Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

Mirik भूस्खलन प्रभावितों के लिए GTA ने Tea Garden मालिकों से भूमि प्रदान पर बातचीत शुरू की

KAKAYESH ANSARI
Oct 10, 2025 16:16:53
Darjeeling, West Bengal
GTA Representative Started To Meet With Tea Garden Owner In Mirik To Rehabilitate Landslide Victim And Identification Land Landslide of 5th Oct 2025 which had mostly effected Mirik area mainly the Tea Garden Area Public had lost their Life and Houses. And from same day the peoples who had lost their house are in the Relief Camp in Sourani Community Hall. Mirik Community Hall and Other places even some are in their relative . Mostly the Tharbhu, Sourani, Phuguri Tea Garden Area Public are facing the Big problem. For which today the GTA area Sabasad Arun Singh along with the GTA Representative Diwas Chettri had meet with the Tea Garden Manager of this garden and had the talk regarding the Land Provide firm their Garden for the Landslide Victim. And all the Garden Manager had agree and said they will provide the land for the Victim. But the finally list of victim can't be given as in some places their is No Road to reach out there by the GTA Representative. For which they need some more days for it. After that the Land Department was magerment the land thatbhie much the needed than the Rehabitated process will start. We started to talk with the Tea Garden owner and they are also agree to give land and the process of iIdentification of Land had been started. And the will be done before CM Visit to Darjeeling When the Situation is will better than we will shift the Victim in Rented House till their new House not constructed.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Oct 10, 2025 16:20:14
Belna, West Bengal:দিনের আলোয় ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি এক যুবকের। সামাজিক মাধ্যমে অশ্লীল অঙ্গভঙ্গির সেই ছবি ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরজুড়ে। বর্ধমান থানায় শুক্রবার ছাত্রীরা ওই যুবকের against লিখিত অভিযোগ করে। ছাত্রীদের অভিযোগ, দিন কয়েক আগে তারা চার জন ছাত্রী টোটোতে করে পরীক্ষা দিয়ে ফেরার পথে এক যুবক মোটরসাইকেলে করে তাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। পাশাপাশি তার ভিডিও করে ভাইরাল করার কথা বলে। দিনের আলোতে এই পরিস্থিতিতে হতবাক ছাত্রীরা। সেই সময় রাস্তায় লোকজন থাকলেও কেউ এগিয়ে আসেনি। তারা যখন টোটো দাঁড় করিয়ে যুবককে ধরতে যায় তখন যুবক গাড়ি ঘুরিয়ে পালিয়ে যায়। তাদের মধ্যে এক ছাত্রী টোটোতে যেতে যেতে যুবকের অশ্লীল অঙ্গভঙ্গির ছবি মোবাইল ক্যামেরায় বন্দী করে। পরে সামাজিক মাধ্যমে ওই ভিডিওটা আপলোড করার পরই তা ভাইরাল হয়। এরপর বর্ধমান থানার পুলিশ ওই ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করে। এরপর ছাত্রীরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। তাদের দাবি অভিযুক্তকে কঠোর শাস্তি দিতে হবে। আগামী দিনে যাতে কোনো মেয়ের সঙ্গে এরকম কোনো ঘটনা না ঘটে।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 10, 2025 16:17:06
Kolkata, West Bengal:শুক্রবার বিজয়গর এর নিরঞ্জন সদনে টালিগঞ্জ তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠান পালন করলেন টালিগঞ্জের বিধায়ক তথা মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।। টালিগঞ্জের সমস্ত পৌর প্রতিনিধিরা ও সমগ্র টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা হাজির ছিলেন। অরূপ বাবু বলেন মানুষের মধ্যে জনসংযোগ বাড়ানোর জন্যই এই আয়োজন। মানুষের মধ্যে আমরা হৃদয়ে রয়েছি বলেই পূজো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাজনৈতিকভাবে মানুষের পাশে থাকায় আমাদের দলের পাশে মানুষ রয়েছে। অন্যরা পূজো করলেও ধর্ম নিয়ে রাজনীতি করায় মানুষ তাদের পাশে নয়। বাইট - অরূপ বিশ্বাস, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী
0
comment0
Report
PCPartha Chowdhury
Oct 10, 2025 16:16:25
Bardhaman, West Bengal:কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর পেঁচা যেন স্বয়ং ড্যানিই”। নিজে ঝুঁকি নিয়ে সাপের সাথে যুদ্ধে জয়ী ড্যানি এখন কোনা কৃষ্ণপুরের হিরোইন। অবশ্য সে মানুষ নয়, একটি ক্যান করসো কুকুর। এক প্রেগন্যান্ট ক্যান করসো কুকুর, সাপের ছোবল, আর এক পশুচিকিৎসকের লড়াই — পূর্ণিমার আলোয় ঘটে যায় এক রোমাঞ্চকর গল্প। পূর্ব বর্ধমান জেলার কোনাকৃষ্ণপুর গ্রামের এক শান্ত পাড়ায় কোজাগরীর রাতে যখন বাড়ির বারান্দায় ধূপ-ধুনো জ্বলছে, চারদিকে শোনা যাচ্ছে ঘণ্টাধ্বনি আর “ওম জয় মা লক্ষ্মী” — ঠিক তখনই উঠোনের অন্ধকারে নড়ে উঠল কিছু একটা। ওই বাড়িতে আছে নানা প্রজাতির আটটি কুকুর। দুই প্রবীণ মানুষ আর তাদের কেয়ারগিভার থাকেন ওই বাড়িতে।বাড়ির অন্য সদস্যরা পেশাগত দায়িত্ব পালনে বাইরে থাকেন। সেদিন ঘরে ঢুকে পড়েছিল একটি কেউটে সাপ। আর সেই মুহূর্তেই, পরিবারের প্রিয় কুকুর ‘ড্যানি’, এক Cane Corso প্রজাতির সাহসিনী মা (১ মাসের গর্ভবতী), ছুটে যায় সামনে।গর্ভে তখন এক মাসের সন্তান।তবু মাতৃত্ব বা ভয় কোনোটা তাকে থামাতে পারেনি। এক ঝটকায় সে মুখে তুলে নেয় সাপটিকে —পর মুহূর্তে ছোবল খেয়ে লুটিয়ে পড়ে মাটিতে। বাড়ির আলো নিভে যায়, চিৎকার ওঠে — “ড্যানি! ড্যানি!” রাত তখন প্রায় সাড়ে আটটা। ড্যানিকে তড়িঘড়ি তুলে নিয়ে যাওয়া হয় বর্ধমানের ঘোরদৌড় চটির একটি বেসরকারি পশু চিকিৎসা কেন্দ্রে।সেখানে ডিউটিতে ছিলেন ডাঃ জাহাঙ্গীর খান, পশুচিকিৎসক হিসাবে, অবস্থা বেগতিক হওয়ার অনুরোধে আনা হয় প্রাণী চিকিৎসক ডাঃ পার্থ সরকারকে। যিনি আগেও সর্পদষ্ট কিছু প্রাণীকে মৃত্যু মুখ থেকে বাঁচিয়েছেন।তিনি জানান, > “ড্যানির শরীরে কেউটের বিষ ছড়িয়ে পড়েছিল দ্রুত। আমরা সঙ্গে সঙ্গে Anti-venom দিয়েছি। স্যালাইন, পেইন কন্ট্রোল, আর হার্ট ও পেশির এনজাইম (CPK-MB) মনিটর করেছি। রিপোর্টে দেখা যায় মাংসপেশিতে বিষের প্রভাব পড়েছে, কিন্তু তার ইচ্ছাশক্তি অবিশ্বাস্য!” রাতভর চলল চিকিৎসা। প্রতিটি ঘণ্টা যেন এক একটি যুদ্ধ।ডাঃ পার্থ আরও যোগ করেন, > “সে এক মাসের প্রেগন্যান্ট হওয়ায় ঝুঁকি অনেক ছিল। কিন্তু ড্যানির হার্ট, লিভার, কিডনি সব স্বাভাবিক ছিল। সকালের আলো ফুটতেই সে চোখ খুলল। স্যালাইনের পাইপে বাঁধা পা নেড়ে তাকাল — যেন বলছে, ‘আমি হেরে যাব না।’” বাড়ির মালকিন বলেন, > “কোজাগরীর রাতে ও এমন কাজ করবে, কে ভাবতে পেরেছিল! মা লক্ষ্মীর আশীর্বাদে হয়তো বেঁচে গেল আমাদের ড্যানি। এখন তো ও-ই আমাদের লক্ষ্মীর বাহন。” আজ ড্যানি সুস্থ হয়ে উঠছে ধীরে ধীরে। ও সর্বদা বাড়ির চারপাশে পাহারা দেয়।ভাত খাওয়ার সময়ও ওর জন্য আলাদা থালা সাজে, পরিবারের অন্যান্য সদস্যের মতোই। পাড়ার ছেলেমেয়েরা এখন বলে — “ওই যে কোজাগরীর বাহন আমাদের ড্যানি!” পেঁচা যেমন সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে তেমনি আমাদের ড্যানিও সাপ তাড়িয়ে আমাদের বাঁচিয়েছে।। বিজ্ঞান বলে, সাপের বিষে পেশি ও রক্তে এনজাইম বেড়ে যায়, যা চিকিৎসা ছাড়া প্রাণঘাতী হতে পারে। কিন্তু ভালোবাসা, সময়ে চিকিৎসা, আর প্রভুভক্তি—এই তিনে মিলে আজ বেঁচে গেছে এক সাহসী প্রাণ।বাঁচিয়েছে অন্যদের। আর লোককথা বলে, কোজাগরীর রাতে মা লক্ষ্মী যার ঘরে যান, সেখানে আলো জ্বলে থাকে অনেকদিন। এই গল্প তারই প্রমাণ। একটি উঠোনে আজও জ্বলছে আলোর রেখা — যেখানে “লক্ষ্মীর পেঁচা” নয়, এক ক্যানকরসো মা ড্যানি নিজের প্রাণ দিয়ে পাহারা দিচ্ছে তার পরিবারের প্রতি ভালোবাসাকে। --- রাতে লক্ষ্মীর পেঁচা নয়, সাহসিনী মা ড্যানি! সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী। বাইট : ১) ডা: পার্থ সরকার ( চিকিৎসক) ২) প্রণতি সরকার (বাড়ির সদস্যা)
0
comment0
Report
TDTapan Deb
Oct 10, 2025 16:16:06
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার=== বন্যাদুর্ভতদের ত্রাণ দিতে গিয়ে কুমারগ্রাম ব্লকের বিষ্ণুনগর ও বিত্তিবাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও। সেই দুটি ঘটনায় ইতিমধ্যেই তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিত্তি বাড়ি ঘটনায় এক তৃণমূল সমর্থক কে গ্রেফতারও করেছে পুলিশ। এবার বিষয়টি নিয়ে প্রতিবাদ আন্দোলনে পথে নামল জেলা বিজেপি। শুক্রবার বিকেলে আসাম বাংলা সীমানাবর্তী বারোবিশায় এক প্রতিবাদ মিছিল করে জেলা বিজেপি। এরপর সন্ধ্যায় বারোবিশা চৌপতি তে একটি অভিনব প্রতিবাদ সভা আনুষ্ঠিত করে বিজেপি। সভা মঞ্চের দুই পাশে দুটি বড় পর্দা লাগিয়ে প্রজেক্টেরের মাধ্যমে বিষ্ণুনগর ও বিত্তিবাড়ি তে বিধায়কের ওপর ঘটে যাওয়া আক্রমণের ভিডিও সাধারণ মানুষের সামনে তুলে ধরেন মনোজ ওঁরাও। তিনি জানান, মানুষের সামনে ঘটনার প্রমান দেওয়ার জন্যই প্রতিবাদ সভায় প্রজেক্টের ব্যাবহার করেছি।
0
comment0
Report
MMManoj Mondal
Oct 10, 2025 14:46:37
Kolkata, West Bengal:বারাসাতের কালীপুজোকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করবার জন্য প্রশাসনিক বৈঠকে বেশ কিছু নির্দেশিকা দিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া। তাতে সিলমোহর দিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। শুক্রবার বারাসাত রবীন্দ্রভবনে জেলা শাসক শরদ কুমার দিবেদী,পুলিশ সুপার প্রতীক্ষা ঝরখারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অতিশ বিশ্বাস, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে বারাসাত ও মধ্যমগ্রামের কালীপুজো নিয়ে দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়া, গাড়ি চলাচলের ক্ষেত্রে জাতীয় সড়ক গুলিতে বিধি-নিষেধ, পুজো উদ্যোক্তাদের বিভিন্ন নির্দেশিকা এবং সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক হয়।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 10, 2025 14:46:06
Rajpur Sonarpur, West Bengal:স্পোর্টস ক্লাসে দৌড়ের মাঝে মৃত্যু নবম শ্রেণীর ছাত্র অর্কদীপ বাগ। রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা বছর পনেরোর অর্কদীপ পড়ত কামালগাজি এলাকার এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে। সহপাঠীদের সঙ্গে দৌড় শুরু করেছিল সে। কিন্তু মাঝ পথেই আচমকা পড়ে যায় মাটিতে। শিক্ষক ও স্কুলকর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যান নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা অর্কদীপকে মৃত বলে ঘোষণা করেন। হঠাৎ এমন মৃত্যুতে শোকস্তব্ধ সহপাঠী থেকে শিক্ষক-শিক্ষিকা—সকলেই। খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন অর্কদীপের পরিবার। সুস্থ-স্বাভাবিক এক পড়ুয়ার এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। স্কুল কর্তৃপক্ষ কীভাবে পুরো ঘটনা ঘটল সে বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি এখনও। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। অর্কদীপের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না, কিংবা অন্য কোনো কারণ আছে কি না—সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার স্থানলের সিসিটিভি ফুটেজও হাতে এসেছে পুলিশের। তা খতিয়ে দেখা হচ্ছে। আগামীকাল দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
0
comment0
Report
SCSandip Chowdhury
Oct 10, 2025 12:52:33
Katwa, West Bengal:প্রায় সত্তর বছরের প্রাচীন কাটোয়ার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট পুরসভার উদ্যোগে শুরু হল গোবিন্দ বাগান ফুটবল মাঠে। শুক্রবার দুপুরে কাটোয়া এসডিপিও কাশীনাথ মিস্ত্রি এবং বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করে হরিশচন্দ্র মেমোরিয়াল শিল্ড এবং ইষ্টপদ রানার্স কাপের সূচনা করলেন। সাত দশক আগে আই এফ এ -র অনুমোদনে কলকাতার বাইরে মহকুমা শহরে এই ফুটবল টুর্নামেন্ট পথচলা শুরু করেছিল। যদিও এই টুর্নামেন্ট মহকুমার ফুটবল প্রেমী মানুষদের হাত ধরে শুরু হয়েছিল। অনিবার্য কারণে মাঝে কিছুদিন এই টুর্নামেন্ট বন্ধ হয় যাওয়ার পর গত সাত বছর ধরে কাটোয়া পুরসভা পরিচালনায় ফের প্রাচীন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এবছর কলকাতার প্রথম ডিভিশনের ক্লাব সহ পার্শ্ববর্তী জেলার ক্লাবগুলো টুর্নামেন্টে যোগ দিয়েছে। এবছর টুর্নামেন্টের উদবোধনী ম্যাচে অংশ নিয়েছিল হুগলির উত্তরপাড়ার নেতাজি ব্রিগেড এবং উত্তর ২৪ পরগণার শ্যামনগর এটিএস ক্লাব। এদিন উত্তরপাড়া নেতাজী ব্রিগেড ৫-০ গোলে জয়লাভ করে। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ফুটবল খেলার ঐতিহ্য ধরে রাখতে পুরসভার পরিচালনায় টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এবার টুর্নামেন্টে আটটি দল খেলবে। এছাড়া পুরসভার খেলার মাঠকে ঘিরে স্পোর্টস জোন তৈরি করা হবে।
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 10, 2025 12:51:37
Kolkata, West Bengal:HOWRAH STATION BABY জন্ম এবং মৃত্যু ঈশ্বরের হাতে। বৃহস্পতিবার সেই ঘটনায় ঘটলো হাওড়া স্টেশনে। জন্ম হল এক শিশুর। বিকেলে যখন বাড়ি ফেরার সময় স্টেশনতে কাতারে কাতারে যাত্রী তখন ১২ নম্বর প্লাটফর্মে ওই শিশুর জন্ম হয়। শিশু এবং মাকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডে। হাসপাতাল সূত্রে খবর মা শিশু সম্পূর্ণ সুস্থ। ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে পাঁচটা। হাওড়া স্টেশনের ১২ নম্বর প্লাটফর্মে অন্যান্য যাত্রীদের সঙ্গে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন সুমিত্রা বাসিল (৩৫) নামে এক মহিলা। সঙ্গে ছিল তার ছোট মেয়ে। উদ্দেশ্য ছিল কোল্ডফিল্ড এক্সপ্রেস এ চেপে অন্ডালে বাড়ি ফেরা। কিন্তু ১২ নম্বর প্লাটফর্মে তিনি যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন সেই সময় হঠাৎই তার প্রসব যন্ত্রণা শুরু হয়। অসুস্থ বোধ করতে থাকায় প্ল্যাটফর্ম এর মধ্যেই শুয়ে পড়েন। তাকে দেখে ছুটে আসে স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ান এবং জিআরপি কর্মীরা। মহিলা আরপিএফ কর্মীরা ওই মহিলাকে ঘিরে নেয়। চারদিকে কাপড় দিয়ে ঘিরে দেওয়াল তৈরি করা হয়। সেখানেই সুমিত্রা জন্ম দেয় ফুটফুটে একটি ছেলে। পরে জিআরপি র তৎপরতায় অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে এমার্জেন্সিতে প্রসূতির নাড়ি কেটে সন্তানকে আলাদা করে দেওয়া হয়। এরপর দুজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডে। সেখানে চিকিৎসক ইউ কে ঘোষের অধীনে ভর্তি করা হয়。
0
comment0
Report
RDRaktima das
Oct 10, 2025 12:51:12
Kolkata, West Bengal:ধনতেরাসের দিন ধাতু কেনার প্রচলন বহু বছরের। কথায় আছে, ধনতেরাসের দিন সোনার উপো কিনলে লক্ষী লাভ হয়। তবে বর্তমান সময়ে যেভাবে সোনার রুপোর দাম যেভাবে পাল্লা দিয়ে বেড়ে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই প্রথা মানতে গিয়ে হোঁচট খাচ্ছেন। তবে সময়ের সঙ্গে তার বিকল্প খুঁজে নিয়েছে আমজনতা। বর্তমানে ভারি গয়নার থেকে হালকা গহনা বা লাইট গোল্ডের প্রতি ঝোঁক বেড়েছে নতুন প্রজন্মের। লাইট গোল্ড একদিকে যেমন দামে কম, বর্তমান ফ্যাশনে ট্রেন্ড ও। ভারী গহনা যেমন শাড়ি ছাড়া অন্য পোশাকের সঙ্গে বেমানান, সেই জায়গায় দাঁড়িয়ে লাইট গোল্ড শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন পোশাক, সবকিছুর সঙ্গেই মানানসই। বলতো সমস্ত কিছু বিবেচনা করে নতুন প্রজন্ম লাইট গোল্ডের প্রতি বেশি ঝোঁক দেখাচ্ছে। বলতো গত কয়েক বছরের ধনতেরাতে লাইট গোল্ডের চাহিদা তুঙ্গে। তবে ভারী গহনার যে একেবারেই চাহিদা নেই তা নয়, যারা ইনভেস্ট করতে চাইছেন তারা ভারী গহনাকেই বেছে নিচ্ছেন। বিক্রেতাদের কথায়, প্রতিদিন সোনা রুপোর দাম যেভাবে বাড়ছে, সেই জায়গা থেকে অনেকেই সোনা রূপকে গহনার তুলনায় ইনভেসমেন্ট হিসেবে বেশি দেখতে পছন্দ করছেন। ফলে দুইএরই চাহিদা রয়েছে।
0
comment0
Report
Advertisement
Back to top