Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

दार्जीलिंग हिल्स में आपदा से पर्यटन क्षेत्र पर असर, पर्यटक कम आ रहे

KAKAYESH ANSARI
Oct 15, 2025 05:05:13
Darjeeling, West Bengal
Tourism Industry In Darjeeling Hills Has Been Effected By Disaster, Very Few Tourist Are Coming Tourism Are Saying We Don't Facing Problem In Darjeeling Hills Alternative Route Is Open , No Fear Of Any Thing Darjeeling which is one of the famous destination for the Tourist from entire World , and during the Oct and Nov months it is the Tourist Season as this is the festival season for which the tourist comes from different part of the country to enjoy their vacation in Hilly Station . Till the 4th Oct 2025 Tourist Season was almost good and tourist in the Darjeeling are enjoying their Dugra Puja vacation in the Hotel or in the Home Stay. But in 5th Oct Morning it was seen that inany part if the Hills the Niger Landslide had been occur. And it was the biggest Disaster of the Hills. Many Bridge had been collapes and around 21 Life had been take out by the Landslide. By which the Panic was came on the Tourist those who are in the hills they thought that they can't go back due to Landslide and all the route was closed. And in Tabakoshi and some of the other rural Home Stay the tourist was blocked due to road washout. But within 24 Hours all the Tourist was brough out in the safe area and after that on same day they was Sanded to Siliguri safely. But the panic was still in the Tourist and throw who wants to come to Darjeeling they also canceled their trip . By which the Tourism Industry is in lost. Where as Darjeeling is depended in Tourism and they run their family by this only. During the Tourist Season Mall (Chowrastha) which is the main place to relax it is crowed but now a days it is Empty. But the tourist those who are coming in Darjeeling they saying that they don't Face Any problem during their journey they came Safely the Alternative Route is open NH110 or Pankhabari only the Rohini Road is closed. An also the Mirik Road that is also from Siliguri but from Darjeeling they can go and come back out from Mirik.
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MCMoumita Chakraborty
Oct 15, 2025 16:36:03
Kolkata, West Bengal:শুভেন্দু অধিকারী মঞ্চে বক্তব্য রাজনৈতিক ভাবে আদিবাসীরা আক্রমণের শিকার। যোগ্য শিক্ষক সুবল সোরেন এর মৃত্যু হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর জন্য। এই রাজ্যের সরকার আদিবাসী বিরোধী। নাগরাকাটায় শমীক ভট্টাচার্য খগেন মুর্মু শংকর ঘোষ গেছিলেন ত্রাণ বিতরণ করতে পিরিত মানুষের কাছে। যেভাবে খগেন মুর্মু কে মেরেছে কারা মেরেছে দেখা গেছে। জেহাদি বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলমানদের দিয়ে মেরেছে এই সরকার। রক্ত দেখে রক্ত ফুটেছে। বদল যদি ২৬ এ আনেন সুদে আসলে নেবো বদলা। আদিবাসীরা আমাদের সৃষ্টি কর্তা। জল জমি জঙ্গল এর অধিকারী তারা । মোদী জি প্রেসিডেন্ট করেছেন আদিবাসীকে সম্মান দিচ্ছেন। পেশায় শিক্ষক শংকর ঘোষ কে জুতো মেরেছে। গোটা শিক্ষক সমাজকে জুতো মারা। বদলা চাইলে বদল আনতে হবে 26 এ। উলগুলান এর দরকার আছে আর একবার। প্রতিটি জেলায় আদিবাসী সমাজ ও বিজেপি কর্মীরা খগেন মুর্মু এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত করবে.
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 15, 2025 16:35:32
Kolkata, West Bengal:উত্তরবঙ্গে 최근 ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষের দুঃখ-যন্ত্রণা প্রত্যক্ষ করে তাদের পাশে দাঁড়াল টলিউড। এই উদ্যোগে জি বাংলা ও জি বাংলা সোনার পরিবার অংশ নিয়েছে। উত্তরবঙ্গের মানুষের এই কঠিন সময়ে মানবিকতার হাত বাড়িয়েছে বাংলা ফিল্ম জগতের বিশিষ্ট সংস্থা ও ব্যক্তি বর্গরা। এই মানবিক প্রয়াসে ফেডারেশন উত্তরবঙ্গের দুর্গত মানুষের সহায়তায় অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে টলিউডের সব কলাকুশলী, সিরিয়াল প্রযোজক, IMpA, জি বাংলা, জি বাংলা সোনার, সান বাংলা সহ চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সবাইকে একযোগে সহযোগিতার আহ্বান জানানো হয়। যে আহ্বানে সবাই আন্তরিকতার সঙ্গে সাড়া দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। টলিউডে কর্মরত প্রত্যেক কলাকুশলী 자신의 মজুরি অনুযায়ী ৫০০ টাকা, ১০০০ টাকা, ২০০০ টাকা করে অর্থ সাহায্য করেছেন। ফেডারেশনের সভাপতির পক্ষ থেকেও ব্যক্তিগতভাবে অর্থ প্রদান করা হয়েছে। এই সমস্ত সহায়তা মিলিয়ে আমরা মোট ২৮ লক্ষ টাকা এবং IMPA ৫ লক্ষ টাকার বেশি মাননীয়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করেছে। অর্থাৎ সর্বমোট ৩৩ লক্ষ টাকার বেশি অর্থ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে জমা দেওয়া সম্ভব হয়েছে।
0
comment0
Report
MMManoj Mondal
Oct 15, 2025 16:35:03
Kolkata, West Bengal:গত ৯ই আগষ্ট,বারাসাত সাইবার থানায় ব্যাংক থেকে নথিপত্র আপডেট ও ভেরিফিকেশনের নাম করে প্রায় ১১ লক্ষ টাকা কেটে নেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন বারাসাত নপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী পরিতোষ কুমার গুহ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক অনিমেষ মন্ডল ব্যাংকের একজন কর্মী পরিচয় দিয়ে পরিতোষ বাবুকে তার ইন্ডিয়ান ব্যাংকে থাকা অ্যাকাউন্ট এর পাস বই এবং এটিএম ভেরিফিকেশন ও আপডেটেড জন্য ফোন করেন। সেখানে তার থেকে বেশ কিছু ওটিপি নেওয়ার পর কাজ সম্পন্ন হয়েছে বলে ফোন রেখে দেয় অনিমেশ। এরপরই আচমকা অভিযোগকারী তিনটি একাউন্ট থেকে প্রায় ১১ লক্ষ ২০ হাজার টাকা কেটে নেওয়া হয়। এদিকে ব্যাংকে এ বিষয়ে যোগাযোগ করলে তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় ব্যাংকের মারফত কোন ফোন কলে এ ধরনের কাজ হয় না। বাধ্য হয়ে তিনি বারাসাত সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শুরু হয় পুলিশি তদন্ত। গতকাল রাতে এয়ারপোর্ট থানা অন্তর্গত মাইকেল নগর এলাকা থেকে অভিযুক্ত অনিমেষ মণ্ডল কে গ্রেফতার করে বারাসাত সাইবার থানার পুলিশ। ধৃতকে আজ বারাসাত জেলা আদালতে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়েছে।
0
comment0
Report
MMManoj Mondal
Oct 15, 2025 16:34:51
Kolkata, West Bengal:এলাকার মাঠের পাশের ঝোপ জঙ্গলে দীর্ঘদিন ধরে বসে নেশার আসর। স্থানীয়দের অভিযোগ মদ, গাঁজা ও হিরোইনের আসক্ত বহিরাগতরা এলাকায় এসে নেশা করে এলাকাব্যাপী পরিবেশ নষ্ট করছে। এলাকায় ভিড় করছিল নেশার দ্রব্য বিক্রেতারা। আতঙ্কে থাকে আশপাশের পরিবারগুলো। বহুদিন ধরে একই ধরনের অভিযোগ বনগাঁ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী জীবনস্মৃতি স্কুল সংলগ্ন এলাকায়। এবার নেশার বিরুদ্ধে সংগঠিত হল এলাকার মহিলারা। বুধবার এলাকায় হেরোইন বিক্রি করতে আসা এক যুবককে প্রতিবেশী মহিলা হাতেনাতে ধরে ফেললেও পালিয়ে গেল। উদ্ধার হওয়া নেশাদ্রব্য তারা বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দিল। গৃহবধূ সুপর্ণা ঘোষ বলেন, মুখ পরিচিত এক যুবককে সাইকেলে করে এসে এক ব্যক্তিকে কিছু দিতে দেখে আমি হাতেনাতে ধরে ফেলি; একটি ছোট কোটোর মধ্যে রাখা নেশাদ্রব্যগুলি ফেলে পালিয়ে যায় সে। কাউন্সিলর কে ফোন করে পুলিশের হাতে তুলে দিলাম। স্থানীয়দের বক্তব্য পুলিশকে জানার পর পুলিশ বহুবার এসে টহল দিয়ে চলে যায়। যাবার পরেই নেশাগ্রস্ত বহিরাগতদের ভিড় জমে এলাকায়। আতঙ্কে ঘর থেকে বের হতে পারে না পাড়ার মহিলারা। এলাকায় নেশার ঠেক বন্ধ করতে প্রশাসনের কাছে আবেদন জানালেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর শম্পা মহন্ত বলেন, আমরা পুলিশকে জানিয়েছি পুলিশ ব্যবস্থা নিচ্ছে পাশাপাশি আমরাও একত্রিত হয়ে এলাকায় নেশার ঠেক বন্ধ করব। পুলিশ সূত্রে জানা গিয়েছে ক্রেতার সন্ধান চলছে পাশাপাশি উদ্ধার হওয়া নেশাদ্রব্য গুলি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Oct 15, 2025 16:34:27
Kolkata, West Bengal:
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 15, 2025 16:33:55
Baruipur, West Bengal:সিআইডির ফরেন্সিক টিম বারুইপুরে নমুনা সংগ্রহ, এলাকায় উদ্বেগ আজ বারুইপুর উকিলপাড়ায় খুন হওয়া বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসের বাড়িতে সিআইডির ফরেন্সিক এক্সপার্টদের পাঁচ সদস্যের দল এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। ঘটনাস্থল ঘুরে দেখেন তদন্তকারীরা; বাইরে ছিল বারুইপুর থানার পুলিশও। হাইকোর্টের নির্দেশে জেলা পুলিশের হাতে থেকে তদন্তভার সিআইডির কাছে হস্তান্তরিত হয়েছে। এলাকাবাসী ও নিহতের পরিবারের কয়েকজন দাবি করেছেন, ভাইরাল ভিডিওতে যে চারজনকে দেখা গেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে তৎপর ও দ্রুত ব্যবস্থা চান তারা। মামলার অন্যতম প্রধান অভিযুক্ত—তার বাবা নীতাই বিশ্বাস—জামিনে মুক্তি পেয়ে এলাকায় ভয় ও আতঙ্কের আবহ তৈরি হয়েছে। প্রতিবেশীরা বলছেন, পুলিশের গাফিলতির কারণে সন্ত্রস্ত পরিবেশ। মহিলারা বিশেষ করে উদ্বেগ প্রকাশ করে জানান, তারা নিরাপত্তা চান এবং ঘটনার সঙ্গে যুক্তদের যেন দ্রুত ও কড়াভাবে শাস্তি দেওয়া হয়। স্থানীয় সংবাদে উল্লেখিত সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ক্লিপগুলোও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানা গেছে। সিআইডির কাছে স্থানীয় সিসিটিভি ফুটেজ, মোবাইল ফরেনসিক ডাটা ও মেডিক্যাল রিপোর্ট পরীক্ষা করার দাবি উঠেছে। তদন্তকারীরা নমুনা সংগ্রহের পরে ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো ল্যাবে পাঠাবেন। এলাকাবাসীর প্রত্যাশা দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার পাওয়া। স্থানীয়রা আরও দাবি করেছেন, ভাইরাল ভিডিওতে যারা আছে তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক—তারাই এ ঘটনা মীমাংসার পথ বলে মনে করেন। তারা ন্যায্য বিচার চান। শান্তিতে।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 15, 2025 16:33:39
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 15, 2025 16:32:43
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 15, 2025 16:32:24
Kolkata, West Bengal:হাসপাতালে ভর্তি বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দেখতে এসেছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শমীক বাবুকে দেখে বেরিয়ে এসে তিনি বলেন ওনার শারীরিক অবস্থা অনেকটাই ভাল। বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। উত্তরপ্রদেশের জল উত্তরবঙ্গে উত্তরবঙ্গের দার্জিলংে কিভাবে উত্তর ভারতের জল পৌঁছায়, তা আমাদের জানা নেই। উনি নতুন কোন পাম্প আবিষ্কার করে থাকতে পারেন। যার ফলে উত্তর প্রদেশ থেকে গঙ্গায় আসা জল তিস্তায় গিয়ে পড়বে। এই ধরনের নোবেল পাওয়ার মতো থিওরি একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন। সমস্যাটা আমাদের। আমরা যখন দেশের বিভিন্ন অংশে যাই তখন আমাদের বলা হয় আপনাদের মুখ্যমন্ত্রী প্রলাপ বকছেন। ঘাস লাগানো নিদান মেডিভার ঘাস মালদা তে পোতা হয়েছিল। কিন্তু উনি যে ম্যানগ্রোভ এবং ঘাস পুততে বলছেন, আপনি দক্ষিণ চব্বিশ পরগণায় যান। ওনার থানার পিছনেই ম্যানগ্রোভ কেটে কেটে তৃণমূলের নেতারা বিক্রি করে দিচ্ছেন। এর আগে মালদা জেলায় কেন্দ্রের পাঠানো টাকায় ওই ঘাস বসানো হয়েছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান সেগুলো কোথায়? সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়ির ক্যাশ বাক্সে ওই ঘাস গুলো পাওয়া যাবে। উনি জানেন যদি ১ কোটি টাকার ঘাস কিনে বসানোর বরাত পাওয়া যায় তাহলে অর্ধেক ঘাস বসবে আর বাকি অর্ধেক দাগ তৃণমূলের ছাগলেরা খেয়ে যাবে। ভবানীপুর দখল ভবানীপুরে নাকি বহুতল উঠছে? বহুতল করার অনুমতি কে দেয়? মোদি দেয়? এই অনুমোতি ফিরাদ হাকিম সাহেব দেন। মেয়র আপনার। কাউন্সিলর আপনার। আপনি মন্ত্রী। আপনি মুখ্যমন্ত্রী। তাহলে কি ফিরাদ হাকিম সাহেব আপনার এলাকার জনবিন্যাস বদলে দেওয়ার পরিকল্পনা করছেন? সেটা আগে পরিষ্কার করে বলুন। কোনো ঘটনা নেই যে অন্য রাজ্যের লোক বাড়িঘর বিক্রি করে পশ্চিমবঙ্গে এসে বাড়ি কিনছে বরং সেটা উল্টো হচ্ছে। তৃণমূলে গোষ্ঠী কোন্দল অপেক্ষা করুন না ভোটটা আসতে দিন। কোন্দল না কোদাল নিয়ে তৃণমূলকে ছোটাছুটি করতে দেখবেন। মাল কামানোর ব্যাপার আছে তো। আমি তো মুখ্যমন্ত্রী কে বলব আপনার বিধায়ক কাউন্সিলররা ক্ষমতায় আসার আগে তাদের কত সম্পত্তি ছিল এখন কত সম্পত্তি হয়েছে সেটা দেখান। আমরাও আমাদের টা পেশ করব। বিজেপিতে অন্তর কলহ তৃণমূলের অভিযোগ বিজেপিতে রাজ্য কমিটি অন্তর কলহের ওপর নির্ভর করে না। বিজেপিতে কেউ 15 বছর ধরে সভাপতি থাকেন না একটা টাইম বা বড়জোর দুটো টার্ম কেউ থাকতে পারবেন। সভাপতি পরিবর্তন হবেই। কিন্তু কাজ বদলায় না। সুকান্ত মজুমদার যখন সভাপতি ছিলেন তখনও ব্যারিকেডের উপর উঠতেন। দুদিন আগে মালদাতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে_gিয়ে আমি ব্যারিকেডের উপরেই উঠে প্রতিবাদ করেছি। আমি সভাপতি নই। আমাদের কাছে পদ নয় কাজ বড়।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Oct 15, 2025 16:32:06
Kolkata, West Bengal:আজ বিকেলের আবহাওয়া। #শনি ও রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা। উইকেন্ডে বৃষ্টিপাত। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি। উত্তরবঙ্গের তিন জেলা এবং দক্ষিণবঙ্গের আরতীন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বজ্রপাতের আশঙ্কা থাকবে। উপকূলে হালকা বাতাস বইবে। মূলত বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল উপকূল সংলগ্ন জেলা গুলিতে প্রভাব বেশি থাকবে। দক্ষিণ-পশ্চিম বাতাসে কিছু জলীয় বাষ্প ঢুকবে। বাকি বেশ কিছু জেলাতে উত্তর ও উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে। পশ্চিমী বাতাস ও দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা তৈরি হবে উইকেন্ডে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ কখনও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শুষ্ক আবহাওয়া। মূলত উত্তর ও উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হলেও মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা বেশি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে তবে জনিত অস্বস্তি খুব একটা বেশি হবে না। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উত্তরে হওয়ার প্রভাব বেশি থাকে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। রাতে হালকা শিশির সকালে হালকা কুয়াশা সম্ভাবনা।
0
comment0
Report
SCSandip Chowdhury
Oct 15, 2025 16:31:53
Katwa, West Bengal:রবীন্দ্রনাথ ছিলেন অপৌত্তলিক।রবীন্দ্রনাথ মনে করেন মানুষকে স্মরণে রাখার জন্য তার মূর্তি প্রতিষ্ঠার দরকার। রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক অমিত্রসূদন ভট্টাচার্য একথা বলেন। ছয় দশক ধরে নিরবচ্ছিন্নভাবে রবীন্দ্রচর্চা ও রবীন্দ্র চেতনার প্রসারে অগ্রণী ভূমিকা কাটোয়া রবীন্দ্র পরিষদের। পুরনো রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি বদলে রবীন্দ্র ভবনের সামনে বসানো হল রবীন্দ্রনাথের পূর্ণাবয়ব মূর্তি।মূর্তিটি তৈরি করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী নদিয়ার ঘূর্ণির বাসিন্দা গৌতম পাল। মূর্তির পিছনে সুদৃশ্য টেরাকোটার কাজ করেছেন জাতীয় স্তরের শিল্পী কৃষ্ণনগরের বাসিন্দা বিশ্বজিৎ মজুমদার। বুধবার সন্ধ্যায় মূর্তিটির আবরণ উন্মোচন করলেন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ তথা বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক অমিত্রসূদন ভট্টাচার্য। রবীন্দ্র পরিষদ কর্ত্তৃপক্ষ জানায় মূর্তিটি রবীন্দ্রনাথের যৌবনের। এই মূর্তিটি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সবুজের অভিযানে শামিল হওয়ার বার্তা ছড়াতে চেয়েছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ, কাটোয়ার মহকুমাশাসক তথা রবীন্দ্র পরিষদের সভাপতি অহিনসা জৈন, পুরপ্রধান সমীর কুমার সাহা, কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি, রবীন্দ্র পরিষদের সম্পাদক তুষার পণ্ডিত প্রমুখ। বাইট:১) অমিত্রসূদন ভট্টাচার্য, রবীন্দ্র বিশেষজ্ঞ।
0
comment0
Report
ALArup Laha
Oct 15, 2025 16:31:33
Belna, West Bengal:রাতেই চুরি যাওয়া শিশুপুত্রকে বাবা মায়ের হাতে তুলে দেয়া হল। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় তারা আপ্লুত। চুরি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ১৮ দিনের শিশুপুত্র-কে উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। শিশুপুত্রের মা ও বাবা ও দিদা-কে কে ভুল বুঝিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর থেকে শিশুপুত্রকে নিয়ে এক যুবতী পালিয়ে যায় বলে অভিযোগ উঠে। অভিযোগের পরিপেক্ষিতে গ্রেপ্তার যুবতী ও তাঁর মা। পুলিশসূত্রে জানা গেছে ধৃত যুবতীর নাম রুমকি ওরফে রিংকি খাতুন ও তার মায়ের নাম মিনিদা বিবি।রিংকির বাপের বাড়ি বর্ধমানের কৃষ্ণপুরে ও শ্বশুড়বাড়ি বর্ধমানেরই বিজয়রামে। বর্ধমান মেডিকেলের বহি:বিভাগ থেকে শিশুপুত্রের মা,বাবা ও দিদিমাকে ভুল বুঝিয়ে মাত্র ১৮ দিনের শিশুপুত্রকে নিয়ে চম্পট দেয় রিংকি। হাসপাতাল থেকে চম্পট দেওয়ার পর শিশুপুত্র কে নিয়েব রিংকি খাতুন সোজা চলে যায় নিজের বাপের বাড়ি খাগড়গড়ের উত্তরপাড়ার ভাড়াবাড়ীতে। স্থানীয় দের সাহায্যে পুলিশ জানতে পারে শিশুপুত্রটি বর্ধমানের খাগড়াগড়ে আছে। পুলিশ রিংকি ও রিংকির মা-কে গ্রেপ্তার করে।তাদের বিরুদ্ধে অপহরন,১০ বছরের নীচে শিশুকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া সহ একাধিক ধারায় মামলা ঋজু করে। পুলিশের প্রাথমিক অনুমান শিশুপুত্র টিকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল।তবে এর পিছনে আরোও কি কি কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। বাইট ১। হামিদা বিবি( শিশুর দিদিমা), বাইট ২।সুজল সেখ (বাবা), বাইট ৩। সেখ সাইদুল ইসলাম (কাকা), বাইট ৪।সায়ক দাস(পুলিশ সুপার)। 151025ZG_BWN_POLICE
0
comment0
Report
ALArup Laha
Oct 15, 2025 16:30:52
Belna, West Bengal:বোনাস ও ওভারটাইম না মেলায় ইথানল কারখানায় শ্রমিক বিক্ষোভ, অচল হল উৎপাদন। পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেলাড়ি গ্রামের কাছে অবস্থিত এক ইথানল তৈরির কারখানায় বুধবার সকাল থেকে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা। পুজোর বোনাস, ওভারটাইমের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা না মেলার প্রতিবাদে প্রায় দুই শতাধিক শ্রমিক কারখানার গেটের সামনে জড়ো হয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে চালু হওয়া ওই ইথানল কারখানায় তিন শতাধিক কর্মী কাজ করেন, যাদের মধ্যে সিংহভাগই অস্থায়ী শ্রমিক। সকাল থেকে বিক্ষোভকারীরা কারখানার গেট বন্ধ করে দেন, ফলে অফিসকর্মীদের একাংশ কারখানার ভিতরে ঢুকতে পারেননি। বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক বিমল মাঝি বলেন, “আমাদের মধ্যে অনেকে দুই-তিন বছর ধরে কাজ করছি। কিন্তু এখনো পুজোর বোনাস দেওয়া হয়নি, ওভারটাইমের টাকাও ঠিকমতো মেলে না। ছুটি নিলে বেতন থেকে অতিরিক্ত টাকা কেটে নেয়। অন্য কোনো সুবিধাও দিচ্ছে না।” এদিকে বিক্ষোভের জেরে কারখানার উৎপাদন কার্যত বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। বাইট ১- সমর sen (শ্রমিক) বাইট ২- পঙ্কজ কুমার सিং(পাওয়ার পয়েন্টের ম্যানেজার) বাইট ৩- বিমল মাঝি(শ্রমিক) বাইট ৪- সুজিত কুমার(শ্রমিক)।
0
comment0
Report
Advertisement
Back to top