Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

नेपाली टीका उत्सव शुरू, सात दिन तक घर-घर लौटे लोग और बाजार में रौनक

KAKAYESH ANSARI
Oct 02, 2025 09:33:38
Darjeeling, West Bengal
Special Story On Nepali Festival Tika Celebration NEPALI COMMUNITY BIGGEST FESTIVAL "TIKA" CELEBRATION STARTED FROM TODAY , WHICH CONTINUE FOR NEXT 7 DAYS ALL THE FAMILY MEMBER RETURN BACK FROM OUTSIDE TO THEIR HOME TO CELEBRATE Nepali Cultural is different from other, where in Bengali Cultural today is last day of Dugra Puja.but in Nepali community from today their main festival 'Tika ' is started which will continue for next 7.Days . And the family member those who work outside or in aboard they all return back to the main home for celebrate the Festival of Tika The Elder Member (Grand Father or Mother) those who are alive they Put the Tika to their smaller than him or her to their family member to their Forehead ( which is Red or White in colour) they give them bless along with the Money and also the Jamara which was done pray whole 10 days in Dugra Mata Not only this but in between this 7 days they reach their relative houses and Celebrate out there. During Tika those who are far they also come to their main home and celebrate to their relative one. This is the One festival of Nepali Community in which all the family member gather together and Enjoy For this Festival they buys the New Clothes for each member of the family, and Within this festival (7 ) days they make Special Food and also the Local Food. The Market which was seen crowed during the Puja season today afternoon the market is closed only some shop are open specially Sweet and fruit shop and the vehicle also run very less in the town. The reason is the people will be I their house and in their area celebrating the Festival of Tika.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Oct 03, 2025 17:19:22
Kaji Chak, West Bengal:দুর্গা পুজার প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে তৈরি করা সিদ্ধি খেয়ে অসুস্থ একাধিক,ইতিমধ্যে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি প্রায় ১০ জন,বিভিন্ন হাসপাতলে ও গ্রামে বেশ কিছু অসুস্থ হয়ে রয়েছে বলে জানা যাচ্ছে।স্থানীয় সূত্রে খবর প্রায় ২৫ জনের মতো অসুস্থ হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের লোধা গ্রামে আজ দুর্গাপুজোর বিসর্জন উপলক্ষে সিদ্ধির তৈরি করে তা খাওয়া হয়।সেই সিদ্ধি খেয়ে অসুস্থ হয়েছে প্রায় ২৫ জনেরও বেশি,এদের মধ্যে বেশ কয়েকজন ছোট্ট শিশুও রয়েছে।সিদ্ধি খাওয়ার বেশ কিছুক্ষণ পর থেকে শরীর অসুস্থ বোধ করতে শুরু করে সকলেরই। দেখা দেয় বমি সহ একাধিক উপসর্গ তড়িঘড়ি পরিজনেরা বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করে।অসুস্থ ব্যক্তি ও তার পরিজনদের দাবি লোধা গ্রামে স্বামী দেবানন্দ আশ্রমে দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে সিদ্ধি খেয়েছিল সকলে, যতজন সিদ্ধি খেয়েছিল সকলেই তা খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে।এদের মধ্যে ১০ জনকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয় চিকিৎসার জন্য,বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সকলেই।হাসপাতালের ডিউটিরত চিকিৎসক পার্থসারথী সিট জানান,মহিলা পুরুষ বয়স্ক ও শিশু সহ ১০ জন হাসপাতালে এসেছে।তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে,বেশকয়েকজনের শারীরিক সমস্যা বেশি ছিল।এখানে রাখা সম্ভব হলে রাখা হবে নাহলে অন্যত্র স্থানান্তর করাও হতে পারে।
0
comment0
Report
PDPradyut Das
Oct 03, 2025 17:18:55
Jalpaiguri, West Bengal:স্পিড ব্রেকার পর্যাপ্ত আলো,দুর্ঘটনাগ্রস্থ এলাকায় ট্রাফিক পুলিশের ডিউটি সহ মৃত পরিবারগুলোকে সরকারি আর্থিক সাহায্য এবং মৃত পরিবারের একজনকে চাকরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ। জলপাইগুড়ি ধুপগুড়ি রোড ধুপগুড়ি ২ নম্বর সেতুর কাছেই গতকাল সন্ধ্যায় দুর্ঘটনায় ঘটে। আজ বিকেলে মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে আত্মীয় পরিজন সহ স্থানীয় বাসিন্দারা। গতকালেই বিজয় দশমী দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছিল ধুপগুড়ি দুই নম্বর সেতু সংলগ্ন এলাকায়। একটি বিলাসবহুলকারী নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। আহত বেশ কয়েকজন। দশমীর দিন ঘটা ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩ জনের দেহ নিয়ে রাস্তা অবরোধ স্থানীয়দের। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। রাস্তা অবরোধের জেরে উত্তর-পূর্ব ভারতের সাথে যোগাযোগের অন্যতম প্রধান সড়ক হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটনার পরে প্রবল আলো ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই এবং প্রশাসন সজাগ নয়। এছাড়াও দুর্ঘটনায় মৃত পরিবারগুলিকে সরকারের তরফে আর্থিক সাহায্যের দাবি জানায় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশের গাড়ি পর্যন্ত পিছিয়ে যায়, এরপর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের আশ্বাসে দীর্ঘ প্রায় আধ ঘন্টা ধরে চলা অবরোধ উঠে যায়। অন্যদিকে মৃতের পরিবারের সাথে দেখা করেন ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Oct 03, 2025 17:18:42
Kolkata, West Bengal:এসআইআর নিয়ে রাজ্য কতটা প্রস্তুত ? এবার তা খতিয়ে দেখতে দু’দিনের সফরে রাজ্যে আসছেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তাঁর সঙ্গে থাকবেন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের ডিরেক্টর জেনারেল সীমা খান্না ও অন্যান্য আধিকারিকরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর রাতেই কলকাতায় পৌঁছবেন কমিশনের প্রতিনিধিরা। ৮ অক্টোবর রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক তথা ডিইও, এডিএম নির্বাচন, ইআরও, ওসি নির্বাচন এবং তথ্যপ্রযুক্তি কর্মীদের সঙ্গে এসআইআর সংক্রান্ত বিষয়ে বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার। এই বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার যেকোনো বিষয় উত্থাপন করতে পারেন, সেভাবেই জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরের পক্ষ থেকে। জেলা স্তরের বৈঠক শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ সংশ্লিষ্ট পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসবেন জ্ঞানেশ ভারতী ও সীমা খান্না-রা। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে এসআইআর প্রক্রিয়া কিভাবে রূপায়িত হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি চূড়ান্ত ছবিটা কি তা নিয়েই এই বৈঠকগুলিতে আলোচনা হবে। বিশেষ করে এস আই আর প্রক্রিয়া সহ সামগ্রিক নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই নির্বাচন কমিশন গোটা ৩০ এ যে সংস্কারমুখী পদক্ষেপ করেছে সেই ব্যবস্থাপনার রূপায়ণ কতটা হয়েছে তাও পরখ করে দেখবেন প্রতিনিধিদল। যাবতীয় বৈঠক শেষে দু’তিনটি জেলায় এই প্রস্তুতির কাজ সরেজমিনে খতিয়ে দেখতে যাবে প্রতিনিধিদল। শুধু জেলা সদর নয় মহকুমা স্তরে এমনকি ব্লক স্তরেও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা প্রস্তুতির কাজ খতিয়ে দেখবেন বলে জানানো হয়েছে। বিশেষ করে অনলাইন প্রক্রিয়ায় কতটা সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে তা বিশদে খতিয়ে দেখবেন কমিশনের প্রতিনিধিরা। Prosôngto, ইতিমধ্যেই বিহারের এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এবার পশ্চিমবঙ্গসহ গোটা দেশেই একইসঙ্গে এসআইআর বিজ্ঞপ্তি জারি করার কথা নির্বাচন কমিশনের। তার আগেই রাজ্যের রাজ্যে এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখছেন কমিশনের প্রতিনিধিরা। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিতে চায়, নির্বাচন কমিশন। একদিকে আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্য তার উপর রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন বঙ্গ রাজনীতি-তে এসআইআর চালু হলে তার প্রভাব क्या हो सकता, এই বিষয়গুলো মাথায় রাখছে নির্বাচন কমিশন। মনে রাখতে হবে, বিহারে এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই যে রাজ্যে প্রথম এসআইআর নিয়ে বিরোধিতার রাজনৈতিক সুর চড়া ছিল, তা এই পশ্চিমবঙ্গেই। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নির্বাচন সদন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে। পরবর্তীকালে জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া- নেতৃত্ব নির্বাচন সদন ঘেরাও অভিযান করে। মূলত তৃণমূলের নেতৃত্বেই এসআইআর-এর বিরুদ্ধে সংসদের ভিতরে ও বাইরে আন্দোলন সংগঠিত হয়। তারই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে এসআইআর প্রস্তুতিতে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা কতটা সচেষ্ট। এবং নির্বাচনী গাইডলাইন মেনে তা কতটা রূপায়িত হচ্ছে সেদিকে বিশেষ নজর থাকবে, কমিশনের কর্তা ব্যক্তিদের তা বলাই বাহুল্য।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Oct 03, 2025 17:18:24
Kolkata, West Bengal:গতকালকের অতি গভীর নিম্নচাপ আজ গভীর নিম্নচাপ রূপে উড়িষ্যা সম্বলপুরের কাছাকাছি অবস্থান করছে।এই গভীর নিম্নচাপ টি উত্তর উড়িষ্যার উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তীকালে 36 গড়ের দিকে অভিমুখ থাকবে। এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এর ফলে আগামী কয়েক দিন বিশেষ করে দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় পশ্চিমের কয়েকটি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া ২ বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে এক দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাদবাকি জেলায় মাঝারি বৃষ্টিপাত হবে, ২৪ ঘন্টা পরে আমাদের দক্ষিণবঙ্গে একটু কমবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। মুর্শিদাবাদ জেলায় এক দুই জায়গায় আগামীকাল ভারি বৃষ্টি হতে পারে বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই নিম্নচাপের প্রভাবে প্রভাব উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টিপাত অনেকটাই বাড়বে, উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সাথে ভারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার। কোচবিহার ও কালিংপং এ ভারী বৃষ্টি হবে। আগামীকাল বৃষ্টি বেড়ে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।বাকি উপরের যে জেলাগুলি রয়েছে দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে ভাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হবে।উত্তরবঙ্গের উপরে পাঁচটি জেলায় লাল সতর্কতা এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলি হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। ৫ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গে খানিকটা কমে যাবে, 6 তারিখ উত্তরবঙ্গের দৃষ্টি কমে যাবে। দক্ষিণবঙ্গে ২৪ ঘন্টা পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই গভীর নিম্নচাপের ফলে উপকূলের জেলাগুলিতে ৩৫ থেকে ৪৫ সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। তাই আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্র যেতেন মানা করা হয়েছে। রবিবার কার্নিবাল এর দিনকে বৃষ্টিপাত beaucoup কমবে, তবে মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যাবেলায়। ভারি বৃষ্টির কোন সম্ভাবনা নেই। चंदনनगर ও সন্দেশখালী তে যে টর্নেডো হয়েছে এইগুলো নিম্নচাপের সময় হতেই পারে যখন কোন নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয় তখন বজ্রগর্ভ মেয়ে তৈরি হয় এবং দমকা হওয়ার সৃষ্টি হয় এবং এই দমকা হওয়ার ফলেই এই টর্নেডো তৈরি হতে পারে। এবং সেরকম টাই হয়েছিল স্থানীয়ভাবে।
0
comment0
Report
PDPradyut Das
Oct 03, 2025 17:18:05
Jalpaiguri, West Bengal:স্পিড ব্রেকার,পর্যাপ্ত আলো,দুর্ঘটনাগ্রস্থ এলাকায় ট্রাফিক পুলিশের ডিউটি সহ মৃত পরিবারগুলোকে সরকারি আর্থিক সাহায্য এবং মৃত পরিবারের একজনকে চাকরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ। জলপাইগুড়ি ধুপগুড়ি রোড ধুপগুড়ি ২ নম্বর সেতুর কাছে গতকাল সন্ধ্যায় দুর্ঘটনায় ঘটে। আজ বিকালে মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে আত্মীয় পরিজন সহ স্থানীয় বাসিন্দারা। গতকালেই বিজয় দশমী দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছিল ধুপগুড়ি দুই নম্বর সেতু সংলগ্ন এলাকায়। একটি বিলাসবহুলকারী নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। আহত বেশ কয়েকজন। দশমীর দিন ঘটা ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩ জনের দেহ নিয়ে রাস্তা অবরোধ স্থানীয়দের। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। রাস্তা অবরোধের জেরে উত্তর-পূর্ব ভারতের সাথে যোগাযোগের অন্যতম প্রধান সড়ক হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটার পরও সজাগ নয় প্রশাসন, এলাকায় নেই পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা। এছাড়াও দুর্ঘটনায় মৃত পরিবারেরBalances সরকারের তরফে আর্থিক সাহায্যের দাবি জানায় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশের গাড়ি পর্যন্ত পিছিয়ে যায়, এরপর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের আশ্বাসে দীর্ঘ প্রায় আধ ঘন্টা ধরে চলা অবরোধ উঠে যায়। অন্যদিকে মৃতের পরিবারের সাথে দেখা করেন ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
0
comment0
Report
PDPradyut Das
Oct 03, 2025 17:17:50
Jalpaiguri, West Bengal:স্পিড ব্রেকার,পর্যাপ্ত আলো,দুর্ঘটनাগ্রস্ত এলাকায় ট্রাফিক পুলিশের ডিউটি সহ মৃত পরিবারগুলোকে সরকারি আর্থিক সাহায্য এবং মৃত পরিবারের একজনকে চাকরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ। জলপাইগুড়ি ধুপগুড়ি রোড ধুপগুড়ি ২ নম্বর সেতুর কাছে গতকাল সন্ধ্যায় দুর্ঘটনায় ঘটে। আজ বিকেলে মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে আত্মীয় পরিজন সহ স্থানীয় বাসিন্দারা। গতকালেই বিজয় दशমী দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছিল ধুপগুড়ি দুই নম্বর সেতু সংলগ্ন এলাকায়। একটি বিলাসবহুলকারী নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। আহত বেশ কয়েকজন। দশমীর দিন ঘটা ধুপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩ জনের দেহ নিয়ে রাস্তা অবরোধ স্থানীয়দের। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। রাস্তা অবরোধের জেরে উত্তর-পূর্ব ভারতের সাথে যোগাযোগের অন্যতম প্রধান সড়ক হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটার পরও সজাগ নয় প্রশাসন, এলাকায় নেই পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা। এছাড়াও দুর্ঘটনায় মৃত পরিবারগুলিকে সরকারের তরফে আর্থিক সাহায্যের দাবি জানায় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশের গাড়ি পর্যন্ত পিছিয়ে যায়, এরপর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের আশ্বাসে দীর্ঘ প্রায় আধ ঘন্টা ধরে চলা অবরোধ উঠে যায়। অন্যদিকে মৃতের পরিবারের সাথে দেখা করেন ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 03, 2025 17:17:35
Kolkata, West Bengal:बिजয়া दशমীর पोस्ट था। फেসবুকে बड़ा€দের प्रणाम। বাকियों€ শুভেচ্ছা। যেহেতু আমার জীবনে অনেক ঝড় জল উত্থান পতন রয়েছে। সেই জন্য ওটা ছিল একটা আবেগতাড়িত পোস্ট। আগামী দিনে জীবনে যদি কোন বা आकाशে মেঘ আসে আশা করি অতীতের মতো আপনারা আমাকে আশীৰ্বাদ করবেন। এই পোষ্টের কোন বাড়তি তাৎপর্য আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ভবিষ্যতে নানারকম অনুমান থাকে। আমিও দেখতে পাচ্ছি। ঝাপসা ঝাপসা অনেক কিছু। আমি সেটুকুই পোস্ট করেছি। ঝাপসা যতক্ষণ না স্পষ্ট হচ্ছে ততক্ষণ সেই নিয়ে বলবো কি করে? বিজেপি বাঙালি হয়ে উঠতে পারল না। বাংলার হয়ে উঠতে পারল না। বাংলায় বাঙালি যেমন থাকেন তেমন অনেক অ বাঙালি ও থাকেন। আমরা বঙ্গবাসী এবং বঙ্গভাষী দুপক্ষকেই ধরেছি। বিজেপি বাঙালি হয়ে উঠতে পারল না। আর যারা বাংলা ভাষাকে অপমান করে, যারা বলে দুর্গা ঠাকুর এখানে পূজো হয় না। যা নয় তাই বলে। তাদের বাংলা, বাঙালি নেবে কেন? মৃত্যু দুঃখজনক সবাই জানেন। কিন্তু এই কার্নিভালটা বহু দিন ধরে ঠিক করে রাখা। এবং পুজোর বিশ্বায়ন। ওই দিনটাকেই ডিস্টার্ব করতে গত বছর থেকে একটা ট্রেন্ড শুরু হয়েছে, গত বছর দ্রোহের কার্নিভাল বলে একটা সার্কাস হয়েছিল। মৃত্যু সবসময় খারাপ। আমরা অভয়ার জন্য সবাই শোক প্রকাশ করেছি। কিন্তু কার্নিভালকে ডিস্টার্ব করতে ওই দ্রোহের কার্নيفাল হয়েছিল। এবার আবার সেরকম একটা ফেল্প শো করার সস্তা প্রচার চলছে। আরে কার্নিভাল হচ্ছে বাংলার শিল্প সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরা। তার সঙ্গে শোক জানানোর সম্পর্ক নেই। এটা কার্নিভালকে খোঁচাতে যাচ্ছে বিজেপি। কিন্তু এইভাবে কার্নিভালকে খোঁচানো যাবে না কার্নিভালের দিন আদালতের অনুমতি পেয়ে শুভেন্দুর নেতৃত্বে মিছিল শুভেন্দু বাবু যেন তাতে বালিয়া উত্তরপ্রদেশে যে দুই ছাত্রী মারা গিয়েছে, যোগী রাজ্যে, তাদের ছবি নাম নিয়েও যেন যোগ করে দেয়। গত দুদিন ধরে যে ভয়ংকর ভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো সেখানকার ঘটনাগুলো যেন যোগ করে দেওয়া হয় বিশেষ করে বালিয়ায় দুই ছাত্রী বিদ্যুৎকৃষ্ট হয়ে মারা.gগেছে তাদের কথাও যেন ওখানে তুলে ধরা হয়। আমরা তো সবাই ভারতবর্ষের নাগরিক শুধু বাংলার দুর্ঘটনা বলছেন কেন উত্তরপ্রদেশের কথা বলতে হবে।
0
comment0
Report
ALArup Laha
Oct 03, 2025 17:17:02
Belna, West Bengal:দুর্গা প্রতিমা নিরঞ্জন চলার সময়ে মণ্ডপে থাকা মাইক খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু মাইক ম্যানের। জলাশয়ে দুর্গা প্রতিমা বিসর্জন চলার সময়ে পুজো মণ্ডপে থাকা বৈদুতিক যন্ত্রে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল মাইক ম্যানের। শুক্রবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার চকদিঘী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপিকান্তপুর গ্রামের পুজো মণ্ডপে। মৃতর নাম অচিন্ত্য পাল (৫০)। তাঁর বাড়ি একই গ্রাম পঞ্চায়েত এলাকারের শেরগড় গ্রামে। মা আতসীদেবীর মৃত্যুর তিন দিনের মাথায় ছেলে অচিন্ত্যর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গয়েছে,অচিন্ত্য পাল পেশায় ছিলেন মাইক ব্যবসায়ী। অন্যান বছরের মতো এ বছরও তিনি চকদিঘীর গোপিকান্তপুর গ্রামস্হ দুর্গা পুজায় মাইক ভাড়া দিয়েছিলেন। গ্রামবাসী শুক্রবার দুপুরে মণ্ডপ থেকে দুর্গা প্রতিমা নামিয়ে তা বিসর্জনের জন্য এলাকার জলাশয়ে পৌঁছান। গ্রামের বাসিন্দা কৃষ্ণ মণ্ডল বলেন , এদিন দুপুরে গ্রামের সবাই প্রতিমা নিরঞ্জনে ব্যস্ত ছিলেন। ওই সময়ে কাঁচা পরিহিত অবস্থায় অচিন্ত্য পাল mould পণ্ডপ ও আসেপাশে লাগানো মাইক খুলতে আসেন। ওই সময়ে কোন ভাবে তিনি মাইকের যন্ত্রে বিদ্যুৎপৃষ্ঠ হন। মণ্ডপের কাছে পিঠে থাকা কয়েকজন জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেন। তারা দ্রত অচিন্ত্য কে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয় নি। কর্তব্যরত চিকিৎসক অচিন্ত্য পালকে মৃত বলে ঘোষণা করেন।
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Oct 03, 2025 17:16:18
Kolkata, West Bengal:बिजेपि की बैठक समाप्त। नया अध्यक्ष शमीक के साथ कुछ समय अलग बैठक करें भूपेंद्र यादव। फिर बीजेपी के Salt Lake कार्यालय में नौ सदस्य बैठक में बैठे। राज्य अध्यक्ष , विरोधी दल नेता , सामान्य सचिव संगठन , सह केंद्रीय नेताओं बीजेपी सूत्रे জানা গেছে , राज्य निर्वाचन आयोग के भूमिका , और बूथ के संगठन के बारे में चर्चा हुए। राज्य निर्वाचन आयोग के ऊपर सत्ताधारी दल के कितने प्रभाव पर ये भी बात हुई। आदि नयी लड़ाई बंद करने के लिए कहा भूपेंद्र यादव। जो लोग बैठे हैं, उन्हें सक्रिय करने कहा उन्होंने। बूथ कमिटी के काम के बारे में खेद व्यक्त किया गया। बाकी बूथ में कब कमिटी होगा यह भी जानना चाहते सूत्रों के अनुसार।
0
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top