Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

राज्यपाल सीवी आनंद बोस ने दुर्गा पूजा समिति को एक लाख रुपये दान की घोषणा की

BSBidhan Sarkar
Oct 28, 2025 14:49:46
Chinsurah, West Bengal
এসআইআর হল একটা গনতান্ত্রিক পদ্ধতি।দেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এটা করা।গনতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী মত থাকতে পারে।আমাদের সংবিধান ও গনতন্ত্র যথেষ্ট মজবুত।যেকোনো মত আলোচনার মাধ্যমে সমাধান করা যায়।যে কোনো অশান্তি হলে তা সামাল দেওয়া সম্ভব।আমি মনে করি এসআইআর নিয়ে কোনো সমস্যা হবেনা। চন্দননগর আদি হালদার পাড়া জগদ্ধাত্রী পুজোর মন্ডপে এদিন উপস্থিত হোন রাজ্যপাল।প্রদীপ জ্বালিয়ে প্রণাম করেন তিনি। কাশিবিশ্বনাথ মন্দিরের আদলে এবার পুজো মন্ডপ হয়েছে আদি হালদারপাড়ার।আদি হালদারপাড়ার পুজো ঠিক কতদিনের তার হিসাব পাওয়া যায়না তাই বুড়ি মা নামে পরিচিত এই পুজো。 রাজ্যপাল বেশ কিছুটা সময় পুজো মন্ডপে কাটান। তার পক্ষ থেকে পুজো কমিটিকে এক লাখ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষনা করা হয়। বক্তব্যে নারী শক্তির কথা তুলে ধরেন রাজ্যপাল。 পুজো কমিটির সভাপতি দীপাঞ্জন গুহ বলেন,পুজো কমিটির আপ্যায়নে খুশি হয়ে রাজ্যপাল এক লাখ টাকা ঘোষনা করেছেন।এতে আমরাও খুশি।প্রতিমা মন্ডপ আবহ দেখে মুগ্ধ হয়েছেন রাজ্যপাল。
1
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Oct 28, 2025 14:49:32
Chinsurah, West Bengal:দেবী হৈমন্তীকার শোলার সাজে মেকানিজম, চন্দননগরে প্রথম দাবি পুজো উদ্যোক্তাদের। চন্দনগরর আলো জগৎ খ্যাত।বহু বিবর্তনের মধ্যে দিয়ে টুনি বাল্বের আলো এখন এলইডি হয়েছে।এক সময় মেকানিজমে আলোর জাদু দেখা যেত।কাঠের বোর্ডে টিনের পাত বসিয়ে টুনি জ্বালানো হত।যেকোনো মডেলকে ইচ্ছে মত ঘোরানো যেত।সেই রকম মেকানিজম এবার চালচিত্রে。 চন্দনগরর জগদ্ধাত্রী প্রতিমা খুবই দৃষ্টিনন্দন। প্রতিমার সাজসজ্জা এর কারন।আর এই সাজেরই অন্যতম অঙ্গ হল চালচিত্র যা প্রতিমার ঠিক পিছনে থাকে।প্রতিমার আবরনে ডাকের সাজ থাকে। এক একটা পুজো কমিটির চালচিত্র এক এক রকম হয় একেক রঙের হয়। এই চালচিত্রগুলো মূলত তৈরি হয় শোলা দিয়ে ।পুজো মন্ডপে এই শোলা শিল্পীরা এসে বারোয়ারির চাহিদা অনুযায়ী পুজোর চালচিত্র তৈরি করে। মূলত এই শোলা শিল্পীরা পূর্ব বর্ধমানের কাটোয়ার বনকাপাসির এলাকা থেকে আসেন。 চন্দনগর বোড় তালডাঙ্গা জগদ্ধাত্রী পুজো কমিটি প্রতিবছরই জগদ্ধাত্রী পুজোয় তাদের নতুন চমক থাকে। এ বছরও রয়েছে। দেবীর অঙ্গসজ্জায় সোলার সাজের থিমে রয়েছে বসন্ত উৎসব, শ্রীকৃষ্ণের দোল খেলা। যা দর্শকদের ইতিমধ্যেই নজর কেড়েছে। জগদ্ধাত্রী মুকুটের উপরেই রয়েছে সোলার ছাদ এখানে মেকানিজমের মাধ্যমে রাধা‑কৃষ্ণ দোলনায় দুলছেন। চার পাশ জুড়ে রয়েছে ডান্ডिया নাচের চিত্র। দেবীর পদতলে রয়েছে শ্রীকৃষ্ণের রং খেলার ছবি। এই দৃশ্য দর্শকদের মন জয় করেছে। পুজো কমিটির সদস্য শুভজিৎ দাস বলেন ,এ বছরের থিম কুসংস্কারের বিরুদ্ধে সমাজ গড়ার লক্ষ্যে, "চোখ থাকতে কানা"। মূলত সমাজ গড়ার লক্ষ্যে সারা ভারতবর্ষে কুসংস্করের বিরুদ্ধে মানুষকে সচেতন করছে এই পুজো মন্ডপ। মন্ডপে প্রবেশের পথেই দেখা যাবে এক শালিক গাছের ডালে বসে রয়েছে। অনেকেই মনে করেন এটি কুসংস্কার।ভাঙা আয়নায় মুখ দেখে না।সেই ভাঙা আয়না রয়েছে।মন্ডপের মধ্যেই পুতুল নাচের আসর বসেছে।তার মাধ্যমে সামাজিক বার্তা দেওয়া হচ্ছে। বিভিন্ন মডেল ও মনীষীদের ছবি রাখা রয়েছে মণ্ডপে।
3
comment0
Report
EGE GOPI
Oct 28, 2025 14:48:59
3
comment0
Report
ABArup Basak
Oct 28, 2025 14:48:22
Mal Bazar, West Bengal:পরিত্যক্ত কুয়োর মধ্যে পড়ে গেল এক বাইন বনকর্মীদের দীর্ঘ চেষ্টার পরে সেটিকে উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে চাপরামারি বনাঞ্চলের চাপরামারি রেলস্টেশন (বর্তমানে স্টেশন নেই) সংলগ্ন এলাকায় এক পরিত্যক্ত কুয়োর মধ্যে পড়ে যায় এক বাইসন। বন কর্মীদের চেষ্টায় অবশেষে সুস্থ অবস্থায় সেটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর বনাঞ্চলের ভিতরে ঢুকে যায় ওই বাইসন। চাপরামারি বনাঞ্চলের ভিতরে এক সময় রেল স্টেশন ছিল। ব্রডগেজ লাইন হওয়ার পর সেই রেল স্টেশন উঠে যায়। এখনো কিছু পরিত্যক্ত অংশ সেখানে রয়েছে। ওই এলাকায় এক পরিত্যক্ত কুয়োর মধ্যে আচমকাই বাইসনটি পড়ে যায়। কুয়োর জলের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া বন্যপ্রাণ স্কোয়ার্ডের বনকর্মীরা। জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে কুয়োর রিং তুলে চলাচলের উপযোগী করে তলে। এরপর বাইসনটি নিজের থেকে বাইরে বেরিয়ে আসে এবং বনাঞ্চলের ভিতর ঢুকে যায়।
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 28, 2025 14:48:01
Chinsurah, West Bengal:ছটপুজোর রাতে বোমা মারার অভিযোগ বৈদ্যবাটিতে।সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি。 হুগলির বৈদ্যবাটী পুরসভার ১৮নম্বর ওয়ার্ডের মালিরবাগান খামারডাঙ্গা এলাকায় একটি বাড়ির দেওয়ালে গভীর রাতে বোমা মারার অভিযোগ।বোমার আঘাতে বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।দেওয়ালে ফাটل ধরে। সিসিটিতে দেখা যায় রাত আড়াইটা নাগাদ দুই যুবক ওই বাড়ির দিকে যায়,কিছুক্ষণ পর বেড়িয়ে আসে।এরপরেই বাড়ি লক্ষ করে দুটি বোমা ছুড়ে এলাকা থেকে দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনার ইতিমধ্যেই তদন্তে শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ৷পুলিশ জানিয়েছে একজন বাইকে ছিলো।মোট তিনজন ছিলো। স্থানীয় কাউন্সিল স্বপন কুমার ঘোষ ঘটনাস্থলে যান। তিনি বলেন কে বা কারা কেনো এই ঘটনা ঘটালো তা জানা যায়নি, প্রশাসন বিষয়টা দেখছে।খুবই শান্তি প্রিয় এলাকায় এমন ঘটনার কারন স্পস্ট নয়。
0
comment0
Report
KMKIRAN MANNA
Oct 28, 2025 13:53:13
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 28, 2025 13:52:37
Chinsurah, West Bengal:বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ছিলো ট্যাগ লাইন। চন্দননগর কানাইলালপল্লীর সেই পুজো মন্ডপ হুর মুড়িয়ে ভেঙে পড়ল। আহত দুই জন। উদ্যেশ্য ছিল দর্শকদের চমকে দেওয়া। আর সেই চমক দিতে প্রায় সত্তর ফুটের পুজো মন্ডপ তৈরী করেছিল কানাইলাল পল্লী। মন্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরী করা হয়েছিল। খুব বেশি উচ্চতা হওয়ায় হালকা হাওয়াতেই উল্টে পরে মন্ডপ। সেসময় দর্শনার্থী ছিলেন মন্ডপে। দুজন আহত হন। মন্ডপের তলায় আর কেউ চাপা পড়ে আছেন কিনা তা দেখছে পুলিশ। খবর পেয়ে পুলিশ আধিকারীকরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে চন্দনগর হাসপাতালে পাঠানো হয়। আহত সময়ামার ঘটনা নিয়ে রিপোর্ট। আহত অনেক।চন্দননগর হাসপতালে চিকিৎসা চলছে। দর্শনার্থী, বিচারকরা আহত। ঘটনারস্থলে চন্দনগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ উচ্চ পদস্থ কর্তারা。
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 28, 2025 13:52:18
Chinsurah, West Bengal:বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ছিলো ট্যাগ লাইন। চন্দননগর কানাইলালপল্লীর সেই পুজো মন্ডপ হুর মুড়িয়ে ভেঙে পড়ল। আহত দুই জন। উদ্দেশ্য ছিল দর্শকদের চমকে দেওয়া। আর সেই চমক দিতে প্রায় সত্তর ফুটের পুজো মন্ডপ তৈরী করেছিল কানাইলাল পল্লী। মন্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরী করা হয়েছিল। খুব বেশি উচ্চতা হওয়ায় হালকা হাওয়াতেই উল্টে পরে মন্ডপ। সেসময় দর্শনার্থী ছিলেন মন্ডপে। দুজন আহত হন। মন্ডপের তলায় আর কেউ চাপা পরে আছেন কিনা তা দেখছে পুলিশ। খবর পেয়ে পুলিশ আধিকারীকরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়। আহত বহু। চন্দনগর হাসপাতালে চিকিৎসা চলছে। দর্শনার্থী, বিচারকরা আহত। ঘটনার সময় চন্দনগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ উচ্চ পদস্থ কর্তারা।
0
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top