Back
শিশুকাল থেকে ছিনতাই, রাবিয়া বিবির অপরাধের চাঞ্চল্যকর কাহিনী!
TCTathagata Chakraborty
Sept 08, 2025 03:47:47
Kaijuri, West Bengal
কিশোরী বয়স থেকেই নিখুঁত হাত সাফাই ৷ প্রথমদিকে ট্রেনে চুরি ছিনতাই করেছেন ৷ একাধিকবার গ্রেফতারও হয়েছেন ৷ জেল থেকে বেরিয়েই ফের একই কাজ করেছেন ৷ রীতিমত লোকজন রেখে নজরদারি চালিয়ে রেইকি করে তবেই হাত সাফাই করতেন তিনি ৷ তার কাজ এতটাই নিখুঁত যে প্রতারিত ব্যক্তিরও বুঝতে অনেকটাই সময় লেগে যেত ৷ বহু চেষ্টার পর অবশেষে সোনারপুর থানার পুলিশের জালে রাবিয়া বিবি ও মিতা পুরকাইত ৷
এই চক্রের মাথা রাবিয়া বিবি ৷ কিশোরী বয়স থেকে শুরু হলেও পরে তার স্বামীও এই কাজে তাকে সাহায্য করত ৷ সম্প্রতি ব্যাঙ্কে ছিনতাইয়ের কাজ শুরু করে সে ৷ তার লক্ষ্য ছিল বয়স্করা ৷ দলের লোকজন দেখে নিত ব্যাঙ্কে ঢুকে কারা টাকা তুলছেন ৷ সেই টাকা তুলে ব্যাগের কোন চ্যানে রাখছেন ৷ তারপর সেই তথ্য অনুযায়ী তার পিছু নিয়ে ব্লেড দিয়ে ব্যাগ কেটে অত্যন্ত নিখুঁতভাবে সেই টাকা ছিনিয়ে নিতেন তিনি ৷ এই কাজে এতটাই পারদর্শী তিনি যে কেউই টেরই পেতেন না ৷
সম্প্রতি সোনারপুর ব্যাঙ্ক থেকে তপতী সরকার নামে এক মহিলা ১ লক্ষ টাকা তোলেন ৷ ব্যাঙ্কে বসেই টাকা গোনেন তিনি ৷ তারপর বেরিয়ে চা খাওয়ার জন্য দাঁড়ান তিনি ৷ তখনই এই কাজ হয় ৷ এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমে দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকিদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে রাবিয়া বিবির বারুইপুরের সীতাকুণ্ডু, জয়নগরের মহিষমারি সহ উত্তর চব্বিশ পরগনার রহড়াতেও বাড়ি আছে ৷ তার এই ছিনতাই চক্রের জাল দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম ও বাঁকুড়াতেও ছড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে ৷
14
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MCMoumita Chakraborty
FollowSept 08, 2025 13:17:53Kolkata, West Bengal:
[9/8, 4:32 PM] Moumita Chakraborty: Rahul:: trinamul banglar munirishi der konodino samman koreni.. ora Rabindranath Thakur ke samman korbe ki kore? Opore opore bekayday porle ora Rabindranath ke akre. Dhore thakte chay
[9/8, 4:32 PM] Moumita Chakraborty: Rahul:: bangla asmita trinamul vote er jonyo korche .. ora joy bangla slogan debe keno..joy bangla slogan to mujibar er slogan.
[9/8, 4:34 PM] Moumita Chakraborty: Rahul:: Abar mukhyomantri uttorbonge geleo ,100 bar geleo kono poribartan hobena.
[9/8, 4:35 PM] Moumita Chakraborty: Uttorbonge r manush k Khali dhoka diyeche ..
[9/8, 4:37 PM] Moumita Chakraborty: Rahul:: sir hobei.. hindu der caa hobe.. rohinga der bitaron korai amader lokho...bhuya voter er naam baad deoya hok.
[9/8, 4:42 PM] Moumita Chakraborty: Rahul:: official prog e aschen.. tobe ebar political prg hobena..er por to pradhanmontri r carpet boma r mato ekadhik bar sabha hobe.. ...
[9/8, 4:43 PM] Moumita Chakraborty: Rahul:: math jate na paai emon onek chesta koreche trinamul.. momota banerjee bole khub beshi kaj korte paren kom.
[9/8, 4:46 PM] Moumita Chakraborty: Rahul: da rajyasarkar mere dite chaiche.
[9/8, 4:47 PM] Moumita Chakraborty: Rahul :: suprime court er observation.. adhaar card ke ekta proman hisabe dhora jete pare.kintu sir niye kono obostha r poribartan hoyni.
13
Report
SCSaurav Chaudhuri
FollowSept 08, 2025 13:17:43Jhargram, West Bengal:
Live 10am
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার ভামাল এলাকায় অমরজিত বেরার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। এর একাধিক লরি আছে। গত কয়েকমাস আগে নয়াগ্রাম থানা অবৈধ বালি পাচার এর অভিযোগে গ্রেপ্তার করে। গত পরষু জেল থেকে ছাড়া পায়। আজ এখনো ফেরার।
জিডি মাংনিং এর সাথে যুক্ত।
এখনো দুটো জায়গায় তল্লাশি চলছে।
এছাড়াও
গোপীবল্লভপুরে১ ব্লকের নয়াবসানে শেখ জাহিরুল আলীর বাড়িতে অভিযান চলছে
গোপীবল্লভপুর ১ব্লকের জিডি মাইনিং এর বালির অফিসে চলছে অভিযান
গোপীবল্লভ পুর ২ ব্লকের
ভামালে অমরজিৎ বেরার বাড়িতে অভিযান চলছে।
গোপীবল্লভপুর ২ ব্লকের
ভামালে দুখীরাম বাগ এর বাড়ি তল্লাশি চলছে।
13
Report
MMManoj Mondal
FollowSept 08, 2025 13:17:32Kolkata, West Bengal:
রবিবার বিকালে বুকে ও পেটে ব্যথা নিয়ে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার সাত ভাই কালীতলার বাসিন্দা বিশ্বজিৎ বসু কে বনগাঁ হাসপাতালে নিয়ে আসে পরিবার। অভিযোগ সেখানে আসার পর কোনরকম চিকিৎসা না করেই চিকিৎসক রোগীকে কলকাতা স্থানান্তরিত করার নির্দেশ দেয়। রোগীর পরিবারের অভিযোগ হাসপাতালের ভিতরে এম্বুলেন্স ইউনিয়নে গেলে সেখান থেকে চার হাজার টাকা ভাড়া চাওয়া হয়। সেই ভাড়া জোগাড় করতে পারেনা পরিবার। অভিযোগ সে সময় একপ্রকার জোর করে রোগী ও তার পরিবারকে হাসপাতাল থেকে বের করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে অসহায় পরিবার অসুস্থ রোগীকে নিয়ে ট্রেনে করেই রওনা হন কলকাতার হাসপাতালের উদ্দেশ্যে। রাত ৯:৩৫ এর বনগাঁ শিয়ালদা লোকাল ধরে পরিবারের লোকেরা রোগীকে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। ট্রেনে শুয়েও অসুস্থ বিশ্বজিৎ বসু হাসপাতালের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। যদিও এই গোটা ঘটনা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগের পরিবারের পক্ষ থেকে হাসপাতালকে কোনরকম অভিযোগ জানানো হয়নি।
এ ব্যাপারে বনগাঁ জেলা বিজেপি নেতা দেবদাস মন্ডল ঘটনার জন্য হাসপাতাল সুপারকে দায়ী করেন। তিনি জানান সুপার নিজে নার্সিংহোম চালান, সঠিকভাবে হাসপাতালে আসেন না। পাশাপাশি তিনি হাসপাতালের ভিতরে এম্বুলেন্স নিয়ে সিন্ডিকেট চালানোর অভিযোগ তোলেন।
এ ব্যাপারে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান তথা রোগী কল্যাণ সমিতির সদস্য গোপাল শেঠ হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কিছু না বললেও তিনি দাবি করেন পরিবারের পক্ষ থেকে পৌরসভা কে জানালে পৌরসভা বিনা খরচে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে দিত।
যদিও এ ব্যাপারে বনগা হাসপাতাল সুপার কৃষ্ণ চন্দ্র বড়াই সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে না চাইলেও তিনি দাবি করেন হাসপাতালে সব সময় রোগীদের জন্য সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু থাকে, রোগীর পরিবারের পক্ষ থেকে হাসপাতালের কাছে কোনো রকম অভিযোগ জানানো হয়নি।
Byte
1। বিশ্বজিৎ বসু (রোগী)
2। রোগীর মা
3। গোপাল শেঠ (বনগাঁ পৌরসভার পৌরপ্রধান)
4। দেবদাস মন্ডল (বিজেপি নেতা)
5। কৃষ্ণচন্দ্র বড়াই (হাসপাতাল সুপার কল রেকর্ডিং)
14
Report
BCBasudeb Chatterjee
FollowSept 08, 2025 13:17:05Asansol, West Bengal:
স্কুলে একদিকে চলছে পঠন পাঠন অন্যদিকে স্কুলের রুমে থাকছেন রাস্তা মেরামতের শ্রমিকরা। স্কুলে থাকা খাওয়া চান করা সবই চলছে স্বাভাবিক পদ্ধতি! আর স্কুল চলছে পাশের একটা ঘরে। এমনই ছবি দেখা গেল আসানসোলের বারাবনি ব্লকের জনার্দন সায়ের প্রাথমিক বিদ্যালয়ে।এই নিয়ে বিতর্ক দেখা গেলরাজনৈতিক মহলে। স্কুল ভবনে কিভাবে রাস্তা মেরামতের নির্মাণ শ্রমিকরা আছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কংগ্রেসের কটাক্ষ ডি এ না পাওয়ার জন্য এই ভাবেই টাকা তুলছে পুজোর মুখে।
আসানসোলের বারাবনি ব্লকের জনার্দন সায়ের প্রাথমিক বিদ্যালয়।সোমবার এই স্কুলে গিয়ে দেখা গেল স্কুলের একটি ক্লাস রুমে পঠন পাঠন চলছে আর পাশের অন্য ক্লাস রুমে রাস্তার কাজে যুক্ত ঠিকাদারের কর্মীরা থাকছেন।এমনকি স্কুলেই নির্মাণ শ্রমিকদের রান্না বান্না থেকে থাকা খাওয়া সব কিছুই চলছে স্কুলেই।এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।স্কুলের ভেতরে নির্মাণ শ্রমিকরা কেন থাকছেন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।যদিও এই প্রসঙ্গে স্কুলের শিক্ষিকাকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি।তবে নির্মাণ শ্রমিকদের সাফাই সামনেই রাস্তা সংস্কারের কাজ চলছে তাই এখানেই তাদের কে থাকতে বলা হয়েছে।এই প্রসঙ্গে বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জানিয়েছেন বিষয়টি তার জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন।অন্যদিকে বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রথিন্দ্রনাথ মজুমদার।তবে বিষয়টি নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছেন।।
0809ZG_ASN_SCHOOL_CONTRO
প্রসেনজিৎ পুইতন্ডী, কংগ্রেস রাজ্য কমিটির নেতা
অসিত সিং, তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি এবং বারাবনি পঞ্চায়েত সমিতি সভাপতি।
রথিন্দ্রনাথ মজুমদার ( চেয়ারম্যান, পশ্চিম বর্ধমান জেলা প্রাথমিক সংসদ)।
বাইট _ সাফিউনাসা খাতুন ( স্কুলের শিক্ষিকা)।
কৃষ্ণ দাস বাউরী। নির্মাণ কর্মী।
14
Report
ABArup Basak
FollowSept 08, 2025 13:16:32Mal Bazar, West Bengal:
*রঘু ডাকাত'-এর প্রচারে অভিনেতা দেব, মাছ ধরলেন ঘীস নদীতে...*
নিজস্ব সংবাদ দাতা মালবাজার :
শুটিং কিংবা ব্যক্তিগত সফরে এর আগে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এসেছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। তবে সোমবার দুপুরে প্রথমবারের মতো মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার তুড়িবাড়ি-তে এলেন দেব, নিজের নতুন ছবি ‘রঘু ডাকাত’–এর প্রচারের অংশ হিসেবে। সঙ্গে ছিলেন সিনেমা টিমের অন্যান্য সদস্যরা। তাঁরা এক তিন তারা হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর চলে যান পাশের ঘীস নদীতে।
নদীতে পৌঁছে দেবকে দেখা যায় স্থানীয় একটি জাল হাতে তুলে নিয়ে মাছ ধরার চেষ্টা করতে। সেই সময় নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন এক স্থানীয় জেলে। দেব তাঁর কাছ থেকে মাছ ধরার পদ্ধতি শেখেন ও নিজেও হাতে-কলমে চেষ্টা করেন। এই অভিজ্ঞতাকে ‘অসাধারণ’ বলে বর্ণনা করেছেন দেব নিজেই।
এরপর ওদলাবাড়ির ওই হোটেলেই দেবকে সংবর্ধনা জানান মালের বিডিও রশ্মিদিপ্ত বিশ্বাস, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বুলুচিক বড়াইকের পুত্র ও রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রোহিত চিক বড়াইক, তৃণমূল নেতা রাসেল সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব বলেন, “এই প্রথম এই জায়গায় এলাম। চারপাশটা অসাধারণ সুন্দর। পরের বার মা-বাবাকে নিয়ে এখানে ঘুরতে আসব।”
মাছ ধরার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “জেলে দাদার কাছ থেকে শিখলাম কীভাবে জাল দিয়ে মাছ ধরা হয়। দারুণ লেগেছে।”
সোমবার সকালেই দেব পৌঁছান শিলিগুড়ি, সিনেমার প্রচার শুরু করতে। সেখান থেকে যান পাহাড়ি অঞ্চলের বিখ্যাত সেবকেশ্বরী কালীমন্দিরে। মায়ের আশীর্বাদ নিয়ে রওনা দেন ওদলাবাড়ির তুড়িবাড়ির উদ্দেশ্যে।
দেব ও তাঁর সিনেমার টিম মন্দিরে পুজো দেন ও মঙ্গল কামনা করেন নতুন ছবির সাফল্যের জন্য। বিকেলে আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন দেব।
‘রঘু ডাকাত’ ছবির প্রচারে দেবের উপস্থিতি ঘিরে শিলিগুড়ি ও ডুয়ার্সে উন্মাদনা তুঙ্গে। সিনেমাপ্রেমীদের কাছে এটি এক বড় চমক বলেই মনে করা হচ্ছে।
বাইটভ১) অভিনেতা দেব
0809ZG_MAL_DEB_SHOOTING_R
13
Report
CDChittaranjan Das
FollowSept 08, 2025 13:16:06Durgapur, West Bengal:
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তাহলে এবার হতে চলেছে কি 'গৌরীকিকরন'! বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীক্ষা দেবেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। সোমবার দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ডাইরেক্টর অরবিন্দ চৌবে সাংবাদিক বৈঠক করতেই বিতর্কের মুখে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃপক্ষ। পড়ুয়াদের ব্রেন ওয়াশ করতে চাইছে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে আরএসএস। ভারতবর্ষের নিরপেক্ষতাকে ভাঙতে চাইছে কেন্দ্রীয় সরকার কটাক্ষে সিপিএম। আগামী ১০ এবং ১১সেপ্টেম্বর দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দুদিনের অনুষ্ঠানে যোগ দেবেন পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। তিনি প্রথম দিনে যুব শক্তির মধ্যে জ্ঞান প্রচার করবেন। তারপর দিন দর্শন ও দীক্ষা দেবেন। বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর অরবিন্দ চৌবে বলেন, "যুবশক্তির মধ্যে জ্ঞান প্রদান করবেন তিনি। উনি আসবেন এখানে সেই কর্মসূচি আমাদের এখান থেকে ঠিক করা হয়নি। ঠিক হয়েছে ওখান থেকেই। উনি আসবেন। জ্ঞান প্রচার করবেন। উনার কাছে যদি কেউ কিছু জানতে চান জানাবেন। কেউ দীক্ষা নিতে চাইলে দীক্ষাও নিতে পারবেন। অনেক যুব মানসিক অবসাদ ভোগে। তাদের অবসাদ কাটানোর জন্য নানান জ্ঞান দেবেন। যুব শক্তি কোন ধর্মের হয় না।" কটাক্ষ করে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, "কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যার ভেতর ধর্মীয় মেরুকরণ হচ্ছে। আরএসএসের মতে এইসব কাজ হচ্ছে। অন্যায় কাজ করছে এরা। আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপিও তাদের সোশ্যাল মিডিয়ার পেজেও সরাসরি ধর্মীয় বার্তা দেয়। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব। "সিপিএম নেতা বিপ্রেন্দু চক্রবর্তী বলেন, "ভারতবর্ষ একটি নিরপেক্ষ দেশ। সেখানে কোনো সরকারের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় কিছু হতে পারে না। ভারতবর্ষের বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকার নিরপেক্ষতা ভেঙে দিতে চাইছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। আগামী দিনেও প্রতিবাদ চলবে।" পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এর বক্তব্য , "ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ভেতর কোন ধর্ম গুরুকে তারা নিয়ে আসবেন সেটা তারাই বলতে পারবেন। তবে তৃণমূল শুধু বিশেষ সম্প্রদায়কে গুরুত্ব দেয়। ওই জন্য তারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ধর্মগুরু আসা নিয়ে নানান কথা বলছে।"
ছবি 2C তে
ফাইল নাম
0709ZG_DGP_NIT_RLGIOUS_R
14
Report
BSBarun Sengupta
FollowSept 08, 2025 10:00:16Barrackpur Cantonment, West Bengal:
*ফের জায়েন্ত সিংয়ের সাক্ষীকে বাড়িতে গিয়ে হুমকি জায়েন্তের সাগরেদদের,একজনকে ধরে ফেলল এলাকাবাসী,আতঙ্কে সাক্ষী ও তার পরিবার,অভিযুক্তকে আটক করল বেলঘড়িয়া থানার পুলিশ*
আড়িয়াদহ এর ত্রাস জায়েন্ত সিং ইতিমধ্যেই রয়েছে জেলে।।আর জায়েন্ত সিং এর সাক্ষী বিমল প্লাজা ও তার পরিবারের লোকজনদের বারংবার হুমকি দিচ্ছে জায়েন্তের সাগরেদরা।।বেশ কয়েক মাস আগে বিমল পাঁজাকে গাড়িতে বসে হুমকি দিতে দেখা যায় জায়েন্ত সিংয়ের সাগরেদ সুশোভন সরখেলকে।।সেই সময় বেলঘড়িয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে।।তারপর জামিনে বাইরে বেরিয়ে এসে গতকাল রাতে মদ্যপ অবস্থায় দলবল নিয়ে গিয়ে ফের জায়েন্ত সিং এর সাক্ষী বিমল পাজা ও তার পরিবারকে হুমকি দেয়।।সেই সময় অভিযুক্ত সুশোভন সরখেল কে ধরে ফেলে এলাকার মানুষ।ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ গিয়ে অভিযুক্ত কে আটক করে নিয়ে যায়।।আগামীকাল রয়েছে বারাকপুর কোর্টে জায়েন্ত সিংয়ের সাক্ষী।।তার আগে জায়েন্ত সিং সাক্ষীদের বাড়িতে গিয়ে জায়েন্ত সিং এর সাগরেদদের হুমকিতে যথেষ্টই আতঙ্কিত সাক্ষী ও তার পরিবারের লোকজন।।প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।।এমনটাই জানালেন কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা
বাইট:- বিমল পাঁজা(জায়েন্ত সিংয়ের সাক্ষী)
বাইট:- গোপাল সাহা (পুরপ্রধান,কামারহাটি পৌরসভা )
080925_BKP_KAMARHATI
2C TE
12
Report
DSDIBYENDU SARKAR
FollowSept 08, 2025 08:04:25Arambag, West Bengal:
আরামবাগঃ০৮ সেপ্টেম্বর
---------------------------------------------
গ্রামে গিয়ে গ্রামবাসীদের উপর চড়াও হচ্ছেন তৃনমুল পঞ্চায়েত প্রধানের স্বামী। বাদ যাননি তৃনমুল পঞ্চায়েত সদস্যও। পালটা এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটলেন তৃনমুলের বাহুবলী নেতা। ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য খানাকুলের পোল ১ পঞ্চায়েত এলাকায়।
জানা গেছে,খানাকুলের পোল ১ পঞ্চায়েতের সুলুট এলাকায় নিন্মমানের সামগ্রী দিয়ে পানীয়জলের পরিষেবা পৌঁছে দিতে জলপ্রকল্প(সাবমার্সেবল) তৈরি করা হচ্ছে এই অভিযোগে কাজ বন্ধ করার দাবীতে সরব হন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুনের স্বামী তথা এলাকার বাহুবলী তৃনমুল নেতা হাফিজুর রহমান ওরফে খোকন ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের উপর চড়াও হয় বলে অভিযোগ।।
শুধু গ্রামবাসীরাই নয়,ঠিকাদারের থেকে কাটমানি নিয়ে নিন্মমানের কাজ করাচ্ছেন পঞ্চায়েত প্রধানের স্বামী বলে অভিযোগে সরব ওই এলাকার তৃনমুল পঞ্চায়েত সদস্য রাখিবুল ইসলামও। আর এরজন্য তার উপরেও চড়াও হয়ে তাকেও গালিগালাজ ও হুমকি দেয় পঞ্চায়েত প্রধানের স্বামী বলে অভিযোগ তুলেছেন তিনি।
এদিকে গ্রামবাসীদের অভিযোগ,জলপ্রকল্পটি ১লক্ষ ৭২হাজার টাকা ব্যায়ে তৈরি করা হচ্ছে কিন্তু এলাকার মানুষের প্রয়োজনের কথা না শুনে অত্যন্ত নিন্মমানের সামগ্রী দিয়ে তা তৈরি করছেন সংশ্লিষ্ট ঠিকাদার। আর এনিয়ে গ্রামবাসীরা প্রতিবাদ করায় সংশ্লিষ্ট ঠিকাদার পঞ্চায়েত প্রধানের সাবিনা খাতুনের স্বামী হাফিজুল রহমান খাঁ ওরফের খোকনের নির্দেশমতো কাজ হবে বলে গ্রামবাসীদের জানিয়ে দেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করতে বলেন গ্রামের মানুষ। তখনই এলাকায় পৌছায় এলাকার বাহুবলী তৃনমুল নেতা খোকন। প্রকাশ্যেই এলাকাবাসীদের উপর চড়াও হয় সে।
এদিকে সেই ভিডিও সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়। ঘটনার তীব্র নিন্দা করে সরব হয়েছে বিজেপি।
যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই তৃনমুল নেতার সাথে যোগাযোগ করা যায়নি। তবে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন আরামবাগ জেলা তৃনমুল সভাপতি রামেন্দু সিংহরায়।
স্লাগ -
0809ZG_ARM_TMC_R
ছবি ও বাইট আছে 2C তে।
6
Report
MMManoranjan Mishra
FollowSept 08, 2025 07:03:27Purulia, West Bengal:
পুরুলিয়া: রাজ্যে এই প্রথম উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে পরীক্ষার শুরু । আজ পরীক্ষার প্রথম দিনে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে প্রবেশ করলেন ছাত্রছাত্রীরা । এবার পুরুলিয়া জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৮৯৮ জন । ছাত্র সংখ্যা ১২ হাজার ৫৫৭ এবং ছাত্রীর সংখ্যা ১৩ হাজার ৩৪১ । মোট পরীক্ষা গ্রহণ কেন্দ্র ৭৭ টি । প্রত্যেক পরীক্ষা গ্রহণ কেন্দ্রে মোতায়েন রয়েছে পুলিশ ।
বাইট : অনুপ মণ্ডল (DAC সদস্য, পুরুলিয়া জেলা)
3
Report
MDMritunjay Das
FollowSept 08, 2025 07:03:14Bankura, West Bengal:
*নীলকর সাহেবের দান করা সম্পত্তি থেকে জমিদারিত্ব, অযোধ্যা বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি একটা সময় খাজনা আসতো হাতির পিঠে করে, নীল ব্যবসা করে দিনের পর দিন ফুলে ফেঁপে উঠেছিল বন্দ্যোপাধ্যায়দের জমিদারত্ব, ২০০ বছর পূর্বে সেই ধনসম্পত্তি থেকেই শুরু হয়েছিল বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির ব্যাঘ্র বাহিনী দুর্গাপুজো, পুরনো ঐতিহ্য মেনে আজও নবপত্রিকা ঘরে আসে রুপোর পালকি করে,*
উনিশ শতকে বাঁকুড়া জেলায় যেসব জমিদারবাড়ি ছিল তার মধ্যে অন্যতম অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় জমিদারবাড়ির দুর্গাপুজো। দুইশো বছরের এই দুর্গা পুজোর জেল্লা-জমক আগের চেয়ে কমলেও আজও বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোর ঐতিহ্য অমলিন।
শ্রীরামপুরের এক নীলকর সাহেবের দেওয়া সম্পত্তির সাহায্যেই বাঁকুড়ার অযোধ্যায় বন্দ্যোপাধ্যায় পরিবার একের পর এক মৌজা কিনে বাঁকুড়ার অযোধ্যা গ্রামেই জমিদারির সূচনা করেন। কথিত, সে সময়ে বাঁকুড়া ছাড়াও হুগলি, অবিভক্ত বর্ধমান ও মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ৮০টি মৌজার জমিদার হয়ে উঠেছিল এই বন্দ্যোপাধ্যায় পরিবার। জমিদারি ছিল এমনকী কাশী, বেনারস ও তৎকালীন বিহারের বিভিন্ন জায়গাতেও। ছিল কুড়িটি নীলকুঠি। তৎকালীন সময়ে জমিদার বাড়িতে খাজনা আসতো হাতির পিঠে করে । নীলকর সাহেবদের মতো বন্দ্যোপাধ্যায় পরিবার অবশ্য কখনো জোর করে চাষিদের নীল চাষে বাধ্য করত না। করা হত না অত্যাচারও।
জমিদারির বিপুল আয়ে সেসময় অযোধ্যা গ্রামে ক্রমে প্রতিষ্ঠিত হয় বিশাল জমিদারবাড়ি ও দেবোত্তর এস্টেট। এস্টেটের মধ্যে দ্বাদশ শিব মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাসমন্দির, ঝুলন মন্দির ও দুর্গা মন্দির প্রতিষ্ঠিত হয়। শুরু হয় দুর্গা পুজোও। এখানে দেবী সিংহবাহিনী নন, ব্যাঘ্রবাহিনী। প্রতিমাতেও বিশেষ নজরকাড়া সাবেকিয়ানা রয়েছে, শ্রী শ্রী চণ্ডীতে মায়ের যেমন মূর্তির কথা উল্লেখ আছে সেই অনুযায়ী এখানে মূর্তি তৈরি হয়। এখানে দেবীর মুখ ছাঁচে নয়, বংশপরম্পরার প্রতিমাশিল্পী হাতে তৈরি করেন দেবীর মুখ। এরকম মূর্তি ধারেপাশে কোথাও দেখতে পাওয়া যায় না। সেই সময়ে জমিদারির বিপুল আয়ে উপচে পড়া রাজকোষের প্রভাব পড়েছিল পুজোয়। পুজোর সময় পাইক, বরকন্দাজ, বিভিন্ন রাজকর্মচারী ও প্রজাদের আনাগোনায় দুর্গাপুজো কার্যত উৎসবের চেহারা নিত। এমনকি বর্তমান সময়েও নবপত্রিকা ঘরে তোলা হয় রুপোর পালকি করে । পুজোর কটা দিন হাজারো মানুষের ভিড় জমে এই বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়িতে। বাড়িতে আসে দূর দূরান্ত থেকে আত্মীয়স্বজনেরা। সকলেই একত্রিত হয়ে পুরনো ঐতিহ্যকে মেনেই দুর্গা মায়ের আরাধনা করেন পরিবারের সদস্যরা ।
7
Report
PDPradyut Das
FollowSept 08, 2025 06:02:28Jalpaiguri, West Bengal:
2C
0809ZG_JAL_ROAD_R
VISU, BYTE & WT SEND BY 2C
রাস্তা না ডোবা বোঝা দায়। দুর্ঘটনা লেগেই রয়েছে বলে অভিযোগ। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন মোহিতনগর স্কুল সংলগ্ন এলাকা থেকে ঝা বাড়ির মোড় পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। প্রশাসনের কোন হেলদোল নেই বলে অভিযোগ।
খানাখন্দে ভরা বেহাল রাস্তার। বৃষ্টি হলে ভাঙ্গা রাস্তার ওপর বড় বড় গর্তের উপর মধ্যে জল দাঁড়িয়ে থাকে। ফলে সেই সময় রাস্তা না ডোবা বোঝাই দায়। কয়েক কিলোমিটার রাস্তায় বড় বড় গর্ত। বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা নিত্যদিনের সাথী হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বারংবার নির্দেশ গ্রামীণ রাস্তা দিয়ে ভারী জান চলাচল নিষিদ্ধ। মুখ্যমন্ত্রীর বার তাকে তোয়াক্কা না করেই এই রাস্তা দিয়ে ডাম্পার ভারী যান চলাচল করে বলে অভিযোগ। ফলে রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে৷ জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মোহিতনগর স্কুলের উল্টো দিকে দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা ঝাবাড়ি মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘ কয়েক বছর ধরে খানাখন্দে ভরা এই রাস্তা দিয়েই যাতায়াত ছাত্র-ছাত্রী থেকে নিত্য যাত্রীদের।পাশেই রয়েছে দুটো হাই স্কুল, এবং এই রাস্তা দিয়ে নার্সিং ট্রেনিং কলেজে যেতে হয় পড়ুয়াদের। এখানে সাপ্তাহিক বড় হাট বসে যেই হাত অতি প্রাচীন গৌরীহাট নামে পরিচিত। হাটে আসা ক্রেতা-বিক্রেতারা চরম সমস্যায়। মোহিতনগর স্কুল সংলগ্ন এলাকা থেকে ঝা-বারি মোড় হয়ে রাহুতবাগান, পাঙ্গা, বাহাদুর, চালহাটি যাওয়ার এই রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন বাসিন্দারা। দীর্ঘদিন থেকে রাস্তার কোন সংস্কার নেই অভিযোগ বাসিন্দাদের। রোদ উঠলে ধুলো -বালিতে যেরবার, অপরদিকে বৃষ্টি হলে জল-কাদায় চরম সমস্যায় যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। দ্রুত সমাধান চাইছেন সকলেই। গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জিত কর্মকার আবশ্যক প্রধানের কোড এই বল ঠেলেছেন। অপরদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মন্ডল অবশ্য সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন, এত বড় রাস্তা গ্রাম পঞ্চায়েত থেকে সংস্কার করা অসুবিধা। NBDD এবং SJDA এ কে জানানো হয়েছে। আশা করি NBDD থেকে এই রাস্তা সংস্কার করা সম্ভব হবে।
Byte:- রাজেশ মন্ডল ( অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান)
Byte, সঞ্জিত কর্মকার ( অরবিন্দ গ্রাম পঞ্চায়েত সদস্য )
Byte:- বাসিন্দা।
Byte:- পথ চলতি মানুষ।
Byte:- সাধারণ বাসিন্দা।
Byte:- নাগরিক।
রিপোর্ট :-প্রদ্যুৎ দাস
ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
6
Report
ASAyan Sharma
FollowSept 08, 2025 06:02:18Kolkata, West Bengal:
# পুজোর আগে ডেঙ্গু নিয়ে বাড়ছে উদ্বেগ। চুপিসাড়ে বাড়ছে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত এর সংখ্যা। ডেঙ্গি আক্রান্তের একেবারে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। তারপর এই নাম রয়েছে উত্তর ২৪ পরগনার। প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে কলকাতা। আগস্ট মাস পর্যন্ত, সাড়ে চার হাজারের ঘরে আশেপাশে ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান ঘোরাফেরা করলেও। সেপ্টেম্বরে দাপট দেখাচ্ছে ডেঙ্গি।
# ৪ সেপ্টেম্বর পর্যন্ত, কোন জেলায় ডেঙ্গি আক্রান্ত কতজন....
১. মুর্শিদাবাদ - ১২৪৯ জন
2. উত্তর ২৪ পরগনা - ১১০৯ জন
3. হুগলি - ৫৯১ জন
4. মালদা - ৪৯৪
5. কলকাতা - ৪৮২ জন
6. হাওড়া - ৪৪২ জন
7. দক্ষিণ ২৪ পরগনা - ১১ জন
8. পূর্ব বর্ধমান - ৩০১ জন
9. বাঁকুড়া - ২৯৯ জন
10. নদীয়া - ২৯৯ জন
11. পশ্চিম বর্ধমান - ২১১ জন
12. পশ্চিম মেদিনীপুর - ২০২ জন
13. পূর্ব মেদিনীপুর - ১৫০ জন
14. ঝাড়গ্রাম - ১১৫ জন
15. ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা - ১১৩ জন
16. নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা - ২৪ জন
# সব মিলিয়ে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6392 জন।
4
Report
KAKAYESH ANSARI
FollowSept 08, 2025 05:46:19Darjeeling, West Bengal:
*NH10 Landslide In Between Rangpu and Singtam (Sikkim) By Which One Vehicle Damage (Cover) With Landslide - Gangtok Road Block, JCB Is Brough To Clean The Road*
Due to continue rainfall from yesterday Late Night again Landslide had occur in NH10 this time in Between Rangpu and Singtam. By which One vehicle wheel had been cover with landslide.
The Road is totally Jam by which the Gangtok road is closed but the JCB had been brought and they had started to clear the landslide.
14
Report
BBBimal Basu
FollowSept 08, 2025 05:46:06Basirhat, West Bengal:
বলে 2C তে ছবি পাঠিয়েছি।
মোবাইল অ্যাপের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নিয়ে অল্প দিনের মধ্যে টাকা ডবল করে দেওয়ার অভিযোগে দুই প্রতারক কে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিস
বেশ কিছু দিন ধরে খবর আসছিল দু ব্যাক্তি হাসনাবাদ এলাকা থেকে মানুষকে অল্প দিনের মধ্যে টাকা ডবল করে দেওয়ার লোভ দিয়ে বেশ কিছু মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলে। হামিদ গাজি ও নাজমূল ইসলাম লস্কর নামে এই দুই প্রতারকের কিছুতেই নাগাল পাচ্ছিল না পুলিস। অবশেষে হাসনাবাদ ব্রিজের কাছ থেকে দুজনকে গ্রেফতার করে পুলিসি হেপাজাত নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা কার জড়িত আছে তার তদন্ত শুরু করেছে পুলিস।
বিমল বসু বসিরহাট
13
Report
ABArup Basak
FollowSept 08, 2025 05:45:55Mal Bazar, West Bengal:
*পুজোর মুখে ডুয়ার্স ভ্রমণে স্বস্তির হাওয়া! সস্তা হোটেল ভাড়ায় পর্যটকদের মুখে হাসি ফুটবে...*
উত্তরবঙ্গের জঙ্গল মহলে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য এল স্বস্তির খবর। জলদাপাড়া, গরুমারার মতো জনপ্রিয় পর্যটনস্থলে বেড়াতে যাওয়ার খরচ এবার অনেকটাই কমে যাবে কেন্দ্র সরকারের নতুন জিএসটি নীতির ফলে।
পুজোর মুখে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হওয়া নতুন এই কর কাঠামো অনুযায়ী, এখন থেকে প্রতি রাত ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর মাত্র ৫ শতাংশ জিএসটি দিতে হবে, যেখানে আগে দিতে হত ১২ শতাংশ। অর্থাৎ, একই বাজেটে এবার ঘোরা যাবে আরও বেশি জায়গায়।
হোটেল ভাড়া যদি ১,০০০ টাকার নিচে হয়, সেখানে আগের মতোই কোনও জিএসটি প্রযোজ্য হবে না। তবে ৭,৫০০ টাকার বেশি মূল্যের ঘরের ক্ষেত্রে করের হার থাকছে ১৮ শতাংশ।
ডুয়ার্স অঞ্চলের হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই পরিবর্তনের ফলে পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে পুজোর মুখে পর্যটকের সংখ্যা তুলনামুলোক ভাবে বারবে। অনেক মধ্যবিত্ত পরিবার যারা আগে অতিরিক্ত খরচের ভয়ে ভ্রমণের পরিকল্পনা পিছিয়ে দিচ্ছিলেন, তাঁরাও এবার স্বচ্ছন্দে সফর করতে পারবেন ডুয়ার্স বা পাহাড়ে।
জলদাপাড়া, গরুমারা, চাপরামারি কিংবা লাটাগুড়ির মতো এলাকায় প্রতিবারের মতো এবারও শারদ মরশুমে ভিড় বাড়ার আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের কথায়, “শুধু হোটেল নয়, এর প্রভাব পড়বে গাড়ি ভাড়া, স্থানীয় খাবার, পর্যটন গাইড – সব ক্ষেত্রেই। উপকৃত হবে গোটা অঞ্চল।”
অতএব, শরতের শুরুতেই যখন ডুয়ার্সের প্রকৃতি কাশফুলে ঢেকে যায়, তখন পর্যটকদের জন্য এই নতুন জিএসটি ছাড় যেন এক মিষ্টি উপহার। ব্যাগ গুছিয়ে নেওয়ার এটাই তো সেরা সময়!
বাইট ১) হোটেল ব্যাবসায়ী চিত্তরঞ্জন দে।
২) অলক চক্রবর্তী পর্যটক ব্যবসায়ী।
৩) মহিলা হোমষ্টে ব্যাবসায়ী অহনা বিশ্বাস।
0809ZG_PA_MAL_PUJO_GST_R
14
Report