Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

हिंग्लंज सैंडेलबिल के घर से दो सांप के बच्चे बरामद, दहशत फैल गई

BBBimal Basu
Sept 20, 2025 06:19:19
Basirhat, West Bengal
বলে 2C তে ছবি পাঠিয়েছি। হিঙ্গলগঞ্জ সান্ডেল বিল এলাকায় সাপের উপদ্রব বাড়ায় আতঙ্ক এক ব্যাক্তির বাড়ি থেকে উদ্ধার দুটি সাপের বাচ্চা হিঙ্গলগঞ্জের এগারো নম্বর সাণ্ডেলবিল গ্রামের একটি বাড়ি থেকে দুটি সাপের বাচ্চা উদ্ধার হয়। এখনো অনেক সাপ আছে বলে জানায় বাড়ির পরিবার। তারা বাড়িতে অনেক গুলি সাপ দেখতে পেয়ে বনদফতরকে খবর দিলে বনদফতরের কর্মীরা এসে ঐ ব্যাক্তির বাড়ি থেকে দুটি বিষধর সাপের বাচ্চা উদ্ধার করে বাকি সাপগুলি অনুসন্ধান চালাচ্ছে বনদফতরের কর্মীরা। তাদের ও ধারনা এখনো অনেক গুলি সাপ আছে এই বাড়িতে। খবর পেয়ে থানা থেকে পুলিস আসে সাপ দেখতে ভিড় জমায় গ্রামের মানূষ। বিমল বসু বসিরহাট
3
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Sept 20, 2025 08:31:41
Basirhat, West Bengal:বলে 2C তে পাঠিয়েছি। উত্তর ২৪ পরগণার সুন্দরবন গা ঘেঁষা হিঙ্গলগঞ্জ সীমান্ত দিয়ে কালিন্দী নদী পেরিয়ে বাংলাদেশ থেকে এদেশে ঢোকার সময় হিঙ্গলগঞ্জের মালেকান ঘুমটি থেকে দুই বাংলাদেশী ধৃত। আজ ভোর রাতে সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক জন বাংলাদেশী কালিন্দি নদী পেরিয়ে ভারতে ঢোকার সময় বিএসএফ জওয়ান তাদের তাড়া করলে বাকিরা অন্ধকারে গা ঢাকা দিলেও দুই বাংলাদেশী আটক করে। এদের মধ্যে এক জন মহিলা ও আর একজন পুরুষ। আজ সকালে দুই বাংলাদেশীকে হিঙ্গলগঞ্জ থানার হাতে তুলে দিলে পুলিস তাদের গ্রেফতার করে বসিরহাট মহাকুমা আদালতে পাঠায়। বিমল বসু বসিরহাট
0
comment0
Report
CDChampak Dutta
Sept 20, 2025 08:20:34
Kaji Chak, West Bengal:আগামীকাল মহালয়া। তার আগে মেদিনীপুর শহরের কংসাবতী নদীর তীরে অবস্থিত গান্ধীঘাট পরিষ্কার করল মেদনীপুর পৌরসভা। মহালয়ার দিন বহু মানুষ আসেন তর্পণ করতে। সুষ্ঠুভাবে যাতে তারা তর্পণ করতে পারেন সেই কারণের জন্য গান্ধী ঘাটে জলে পড়ে থাকা কচুরিপানা,ঠাকুর বিসর্জন করার পর তার কাঠামো গুলি সরিয়ে ফেলার কাজ করে পৌর কর্মীরা। সেই সঙ্গে গোটা ঘাট চত্বর পরিষ্কার করা হয়। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানান দু'বছর আগেই মানুষজনের সুবিধার্থে পৌরসভার পক্ষ থেকে এই ঘাট তৈরি করে দেওয়া হয়েছিল। নাম দেওয়া হয়েছিল তর্পন ঘাট বলে। আগামীকাল কয়েক হাজার মানুষ আসবেন এই ঘাটে। তারা যাতে সুষ্ঠুভাবে তর্পণের কাজ করতে পারেন সেই কারণে জন্যই মহালয়ার আগে তা পরিষ্কার করে দেওয়া হলো। ছবি বাইট 2c তে Slug- 2009ZG_WMID_GHAT_CLEAN_R বাইট সৌমেন খান (মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান)
0
comment0
Report
PCPartha Chowdhury
Sept 20, 2025 08:20:19
Bardhaman, West Bengal:'ভোট চোর, গদি ছোড়' স্লোগান তুলে পূর্ব বর্ধমান জেলা জুড়ে সাইকেল র‍্যালি শুরু করলো কংগ্রেস। শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় এই র‍্যালি। শনিবার র‍্যালি ভাতার, আউসগ্রাম হয়ে মানকরে শেষ হবে। আগামীকাল মানকর থেকে শুরু হয়ে গলসি হয়ে খন্ডঘোষ, রায়না,জামালপুর পরিক্রমা করবে র‍্যালি। সোমবার বর্ধমান থেকে শুরু করে কাটোয়ায় শেষ হবে কংগ্রেসের এই র‍্যালি। জেলা কংগ্রেস সভাপতি ধুর্জুটি মাঝি জানান, গোটা ভারতবর্ষ জুড়ে ১৫ ই সেপ্টেম্বর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত 'ভোট চোর গদি ছোড়' যে আন্দোলন শুরু হয়েছে তারই অঙ্গ হিসাবে বর্ধমানে সাইকেল র‍্যালির আয়োজন। বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করে সাধারণ ভোটারদের নাম বাদ দিতে চাইছে । তারা চাইছে শুধু বিজেপির ভোটাররাই তালিকায় থাকবে। তারই প্রতিবাদ জানিয়ে এই র‍্যালির আয়োজন করা হয়েছে মানুষকে সচেতন করতে। তিনি আরো জানান, প্রত্যেক ভোটার যাতে ভোট দিতে পারেন সেটাই কংগ্রেসের লক্ষ্য। পূর্ব বর্ধমান জেলার প্রতিটি মহকুমাতে ছুঁয়ে যাবে এই র‍্যালি। বাইট : ১) ধূর্জটি মাঝি।( জেলা কংগ্রেসের সভাপতি) সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী। 2009ZG_BWN_RALLY
0
comment0
Report
PCPartha Chowdhury
Sept 20, 2025 08:18:16
Bardhaman, West Bengal:এক অন্যরকম যুদ্ধ। মানব সভ্যতা এমন যুদ্ধ আগে দেখেনি। এ যুদ্ধ এ আই বনাম মানুষের মস্তিস্কের যুদ্ধ। এ আই প্রযুক্তি বা কৃত্তিম বুদ্ধিমত্তা এসে তার সৃষ্টিকর্তা মানুষকেই চ্যালেঞ্জ করে বসেছে। এ আই এর প্রভাব এখন সর্বব্যপ্ত। কিন্তু এখনো মানুষের মস্তিককে সে টপকাতে পারে নি। কিন্তু দ্রুত সেও এগোচ্ছে।প্রতি মুহুর্তে। এই পরিসরে বর্ধমানের ডিজিটাল শিল্পী,পরিচালক সৌরভ দাস তৈরি করেছেন প্রথম এক অন্যরকম মহালয়ার প্রোগ্রাম। যার টাইটেল ' শক্তি'। এ আই, ভি এফ এক্স,মোশন ক্যাপচারের মত প্রযুক্তি কাজে লাগালেও তার মহিষাসুরমর্দিনীতে থাকছে হিউম্যান টাচ। ক্যারেক্টরগুলো এখানে নিছক যান্ত্রিক নয়। এই ছবিতে অভিনয় করেছেন তার ছাত্রছাত্রীরাও। যন্ত্র আর মানুষের মন জুড়ে গেছে এতে। মহালয়া মানেই বাঙালির ভোরের নস্ট্যালজিয়া— বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ, সঙ্গে মহিষাসুরমর্দিনীর কাহিনি। এবার সেই চেনা আবহের মাঝেই নতুন সংযোজন এ আই নির্মিত মহালয়া। ইতিমধ্যেই প্রায় ৭০ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই অভিনব উপস্থাপনা। ভিজ্যুয়াল এফেক্ট শিল্পী তথা পরিচালক সৌরভ দাস এবং প্রযোজক সৌমি দত্ত রায় জানালেন, তাঁদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলার মহালয়াকে আন্তর্জাতিক মানের ছোঁয়া দেওয়া। পরিচালক সৌরভ দাস বলেন,মহালয়া আমাদের আবেগের জায়গা। মানুষ ভোরবেলা উঠে কিছু বিশেষ দেখবে বলেই অপেক্ষা করে। কিন্তু সিনেমাটিক ধারাবাহিকতা এখন আর পাওয়া যাচ্ছে না। তাই প্রযুক্তির সাহায্যে সেই আবেগকে আরও এক ধাপ এগিয়ে নিতে চাই। এই এ আই মহালয়ায় দুর্গার মুখ গড়ে তোলা হয়েছে তাঁদেরই এক ছাত্রীর মুখাবয়বকে ভিত্তি করে। এমনকি মহাদেবও তৈরি হয়েছে তাঁদের এক ছাত্রের আদলে। পরিচালকের কথায়, এটা আপাতত পরীক্ষামূলক উদ্যোগ। যদি সফল হয়, আগামী দিনে আরও চরিত্র নিয়ে হাজির হব।” সৌরভ দাস ডান্স ট্রেনার, একইসাথে ভিজ্যুয়াল এফেক্ট শিল্পী। টলিউডের সম্ভাব্য প্রথম ভি এফ এক্স ছবি কোহিনূর পরিচালনা করেছেন সৌরভ দাস। যাতে ছিলেন রজতাভ দত্ত সহ অন্যরা। সৌরভ জানিয়েছেন, :মহালয়া আসলে এক নস্টালজিয়া। মহালয়ায় এআই-এর ব্যবহার করে আন্তর্জাতিক মাত্রা যোগ করতে চেয়েছি।' তাঁর কথায়, বিষয়টা একই থাকবে, শুধুমাত্র প্রযুক্তির সাহায্য নিয়ে আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। প্রযুক্তি, নস্ট্যালজিয়া আর নতুন প্রজন্মের আবেগ— সব মিলিয়ে তার মহালয়া আসলে এক অন্য রূপ, যার ট্রেলার,টিজার ইতিমধ্যেই দর্শকমহলে তুমুল সাড়া ফেলেছে। দুর্গা পূজা বাঙালির হৃদয়ের পুজো, তবে মহালয়া বাঙালির কাছে অন্য নস্টালজিয়া। রাতে অ্যালার্ম দিয়ে শুয়ে ভোরে ওঠার দিন মহালয়া। এই প্রকল্পে বীরেন ভদ্রের সময়ের আবেগ থাকছে,আরো অনেক কিছু থাকছে যার ক্ষয় নেই।কিন্তু সেগুলো আধুনিক রূপে। এআই এবং ভিজ্যুয়াল এফেক্টস দ্বারা তৈরি এই মহালয়ার প্রথম ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সাড়াও পেয়েছেন নির্মাতারা। প্রায় ৭০ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন সেই ঝলক। পরিচালক সৌরভ দাস এবং প্রযোজক সৌমি দত্ত রায় জানান, তাঁদের এই মহালয়ায় দুর্গার মুখের আদল বানানো হয়েছে তাঁদেরই এক ছাত্রীর মুখের আদলে, যাঁর নাম অদ্বিতীয়া মুখোপাধ্যায়। আর মহাদেবের মুখ তৈরি করা হয়েছে অন্ত এক ছাত্রের মুখের আদলে। কোনও সাবস্ক্রিপশন ছাড়া ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া পেজে দেখানো হবে সেই মহালয়া। এ আই বনাম হিউম্যান ব্রেন যুদ্ধ শুরু হয়ে গেছে। বর্ধমানের গলিতে বসে রাত জেগে সৌরভ আর সৌমিরা এঁকে ফেলেছেন পুরানের যুদ্ধ ' এ আই মহালয়া'। যার নাম শক্তি। আজ ভোরেই যার রিলিজ। বাইট : ১) সৌরভ দাস ( পরিচালক) ২) সৌমি দত্ত রায় ( প্রযোজক)। * ভাল ভিস্যুয়াল আছে। চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী। 2009ZG_BWN_AI
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 20, 2025 08:03:10
Chinsurah, West Bengal:মেয়ের দুটি কিডনি নষ্ট হয়েছে, নিজের কিডনি দিয়ে নতুন জীবন দেবেন মা। পান্ডুয়ার খিরখুন্ডি মাঝেরপাড়া গ্রামে বাড়ি জাহির হোসেন সেখের।বারো বছর আগে পান্ডুয়ারই সরাই কুলটি এলাকার আজমিরা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের নয় বছরের এক মেয়ে রয়েছে। তবে বছর পাঁচেক ধরে কিডনির অসুখে ভুগছেন আজমিরা।ডাক্তার বলেছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে। একমাত্র কিডনি প্রতিস্থাপন করলে তার জীবন বাঁচতে পারে।আজমিরার স্বামী জাকির হোসেন শেখ দিনমজুর।চিকিৎসার খরচ সামলাতে নাজেহাল অবস্থা তার।এরমধ্যে কোথায় কিডনি পাবেন,কে দেবে এই চিন্তাই দিনরাত মাথায় ঘুরছিল।আপাতত একটা কিডনি হলেই প্রাণে বাঁচতে পারে আজমিরা।এগিয়ে এলেন মা জাহিরা বিবি।জানিয়ে দেন মেয়েকে বাঁচাতে নিজের একটা কিডনি দিয়ে দেবেন। যে সন্তানকে জন্ম দেওয়ার পর কোলে পিঠে মানুষ করেছেন সেই আত্মজাকে নতুন জীবন দিতে চান তিনি।কিডনির জন্য অনেক জায়গায় চেষ্টা করেছিলাম কিন্তু কোথাও পায়নি।আমার সঙ্গে মেয়ের কিডনি মিলেছে চিকিৎসকদের কথামতো সমস্ত পরীক্ষাও হয়ে গিয়েছে। আজমিরা বলেন, বিছানায় শয্যাশাই হয়ে গিয়েছিলাম প্রায় ১৮ মাস ধরে ডায়ালিসিস চলছে।হাঁটাচলা করতে পারতাম না একবার বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়।সেখানে অস্ত্রোপচার করে কিডনি থেকে পুঁজ বের করে ডাক্তার।এখানেও কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে।আমরা প্রায় নিঃস্ব হয়ে গেছি। কলকাতার এসএসকেএম হাসপাতালে চলছে আজমিরার চিকিৎসা।মা মেয়ের সব পরীক্ষা হয়ে গেছে।সেখানের ডাক্তার বাবুরা জানিয়েছেন পুজোর পর ভর্তি হতে। কিডনি প্রতিস্থাপনের পরও আসতে পারে নানা জটিলতা।অনেক ওষুধ লাগবে।মা মেয়ে দুজনের জন্যই অনেক টাকার প্রয়োজন হবে।সেই টাকা আসবে কোথা থেকে তা নিয়ে দুশ্চিন্তা আছে। জাকির হোসেন বলেন, নিজের বসতবাড়িটা বিক্রি করে দেবার কথা একবার ভেবেছিলাম।বিক্রি করলে হয়তো লাখ পাঁচের টাকা হবে।কিন্তু তারপর পথে বসতে হবে।পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন গ্রামের মানুষের কাছে আবেদন করেছি। জাহিরা বিবি বলেন,চোখের সামনে মেয়েকে মরতে দিতে পারি না।তাই আমার একটা কিডনি দিয়ে দেবো মেয়েকে।তাতে যদি মেয়ে নতুন জীবন পায় সেটাই ভালো।
0
comment0
Report
PMPiyali Mitra
Sept 20, 2025 08:02:58
Kolkata, West Bengal:চন্দ্রনাথ জামিন মামলা -- *ইডি আইনজীবী* -- 1. আমরা 7 দিনের জন্য হেফাজতে চাইছি। 2. 2024 সালে আমরা 41 লাখ টাকা ও মোবাইল পেলাম। 3. আমরা যখন 41 লাখ পেলাম তখন আমরা বুঝলাম তদন্ত আরও জোরালো করলে আরোও কিছু তথ্যপ্রমাণ মিলতে পারে। তাই ওই টাকা উদ্ধারের পরেই হেফাজতে নেওয়া হয়নি। তদন্ত চালিয়ে যাওয়া হয়েছে। 4. মন্ত্রীর কাছে যেসব নথি আগে চাওয়া হয়েছিল সেগুলো ইচ্ছে করেই দেননি। চার্জশিট জমা পড়ার কয়েকঘন্টা পরেই পাঠিয়ে দেন। 5. খুব প্রভাবশালী মানুষ। বারবার নোটিশ পাঠিয়ে যে তথ্য পাওয়া যায় না, সেটা উনি একদিনের মধ্যে দিতে পারেন। 6. আমরা এতদিন ঘুমিয়ে ছিলাম না যে আচমকা ঝাঁপিয়ে পড়ে ওনাকে হেফাজতে চাইবো। 7. মন্ত্রী বলছেন কৃষিকাজের আয়, জমি বিক্রির আয়। তখন থেকেই আমাদের সন্দেহ। 8. রাজনৈতিক প্রভাবশালী, তদন্ত বিলম্বিত করার চেষ্টা করেছেন। তদন্তে সহযোগিতা করেননি। 9. ওনার সম্পর্কে সব তথ্য জোগাড় না করে গ্রেফতার করতে গেলে ওনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সতর্ক হয়ে যেত। ওনার লার্জার কানেকশন আছে। আমরা বাকি তথ্য পেলাম না। এখন আমরা সব তথ্য জোগাড় করেছি, তাই হেফাজতে চাইছি। 10. ⁠৪১ লক্ষ টাকা পাওয়া ‍যায় পরে আরও টাকার হদিশ পাওয়া যায় উনি বলছেন কৃষি ও কনস্ট্রাকশনের ব্রেকারারি টাকা আমরা জিজ্ঞেসাবাদ করেছি, সেই জিজ্ঞেসাবাদে টাকার উৎস নিয়ে সন্দেহ আছে হেফাজতে নিলে বোঝা যাবে কোথা থেকে সেই টাকা এসেছে ১১. হেফাজত প্রয়োজন তার কারণ তিনি প্রভাবশালী । তদন্তে সহযোগিতা করেছেন না ১২. তারা কাছে আগে বেশ কিছু নথি চাওয়া হয়েছিল তিনি তখন দিলেন না । পরে ক‍্যালকুলেটিভ ভাবে নথি জমা দিলেন তার মধ্যে মুরারাই কৃষি দপ্তরের ডিরেক্টরের নথি ছিল। যেটা তাঁর কৃষি সামগ্রী সংক্রান্ত। আমাদের ধারণা তিনি রাজনৈতি প্রভাব খাটিয়ে সেই সরকারি মেমো জোগার করেন
0
comment0
Report
MMManoranjan Mishra
Sept 20, 2025 07:50:35
Bhandar Puara, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়ার রেল ও রাস্তা অবরোধে প্রভাব না পড়লেও আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যে। সকাল থেকে ঝাড়খন্ডের একাধিক জায়গায় রেল লাইন অবরোধের জেরে রেল চলাচলে প্রভাব পড়েছে ঝাড়খণ্ড ঘেঁষা পুরুলিয়া জেলাতেও। দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিজনের ৮টি ট্রেন বাতিল করা হয়েছে, ৮ টি ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং ৯টি ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়ার কোটশিলা রেল স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বেশ কয়েকটি ট্রেন । এতে নাকাল হচ্ছে রেল যাত্রীরা । সকাল থেকে পুরুলিয়ার বিভিন্ন স্টেশনে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে পুরুলিয়া জেলায় কোথাও কোনো রেল ও রাস্তা অবরোধ হয়নি । প্রত্যেক রেল স্টেশনে এবং বিভিন্ন গুরুত্বপুর্ন রাস্তায় রেল ও পুলিশ মোতায়েন রয়েছে। তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। বিভিন্ন রেল স্টেশন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরিস্থিতির সরেজমিনে নজরে রাখছেন জেলা পুলিশ সুপার।  পুরুলিয়ায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী। বাইট: ১) ত্রিপদ গোস্বামী (রেলযাত্রী) ২) সাবির ইকবাল (রিলযাত্রী) ৩) অভিজিৎ ব্যানার্জী (জেলা পুলিশ সুপার )
0
comment0
Report
ABArup Basak
Sept 20, 2025 07:50:19
Mal Bazar, West Bengal:*লোয়ার ফাগু চা বাগানে বোনাস বিতর্ক, পান্ডারা মোড়ে শ্রমিকদের রাস্তা অবরোধ...* পূজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি, অথচ রাজ্যের বহু চা বাগান শ্রমিক এখনো তাদের প্রাপ্য বোনাস থেকে বঞ্চিত। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্ত চা বাগানে ২০% হারে বোনাস দেওয়ার নির্দেশ থাকলেও, বাস্তবে অনেক বাগান কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেনি। এর জেরে প্রতিদিনই উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন চা বাগান এলাকা। গরুবাথান ব্লকের লোয়ার ফাগু চা বাগানেও গত কয়েকদিন ধরে শ্রমিকদের বিক্ষোভ চলছিল। শ্রমিকদের দাবি, পুজোর আগে ২০% বোনাস দিতে হবে। কিন্তু বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, বাগানের আর্থিক অবস্থা ভালো নয়, তাই বোনাস কমানো হোক। এই প্রস্তাবে শ্রমিকরা রাজি না হওয়ায়, বাগান কর্তৃপক্ষ 'সাসপেনশন অফ ওয়ার্ক'-এর নোটিশ জারি করে, কার্যত বাগান বন্ধ করে দেয়। এই ঘটনার প্রতিবাদে শনিবার গরুবাথানের পান্ডারা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন শ্রমিকরা। ফলে বন্ধ হয়ে যায় মালবাজার থেকে লাভা হয়ে গরুবাথান যাওয়ার মূল সড়কপথ। সাধারণ মানুষের যাতায়াতে চরম সমস্যা দেখা দেয়। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা চলছে। তবে শ্রমিকরা তাদের দাবিতে অনড়। যতক্ষণ না পূর্ণ বোনাসের আশ্বাস দেওয়া হচ্ছে, ততক্ষণ তারা অবরোধ তুলে নেবেন না বলে জানিয়েছেন। 2009ZG_MAL_BONUS_ROAD_BLOCK_R
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 20, 2025 07:48:24
Howrah, West Bengal:দুর্গা পুজো উপলক্ষে হাওড়া এবং কলকাতার মধ্যে গভীর রাত পর্যন্ত চলবে ফেরি পরিষেবা। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির ডিরেক্টর অজয় দে জানিয়েছেন রাতে যতক্ষণ পর্যন্ত যাত্রীরা ফেরি ঘাটে থাকবেন ততক্ষণ পর্যন্ত চালানো হবে লঞ্চ। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী গ্রাম থেকে রাতের কলকাতায় ঠাকুর দেখতে আসেন। শুধুমাত্র হাওড়া নয় হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী ট্রেনে চেপে হাওড়া স্টেশনে আসেন। তাদের সুবিধার জন্য এবার হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি রাত আটটার পরিবর্তে রাত বারোটা পর্যন্ত লঞ্চ চালানো সিদ্ধান্ত নিয়েছে। যদি দর্শনার্থীদের ভিড় থাকে তাহলে বারোটার পরেও লঞ্চ চালানো হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মোট আটটি লঞ্চ চালানো হবে। হাওড়া থেকে সরাসরি বাগবাজার, শোভাবাজার, আহিরীটোলা, গোলাবাড়ি রুটের পাশাপাশি বাবুঘাট রুটেও লঞ্চ চালানো হবে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ছয় দিন এই পরিষেবা পাওয়া যাবে। ওই সংস্থার ডিরেক্টর অজয় দে বলেন শহরতলী এবং গ্রামের দর্শনার্থীরা রাস্তার যানজট এড়িয়ে নির্বিঘ্নে যাতে তাড়াতাড়ি পুজো মণ্ডপে পৌঁছে যেতে পারেন তার জন্যেই মাঝরাত পর্যন্ত লঞ্চ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন দর্শনার্থীদের ভিড়ের কথা চিন্তা করে লঞ্চঘাট গুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বাইট..১..অজয় দে(ডিরেক্টর, হুগলী নদী জলপথ পরিবহন সমিতি) ২..ওয়াকথ্রু 2009zg_hwh_ferry_r
2
comment0
Report
STSrikanta Thakur
Sept 20, 2025 07:34:25
Dinajpur, Rangpur Division:শুক্রবার রাতে ৫১২ জাতীয় সড়কে গচিয়ার এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয় ডাব বিক্রেতা দুই যুবকের। শনিবার বেলা ১১ টা বেজে ৩০ মিনিট নাগাদ গঙ্গারামপুর থানার পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠাল। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে মৃতরা হল মৃণাল মিঁয়া (৩১) ও মহসিন মিঁয়া (২৮)। জানা গিয়েছে গঙ্গারামপুর থানার গচিয়ারের যুবক মৃণাল মিঁয়া ও মহসিন মিঁয়া একে অপরের প্রতিবেশি। পেশায় তাঁরা ডাব বিক্রেতা। অন্যন্যা দিনের মত শুক্রবার রাতে কালদিঘিতে ডাব ও নারকেল বিক্রি করে সাইকেল চেপে বাড়ি ফিরছিলেন। বাড়ি পৌঁচ্ছানোর আগেই রতনমালা এলাকায় একটি লরি তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন তাঁরা। রাত ১০ নাগাদ ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। তড়িঘড়ি দুই যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে যায়। শুক্রবার গভীর রাতে প্রতিবেশি দুই যুবককের খবর গচিয়ার গ্রামে পৌঁচ্ছাতে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। দুই পরিবারের রোজগারের প্রধানদের পথ দুর্ঘটনায় মৃত্যুতে ভেঙে পড়েছেন আত্মীয় স্বজন। শনিবার বেলা ১১ টা বেজে ৩০ মিনিট নাগাদ গঙ্গারামপুর থানার পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। ঘাতক লরির খোঁজে তল্লাশি শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। 2009ZG_SDIN_DEATH
0
comment0
Report
AMAshok Manna
Sept 20, 2025 07:34:06
Kolkata, West Bengal:ব্রেকিং নিউজ *মহেশতলায় নুঙ্গিতে চোর সন্দেহে এক যুবককে পোস্টে বেঁধে রেখে প্রহার* মহেশতলায় আনুমানিক রাত্রি দশটা নাগাদ ওই যুবককে নুঙ্গি স্টেশন রোডের ডাক্তার বাগচীর গলির সামনে ঘোরাফেরা করতে দেখা যায়। একই জায়গায় বেশ খানিকক্ষণ ধরে ঘোরাফেরা করায় স্থানীয়দের সন্দেহ হলে তারা তখন থেকেই ওই যুবকের উপর নজর রাখতে শুরু করে। দেখা যায় ওই যুবক স্থানীয় একটি প্রাইমারি স্কুলের পাঁচিল টপকে ভেতরে ঢোকে। সেখান থেকে বেরিয়ে একটি দোকানে ঢোকার চেষ্টা করলে তখনই স্থানীয়রা তাকে ধরে বেধরক মারধর করে। এরপর তাকে ইলেকট্রিক পোস্টে বেধে রেখে স্থানীয়রাই মহেশতলা থানায় খবর দিলে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে ওই যুবককে উদ্ধার করে তাদের সঙ্গে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম শেখ চান্দু(২৬) মহেশতলার আকরা স্টেশন সংলগ্ন বগা নোয়াপাড়ায় বাড়ি। ছোট থেকেই সে দিদার কাছে মানুষ তাই থাকতও দিদার কাছেই। পুলিশের খাতায় এর আগেও বহু চুরি ও ছিনতাইয়ার ঘটনায় তার নাম রয়েছে বলে মহেশতলা থানার পুলিশের দাবি।
0
comment0
Report
CDChampak Dutta
Sept 20, 2025 07:33:18
Kaji Chak, West Bengal:সরকারি আদিবাসী মহিলা হোস্টেলের মধ্যে ঢুকে নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠল এক দল যুবকের বিরুদ্ধে।এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছে হোস্টেলের আদিবাসী ছাত্রীরা এবং নিরাপত্তারক্ষীরা।পুরো বিষয় নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে মেদিনীপুর কোতোয়ালি থানায়।ঘটনা নিয়ে সরব হয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সংগঠন। এমনই ঘটনা ঘটেছে মেদিনীপুর শহরের সিপাইবাজারস্থিত রানি শিরোমণি ছাত্রী নিবাসে। ছাত্রী এবং নিরাপত্তা রক্ষীদের অভিযোগ হোস্টেলের বেশ কয়েকটি অংশে প্রায় দুবছর ধরে পাঁচিল ভাঙা অবস্থায় রয়েছে। আর সেই ভাঙা অংশ দিয়েই মাঝে মধ্যেই ছেলেরা ঢুকে পড়ে হোস্টেল চত্বরে। গতকালও একদল ছেলে হোস্টেল চত্বরে ঢুকে পড়ায় অন্নদাশংকর হাঁসদা নামে এক নিরাপত্তা রক্ষী তাদের বাধা দেয়। এরপরেই ওই ছেলেরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিতে দিতে চড়াও হয় নিরাপত্তা রক্ষীর উপর। তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে হোস্টেলের ছাত্রীরা আহত নিরাপত্তা রক্ষীকে নিয়ে গিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসা করায়। রাতেই হোস্টেলের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় কোতোয়ালি থানায়। বর্তমানে হোস্টেলের ছাত্রীরা এবং নিরাপত্তারক্ষীরা ভীতসন্ত্রস্ত হয়ে রয়েছে। তারা চাইছেন অবিলম্বে ভাঙা পাঁচিল মেরামত করা হোক এবং পুলিশি নজরদারি বাড়ানো হোক।সর্বক্ষণের জন্য পুলিশ মোতায়েন করারও দাবি জানাচ্ছে তারা। এই মুহূর্তে ওই হোস্টেলে ৩২জন ছাত্রী থাকে। একসময় প্রায় ১০০ জন ছাত্রী থাকত। কিন্তু বিল্ডিংটি রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। এমন অবস্থা যে দোতলায় এখন কেউ থাকেনা ।যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলেই দোতলায় কেউ থাকেনা।ফলে ছাত্রীর সংখ্যা বর্তমানে কমে এসেছে। অবিলম্বে হোস্টেলটির সংস্কারের দাবি তুলেছে তারা। গোটা বিষয় নিয়ে সরব হয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। তাদের একটি প্রতিনিধি দল আজ এসে হোস্টেল পরিদর্শন করেন, কথা বলেন ছাত্রীদের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে। ক্ষুব্ধ সমিতির মেদিনীপুর জেলা শাখার সম্পাদক জলেশ্বর মুর্মু দাবি করেন অবিলম্বে যাতে পুরোনো জরাজীর্ণ হোস্টেল টি ভেঙে নুতুন বিল্ডিং তৈরি করা হয় এবং আদিবাসী ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে যতদিন না পাঁচিল গড়ে তোলা হচ্ছে ততদিন পুলিশ মোতায়েন করে রাখতে হবে। ছবি বাইট 2c তে Slug- 2009ZG_WMID_ST_HOSTEL_R বাইট ১)অন্নদাশংকর হাঁসদা(আহত নিরাপত্তারক্ষী) ২)জয়ন্তী মান্ডি(হোস্টেলের ছাত্রী) ৩)সরস্বতী বাস্কে (হোস্টেলের ছাত্রী) ৪)জ্বলেশ্বর মুর্মু(পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির মেদিনীপুর জেলা শাখার সম্পাদক) ৫)শর্মিলা চক্রবর্তী(হোস্টেল সুপারিনটেনডেন্ট) ৬)ওয়াক থ্রু
0
comment0
Report
Advertisement
Back to top