:হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যকে শুনানির জন্য তলব করল নির্বাচন কমিশন। হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যকে এবার শুনানির জন্য তলব করল নির্বাচন কমিশন। আগামী ৩ রা জানুয়ারি দুপুর বারোটা থেকে আড়াইটার মধ্যে তাঁকে সমস্ত তথ্য নিয়ে সাঁকারাইল বিডিও অফিসে উপস্থিত হতে নির্দেশ দিয়েছে কমিশন। এই সংক্রান্ত চিঠি পেয়ে কার্যত হতবাক অজয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে সমস্ত নির্বাচনে ভোট দিয়েছি। ১৯৯৮, ২০০৮, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। বাম জমানায় জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলাম। পরপর দুটো টার্ম জেলা পরিষদের সহ-সভাধিপতি হিসেবে দায়িত্বভার সামলাচ্ছি। তবুও নির্বাচন কমিশন ২০০২ সালের এসআইআর সঙ্গে আমার এবারের তথ্যের মিল নেই বলে উল্লেখ করে আমাকে শুনানিতে তলব করেছে। কিন্তু ওদের আমাকে শুনানিতে ডাকার জন্য উল্লেখ করা কারণটা পুরোপুরি ভুল। এইভাবে বহু মানুষকে শুনানিতে ডেকে হয়রানি করতে চাইছে নির্বাচন কমিশন।’ এই ব্যাপারে হাওড়ার জেলাশাসক পি দিপাপ প্রিয়া জানান, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।’
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 28, 2025 17:07:53
Asansol, West Bengal:আসানসোলে বাসের ধাক্কায় একাদশ শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর জখম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় চরম উত্তেজনা ছড়াল। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এবং আহত ছাত্রীর চিকিৎসার সমস্ত খরচ বহনের দাবিতে পরিবারের সদস্যরা আসানসোলের ব্যস্ত জিটি রোডে ভগৎ সিং মোড় অবরোধ করেন। ঘটনাস্থলে চলে বিক্ষোভ। অবরোধের জেরে দীর্ঘক্ষণ ভগৎ সিং মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা ও দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ。 জানা গেছে, আহত স্কুলছাত্রীর নাম নেহা বাউরি। সে আসানসোলের কুমারপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের দাবি, নেহার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিপুল অঙ্কের টাকা দাবি করছে। কিন্তু ঘটনার পর থেকেই অভিযুক্ত বাসের মালিক পলাতক। তার মোবাইল ফোন সুইচড অফ রয়েছে বলে অভিযোগ。 পরিবারের অভিযোগ, পুলিশ বাসটি আটক করলেও বাস মালিকের সঙ্গে যোগাযোগ বা তাকে চিকিৎসার খরচ বহনে বাধ্য করার বিষয়ে কার্যকর কোনও উদ্যোগ নিচ্ছে না। পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নেহা কুমারপুর থেকে কম্পিউটার ক্লাস করতে আসানসোলের দিকে আসছিল। সেই সময় ভগৎ সিং মোড়ে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশ পৌঁছে বাস ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। আহত নেহাকে প্রথমে একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে রেফার করা হয়。 সন্ধ্যায় নেহার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ভগৎ সিং মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হন। নেহার আত্মীয় যাদব বাউরি জানান, দুর্ঘটনার পর বাস মালিক চিকিৎসার সমস্ত খরচ বহনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন নেহাকে হাসপাতালে ভর্তি করার পর থেকে বাস মালিকের কোনও খোঁজ নেই। পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নেহার বাবা একজন দিনমজুর। মেয়ের চিকিৎসার জন্য তিনি ধার করে প্রায় এক লক্ষ টাকা জোগাড় করেছেন। কিন্তু এই পরিস্থিতিতে বাস মালিক যদি নিজের প্রতিশ্রুতি না রাখেন, তাহলে নেহার জীবনের ঝুঁকি বাড়বে। তাদের প্রশ্ন, বাস মালিকের ফোন বন্ধ থাকলে পুলিশের দায়িত্ব কী? পুলিশের উচিত কঠোর ব্যবস্থা নিয়ে বাস মালিককে নেহার চিকিৎসার খরচ বহনে বাধ্য করা। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বাস মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 28, 2025 17:07:37
Howrah, West Bengal:সি পি আই (এম) এর বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি অনুসারে মিছিল শেষে বালি জগাছায় আজ একটি সমাবেশ হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের নেতা সুজন চক্রবর্তী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন.... ১- বাংলা বাঁচাও যাত্রা কেন? তার ব্যাখ্যা দিতে গিয়ে রাজ্যে সরকারের ভূমিকায় বাংলার অবস্থা সম্পর্কে তুলে ধরেন。 ২- হুমায়ূন কবিরের তৃণমূলে থাকা কালিন তার প্রতি তৃণমূলের মনোভাব এবং তৃণমূল না থাকাকালিন প্রশাসনের অবস্থান ও ভূমিকা তুলে ধরে কটাক্ষ করেন。 ৩- এস আই আর প্রক্রিয়ায় শুনানি পর্বে মানুষের হয়রানির বিষয়ে তুলে ধরে নির্বাচন কমিশনের সৃষ্টি আকর্ষণে বামেদের ভূমিকা তুলে ধরেন。 সেইসঙ্গে এস আই আর প্রক্রিয়ার একাধিক দফার কাজ হয়ে গেলেও তারপর অভিষেক ব্যানার্জির পথেনামা কর্মসূচি নিয়ে সমালোচনা করেন। পাশাপাশি বিজেপি এবং তৃণমূলের ধর্মীয় বিভাজনের মধ্যদিয়ে রাজনীতিকরণের বিষয়ে তুলে ধরে দুই দলকে তুলোধোনা করেন। এ প্রসঙ্গে, সাধারণ মানুষের মৌলিক চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব না দিয়ে তা থেকে মুখ ঘুরিয়ে মানুষকে বিভ্রান্তিতে ফেলার মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার কৌশল ব্যাখ্যা করেন তিনি। বাইট..১..সুজন চক্রবর্তী
0
comment0
Report
NHNantu Hazra
Dec 28, 2025 17:04:51
Salt Lake City, Utah:Shatudra Dutta was taken to court in Bidhannagar after 14 days of police custody. He was carrying the Geeta when the police brought him to the court. ১৪ দিনের পুলিশ হেফাজতশেষে বিধাননগরে আদালতে তোলা হলো শতুদ্র দত্তকে। যখন পুলিশ আদালতে নিয়ে আসে তখন তার হাতে গীতা ছিল। ১৩ই ডিসেম্বর সল্টলেকে যুবভারত ক্রীড়াঙ্গনে মেসি আসার পরে তাকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়। সেই ঘটনায় ঐদিনই এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয় শতুদ্র দত্তকে। ১৪ তারিখ তাকে বিধিবনগর মহাকুমা আদালতে তোলা হলে বিচার ক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ১৪ দিনের পুলিশ হেফাজত শেষে আজ তাকে বিধাননগর মহাকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ আদালত চত্বরে নিয়ে আসার সময় দেখা যায় যে তার হাতেই গীতা ছিল। যদিও সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 28, 2025 17:04:41
Salt Lake City, Utah:Three injured in a tragic road accident in the early hours of the morning. The incident happened near Barat Bus Stand on Jessore Road, Laketown. ভোরবেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত তিন। ঘটনা লেকটাউন যশোর রোডের বরাট বাস স্ট্যান্ড এর কাছের ঘটনা।স্থানীয়দের দাবি গাড়িতে পুলিশ লেখা স্টিকার লাগানো ছিল। মদ্যপ অবস্থায় ছিল গাড়ির ভেতরে মদের বোতল গ্লাস পড়েছিল। গুরুতর আহত অবস্থায় তাদেরকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে。 পুলিশ সূত্রে খবর ভোররাতে পাতিপুকুরের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি আইটেন গাড়ি। অত্যন্ত দ্রুতগতিতে চলাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ১০৭ ছোট হাতি গাড়ির পেছনে ধাক্কা মারে। গাড়ির বাঁ দিকটা দুমড়ে মুছড়ে যায়। সেখানেই আটকে যায় আর যুবক। কোন রকমের স্থানীয়রা আওয়াজ পেয়ে ছুটিে এসে তাদেরকে উদ্ধার করে। খবর পেয়ে লেকটাউন থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যায়।গোটা ঘটনার তদন্তে লেকটাউন থানার পুলিশ。 যদিও পুলিশ সূত্রে খবর একটি কুকুর কে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 28, 2025 17:04:14
Kolkata, West Bengal:এই ঐতিহাসিক মাইলফলক উদ্‌যাপন উপলক্ষে আজ জগন্নাথ ধাম, দিঘায় আগত এক কন্যাশিশুকে প্রতীকীভাবে এক কোটিতম দর্শনার্থী হিসেবে চিহ্নিত করা হয়। ওই কন্যাশিশু হলেন কাকলি জানা, কলকাতার টালিগঞ্জের বাসিন্দা সুরজিৎ জানা–র কন্যা। এই উপলক্ষে তাঁকে বিশেষভাবে সম্মানিত করা হয়। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিবারটিকে বিশেষ দর্শন, মহাপ্রসাদ, পুষ্পমালা ও প্রসাদ প্রদান করা হয়। উদ্‌যাপনে অংশগ্রহণ করতে গিয়ে পরিবারটির আনন্দ ও আবেগ ছিল স্পষ্ট। খুশি প্রকাশ করে কাকলি জানার পরিবার বলেন, “আমরা নিজেদের অসীমভাবে ধন্য ও গর্বিত মনে করছি। জগন্নাথ ধাম, দিঘার মতো একটি ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। সত্যিই এটি জগন্নাথদেবের কৃপা বলেই আমাদের মনে হচ্ছে।”
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 28, 2025 17:02:40
Dihierench, West Bengal:*চণ্ডিডপুরে সমবায় নির্বাচনে বাম–তৃণমূল জোটের ক্লিন সুইপ, বিজেপি শূন্য। জোট ঘিরে রাজনৈতিক শোরগোল।* পূর্ব মেদিনীপুরের চণ্ডিপুরের পাটনা এলাকায় গোবর্ধনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ পরিচালন কমিটির নির্বাচনে মোট ৯টি আসনের সবকটিতেই জয়লাভ করল বাম–তৃণমূল কংগ্রেস জোট। যদিও জোট মানতে না রাজ বাম তৃণমূল। এর মধ্যে তৃণমূল সমর্থিত ৭টি ও বাম সমর্থিত ২টি আসনে জয় আসে। গণনা শেষে জয়োৎসবে মেতে ওঠেন তৃণমূল ও সিপিআইএম কর্মী-সমর্থকেরা। বিজেপি সবকটি আসনে প্রার্থী দিলেও একটিও আসনে জয় পায়নি। বিজেপির দাবি, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অন্যদিকে তৃণমূল ও বামফ্রন্টের দাবি, এটি দলীয় নয়—সমবায় বাঁচানোর লড়াই। Left Trinamool alliance seizes cooperative in Chandipur. বাইট:- ১) আশীষ গুছাইত সিপিআইএম নেতা। ২) স্নেহাংশু শেখর পন্ডিত। তৃণমূল নেতা। ১:২০ সেঃ। ৩) বিপ্লব মন্ডল। বিজেপি নেতা। ১:৪৬ সেঃ।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 28, 2025 15:04:47
Howrah, West Bengal:বর্তমানে একা চললেও আগামী বিধানসভা নির্বাচনে জোটের সম্ভাবনা জিইয়ে রাখলো কংগ্রেস।আজ জাতীয় কংগ্রেসের ১৪১ তম প্রতিষ্ঠা দিবসে জোটের প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন সবার ওপর মানুষ সত্য তাই মানুষ যদি চায়,দল যদি চায়,কর্মী সমর্থকরা যদি চায় তাহলে ভাবনা চিন্তা করা হবে।কি সিদ্ধান্ত নেওয়া হয় জানা যাবে।কংগ্রেস দুর্বল হয়েছিলো।তবে এখন শক্তিশালী।প্রতিনিয়ত শক্তি সঞ্চয় করছে।কংগ্রেসকে ধংস করা যাবেনা।কংগ্রেসকে দুর্বল করা মানে দেশকে দুর্বল করা।মানুষের ভোটাধিকার,নির্বাচন কমিশন সবই কংগ্রেস করেছে।মানুষের কথা তারা ভেবেছেন।তাই কংগ্রেসকে আঘাত করা মানে মানুষকে আঘাত করা।আজ কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।এই দিনে শপথ নিতে হবে দেশের সংবিধানকে রক্ষা করার।বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় মেরুকরণ করছে।তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।আজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ মিছিল বের করা হয়।নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।প্রথম সভাপতি ডব্লু সি ব্যানার্জির বাড়ি থেকে বেরিয়ে স্বামী বিবেকানন্দর বাসভবনে আসে।সেখানে মূর্তিতে মাল্যদান করা হয়।এরপর শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিল করে নেতাজীর মূর্তিতে মাল্যদান。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 28, 2025 15:04:29
Howrah, West Bengal:মিম কতটা মাথাব্যথার শাসক দলের কাছে。 কংগ্রেসের একমাত্র মাথাব্যথা জনগণের জন্য উন্নয়ন।কোন রাজনৈতিক দল কার মাথাব্যথা তা ভেবে বাংলার অর্থনৈতিক উন্নতির কথা ভাবতে হবে。 শুভঙ্কর সরকার..... ১..মুখ্যমন্ত্রীকে মন্দির করতে বিরত থাকার হুঁশিয়ারি হুমায়ুন কবীরের。 ২..শুধু বলবো তৃণমূলকে পরিবর্তন করুন।বিজেপি ভোট নয়。 হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ।তৃণমূল বিজেপি নেতাদের সুরক্ষা দেওয়া হচ্ছে।কিন্তু মানুষের পাহারা কে দেবে।কে সুরক্ষা দেবে。 ৩..বাঁকুড়ায় আত্মঘাতী বি এল ও。 বি এল ও দের মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন।মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে হবে。 ৪..নিউটাউনে দুর্গা অঙ্গন তৈরি হবে。 মন্দির মসজিদ সব হোক।আপত্তি নেই।তবে পাশাপাশি হসপিটাল,কলেজ এগুলো বেশী করলে খুশী হবো。 বাইট....শুভঙ্কর সরকার(রাজ্য সভাপতি, প্রদেশ কংগ্রেস)
0
comment0
Report
Advertisement
Back to top