Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

इस्लामपुर में वृद्ध की मतदाता सूची से नाम कटाकर पिता का नाम जोड़ने का मामला, जांच शुरू

BSBhabananda Singha
Nov 13, 2025 07:15:57
Dinajpur, Rangpur Division
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় বয়স্ক এক ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কেটে অন্যের বাবারের নাম তোলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত স্থানীয় বাসিন্দা কানাই হাওলাদার। অভিযোগ, ৮৬ বছর বয়সি বিশ্বেশ্বর হাওলাদার দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন। প্রায় তিন বছর আগে কানাই হাওলাদার হঠাৎই বিশ্বেশ্বর বাবুর বাড়িতে যান। সেই সময় বৃদ্ধের ছেলেরা বাড়িতে ছিলেন না। সুযোগ বুঝে কানাই নথিপত্র দেখার অনুরোধ করেন। প্রথমে দিতে অস্বীকার করলেও, অনুরোধের চাপে বিশ্বেশ্বর বাবু কিছু নথি বের করে দেন। অভিযোগ, সেই সময় কানাই ওই নথির ছবি তুলে রাখে। সম্প্রতি SIR Form সুবিধা পেতে গিয়ে বিশ্বেশ্বর বাবু জানতে পারেন, তাঁর নাম ভোটার তালিকা থেকে উধাও। বর্তমান ভোটার লিস্ট খতিয়ে দেখে তিনি দেখতে পান, যেখানে তাঁর নাম থাকার কথা ছিল, সেখানে উঠে এসেছে কানাই হাওলাদারের বাবারের নাম—সুকুমার হাওলাদার। ঘটনার পরেই বৃদ্ধ ইসলামপুর মহকুমা Shasকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ঘিরে এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্তে নেমেছে। এইদিকে কানাই হাওলাদারের বাড়িতে গেলে তার দেখা মেলে নি। কানাই বাবুর স্ত্রী বলেন, একটা ভুল হয়েছে। কিন্তু এই ভুলটা অনিচ্ছাকৃত। তবুও আমরা ক্ষমা চেয়েছি বিশ্বেশ্বর বাবুর কাছে। বাইটঃ ১) বিশ্বেশর হাওলাদার (নাম না থাকা ভোটার) ২) মিঠুন হাওলাদার ৩) রঞ্জন দাস (সংশ্লিষ্ট BLO) ৪) দীপক হাওলাদার (অভিযুক্তের স্ত্রী) 1311ZG_NDIN_VOTR_CNTO_R
1
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Nov 13, 2025 09:16:47
Dinajpur, Rangpur Division:আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প শেষ হয়েছে মাসখানেক আগে। যেখানে জেলা জুড়ে বিভিন্ন বুথে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে উন্নয়নে কি কাজ করা যায় সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের দাবি তুলে ধরেছেন এই সমস্ত ক্যাম্পে। মুখ্যমন্ত্রী নির্দেশ মতো সাধারণ মানুষের কাছ থেকে উঠে আসা সমস্ত প্রকল্প কাজ শেষ করতে হবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে। আর সেই লক্ষ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কাজ শুরু করেছে। বৃহস্পতিবার হিলি পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিনশিরা গ্রাম পঞ্চায়েতের ফজুল্লাপুর সংসদে প্রথম রাস্তা নির্মাণের কাজ শুরু হলো প্রায় ৮০ মিটার এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে সাড়ে তিন লাখ টাকা। খোদ জেলাশাসক বালা সুব্রামনিয়ান টি উপস্থিত ছিলেন এই কাজের সূচনা লগ্নে। তিনি জানিয়েছেন সরকারের নির্দেশ মতো আগামী ডিসেম্বর মাসের মধ্যে জেলার সমস্ত বুথেই কাজ সম্পূর্ণ করার চেষ্টা হবে।
0
comment0
Report
BBBimal Basu
Nov 13, 2025 09:00:44
1
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 13, 2025 08:49:00
1
comment0
Report
AGAyan Ghosal
Nov 13, 2025 08:28:14
Kolkata, West Bengal:EC SPL EXCLUSIVE এই বাড়ি রায় সাহেব সারদা চরণ চন্দর বাড়ি। বাড়ির ঠিকানা ৮ নম্বর ধর্মদাস রোড। কলকাতা ২৬। থানা কালীঘাট। বিধানসভা রাসবিহারী। *সারদা চরণ ভারতীয় সংবিধান রচয়িতা কোর কমিটি টিমের মেম্বার।* সারদা চরণের পুত্র অধ্যাপক মনীন্দ্র চন্দ্র চন্দ উনি আইনের বিখ্যাত অধ্যাপক। একাধিক আইন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। প্রণব মুখার্জি, প্রিয় রঞ্জন দাসমুন্সি প্রদীপ ভট্টাচার্য সহ একাধিক কৃতী ছাত্র ছিল তাঁর। এই ঘরেই পড়াতেন তিনি। ২০০২ এর তালিকায় নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন। তার আগে ১৯৩৭ সালে এই বাড়ি তৈরি। তারপর থেকেই পরিবারের সদস্যরা এখানে আছেন। স্বাধীনতার পর থেকে গত বছর পর্যন্ত প্রতিটি সাধারণ নির্বাচনে পরিবারের সমস্ত সদস্য ভোট দিয়েছেন। সম্প্রতি আশেপাশের সমস্ত বাড়িতে BLO এসেছিলেন। অথচ এই বাড়িতে তিনি আসছেন না দেখে নিজেরাই উদ্যোগ নিয়ে পাশের বাড়ি থেকে BLO কে ডেকে আনতেই মাথায় বাজ। ২০০২ সালের তালিকায় এই বাড়ির কারুর নাম নেই? কিভাবে এটা সম্ভব? তার থেকেও বড় কথা ৮ নম্বর ধর্মদাস রোডের গোটা বাড়িটার কোনো অস্তিত্ব নেই কমিশনের তালিকায়। তাহলে কি এবার শহরের এই বনেদি পরিবার কে দেশ ছেড়ে চলে যেতে হবে? ৭৮ বছর পর প্রণব মুখার্জির মাস্টার মশাইয়ের পরিবারকে নতুন করে প্রমাণ করতে হবে তারা ভারতীয়? আতঙ্কিত গোটা পরিবার। *বাইট সুনন্দা চন্দ* কৌশিক চন্দর দিদিমা সুধরানী দত্ত স্বাধীন ভারতের প্রথম মহিলা বিষয়ক। বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি।কৌশিক চন্দর দাদু ডক্টর সন্মথ দত্ত মোহনবাগান ফুটবল দলের অধিনায়ক হিসেবে প্রথম বার কোনো ভারতীয় দল হিসেবে মোহনবাগান কে দক্ষিণ আফ্রিকায় নিয়ে গেছিলেন। স্থানীয় কাউন্সিলরের কাছে বিষয়টি ক্যামেরার সামনেেই তুলে ধরেন চন্দ পরিবারের সদস্যরা। তাদের গলায় সেইসময়ে ক্ষোভ এবং অভিমান ঝড়ে পড়ছিল। ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখার্জি জানান, যতক্ষণ পর্যন্ত ৮ নম্বর ধর্মদাস রোডের এই বাড়ি তালিকায় উঠছে ততক্ষণ তিনি নিজেও প্রতিবাদ স্বরূপ এনুমারেশন ফর্ম ফিলাপ করে জমা দেবেন না এবং এর শেষ দেখে ছাড়বেন। *বাইট প্রবীর মুখার্জি। ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর* পিটিসি
2
comment0
Report
MMManoranjan Mishra
Nov 13, 2025 08:27:49
Purulia, West Bengal:পুরুলিয়া : পরিবহণের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটতে চলেছে পুরুলিয়ায় । পুরুলিয়া শহর থেকে মাত্র ১০ কিমি দূরে ছররাতে তৈরি হতে চলেছে অত্যাধুনিক এক বিমান বন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়া মফস্বল থানার ছররাতে এয়ারস্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা। বর্তমানে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ারস্ট্রিপকে অত্যাধুনিক বিমান বন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার। সেই মর্মে আজ বৃহষ্পতিবার রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার, রাইটস ডিপার্টমেন্ট এবং ভূমি দপ্তরের আধিকারিকরা রানওয়ে এলাকা পরিদর্শন করলেন। খতিয়ে দেখলেন ম্যাপ। বিমানবন্দরটি ১৭২২ মিটার দৈর্ঘ্য ও ৩৫০ মিটার প্রস্থযুক্ত হবে। জমি পরিদর্শনের পাশাপাশি সয়েল টেস্টও করলেন আধিকারিকেরা। এবার বিমান বন্দরের ডিপিআর তৈরি করে সেই রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছে।
1
comment0
Report
MMManoranjan Mishra
Nov 13, 2025 08:27:31
2
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 13, 2025 08:27:11
Jhargram, West Bengal:গত কাল ইডির টিম গোপীগল্লভ পুরে রাত্রি যাপন করে আজ ফের সকাল থেকে অপারেশন শুরু করে খাদান গুলোতে। প্রথমে গোপীবল্লভপুর ২ এর মহাপালে তারপর বালিয়া গ্রামে খাদান ঘুরে সেখানেও মাপঝোঁক করে। সেখান থেকে একটি গাড়ি গোপীবল্লবপুর ১এর দহমুন্ডা এলাকায় মাপ করতে যায়। এই সবকটিই অরুন সরাফের স্টকবালি মজুত। সূত্রের খবর এই সমস্ত বালি সৌরভ রায় ভুয়ো সিও দিয়ে চালাতো। সেই যোগসাজশ এবং স্টক বালি ওখাদানের পরিমাপ তদন্ত করে দেখছে ইডির অফিসার রা। পাশাপাশি এই বেআইনি বালি চালানোয় কারা কারা সহায়তা করত তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে খবর। একাধিক রাজনৈতিক দলের নেতা এবং প্রশাসনের একাংশের কাছে বেআইনি বালির টাকা ঢুকতো বলে সূত্রের খবর। বাজেয়াপ্ত করা একাধিক নথি থেকে তার প্রাম পয়েছে ইডি। সেই বিষয় গুলোও ক্ষতিয়ে দেখা হচ্ছে।
1
comment0
Report
BMBiswajit Mitra
Nov 13, 2025 08:26:40
Ranaghat, West Bengal:গভীর জঙ্গলে জলাশয় থেকে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য গয়েশপুরে বাড়ির সামনে ঢিল ছোড়া দূরত্বে গভীর জঙ্গলের ভেতর জলাশয় থেকে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। মৃত গৃহবধূ আনুমানিক বছর ৬২ এর অনিতা পাল। গয়েশপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার সূত্রে ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক নটা নাগাদ শুকনো কাঠ কুড়ানোর উদ্দেশ্যে বাড়ির সামনে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মে যান তিনি। এরপর থেকেই তার কোন খোঁজ মেলেনি। সকাল থেকে দুপুর গড়াতেই বাড়ির সদস্যরা এবং প্রতিবেশীরা তার খোঁজ শুরু করে। খোঁজ না মেলায় খবর দেওয়া হয় কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়িতে। এরপরেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এর ফার্মের জঙ্গলে শুরু হয় খোঁজ। আসে গয়েশপুর পুরসভার পুরো করবি না আসেন পুরো প্রধান সহ অন্যান্য কাউন্সিলরেরা। রাতভর লাইট লাগিয়ে জেসিপি নামিয়ে জঙ্গল সাফাই করে জলে তল্লাশি। অবশেষে বৃহস্পতিবার সকালে পুরো কর্মীরা সাফাই করার সময় দেখতে পান জঙ্গলের ভেতরে জলাশয় এক মহিলার হাত। হাতের ওতে শাঁখা, পলা এবং চুরি। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গয়েশপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ভিড় জমান স্থানীয়রা। এরপর ওই জলাশয় থেকে গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা মৃতদেহ দেখে সনাক্ত করে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয় কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পুলিশ মর্গে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উঠেছে প্রশ্ন ওই গৃহবধূ এই গভীর জঙ্গলের ভেতরে জলাশয় গেল কি করে?
1
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 13, 2025 08:25:57
Kolkata, West Bengal:দিল্লি বিষ্ফোরনের পরেই রাজ্যের বিরোধী দলনেতাকে পাকিস্তান থেকে থ্রেট কল করা হয়েছে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, প্রায়শই বাংলাদেশ থেকে তার কাছে থ্রেট কল আসে। গত পরশুডিনও পাকিস্তান থেকে থ্রেট কল এসেছিল, নির্দিষ্ট জায়গা বিষয়টি জানিয়েছেন। তবে কোন অভিযোগ করেনি। পিএসি মামলা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সময়ে ২০১১ সাল থেকে যেভাবে লংঘন করা হচ্ছে। একুশের পর থেকে বিজেপির বিধায়কদের একপেশে করে চলেছে। মুকুল রায় তৃণমূলের উত্তরীয় পড়ছে বিধানসভায় বলছে ও বিজেপি। এরকম মিথ্যাচার গোটা ভারতে পাবেন না সংবিধানের সঙ্গে মিথ্যাচার করছে এই অধ্যক্ষ। বিএল ওদের ভয় দেখানোর জন্য তৃণমূল চেষ্টা করছে। যে স্কুলে ছাত্রছাত্রীদের তুলনায় শিক্ষকদের সংখ্যা বেশি তাকে নো টিচার স্কুলে ট্রান্সফার করা হচ্ছে। বাঁকুড়া তে অর্থের বিনিময়ে বাইশটি ট্রান্সফার হয়েছে। ডিপিএসসি চেয়ারম্যান এমন করেছে। যারা তৃণমূলের দ্বারা অত্যাচারিত হবে তাদের জন্য আমরা আছি। আইনি সাহায্য দেব আমি। বিহারে এখনও পর্যন্ত অনেক বি এল ও রয়েছে জেলে। ইলেকশন কমিশনের তরফে যা নির্দেশিকা এসেছে সেটা মেনে কাজ করুন। সুজিত বসুর পরিবারকে ইডি তলব ৪৫ লক্ষ টাকার ছেলের রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে এটি কিন্তু কোন হিসেব দিতে পারেনি। টোলার টাকা। দুর্গাপুজোর নামে তোলাবাজি হয় সেই টাকা। কোটি কোটি টাকা উঠে। নন্দীগ্রামে কোর কমিটি তৃণমূলের মুসলিম লীগের কমিটি ওটা। নন্দীগ্রামে একে সাত জনের কোর কমিটিতে চারজন মুসলিম। এবার মুসলিম ভোট পাবে না নওশাদ গেছিল। মুসলিম যুবকরা সব নওশাদের সঙ্গে। এন আই এ রেট রাজ্যজুড়ে মাদ্রাসা খুলে এ ধরনের কাজ চলছে। রাজ্যে খাগড়া ঘর বিস্ফোরণ। আর যারা বড় বড় কথা বলছে তখন কোথায় ছিল তারা। এ রাজ্য সেফিস্ট প্লেস। ইসলামিক টেরোরিজম পশ্চিমবঙ্গে হয় না তার কারণ তারা মনে করে এটা ওদের সেফ মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কারণে। আমরা থ্রেট কল খায় দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খেয়েছি। বাংলাদেশ থেকে রোজ করে। সজল সরকার গ্রেপ্তার দুর্নীতিগ্রস্ত গুন্ডা। পুলিশের হাতে থাকলে এরা কোনদিন জেল কি জিনিস বুঝবে না। হাসপাতালে শুয়ে থাকবে পার্থ চট্টোপাধ্যায়ের মতো। এদের প্রত্যেকের প্রটেক্টর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল। গদি থেকে না সরালে এ অবস্থার পরিবর্তন হবে না আইন কি জিনিস বুঝবে না এরা। এনআইএ তল্লাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরায় রাজ্য সরকার কো-অপারেট করবে। ত্রিপুরা বাংলাদেশ বর্ডার। এই বিস্ফোরণে বাংলাদেশের যোগ রয়েছে। বাংলাদেশের যে বর্ডার রয়েছে তার মধ্যে ত্রিপুরা পশ্চিমবঙ্গ দুটোই রয়েছে। পশ্চিমবঙ্গে নিষিদ্ধ সংগঠন যেগুলো রয়েছে সেমিপিএফআই থেকে শুরু করে তাদের গতিবিধি মালদা মুর্শিদাবাদে দেখা গিয়েছে। এক বছর আগে মালদা ক্যানিং থেকে অনেকেই ধরা পড়েছে।
1
comment0
Report
NRNarayan Roy
Nov 13, 2025 07:35:16
Siliguri, West Bengal:সাধারণ মানুষের সহায়তায় শহর শিলিগুড়ির রাস্তায় এসআইআর হেল্প ডেক্সে সাংসদ ও বিধায়ক। শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ড এলাকায় বৃহস্পতিবার দেখা গেল এক ভিন্ন দৃশ্য। রাস্তায় বসানো হয়েছে বিজেপির পক্ষ থেকে বিশেষ এসআইআর হেল্প ডেস্ক। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোটার তালিকায় নাম সংযোজন, বিয়োজন বা সংশোধনের কাজ সম্পূর্ণ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদদিন ওই হেল্প ডেস্কে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তাঁরা স্বয়ং সাধারণ মানুষের সঙ্গে বসে ভোটার ফর্ম পূরণে সহায়তা করেন। পাশাপাশি, কীভাবে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যায়, তা নিয়েও বিস্তারিতভাবে বোঝান। রাজু বিস্তা জানান, “গণতন্ত্রে প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মানুষের সুবিধার জন্য এই ধরনের হেল্প ডেস্কের আয়োজান করা হয়েছে।” একই সুর বিধায়ক শংকর ঘোষ বলেন, “এসআইআর নিয়ে বিভ্রান্তি দূর করে, সবাই যাতে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য。” বিজেপির এই উদ্যোগে সাধারণ মানুষ উৎসাহিত। অনেকেই জানান, বাড়ির কাছেই এমন সহায়তা কেন্দ্র থাকায় ফর্ম পূরণের কাজ সহজ হয়েছে।
1
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 13, 2025 07:23:20
Arambag, West Bengal:আরামবাগঃ১৩ নভেম্বর গ্রামে সেতু নির্মাণ করার জন্য গ্রামের মানুষ জন দাবি তুলেছেন। আর সেই দাবি মত সেতু নির্মাণের অনুমোদনও লাভ করে।কিন্তু হঠাৎ করেই সেই অনুমোদিত সেতু দূরের ঠিক-ঠাক গ্রামে নির্মাণ করার প্রস্তুতি পর্ব নেওয়া হয়েছে।কোন গোপন রহস্যে এই সেতু ঐ দূরবর্তী গ্রামে করা হচ্ছে,তারই প্রতিবাদে পথ অবরোধ করে ব্যপক বিক্ষোভ দেখান গ্রামের মানুষ জন ঘটনা খানাকুলের হেলান এলাকার। জানাগেছে, হেলান এলাকার মইখন্ড গ্রামে এই সেতু নির্মাণ করার জন্য দাবি তোলা হয়।আর সেই দাবি মত অনুমোদনও লাভ করে সেতু টি নির্মাণ করার।কিন্তু হঠাৎই এই এলাকা থেকে দূরবর্তী স্থান আটঘড়া এলাকায় এই সেতু টি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়।কেনেই দ্বিচারিতা তারই প্রতিবাদে ও এই মই খন্ড গ্রামে সেতু নির্মাণ করার দাবি পর্যন্ত পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।অবিলম্বে সেতু তৈরির দাবি করেন তারা।এদিকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে খানাকুল থানার পুলিশ। পুলিশ আসা মাত্রই গ্রামের বাসিন্দাদের সাথে পুলিশের বচসা শুরু হয়।তবে পুলিশ তাদের আশ্বাস দেয় যাতে তাদের দাবি মত এখানেই সেতু নির্মাণ করা যায়।পুলিশ তাদের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তা দের জানিয়ে দেবে বলেও আশ্বস্ত দেয়।পরে অবরোধ তুলে নেন গ্রাম বাসীরা।
1
comment0
Report
BBBimal Basu
Nov 13, 2025 06:37:27
1
comment0
Report
ABArup Basak
Nov 13, 2025 06:37:11
Mal Bazar, West Bengal:নয় মাস পর মাল পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ পূর্ণ হল। পৌরসভার সভাকক্ষে শপথ নিলেন মিলন ছেত্রী। শপথ বাক্য পাঠ করান চেয়ারম্যান উৎপল ভাদুড়ী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবড়াইক, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ, প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা সহ অন্যান্য কাউন্সিলররা。 গত জানুয়ারিতে স্বপন সাহা চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পর ফেব্রুয়ারিতে উৎপল ভাদুড়ী নতুন চেয়ারম্যান হন। এরপর থেকেই ভাইস চেয়ারম্যানের পদ শূন্য ছিল। অবশেষে দলের সিদ্ধান্তে মিলন ছেত্রী সেই দায়িত্ব গ্রহণ করলেন。 শপথ নেওয়ার পর মিলন ছেত্রী বলেন, “সামনে শুখার মরসুম। সেই সময়ে জলের সংকট মেটাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।” পাশাপাশি তিনি জানান, ১৩ নম্বর ওয়ার্ডে নির্মীয়মাণ অডিটোরিয়াম দ্রুত উদ্বোধনের পদক্ষেপ নেওয়া হবে এবং নাগরিক সমস্যাগুলির সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। মন্ত্রী বুলু চিকবড়াইক ও মহুয়া গোপ নবনিযুক্ত ভাইস চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান এবং পৌর প্রশাসনের উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বাইট ১) মিলন ছেত্রী ভাইস চেয়ারম্যান মাল পুরসভা। ২) মহুয়া গোপ, তৃনমুল জেলা সভানেত্রী।
2
comment0
Report
PDPradyut Das
Nov 13, 2025 06:36:57
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি মেডিকেলের অধীন সদর হাসপাতালের কাছে পাঁচটি নতুন ডায়ালিসিস মেশিন এসেছে এবং পরিষেবা শুরু হয়েছে। আগে জলপাইগুড়ি সদর হাসপাতালে যে ডায়ালিসিস মেশিনগুলি ছিল, সেগুলি অনেক পুরনো হয়ে গিয়েছিল, ফলে মাঝেমধ্যেই খারাপ হয়ে পড়ত। এর ফলে কিডনির অসুখে আক্রান্ত রোগীদের ভোগান্তি বাড়তো এবং পরিষেবা না পেয়ে ফিরে যেতে হতো। নতুন ডায়ালিসিস মেশিন আসায় কিডনি রোগীদের ডায়ালিসিস পরিষেবা নির্বিঘ্নে সম্ভব হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি মেডিকেলের সুপার কল্যাণ খাঁ। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার। উপস্থিত ছিলেন অন্যান্য চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা নিতে এসেছিলেন ২৩ বছর বয়সী যশোধা রায়, যাঁকে সপ্তাহে তিনবার ডায়ালিসিস করাতে হয়। কিন্তু এতদিন পুরনো মেশিন মাঝেমধ্যে বিগড়ে যাওয়ায় মেয়ের ডায়ালিসিস করাতে গিয়ে মারাত্মক সমস্যায় পড়তে হতো বলে মা সোমা রায় বলেছেন।
1
comment0
Report
Advertisement
Back to top