Back
आरामबाग में लाल पताकाओं ने बदला सियासी तापमान
DSDIBYENDU SARKAR
Sept 20, 2025 05:32:37
Arambag, West Bengal
আরামবাগঃ১৯ সেপ্টেম্বর
-----------------------------------------------------------------------
দীর্ঘদিন পর আবারও আরামবাগে লাল ঝান্ডায় ঢাকলো গোটা এলাকা। বিশেষত আরামবাগ শহরের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত শুধুই লাল আর লাল।আর এই লালের আবহে ঢেকেছে সবুজ ও গেরুয়া।গোটা শহর জুড়ে লাল পতাকায় মুড়ে ফেলা হয়েছে।আর লালের উদ্ভাবনায় এবার প্রশ্ন উঠেছে যে,তাহলে কি তৃণমূল ও বিজেপির ওপর আস্থা হারাচ্ছে মানুষ? আরা সেই জেরে ফের কি মাথাচারা দিচ্ছে লালের বাম। তাহলে কি ফের সিপিএমেই আস্থা ফিরছে মানুষের।কারণ যে ভাবে শহর কে লাল পতাকায় মুড়ে ফেলা হয়েছে তাতে করে মানুষের মনে একটা যেন সেই আশা সেই ভরসা ফিরছে।সিপিএমের কৃষক সভার ৩৭ তম সম্মেলন হচ্ছে আরামবাগে।আর সেই সভায় যোগ দিতে কাতারে কাতারে সিপিএমের কর্মীরা এসে হাজির হন।শুক্র ও শনিবার দু'দিন ব্যাপী কৃষক সভার সম্মেলনে যে মিছিল করা হয় তাতে বহু মানুষ এসে হাজির হয়েছে।প্রকাশ্য জনসভায় হাজির হয়েছেন বহু মানুষ।আর এতেই আশা ও ভরসা পাচ্ছে সিপিএম।আরামবাগের বাসুদেব পুর মোড় থেকে গৌরহাটি মোড়, বসন্তপুর মোড়,আরামবাগ নেতাজী মোড়,পল্লীশ্রী,সহ গ্রামী এলাকায় আরামবাগ কলকাতা রাজ্য সড়ক জুড়ে শুধুই লাল আর লাল।সেখানে সবুজ বা গেরুয়ার কোন চিহ্নই পাওয়া যায়নি।কোন কোন জায়গায় থাকলেও তা লালের ঢাকায় ঢেকেছে তাদের মুখ।আর রীতিমত পুলিশি প্রহরার মধ্যে তাদের সম্মেলন চলছে।অত্যন্ত সুশৃঙ্খলভাবে, সুনির্দিষ্ট সময়ে ও নিয়মানুবর্তিতার মধ্যে আরামবাগের রবীন্দ্র ভবনে তাদের এই জেলা সম্মেলন হয়।আর আরামবাগের নিমতলা এলাকায় আরামবাগ কলকাতা রাজ্য সড়কের পাশেই তাদের সেই চেনা মুখগুলোর প্রচেষ্টায় প্রকাশ্য সমাবেশ।আর গণ সঙ্গীত চলে।তা শুনে পথ চলতি মানুষ জনের কন্ঠে মন্তব্য শোনা গেলো,এই গান আর শোনাই যায় না।খুব ভালো লাগছে বহু দিন পর সেই সুর মুখরিত হচ্ছে দিকবিদিক। আর এই দৃশ্য দেখেই তাদের মন্তব্য,তাহলে কি মানুষ তৃণমূল বা বিজেপিতে আর আস্থা নেই?আস্থা কি ফিরছে সিপিএমেই।
আগামী বছরই বিধান সভা ভোট।কিন্তু আরামবাগে কতটা ফল করতে পারবে সিপিএম।যদিও গত বিধান সভা নির্বাচনে সিপিএম মাত্র ভোট পেয়েছিল মাত্র টি ভোট।লোকসভা নিরিখেও সিপিএমের ভোট ছিল।একেবারে তলানিতে।সেই দুরবস্থার মধ্য থেকে কি ফিরতে পারবে সিপিএম? এমনই প্রশ্ন উঠেছে এলাকায়। আর এই আবহাওয়ায় ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে তারকেশ্বরের কেশব চক গ্রাম পঞ্চায়েত দখল করে নেয় সিপিএম।ধীরে ধীরে যে ভাবে সিপিএমের কর্মসূচি গুলি সফলতা লাভ করছে তাতে করে বহু মানুষই বলতে শুরু করেছে বিজেপির নেই কোন নীতি আর তৃণমূলের সম্পদ দূর্নীতি। তাই আস্থা সিপিএমেই আনো।
যদিও তৃণমূল ও বিজেপি সেই ভাবে কোন গুরুত্ব দেয়নি।এড়িয়ে গেছেন উভয় নেতৃত্ব।
সিপিএমের হুগলি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন,দেখুন,আমাদের আমলে যে বাঁধন ছিল সেটা তো আর মানুষ এখন দেখতে পাচ্ছেন না। এখন তারা দূর্নীতি কথাটায় অভ্যস্ত হয়ে গেছেন। তলা থেকে ওপর মহল,সর্বত্রেই দূর্নীতি ধরা পড়েছে।তা নিয়ে ব্যাপক দ্বন্দ্ব ওদের দলীয় অন্দরে যা টেনে ছাড়ানো দায়।তাই মানুষ এবার তাদের ভুল বুঝতে পারছেন। আমরা চেষ্টা করব,শুধু আরামবাগই নয়,গোটা বাংলায় ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় আছে বাম ফ্রন্ট।সুতরাং আস্থা নেই দুই বি টিমের ওপরেই।
বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা বলেন, আরে একদিন দুচারশো লোক নিয়ে এলেই কি ওরা চাঙ্গা হয়ে গেলো?সেই ওদের আমলে ওরা যে সমস্ত পরিবারের সদস্যদের প্রাইমারি বা অঙ্গন ওয়ারিতে চাকরি দিয়েছিল সেই সব হাতে গোণা সদস্যরাই এসেছেন। মানুষ আর ওদের চালে পা দেবেন না।আর তৃণমূলের এত টাই দুর্নীতি যে তাদেরও আর মানুষ নেবে না। সিপিএম ছিল
,তৃণমূল আছে। তাই তারা কিন্তু বাংলা টা শেষ হয়ে গেছে।তাকে বাঁচাতেই মানুষ বিজেপির হাত ধরতে শুরু করে দিয়েছে।
এদিকে তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেন,এ আর কি ব্যাপার। সিপিএম তো এখন ছবি হয়ে গেছে। মাঝে মাঝে মাথা তোলার চেষ্টা করছে।পারবে না।তার আগেই মাথা নত হয়ে যাবে।যে ভাবে ওরা ঘুমাচ্ছিল আর জেগে উঠতে পারবে না।মমতা বন্দ্যোপাধ্যায় এর ওপরেই তাদের সমস্থ আস্থা আছে।এক দিন দুদিন কোন প্রোগ্রাম করলেই কি তারা আবার উঠতে পারবে? কখনওই না।
---------------------------------------------
এক নজরে আরামবাগ। কার কোথায় অবস্থান ছিল
*****************************
২০২৪ সালের লোকসভা ভোটে আরামবাগ লোকসভায় মোট ভোটার ছিলেন ১৮,৮৩,২৬৬।
আর ফলাফলের নিরিখে
যে চিত্র ছিল তাতে করে তৃণমূলের মিতালি বাগ পেয়েছিলেন ৭১২৫৮৭ টি ভোট।(৪৫.৭১%)।বিজেপির অরূপ কান্তি দিগর পেয়েছিলেন ৭০৬১৮৮ টি ভোট।(৪৫.৩০%)।আর সিপিএমের বিপ্লব মৈত্র পেয়েছিলেন ৯২ ৫০২ টি ভোট (৫.৯৩%)।
স্লাগ--- 2009ZG_ARM_CPM_R
ছবি, বাইট ও ওয়াক থ্রু আছে 2 C তে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBarun Sengupta
FollowSept 20, 2025 07:18:340
Report
KMKIRAN MANNA
FollowSept 20, 2025 07:18:220
Report
PDPradyut Das
FollowSept 20, 2025 07:02:480
Report
MMManoranjan Mishra
FollowSept 20, 2025 07:02:210
Report
ABArup Basak
FollowSept 20, 2025 06:47:240
Report
BSBarun Sengupta
FollowSept 20, 2025 06:34:110
Report
SCSaurav Chaudhuri
FollowSept 20, 2025 06:22:013
Report
BBBimal Basu
FollowSept 20, 2025 06:19:193
Report
CDChampak Dutta
FollowSept 20, 2025 06:19:050
Report
STSrikanta Thakur
FollowSept 20, 2025 04:49:192
Report
ABArup Basak
FollowSept 20, 2025 04:48:504
Report
PDPradyut Das
FollowSept 20, 2025 04:48:403
Report
PDPradyut Das
FollowSept 20, 2025 04:48:254
Report
ABArup Basak
FollowSept 20, 2025 04:01:570
Report