Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

बांग्लादेश में अशांति, शांतिपूर्ण कल के लिए मांगें तेज़; पड़ोसी देश भी चिंतित

BSBidhan Sarkar
Dec 19, 2025 12:50:54
Chinsurah, West Bengal
উত্তাল বাংলাদেশ سেদেশে শান্তি ফিরে আসুক,চাইছেন ত্বহা سিদ্দিকি। ওসমান হাদির মৃত্যুর পর আবারও বাংলাদেশে অরজকতা।বিক্ষোভ ভাঙচুর আগুন বাদ যায়নি সংবাদ মাধ্যম দপ্তর সাংবাদিক থেকে সাংস্কৃতিক অঙ্গন। তা নিয়ে সরব হয়েছেন অনেকে।বাংলাদেশে এই অরজকতা কবে থামবে。 ফুরফুরা সরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি মাঝেমধ্যেই বাংলাদেশে যান۔সেখানে এই পরিস্থিতিতে তিনিও উদ্বিগ্ন。 পীরজাদা বলেন,বাংলাদেশ আমাদের পড়শী দেশ।দেশে অরাজকতা লেগে আছে।আগুন জ্বলছে।খুন খারাপি হচ্ছে।আমরা চাইব ওদেশে শান্তি ফিরে আসুক।বাংলাদেশে যে আগুন জ্বলছে আর আঁচ যেন এ দেশে না আসে।সেটা দেখার দায়িত্ব সরকার এবং রাজ্য সরকারের。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Dec 19, 2025 14:03:49
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভা এলাকার তৃণমূলের আমলে অনুন্নয়ন ও মিথ্যা প্রতিশ্রুতির দুই পাতার চার্জশিট প্রকাশ করলো বিজেপি । বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক এবং রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়া, এলাকার অনুন্নয়ন এবং শিক্ষা - স্বাস্থ্যের বেহাল দশার কথা উল্লেখ রয়েছে সেই চার্জশিটে । শুক্রবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এক সাংবাদিক বৈঠকে এই চার্জশিট জনসমক্ষে প্রকাশ করেন পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সুদীপ মুখার্জী বলেন, বাঘমুন্ডি এলাকা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে। শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। এলাকায় স্কুল রয়েছে, কিন্তু পর্যাপ্ত শিক্ষক নেই। স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেখানে বিএমওএইচ নিয়মিত না থেকে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকেন । লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ প্রতিদিন নাজেহাল হন । এছাড়াও তিনি অভিযোগ করেন, রাস্তা-ঘাটের বেহাল দশার কারণে পর্যটন শিল্প গড়ে উঠছে না। মুখ্যমন্ত্রী এলাকায় এসে পাহাড়ি অঞ্চলে পর্যটন বিকাশের জন্য রোপওয়ে চালু করা ও গার্লস হোস্টেল তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন । কিন্তু আজও সেগুলির কোনও বাস্তব রূপ চোখে পড়ে না। সেই সব অপূর্ণ প্রতিশ্রুতির কথাই আজকের চার্জশিটে উল্লেখ করা হয়েছে। মানুষ এইসব সইবে না । মানুষ বুজেছে উন্নয়ন করতে হলে বিজেপি সরকারই করবে । আসন্ন বিধানসভা নির্বাচনে তাই মানুষ বিজেপির পক্ষে থাকবে ।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Dec 19, 2025 14:03:06
Kolkata, West Bengal:কুণাল ঘোষ ১) বাংলাদেশের খবর উদ্বেগ জনক। তথ্য ও ভিডিও যাচাই কঠিন। কিন্তু পরিস্থিতি উদ্বেগজনক। আমরা রাজ্য। ওরা দেশ। আমাদের সরাসরি কথা বলা যায় না। আমাদের দাবি ভারতীয়দের安全 やনিষ্ঠ করুক। বিদেশ মন্ত্রক দ্রুত বিবৃতি দিক। কারণ বাংলাদেশের সাথে আমাদের সীমান্ত আছে। আমাদের উদ্বেগ বাড়ছে, অমিত মালব্য ও কিছু বিজেপির এখানকার নেতার জন্য। তারা বাংলাদেশের ভিডিও দিয়ে বাংলার সাথে তুলনা করছেন। এটা ভয়ংকর আপত্তিকর অবস্থা। আমরা বাংলায় এটা হতে দেব না। এই প্ররোচনা, উস্কানামূলক বিষয় হতে দেব না। স্পর্শকাতর বিষয়, তাই কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিক। আমরা নীতিগত ভাবে কেন্দ্রের পাশে আছি এই ইস্যুতে。 ২) বিজেপি ধর্মীয় মেরুকরণ করতে কানে বিষ ঢালছে। বাংলার সাথে শমীক ভট্টাচার্য অন্য কিছুর তুলনা টানবেন না। এখানে রাজনীতি টানবেন না। বাংলার সবার, সমাজ সবার。 ৩) বাংলায় সরকার বদলের জন্য মোদী আসছেন, শমীক বাবু বলছেন। তাহলে ২০১৬,২০১৯,২০২১,২০২৪ কি করতে এসেছিলেন। বারবার মোদী-শাহ এসেছেন। আসলে ড্যামেজ কন্ট্রোল কর‍তে হাতে পায়ে ধরে মোদীকে আনছে। যে যে বিধানসভায় মোদী সভা করবেন, সেখানেই তৃণমূল কংগ্রেস জিতবে ৪) মতুয়া সম্প্রদায়কে বিপদে ফেলেছে বিজেপি। মতুয়ারা বুঝে গেছে তাদের অথৈ জলে ফেলে দিয়েছে বিজেপি। মতুয়ারা জানেন না তাদের স্ট্যাটাস কি? প্রধানমন্ত্রী আরও প্রতিশ্রুতি দিয়ে নজর ঘোরাতে চাইবেন। আশ্বাস দেবেন। আশা করি মতুয়ারা বুঝবেন, তাদের বিভ্রান্ত কিভাবে করা হচ্ছে। কথার জাগলারি যাই দেখান, আপনারা বিশ্বাস করবেন না। ৫) মুখে ্বলবে, নাগরিকত্ব দেব তার জন্যে জনসভা করে কি হবে? আইনের নোটিফিকেশন কই? সুপ্রিম কোর্ট বলেছে আগে নাগরিক, পরে ভোট। আসলে আপনাদের বিপদে ফেলতে চাইছে। মাথায় রাখুন সরকারি নোটিফিকেশন নেই। আপনারা জানেন ওনার মুখের কথার কি দাম! ৬) বিজেপি ব্যাকফুটে চলে গেছে। বিজেপি বুঝে গেছে ওদের চক্রান্ত কাজে লাগেনি। কই একটা তো রোহিঙ্গা বেরলো না। মতুয়ারা বুঝছেন এইভাবে তাদের মিথ্যা বলা হয়েছে। তাই বেছে বেছে তাহেরপুরে সভা করতে আসছে। ভোটের আগে আবার ড্যামেজ কন্ট্রোল করতে প্রতিশ্রুতি দেবে。
0
comment0
Report
AMAshok Manna
Dec 19, 2025 14:02:42
Kolkata, West Bengal:ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহেশতলা বিস্তীর্ণ এলাকা জুড়ে আনুমানিক ৭০ কিলোমিটার রাস্তা প্রায় ১০০ কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে পেভার ব্লকের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরবান ডেভেলপমেন্ট এর সহযোগিতায় এবং KMDA সহযোগিতায় টোটালি পিচের রাস্তা বন্ধ করে পেভার ব্লকের রাস্তা তৈরীর হচ্ছে, আনুমানিক ৭০ কিলোমিটার রাস্তা প্রায় ১০০ কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে পেভার ব্লকের মাধ্যমে। জানা যাচ্ছে মহেশতলার পৌরসভার যেগুলি ব্যস্ততম রোড সন্তোষপুর স্টেশন রোড, আকরা স্টেশন রোড, নুঙ্গি স্টেশন রোড, রবীন্দ্র নগর ফটোক রোড, শিবরামপুর রোড,এমনকি বজবজ ট্রাঙ্ক রোড যে রাস্তা গুলি একটা সময় বেহাল দশা ছিল মানুষজন যাতায়াত করতে পারত না দুর্ঘটনা প্রায়শুই লেগে থাকতো সেই সব রাস্তা তৈরি হচ্ছে পেভার ব্লকের মাধ্যমে। প্রায় ৭০ কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে এই পেভার ব্লক দিয়ে মূলত রাস্তায় যাতে জল না জমে মেইনটেনেন্স খরচা যাতে কম হয় তার জন্যই এই ব্লক ব্যবহার করা হচ্ছে, এবং বৃষ্টির জল যাতে ব্লকের মধ্য দিয়ে মাটির তলায় চলে যায় তার জন্যই এই পরিবেশবান্ধব ব্লক দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। এছাড়াও এই রাস্তার ধার দিয়ে তৈরি হচ্ছে নিকাশি নালা। যে রাস্তায় একটা সময় রাস্তা খারাপের জন্য দুর্ঘটনা হতো সেই রাস্তাগুলো নতুন রূপে সেজে ওঠায় আনন্দে এলাকাবাসী।এলাকাবাসীর বক্তব্য রাস্তা তৈরীর জন্য তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানাচ্ছে, কারণ পুরো রাস্তাটাই তৈরি হচ্ছে অভিষেক ব্যানার্জি উদ্যোগে।অনেক টা রাস্তার কাজ শেষ, কিছু রাস্তার কাজ বাকি রয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় সেই রাস্তার কাজ এগোচ্ছে。
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 19, 2025 13:52:06
Purulia, West Bengal:পুরুলিয়া: এলাকায় মদ বিক্রি বন্ধের দাবিতে পথ পথে নামলো গ্রামবাসীরা। পুরুলিয়ার জয়পুর থানার বাঁশগড় গ্রামে পথসভা ও মদ বিক্রি বন্ধের দাবিতে মিছিল করেন মহিলারা । মদ্যপান কেনা বেচা করলে বা মদ্যপ অবস্থায় গ্রামে ধরা পড়লে জরিমানা করা ও আইনি পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিলেন মহিলারা । মহিলাদের অভিযোগ, এলাকাজুড়ে রমরমিয়ে চলছে মদ বিক্রির ব্যবসা । যুব সমাজ, প্রাপ্ত বয়স্ক পুরুষ থেকে বৃদ্ধ সকলেই মদের প্রতি আসক্ত হচ্ছে । মদ্যপ অবস্থায় ঝামেলায় জড়িয়ে পড়ছেন পুরুষেরা । নিরাপত্তাহীনতায় ভুগছে মহিলারা। তাই মদ বিক্রি বন্ধের দাবিতে মিছিল করেন গ্রামবাসী ও মহিলারা। সমস্যার স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন তারা । বাইট: ১) রিংকু মাহাতো (গ্রামবাসী) ২) পরীক্ষিত মাহাতো (গ্রামবাসী)
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 19, 2025 13:51:51
Chinsurah, West Bengal:এসআইআর এর আড়ালে সিএএ করতে চায় কেন্দ্র সরকার।চাই নিঃসর্ত নাগরিকত্ব। দামাল বাংলা হুগলি জেলা কমিটির ডাকে চুঁচুড়া ঘড়ির মোরে সারাদিন ব্যাপি ধর্না অবস্থান হয়।ধর্নায় উপস্থিত ছিলেন,সাহিত্যিক ও এনআরসি সিএএ গবেষক মানিক ফকির,আসাম এনআরসি বিরোধী আন্দোলনের नेता চন্দন চ্যাটার্জি বিধায়ক অসিত মজুমদার,চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ,দামাল বাংলার কার্যকর্তা প্রাক্তন বিধায়ক মানস মজুমদার সহ হুগলি জেলা পরিষদের সদস্য ও পুরসভার কাউন্সিলররা। দামাল বাংলার দাবী,সংবিধানের ৬ এর খ ধারাকে তুলে দিয়ে ক ধারা লাগু করে আজ পর্যন্ত যে সমস্ত তপশিলি মতুয়া মতুয়া নমঃশূদ্র এদেশে বংশপরম্পরায় বসবাস করছেন আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা মানুষ তাদের নিঃসর্ত নাগরিকত্ব দিতে হবে। মানিক ফকির চন্দন চ্যাটার্জিরা বলেন,এসআইআর এর আড়ালে সিএএ করতে চাইছে কেন্দ্র সরকার।সরাসরি নাগরিকত্ব আইন করতে গেলে অনেক বিভ্রান্তি হবে বাঙালীরা একজোট হবে তাই এসআইআর এর মাধ্যমে সেটা করতে চাইছে। সিএএ হলে বাঙালী হিন্দুদের সবচেয়ে ক্ষতি হবে।এসআইআর হওয়ার আগে বিজেপি বলেছিল কোটি লোকের নাম বাদ যাবে।তারা সব রহিঙ্গা অনুপ্রবেশকারী।অথচ কি দেখা গেলো সবচেয়ে বেশি নাম বাদ গেল বাঙালী হিন্দুদের।দেশভাগ যারা করেছে দায় তাদের নিতে হবে।আব্দেদকর বলেছিলেন অখন্ড ভারতে যারা ছিলেন খন্ডিত ভারতেও তারা নাগরিক হবেন। প্রয়োজনে সংবিধান সংশোধন করে আইন করতে হবে,যারা দেশ ভাগের কারণে ওপার বাংলা থেকে এসেছেন তাদের নিঃশর্তে নাগরিকত্ব দেওয়ার।
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 19, 2025 13:51:20
Katwa, West Bengal:পরিবেশ,জলজ প্রানী, বায়ুদূষণ এবং জলদূষণ সম্পর্কে বোঝাতে প্রকৃতির মধ্যে ছাত্র- ছাত্রীদের এনে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করল কাটোয়া পুরসভা। পূর্ববর্ধমান জেলা গঙ্গা কমিটির উদ্যোগে কাটোয়া পুরসভা শহরের আটটি স্কুলের ১০ জন করে ছাত্র- ছাত্রীদের নিয়ে বিশেষ শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছিল। নদীদূষণ বাস্তুতন্ত্রকে ভেঙে ফেলছে। জলজ প্রানীরা আজ বিপন্ন। সেই বাস্তব ছবি বোঝাতেই গঙ্গাবক্ষে নৌকা যোগে ছাত্র ছাত্রীদের ঘোরানো হল বললেন প্রকল্প আধিকারিক প্রীতম মুখোপাধ্যায়।Student-ছাত্রীরা যদি ঠিকমত প্রকৃতি না চেনে, বাস্তুতন্ত্র অনুযায়ী স্থলজ প্রানী ও জলজ প্রানী সম্পর্কে পরিচিত না থাকে তাহলে জীবন যাপনের বৈচিত্র বুঝতে পারবে না। गাঙ্গেয় डলफिन, घड़ियाल সহ বিভিন্ন প্রজাতির জলজ প্রানী আমাদের সমাজ জীবনে नানানভাবে খাদ্য শৃঙ্খলকে নিয়ন্ত্রণ করে থাকে। সকল ধরনের প্রানীকূলকে কিভাবে বাঁচিয়ে রেখে সংরক্ষণ করা যায় সে বিষয়ে ছাত্র- ছাত্রীরালৈ সচেতন করতে বিশেষজ্ঞ শিক্ষকগণ বিস্তারিত ব্যাখ্যা করলেন। নদী দূষণের ফলে জীব বৈচিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইকো ডাইভারসিটি বা জীব বৈচিত্রের প্রতিধ্বনি সমাজে প্রভাব ফেলে। আমাদের অবহেলায় নদী দূষণ সহ পরিবেশ দূষণে সবই নষ্ট হচ্ছে। শহরের নর্দমার জল নদীতে পড়ে দূষণ হচ্ছে। cutters পুরসভার প্রস্তাবিত নিজস্ব সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ছাত্র ছাত্রীদের ঘুরিয়ে দেখানো হল। কীভাবে, কোন পদ্ধতিতে নর্দমার নোংরা জল পরিশুদ্ধ হয়ে নদীতে পড়বে। এই প্রকল্পের ফলে গঙ্গার দূষণের মাত্রা অনেক কমবে জলজ প্রানীরা দূষণ মুক্ত জলে বসবাস করবে।যদি প্রানীকূল নিজস্ব প্রাকৃতিক নিয়মে বেঁচে থাকে তাহলে মানব সমাজ의 খাদ্যশৃঙ্খলা সুসংহত থাকবে এবং পরিবেশ সুস্থ থাকবে বলে বিশেষজ্ঞরা জানান।
0
comment0
Report
ABArup Basak
Dec 19, 2025 13:50:57
Mal Bazar, West Bengal:কালিম্পং জেলার সামসিং কম্পাউন্ড ফরেস্ট ভিলেজ ময়দানে শুরু হল ৩৪তম বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তরুণ-তরুণীদের প্রকৃতিপাঠ ও অ্যাডভেঞ্চার শিবির। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর উদ্যোগে আয়োজিত এই শিবির চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। এই Shিবিরে পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজস্থান, গুজরাট, বিহার, ঝাড়খণ্ড ও আসাম—মোট ছয়টি রাজ্য থেকে ৮৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেছে। শিবিরে প্রশিক্ষক, স্বেচ্ছাসেবক ও সংগঠনের সদস্যদের নিয়ে মোট অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে। শিবিরের একটি বিশেষ দিক হল এর সৃজনশীল ও প্রকৃতি-নির্ভর পরিকল্পনা। অংশগ্রহণকারীদের থাকার জন্য বিভিন্ন নদ-নদীর নামে টেন্টের নামকরণ করা হয়েছে এবং দলগুলোর নামকরণ করা হয়েছে বিভিন্ন পাখির নামে। এর মাধ্যমে শিশু ও তরুণদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। শিবিরের প্রথম দিনে জাতীয় পতাকা ও ন্যাফ-এর সংগঠনী পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিম্পং বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) চিত্রক ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী বক্তব্যে ডিএফও চিত্রক ভট্টাচার্য বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তরুণদের জন্য এ ধরনের উদ্যোগ শুধু প্রশংসনীয়ই নয়, সমাজের মূল স্রোতে তাদের আরও দৃঢ়ভাবে যুক্ত করার একটি কার্যকর মাধ্যম। প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে。 ন্যাফ-এর কো-অর্ডিনেটর অনিমেষ বসু জানান, এই শিবিরের মূল উদ্দেশ্য শুধুমাত্র প্রকৃতি শিক্ষা বা অ্যাডভেঞ্চার কার্যকলাপের মধ্যেই সীমাবদ্ধ নয়। অংশগ্রহণকারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে দৈনন্দিন জীবনযাপনের নানা প্রয়োজনীয় দক্ষতা, দলগত কাজ, নেতৃত্ব গুণ ও আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বন ও বন্যপ্রাণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিভিন্ন কর্মসূচিও শিবিরে অন্তর্ভুক্ত রয়েছে। শিবিরে ন্যাফ-এর সম্পাদক দীপ নারায়ণ তালুকদার সহ সংগঠনের অন্যান্য সদস্য, প্রশিক্ষক ও স্বেচ্ছাসেবকেরা সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাঁরা সকলেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তরুণদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সার্বিক বিকাশের বিষয়টি মাথায় রেখে শিবির পরিচালনা করছেন। আয়োজকদের আশা, এই শিবিরের অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস ও স্বাবলম্বিতার পথ খুলে দেবে এবং প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর করবে।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 19, 2025 13:50:35
Kolkata, West Bengal:টাকার দাবিতে গৃহবধূকে হত্যা।বারাসাতে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চেষ্টা এলাকাবাসীর । টাকার দাবিতে বারাসাত অশ্বিনী পল্লী এলাকায় গৃহবধূ সুমিতা সরকার কে হত্যা করেছে স্বামী সৌম্য দত্ত এমনই অভিযোগ মৃত গৃহবধুর পরিবারের। এই ঘটনায় ইতিমধ্যেই বারাসাত থানার পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। আজ অভিযুক্তর ফাঁসির দাবি তুলে বারাসাত অশ्वিনী পল্লী এলাকায় অভিযুক্তের বাড়ি ভাঙচুরের চেষ্টা এলাকাবাসীর। তাদের দাবি মেয়েটিকে শুধু মাত্র তার স্বামী নয় সমগ্র পরিবার মিলে অত্যাচার করত । পরিবারের সকল সদস্যের গ্রেপ্তার ও অভিযুক্ত স্বামীর ফাঁসির দাবিতে তারা সরব হন。
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Dec 19, 2025 12:51:33
Kolkata, West Bengal:সাংবাদিক সম্মেলন মহম্মদ সেলিম:- গত দেড় মাস আগে এইখানেই আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম বাংলা বাঁচাও যাত্রা করেছিলাম মূলত তুফানগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত সবাই বলেছিল এই রুট আমরা বলেছিলাম এস আই আর এর জন্য স্বল্প সময়সীমা। ব্যপক অংশগ্রহণ সুচারু ভাবে আমরা করেছি , উদ্দীপনা করতে সাহায্য করেছি। প্রাথমিক পর্যালোচনা করেছি। সেটিকে আমরা পর্যালোচনা করেছি প্রত্যেক বার আমরা তাই করি। যেইদিন প্রথম ওয়াকিং ডে ছিলো আমরা প্রথম থেকে নিচ পর্যন্ত আমরা করেছি। বাংলা বাঁচাও যাত্রা প্রকৃত ভোটারের নাম যাতে কোনোরকম ভাবে বাদ না যায়। আমরা কতটা সন্নিবিষ্ট করা যায়। কোনো ভয় আতঙ্ক সৃষ্টি করা যায়না। ভোটাদিকার তা হচ্ছে এলাকা রাজনীতির ক্যাম্পেইন করে ভিজিলেটর করে , কখনও বিএল ও বিএল দের সাহায্য করি , আমাদের একটা বড় অংশ সাহায্য করেছিল , মিডিয়ার সূত্র ধরে মূলত তোমরা বললে যে সীমান্ত থেকে এত পরিমাণ লোক কম সময়ের মধ্যে ছিল , মৃত মানুষের নাম যদি বাদ যায় আরো মানুষ আছে। রাজ্যপাল সীমান্ত বর্তী এলাকায় ভুল তথ্য বিশ্লেষণ করে। একটি বড় অংশের নাম বাদ গেছে। ত্রিপুরা নর্থইਸਟ সমস্ত জায়গা তে নাম পাওয়া গেছে। অনুপ্রবেশ কারী ঘটনায় মিডিয়ার পুস চূড়ান্ত ভাবে লক্ষ করে। কিছুতেই বিজেপি একটি সেন্সেস করছে না, আসলে ভয় আতঙ্ক তৈরি করা যাবেনা আমরা প্রথমেই বলেছিলাম। নিজসও দিয়ে। ছেলের নাম বাবার নাম দিয়ে পাওয়া যাবেনা। তারপর ইলেকশন কমিশন নিরপেক্ষতার পরিচয় দিতে দেখা গেলনা।দলদাসে পরিণত হয়েছিল। ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেটের মূলত দেখা গেলো আমরা যে ক্যামাকস্ট্রিটের নির্দেশে কাজ করছি। বিহারে পলিস্টিকস এ ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। সামগ্রিক পরিসর বদলে দিচ্ছে । নির্বাচন দপ্তর মূলত নিজেদের স্টাফ দিয়ে কাজ করতে পারছেনা । তাই কেন্দ্রীয় বাহিনী লাগছে। বিজেপি ঠিকই বলছে। রাষ্ট্রপতি শাষণ তো আলাদা বিষয় নয়। এটি রাজ্যপুলিশ ওইটা কেন্দ্রীয় পুলিশ হবে। প্রসাশন যদি দলদাসে পরিণত হয়। যতই উপরে উঠবে ততই দলদাসে পরিণত হবে। আইপি এসরা সাধারণ মানুষ কে পরিষেবা দেয়না , এখন রাজ্য পরে কেন্দ্র। বাংলাদেশে যারা ধর্মের নামে যারা খুন করছে, ধর্মগ্রন্থ একই থাকছে। মানুষ মারার রাজনীতি টা বন্ধ হচ্ছে না। আমরা সব ধরনের ধর্মীয় উসকানি বন্ধ করতে চাই। বিধানসভা নির্বাচনে মানুষ চাইছে অন্য কিছু। ওদের চাইছে বা অন্য কিছু। আগামী ১০ দিন জন সম্মেলন করব , মানুষ নিজেদের মুখ ফুটে বলুক ১০ হাজার লোক নিয়ে আমরা সমাবেশ করবো। আমি ওয়াকঅফ বোর্ডের বামফ্রন্টের আমলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম। ওয়াকঅফ হচ্ছে জমির লড়াই। আদেও কিছু আসবেনা। লোকে যাতে সরকারি হাসপাতালে না যায় , আমি বলব । সরাসরি না করতে পারলে এমন ভাবে করবে লোকে থাকলেও অন্যত জায়গায় করতে। স্বাস্থ্যর সরকারি সীমায় যাতে না থাকে। বাংলা বাঁচাও যাত্রা তে মানুষের কাজ ,এর কথা বলছে, মিড ডে মিল পাচ্ছেনা। স্কুল গুলি খাঁ খাঁ করছে , সরকারি স্কুলে না পড়ে মানুষ প্রাইভেট স্কুলে পড়ছে। মানুষ পরিযায়ী শ্রমিক সেইখান থেকে ফিরে আসতে বলছে । চাকরি দিয়েছেন চাকরি রাজ্য সরকার, তাহলে এত মিউনিসিপালিটির পদ বা শিক্ষকরা বসে কেন প্রধান মন্ত্রী হলেন বিশ্ব পর্যটক, আর হলেন প্রধান প্রচারক। তারপর সেইখানে কানেকশন খুঁজে , আতঙ্ক এর জন্য আসছেন, মতুয়া বাংলাদেশি এদের কে একত্রিত করে নতুন করে ছল চাতুরি করার জন্য মোদীর বঙ্গে আগমন । তাহেরপুরে এসে মোদি এসে দেখুক মূলত ছোট শহরে কিভাবে ঠিক ভাবে রাখা যায়। তাহেরপুর নাম টাই হয়তো বদলে দিতে চাইবেন। যোগী বা হোম মিনিস্টারএর সঙ্গে কথা বলে, এবং আসলে সিপিএম থেকে শেখা দরকার কিভাবে সাইকেল নিয়ে প্রচার করা কিভাবে সংযোগ করা মানুষের সাথে তা অবশ্যই শেখা উচিত বিজেপির ।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 19, 2025 12:50:37
Baruipur, West Bengal:তৃণমূলের পঞ্চায়েত সদস্য তৃণমূল কর্মীর স্ত্রী কে নিয়ে পালিয়ে গেল। জানাজানি হতেই, নিজের স্ত্রীকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন ঐ যুবক। ঘটনা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে বাসন্তী পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রিপন হালদার। অন্যদিকে এলাকার এক তৃণমূল কর্মী দীপঙ্কর দাস। দীপঙ্করের স্ত্রী গোলাপীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে রিপণের। ঘটনা নিয়ে কানাঘুষো চলতে থাকে। এরপর cánিংয়ের একটি ভাড়াবাড়িতে রিপন ও গোলাপী একসাথে ছিলেন। হাতেনাতে ধরে ফেলেন গোলাপীর স্বামী দীপঙ্কর। সেখানেই নিজের স্ত্রীকে বিয়ে দেয় পঞ্চায়েত সমিতির সদস্য রিপণের সাথে। ঘটনা প্রসঙ্গে বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল জানিয়েছে,যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে দল বরদাস্ত করবে না। অভিযোগের ভিত্তিতে দল তদন্ত শুরু করেছে দল
0
comment0
Report
BSBhabananda Singha
Dec 19, 2025 12:33:14
Dinajpur, Rangpur Division:রহস্যময় আলোর জারে আগুনে ভস্মীভূত ঘর, চাঞ্চল্য চোপড়ায় রহস্যময় এক ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের কালিগছ গ্রাম ও আশপাশের এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দারা আকাশে এক উজ্জ্বল আগুনের মতো আলো দেখতে পান। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে দক্ষিণ দিক থেকে একটি উল্কার মতো আলোকরশ্মি কালিগছ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এসে মিলিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই উত্তর দিক থেকে আরও একটি উজ্জ্বল আলো بسرعة এসে কালিগছ আদিবাসী পাড়ার বাসিন্দা গনেশ ওরাওয়ের বাড়ির উপর বিকট শব্দে আছড়ে পড়ে。 এরপরই মুহূর্তের মধ্যে ওই বাড়িতে আগুন ধরে যায়। আগুনে সম্পূর্ণ ঘরটি ভস্মীভূত হয়ে যায়। বিকট শব্দে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত, ঘটনার সময় ঘরের ভিতরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন গৃহকর্তা গনেশ ওরাও。 খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার কাঁচাকালী ক্যাম্পের পুলিশ। কীভাবে আগুন লাগল এবং রহস্যময় আলোর সঙ্গে ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 19, 2025 11:53:18
Dinajpur, Rangpur Division:তপন, ১৯ ডিসেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদ তপন থানার নালিপাড়া এলাকায় ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যু হলো এক অন্য ভাইয়ের। একই ঘটনায় গুরুতর জখম হয়েছে তার আরেক ভাই। শুক্রবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃতের নাম আব্দুল করিম সরকার (৪০)। আহত ভাই আব্দুল মান্নান সরকার (৩৮) বর্তমানে গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে তপন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। মাঠে ছড়িয়ে থাকা তাজা রক্তও নজরে আসে। পরে খুনে ব্যবহৃত অস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক, বাড়িতে তালা ঝুলছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ। অভিযুক্তের নাম ফারুক মিয়াঁ। এছাড়াও তার বাবা মা ও ভাইও এই ঘটনাউ যুক্ত রয়েছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ। পাশাপাশি এদিন দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযুক্তরা পলাতক। এমনকি বাড়িতে মারা রয়েছে তালা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ。
0
comment0
Report
BSBhabananda Singha
Dec 19, 2025 11:52:56
Dinajpur, Rangpur Division:*SIR আতঙ্কের ছায়া গোয়ালপোখরে—ভোটার তালিকা ঘিরে ভয়ের মাঝেই হৃদরোগে মৃত্যু অনিল সিংহের* উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের কামাত সম্বলপুর এলাকায় SIR সংক্রান্ত আতঙ্কে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অনিল সিংহ।(৬২) পরিবার সূত্রে জানা যায়, অনিল সিংহের নাম ২০০৫ সালের ভোটার তালিকায় থাকলেও ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না। পরিবারের দাবি, ২০০৩ সালে তাঁরা বাংলাদেশ থেকে এ দেশে আসেন। পরে নির্ধারিত নিয়ম মেনে ইনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেন। এর পর ২০২৫ সালের খসড়া ভোটার তালিকায় অনিল সিংহের নাম উঠে। তবে এত কিছুর পরেও আতঙ্ক যেন তাঁর পিছু ছাড়ছিল না। পরিবারের অভিযোগ, পাড়ার মোড় থেকে শুরু করে চায়ের দোকান— সর্বত্রই SIR নিয়ে আলোচনা ও সমালোচনা চলছিল। অনিল সিংহ নাকি বিভিন্ন জায়গায় শুনেছিলেন, যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তাদের বাংলাদেশে ফিরে যেতে হবে। এই কথাবার্তায় তিনি ক্রমশ মানসিক চাপے ভুগছিলেন। পরিবারের দাবি, দীর্ঘদিনের এই আতঙ্ক ও মানসিক চাপের জেরেই বৃহস্পতিবার বিকেলে অনিল সিংহ হৃদরোগে আক্রান্ত হন এবং মৃত্যু হয় তাঁর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে খবর পাওয়ার পরে পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি বিজেপি সরকারের প্রতি তার ক্ষোভ উগরে দেন ও নির্বাচন কমিশনের ওপর মামলা করা উচিত বলে তিনি জানান। বাইটঃ ১) সারথী সিংহ (মৃতের মেয়ে) ২) গোকুল চন্দ্র মন্ডল (স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য) ৩) গোলাম রব্বানী (মন্ত্রী পঃ বঃ সরকার)
0
comment0
Report
Advertisement
Back to top