Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

बंगाल में IR प्रक्रिया शुरू होते ही BJP-TMC के बीच घमासान, BLO सूची पर आरोप

DGDebabrata Ghosh
Oct 31, 2025 07:37:14
Howrah, West Bengal
নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রশাসনের পক্ষ থেকে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও দের তালিকা বের হতেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকজন বিএলও নিয়োগ করা হয়েছে যারা সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী। এর ফলে সংশোধিত ভোটের তালিকা তৈরিতে নিরপেক্ষতা নষ্ট হতে পারে inferentially, আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এই ব্যাপারে যা করার নির্বাচন কমিশন করেছে। তাদের কোন হাত নেই। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক উমেশ রায় সমাজ মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করে সরাসরি অভিযোগ করেছেন উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের কয়েকজন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীকে বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে। এই ছবিগুলোর মধ্যে চিহ্নিত কর্মীদের কখনো তৃণমূলের দেওয়াল লিখন আবার কখনো ঝান্ডা হাতে মিছিলে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে রয়েছেন। এইসব ছবি দেখিয়ে বিজেপি নেতৃত্বের অভিযোগ শাসক দলের কর্মীরা যদি এসআইআর এর দায়িত্ব দেওয়া হয় তবে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন না। তারা দলীয় স্বার্থে দেখে কাজ করবেন। এর ফলে এসআইআর এর কাজ ঠিকমতো হবে না। তাই এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে।এদিকে তৃণমূলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের হাওড়া সদরে সভাপতি এবং উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌতম চৌধুরী বলেন বিএলও দের তালিকা তৈরি তারা তৈরি করে না। করে নির্বাচন কমিশন। তারা এ ব্যাপারে বলতে পারবে। তবে যদি কোন শিক্ষক অথবা স্বাস্থ্যকর্মী তাদের দলকে ভালবাসে তাহলে তাদের কি করার আছে ? বিজেপি কি চাইছে গুজরাট, দিল্লি থেকে বিএলও এনে নির্বাচন করাতে ?আনলেও কোনো লাভ হবেনা। তিনি আরো অভিযোগ করেন এসআইআর এর নামে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া বলেন তারা এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Oct 31, 2025 13:23:38
Kolkata, West Bengal:SIR আতঙ্ক শহরের। কলকাতা পুরসভার হেড কোয়ার্টার থেকে শুরু হয়েছে বার্থ সার্টিফিকেট নেওয়ার হিড়িক। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র কলকাতা পুরসভার হেডকোয়ার্টার থেকেই ৯ হাজার ৮২৩ জনের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। শুধুমাত্র পুজোর আগে, অর্থাৎ ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্তই ১২৯৫ জনের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, হেডকোয়ার্টার থেকে। পুজোর পর পুরসভা খুলতেই, বার্থ সার্টিফিকেট নেওয়ার লাইন আরও বেড়েছে বলে শুক্রবার দাবি করেন মেয়র ফিরহাদ হাকিম। সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আশ্বাসমতো প্রত্যেককেই বার্থ সার্টিফিকেট ইস্যু করা হবে বলে জানিয়েছেন মেয়র。 প্রসঙ্গত, কলকাতা পুরসভার হেডকোয়ার্টার থেকে একমাত্র পুরনো বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে। অর্থাৎ বার্থ সার্টিফিকেট হারিয়ে গেলে, ছিড়ে গেলে, অথবা পুরনো হয়ে গিয়ে নষ্ট হয়ে যেতে বসলে তখন নতুন করে নথি দেখিয়ে বার্থ সার্টিকেট তুলতে হয় নাগরিকদের। নিউ বর্ন বেবিদের ক্ষেত্রে সরকারি হাসপাতাল বার্থ সার্টিফিকেট ইস্যু করে থাকে। বেসরকারি হাসপাতালে জন্ম হলে বরো অফিস থেকে বার্থ সার্টিকেট দেওয়া হয়ে থাকে。
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 31, 2025 13:23:24
0
comment0
Report
ALArup Laha
Oct 31, 2025 13:23:03
Belna, West Bengal:একই দিনে একই রোগীর দুই রকম রিপোর্ট! কাঠগোড়ায় বর্ধমানের দুই নামী ডায়াগনস্টিক সেন্টার ইইজি রিপোর্ট নিয়ে চাঞ্চল্য, জেলাশাসকের নির্দেশে তদন্তে জেলা স্বাস্থ্য দপ্তর অভিযোগ উঠেছে খোসবাগানের দুই নামকরা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগে সরব রোগীর পরিবার। ইতিমধ্যেই লিখিত অভিযোগ করেছেন জেলা শাসক ও জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে। কালনার রসুলপুর গ্রামের বাসিন্দা মোহম্মদ মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেছেন, তাঁর ভাইঝি সোহানা ইয়াসমিন (২৩) দীর্ঘদিন ধরে স্নায়ুরোগে ভুগছেন। কলকাতার মল্লিকবাজারের একটি স্নায়ু বিশেষজ্ঞ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকের পরামর্শে প্রথমে বর্ধমানের খোসবাগানের রামকৃষ্ণ রোডের এক ডায়াগনস্টিক সেন্টারে ইইজি (EEG) করা হয়। সেই রিপোর্টে ‘স্বাভাবিক’ ফল আসে। সেই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা চললেও অবস্থার উন্নতি হয়নি। পরবর্তীতে চিকিৎসকের নির্দেশে ফের ইইজি করানো হয় এবার খোসবাগানের আর বি ঘোষ রোডের অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে। আশ্চর্যজনকভাবে সেখানেও রিপোর্ট আসে ‘স্বাভাবিক’। কিন্তু কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা রিপোর্ট দেখে জানান, এটি ‘ভুয়ো’ এবং এর কোনও চিকিৎসাগত মূল্য নেই। তাঁদের অভিযোগ, “রেখাচিত্র বা গ্রাফ না দেখে ইচ্ছেমতো রিপোর্ট তৈরি করা হয়েছে।” অভিযোগকারী মোয়াজ্জেম হোসেনের দাবি, “প্রথম রিপোর্ট তৈরি হয়েছিল ২৫ ফেব্রুয়ারি, দ্বিতীয় রিপোর্ট ১৬ অক্টোবর। পরে দুই ডায়াগনস্টিক সেন্টারেই যোগাযোগ করি। রামকৃষ্ণ রোডের সেন্টার বিনামূল্যে নতুন রিপোর্ট দেওয়ার আশ্বাস দেয়, তবে আমরা আগ্রহ দেখাইনি। কিন্তু আর বি ঘোষ রোডের সেন্টারের দুই কর্মী আমার বাড়িতে এসে একই তারিখের নতুন রিপোর্ট হাতে দেন, যেখানে ‘অস্বাভাবিক’ লেখা। পুরনো গ্রাফ ব্যবহার করেই নতুন রিপোর্ট তৈরি করা হয়েছে।” এই ঘটনায় জেলাশাসক আয়েশা রানী এ বলেন, “আমি সিএমওএইচকে সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছি।” ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে। আর বি ঘোষ রোডের ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, “রিপোর্ট চিকিৎসক গ্রাফ দেখে দেন, তাই বিষয়টি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।” অভিযুক্ত চিকিৎসক অরুণ আগরওয়াল স্বীকার করেছেন, “ভুল হয়েছিল, পরে সেটা বুঝে সংশোধন করা হয়েছে।” রোগীর পরিবারের দাবি, “ভুল রিপোর্টের কারণে চিকিৎসাতেও ভুল হয়েছে।” জেলা স্বাস্থ্য দপ্তরের তদন্তে এখন নজর গোটা জেলার চিকিৎসা মহলের।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 31, 2025 13:22:49
Howrah, West Bengal:সরদার বল্লভভাই প্যাটেলের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের হাওড়া জেলা ক্রিয়া এবং যুব দপ্তর থেকে পদযাত্রার আয়োজন করা হয়েছে। জেলার যুব এবং ক্রীড়া আধিকারিক অরুনিমা আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন আগামী ১৫ ই অক্টোবর উলুবেড়িয়ার ভারত টেকনোলজি কলেজ এবং ১৬ ই অক্টোবর জগৎবল্লভপুরের শোভারানী কলেজের কাছ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। দুই থেকে তিন কিলোমিটার এই পদযাত্রায় ছাত্র-ছাত্রী, যুবকরা ছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। এর জন্য স্থানীয় ক্লাব এবং সামাজিক সংগঠনগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মূল उद्देश्य হলো গ্রামীন এলাকায় যুবকদের মধ্যে দেশপ্রেম এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Oct 31, 2025 13:21:59
Kolkata, West Bengal:দমদমে বি এল ও তৃনমূল কর্মী, এছাড়াও প্রায় ৫০-র বেশি বুথে অস্থায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বি এল ও করার প্রতিবাদে অভিযোগ বিজেপি-র। দমদম বিধানসভার ২৭৬ টি বুথে প্রায় পঞ্চাশেরও বেশি অস্থায়ী রাজ্য সরকারি কর্মচারীকে বি এল ও হিসেবে নিযুক্ত করার প্রতিবাদ জানিয়ে কমিশনে চিঠি বিজেপির। গতকাল দমদম বিধানসভার ক্ষেত্রে সর্বদলীয় বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেন বিজেপি প্রতিনিধিরা। এই নিয়ে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়। এই প্রেক্ষিতেই শুক্রবার কমিশনে অভিযোগ জমা দিলেন বিজেপি কর্মীরা। তাদের দাবি, দমদম বিধানসভার ২৬২ নম্বর বুথে যাকে বি এল ও হিসেবে নিযুক্ত করা হয়েছে তিনি নন স্টিচিং স্টাফ, শুধু তাই নয় তিনি স্থানীয় ওয়ার্ডে যুব তৃণমূলের সভাপতি বলে অভিযোগ বিজেপি-র। তার নাম অমলেন্দু চক্রবর্তী। একেবারে ছবি দিয়ে সেই অভিযোগ জানান বিজেপি কর্মীরা। এর পাশাপাশি একাধিক অঙ্গনারী কর্মী সহ অস্থায়ী কর্মীদের বি এল ও হিসেবে নিযুক্ত করা হয়েছে। তা বদলি করতে হবে এই জানিয়ে তারা চিঠি দিয়ে এসেছেন। তাদের আরও দাবি, গতকাল বৈঠকে অমলেন্দু চক্রবর্তী বিরুদ্ধে তারা অভিযোগ জানালে তাকে বি এল ও-র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে কমিশনের তরফ থেকে তাদের জানানো হয়।
0
comment0
Report
PDPradyut Das
Oct 31, 2025 13:21:36
0
comment0
Report
TDTapan Deb
Oct 31, 2025 13:21:04
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার প্রাকৃতিক দুর্যোগে আবারও বন্যার ভ্রুকটি। আলিপুরদুয়ারের তোর্ষার শাখা নদী শিষামারা নদীর জলস্তর বেড়ে গিয়েছে। বাঁধের অবস্হা ভাল না। এদিকে দুদিন ধরে বৃষ্টি চলছে। ভুটানে বৃষ্টি বাড়লে আবারও ভয়ঙ্কর রুপ নিতে পারে আশঙ্কায় ভুগছেন জলদাপাড়া লাগোয়া গ্রাম গুলোর বাসিন্দারা। এদিকে বীরপাড়া ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের গেরগেন্ডা সেতুর ভাঙ্গন গতকাল থেকে আজ সকাল পর্যন্ত অনেকটাই বেড়েছে। এমন অবস্হায় গেরগেন্ডা নদীর জলস্তর বাড়লে ভয়াবহ রুপ নিতে পারে। ব্রিজের উপরে খুব ধীর গতিতে গাড়ি চলাচল করছে। জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে জানান প্রশাসন সতর্ক রয়েছে।
0
comment0
Report
NHNantu Hazra
Oct 31, 2025 13:20:19
Salt Lake City, Utah:Vigilance awareness week, 2025 in power grid corporation. পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে ২০২৫ সালের সতর্কতা সচেতনতা সপ্তাহ পালিত হলো।দুর্নীতি বিরুধ্যে মানুষকে সচেতন করতে এই প্রোগ্রাম। নিউটাউন পাওয়ার গ্রিড অফিস থেকে একটি ৱ্যালি বের করা হয়। এর পাশাপাশি সচেতনাতার বার্তা নিয়ে একটি ট্যাবলো বের করা হয়। ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে একটি CPSE, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, কেন্দ্রীয় সতর্কতা কমিশনের সহযোগিতায়, ২৭শে অক্টোবর থেকে ২রা নভেম্বর, ২০২৫ পর্যন্ত সতর্কতা সচেতনতা সপ্তাহ, ২০২৫ উদযাপন চলছে। এর লক্ষ্য হলো স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতা বৃদ্ধি করা এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অংশীদারদের উৎসাহিত করা।মানুষকে সচেতন করা। কর্মী, তাদের পরিবার এবং সহায়তা পরিষেবা প্রদানকারীদের কর্মীদের জন্য বিক্রেতাদের মিলনমেলা, কুইজ, স্লোগান প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠাননার আয়োজন করা হয়।
0
comment0
Report
KMKIRAN MANNA
Oct 31, 2025 13:19:23
Dihierench, West Bengal:এবার সুতাহাটার এক বিএলও-এর রাজনৈতিক যোগ নয়ে সরব বিজেপি। ওই বিএলওকে সরাতে বিডিওর কাছে অভিযোগ দায়ের করলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আনন্দময় অধিকারী। আনন্দময় অধিকারীর অভিযোগ, সুতাহাটার জয়নগর এলাকার ১০৭নম্বর বুথের বিএলও সৌরভ বেরা তৃণমূল কংগ্রেসের সাথে সরাসরি যুক্ত। প্রাথমিক শিক্ষক সৌরভ বেরা বুথেরপ্রাক্তন যুব সভাপতিও বটে, বর্তমানে তিনি তৃণমূল শিক্ষক সেলের নেতা। বিজেপির তরফে এই সংক্রান্ত কয়েকটি ছবিও সামনে আনা হয়েছে। অবিলম্বে এই সৌরভ বেরাকে দায়িত্ব থেকে সরাতে সুতাহাটার বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে۔ তবে অভিযুক্ত বিএলও সৌরভ বেরার বক্তব্য, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি। আমি যে কোনো রাজনৈতিক দল করতেই পারি। আমি তৃণমূল দল করি, তৃণমূলের শিক্ষা সেলের সাথে যুক্ত। এর আগেও আমি তাই ছিলাম, তখনতো বিজেপি কোনো অভিযোগ করেনি, এখন করছে কেন? আর এই ই্যসুতে ওই বিএলও-এর পাশে দাঁডিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সুতাহাটা ব্লক তৃণমূলের সভাপতি তুষার মাইতির বক্তব্য, উনি তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকরী নন। তিনি যেকোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারেন, এতে দোষের কি? আর বিজেপি মানুষের পাশে থাকেনা, শুধু এমন অভিযোগ তারা করে থাকেন। তবে এই নিয়ে সুতাহাটার বিডিও দেবশীনা দাস বলেন, আমার অন্যত্র বদলি হয়ে গেছে, যা বলবে পরবর্তী বিডিও তিনি বলবেন।
0
comment0
Report
ALArup Laha
Oct 31, 2025 13:18:50
Belna, West Bengal:একই দিনে একই রোগীর দুই রকম রিপোর্ট! কাঠগোড়ায় বর্ধমানের দুই নামী ডায়াগনস্টিক সেন্টার ইইজি রিপোর্ট নিয়ে চাঞ্চল্য, জেলাশাসকের নির্দেশে তদন্তে জেলা স্বাস্থ্য দপ্তর অভিযোগ উঠেছে খোসবাগানের দুই নামকরা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগে সরব রোগীর family। ইতিমধ্যেই লিখিত অভিযোগ করেছেন জেলা Shasak ও জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে。 কালনার রসুলপুর গ্রামের বাসিন্দা মহম্মদ মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেছেন, তাঁর ভাইঝি সোহানা ইয়াসমিন (২৩) দীর্ঘদিন ধরে স্নায়ুরোগে ভুগছেন। কলকাতার মল্লিকবাজারের একটি স্নায়ু বিশেষজ্ঞ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকের পরামর্শে প্রথমে বর্ধমানের খোসবাগানের রামকৃষ্ণ রোডের এক ডায়াগনস্টিক সেন্টারে ইইজি করা হয়। সেই রিপোর্টে ‘স্বাভাবিক’ ফল আসে। সেই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা চললেও অবস্থার উন্নতি হয়নি。 পরবর্তীতে চিকিৎসকের নির্দেশে ফের ইইজি করানো হয় এবার খোসবাগানের আর বি ঘোষ রোডের অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে। আশ্চর্যজনকভাবে সেখানেও রিপোর্ট আসে ‘স্বাভাবিক’। কিন্তু কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা রিপোর্ট দেখে জানান, এটি ‘ভুয়ো’ এবং এর কোনও চিকিৎসাগত মূল্য নেই। তাঁদের অভিযোগ, “রেখাচিত্র বা গ্রাফ না দেখে ইচ্ছেমতো রিপোর্ট তৈরি করা হয়েছে。” অভিযোগকারী মোয়াজ্জেম হোসেনের দাবি, “প্রথম রিপোর্ট তৈরি হয়েছিল ২৫ ফেব্রুয়ারি, দ্বিতীয় রিপোর্ট ১৬ অক্টোবর। পরে দুই ডায়াগনস্টিক সেন্টারেই যোগাযোগ করি। রামকৃষ্ণ রোডের সেন্টার বিনামূল্যে নতুন রিপোর্ট দেওয়ার আশ্বাস দেয়, তবে আমরা আগ্রহ দেখাইনি। কিন্তু আর বি ঘোষ রোডের সেন্টারের দুই কর্মী আমার বাড়িতে এসে একই তারিখের নতুন রিপোর্ট হাতে দেন, যেখানে ‘অস্বাভাবিক’ লেখা। পুরনো গ্রাফ ব্যবহার করেই নতুন রিপোর্ট তৈরি করা হয়েছে.” এই ঘটনায় জেলাশাসক আয়েশা রানি এ বলেন, “আমি সিএমওএইচকে সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছি।” ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে। আর বি ঘোষ রোডের ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, “রিপোর্ট চিকিৎসক গ্রাফ দেখে দেন, তাই বিষয়টি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।” অভিযুক্ত চিকিৎসক অরুণ আগরওয়াল স্বীকার করেছেন, “ভুল হয়েছিল, পরে সেটা বুঝে সংশোধন করা হয়েছে。” রোগীর পরিবারের দাবি, “ভুল রিপোর্টের কারণে চিকিৎসাতেও ভুল হয়েছে।” জেলা স্বাস্থ্য দপ্তরের তদন্তে এখন নজর গোটা জেলার চিকিৎসা মহলের। বাইট ১।মহম্মদ মোয়াজ্জেম হোসেন(রোগীর আত্মীয়), বাইট ২।সেখ জাকির হোসেন(ডায়াগনস্টিক সেন্টারের কর্মী), বাইট ৩।আয়েসা রাণী এ (জেলাশাসক)৷ 311025ZG_BWN_EEG ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
comment0
Report
PDPradyut Das
Oct 31, 2025 13:18:09
Jalpaiguri, West Bengal:চিতাবাঘের আতঙ্ক। জী ২৪ ঘন্টায় খবর সম্প্রচার হতেই জলপাইগুড়ি বনদপ্তরের তরফে খাঁচা পাতা হয়। জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানে চিতাবাঘের আতঙ্ক। খাঁচা বসাল বন দপ্তর। মঙ্গলবার রাতে ওই বাগানের ডাঙা লাইনে হানা দেয় চিতাবাঘ। শ্রমিক মহল্লায় ঢুকে বারান্দা থেকে ছাগল তুলে নিয়ে চলে যায়। পরে বেশ কিছুটা দূরে ছাগলটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ মেলে। এরপরই চা বাগানের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বুধবার রাতে এলাকায় পাহারা দেন তাঁরা। হাতে লাঠি ও টর্চ নিয়ে পাহারা দেন শ্রমিকরা। খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পৌঁছাতেই বন দপ্তরের পক্ষ থেকে বাগানে খাঁচা বসানো হল। গোরুমারা বন্যপ্রাণ বিভাগের সহকারী বনাধিকারিক রাজীব দে বলেন, ওই চা বাগানে আমরা খাঁচা বসিয়েছি। শ্রমিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
0
comment0
Report
Advertisement
Back to top