Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073

रात भर बारिश ने शहर डुबोया, SSKM अस्पताल का स्त्री रोग विभाग जलमग्न

SBSoumen Bhattachrya
Sept 23, 2025 08:34:59
Kolkata, West Bengal
রাত ভোর বৃষ্টি যার জেরে জলমগ্ন শহরে সুপার স্পেশালিটি হসপিটাল এস এস কে এম , জলমগ্ন হয়ে পড়ে গাইনী বিভাগ, ভোগান্তির শিকার রোগী থেকে রোগীর পরিবারের লোকজনের।
1
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Sept 23, 2025 13:09:02
Kolkata, West Bengal:CLOUDBURST *কলকাতার অতি প্রবল বৃষ্টি কি আসলে ক্লাউড বার্স্ট? কি বলছেন আবহাওয়া বিজ্ঞানীরা?* আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় ক্লাউড বার্স্ট বলে কোনো শব্দ নেই। একটি জায়গায় ১ ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে বোঝার সুবিধার জন্য অনেকে সেটাকে ক্লাউড বার্স্ট বলেন। আসলে এটা হল মেঘের ব্লকিং বা একই জায়গায় আটকে যাওয়া এবং আর সামনে এগোতে না পারা। অত্যন্ত শক্তিশালী বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘ নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গের ওপর কাল দুপুরের পর থেকে জমা হচ্ছিল। তবে আনুষঙ্গিক বেশ কিছু কারণে সেগুলো আর হাওড়া জেলা ছাড়িয়ে উত্তরের দিকে যেতে পারেনি। বেশি সংখ্যক মেঘের ব্লকিং বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন মেঘপুঞ্জ তৈরি করে সন্ধ্যে নাগাদ। রাতে সেই কারণেই সর্বকালীন রেকর্ড বৃষ্টি হয় কলকাতায়। সূত্র সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। অবসর প্রাপ্ত পূর্বাঞ্চলীয় ডেপুটি ডিরেক্টর। কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক।
0
comment0
Report
ASAyan Sharma
Sept 23, 2025 13:08:25
Kolkata, West Bengal:# স্বাস্থ্য ভবন সূত্রে খবর ,একটানা বৃষ্টিতে হাসপাতালগুলোর কি অবস্থা জানতে জরুরী বৈঠক। স্বাস্থ্য ভবনের বিশেষ সচিবের তরফ থেকে বৈঠক ডাকা হল। দুপুর দুটো নাগাদ বৈঠক। বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল কে। # জলমগ্ন পরিস্থিতিতে, হাসপাতালে কোথাও কোন পরিষেবা বিঘ্নিত হয়েছে কিনা জানতে চাওয়া হয়। # প্রত্যেকটি হাসপাতালের প্রিন্সিপালের তরফ থেকে জলমগ্ন পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনে। #সূত্রের খবর সেই রিপোর্টে উল্লেখ রয়েছে, এই বিপর্যয়ের জেরে আউটডোর পরিষেবা বেশ কিছুটা বিঘ্ন ঘটে । তবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে গ্রাউন্ড ফ্লোরে থাকা যন্ত্রাংশে জল ঢুকে কোন ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে, রিপোর্ট জমা দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনে। কোন ধরনের অপারেশন পিছিয়ে দেওয়া হয়েছে কিনা এই পরিস্থিতির জেনে তা জানতে চান স্বাস্থ্য ভবনের বিশেষ সচিব। যদিও অপারেশন পিছিয়ে দেওয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি বলে জানানো হয়েছে প্রিন্সিপালদের তরফ থেকে।।
0
comment0
Report
RDRaktima das
Sept 23, 2025 13:05:04
Kolkata, West Bengal:এক রাতের অস্বাভাবিক দৃষ্টিতে শহর ভাবছে। এই অবস্থায় শহরের জল নামাতে ৩৩৯ টি অতিরিক্ত পাম্প সচল করল কলকাতা পুরসভা। কর্তৃপক্ষের বক্তব্য, সকাল থেকে লকগেট খোলা থাকায় পাম্প চালানো যায়নি, তাতে গঙ্গার জল শহরে ঢোকার সম্ভাবনা ছিল। ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত হাই টাইট থাকায় লোকগেট বন্ধ করে ৩৩৯ টি পাম্প সচল করা হয়েছে। এছাড়া ২৫ টি পোর্টেবল পাম্প কাজে লাগানো হচ্ছে। কন্ট্রোল রুম থেকে চলছে ২৪ ঘণ্টার নজরদারি। শহরের জল নামানোর জন্য অত্যাধুনিক মেশিনও ব্যবহার করা হচ্ছে। Gully-pit emptier machine - নর্থ কলকাতায় থাকছে ১০ টি, সেন্ট্রাল কলকাতায় ১৫ টি, সাউথ কলকাতায় ১৫। Jet cum suction machine - নর্থ কলকাতায় থাকছে ১৩ টি, সেন্ট্রাল কলকাতায় ২৮ টি, সাউথ কলকাতায় ২২। Manhole de-silting machine - নর্থ কলকাতায় থাকছে ৪১ টি, সেন্ট্রাল কলকাতায় ৬৫ টি, সাউথ কলকাতায় ৫৬। Open nullah de-silting machine - নর্থ কলকাতায় থাকছে ২ টি, সেন্ট্রাল কলকাতায় ১ টি, সাউথ কলকাতায় ২। 3 in 1 machine - নর্থ কলকাতায় থাকছে ২ টি, সেন্ট্রাল কলকাতায় ৭ টি, সাউথ কলকাতায় ৬। Blow-vac machine- নর্থ কলকাতায় থাকছে ২ টি, সেন্ট্রাল কলকাতায় ৩ টি, সাউথ কলকাতায় ৩। Power bucket machine - নর্থ কলকাতায় থাকছে ১১ টি, সেন্ট্রাল কলকাতায় ১৮ টি, সাউথ কলকাতায় ১৭।
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 23, 2025 13:04:57
Kolkata, West Bengal:PUJA DISASTER প্রতিপদের রাত থেকে দ্বিতীয়ার ভোর পর্যন্ত সাম্প্রতিক কালের সব থেকে প্রবল বর্ষণে বিদ্ধস্ত কলকাতায় এই মুহূর্তে সব থেকে বড় আশঙ্কার জায়গা দুর্গা পুজো কে কেন্দ্র করে। শহরের অজস্র ছোট পুজোর হৃদয়বিদারক ছবি পুজো প্রেমীদের মন খারাপের জন্য যথেষ্ট। পাশাপাশি বিগ বাজেট নামকরা পূজগুলো এক রাতের ধাক্কায় বিমর্ষ। কাশী বোস লেন মেন রোড থেকে ঢোকার রাস্তা পুরোটাই জল জমে। মণ্ডপ খোলা আকাশের নিচে। জুতো হাতে নিয়ে গুটিকয়েক মানুষ ঠাকুর দেখতে এসেছেন। তারাও পুজো নিয়ে উদ্বিগ্ন। বাইট নান্টু ওয়াক থ্রু সিকদার বাগান সর্বজনীন। থিমের অঙ্গ নয়। কিন্তু আজ জলের ওপর বিরাজ মান দেবী দূর্গা। গোটা রাস্তা জলমগ্ন। তচনচ সামনের মণ্ডপ সজ্জা। রাস্তায় থৈ থৈ করছে মণ্ডপে লাগানো সরঞ্জাম। বাইট নান্টু ওয়াক থ্রু হাতিবাগান সর্বজনীন। থিমের নাম ঘাট কথা। সত্যিই যেন সামনে দিয়ে নদী বয়ে চলেছে। পুজোর কর্মকর্তা ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সভাপতি শাশ্বত বসু। তিনি শুধু নিজের পুজো নয় গোটা কলকাতার দুর্গাপুজো নিয়ে চিন্তিত। বাইট শ্বাশত বসু অয়ন ওয়াক থ্রু চোরবাগান সর্বজনীন সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে পার্বতী ঘোষ রোডের মণ্ডপ পর্যন্ত আলোকসজ্জা সম্পূর্ণ করে ফেলেছিল। তার ট্রায়াল হয়ে যাওয়ার পর আজ ভোরে সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আলো খুলে রেখেছে। নাহলে গোটা পাড়া শর্ট সার্কিট হওয়ার আশঙ্কা ছিল। নতুন করে নিম্নচাপ দানা বাঁধছে ২৫ তারিখ। এতবড় আঘাতের পর দ্বিতীয় আঘাত সহ্য করা যাবে কিনা জানা নেই উদ্যোক্তাদের। বাইট জয়ন্ত ব্যানার্জি। সম্পাদক। অয়ন ওয়াক থ্রু
0
comment0
Report
ALArup Laha
Sept 23, 2025 13:04:40
Belna, West Bengal:স্বপ্ন উড়ান ফের চালু, নিট কোচিংয়ে সুযোগ পেল ৮৫ ছাত্রছাত্রী।পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে ফের চালু হল ‘স্বপ্ন উড়ান’। কোভিড পর্বে বন্ধ হয়ে যাওয়া এই বিশেষ প্রকল্পের মাধ্যমে জেলা প্রশাসন আবারও নিট পরীক্ষার প্রস্তুতিতে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াল। মঙ্গলবার থেকেই নতুন করে শুরু হয়েছে এই উদ্যোগ। জেলাশাসক আয়েষা রাণী এ. জানান, জেলার ৪০টি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষার ভিত্তিতে ৮৫ জন মেধাবীকে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। এই কোচিং অনুষ্ঠিত হবে বর্ধমানের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে। প্রতি সপ্তাহে শনিবার, রবিবার ও ছুটির দিনে চলবে ক্লাস। মোট ৬ জন শিক্ষক নিয়মিত প্রশিক্ষণ দেবেন। এছাড়াও দিল্লি থেকে শিক্ষকরা দু’মাস অন্তর এসে বিশেষ সেশন নেবেন। কোচিং পরিচালনার দায়িত্বে রয়েছে দিল্লির একটি সংস্থা। জেলা প্রশাসনের আশা, এই উদ্যোগে জেলার অনেক মেধাবী ছাত্রছাত্রী নিট পরীক্ষায় সাফল্য অর্জন করবে। জেলাশাসক বলেন, “স্বপ্ন উড়ান শুধুমাত্র কোচিং নয়, এটা মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্নপূরণের সেতু।” বাইট। আয়েশা রানী এ( জেলাশাসক)। 230925ZG_BWN_DM
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top