Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

उत्तर सिक्किम से कंचनजंघा का लाल नज़ारा, तापमान 4°C

KAKAYESH ANSARI
Dec 12, 2025 06:00:22
Darjeeling, West Bengal
Red view of Kanchanjanga had seen from North Sikkim (Mangan) today morning which was beautiful and temperature is 4 degree. Today morning the view of Kanchanjanga from Mangan (North Sikkim) was clear and it seen red, after 4 days the view was clear from this place. And today the temperature is 4 degree in Mangan. This place is one of the main attraction tourist spots of Sikkim and during the winter season tourists visit this place to enjoy the snowfall. But today the other scene was seen in this place that the red Kanchanjanga for which the tourists those who are in this area they capture the red Kanchanjanga on their phone. In other side the view of Kanchanjanga from Darjeeling is also clear from last week and tourists are enjoying there also.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KBKamalakshya Bhattacharjee
Dec 13, 2025 12:36:12
Kolkata, West Bengal:ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর ব্যবসা, দর্শকদের দুরবস্থা !!! যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, মেসির গায়ে জোঁকের মতো চিটে রইলেন নেতা-মন্ত্রী-তারকারা, আর যাদের পিঠে কাঁঠাল ভেঙে মেসিকে দেখতে পাওয়ানোর লোভ দেখিয়ে হাজার হাজার টাকার টিকিট কাটানো হলো, সেই ফুটবলপ্রেমীদের ভাগ্যে জুটলো ৫-৭ মিনিটের জায়ান্ট স্ক্রিনের দর্শন !!! ফুটবলের রাজপুত্র লিয়োনেল মেসি যুবভারতীতে ঢোকা মাত্র অন্তত ১০০ জন নেতা মন্ত্রী ও তাদের আত্মীয় পরিজন সাগরেদদের ভিড় ঘিরে ধরে তাঁকে। ফলে গ্যালারি থেকে তাঁকে দেখার কোনো উপায় ছিল না। মোটা টাকায় টিকিট কেটে গিয়েও প্রিয় তারকাকে দেখতে পেলেন না দর্শকরা যাদের জলের বোতল পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হয় নি, আর বাধ্য করা হয় ২০ টাকার জল ২০০ টাকায় কিনতে। অথচ তৃণমূল নেতা মন্ত্রীরা ব্যবসা করে নিলেন এই সুযোগে। এদের থেকে শকুনও ভালো ! দর্শকবন্ধু ফুটবলপ্রেমীদের সাথে এই বিশ্বাসঘাতকতার প্রেক্ষাপটে আমার দাবী হলো:- ১) গ্যালারির সমস্ত দর্শকদের ১০০% টিকিটের দাম ফেরত দিতে হবে। ২) ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে এই বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে গ্রেফতার করতে হবে। ৩) গোটা বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের সম্মানহানির জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ভোটের আগে লিওনেল মেসির সাথে ছবি তুলে 'খেলা হবে' করতে গেছিলেন ! উল্টে প্রতারিত দর্শক খেলা দেখিয়ে দিয়েছে...
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 13, 2025 12:35:54
Kolkata, West Bengal:জাতীয় গ্রন্থাগারে বিজেপির মৎস্যজীবী সেলের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপি যদি সরকারে আসে, তাহলে এক টাকা হলেও বেশি দেবে লক্ষ্মী ভাণ্ডার। বাংলার রাজনীতিতে এখন দূর্যোধন এবং দুঃশাসন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাকে বলে দিতে চাই আমি জ্যোতিষী নই, কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে না, হবে না, হবে না। আপনারা যখন ডায়মন্ড হারবারে যান তখন ছবিতে দেখতে পান "এবি ঝুকেগা নেহি" এই স্লোগানসহ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ছবি। আমি বলতে চাই, এবি ঝুকেগা নেহি, তাহলে ইডি বা সিবিআই রুকেগা নেহি।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 13, 2025 12:35:40
Siliguri, West Bengal:রাজ্যের স্বাস্থ্যপরিসেবা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাসপাতাল আধিকারিক ও এইচওডি সাথে বৈঠক করলেন স্বাস্থ্য সচিব মৌমিতা গোদারা বসু। বৈঠক শেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলি আটকে রয়েছে। তার মধ্যে, ক্যান্সার হাসপাতাল, ১০০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট , সুপার স্পেশালিস্ট বিল্ডিং এর বেশকিছু গুরুত্ব পূর্ণ সমস্যা সরেজমিনে ঘুরে দেখেন। এছাড়াও হাসপাতালে সমাপ্ত ও অসমাপ্ত কাজগুলি খতিয়ে দেখে। এছাড়াও আরো কি কি সমস্যা রয়েছে সমস্ত কিছুই খতিয়ে দেখেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়েস্বাস্থ্য সচিব মৌমিতা গোদারা বসু কিছু বলতে না চাইলেও এই বিষয়ে হাসপাতালের প্রিন্সিপাল সঞ্জয় মল্লিক জানান, হাসপাতালে আজ পরিদর্শনে এসেছিলেন স্বাস্থ্য সচিব ম্যাডাম এবং সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে অন্যদিকে সুপার স্পেশালিস্ট বিল্ডিং এ ফল সিলিং এর যে সমস্যা রয়েছে সেগুলি পি এইচ ই, সি পি ডব্লিউ সি, পিডব্লিউডি, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন, যে সমস্ত কাজগুলি আটকে রয়েছে দ্রুত শেষ করা যায়। হাসপাতালে বিভিন্ন কাজের ফাইলস গুলো বিভিন্ন কাজে আটকে রয়েছে কি কারণে আটকে রয়েছে সমস্ত কিছুই আলোচনা হয়েছে। ক্যান্সার হাসপাতালে বিল্ডিং খুব দ্রুত যাতে ওপিডি চালু করা যায় সে বিষয়ে নির্মাণকারী সংস্থার সাথে কথা হয়েছে।
0
comment0
Report
PDPradyut Das
Dec 13, 2025 12:34:53
Jalpaiguri, West Bengal:মাধ্যমিক পরীক্ষाकেন্দ্রগুলিকে মেটাল ডিটেক্টর বসাতে বললেন পর্ষদ সভাপতি। পরীক্ষার সঙ্গে যুক্তদের গাফিলতি প্রমাণ হলেও কড়া ব্যবস্থা। বৈঠকে স্পষ্ট বার্তা পর্ষদ সভাপতির। কেন লাগातার জলপাইগুড়ির পাশের হার কম, খতিয়ে দেখা হবে, জানালেন রামানুজ গাঙ্গুলি। জলপাইগুড়িতে এবার মাধ্যমিক পরীক্ষার্থী বাড়ল ৯ হাজার। সরকারি স্কুলে পরীক্ষার্থী বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ পর্ষদ সভাপতির। জেলার জঙ্গল সংলগ্ন এলাকার পরীক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে আসতে পারে তার জন্য বনদপ্তর বিগত বছরে ভালো কাজ করেছেন সহযোগিতা যথেষ্ট পাওয়া গেছে। এবারও পরীক্ষার্থীদের জন্য বনদপ্তর পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা থাকবে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 13, 2025 11:18:08
Dihierench, West Bengal:বেহাল রাস্তা সংস্কার ও সম্প্রসারণ না হলে ভোট বয়কটের ডাক স্থানীয় মানুষজনদের, সেই রাস্তা পরিদর্শনে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাংসদ কি কাছে পেয়ে গ্রামবাসীরা ঘিরে ধরে খুব উগরে দিলেন। ১০ থেকে ১২ দিনের মধ্যে কাজ না হলেও জেলা পরিষদ ভবন ঘেরাও করার ডাক দিলেন সাংসদ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়া থেকে রায়চকপর্যন্ত দীর্ঘ প্রায় সাত কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তা পরিদর্শনে সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। দীঘর ১০ থেকে ১২ বছর ধরে রাস্তার কোন কাজ হয়নি, রাস্তা বিধ্বস্ত রাস্তার উপর দিয়েই বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষজন এবং কোন রোগীকেও নিয়ে যেতে হলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বারংবার। বারংবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোন প্রকার সাড়া মেলেনি, দুর্ঘটনার সম্মুখীন হতে হয় পথচারীদের, সাইকেল বাইক সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে এই রাস্তা দিয়ে, কিন্তু সম্প্রসারণ হয়নি। সেই রাস্তা পরিদর্শন করেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্থানীয় মানুষজনদের সাথে কথা বলেন তিনি। পাশাপাশি ১৫ থেকে ২০ দিনের মধ্যে রাস্তার কাজ না হলে জেলা পরিষদ অফিস ঘেরাও করে অবরোধ করার ডাক দিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি রাস্তা সম্প্রসারণ না হলে ভোট বয় কাঠের ডাক দেন স্থানীয় মানুষজনরা। বাইট অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাংসদ তমলুক। বাইট অসীম কুমার মাঝি। তৃণমূল নেতা। বাইট চারটি গ্রামবাসীদের। ক্যামেরায়-দেব মল্লিক, রিপোর্ট-কিরণ মান্না।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 13, 2025 10:54:31
Purulia, West Bengal:পুরুলিয়া: আদিবাসীদের ভুল বুঝিয়ে ভারতের নাগরিকত্ব প্রত্যাহার করা, SIR ফর্ম ফিলাপ না করার প্রচার চালানো এবং টাকার বিনিময়ে একটি আদিবাজিসংঘের সচিত্র পরিচয় পত্র বিলির অভিযোগে গ্রেফতার আন্তঃরাষ্ট্রীয় মাঝি সরকারের কিষান সৈনিক মহিলা মন্ডলের প্রতিনিধি তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেত্রী গীতা মুর্মু । আজ অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক । গতকাল উড়িষ্যার যাওয়ার পথে বান্দোয়ানে গ্রেফতার করা হয় অভিযুক্তকে । এর আগে একই অভিযোগে পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা বিপিনবিহারী বেসরা, হুগলির পান্ডুয়ার বাসিন্দা বলাই সরেন সহ বাঁকুড়া থেকে আরও দুজনকে পুলিশ গ্রেফতার করেছে।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 13, 2025 10:54:17
0
comment0
Report
BBBimal Basu
Dec 13, 2025 10:53:46
Basirhat, West Bengal:সন্দেশখালি ঘটনায় গ্রেপ্তার আরো এক। রুহুল কুদ্দুস তরফদার কে গ্রেফতার করার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা এলাকা থেকে উত্তম সরদার নামে আরো একজন কে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিস। এই উত্তম সরদার কে গশাহাজাহান কাণ্ডে সন্দেশখালির সন্দেশখালির ধর্ষণ ঘটনায় এই উত্তম সরদার জড়িত ছিল। এই উত্তম সরদার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য ছিল এক সময় এই উত্তম সরদারের বিরুদ্ধে একাধিক জমি দখল মেয়েদের সম্মানহানি সহ অন্যান্য অভিযোগ উঠেছিল। এলাকার ক্ষিপ্ত মানুষেরা তার বাড়িঘর ভাঙচুর করেছিল ‌‌। আদালত শর্তসাপেক্ষে এই উত্তম সরদার কে জামিন দিয়েছিল। এই উত্তম সরদার সন্দেশখালি এলাকায় প্রবেশ না করার নির্দেশ দিয়েছিল আদালত। এই উত্তম সরদার সরবেড়িয়া আর কিছু দূরে দক্ষিণ ২৪ পরগনা এলাকায় থাকতো। রাতের অন্ধকারে সে সরবেড়িয়া এলাকায় ঘোরাঘুরি করত। ভোলা ঘোষ কে খুনের চেষ্টার ঘটনায় এই উত্তম সরদার জড়িত ছিল বলে দাবি পুলিসের । দক্ষিণ ২৪ পরগনা এলাকা থেকে উত্তম সরদার কে গ্রেফতার করল পুলিস। তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতের মহাকুমা আদালতে তোলা হয়েছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 13, 2025 10:52:36
Howrah, West Bengal: vote है।दक्षिण হাওড়া বিধানসভা কেন্দ্র। ভক্স পপ... আসছে বিধানসভা ভোট।কি মনে হচ্ছে,কি হতে পারে ফলাফল।বিহারের ভোট হলো।বাংলায় এবার কি হবে।এই কেন্দ্রের বেশীরভাগ মানুষ মনে করছেন শাসক দলই থাকবে এই কেন্দ্র্রে।কারন অনেক কাজ হয়েছে।উন্নয়নের নিরিখে এই কেন্দ্র্রে তৃণমূল আবার আসবে।এই কেন্দ্রের বিধায়ক নন্দিতা চৌধুরী।মানুষের পাশে থেকেছেন।বাংলাতে তৃণমূল ফের আসবে।মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন।আবার কেউ মনে করছেন বাংলায় পরিবর্তন হওয়া দরকার।বালি কেন্দ্রে বদল চাইছেন তারা।কারন উন্নয়ন হয়নি。 বাইট..১..মৌসুমী হাজরা ২..অর্পিতা দলুই ৩..রিনা বর্মন ৪..তপতী দেবনাথ ৫..সুলেখা দে ৬..সবেশ্বর চৌধুরী ৭..বুদ্ধদেব ভট্টাচার্য ৮..দেবদূত চক্রবর্তী ৯..হলধর মাইতি
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 13, 2025 09:32:57
Asansol, West Bengal:বালি বোঝাই লরির ধাক্কায় মৃত এক পথচারী। বিজেপির দাবি তাদের দলের কর্মী মৃত ব্যক্তি সুশান্ত গোপ। দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপाध্যায় সহ জেলার ও জামুরিয়ার বিজেপির কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে রেখেছে, তাদের দাবি পুলিশ মেরে এক মহিলাত মাথা ফাটিয়ে দিয়েছে, তাদের দাবি যে পাঁচজনকে ধরা হয়েছে তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে, পাশাপাশি যে গাড়িতে ধাক্কা লেগেছে সেই গাড়িকে বাজেয়াপ্ত করে সে গাড়ির মালিক ও চালককে গ্রেফতার করতে হবে, অবৈধ বালি কিভাবে চলছিল তার জবাব দিতে হবে। এই সমস্ত দাবিতে রীতিমতো বচসা চলছে জামুরিয়া পুলিশের সঙ্গে বিজেপি নেতৃত্বর। পাল্টা পুলিশের দাবি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের উপরে চড়াও হয় উত্তেজিত জনতা। মারধর করা হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের, একজন পুলিশ দুর্গাপুর বেসরকারি হাসপাতালে ভর্তি। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বালি বোঝাই লরি থেকে বালির বৈধ নথি পাওয়া গেছে। যদিও চালক পলাতক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
0
comment0
Report
Advertisement
Back to top