Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Bankura722101

टूरिस्ट गाड़ी से भिड़ंत के बाद भीड़ ने ट्रक चालक की पिटाई कर 3 किमी तक खींचा

MDMritunjay Das
Dec 19, 2025 04:18:38
Bankura, West Bengal
পর্যটকের গাড়িতে ধাক্কা লরির, বচসার মাঝেই পর্যটকদের গাড়কের চালককে কলার ধরে হিঁচড়ে ৩ কিলোমিটার নিয়ে গেল লরি চালক, পরে লরি আটকে লরি চালককে বেধড়ক মার, লরি ভাঙচুর। পুলিশের সঙ্গেও হাতাহাতি, গুরুতর আহত দুই চালককে নিয়ে যাওয়া হল হাসপাতালে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পর্যটকদের গাড়িতে ধাক্কা দিয়েছিল চলন্ত লরি। আর সেই ঘটনাকে ঘিরে তুলকালাম ও চূড়ান্ত অমানবিক ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়ার বিষ্ণুপুর থানার মড়ার এক নম্বর ক্যম্প এলাকা। লরি চালকের সঙ্গে বচসার মাঝেই পর্যটকদের গাড়ির চালকের জামার কলার শক্ত করে ধরে প্রচন্ড গতিতে লরি চালাতে শুরু করে। দূর্যয় শিকদার নামের আর্টিগা গাড়ির চালকের জামার কলার ধরে ৩ কিমি নিয়ে যায়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Dec 19, 2025 09:22:43
Siliguri, West Bengal:গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ, ঢাকায় অশান্তি—সীমান্তে বাড়তি সতর্কতা থাকলেও ফুলবাড়ী সীমান্তে ধরা পড়লো উল্টো চিত্র গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনায় বাংলাদেশ। ঘটনার পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে। একের পর এক সংবাদমাধ্যমের অফিসে অগ্নিসংযোগের ঘটনা সামনে আসায় সাংবাদিক মহলে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় যখন অভিযোগ ওঠে, আওয়ামী লিগের এক হিন্দু সমর্থককে পুড়িয়ে খুন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঢাকার এই অগ্নিগর্ভ পরিস্থিতির প্রভাব পড়েছে ভারত–বাংলাদেশ সম্পর্ক ও সীমান্ত এলাকাতেও। বিএসএফ সূত্রে খবর, দুই দেশের সীমান্তবর্তী একাধিক জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও শিলিগুড়ির ফুলবাড়ি ইন্দো–বাংলা সীমান্ত এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক । এই সিমান্তে নেই কোনো বাড়তি নিরাপত্তা। অন্যান্য দিনের মতো অস্বাভাবিক ছন্দেই রয়েছে এই সীমান্ত। চলছে দু\'দেশের মধ্যে যাতায়াত ও বাণিজ্যিক পরিষেবা । সম্প্রতি ঢাকা থেকে ভারতে ফিরে আসা ভারতীয় নাগরিক জয়ন্ত কুমার জোয়ারদার জানান, “ঢাকার পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তাল। চারদিকে ভয় আর অনিশ্চয়তার আবহ। খুব স্বাভাবিকভাবেই আমিও আতঙ্কের মধ্যে ছিলাম।” অন্যদিকে বাংলাদেশের নাগরিক সদানন্দ কর্মকার জানান, “আমার মেয়ে ভারতে থাকে তাই পরিস্থিতি বুঝে মেয়েকে নিয়ে যত দ্রুত সম্ভব নিজের দেশে ফিরতে চাই। যদিও আমার বাড়ি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে, তাই আপাতত খুব বেশি আতঙ্কে নেই। আমার মনে হয়, ঢাকার এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না।” বাংলাদেশের আর এক বাসিন্দা জয়ন্ত মল্লিক তাদের দেশে ফিরে যাবার আগে বলেন, “হঠাৎ করে দেশের পরিস্থিতি এতটা খারাপ হয়ে যাওয়া সত্যিই উদ্বেগজনক। এতে পরিষ্কার বোঝা দেখা যাচ্ছে, আমাদের দেশ অবনতির দিকেই এগোচ্ছে।” সামগ্রিক পরিস্থিতির উপর প্রশাসন কড়া নজর রাখলেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 19, 2025 09:22:09
Kolkata, West Bengal:একাধিক পুরুষ ও মহিলার কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করে চম্পট দেওয়া মহিলাকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বাগদা থানার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের কুজারবাগি গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন সোনালী রায় নামে এক মহিলা একাধিক মহিলাদের কাছ থেকে লোন দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করে চম্পট দেয়। পরবর্তীতে প্রতারিত মহিলারা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে সূত্র মারফত জানতে পারে ওই মহিলা উত্তরাখন্ডে পালিয়ে গেছে। গতকাল সেখান থেকে গ্রেপ্তার করে বাগদা থানায় নিয়ে আসা হয়। ধৃতকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সম্পা অধিকারী বলেন, মালিপোতা পঞ্চায়েতের কুজার বাগি গ্রামের এক মহিলা সোনালী রায় সে একাধিক পুরুষ ও মহিলাদের কাছ থেকে লোন দেওয়ার নাম করে বা অন্যান্য প্রলোহন দেখিয়ে কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। প্রতারিত মহিলা সবাই আমার কাছে এসে জানানোর পরে আমি বাগদা থানার বড়বাবুকে বিষয়টা জানাই এবং তিনি লিখিত অভিযোগ দায়ের করতে বলেন। লিখিত অভিযোগ পাওয়ার পরেই বাগদা থানার পুলিশ তদন্তে নামে এবং উত্তরখন্ড থেকে গ্রেফতার করেছে ঐ মহিলাকে। পুলিশের কাছে আবেদন করব যত দ্রুত সম্ভব প্রতারিতদের টাকা উদ্ধার করে ফেরত দেওয়ার জন্য।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 19, 2025 08:53:25
Durgapur, West Bengal:খবরের জের , কেন্দুলি জয়দেব মেলার আগে দুই জেলার মাঝে অস্থায়ী সেতু গড়ে দেওয়ার আশ্বাস প্রশাসনের। খবরের জের। জয়দেব মেলার আগেই অস্থায়ী সেতু গড়ছে প্রশাসন। রাজ্যের পঞ্চায়েত গ্রামোমোনয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের নির্দেশে অজয় নদের পাড় পরিদর্শন করলেন গলসীর বিধায়ক নেপাল ঘোরুই। খুশি গোটা area's মানুষ। দুই জেলার সংযোগকারী নতুন স্থায়ী সেতু গড়ে উঠেছে। সেইজন্য ১মাস আগেও মেলার অস্থায়ী সেতু গড়ার কোনো ইঙ্গিত মেলেনি। সেইজন্য বুধবার জয়দেব মেলার জন্য অস্থায়ী সেতু তৈরির দাবিতে বিক্ষোভে নেমেছিল স্থানীয়রা। মেলার ঐতিহ্য বজায় রাখার দাবি করছেন স্থানীয়রা। তোলপাড় পরিস্থিতি তৈরি হয় কাঁকসার বিদবিহারে। সেই খবর তুলে ধরা হয়। তারপরেই পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার মানুষের ভাবাবেগে যাতে কোনো আঘাত না লাগে সেইজন্য অস্থায়ী সেতু গড়ার আশ্বাস দেন। গলসির বিধায়ক নেপাল ঘোরুইকে এবং স্থানীয় প্রশাসনকে ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দেন। তারপরেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। শুক্রবার গলসির বিধায়ক নেপাল ঘোরওয়ের নেতৃত্বে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কর্মকর্তাদের এবং মলানদিঘী পুলিশকে সঙ্গে নিয়ে অজয় নদের পাড়ে যান। এদিন বিকেলে অজয় নদ পরিদর্শন করবেন সেচ দপ্তর ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। বিধায়ক নেপাল ঘোরুই বলেন, "মেলার সময় মানুষের যাতে সমস্যা না হয় সেজন্য সাময়িক রাস্তা করা হবে। পায়ে হেঁটে মেলার সময় ব্যবসায়ীরা এবং পুণ্যার্থীরা যেতে পারবেন।আমরা প্রত্যেক মুহূর্তে মানুষের পাশে আছি।" এই জয়দেব কেন্দুলি মেলায় পশ্চিম বর্ধমান জেলা হয়ে হাজার হাজার পূণ্যার্থীরা যাওয়া-আসা করে।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 19, 2025 08:50:17
Jhargram, West Bengal:ঝাড়গ্রাম জেলায় নোম্যাপিং প্রায় ১৫ হাজার ১৪৯ জন। ঝাড়গ্রামের মত ছোটো জেলায় যে খানে মাত্র চারটি বিধান সভা। যার লোকসংখ্যা ৯০২০১৪। সেখানে প্রায় ১৫ হাজারের বেশি নোম্যাপিং এ চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক দলগুলিতে। এখানে একটা বড় অংশ শবর আদিবাসী। যাদের মধ্যে সচেতনতার কিছুটা অভাব আছে। সেকারনে ভূমিপুত্র হওয়া সত্ত্বেও বৈধ ভোটার বাদ পড়ে যাওয়ার আশঙ্কা। প্রসঙ্গত ঝাড়গ্রাম জেলায় বেশীরভাগ বিধানসভা এলাকাতেই বিএলও রা নিজেরাই এসআইআর এর কাজ করেছেন। বিএলএ রা অধিকাংশ জায়গাতেই যান নি। সেই জায়গায় এই নোম্যাপিং আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে। সিপিএমের তরফে স্পষ্ট করা হয়েছে এখানে শবর আদিবাসী ভোটার এর বাস যারা সকলেিই বৈধ। সেক্ষেত্রে তাদের সচেতনতার অভাবে কোনো ডকুমেন্টস বাদ থাকতে পারে। সে ক্ষেত্রে প্রশাসন বা নির্বাচন কমিশন কে দায়িত্ব নিয়ে বৈধ ভোটার যাতে বাদ না যায় তা দেখতে হবে। বৈধ ভোটার বাদ গেলে বৃহত্তর আন্দোলন এর হুশিয়ারি দেন তারা। पাশাপাশি বিজেপি এই সংখ্যা প্রসঙ্গ নির্নাচন কমিশন বা জেলাপ্রশাসন এর কাজের প্রসংসা করেন। তবে তৃনমূলের গোপীবল্লভ এর বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত জানান জেলায় প্রায় ৯৮.০৫ শতাংশ এসআইআর হয়েছে। আর দেড় শতাংশ কোনো কারনে বাদ পড়ে থাকতে পারে হাতে এখনো ১মাস সময় আছে দেড় শতাংশ কাজ এর মধ্যে সম্পন্ন করে ১০০শতাং নিশ্চিত করা হবে জেলায়。
0
comment0
Report
PDPradyut Das
Dec 19, 2025 08:50:02
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 19, 2025 08:48:41
Jhargram, West Bengal:চিতা শাবকের মৃত্যুকে কেন্দ্র করে বিতর্ক জঙ্গলমহল জু-তে, কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। শীতের রোদে মা লেপার্ড হর্ষিণীর সঙ্গে খেলায় মেতেছিল তিন শাবক। সেই দৃশ্য দেখতে পর্যটকদের ভিড় লেগে থাকত প্রতিদিন। রিল্স বানাতেও ব্যস্ত ছিলেন বহু দর্শনার্থী। তবে গত এক সপ্তাহ ধরে হর্ষিণীর একটি শাবককে আর দেখা যাচ্ছে না ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের এনক্লোজারে। এর জেরে চিড়িয়াখানার ব্যবস্থাপনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। চিড়িয়াখানার কর্মীদের এক অংশের দাবি, প্রায় সপ্তাহখানেক আগে এনক্লোজারের মধ্যেই মায়ের কামড়ে ওই শাবক আহত হয়েছিলো। তাতেই মৃত্যু হয়েছে। এমনকি ময়নাতদন্তও নাকি সম্পন্ন হয়েছে। সূত্রের খবর, ঘটনাটির বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে বন দপ্তর। জেলা বনাধিকারিক (ডিএফও) উমর ইমাম ছুটিতে থাকায় তাঁর দায়িত্ব সামলাচ্ছেন মেদিনীপুরের ডিএফও দীপক এম। তিনি জানান, চিড়িয়াখানায় কী ঘটেছে, সে সম্পর্কে সঠিক জানেন না। বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন。 চিতা বাঘের শাবকের মৃত্যু তে বাড়ছে জল্পনা।স্থানীয় মানুষ বলছেন খেলার সময় মায়ের কামড়ে আহত হয়েছিল শাবক তখনি তাকে আলাদা করে সরিয়ে দেওয়ার ও চিকিৎসা করার প্রয়জন ছিলো। এটা না করায় মৃত্যু হয়েছে শাবকটির। এর আগেও মা চিতা নিজেই খেয়ে নিয়ে ছিলো তার বাচ্চা কে। সে কারনেই নজরদারি আরো বেশী থাকার প্রয়জন ছিলো যা এক্ষত্রে হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় শোকাহত এলাকার মানুষ। যে ভাবে জু তে বনজ সম্পদ বাড়ছে তাতে একটু বাড়তি সতর্কতা থাকলে ভালো হয়। নতুন তিন অতিথীর মধ্যে এক অতিথি কমে গেলো। আরও নতুন অতিথিরা আসছে তাতে এই ঘটনা যাতে না ঘটে তার দিকে বাড়তি নজরদারির দাবি জানিয়েছে সাধারন মানুষ। এই ঘটনায় বন দপ্তরে ভুমিকায় উঠছে প্রশ্ন।।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 19, 2025 08:33:25
Arambag, West Bengal:আরামবাগঃ১৯ ডিসেম্বর হুগলির পূণ্যভূমি কামারপুকুর। আর পর্যটন কেন্দ্র ও তীর্থস্থান হিসেবে কামারপুকুর কে ঢেলে সাজানো হচ্ছে।আর এই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।ইতিমধ্যেই পরিদর্শন করেছেন পূর্ত দপ্তরের আধিকারিকেরা।যদিও বিষয় টি নিয়ে বিরোধীরা তীব্র কটাক্ষ করেছে।তাদের মন্তব্য, এত দিন করেনি কেনো।হঠাৎ করেই ভোটের সময়ে ভোট ব্যাংক বাড়ানোর জন্য শাসক দলের এই অবলম্বন।আর এই নিয়েই রীতিমতো রাজনৈতিক তরজা চলছে। জানাগেছে,সামনেই বড় দিন।আসছে ১ জানুয়ারি কল্পতরু উৎসব।পরবর্তীতে আরোও অনেক অনুষ্ঠান হয় এই পূণ্যভূমি তে।আর এই পূণ্যভূমি তে আসেন দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত।কামারপুকুর তাদের কাছে হৃদয়ের স্থান।তাই আরোও আকর্ষণীয় করে তুলতে আরোও উন্নত ও আধুনিক মানের ঢেলে সাজানো হচ্ছে কামারপুকুর কে।আর এর জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থের অনুমোদন করেছেন। কামারপুকুর উন্নয়ন পর্ষদ কে ১০ কোটি টাকা দেওয়া হয়েছে। তাতেই আনন্দের এক পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এই অর্থ দিয়েই শুরু হয়েছে কাজ।সেই কাজ কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে আসেন রাজ্যের পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য্য।তিনিও গোটা বিষয় টি পরিদর্শন করে গেছেন।কাজ যাতে দ্রুততার সাথে হয় তারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রেল যোগাযোগও এতদিন ব্রাত্য ছিল।কিন্তু আপাতত সেই জট কেটে গেছে।জোর কদমে চলছে ভাবা দিঘি এলাকায় রেল লাইনের কাজ।আগামী মার্চ মাসের মধ্যেই লাইন পাতার কাজ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে রেল দপ্তর।আর তাতে কামারপুকুরের সাথে রেল যোগাযোগ হয়ে গেলে এর গুরুত্ব আরোও বেড়ে যাবে।আর তখন আরোও ভক্ত সমাগম হবে।তাই কামার পুকুর কে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়。
0
comment0
Report
ASAyan Sharma
Dec 19, 2025 08:32:52
Kolkata, West Bengal:ওসমান হাদীর মৃত্যুর পর থেকেই অশান্ত বাংলাদেশ। আগুন লাগানো হয়েছে, ঘরবাড়িতে। আগুন লাগানো হয়েছে সংবাদমাধ্যমের দফতরে। কেমন আছে তাদের পরিবার-পরিজনরা, বাংলাদেশে থেকে বিভিন্ন কাজে ভারতে আসা বাংলাদেশিরা বলছে, এই অশান্তির সমর্থনযোগ্য নয়। এমন বাংলাদেশ তারা চান না। সরকার পরিস্থিতি মেটাতে দ্রুত পদক্ষেপ করুন। আগে এমন ছবি দেখা যেত না, আমরা অপেক্ষা করছি ফেব্রুয়ারি নির্বাচনের। আশা করি তারপর পরিস্থিতি স্বাভাবিক হবে। অনেকে নিজের দেশের পরিস্থিতি দেখে, আজ এই দেশে ফিরে যাওয়ার জন্য, টিকিট কেটে ফেলেছেন। যদি বর্ডার বন্ধ করে দেওয়া হয় তাহলে তো ফিরতে পারবেন না তারা এমনই অভিজ্ঞতার কথা শোনা গেল ভারতে চিকিৎসা ছাড়াও একাধিক কাজে আসা বাংলাদেশী পর্যটকদের মুখে। আগে অনেক ভালো ছিল সরকার।এখন মাঝে মাঝে অশান্তি দেখা যাচ্ছে।অনেকে আবার অযৌক্তিক দাবি ,বলছেন এই অশান্তির জন্য নাকি দায়ী আমেরিকা।তারা নাকি লোক পাঠিয়েছে।এই হামলার সাথে নাকি ভারতের যোগ থাকতে পারে। দিনে রাতে কোন নিরাপত্তা নেই। দাবী করছেন জি ২৪ ঘণ্টার ক্যামেরার মুখোমুখি হয়ে।হাসিনা যাওয়ার পর থেকে এই পরিস্থিতি,এগুলো বলতে গেলে আমার উপর আক্রমণ হতে পারে, দাবী বাংলাদেশি এক মহিলার। আমরা চাই
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 19, 2025 08:32:38
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 19, 2025 08:32:26
0
comment0
Report
EGE GOPI
Dec 19, 2025 08:31:59
Kharagpur, West Bengal:West Medinipur: ৩৩ ফুটের বিশাল প্রতিমা, ৬০০০ অন্নকূট ভোগ! সবংয়ের দেহাটির বড় মা কালীর পুজোয় ভক্তের ঢল সংবাদ প্রতিবেদক: কালীপুজো মানেই বড়কালী, আর বড়কালীর কথা উঠলেই পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম অঞ্চলের দেহাটির বড় মা কালীর নাম সর্বাগ্রে উঠে আসে। স্থানীয়দের বিশ্বাস, এই বড় মা অত্যন্ত জাগ্রত! ভক্তিভরে মায়ের কাছে কিছু চাইলে তা পূরণ হয়। সেই বিশ্বাসকে ঘিরেই দেহাটির বড় মা কালীর পুজোর উদ্বোধনের সঙ্গে সঙ্গে গোটা এলাকায় কালী আরাধনার সূচনা হয়। শুধু দুই মেদিনিপুর নয়, কালীপুজোর বহু আগে কলকাতা, শিলিগুড়ি সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ঢল নামে দেহাটিতে। সময়ের সঙ্গে সঙ্গে বড় মা কালীর খ্যাতি ছড়িয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের গণ্ডি পেরিয়ে। ভক্তদের বিশ্বাস অনুযায়ী, মনস্কামনা পূরণের পর যে দান পড়ে, সেই দান দিয়েই প্রতি বছর বড় মা কালীর প্রতিমা গড়ানো হয়। প্রায় ৩৩ ফুট উচ্চতার বিশাল ঘোর কৃষ্ণবর্ণ প্রতিমা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ। টানা সাত দিন ধরে চলা এই পুজোর আরেকটি প্রধান আকর্ষণ হল প্রায় ৬০০০ অন্নকূট ভোগ, যা ভক্তদের মধ্যে নিবেদন ও বিতরণ করা হয়। পুজো কমিটির চেয়ারমান অরূপ মান্না জানান, দীর্ঘ কয়েক বছর ধরে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে দেহাটি বড় মা কালীর পুজো হয়ে আসছে। চলতি বছরে পুজোর মোট বাজেট প্রায় ৬ লক্ষ টাকা। এই পুজোর সমস্ত খরচই আসে ভক্তদের দেওয়া অনুদান থেকে। বিশ্বাস, ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে দেহাটির বড় মা কালী আজ শুধু একটি পুজো নয়, বরং এলাকার মানুষের আস্থা ও আবেগের এক অটুট প্রতীক।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 19, 2025 08:31:16
Siliguri, West Bengal:জীবিত ভোটারকে মৃত দেখানোর পর এবার SIR ফর্মফিলাপ করা वोटারকে খসড়া তালিকায় অনুপস্থিত করা নিয়ে বিতর্ক শুরু। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির চরণা জোত গ্রামের বাসিন্দা প্রহ্লাদ বর্মন! খড়িবাড়ির ডাঙ্গরভিটা প্রাথমিক বিদ্যালয়ের ভোটার প্রহ্লাদ, তিনি SIR ফর্ম পূরণ করলেও খসড়া তালিকায় তাকে খুঁজে পাওয়া যায়নি ও অনুপস্থিত দেখানো হয়েছে। খসড়া লিষ্ট দেখেই আতঙ্ক বাড়ছে প্রহ্লাদের। কীভাবে এই ঘটনা ঘটল বুঝে উঠতে পারছেন তিনি। যদিও মা ও স্ত্রীর SIR খসড়া তালিকায় নাম উঠলেও তাকে অনুপস্থিত দেখানো হয়েছে। দ্রুত বিষয়টি সঠিক করার দাবি তোলেন তিনি। অন্যদিকে বিএল‌ও জানান, এই ভোটারের তিনটি ফর্ম আসে। একটি ফর্ম পড়ে থাকায় ডেটা এন্ট্রি অপারেটর অনুপস্থিত করে দেয়। হার্ড কপিতে প্রহ্লাদের নাম দেখানো না হলেও অনলাইনে হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। ভুল ঠিক করার কাজ করা হচ্ছে। নির্বাচন কমিশন বারংबार প্রকৃত ভোটারের নাম কাটি। ভোটারকে হয়রানি করা হচ্ছে। এই ঘটনায় কার ভুল, তার তদন্ত হওয়া দরকার। সঠিক ভোটারদের নাম পুনরায় খসড়া তালিকায় যুক্ত না করলে আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল উপপ্রধানের
0
comment0
Report
Advertisement
Back to top