Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

दार्जीलिंग में नए साल के उत्सव के लिए पर्यटक पहुँचे, पहाड़ और ठंडी हवा

KAKAYESH ANSARI
Dec 28, 2025 08:02:32
Darjeeling, West Bengal
Tourist Started To Enter Darjeeling For New Year Celebration Enjoying The Cold Weather Along With Clear View Darjeeling Hill is always favourite destination for the Tourist from Entire country even for world. And now the Festival Season is going on and from last 24th Dec the season started in Darjeeling hills and now the New Year is on the way for which the tourist are coming to Darjeeling hills to enjoy the Cold Weather and Clear View of Kanchanjanga. During this festival season it also seen that the Foreign Tourist are also visit to Darjeeling after covid. And they area also enjoying the weather and view of kanchanjanga. And the plus point of Darjeeling is that during the Christmas And New Year the View of Mountain is clear till morning time after that Fog cover the Kanchanjanga, and the temperature goes down and today the same. But the tourist from different part of the country enjoy both the things that Cold weather as well as the view of kanchanjanga during morning time. Where as in compare to last year the flow of tourist is less around 15/20 % . But the tourism related person are happy for it too. We visit Darjeeling during this time it because during this season we can enjoy the View of Mountain and Fold weather and Darjeeling is famous for this so we came during this season. We are enjoying the Beauty of Darjeeling Hill and we love the food and the view of kanchanjanga. For which we came out here.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SPSANDIP PRAMANIK
Dec 28, 2025 09:49:04
Kolkata, West Bengal:TVU 21 ওয়েদার পিসি সৌরিস বন্দ্যোপাধ্যায় আবহাওয়াবিদ আলিপুর কলকাতা বছর এর শেষ ও শুরু তে সারা রাজ্য জুড়ে ম্যাক্সিমাম এবং মিনিমাম তাপমাত্রা বৃদ্ধি পাবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি যেটা স্বাভাবিকের থেকে সামান্য কম। আগামী দু তিন দিন তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই তারপর মিনিমাম তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল আগামী দু'দিন সর্বোচ্চ তাপমাত্রা ২২ থেকে ২৩ এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রির আশপাশে থাকবে। বছরের শুরুতে তাপমাত্রা বেড়ে ১৫ থেকে ১৬ ডিগ্রি কাছাকাছি যাবে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৫ এর আশপাশে থাকবে। পশ্চিমে জেলার তাপমাত্রা কলকাতা থেকে তিন থেকে চার ডিগ্রি কম থাকবে । তিন চার দিন পরে পশ্চিমের জেলা গুলিতে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশা ও বছরের শেষ এবং শুরুতে কুয়াশার পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই। দার্জিলিঙে গত ২৪ ঘন্টায় তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি , অন্যান্য জেলা গুলি থেকে ১১ থেকে ১২ ডিগ্রি তাপমাত্রা রয়েছে। কুয়াশার কারণে উত্তরবঙ্গের দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম আছে।যেটা আগামী দুদিন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে শুষ্ক অববাহই থাকবে।দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বছরের শুরুতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিঙে এবং কালিম্পং পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বছরের শুরুতে ।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 28, 2025 09:48:40
Howrah, West Bengal:এসআইআর চক্রান্তের বিরুদ্ধে হাওড়া ডোমজুড়ে বিধায়ক কল্যাণ ঘোষের নেতৃত্বে রবিবার সকালে এক মহা মিছিলের আয়োজন করা হয়। ওই মহা মিছিল ডোমজুড়ের সলপ মোড়ে এসে শেষ হয়। কল্যাণ ঘোষ বলে, যেভাবে দু'মাস ধরে এসআইআর এর নাম করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদেই এই মহা মিছিল। ইতিমধ্যেই সারা বাংলায় এসআইআর এর চাপেপড়ে অনেক বিএলও'র মৃত্যু পর্যন্ত হয়েছে। এসআইআর এর ফর্ম পূরণের পর শুনানিতে বয়স্ক, প্রতিবন্ধী মানুষদেরও ডাকা হচ্ছে। অনেক দূরে গিয়ে তাঁদের নথি জমা দিতে হচ্ছে। হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এরই প্রতিবাদে আজকে আমরা এই মহা মিছিলের ডাক দিয়েছি। কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে এইএসআইআর করছে বলেও তিনি অভিযোগ তোলেন।
0
comment0
Report
EGE GOPI
Dec 28, 2025 08:50:58
Kharagpur, West Bengal:*চা খেতে গিয়ে মদ্যপদের হামলায় জখম হয়েছিলেন, মৃত্যু হলো সিভিক ভলেন্টিয়ারের, খড়্গپورের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ ২* শীতের রাতে বন্ধুদের সাথে চা খেতে গিয়ে মদ্যপদের হামলার শিকার হয়েছিলেন। কটকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আইবি শাখায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার তুলসি রাও (উদয়)-এর। শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বছর তিরিশের এই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এও জানা গেছে, গত ১৫ ডিসেম্বর, সোমবার গভীর রাতে (ঘড়ির কাঁটার হিসেবে অবশ্য ১৬ ডিসেম্বর, মঙ্গলবার রাত্রি ১২টা নাগাদ) উদয় তাঁর দুই বন্ধু প্রকাশ ও দেবেন্দ্রকে সঙ্গে নিয়ে খড়গপুর স্টেশন সংলগ্ন মাল গোডাউন এলাকায় একটি দোকানে চা খেতে গিয়েছিলেন। দোকানের বাইরে দাঁড়িয়ে চা খাওয়ার সময় এক মদ্যপ যুবক তাঁদের নানাভাবে বিরক্ত করার চেষ্টা করে। তাঁরা ওই যুবককে সরে যেতে বলেন। কিন্তু, ওই মদ্যপ যুবক না সরায় শেষমেশ তাঁকে ঠেলে সরিয়ে দেন উদয় ওরফে तुलসি। এরপরই আরও কিছু মদ্যপ যুবক জড়ো হয়ে তুলসিদের উপর চড়াও হয়। তাঁদের মধ্যেই কেউ বোতল দিয়ে তুলসির মাথায় সজোরে আঘাত করলে, গুরুতর চোট পান তুলসি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তুলসির মাথায় কুড়িটিরও বেশি সেলাই পড়ে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খড়্গপুর থেকে কটকে নিয়ে যাওয়া হয়। শনিবার, ২৭ ডিসেম্বর সকালে কটকের ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তুলসির। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত সহ দু’জনকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 28, 2025 08:48:22
Durgapur, West Bengal:শিল্পাঞ্চল দুর্গাপুরে আজকেও হচ্ছে স্যার এর শুনানির। দুর্গাপুরের I T I ( ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট এচলছে শুনানির কাজ। স্যার এর ক্ষোভ উগরে দিলেন লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ। তাদের বক্তব্য, সকাল থেকে এই ঠান্ডায় দাঁড়িয়ে। ৭১ বছরের বৃদ্ধ ননী গোপাল মজুমদার এর বক্তব্য, এই স্যার এর জন্য আমরা আর বিজেপিকে ভোট দেব না। এত সমস্যা। আমি শুধু নয়, আমার পরিবারের সবাইকে মানা করব বিজেপিকে ভোট দিতে। আমি মানা করলে পরিবারের কেউ ভোট দেবে না বিজেপিকে। অপর্ণা ব্যানার্জি নামে এক গৃহবধূ সে তার তিন বছরের সন্তান কে নিয়ে বসে এই ঠান্ডার মধ্যে। তার বাবা অসুস্থ. চিকিৎসাধীন ব্যাঙ্গালোরে। তাই তাকেই আসতে হয়েছে। তিরিশ কিলোমিটার দূর থেকে।
0
comment0
Report
VDVikram Das
Dec 28, 2025 08:39:36
Kolkata, West Bengal:গুলশান কলোনী নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন অভিযোগ । খসরা তালিকা প্রকাশিত হওয়ার পর এখন SIR এর হিয়ারিং শুরু হয়েগেছে । গুলশান কলোনিতে তার কি প্রভাব? SIR এর পর বদলেছে কোনও কিছু এই এলাকায়? ফ্যাক্ট চেক করতে গুলশান কলোনী মার্টিন পাড়া এলাকায় ঘুড়ে বেড়ালাম আমরা । কি বলছে স্থানীয়রা ! SIR শুরু হওয়ার পর বেশ কিছু মানুষ ইতিমধ্যেই চলে গিয়েছে এলাকা ছেড়ে , বলছেন স্থানীয়রাই! কিছু মানুষ বলছেন SIR এ ভয়ের কিছুই নেই কারণ তাদের কাছে এসপিবি ডকুমেন্টস রয়েছে, আবার শিদুরে মেঘ দেখছেন 많은েই, কারণ খসরা তালিকায় নাম থাকলেও হিয়ারিংয়ের পর চূড়ান্ত তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই । এলাকার ছবি, সাধারণ মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশন ও ঘুরে বেড়ানোর ছবি । বাইট ও walkthrough আছে ।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 28, 2025 08:39:27
Kaji Chak, West Bengal:*ডেলিভারি ডেটের দিনই সার এর শুনানি।গর্ভে সন্তানকে নিয়ে শুনানি কেন্দ্র্রে হাজির গর্ভবতী মহিলা। গর্ভে ন’মাসের সন্তান,সার এর শুনানিতে হাজির গর্ভবতী মহিলা।মহিলার চিকিৎসক নাকি শুনানির দিনই ডেলিভারির তারিখ জানিয়েছিলেন।২২ ডিসেম্বর সার এর নোটিশ পেয়ে তিনি শুনানিতে হাজিরা দিলেন ২৭ বছরের গর্ভবতী বন্দনা মন্ডল।একদিকে চিকিৎসকের দেওয়া ডেলিভারির ডেট,অন্যদিকে সার এর ডাক শুনানিতে।ডেলিভারির ডেট থাকলেও শরীরে তার কোনো লক্ষণ টের না পেয়ে ভোটার তালিকা থেকে যাতে নাম বাদ না যায় তাই গর্ভে সন্তানকে নিয়েই পেশায় কৃষক স্বামী শুভ্রপ্রকাশ মন্ডলের সাথে শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন গর্ভবতী মা। সার এর শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে।চন্দ্রকোণা-২ ব্লক বিডিও অফিসের সভাকক্ষের দোতলায় চলছিল শুনানি।শুনানি কেন্দ্র দোতলায়,নিচের তলায় তখন স্বামীর সাথে বসে গর্ভবতী মহিলা কেন্দ্রীয় আধিকারিকদের কাছে হাজিরা দিচ্ছেন।নিচেrydোতলায় চেয়ারে বসে ওই গর্ভবতী মহিলা।বাইরে চেয়ার পেতে সেখানে গর্ভবতী মাকে বসিয়ে স্বামীর কাছ থেকে ডকুমেন্টস নিয়ে খতিয়ে দেখা শুরু করেন আধিকারিকরা।চন্দ্রকোণার জয়ন্তীপুরে ১৪৯ নম্বর বুথের বিএলও শুভাশিষ গোস্বামী।তিনিই গত ২২ ডিসেম্বর বন্দনাকে সার এর নোটিশ ধরিয়ে ছিলেন জয়ন্তীপুরে বাপের বাড়িতে।বন্দনার শ্বশুর বাড়ি চন্দ্রকোণা-র কুঁয়াপুর গ্রামে।কিন্তু সার এর ফর্ম পুরনে বাবার ২০০২ এর তালিকা লিঙ্ক করিয়েছিলেন এবং সার এর ফর্ম বাপের বাড়ির ঠিকানায় এসেছিল।প্রোজেনি ভোটার হিসাবে শুনানিতে ডাক পড়েছিল গর্ভবতী বন্দনার এমনটাই তার বিএলও জানান।স্বামীর সাথে বিডিও অফিসের শুনানি কেন্দ্রে ১৫ মিনিট অপেক্ষার পর দোতলায় কষ্ট করে না উঠে নিচে রোদে চেয়ার পেতে দ্রুত শুনানি পর্ব শেষ করে ছেড়ে দেওয়া হয়।বিডিও উৎপল পাইক বলেন,'এনাদের জন্য স্পেশাল ব্যবস্থা রয়েছে,এখানে আসতে হতোনা।জানা থাকলে ওনার বাড়িতেই শুনানি হতো।শুনলাম আজই ডেলিভারির ডেট ছিল।ওনার যাতে কোনো সমস্যা না হয় তাই দোতলায় না গিয়ে আমরাই নিচে এসে ওনার ডকুমেন্টস খতিয়ে দেখে বাড়ি পাঠিয়ে দিয়েছি।'নির্বাচন কমিশনের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে গর্ভবতী মহিলাদের জন্য।এসকল মহিলার ক্ষেত্রে তাকে শুনানির জন্য কেন্দ্রে না ডেকে,তার বাড়ি গিয়েও ডকুমেন্টস যাচাইয়ের ব্যবস্থা করতে হবে।ন’মাসের সন্তানকে গর্ভে নিয়ে বাড়ি থেকে ৫-৬ কিলোমিটার দূরে বিডিও অফিস আসতে হলো কেনো এই গর্ভবতী মহিলাকে?বিএলও শুভাশিষ গোস্বামী বলেন,'আমি যেদিন নোটিশ দিতে গিয়েছিলাম তখন আমায় বলা হয়েছিল এক সপ্তাহর মতো সময় আছে ডেলিভারের।স্পষ্ট করে আমায় কিছু বলা হয়নি।এর মাঝে কোনো সমস্যা হলে আমিই ওদের বলে এসেছিলাম যাতে জানায়।তাহলে শুনানির তারিখ পরিবর্তন করে দেওয়া হবে।শুনানির দিন ডেলিভারের ডেট দেওয়া হয়েছিল পরিবার জানায়নি।'বন্দনার স্বামী পেশায় কৃষক শুভ্রপ্রকাশ মন্ডল বলেন,' শুনানির দিনই স্ত্রীর ডেলিভারির ডেট ছিল।চন্দ্রকোণায় যে চিকিৎসক স্ত্রীকে দেখছেন তিনিই সম্ভাব্য ডেলিভারির তারিখ জানিয়ে ছিলেন।'কমিশনের তো নিয়ম রয়েছে গর্ভবতী মহিলাদের বাড়িতে গিয়ে শুনানি করার জানতেন বা বিএলও এবিষয়ে কিছু বলেননি?বন্দনার স্বামী জানান, 'নিয়ম সম্পর্কে জানা ছিলনা।বিএলও বলেছিল সমস্যা হলে জানাতে।তেমন কিছু সমস্যা বুঝতে পারিনি ডেলিভারের।সুস্থ দেখে তালিকা থেকে যাতে নাম বাদ না যায় তারও চিন্তা ছিল তাই নিয়ে আসা।'শুনানি পর্ব শেষে বাড়ি ফেরার সময় বন্দনার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিলে সে জানায়,'এখনও তেমন কিছু সমস্যা বুঝতে পারিনি।বেশিক্ষণ বসে থাকতে হলে কষ্ট হতো,তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে।চিন্তায় ছিলাম যদি এখানে প্রসব যন্ত্রণা বা তেমন কিছু সমস্যা হতো।'
0
comment0
Report
BMBiswajit Mitra
Dec 28, 2025 08:35:19
Ranaghat, West Bengal:চাকদাহ বিধানসভার মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫২০০০ এর মত। এসআইআর এর প্রথম পর্যায়ের ইতিমধ্যেই ১৩ হাজার ভোটারের নাম বাদ গেছে বিভিন্ন কারণে। ২৩ হাজার ভোটার এর বাড়ি বাড়ি, নোটিশ এসে পৌঁছানোয় রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। যাদের অধিকাংশই মতুয়া সম্প্রদায়ভুক্ত। বাংলাদেশ অশান্ত সেখানে নোটিশ আশায় রীতিমতো চিন্তায় রয়েছেন মতুয়া সম্প্রদায় ভুক্ত মানুষেরা। বর্তমানে বাংলাদেশ অশান্ত সেখানে পুনরায় যদি তাদের ফিরে যেতে হয় দুশ্চিন্তায় ঘুম নেই এই সমস্ত পরিবারগুলির। কেউ পাশে নেই এই মুহূর্তে কি করবেন বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা 1. দেবাশীষ গাঙ্গুলী রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি তৃণমূল 2. সোমনাথ কর রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি মুখপাত্র 3. রঞ্জিত বাইন মতুয়া মহা সংঘ 4. স্থানীয় বাসিন্দা 5. স্থানীয় বাসিন্দা
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 28, 2025 08:19:41
Kolkata, West Bengal:রবিবার বাগুইআটি উদয়ন পল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।। 1. বাংলাদেশের ভরসা মমতা দাবি সৌগতর । 2. সৌগত রায় বলেছেন বাংলাদেশী সংখ্যালঘুরা তাদের সুরক্ষার জন্য মমতাকে বিশ্বাস করেন। 3. বয়স্ক ভোটার দের জন্য কমিশন এস আই আর এর কাজের জন্য বাড়ি বাড়ি যাচ্ছে। কিন্তু তবু দেখা গেল অনেক বয়স্ক ভোটার তারা শুনানির জন্য লাইন দিচ্ছেন।এটাকেই হাতিয়ার করছে তৃণমূল。 4. অনন্ত মহারাজ বিস্ফোরক দাবি দিয়েছেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই বাংলাদেশী। 5. যতই করো হামলা আবার জিতবে বাংলা এই স্লোগানকে সামনে রেখে জেলায় জেলায় আগামী 2 তারিখ থেকে যাবেন অভিষেক。 6. অভিষেকের দাবি কতজনের নাম বাদ গেছে তার শ্বেতপত্র প্রকাশ করুক কমিশন। এই দাবিতে আগামী 31 তারিখ দিল্লিতে যাচ্ছেন তিনি。 7. ভারত সেবাশ্রমের অনেক সাধুর নাম বাদ ডেকে পাঠিয়েছে কমিশন। যা নিয়ে হাতিয়ার ত্রীণমূলের 8. হুমায়ূন কবির বলেছেন মিম এর সঙ্গে জোট । সাথে মুর্শিদাবাদ থেকে মুখ্যমন্ত্রীর দাবি。 9. বছর শেষের মান কি বাত ।কি বার্তা পেলেন。 10. নতুন বছর কতটা বঙ্গ বিজেপি অন্তবিশ্বাসী。 11. ফের বঙ্গ সফরে অমিত শা । 12. নন্দীগ্রামে সেবাশ্রয় মডেল。 13. নন্দীগ্রামে বিজেপি কর্মী গ্রেফতার। অভিযোগ তার স্ত্রীকেও হেনস্থা。 14. মেসি কান্ডে আজ ফের শতদ্রুকে আদালতে পেশ। হাতে গীতা নিয়ে প্রবেশ করলেন আদালতে।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 28, 2025 08:02:15
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া শহরকে যানজট মুক্ত করতে অভিযানে নামলো পুরুলিয়া পৌরসভা । ফুটপাত দখল করে বসে থাকা অস্থায়ী দোকান এবং ব্যবসায়ীদের উচ্ছেদ করার কাজ শুরু হলো পুরুলিয়ায় । ফুটপাত দখল করে থাকা দোকানগুলিকে আগাম নোটিশ জানিয়ে জেসিবি মেশিন দিয়ে ভেঙ্গে ফেলার কাজ শুরু হলো । সম্প্রতি পুরুলিয়া পৌরসভার বোর্ড ভেঙ্গে প্রশাসক বসানো হয়েছে । বর্তমানে পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ পুরুলিয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন । এরপরই পুরুলিয়া শহরকে যানজট মুক্ত করতে পদক্ষেপ নিল পুরুলিয়া পৌরসভা । পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায় ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বা ব্যবসা চালাচ্ছেন বহু মানুষ । এরফলে নিত্যদিন যানজট সহ নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে । অবৈধ ভাবে ফুটপাত দখল করে গজিয়ে ওঠা দোকানপাট গুলির মালিকদের বার বার হুঁশিয়ারি দিয়েও সমস্যার সমাধান হয়নি । এবার অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে কড়া পদক্ষেপ নিয়ে জেসিবি মেশিন দিয়ে দোকানগুলো ভেঙ্গে ফেলার কাজ শুরু হলো । পুরুলিয়া পুরসভার আধিকারিকরা জানান, ফুটপাত দখল করে থাকা অবৈধ দখলদারদের স্থায়ী বা অস্থায়ী আচ্ছাদন ভাঙার কাজ শুরু হলো । শহরজুড়ে এই অভিযান চালানো হবে । পৌরসভার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষেরা ।
0
comment0
Report
Advertisement
Back to top