Back
রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনা: মা ও মেয়ে প্রাণ হারালেন!
SRSanjoy Rajbanshi
Sept 06, 2025 11:32:38
Kalna, West Bengal
এইখানে কাজ নেই তাও বাইরের রাজ্যে কাজে গিয়েছিলো পেটের দায়ে, সেখাইয়ে ঘটে দুর্ঘটনা, দাবি সন্তান হারা অসহায় মায়ের রাজস্থানের জয়পুরের সুভাষ চকে একটি বিল্ডিং ভেঙে মৃত্যু হল পূর্বস্থলীর বাবা ও মেয়ের, মা গুরুতর অসুস্থ। মৃত প্রভাত বাগদি ৩১ বছর বয়স, মেয়ে পিউ বাগদী পাঁচ বছর বয়স। মা সুমিত্রা বাগদি গুরুতর আহত।
দশ বছর ধরে তারা সেখানে সোনা রুপোর কারিগরের কাজ করে। আজ সকালে কালনার পূর্বস্থলীর ঝাউ ডাঙ্গা গ্রামে পরিবারকে খবর দেওয়া হয় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়।তার oদাবি কেন্দ্র কাজ আটকে দিয়েছে তাই কাজ পাচ্ছে না,
বাইট এক - মৃতর মা
বাইট দুই - তপন চ্যাটার্জী (বিধায়ক পূর্বস্থলী উত্তর)
ছবি 2C তে
060925-KLN-PORIJAI-R
2
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SBSoumen Bhattachrya
FollowSept 06, 2025 14:51:19Kolkata, West Bengal:
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কলকাতা বিমানবন্দরে
প্রতিক্রিয়া:
১) ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য চার লক্ষ আবেদন জমা পড়েছে। হঠাৎ করে আবেদন বেড়ে গেছে তাই অনেকগুলি বাতিল করছেন নির্বাচন কমিশন।
২) আজকে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শেখ শাজাহানের বাড়িতে গিয়ে পৌঁছায়।
৩) সোনারপুরে জমি ব্যবসায়ীর কাছ থেকে তোলা তোলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
৪) কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা জামিনের আবেদন করলেন।
৫) আগামীকাল এসএসসি পরীক্ষা। কোন দাগি পরীক্ষার্থী পরীক্ষায় বসলে কোন প্রক্রিয়াটাই প্রশ্নের মধ্যে পড়ে যাবে। পর্ষদ সভাপতি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছেন না একজনের দাগী ফরম ফিলাপ করেনি।
৬) পানিহাটিতেও এক ব্যবসায়কেও তোলা তোলবার জন্য মারধর করা হয়েছে।
৭) এস আই আর নিয়ে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে মুখ্য নির্বাচনী কমিশনারের দপ্তরে।
৮) রাজস্থানের জয়পুরে একটি বিল্ডিং ভেঙ্গে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা সোনা ব্যবসায়ী, পশ্চিমবঙ্গের বাসিন্দা।
0
Report
MCMoumita Chakraborty
FollowSept 06, 2025 14:50:480
Report
PDPradyut Das
FollowSept 06, 2025 14:50:44Jalpaiguri, West Bengal:
2C
0609ZG_JAL_SLOGAN_R
EXCLUSIVE
চোর চোর শ্লোগানে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক তখন সরকারি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এই স্লোগান জলপাইগুড়িতে। তীব্র কটাক্ষ বিজেপি। অস্বস্তিতে শাসক শিবির। জলপাইগুড়ি বেলাকোবায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না সাথে বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়ক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। মন্ত্রী প্রবেশ করতেই স্লোগান উঠলো তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।
বিজেপির বক্তব্য সরকারি আমলারা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছেন। দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান বলুন এটা সরকারি টাকায় তৃণমূলে প্রচার চলছে। যতই জিন্দাবাদ বলুক আগামী দিনের মানুষ এদের বাদ দিয়ে দিবে বলে কটাক্ষ করেন জলপাইগুড়ি জেলা বিজেপি নেতা শ্যাম প্রসাদ।
এরই পাশাপাশি বেলাকোবার এই পাড়ায় সমাধান ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের জন্য কোন কাউন্টারের সমশ্রী লেখা ব্যানার বা বোর্ড না থাকায় চরম সমস্যা ক্যাম্পে আশা উপভোগতারা।
শনিবার আমাদের পাড়া আমাদের সমাধান রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোবা অঞ্চলের সারিয়াম কালিবাড়ি বিদ্যালয়ের মাঠে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ।
'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি পরিদর্শনে জলপাইগুড়িতে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। শনিবার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোবা অঞ্চলের সারিয়াম কালিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমাদের পাড়া আমাদের সমাধান পরিদর্শন করেন রাজ্যের কৃষি বিপণন ও ভূমি সংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। তাঁর সঙ্গে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, সদর ব্লকের বিডিও মিহির কর্মকার সহ অন্যান্য আধিকারিকেরা।
জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী নয়া এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ঘোষণা করেছিলেন। যেখানে তিনটি বুথ নিয়ে গড়া হবে একটি পাড়া। এই প্রকল্পে প্রতিটি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা। বুথস্তরে গিয়ে সরকারি আধিকারিকরা মানুষের সমস্যার কথা শুনবেন। বুথস্তরে ছোট রাস্তা, স্কুলের পরিকাঠামো উন্নয়ন, পানীয় জলের মতো বিবিধ স্থানীয় সমস্যার সমাধান হবে এই প্রকল্পে। ২রা আগষ্ট থেকে শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় ১কোটি ২০ লক্ষ মানুষ এই প্রকল্পে অংশগ্রহণ করেছে বলে জানা গিয়েছে।
রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি)
0
Report
PSPrasenjit Sardar
FollowSept 06, 2025 14:50:30Baruipur, West Bengal:
চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে বয়স্ক মহিলার মৃত্যুর অভিযোগ।তদন্তে রেল পুলিশ
ক্যানিং - এক মধ্য বয়স্কা অঞ্জাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় । বিকালে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যনিং লাইনের ক্যানিং ষ্টেশন সংলগ্ন রেল লাইনের পাশে। রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় ও পুলিশ সুত্রের খবর সম্ভবত ওই মহিলা কলকাতা থেকে ফেরার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তদন্তে রেল পুলিশ।
060925ZG-BAR-CANNING-DEATH-R
0
Report
MMManoj Mondal
FollowSept 06, 2025 14:50:19Kolkata, West Bengal:
মতুয়া শংসাপত্র নিয়ে সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর প্রতারণা করে চলেছেন। শংসাপত্রে যে কিউআর কোড দিচ্ছে স্ক্যান করলে তাতে শান্তনু ঠাকুরের ছবির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি চলে আসছে। সিএএ নিয়ে দ্বিচারিতা করছে বিজেপি। এ ব্যাপারে বনগাঁর সাংবাদিক সম্মেলন থেকে প্রশ্ন তুলে দিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের এসআইআর চালু হওয়ার তোড়জোর শুরু হতেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সিএএ ফর্ম ফিলাপ ক্যাম্প শুরু হয়েছে। একদিকে বিধায়ক সুব্রত ঠাকুর অন্যদিকে নাট মন্দিরে সাংসদ শান্তনু ঠাকুর সিএএ ফর্ম ফিলাপ ক্যাম্প তৈরি করেছেন। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ প্রকাশ্যে চলে এসেছিল। সেই আবহ কাটতে না কাটতেই আবার নতুন করে অন্য জল্পনা উস্কে দিলেন গোপাল শেঠ। মতুয়া ভক্তদের পাশে বসিয়ে সাংসদের দিকে আঙুল তুললেন তিনি।
এ ব্যাপারে অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাধারণ সম্পাদক সুখেন গাইন রীতিমতো কটাক্ষের সুরে জানান, শান্তনু ঠাকুরের বারবার দাবির পরেই সিএএ চালু হওয়ার কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাই তাদের ছবি থাকা কোনো দোষের নয়।। আর যারা মতুয়াদের নিয়ে এত ভাবছেন তাদেরই দলের নেতা-নেত্রীরা বিভিন্ন সময়ে মতুয়াদের আক্রমণ করে চলেছেন। মতুয়ারা সঠিক পথই বেছে নেবেন।
0
Report
DGDebabrata Ghosh
FollowSept 06, 2025 14:50:04Howrah, West Bengal:
বিগত পরপর দুটি রবিবার দ্বিতীয় হুগলী সেতু ও কোনা এক্সপ্রেসওয়েতে বন্ধ ছিলো যান চলাচল।হুগলী সেতুতে কেবল মেরামত ও কোনা এক্সপ্রেসওয়েতে স্টীলের বিম বসানোর জন্য।তবে আগামীকাল সেই কাজ বন্ধ রাখা হচ্ছে।কারন আগামীকাল এস এস সি পরীক্ষা।তাই পরীক্ষা কেন্দ্রে যেতে পরীক্ষার্থীদের যাতায়াত করতে কোনোরকম অসুবিধা না হয় তারজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।দ্বিতীয় হুগলী সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে তাই সচল থাকবে।
ওয়াকথ্রু
0
Report
SBSoumen Bhattachrya
FollowSept 06, 2025 14:49:48Kolkata, West Bengal:
নিমতা প্রতাপগড়ে গতকাল সন্ধ্যায় শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার ও তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌছালো ফরেনসিক বিশেষজ্ঞ-র দল। নিমতা থানার পুলিশের সাথে ৩ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছে।
4
Report
MMManoranjan Mishra
FollowSept 06, 2025 14:49:36Purulia, West Bengal:
পুরুলিয়া: টানা ৬ দিনের শেষে কর্মবিরতিতে সামিল হওয়া অস্থায়ী কর্মীদের সঙ্গে আলোচনায় বসলেন সদর মহকুমা শাসক, পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান, সদর থানার আইসি এবং কাউন্সিলাররা । টানা ৩ ঘন্টা আলোচনার পর কর্মবিরতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন অস্থায়ী কর্মীরা। বকেয়া দু মাসের বেতন প্রদান, বোনাস বৃদ্ধির দাবিতে সহমত পোষণ করেছে পৌর কর্তৃপক্ষ । যদিও অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবির বিষয়ে ২ মাস সময় চেয়েছে পৌর কর্তৃপক্ষ । এই বিষয়ে সহমত পোষণ করেছেন পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীরা। গত ১ সেপ্টেম্বর থেকে চলছিল এই কর্মবিরতি ।
4
Report
BSBhabananda Singha
FollowSept 06, 2025 14:49:25Dinajpur, Rangpur Division:
গোপন সুত্রে খবরের ভিত্তিতে ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করলো রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জের বীরনগর এলাকায় সরকারি বাসস্ট্যান্ডের পাশের গলি থেকে তাকে আটক করে পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপিস্থিতিতে তার কাছ থেকে প্রায় ৩৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। ধৃত যুবকের নাম রহিম শেখ, বাড়ি মালদা জেলার কালিয়াচকে। পুলিশ সুত্রে জানা গেছে ওই যুবক করনদিঘিতে কোনও অজানা ব্যক্তিকে টেলিফোনিক নির্দেশ অনুযায়ী ওই ব্রাউন সুগার ডেলিভারি করার উদ্দেশ্যে যাচ্ছিল।
রায়গঞ্জ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
বাইট
অর্নব সাহা (ম্যাজিস্ট্রেট)
0609ZG_NDIN_BROWN_SGR_R
1
Report
ALArup Laha
FollowSept 06, 2025 14:49:14Belna, West Bengal:
পূর্ব বর্ধমানের আউশগ্রামের পিচকুড়ি গ্রামে উদ্ধার হল একাধিক তাজা বোমা। শনিবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।জানা গিয়েছে, পিচকুড়ি থেকে গোবিন্দপুর যাওয়ার রাস্তায় একটি মাঠে সাবমার্সিবল পাম্পের কাছে একটি জারের মধ্যে আটটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গেই খবর যায় গুসকরা ফাঁড়ির পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলিকে নজরদারিতে রেখে বোম্ব স্কোয়াডকে খবর দেয়।
উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ আগে ওই এলাকায় বোমা বাঁধা হচ্ছে বলে পুলিশের কাছে খবর পৌঁছেছিল। তবে সেই সময় ঘটনাস্থলে গিয়ে কোনো সন্দেহজনক জিনিস উদ্ধার করতে পারেনি পুলিশ। শনিবার ফের বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
060925ZG_BWN_BOMB
1
Report
NRNarayan Roy
FollowSept 06, 2025 11:33:02Siliguri, West Bengal:
*কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে জেলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল*
ইলেকশন কমিশন থেকে এবং S.I.R বিরুদ্ধে জেলা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়৷ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে মাল্লাগুড়ির বিবেকানন্দ ভবনের সামনে গিয়ে শেষ হয়। দার্জিলিং সহ সংলগ্ন জেলার কর্মী সমর্থকেরা এই মিছিলে যোগ দেন। অন্যদিকে মিছিলে উপস্থিত থাকেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ সর্বভারতীয় কংগ্রেসের সাধারন সম্পাদক গোলাম আহমেদ মির , AICC সম্পাদিকা শ্রীমতী অম্বা প্রসাদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোলাম আহমেদ মির বলেন , "গোটা দেশ জুড়ে যেভাবে ভোট জালিয়াতির মাধ্যমে বিজেপি ক্ষমতায় এসেছে তার বিরুদ্ধে আমাদের এই মিছিল। বাংলার পরিস্থিতি একই। তবে বিহার থেকে বাংলা বা অসমে কোন ধরনের এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেব না৷ যার কারনেই জনমত গড়ে তোলার জন্য আমাদের এই মিছিল।"
FEED SEND BY 2C
0609ZG_SILI_CONG_R
BYTE DETAILS :
*গোলাম আহমেদ মির(সর্বভারতীয় কংগ্রেসের সাধারন সম্পাদক)*
4
Report
TCTathagata Chakraborty
FollowSept 06, 2025 11:32:29Baruipur, West Bengal:
*টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা রেল যাত্রী*
দক্ষিণ ২৪ পরগনা; বারুইপুর: টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা রেল যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে। ঘটনায় রীতিমতো আতঙ্কে ও ভয়ে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক। শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনে দু নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। আর সেই লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী। অভিযুক্ত মহিলা রেল যাত্রী ও তার আরো এক সঙ্গী সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিল। পাস থেকে কিছু মহিলা রেলযাত্রী অভিযোগ করেন যে এরা সুভাষগ্রাম স্টেশন থেকেই সিট দখল করে বসে আসছে। টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকায় গরম ঘুগনি মহিলা টিকিট পরীক্ষকে পূজা কুমারীর মুখে গড়ম ঘুঘনি ছুড়ে মারে। হতচকিত হয়ে পড়েন মহিলা টিকিট পরীক্ষক। একদিকে গরম ও অন্যদিকে চোখে মুঘে ঘুগনি পড়ায় রীতিমতো ভয়ে ও কষ্টে আর্তনাদ করে ওঠেন। চোখ মুখ বিভৎস জ্বালা দিতে থাকে। ওই অবস্থাতেই কোনভাবে চোখ মুখ মুছে ওই অভিযুক্ত মহিলা রেল যাত্রীকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে প্লাটফর্মে নামালেই আরপিএফ এর জওয়ান ঘটনাস্থলে চলে আসেন। অভিযুক্ত মহিলা রেল যাত্রীর নাম জানা গিয়েছে সাইদা বিবি, বাড়ি সুভাষগ্রামে এলাকায়। তার কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহের বৈধ টিকিট থাকলেও, বারুইপুরে আসার কোন বৈধ টিকিট ছিল না। ইতিমধ্যেই বারুইপুর আরপিএফ এর পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। রীতিমতো আতঙ্কে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক। বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের। অভিযুক্ত মহিলা রেল যাত্রী সাইদা বিবির দাবি তিনি ভুল করে ফেলেছেন। আর কোনদিন এমন হবে না। যদিও মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেল যাত্রীর শাস্তির দাবি জানিয়েছেন।
4
Report
MMManoranjan Mishra
FollowSept 06, 2025 10:45:51Purulia, West Bengal:
পুরুলিয়া: কুড়মি জাতীকে ST সম্প্রদায় থেকে বঞ্চিত করার প্রতিবাদে কালা দিবস পালন করলো পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ । ১৯৫০ সালের ৬ সেপ্টেম্বর তারিখে তৎকালীন কেন্দ্রীয় সরকার কুড়মি সম্প্রদায়কে ST তালিকায় অন্তর্ভুক্তি থেকে বঞ্চিত করে । তারই প্রতিবাদে আজকের দিনই কালা দিবস হিসেবে পালন করলেন তারা । শনিবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে ব্যানার পোস্টার হাতে নিয়ে পুরুলিয়া শহর জুড়ে কালা দিবস মিছিল করেন তারা ।
3
Report
MMManoj Mondal
FollowSept 06, 2025 10:37:42Kolkata, West Bengal:
শিক্ষক দিবসের দিন স্কুল ছুটি। সকালে মাছ ধরার ছিপ ও বাবাকে সাথে নিয়ে পাশের পুকুরে মাছ ধরে বাড়ি ফিরে গামছা নিয়ে বাথরুমে স্নান করতে ঢোকে বছর ১৩-র রিপম। বেশ কিছু সময় কেটে গেলে বাথরুম থেকে বেরোতে না দেখে বাথরুমে ঢুকেই গলায় ফাঁস আটা ছেলের মৃতদেহ দেখে যেন আকাশ ভেঙ্গে পড়ে বাবা দেবব্রত মন্ডলের মাথায়। এমনই মর্মান্তিক ঘটনা ঘটে গেল শুক্রবার দুপুরে বনগাঁ কালুপুর এলাকায়।
তড়িঘড়ি গলার ফাঁস ছাড়িয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপর দেহটি ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।
মৃত রিপমের বাবা জানিয়েছেন ছেলে পড়াশোনায় অনেক ভালো। ওর মাথাতে আত্মহত্যা করার চিন্তা ভাবনা কখনোই আসার কথা না। ছুটি থাকায় মাছ ধরতে যাবে বলেছিল আমিও সাথে গেছিলাম। এরপর ও বাড়ি ফিরে স্নান করতে যায় বাথরুমে। গামছা নিয়ে কোন ম্যাজিক করার চেষ্টা করেছিল। গামছা পেছিয়ে ফাঁস লেগে যায় গলায়। খেলার ছলে এমনটাই হয়েছে বলে দাবি পরিবারের। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে মা রিমি মন্ডল। এই আকস্মিক ঘটনায় শোকে স্তব্ধ রিপমের বিদ্যালয়ের শিক্ষকরা সহ প্রতিবেশীরাও।
6
Report