Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

मिरिक में पीड़ितों को सीधे बैंक खाते में पुनर्निर्माण राशि, मुख्यमंत्री ममता बनर्जी का निर्णय

KAKAYESH ANSARI
Nov 10, 2025 15:34:44
Darjeeling, West Bengal
Last disaster on 4 October 2025 in Mirik Sub Division caused 3175 full damages and 43 partial damages to houses. The full damage households will receive 1.20 lakh and partial damage households will receive 75 thousand. All amounts were credited directly to the bank accounts of the beneficiaries, which has made the people in the area happy and they thank Chief Minister Mamata Banerjee. Most disasters occurred in Mirik Sub Division, where 21 deaths occurred. On 29th, CM had inaugurated Saras Mela in Darjeeling virtually and had stated that the amount would be deposited within a week; today she delivered it. This is the first time the amount has been given directly to bank accounts; previously, during the Teesta incident, it was not given directly, but this time it happened, making the public very happy and thankful.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Nov 10, 2025 17:46:18
Siliguri, West Bengal:মুখ্যমন্ত্রী বাগডোগরা থেকে শিলিগুড়ি আসার পথে নৌকা ঘাটের কাছে কাউয়াখালীতে পথ অবরোধের চেষ্টা করল প্রচুর মানুষ। হাতে গ্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন কাউয়াখালী পোড়া ঝাড় ভূমি রক্ষা কমিটির সদস্য সদস্যরা। জানাজায় , শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ কাওয়াখালী এলাকার জমি অধিগ্রহণ করেছিল কিন্তু অনিচ্ছুক জমির দাতাদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি এখনো চলছে। তাদেরাই আজ হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী আসার আগে সেই পথে দাঁড়িয়ে পড়েন। মুখ্যমন্ত্রী কনভয় ঢোকার কিছু সময় আগের এই ঘটনা ঘটায় পুলিশ তড়িঘড়ি প্রত্যেককে সেখান থেকে বেশ কয়েক জন মহিলা কে আটক করে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে যায়।
0
comment0
Report
NRNarayan Roy
Nov 10, 2025 17:45:59
Siliguri, West Bengal:*দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণের পর উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রেলস্টেশনে চলছে স্নিফার ডগ সহ নাকা চেকিং।* দিল্লির লালকেল্লা এ ভয়াবহ বিস্ফোরণ মৃতের সংখ্যা বহু। কার্যত গোটা দেশজুড়ে চলছে হাই এলার্ট। শিলিগুড়ি চিকেন নেক কডিডোর অর্থাৎ উত্তর-পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন এনজেপি। এই এনজেপি স্টেশনে বাড়ানো হলো নিরাপত্তা। মেটাল ডিটেক্টর, স্নিফার ডগ ও বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা স্টেশন চত্বর। যাত্রীদের ব্যাগ খুলে দেখা হচ্ছে কি রয়েছে ব্যাগে। পাশাপাশি প্লাটফর্মে ইতি-উতি ছড়িয়ে থাকা সমস্ত ডাস্টবিন সহ সমস্ত জিনিস পরীক্ষা করানো হচ্ছে স্লিপার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে। এককথায় নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা এনজিপি স্টেশন চত্বর।
0
comment0
Report
CDChampak Dutta
Nov 10, 2025 17:45:42
Kaji Chak, West Bengal:दिल्ली তে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে মৃত একাধিক। এই ঘটনার জেরে দেশজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। সেই মতন আজ রাত্রে মেদিনীপুর স্টেশনের আরপিএফ কর্মীরা মেটাল ডিটেক্টর নিয়ে স্টেশনের মধ্যে থাকা ডাস্টবিন, রেল যাত্রীদের সঙ্গে থাকা লাগেজ এবং স্টেশনের বাইরে পার্কিং করে রাখা গাড়িগুলিতে চেকিং সহ তল্লাশি অভিযান চালায়। সোমবার সন্ধ্যায় দিল্লির ঘটনার পর সতর্ক রয়েছে রেল পুলিশও। রেল পুলিশের আধিকারিকpraseni ji t karanjayi জানিয়েছেন, উপর থেকে নির্দেশ রয়েছে মেদিনীপুর স্টেশনে কড়া নজরদারি চালানোর জন্য। সেই মতো মেটাল ডিটেক্টর এবং বোম্ব ডিটেক্টর দিয়ে স্টেশনের মধ্যে এবং স্টেশনের বাইরের চত্বরের বাইরে চেকিং করা হয়েছে। উপর থেকে নতুন করে নির্দেশ না আসা পর্যন্ত এই তল্লাশি অভিযান এবং চেকিং চলবে বলেও জানিয়েছেন তারা।
0
comment0
Report
ASAyan Sharma
Nov 10, 2025 15:45:59
Kolkata, West Bengal:# এস আই আর আতঙ্কে আত্মহত্যা চেষ্টা, আজ দুপুর একটা নাগাদ মৃত্যু এসএসকেএমএ হুগলির এক গৃহবধুর। গত ৭ই নভেম্বর নিজের ছয় বছরের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে কীটনাশক খেয়ে এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন তারা। প্রথমে ধনিয়াখালীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।। এখান থেকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয় তাদের। আজ দুপুর একটা নাগাদ মৃত্যু হয় গৃহবধূ আশা সোরেন এর। আইসিইউ তে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার কন্যা সন্তানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকেও আইসিউতে রাখা হয়েছে, ডায়ালাইসিস হচ্ছে তার। মৃতার বাবা জানান, এস আই আর আতঙ্কে মৃত্যু হয়েছে তার। আগামীকাল এসএসকেএম হাসপাতালে ময়না তদন্ত হবে তার।
0
comment0
Report
ABArup Basak
Nov 10, 2025 15:45:35
Mal Bazar, West Bengal:*চা বাগান এলাকায় স্বাস্থ্য ও শিশু যত্নে রাজ্য সরকারের নতুন উদ্যোগ...* চা বাগান এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে রাজ্য সরকারের একের পর এক পদক্ষেপ অব্যাহত। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন চামুর্চি, আমবাড়ি ও রেড ব্যাংক চা বাগানে তিনটি, মাল ব্লকের বাগরাকোট, সোনালি, মেটেলি ব্লকের সোনগাছি, নাগরাকাটা ব্লকের নয়া সাইলি নতুন স্বাস্থ্যকেন্দ্রের। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করতে এই প্রকল্পগুলির গুরুত্ব অপরিসীম বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রাথমিক চিকিৎসা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, টিকাকরণ এবং সাধারণ রোগের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়োগও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে সূত্রের খবর। আজ থেকেই এই কেন্দ্রগুলিতে পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বহুদিন ধরে পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত থাকা চা বাগান এলাকার বাসিন্দারা বড় স্বস্তি পাবেন। একই সঙ্গে তোতাপাড়া, দেবপাড়া , পলাশবাড়ী, রিয়া বাড়ি, নিউ ডুয়ার্স ,হলদিবাড়ি, চা বাগান মিলিয়ে মোট ছয়টি ক্রеш হাউসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই ক্রেশ হাউসগুলোয় চা শ্রমিক মায়েরা তাঁদের শিশুদের নিরাপদে রেখে নিশ্চিন্তে কাজে যোগ দিতে পারবেন। শিশুদের জন্য এখানে পুষ্টিকর খাবার, বিশ্রামের ব্যবস্থা ও শিক্ষামূলক কার্যক্রমও থাকবে。 রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় শ্রমিক সংগঠনগুলি। তাঁদের মতে, স্বাস্থ্য ও শিশু যত্নের এই পরিকাঠাঠামো গড়ে ওঠায় চা বাগান এলাকার মানুষের সামাজিক ও আর্থিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। চা বাগান শ্রমিক সমাজের দীর্ঘদিনের দাবি পূরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলিকে এলাকায় “উন্নয়নের উৎসব” বলে অভিহিত করছেন অনেকেই。 বাগরাকো গ্রাম পঞ্চায়েতের বাগ্রাকোট চাবাগানে এবং সোনালি চাবাগানে দীর্ঘদিনের দাবিমত এখানে দুটি স্বাস্থ্য কেন্দ্র এবং সোনালী একটি ক্রেস হাউস চালু হয়। উদ্বোধনের সময়ে বাগরাকোট ফ্যাক্টরি লাইন প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মাল ব্লকের বিডিও রশ্মিদিপ্ত বিশ্বাস, বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেস ছেত্রী, জেলাপরিষদ এএ সদস্য সেলিনা ছেত্রী, মাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশিল কুমার প্রসাদ সহ চা-বাগান এলাকার বহু বাসিন্দা। এই স্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় খুশির হাওয়া গোটা অঞ্চলে। স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন এলাকার মানুষকে প্রাথমিক চিকিৎসার জন্য মালবাজার বা ওদলাবাড়ি যেতে হতো। এখন থেকে সেই পরিষেবা মিলবে হাতের নাগালে। অঞ্চল সভাপতি রাজেস ছেত্রী বলেন,দীর্ঘদিনের আশা আজ পূরণ হল। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাই। এখন থেকে চা-বাগানের মানুষ প্রাথমিক চিকিৎসার সুবিধা এখানেই পাবেন।” স্থানীয়দের মতে, এই স্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় চা-বাগান এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং দ্রুত চিকিৎসা সেবার সুবিধা মিলবে。 বাইট ১) রাজেস ছেত্রী বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি। ২) গ্রামের মানুষ。 1011ZG_MAL_HELTH_CENTRE_R
0
comment0
Report
MMManoj Mondal
Nov 10, 2025 15:45:14
Kolkata, West Bengal:ঘটনাটি ঘটেছে দত্তপুকুর দু'নম্বর পঞ্চায়েত অন্তর্গত চালতাবেরিয়া লোকনাথ পল্লী area's ২৫৭ নম্বর বুথে বিএল ওদের ফর্ম বিলির পর থেকে শুরু হয়েছে ফর্ম পূরণের কাজ। শাসক দলের উদ্যোগে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অস্থায়ী ফর্ম পূরণ কেন্দ্র। যেখানে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে শাসকদলের একাংশ রা। মূলত এই নিয়েই area's স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য সীমা সাহা 257 নম্বর বুথের ওই কেন্দ্রে পৌঁছে ফর্ম পূরণে বাধা দেন মহিলা রাজনৈতিক কর্মীদের। তিনি অভিযোগ তোলেন কেন তারা কোন কিছু জানিয়ে এভাবে ফর্ম পূরণ করে দিচ্ছেন। এ নিয়ে ওই রাজনৈতিক কর্মীদের সঙ্গে পঞ্চায়েত সদস্য ও তার দলীয় কর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। মার মুখী হয়ে ওঠেন পঞ্চায়েত সদস্য। পরবর্তীতে গ্রামবাসীরা এসে এই ফর্ম পূরণ কার্যে সহায়তা হচ্ছে বলে পঞ্চায়েত সদস্যকে জানান। এ নিয়ে দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহা বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে আমরা এই কাজ করছি।। খুবই অনেকেই ফর্ম পূরণ করতে গিয়ে ভুল করছেন সেগুলো যাতে সঠিকভাবে হয় তার জন্যই আমাদের দলের পক্ষ থেকে এই ক্যাম্পে করা। এমনিতেই এসআইআর নিয়ে মানুষ হয়রানিতে ভুগছে। তার মধ্যে ভুল করে ফর্ম জমা করলে তা নিয়েও সমস্যার সৃষ্টি যাতে না হয় তার জন্যই এই উদ্যোগ।
0
comment0
Report
AMAshok Manna
Nov 10, 2025 15:44:57
Kolkata, West Bengal:SIR নিয়ে পেশ বিবৃতি জানান আতঙ্কিত হয়ে অনেকে মারা গেছে আতঙ্কিত হবেন না SIR নিয়ে চিন্তা করবেন না শুধু ফর্মটা ফিলাপ করে জমা দিন যদি জমা দিতে না পারেন বা ফরম ফিলাপ করতে না পারেন তাহলে আমাদের ৩৫টি ওয়ার্ডে বিভিন্নজন প্রতিনিধি আছে তারা सब করে দেবে? চিন্তিত হবার দরকার নেই অর্থাৎ এখন কোন কাগজপত্র বা কোন ডকুমেন্টস লাগছে না যদি SIR নাম না উঠে তারপর কাগজ দিতে হবে বা ডকুমেন্টস দিতে হবে তিনি এটাও জানান যে এখনো পর্যন্ত ৩২% মানুষের SIR নাম আছে Evolution ৬৮ পার্সেন্ট মানুষ কোথায় যাবে তাহলে তো পশ্চিমবঙ্গ আবার একটা বিভাজন হয়ে যাবে। অর্থাৎ বিভ্রান্ত না ছড়িয়ে বা বিভ্রান্ত না হয়ে এসআই ফরম ফিলাপ করুন। এমনটাই জানালেন মহেশতলা বিধায়ক
0
comment0
Report
NHNantu Hazra
Nov 10, 2025 15:44:14
0
comment0
Report
Advertisement
Back to top