Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

हैरान कर देने वाला खुलासा: Howrah के गोदाम से नकली रेशन पकड़े गए

DGDebabrata Ghosh
Sept 14, 2025 11:47:14
Howrah, West Bengal
রেশনের চাল ও আটা গোপনে অন্য প্যাকেটে ভরে বিক্রির অভিযোগ।পুলিশি অভিযানে বাজেয়াপ্ত প্রচুর সামগ্রী।আটক এক। সিল করে দেওয়া হলো গোডাউন।হাওড়ার বড়গাছিয়া স্টেশন রোড এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুরে জগৎবল্লভপুর থানার পুলিশের অভিযান। বড়গাছিয়া স্টেশন রোড এলাকায় ওই গোডাউনে তল্লাশি চালানোর সময় দেখা যায় বস্তা বস্তা রেশনের সরকারি চাল ও আটা উদ্ধার প্যাকেটে ভরা হচ্ছে।সেগুলো বাজেয়াপ্ত করে পুলিশ।গোডাউনের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।পাশাপাশি পুলিশ গোডাউনটি বন্ধ করে সিল করে দেয়। জগৎবল্লভপুর থানার পক্ষ থেকে ইতিমধ্যেই খাদ্য দপ্তর কে বিষয়টি জানানো হয়েছে। 1409zg_hwh_raid_r
6
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ANArnabangshu Neogi
Sept 14, 2025 14:05:56
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 14, 2025 14:05:47
Dihierench, West Bengal:*কোলাঘাটে প্যানেল চাকরি হারানো শিক্ষকের মৃত্যু, পুনরায় এসএসসি ছিল দিতে পারল না আজ। পরিবারের দাবি মানসিক চাপে ভেঙে পড়ে প্রাণ হারালেন। অভিযোগ পরিবারের।* পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের আড়িশান্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ কুমার মন্ডলের মৃত্যুতে শোকের ছায়া। পরিবারের দাবি, ২০১৬ সালের প্যানেলের চাকরি চলে যাওয়ার পর থেকেই মানসিক চাপে ভেঙে পড়েছিলেন তিনি। সংসার চালাতে শুরু করেন টিউশন পড়ানো। পাশাপাশি রাত জেগে ফের এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। গত বৃহস্পতিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন সন্তোষবাবু। প্রথমে তাঁকে মেচগ্ৰামে, পরে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চাকরি হারানোর মানসিক চাপই তাঁর মৃত্যু ডেকে এনেছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 14:05:19
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_EARTHQUAKE_R R & R1 বলে ভিসুয়াল, বাইট ২সি তপ গেছে। ভূমিকম্প আসামের ভূমিকম্পের রেশ জলপাইগুড়ি জেলা জুড়ে। ঘর ছেড়ে রাস্তায় আতঙ্কিত মানুষ। ফের বিশ্বকর্মা পূজার প্রাক্কালে ভূমিকম্পে কেঁপে উঠলো জলপাইগুড়ি। ভূমিকম্পে কেঁপে উঠল জলপাইগুড়ি, আতঙ্কিত সাধারণ মানুষ রবিবার বিকেল ৪টা ৪১ মিনিটে আসামের ঢেকিয়াজুলি থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সমগ্র উত্তরবঙ্গ। ভূমিকম্পের কম্পন জলপাইগুড়ি শহর ও আশেপাশের বিস্তীর্ণ এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়। হঠাৎ মাটি কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। অনেকে ঘরবাড়ি ও দোকানপাট থেকে দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন। বহুতল ভবনগুলিতে থাকা বাসিন্দাদের মধ্যে ভয় আরও তীব্র হয়। যদিও এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবুও এই ভূমিকম্পে মানুষের মধ্যে চরম দুশ্চিন্তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, উত্তর-পূর্বাঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় সতর্ক থাকা প্রয়োজন। জলপাইগুড়ি প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ভূমিকম্পের পর থেকেই স্থানীয় মানুষ আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করছেন। বাইট :- ১) আনন্দ সাহা ( গ্রামবাসী) ২) সন্ধ্যা মন্ডল ( গ্রামবাসী) রিপোর্ট :-প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি)
0
comment0
Report
MMManoj Mondal
Sept 14, 2025 14:05:05
Kolkata, West Bengal:কংগ্রেস নেত্রীকে ঠাকুরবাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ এনে ঠাকুর বাড়ি কারোর বাবার নয় বলে মন্তব্য করলেন  জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি । রবিবার গাইঘাটার ঠাকুরনগরের স্টেশন সংলগ্ন এলাকায় মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বর দাবিতে কংগ্রেসের সভায় যোগ দিয়ে ছিলেন তিনি ৷ সেই সভা থেকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে মতুয়াদের ভাগাভাগি করা সহ একাধিক অভিযোগ তুলেছেন৷ সেখানেই কংগ্রেসের জেলা নেত্রী ইন্দ্রানী দত্ত চৌধুরীকে দিন কয়েক আগে ঠাকুর বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলে রাজ্য সভাপতি বলেন ঠাকুরবাড়ি কারো বাবার জায়গায় না ৷ সেখানে সবাই যেতে পারেন ৷ আমরা সকলে যাব রাহুল গান্ধী আসবে ঠাকুরনগরে ৷ তখন কে ঠেকায় আমরা দেখব ৷ তিনি বলেন বর্তমানে যারা ঠাকুরবাড়িতে রয়েছেন রাজনীতির ময়দানে নেমে ঠাকুর বাড়ি ভাগাভাগির জায়গা তৈরি করে দিয়েছেন I তৃণমূল বিজেপি করে ভক্তদের ভাগাভাগি করছেন আপনারা৷ ঠাকুরবাড়ি থেকে যারা জনপ্রতিনিধি হয়েছেন তাদের উদ্দেশ্যে বলেন যে বিভিন্ন দলে দাঁড়িয়েছেন আপনারা ভক্তদের সমাবেশ করে জিজ্ঞাসা করেছিলেন ৷ সাংসদ শান্তনু ঠাকুর এর উদ্দেশ্যে তিনি বলেন শান্তনু ঠাকুর আপনার ক্ষমতা থাকলে আপনি সিএএ কার্ড দিন ৷ কেন মানুষের সঙ্গে মিথ্যাচার করছেন ৷ মতুয়ারা নাগরিক ছিল নাগরিক আছে নাগরিক থাকবে ৷ মতুয়া সাধারণ মানুষের উদ্দেশ্যে সভা থেকে তিনি বলেন মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিন সাধারণ মানুষ ৷ জানতে চান সিএএ আইন বলবত করার জন্য কেন তৃণমূল সাংসদরা লড়ছেন না ৷
0
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 14:04:45
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_EARTHQUAKE_R1 R & R1 বলে ভিসুয়াল, বাইট ২সি তপ গেছে। ভূমিকম্প আসামের ভূমিকম্পের রেশ জলপাইগুড়ি জেলা জুড়ে। ঘর ছেড়ে রাস্তায় আতঙ্কিত মানুষ। ফের বিশ্বকর্মা পূজার প্রাক্কালে ভূমিকম্পে কেঁপে উঠলো জলপাইগুড়ি। ভূমিকম্পে কেঁপে উঠল জলপাইগুড়ি, আতঙ্কিত সাধারণ মানুষ রবিবার বিকেল ৪টা ৪১ মিনিটে আসামের ঢেকিয়াজুলি থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সমগ্র উত্তরবঙ্গ। ভূমিকম্পের কম্পন জলপাইগুড়ি শহর ও আশেপাশের বিস্তীর্ণ এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়। হঠাৎ মাটি কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। অনেকে ঘরবাড়ি ও দোকানপাট থেকে দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন। বহুতল ভবনগুলিতে থাকা বাসিন্দাদের মধ্যে ভয় আরও তীব্র হয়। যদিও এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবুও এই ভূমিকম্পে মানুষের মধ্যে চরম দুশ্চিন্তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, উত্তর-পূর্বাঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় সতর্ক থাকা প্রয়োজন। জলপাইগুড়ি প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ভূমিকম্পের পর থেকেই স্থানীয় মানুষ আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করছেন। বাইট :- ১) আনন্দ সাহা ( গ্রামবাসী) ২) সন্ধ্যা মন্ডল ( গ্রামবাসী) রিপোর্ট :-প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি)
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 14, 2025 14:04:35
Dihierench, West Bengal:*দীঘা-তাজপুর-মান্দারমনিতে পুজোর মুখে পুলিশের বড়সড় অভিযান, দেহব্যবসার অভিযোগে আটক ২৭* পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা, তাজপুর, মান্দারমনি প্রভৃতি এলাকায় দিনের পর দিন বেড়ে চলা অবৈধ দেহব্যবসার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল রামনগর থানার পুলিশ। অভিযোগ, বিভিন্ন রাজ্য থেকে আসা মহিলাদেরকে অসাধু ব্যবসায়ীরা ভাড়া ঘর ও লজে আশ্রয় দিয়ে অবৈধ ব্যবসায় লিপ্ত করছিল। শুধু তাই নয়, রাস্তার ধারে দাঁড়িয়েও এই কাজ চলছিল দীর্ঘদিন। এদিন গভীর রাতে পিছাবনী ও চাউলখোলা সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে পুলিশ ২২ জন মহিলাকে আটক করে। তাঁদের বিরুদ্ধে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি মিডলম্যান ও ভাড়াটিয়া হিসেবে কাজ করা আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মোট ২৭ জনকে (যার মধ্যে ২ জন পুরুষও রয়েছে) আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তিদের শনিবার কাঁথি আদালতে তোলা হয়েছে। অভিযোগ, একের পর এক এই ধরনের দুষ্কর্মে এলাকার পরিবেশ ক্রমশ দূষিত হচ্ছিল। স্থানীয় মানুষ বারবার পুলিশের কাছে অভিযোগ জানাতেন। অবশেষে সেই অভিযোগের ভিত্তিতেই বিশেষ অভিযান চালায় রামনগর থানার পুলিশ। প্রসঙ্গত, শুধুমাত্র লজ বা হোটেলই নয়, ব্যক্তিগত বাড়িতে ভাড়া রেখে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালানো হচ্ছিল বলে অভিযোগ।
0
comment0
Report
MMManoj Mondal
Sept 14, 2025 14:04:21
Kolkata, West Bengal:মধ্যমগ্রাম থানার অন্তর্গত আবদালপুর এলাকায় একটি সোনার দোকানে গত ২রা সেপটেম্বর দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। দোকানের মালিক জানায়, একজন যুবক দোকানে এসে বিভিন্ন সোনার গহনা দেখতে চাওয়ার অজুহাতে বেশ কয়েকটি সোনার গহনা নিয়ে পালিয়ে যায় বাইকে চড়ে। এবার সেই ঘটনায় গতকাল রাতে অনুভব পাল, রাহুল বিশ্বাস, মোহাম্মদ মাহবুব হাসান ও শুভজিৎ দাস মোট ৪ জনকে বারাসাত ও মধ্যমগ্রাম এলাকা থেকে গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। আজ ধৃত যুবকদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। বিচারক ৪ জন অভিযুক্ত যুবকদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে খবর,প্রথম থেকে পরিকল্পনা মোতাবেক ধৃত ৪ যুবক ২ রা সেপ্টেম্বর মধ্যমগ্রাম আবদালপুরের ওই সোনার দোকানের কাছে পৌঁছয়। ধৃতদের মধ্যে মোহাম্মদ মাহবুব হাসান মধ্যমগ্রাম এলাকার স্থানীয় যুবক হওয়ায় ও পাশাপাশি ওই দোকানের নিয়মিত ক্রেতা হওয়ায় দোকান চিহ্নিতকরণে সহায়তা করে। পরবর্তীতে ২রা সেপ্টেম্বর দুপুরে পূর্ব পরিকল্পনামাফিক রাহুল ও অনুভব বাইক নিয়ে পৌঁছায় ওই দোকানের সামনে। বাইরে অনুভব বাইক নিয়ে অপেক্ষা করছিল সেই সময় রাহুল দোকানের ভিতরে গিয়ে গহনা দেখতে থাকে এরপরই সুযোগ বুঝে বেশ কয়েকটি সোনার গহনা নিয়ে অনুভবের বাইকে করে চম্পট দেয় রাহুল। পরবর্তীতে চারজন পুনরায় নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে চুরি করা গহনা ভাগাভাগি করে নেয়। তবে খোয়া যাওয়া গহনা এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বলে খবর। যদিও এ প্রসঙ্গে অভিযুক্তদের আইনজীবী আলোক সমাজপতি বলেন, ধৃত চার যুবকের মধ্যে দুজন নিরীহ যুবক এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তাদের থেকে কিছুই পাওয়া যায়নি এখনো পর্যন্ত বলে দাবি তার। বাইট:- অলোক সমাজপতি, অভিযুক্তদের আইনজীবী।
0
comment0
Report
EGE GOPI
Sept 14, 2025 14:04:07
Kharagpur, West Bengal:বিজেপি-র মহিলা নেত্রী তথা ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে অপর এক রাজনৈতিক কর্মীকে জুতো মারার অভিযোগ ঘিরে শোরগোল খড়্গপুর শহরে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি গতকাল অর্থাৎ শনিবারের। অভিযুক্ত বিজেপি নেত্রীর নাম মমতা দাস। তিনি ৩১নং ওয়ার্ডের কাউন্সিলরও। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওই ওয়ার্ডেরই (৩১ নং) সক্রিয় বিজেপি নেতা অশোক সিং-কে তিনি দলীয় কার্যালয়ে ঢুকে জুতো মেরেছেন। ভাইরাল ভিডিও-তেও মমতাকে জুতো মারতে দেখা গিয়েছে। বাধা দেওয়ার চেষ্টা করেন অশোক। শোনেননি মমতা। পর পর দু'বার জুতো মারতে দেখা যায় বিজেপি-র মহিলা কাউন্সিলরকে। ঘটনার প্রতিবাদ করে এরপর অশোক নিজেই একটি ভিডিও রেকর্ড করে পোস্ট করেন। সেখানে অশোক দাবি করতে থাকেন, "দেখুন আপনারা, আমাকে চপ্পল দিয়ে কিভাবে মারেছে। এক্ষুনি আমি পুলিশকে ডাকছি।" এরপরই অশোক বলতে থাকেন, "মহিলা হওয়ার সুবিধা নিয়ে নে!" পাল্টা মমতা দাবি করেন, "তোর মতো চোর নই আমি...টাকা চাওয়ার প্রমাণ দেখা!" রবিবার এই বিষয়ে অশোক ক্যামেরার সামনে বলেন, "২০২২ সালে আমিই ওকে জিতিয়ে নিয়ে এসেছিলাম। এখন খুব বড় হয়ে গেছে! ওই ওয়ার্ডেরই এক বাসিন্দা দীর্ঘদিন ধরে রাস্তার ধারে চাউমিনের দোকান বসানোর কথা বলছিলেন কাউন্সিলরকে। শনিবার কাউন্সিলর ওর কাছ থেকে ১০ হাজার টাকা চায়। আমি সেটার প্রতিবাদ করতেই, কাউন্সিলর একজনকে সঙ্গে নিয়ে পার্টি অফিসে ঢুকে আমাকে জুতো মারার চেষ্টা করে! আমি প্রতিবাদ করি।" খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন অশোক। সেইসঙ্গেই দলীয় নেতৃত্বের কাছেও লিখিত আকারে বিষয়টি জানাবেন বলে জানান তিনি। পাল্টা বেবি কোলের সুরেই বিজেপি-র মমতাও দাবি করেছেন, "আমার গায়ে আগে হাত দিয়েছে। সবসময় আমাকে বাজে ভাষায় গালিগালাজ করে। রাস্তায় বেরোলেই বিভিন্ন ছেলেদের পেছনে লাগিয়ে দেয়। সেজন্যই মেরেছি...নিশ্চয়ই মারব!" অশোক সিং-কে বিজেপি কর্মী মানতেও নারাজ মমতা। তিনি বলেন, "আশোক সিং একজন সমাজবিরোধী। বিজেপি-ও করেনা, তৃণমূলও করেনা। কোনও দলই ওকে নিতে চায়না!" তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, "অশোক সিং নিজেও একজন তোলাবাজ। ওদের মধ্যে তোলা নিয়ে কি গন্ডগোল হয়েছে, বলতে পারবনা! তবে, বিজেপি-র এটাই সংস্কৃতি।" ঘটনার নিন্দা করে জেলা বিজেপি-র নেতা অরূপ দাসও বলেন, "একটি ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখেছি। ঠিক কি হয়েছে, জানিনা। খোঁজ নেব। এই সমস্ত ঘটানা তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ পার্টিতে হয়। বিজেপি-র মতো শৃঙ্খলাবদ্ধ দলে এসব হয়না। দল নিশ্চয়ই খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।"
0
comment0
Report
NHNantu Hazra
Sept 14, 2025 14:03:49
Salt Lake City, Utah:Newtown youth club is organizing the 3rd open chess tournament and Drawing workshop. বিগত বছরগুলোর মত এই বছরেও নিউটাউন ইউথ ক্লাবের তরফ থেকে আয়োজন করা হয় চেস (chess) টুর্নামেন্ট ও আর্ট কম্পিটিশন। উদ্যোক্তাদের দাবি, বিগত বছরগুলি থেকে এ বছর অংশগ্রহণকারীদের সংখ্যা অনেক বেশি। নিউ টাউন ইয়ুথ ক্লাব ২০২১ সালে এই টুর্নামেন্টের আয়োজন করে। এর আগের বছরে উদ্দেশ্য পার্টি সিমেন্ট নিয়ে চেস টুর্নামেন্ট করা হয়। এবছর সেই সংখ্যাটা বেড়ে ২৭০ এ এসে পৌঁছেছে। এছাড়া ২০ জন আর্টিস্ট যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারা লাইভ ছবি আঁকছেন। এছাড়া আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করেছে ৮০ জন। পুরস্কার হিসেবে ক্যাশ মানি যেরকম রয়েছে তেমন ট্রফি  রয়েছে সার্টিফিকেট ও রয়েছে। বাইট..... অমিত কুমার সিনহা ( নিউ টাউন ইয়ুথ ক্লাবের প্রেসিডেন্ট)
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Sept 14, 2025 14:03:28
Kalna, West Bengal:নতুন বিবাহিত হাতের নোয়া খুলবো না, বলে পরীক্ষা না দিয়ে চলে গেলেন এসএসসি পরীক্ষার্থী, আরেকজন পরীক্ষার্থীও শেষ পর্যন্ত নোয়া খুলেই পরীক্ষা দিতে গেলেন পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা হলে ঢোকার সময় হাতের নোয়া খুলতে বলায় , নোয়া না খুলে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা বাড়ি পথে , সধবা মেয়ে সিঁদুর শাখা নোয়া কেন খুলবে, প্রশ্ন পরীক্ষার্থীর বিবাহিত মহিলা পরীক্ষার্থীর দাবি নোয়া খুলবনা , তাতে তাদের পরীক্ষা না দিতে হয় দেব না। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান এরকম অভিযোগ তাদের কাছে আসেনি । কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে আজ এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯৭ । নিরাপত্তা ব্যবস্থায় কোন খামতি রাখেনি প্রশাসন। পরীক্ষার্থীদের জানানো হয়েছিল কোনরকম ধাতবও জিনিস সঙ্গে করে আনা যাবে না , তাই বিবাহিত মেয়েদের হাতের পলা, নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশ মানতে বলে প্রশাসন। কিন্তু দুজন পরীক্ষার্থী হাতের নোয়া খুলতে নারাজ ছিলেন। একজন শেষমেশে নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেও। আরেক বিবাহিত মহিলা প্রার্থী পরীক্ষা না দিয়ে , বাড়ি ফিরে গেল বাইট এক - পরীক্ষার্থী বাইট দুই - পরীক্ষার্থী বাইট তিন - শিক্ষিকা ছবি 2C তে 14925-KLN-SSC-R
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 14, 2025 14:03:17
Asansol, West Bengal:গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু,শরীরে একাধিক আঘাতের চিহ্ন। খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের বাপের বাড়ির । ঘটনা জানাজানি হতেই এলাকায় চরম উত্তেজনা। শ্বশুরবাড়ি সহ একাধিক বাড়িতে ভাঙচুর চালালো একদল যুবক। আসানসোলের রানীগঞ্জের নিমচার আমকোলা ঘটনা। অভিযোগ স্বামী পার্থ গোপ সহ শ্বশুর বাড়ির সদস্যরা বাপের বাড়ি থেকে অনবরত টাকা দাবি করে। শেষ ১ লক্ষ টাকা আনতে চাপ তৈরি করে শ্বশুর বাড়ির লোকেরা বলে অভিযোগ। তা না মেলায় গৃহবধু পাপিয়াকে খুন করেছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই গ্রামে গিয়ে একাধিক বাড়িতে ভাঙ্গচুর চালায় বাপের বাড়ির সদস্যরা বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আসানসোলের বারাবনির গোরান্ডির মেয়ে পাপিয়ার দুই বছর আগে বিয়ে হয়েছিল রানিগঞ্জের আমকোলা গ্রামের পার্থ গোপের। তাদের একটা কন্যা সন্তানও আছে। এখন এই উত্তেজনা দেখে পুলিশ মোতায়েন রয়েছে।। 1409ZG_ASN_WIFE_DEAD_VIOL বাইট ১) পাঁচু গোপ গ্রামবাসী ২) প্রিয়া মন্ডল মৃতের মাসি
0
comment0
Report
BMBiswajit Mitra
Sept 14, 2025 14:02:49
Ranaghat, West Bengal:অস্বাস্থ্যকর পরিবেশে ছানা পরিবহন, বিপদের মুখে শহরবাসীর স্বাস্থ্য নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কলকাতা শহরের সুস্বাদু মিষ্টির খ্যাতি ছড়িয়ে রয়েছে দেশজুড়ে। তবে এই মিষ্টির পেছনের চিত্র দেখলে আঁতকে উঠতে পারেন শহরের সাধারন মানুষ। জানা যাচ্ছে, শহরের নামী-দামী মিষ্টির দোকানগুলিতে প্রতিদিন যে ছানা ব্যবহার করা হয়, তার বড় একটি অংশ আসে শান্তিপুর, ফুলিয়া, হবিবপুর ও চাকদহের মতো এলাকা থেকে। কিন্তু কীভাবে আসছে সেই ছানা? সেই প্রশ্নের উত্তরই দিচ্ছে এক ভয়ানক বাস্তব। প্রতিদিন দুপুরের পর থেকেই শান্তিপুর, ফুলিয়া ও চাকদহ স্টেশনগুলিতে ছানার প্যাকেট ভর্তি করা হয় ট্রেনে। ছানা বহনের জন্য নেই কোনও স্বাস্থ্যবিধি মেনে তৈরি পাত্র বা বাহন। উলটে, রেলগাড়ির নোংরা কোচ, আবর্জনাযুক্ত জায়গা, এমনকি ট্রেনের দরজার কাছে মেঝেতে ফেলে দেওয়া অবস্থাতেই শহরের পথে রওনা হয় ছানাগুলি। চরম অস্বাস্থ্যকর পরিবেশে এমনভাবে ছানা পরিবহণের ছবি চোখে পড়লে যেকোনো মানুষ দ্বিতীয়বার মিষ্টির দিকে তাকাতে ভয় পেতে পারেন। তাঁতের শহর শান্তিপুর এখন ছানার গোপন কারবারে যুক্ত শান্তিপুর ও ফুলিয়া মূলত তাঁত শিল্পের জন্য পরিচিত হলেও, স্থানীয় ঘোষ সম্প্রদায়ের বহু মানুষ আজ যুক্ত ছানা ও মিষ্টি তৈরির কারবারে। তাঁদের দৈনন্দিন রুটিনের মধ্যে অন্যতম কাজ হল ছানা তৈরি করে তা ট্রেনে পাঠানো। প্রতিদিন কেজির পর কেজি ছানা চড়ায় ট্রেনে, উদ্দেশ্য কলকাতার নামজাদা মিষ্টির দোকান। চিকিৎসকদের সতর্কবার্তা বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এইভাবে পরিবাহিত ছানা থেকে নানা ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভাবনা প্রবল। ডায়রিয়া, টাইফয়েড, ফুড পয়জনিংয়ের মতো রোগ ছড়াতে পারে সহজেই। বিশেষত বয়স্ক মানুষ, শিশু ও রোগপ্রবণদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। প্রশাসনের নজরদারি নেই সবচেয়ে আশঙ্কার বিষয়, এই পুরো কার্যক্রমে প্রশাসনের কোনো নজরদারি নেই। নেই রেল দপ্তরের তদারকি, নেই খাদ্য দপ্তরের হস্তক্ষেপ। একদিকে রাজ্য সরকার স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিচ্ছে, অন্যদিকে মাটির কাছাকাছি এই বাস্তব ছবিটা প্রশ্ন তোলে। সাধারণ মানুষের প্রশ্ন: কী খাচ্ছি আমরা? মিষ্টির মোড়কে আমরা কী খাচ্ছি—সেই প্রশ্ন এখন অনেকের মুখে। সুস্বাদু মিষ্টির আড়ালে লুকিয়ে থাকা এই নোংরা ও ঝুঁকিপূর্ণ বাস্তব চিত্র সামনে আসা দরকার। প্রয়োজন প্রশাসনিক হস্তক্ষেপ, নিয়মিত নজরদারি এবং রেলপথে খাদ্য পরিবহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশিকা।
0
comment0
Report
PMPiyali Mitra
Sept 14, 2025 11:50:21
Kolkata, West Bengal:জিম প্রশিক্ষক পরিচয় দিতে বিজয়গড়ে ফ্ল‍্যাট ভাড়া । সেই ভাড়ার ফ্ল‍্যাটেই বসেই তৌসিফ আহমেদ চালাচ্ছিল কোটি কোটি টাকার মারিজুয়েনা, কোকেনের কারবার। তৈরি থেকে প‍্যাকেজিং কারবার সব চলছিল ফ্ল্যাটেই । দিনে ঘনঘন ফুডডেলিভারি বয়দের আনাগোনা। রাতে হলেই বেড়ে যেতে বেশি বেশ কয়েকজন যুবকের আসা যাওয়া। প্রতিবেশীদের নজরে পড়লেও সেখানে যে এত বড় মাদক চক্র চলছিল তা ঘুনাক্ষরেও টের পাইনি কেউ। শুক্রবার বিমানবন্দর ও বিজযগডে দুটি ফ্ল‍্যাটে অভিযান চালিয়ে ডিআরআই ২৬ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করে। বিজয়গডে ফ্ল‍্যাট থেকে বাজেয়াপ্ত করা হয় নগদ ২২ লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয় ১০ জনকে। তদন্তে জানা যায় এই মাদক চক্রের মাস্টারমাইন্ড তৌসিফ আহমেদ । আসল বাড়ি মালদহে। মাস তিনেক আগে বিজয়গডের ১/২৮ নারকেলবাগানে ফ্ল‍্যাট ভাড়া নেয় তৌসিফ। বাড়ির মালিককে জানান, কালিকাপুর জিমে প্রশিক্ষকের কাজ করে। সেই ফ্ল‍্যাট থেকে উদ্বার হয় বিপুল মাদক। বাইট ফ্ল‍্যাট মালিকের আত্মীয় এলাকার বাসিন্দারা জানাচ্ছেন রাত হলেই লোকজন বেশি আসতো। ঘনঘন আসতে দেখা যেতো ফুড ডেলিভারি বয়দের। ১) বাইট প্রতিবেশী ২) বাইট প্রতিবেশী তদন্তকারীরা জানাচ্ছেন মাস্টারমাইন্ড তৌসিফের একটি ফ্ল্যাট থেকে হাইড্রোপনিক আগাছা, গাঁজা এবং কোকেন প্রচুর পরিমাণে পাওয়া গেছে। দ্বিতীয় আবাসিক স্থান, যা মাস্টারমাইন্ড ভাড়া করেছিল এবং পরিচালনা করেছিল, সেখান থেকেও বিপুল পরিমাণে গাঁজা 'প্যাকেজড এবং বিতরণের জন্য প্রস্তুত' পদ্ধতিতে পাওয়া গেছে। দ্বিতীয় ফ্লাট থেকে চার সহযোগী, যারা কলকাতায় এই জাতীয় মাদকদ্রব্যের বিক্রয়/ সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত ছিল তাদের গ্রেপ্তার করা হয়। এই ফ্ল্যাট থেকে উদ্বার হয় ২২ লক্ষ টাকা । তদন্তকারীদের ধারণা মাদক চালান থেকে প্রাপ‍্য টাকা। WT…… একই দিনে, সিন্ডিকেটের আরেক সদস্য, যে বিদেশে মাদক সরবরাহে ব্যবস্থা কাজে জড়িত ছিলেন, তাকেও গ্রেপ্তার করে । অন‍্যদিকে দমদমের নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক (NSCBI) বিমানবন্দরে পরিচালিত একটি ভিন্ন অভিযানে, ব্যাংকক থেকে আসা ওই সিন্ডিকেটের ৪ জন বাহক (তিনজন মহিলা সহ) আটক করা হয়েছে। তাদের কাছ থেকেও, প্রচুর পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ৩২.৪৬৬ কেজি গাঁজা, ২২.০২৭ কেজি হাইড্রোপনিক আগাছা, ৩৪৫ গ্রাম কোকেন এবং নগদ ২২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে । এবং ১০ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যারা সকলেই ভারতীয় নাগরিক। - যার মধ্যে রয়েছে মূল চক্রী, বিদেশ থেকে আসা বাহক, খুচরা পরিবেশক এবং মিডল ম‍্যান ।
1
comment0
Report
NRNarayan Roy
Sept 14, 2025 11:50:12
Siliguri, West Bengal:*জীবনে এটাই যেন শেষ পরীক্ষা হয়, মন্তব্য অনামিকার* প্রাকৃতিক বিপর্যকে উপেক্ষা করেই পরীক্ষার সেন্টার গুলোতে পৌঁছচ্ছে পরীক্ষার্থীরা , জীবনের এটাই যেন শেষ পরীক্ষা হয় , মন্তব্য অনামিকাদের* গত রবিবারের পর দ্বিতীয় দফায় এসসসসি পরীক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হল রবিবার। শনিবার রাত থেকে চলছে এক নাগারে বৃষ্টি। বৃষ্টির জেরে জলস্তর বাড়ছে মহানন্দা ও তিস্তার মত নদী গুলোর। সেই বৃষ্টিকে উপেক্ষা করেই পরীক্ষার হলে পৌঁছেছেন পরীক্ষার্থীরা। অন্যদিকে মাঠের জলকাদা মারিয়ে শিলিগুড়ির চম্পাশরীর শ্রীগুরু বিদ্যামন্দির স্কুলে পরীক্ষা দিতে ঢোকেন যোগ্য চাকরিহারা অনামিকা রায়। গত রবিবার পরীক্ষায় বসেছিলেন তিনি। তবে এ রবিবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। নিজের বিষয়ের পরীক্ষা অনামিকার। পরীক্ষা শেষে অনামিকা বলেন , "প্রশ্ন ঠিকই ছিল। খুব একটা সহজ বা কঠিন নয়। তবে আশা রাখন এটাই যেন শেষ পরীক্ষা হয়।" FEED SEND BY 2C 1409ZG_SILI_SSC_R1 BYTE DETAILS : ১) অনামিকা রায় (যোগ্য চাকরিপ্রার্থী পরীক্ষার্থী) ২) সেলিম জাফর (যোগ্য চাকরিপ্রার্থী পরীক্ষার্থী)
1
comment0
Report
Advertisement
Back to top