Back
AI आधारित वोटर लिस्ट में ग्राम बंगाल के उम्र-फर्क से उठे सवाल
BSBhabananda Singha
Dec 15, 2025 04:49:45
Dinajpur, Rangpur Division
SIR প্রক্রিয়ায় বাবা–ছেলের বয়সের ফারাক ঘিরে গ্রাম বাংলায় বিভ্রান্তি, দুশ্চিন্তায় ভোটাররা
SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ায় বাবা ও ছেলের বয়সের পার্থক্য নিয়ে গ্রাম বাংলার বিভিন্ন এলাকায় নতুন করে সমস্যা দেখা দিচ্ছে। যদিও স্থানীয়দের দাবি, এদের কেউই ভুয়ো ভোটার নন। তা সত্ত্বেও হিয়ারিং তালিকায় কোথাও ২৫ থেকে ৩৫ শতাংশ ভোটারের নাম উঠে আসার খবরে রাজ্যজুড়ে দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়েছে। প্রশ্ন উঠছে, সমস্যা কোথায়? নির্বাচন কমিশনের প্রক্রিয়ায় কি কোথাও ভুল হচ্ছে?
খোঁজ নিয়ে জানা যায়, স্বল্প শিক্ষিত অধ্যুষিত এলাকাগুলিতেই এই সমস্যা তুলনামূলকভাবে বেশি। গ্রাউন্ড রিয়ালিটি যাচাই করতে এমনই একটি এলাকা বেছে নেয় জি ২৪ ঘণ্টা। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২৬১ নম্বর বুথ এলাকা। এই বুথটি বেছে নেওয়ার কারণ, এলাকায় তেমন শিক্ষিত কেউ না থাকায় স্থানীয় স্কুলের এক শিক্ষককে BLO হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যার বাড়ি স্থানীয় ব্লকের অনন্তকোটা গ্রামে, বুথ এলাকা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।
কমলপুর এলাকার দক্ষিণ কোটাবাড়ি অঞ্চলে গিয়ে জি ২৪ ঘণ্টার প্রতিনিধি ভবানন্দ সিংহ স্থানীয় চলতি গ্রাম্য ভাষায় সাধারণ গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। তিনি এলাকা ঘুরে দেখেন এবং আরও একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলেন।
স্থানীয় প্রৌঢ় গ্রামবাসী আব্দুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁদের এলাকায় অনেক ভোটারের বাবা ও ছেলের বয়সের পার্থক্য কোথাও খুব কম, কোথাও আবার খুব বেশি। এই কারণেই এখন ভোটার তালিকা SIR-এর প্রশ্নের মুখে পড়েছে। আব্দুর রহমানের কথায়, আগে স্থানীয় শিক্ষকরা কোনও জন্মের সার্টিফিকেট না দেখেই ভোটার তালিকায় নাম তুলতেন। সেই সময় হওয়া ভুলের মাশুল এখন গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। তিনি জানান, কোথাও তাঁর নাম লেখা হয়েছে ‘আব্দুল’, কোথাও ‘আব্দুর’। বারবার ব্লকে দৌড়াতে হচ্ছে। আগে ছেলেদের বয়সের কোনো প্রমাণপত্র চাওয়া হয়নি, অথচ এখন নিজের জন্মের প্রমাণপত্রও চাইছে প্রশাসন।
এলাকার শাহদুল হুসেনের সমস্যাও একই রকম। তাঁর কথায়, ২০০২ সালের নথিতে তাঁর নাম ছিল শাহদুল আলী, কিন্তু বর্তমান তালিকায় রয়েছে শাহদুল হুসেন। স্কুলে গিয়ে ছবি তোলা হয়েছিল, তারপরই ভোটার তালিকায় নাম উঠে যায়। তেমন কোনও কাগজপত্র তখন চাওয়া হয়নি।
স্থানীয় অকিম আলীর ক্ষেত্রেও নামের বানান বিভ্রান্তি দেখা যাচ্ছে। কোথাও তাঁর নাম রয়েছে অকিম আলী, আবার কোথাও লেখা হয়েছে মকিম আলী। একই অভিযোগ শামসুল হকেরও। তিনি জানান, ভোটার তালিকা থেকে নাম কেটে গেলে সরকারি রেশনসহ কোনও সরকারি সুবিধাই মিলবে না। স্বল্প শিক্ষিত হওয়ায় তাঁদের দাবি, শিক্ষিত স্কুল শিক্ষকদের ভুলের মাশুল গুনতে হচ্ছে গরিব মানুষদের。
১৯৯০ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত মুজিবর রহমান জানান, এলাকায় এমন ভোটারও আছেন, যাঁদের বাবা ও ছেলের বয়সের পার্থক্য মাত্র ১০ বছর। তাঁর দাবি, এক সময় স্থানীয় শিক্ষকরা ভোটার তালিকায় নতুন নাম তোলার কাজ করতে এলে এলাকায় নিজেদের সন্তানদের নাম তোলার এক ধরনের রেষারেষি চলত। আবার কেউ কেউ ‘সমস্যা মিটিয়ে ফেলি’ মানসিকতায় সন্তানদের নাম তুলে দিতেন। বয়সের কোনও প্রমাণপত্র দেখার রেওয়াজ ছিল না। কেউ নিজের ইচ্ছামতো বয়স বাড়াতেন, কেউ আবার কমিয়ে দিতেন। עכשיו শুধুমাত্র AI ও ডিজিটাল তথ্যের উপর নির্ভর করে তালিকা তৈরি করলে চলবে না। নির্বাচন কমিশনকে মানবিক দৃষ্টিভঙ্গিতে গ্রাম বাংলার বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। তাঁর কথায়, এরা কেউই বহিরাগত নন। তাঁদের বাবা-ঠাকুর্দারা এই কমলপুর এলাকারই বাসিন্দা। শিক্ষার হার কম বলেই এই সমস্যা বেশি দেখা দিচ্ছে।
স্থানীয় BLO আব্দুল গালিদের অনন্তকোটার বাড়িতেও যান সংবাদকর্মীরা। গালিদ জানান, স্বল্প শিক্ষিত অধ্যুষিত এলাকায় কাজ করতে তাঁকে প্রায় ২০ কিলোমিটার দূর থেকে যেতে হচ্ছে। স্কুল সংলগ্ন পরিবারগুলিকে তিনি চিনলেও বুথের দূরের গ্রামের মানুষদের তেমনভাবে চেনেন না, ফলে সমস্যা বাড়ছে। তাঁর বুথে মোট ভোটার ১৪৯৭ জন, যার মধ্যে প্রায় ৩৮৬ জন বর্তমানে প্রশ্নের মুখে। তাঁদের হিয়ারিংয়ে ডাকা হলে এলাকায় বড় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা। আগেও একবার পোস্টাল পিন ভুল থাকার কারণে বুথে গোলমাল হয়েছিল। তাঁর মতে, এই ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি জরুরি। শুধুমাত্র AI ব্যবহার করলে সমস্যার আগুনে ঘি পড়বে
সব মিলেয়ে প্রশ্ন উঠছে, ২০, ৩০ বা ৪০ বছর আগে শুধুমাত্র নাম শুনে ভোটার talিকায় নাম ওঠা গ্রাম বাংলা কি এক ঝটকায় AI প্রযুক্তি নির্ভর ডিজিটাল ভোটার তালিকায় রূপান্তরিত হতে পারে? পরিস্থিতি বলছে, গ্রাম বাংলাকে বুঝতে নির্বাচন কমিশনকে আরও মানবিক হতে হবে。
বাইটঃ
১) আব্দুর রহমান (নাগরিক)
২) শাহেদুল হুসেন (নাগরিক)
৩) অকিম আলী (নাগরিক)
৪) শামসুল হক (নাগরিক)
৫) মুজিবর রহমান (গ্রামীণ রাজনৈতিক অভিজ্ঞ নাগরিক)
৬) আব্দুল গালিদ (BLO)
1512ZG_NDIN_ECI_SPL_R
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MMManoj Mondal
FollowDec 15, 2025 17:30:550
Report
DGDebabrata Ghosh
FollowDec 15, 2025 17:30:390
Report
DBDebanjan Bandyopadhyay
FollowDec 15, 2025 14:05:310
Report
SCSaurav Chaudhuri
FollowDec 15, 2025 14:04:140
Report
PDPradyut Das
FollowDec 15, 2025 14:03:450
Report
CDChittaranjan Das
FollowDec 15, 2025 14:02:270
Report
ASAyan Sharma
FollowDec 15, 2025 12:31:130
Report
BCBasudeb Chatterjee
FollowDec 15, 2025 12:30:540
Report
MMManoranjan Mishra
FollowDec 15, 2025 12:09:380
Report
CDChampak Dutta
FollowDec 15, 2025 12:09:120
Report
SCSaurav Chaudhuri
FollowDec 15, 2025 12:05:350
Report
BSBidhan Sarkar
FollowDec 15, 2025 12:04:410
Report
DGDebabrata Ghosh
FollowDec 15, 2025 12:00:210
Report
DSDIBYENDU SARKAR
FollowDec 15, 2025 11:59:390
Report
BSBidhan Sarkar
FollowDec 15, 2025 11:57:100
Report