Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

Hooghly के दास पुकुर में बक-पंछी जाल में फँसकर मर रहे, लोग जाल हटाने की मांग

BSBidhan Sarkar
Dec 27, 2025 12:16:44
Chinsurah, West Bengal
দাস পুকুরে মাছ চাষ জাল দিয়ে ঘেরা পুকুরে পানকৌড়ি বক মাছরাঙা আটকে ছটফট করে মারা যাচ্ছে।সরব এলাকাবাসী।মাছ বাঁচাতে জাল কেন প্রশ্ন পশু প্রেমীদের। হুগলির ত্রিবেনী দাসপাড়ায় দাস পুকুরে মাছ চাষ হয়।লিজ নিয়ে মাছ চাষ করেন যিনি বক পানকৌড়ি মাছরাঙা যাতে না খেয়ে নেয় তার জন্য পুকুর জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। সেই জালে আটকে প্রায়দিন মারা যাচ্ছে 많은 পানকৌড়ি মাছরাঙা বক। স্থানীয় বাসিন্দারা এনিয়ে সরব হয়েছেন।তারা পুকুর মালিককে জানিয়েছেন জাল সরিয়ে দিতে। হুগলি জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পশু চিকিৎসক জয়জিৎ মিত্র বলেন,প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই ধরনের পাখি বাঁচিয়ে রাখা প্রয়োজন।নানা কারনে পাখি মারা যাচ্ছে।বক পানকৌড়ি কতটা মাছ খায়,যে জাল দিয়ে তা আটকাতে হবে। জাল দিয়ে ঠিক করেননি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Dec 27, 2025 13:52:21
Kolkata, West Bengal:बবি হाकিম ভুল ম্যাপিং - अगर कहीं किसी ভুল ম্যাপिंग हो तो दावी त्रिणমূল। mereka बाधा सृष्टि করেছে। সমস্ত কিছুর জন্য তৃণমূল দায়ী। कभी वोट बंदी कभी नोट बंदी -- ভুলতে পারিনি তৃণমূল। মানুষ खुश ছিল। মানুষ চাই रहा स্যার ਹੋक। केंद्रीय বাহিনী सियो दफ्तरে- যেভাবে লাগাতার রাজ্য পুলিশ के समर्थन में সিও ऑफिस के সামনে তৃণমূল লাগাতার অশান্তি করেছে सেকारणे यह केंद्रीय বাহিনী आना逼্য হয়েছে। রাজ্যের الشرطة पर विश्वास नहीं, जंगल রাজ चल रहा है। হিয়ারিং নামে अत्यাচার बंगालীদের- चुनाव आयोग कठিন रोगে আক্রান্ত, बয়स्क उन्हें নিয়ে ভাবছে। आशा है जल्दी ठीक हुआ। তৃণমূল के সহযোগितায় आरएसएस के वृध্বि- মানুষ चाहिए एक प्लेटफॉर्म। अभिषेक बनर्जी এর জবাব- কে তাকে जवाब देगा आयोग। आपनों संख्या चाह। ठीक हिसाब पाएंगे। তাদের हिसाब नहीं मिल रहा। বহু অনুপ্রবেশকারী ঠাই দিয়েছিল তৃণমূল उन्हें হিসाब পাচ্ছে না, তাই चिंतিত। ভাল काम के लिए पुरस्कृत किया जाना चाहिए। তৃণমূল ও সিপিএম नेता ভোটার তালিকা को खेल में परिवर्तित कर দিয়েছে। ৩১ दिसंबर দিল্লি - ममता बनर्जी और जी के ঘটনার समय डॉक्टरों की बैठक लाइव स्ट्रीमिंग हुई थी क्या? पहले अपने आप देख लें। বাঙালিদের হেনস্থা - असলে जो चोर তারা चित्कार करेंगे ही। जতই करो हमला, सड़क पर रहेंगे- जो सामान्य रूप से जीता है, वही जीतेगा। जीत को लेकर आशंका है, इसलिए बार बार जीतने की बात कह रहा है। ওড়িশায় বাংলা बोलায় अत्यাচার- एक बीड़ी मांग को केंद्र कर घटना। वहां बंगला बोलায় कुछ नहीं हुआ। पुलिस ने गिरफ्तार किया। হুমায়ূন এর টার্গেট- 182 हो जाए या दूर, हमारी चिंता नहीं। यह ममता बनर्जी के कारण की चिंता। असंतुष्ट मुसलमान वोट BJP को न जाए इसके लिए হুমায়ূন को तैयार किया गया। হিয়ারিং काकলি ঘোষ দস্তিদার- जब फॉर्म भर रहे थे, गलत कुछ किया होगा। হিয়ারিং फेस किया जाना चाहिए তাদের। BJP को गाली-गलौज करना एक रीति बन गया है। नंदीग्राम में অভिषেক के सेवाश्रয়- नंदीग्राम में जो अपमान हुआ, उसे बचने के लिए सेवाश्रय। দুর্নীতিবাজদের কাছ से कोई सेवा नहीं, यह लोग जानते हैं। बांग्लादेशে दीपु दास- अगर इतना गंभीर होता, बैक बागान पर लाठीचार्ज नहीं होता। ममता बनर्जी ने कुछ कहा नहीं। islami आतंकवादी भड़ेंगे। अभिषेक बनर्जी से पहले PCB कुछ बोले होते तो पश्चिम बंगाल के मुख्यमंत्रীর ऊपर आवाज़। दीपु दास को हटाने वाला वहां यूनুস सरकार और यहां यूनुस की बहन की सरकार है। पटिस विक्रेता- অনাহৃত তৃণমূল এটাকে নিয়ে फायदा उठाने की कोशिश हुई। सनातनी एकता को मजबूत करेगा। अभिषेक बंद्योपाध्याय এর বৈঠক- हार सुनिश्चित जानते हुए কমিশনের नाम से गालियां दीं। তৃণমূল হলো অপ সংস্কৃতির দল। हम भी देखना चाहते हैं, तृणমূল गाली दिए तो हम नहीं देंगे।
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 27, 2025 13:32:32
Howrah, West Bengal:SIRএ শুনানিতে সম্মতি কিন্তু অসুস্থ যারা তাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে ব্যবস্থা করা উচিত ছিল বললেন অসুস্থ মানুষজন৷ এস আই আর হোক এটা খুবই ভালো আমরা চাই এটা হোক কিন্তু যেসব বৃদ্ধ অসুস্থ মানুষ তাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে ব্যবস্থা নেয়া উচিত ছিল স্ত্রীর নামের সমস্যার জন্য স্ত্রীকে নিয়ে এই শুনানি কেন্দ্র উলুবেড়িয়া বিডিও অফিসে এসেছিলেন সুভাষ সরকার তিনি বলেন তার স্ত্রী হৃদরোগে আক্রান্ত শরীরে অন্যান্য অসুস্থতাও আছে। এখনো অসুস্থ শুধুমাত্র নামের সমস্যার জন্য এখানে আসতে হলো৷ অসুবিধার মধ্যে পড়তে হয়েছে কিন্তু কি আর করা যাবে৷ সেই পরিপ্রেক্ষিতেই তিনি বলেন এইসব অসুস্থ মানুষজনের জন্য বাড়িতে ব্যবস্থা করা হলে ঠিক ছিল৷
0
comment0
Report
ABArup Basak
Dec 27, 2025 13:32:07
Mal Bazar, West Bengal:*নারকীয় অত্যাচার ও জীবন্ত পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল* বাংলাদেশের নারকীয় অত্যাচার ও জীবন্ত পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলেন সনাতনী ধর্মবলি মানুষর ও হিন্দু জাগরন মঞ্চের সদস্যদের। এদিন বিকালে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের চেংমারী হরিমন্দির প্রাঙ্গণ থেকে তালতলা হয়ে গঙ্গাদেবী বাজার পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন সনাতনী ধর্মবলি মানুষরা। মিছিলে মহিলা পুরুষ সবাই অংশগ্রহণ করে। সকলের এক্টাই বক্তব্য বাংলাদেশে প্রতিদিন হিন্দুদের ওপর অত্যাচার চলছে অথচ সেই দেশের সরকার হাত গুটিয়ে বসে রয়েছে। এদিন বিক্ষোভ মিছিলে সনাতনী ধর্মের সদস্য দীপক উড়াও বলেন বাংলাদেশে দিপুচন্দ্র দাসকে মিথ্যা অভিযোগে জীবন্ত জালিয়ে হত্যা করা হয় তারই প্রতিবাদে আজকের আমাদের ক্রান্তি ব্লকের হিন্দু সাম্প্রতিক মানুষের মা বোনেরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে শামিল হয়। পাশাপাশি এর আগে মুর্শিদাবাদেও একই পরিবারের ছেলে ও বাবাকে পিটিয়ে قتل করে কিছু জেহাদিরা। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।এবং এই আধুনিক যুগে যেভাবে বাংলাদেশে নারকীয় अत्यাচারে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হলো আজকে এই হিন্দু সনাতনী ধর্মের মানুষ এটা মেনে নিতে পারছে না তাই বিক্ষোভ মিছিল করা হল এবং ধিক্কার জানানো হলো। বাইট ১) সনাতনী ধর্মের সদস্য দীপক উড়াও। (হিন্দু জাগরন মঞ্চের সদস্য) 2712ZG_MAL_HINDU_RALLY_R
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 27, 2025 13:31:55
Howrah, West Bengal:একমাস হয়েছে নার্সিংহোমের আইসিইউ থেকে বেঁচে ফিরেছেন ৷অসুস্থ্য বৃদ্ধা একরাশ ক্ষোভ নিয়ে শুনানিতে এসে বললেন এদের বিবেক জ্ঞান বলে কিছু নেই。 ছেলে বৌমা বাইরে থাকে আইসিইউ তে ভর্তি ছিলেন নার্সিংহোমে ৷বাঁচার আশা ছিল না তবুও বেঁচে ফিরেছেন একমাস হল এখনো অসুস্থ্য এদের কোন বিবেক জ্ঞান নেই৷ অসুস্থ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে এমন ভাবেই ক্ষোভ উগরে দিলেন এক বৃদ্ধা৷ আমি এখানে ২৮ বছর আছি। বাড়িতে যখন গিয়েছিল শুনানিতে যেতে হবে বলে তখন অনেক রিকোয়েস্ট করেছি, আমি অসুস্থ আমার বাঁচার আশা ছিল না একমাস হয়েছে আমি বাড়ি ফিরেছি । আই সি ইউ তে ভর্তি ছিলাম এক পার্সেন্ট বাঁচার আশা ছিল সেখান থেকে আমি বেঁচে ফিরেছি sekarangো অসুস্থ যেতে পারবো না ওনারা কেউ শোনেনি৷ বলেছিলেন শুনানিতে যেতেই হবে এখানে এসেও দীর্ঘক্ষণ দাঁড়াতে হয়েছে অসুস্থ বলে আগে করে দিল না৷ ওনাদের বিবেক বলে کچھ নেই উলুবেড়িয়া ১ নম্বর বিডিও অফিসে শুনানিতে এসে এমনটাই জানালেন উলবেড়িয়া ফুলেশ্বরের বাসিন্দা এক বৃদ্ধা অনুসূয়া অধিকারী ৷
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 27, 2025 13:31:36
Howrah, West Bengal:নিষ্চcindায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল কংগ্রেসের বিএলএ-২র।সমাজমাধ্যমে শোক প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল কংগ্রেসের বিএলএ-২ হিসেবে কর্মরত সক্রিয় এক দলীয় কর্মীর। শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নিশ্চিন্দা থানার মুম্বাই রোড ও দিল্লি রোডের সংযোগস্থলের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম চন্দন সরকার(৩৯)। তিনি ডোমজুড় বিধানসভার বালি-জগাছা ব্লকের নিশ্চিন্দার ১৮৬ নম্বর বুথের বিএল-২ হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি চন্দন তৃণমূলের ওই বুথের সভাপতি ছিলেন। এদিন স্কুটি চালিয়ে যাবার সময় পেছन থেকে আসা একটি লরির ধাক্কায় ছিটকে পড়েন চন্দন। সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চন্দনকে মৃত বলে ঘোষণা করেন। চন্দনের মৃত্যুর খবর পেয়ে সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ বলেছেন, ‘‘চন্দন আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। বিএল-২ হিসেবে খুবই ভালো কাজ করেছিলেন। তাঁর মৃত্যুতে আমরা সবাই শোকাহত। ওঁর পরিবারের পাশে আমরা সবসময় আছি।’ ঘাতক লরি ও চালক পলাতক।সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
0
comment0
Report
ASAyan Sharma
Dec 27, 2025 12:18:51
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 27, 2025 12:15:47
Howrah, West Bengal:SIR सुनानी केंद्र उलुबेड़िया एक नंबर BDIO ऑफिस میں आकर अस्वस्थ वृद्ध ৷ भर्ती किया गया उलुबेड़िया Sharatchandra Medical College अस्पताल में अस्पताल। ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে ভুয়ো ও সন্দেহজনক নাম বাদ देकर एक সংশোধিত তালিকা बनावटের জন্য SIR सुनानी प्रक्रिया आज से शुरू हुआ ৷ सुनानी केंद्रों में कड़ा निगरानी रखा गया है৷ वोटर তালিকা शुद्धिकरण प्रक्रिया में किसी प्रकार की समस्या न हो इसके लिए भी यह नजर रखी जा रही है৷ उलूबড়िया ১ নম্বর বিডিও ऑफिस में इस सुनानी केंद्र पर जाकर देखा गया कि सुनान में आये लोगों की लम्बी लाइन है৷ यहाँ पर एक वृद्ध अचानक से अस्वस्थ हो गये, तुरन्त ही उन्हें वहाँ से उठाकर उलुबेड़िया Sharatchandra Medical College अस्पताल में भर्ती कराया गया है৷ उनके गाँव के एक व्यक्ति ने बताया कि वे काफी देर तक खड़े थे जिससे अचानक वे अस्वस्थ हो गये और अस्पताल में भर्ती कराए गये।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 27, 2025 11:32:38
0
comment0
Report
MMManoj Mondal
Dec 27, 2025 11:18:40
Kolkata, West Bengal:খসড়া তালিকায় নাম ওঠেনি। SIR-শুনানিতে ডাক পেলেন লোকসভায় তৃণমূলের চিফ হুইপ তথা দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যেরা। কাকলির মা, ৯০ বছর বয়সি ইরা মিত্রকে শুনানির জন্য ডাকা হয়েছে। শুনানিতে ডাকা হয়েছে কাকলির দুই ছেলে, পেশায় চিকিৎসক বিশ্বনাথ দস্তিদার ও বৈদ্যনাথ দস্তিদারকে। কাকলির ছোট বোন পিয়ালি মিত্রকেও ডাকা হয়েছে শুনানির জন্য。 কাকলির দুই ছেলে কলকাতার ভোটার। মা ও বোন উত্তর ২৪ পরগনায় ভোট দিয়ে এসেছেন এতদিন। মধ্যমগ্রামের দিগবেরিয়ায় ভোট দিয়ে এসেছেন তাঁরা। সেই মতো কাকলির দুই ছেলেকে কলকাতায় এবং মা ও বোনকে বারাসত ২ নম্বর ব্লকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। মধ্যমগ্রাম বিধানসভা ১১৮ ২৩২ নম্বর পার্টের বিএলও কপিল আনন্দ হালদার জানান, ১৬ই ডিসেম্বর খসড়া তালিকায় যে লিস্ট প্রকাশ করা হয়েছিল তাতে, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এর পরিবারের নাম ছিল। তার দাবি, ইন্যুমেরেশন ফর্ম ফিলাপ করার ক্ষেত্রে টেকনিক্যাল কোনরকম সমস্যার কারণে, SIR শুনানিতে ডাকা হয়েছে বলে মত বি এল ওর
0
comment0
Report
CDChampak Dutta
Dec 27, 2025 11:18:23
Kaji Chak, West Bengal:কাগজ, কাগজ আমরা দেখাবো। দেখাবোই দেখাবো! কারণ কাগজ আমাদের আছে। সম্প্রতি এমন গান গেয়ে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল অভিনেতা তথা গায়ক অনির্বাণ ভট্টাচার্য। তবে গানের লাইনগুলোই যেন এবার বাস্তব অনির্বাণ ভট্টাচার্যের জীবনে। চলছে এস আই আর এর ঝাড়াই-বাছাই পর্ব। আর সেই পর্বেই দেখা যাচ্ছে এনামুরেশন ফরম ফিলাপের ক্ষেত্রে ২০০২ এর কোন লিংক উল্লেখ করতে পারেননি অনির্বাণ। ফলে তাকেও ডাকা হচ্ছে শুনানিতে। ১৯৮৬ সালের ৭ই অক্টোবর মেদিনীপুরের শরৎপল্লীর বাড়িতেই জন্মেছিলেন অনির্বণ ভট্টাচার্য। এখন মা-বোনকে নিয়ে থাকেন কলকাতার গড়িয়ায়। কিন্তু এখনও তার নাম থেকে গিয়েছে মেদিনীপুর শহরের ভোটার তালিকায়। মেদিনীপুর পুরসভার ২৩ নাম্বার ওয়ার্ডের ২৯৯ নম্বর বুথের ভোটার তিনি। এনামুরেশন ফ্রম ফিলাপ করেছেন তিনি। তবে দিতে পারেননি কোন লিংক।ফলে ম্যাপিং করা যায়নি অনির্বর্ণ ভট্টাচার্য্যের। মেদিনীপুর সদরের মহকুমা Shashak ই আর ও মধুমিতা মুখার্জী জানিয়েছেন, যাদের ২০০২ এর তালিকায় কোন লিংক পাওয়া যায়নি তাদের প্রত্যেককেই ডাকা হচ্ছে শুনানিতে। এই নিয়ে জারি রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, বৈধ ভোটার হওয়া সত্বেও অনির্বাণের মতো এমন অনেককে হয়রানের শিকার হতে হবে এই শুনানি পর্বে। যদিও তৃণমূলের এমন কথায় সায় দিতে নারাজ বিজেপি। বিজেপি নেতৃত্বের কথায়, সমস্ত ধরনের মানুষদেরই এস আই আর এর শুনানি পর্বে সহায়তা করা উচিত। ছবি বাইট 2c তে বাইট ১) বুদ্ধ মন্ডল (তৃণমূল নেতা) ২) শংকর গুছাইত (জেলা বিজেপির সহ-সভাপতি) ৩) মধুমিতা ভট্টাচার্য(মেদিনীপুরের মহাকুমা শাসক)
0
comment0
Report
Advertisement
Back to top