Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700103

भारी बारिश के बाद जलजमाव में मैनहोल साफ करते सफाईकर्मी की मौत

TCTathagata Chakraborty
Sept 25, 2025 07:03:27
Rajpur Sonarpur, West Bengal
প্রবল বৃষ্টির পর জলমগ্ন রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকা। জমা জল নামছিল না। আর সেই জল নামানোর চেষ্টাতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ম্যানহোল পরিষ্কার করতে নেমে জলের স্রোতে ভেসে প্রাণ হারালেন সাফাইকর্মী জয়ন্ত ঘোষ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানা গিয়েছে, ম্যানহোলে প্লাস্টিক জমে থাকায় তা পরিষ্কার করতে চেয়েছিলেন জয়ন্তবাবু। সতর্ক করা সত্ত্বেও নেমে পড়েছিলেন জলে। মুহূর্তের মধ্যেই তলিয়ে যান তিনি। পরে ঘটনাস্থল থেকে প্রায় একশো মিটার দূরে অপর একটি ম্যানহোলের পাশে মিলল তাঁর দেহ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিজের দায়িত্ববোধ থেকেই নেমেছিলেন ড্রেন পরিষ্কার করতে— এমনটাই জানিয়েছে পরিবার ও পুরসভা সূত্র। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস। জয়ন্ত ঘোষের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Sept 25, 2025 10:50:25
Chinsurah, West Bengal:শ্রীরামপুরে গঙ্গার পার ভাঙন, আতঙ্কে নেহেরু নগর কলোনীর বাসিন্দারা। বলাগড়ের মতো না হলেও শ্রীরামপুর শহরে গঙ্গার ভাঙন নিয়ে বরাবরই আশঙ্কা ছিল। সিদ্ধেশ্বরীতলা থেকে মাহেশ পর্যন্ত বিস্তৃত গঙ্গার ধারে বহু জায়গায় ভাঙনের চিহ্ন ধরা পড়েছিল আগেই। চলতি বছরে অতি বৃষ্টির জেরে সেই আশঙ্কা আরও প্রবল হয়ে ওঠে। আর এবার সেই ভয়াবহতার চিত্র দেখা গেল শ্রীরামপুরের নেহেরু নগর কলোনীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গার পারের গুরুত্বপূর্ণ একটি রাস্তায় বড় ফাটল ধরে যায়। ফাটল ধরে আস্তে আস্তে রাস্তার কিছু অংশ বসে গেছে গঙ্গার দিকে। স্থানীয়দের মতে, যখন তখন সেটি সম্পূর্ণ ভেঙে গঙ্গায় তলিয়ে যেতে পারে। আর যদি তা ঘটে, তবে বড় বিপদের মুখে পড়বে পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের গঙ্গাপারের বাসিন্দারা। কারণ সেই রাস্তা ভেঙে গেলে হু হু করে গঙ্গার জল ঢুকে পড়বে আবাসিক এলাকায়। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের বক্তব্য, বহু বাড়িঘর ও সম্পত্তি এক মুহূর্তে নদীগর্ভে চলে যেতে পারে। তাই অবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। স্থানীয়দের কথায়, শুধু নেহেরু নগর নয়, ভাঙ্গন রুখতে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে শ্রীরামপুরের একাধিক ঘনবসতিপূর্ণ এলাকা ভবিষ্যতে বিপদের মুখে পড়তে পারে। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিং ওরফে পাপ্পু। তিনি বলেন, “শ্রীরামপুরের গঙ্গা ভাঙন নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। প্রশাসনিক স্তরে ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।”
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 25, 2025 10:19:44
Chinsurah, West Bengal:পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়। দুর্গাপূজোর মুখে আবারও তৃণমূল শিবিরে খুশির হাওয়া। পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে একক আধিপত্য কায়েম করল তৃণমূল কংগ্রেস। সমিতির মোট ৪২টি আসনের সবকটিতেই তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। কয়েক মাস আগে মহানাদ অঞ্চলের মেঘসার সমবায় নির্বাচনে একইভাবে প্রতিদ্বন্দ্বিতাহীন জয় পেয়েছিল তৃণমূল। এবার পাটনা সমবায়ে সেই সাফল্য পুনরাবৃত্তি করল তারা। এই প্রসঙ্গে তৃণমূল অঞ্চল সভাপতি দেবব্রত দাস বলেন, “মানুষ আমাদের উপর ভরসা করেছে বলেই আমরা এককভাবে এই জয় পেয়েছি। গ্রামীণ উন্নয়ন, কৃষকদের পাশে থাকা এবং সংগঠনের ঐক্যই আমাদের শক্তি। এই আস্থা আমরা বজায় রাখব।”
4
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 25, 2025 10:19:25
Jhargram, West Bengal:ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের জমি জালিয়াতি কাণ্ডে এবার নয়া তথ্য। সাঁকরাইলের চুনপাড়া এলাকায় একাধিক জমির সাথে গ্রাম পঞ্চায়েতের প্রধানের নিজের জমিও হাত বদল হয়ে গেছে। গ্রামপঞ্চায়েত অফিস, প্রধানের নিজের জমির সাথে এলাকার বহু মানুষের জমিও হাতিয়ে নেওয়ার অভিযোগ। এতেই শেষ না সরকারের জমিতে গোড়ে ওঠা রাজ্য সরকারের কর্মতীর্থ রয়েছে তাও বেঁচে দিয়েছে এই জমি জালিয়াতরা। দীর্ঘ দিন ধরেই এক স্পঞ্জ আয়রন কোম্পানীর বিরুদ্ধে ঝাড়গ্রামের জমি বেআইনি ভাবে দখল করে বিক্রি করার অভিযোগ। ফরেষ্ট এর জমি সরকারি জমির নকল দলিল করে জমি বিক্রি অথবা ব্যাঙ্কএ মডগেজ দিয়ে টাকা বিদেশে পাচারের অভিযোগ ছিলো। নতুন করে আবার গ্রাম বিক্রির ঘটনাটির তদন্ত করছে পুলিশ। এর পেছনে ঐ বেআইনি স্পঞ্জ আয়রন কারখানার কোনো যোগ আছে কিনা সেটাও তদন্ত করছে পুলিশ। জানা গেছে বাকড়া গ্রামের প্রায় ১২৫ টি পরিবারের প্রায় ৪০০ একরের ও বেশি জমি ভুয়ো কাগজপত্র ব্যবহার করে অন্যের নামে রেজিস্ট্রি করানো হয়েছিল। অভিযোগ, জমির মালিকদের নকল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। এমনকি কোথাও জমির প্রকৃত মালিককে মৃত দেখিয়েও হস্তান্তরের চেষ্টা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা ঝাড়গ্রাম জেলা রেজিস্ট্রি অফিস ও জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে জমি ফেরত ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। এর আগেই এই মামলায় এখনো তিন জন কে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়ো উত্তরাধিকার শংসাপত্র দেখিয়ে জমি বিক্রির অভিযোগে ধরা পড়েছেন চিড়াকুটি গ্রামের শুকরঞ্জন মাহাত। অন্যদিকে, একাধিক রেভিনিউ ট্রানজেকশনে জড়িত থাকার অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার দেবাংশু পাহাড়ির বিরুদ্ধে। তৃতীয় সঞ্জয় দাস বাঁকুড়া জেলা থেকে গ্রেপ্তার করে এই জালিয়াতি চক্রে দললি লেখক সঞ্জয় দাস। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের ছেবদা গ্রামে। গ্রামের মানুষের আরো চিন্তা বাড়ছে যদি সরকারি অফিস সরকারি কর্মতীর্থ বেঁচে দিতে পারে তা নিয়ে আতঙ্ক বাড়ছে গ্রামের মানুষের মনে। তাহলে কি ঝাড়গ্রাম জেলায় একাধিক জায়গায় এই জমি জালিয়াতিরা আরো কোন সাধারন গ্রামের মানুষের জমি অন্য কোন হাতে বেঁচেছে।।
0
comment0
Report
PDPradyut Das
Sept 25, 2025 10:18:59
Jalpaiguri, West Bengal:2C 2509ZG_PA_JAL_RAMSAY_R VISU, BYTE & WT SEND BY 2C R & R1 বলে ভিসুয়াল, বাইট ২সি তে। মোষের গাড়ি ভ্রমণে ভিড় বাড়ছে পর্যটকদের। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই তে মোষের গাড়ি করেই মেদলা ওয়াচ টাওয়ার থেকে মিলছে বন্যপ্রাণী দেখার সুযোগ। দূর দুরান্ত থেকে পর্যটকদের ঢল গরুমারা অভয়ারণ্য। গোরুমারায় বেড়াতে এসে মোষের গাড়িতে চেপে জঙ্গল ভ্রমণ! মুগ্ধ পর্যটকরা। লাটাগুড়ি থেকে যেসব পর্যটক কার সাফারি করে মেদলা ওয়াচ টাওয়ারে আসছেন, মোষের গাড়িতে চড়ার সুযোগ পাচ্ছেন তাঁরা। কালীপুর থেকে মেদলা ওয়াচ টাওয়ার পর্যন্ত প্রায় এক কিমি জঙ্গলপথ মোষের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে পর্যটকদের। ওয়াচ টাওয়ার থেকে ডুয়ার্সের জঙ্গলের সৌন্দর্য ও বন্যপ্রাণী দর্শনের পর ফের মোষের গাড়িতে করেই তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে কালীপুরে। সেখান থেকে পর্যটকরা জিপসিতে চেপে ফিরছেন লাটাগুড়িতে। ওয়াচ টাওয়ার থেকে তো বটেই, কার সাফারিতে আসা-যাওয়ার পথে জঙ্গলের ভিতর থেকে হাতি, গন্ডারকে উঁকি মারতে দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। কখনও আবার সাফারির পথ আটকে দাঁড়িয়ে থাকছে বাইসন, হরিণ, ময়ূর। জিপসি কিংবা মোষের গাড়িতে বসে সেই ছবি, ভিডিও মুঠোফোনে বন্দি করার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না পর্যটকরা। তিনমাস বন্ধ থাকার পর ১৬ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে গিয়েছে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ জঙ্গল। প্রথম দিন থেকেই ভিড় জমাতে শুরু করে দিয়েছেন ভ্রমণপিপাসুরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন জঙ্গল ভ্রমণে কোনও এন্ট্রি ফি দিতে হয় না পর্যটকদের। শুধুমাত্র গাড়িভাড়া ও গাইডের খরচটুকু দিয়েই তাঁরা সাফারি করতে পারেন। ফলে খুশি পর্যটকরা। গোরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জ অফিসার ধ্রুবজ্যোতি বিশ্বাস বলেন, জঙ্গল খোলার দিন থেকেই পর্যটকরা আসতে শুরু করেছেন। তাঁরা সাফারিও করছেন। পুজোর সময় পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছি আমরা। মেদলায় মোষের গাড়ির এক চালক বলেন, লাটাগুড়ি থেকে কালীপুর পর্যন্ত জিপসিতে আসার পর পর্যটকরা মোষের গাড়িতে চড়ার সুযোগ পাচ্ছেন। মাথাপিছু ৬০ টাকায় জঙ্গলপথে প্রায় এক কিমি নিয়ে যাওয়া হচ্ছে পর্যটকদের। আবার ফিরিয়ে আনা হচ্ছে। গোরুমারায় শুধুমাত্র মেদলাতেই মোষের গাড়ি রয়েছে। ফলে যাঁরা মেদলা ওয়াচ টাওয়ারে আসবেন, তাঁরাই এই গাড়িতে চড়ার সুযোগ পাবেন। গোরুমারার এক গাইড বলেন, লাটাগুড়িতে কার সাফারির জন্য ৭৮ টি গাড়ি রয়েছে। পর্যটকরা আসছেন। তবে এখনও সেভাবে ঢল নামেনি। হোটেল, রিসর্টের বুকিং বলছে, পুজো শেষ হলেই গোরুমারায় প্রচুর পর্যটক আসবেন। তাঁর দাবি, এবারের বর্ষায় জঙ্গলে হাতি-গন্ডারের প্রিয় ঘাস লাগানো হয়েছে। ফলে ওয়াচ টাওয়ার থেকে ভালোই বন্যপ্রাণী দেখা যাচ্ছে। সাফারি করা পর্যটকরা প্রত্যেকেই এসময় জঙ্গলে হাতি-গন্ডার দেখতে পাচ্ছেন। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
ABArup Basak
Sept 25, 2025 09:32:48
Mal Bazar, West Bengal:*পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে রোগীদের মিষ্টি-ফল বিতরণ, রেল স্টেশন পরিষ্কারে ঝাঁটা হাতে সাংসদ জয়ন্ত রায়...* আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি জেলার মাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রোগীদের হাতে ফল ও মিষ্টি উপহার দিলেন বিজেপি সাংসদ ডঃ জয়ন্ত রায়। বৃহস্পতিবার সকালেই বিজেপির কর্মীদের নিয়ে তিনি উপস্থিত হন মাল ব্লকের ওদলাবাড়ি এবং বাগরাকোট এলাকায়। সর্বপ্রথম ওদলাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রোগীদের হাতে ফল-মিষ্টি তুলে দেন তিনি। এরপর রওনা হন ওদলাবাড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে। সেখানে স্টেশনের পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন সাংসদ। প্ল্যাটফর্মে নোংরা ও আবর্জনা পড়ে থাকতে দেখে নিজেই ঝাঁটা হাতে নিয়ে স্টেশন চত্বর পরিষ্কার করেন তিনি। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে স্টেশনের নানা সমস্যার কথা শোনেন জয়ন্ত রায়। তিনি জানান,এর আগেও আমি এই স্টেশনে এসেছিলাম। তখন স্থানীয়রা জানিয়েছিলেন, প্ল্যাটফর্ম অনেক নিচু, পানীয় জলের সমস্যা রয়েছে, টয়লেটের অবস্থাও খুব খারাপ। এই বিষয়ে রেল দপ্তরের সঙ্গে কথা হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।" তিনি আরও বলেন,বাগরাকোট এলাকায় রেলের ওভার ব্রিজ (আর ও বি)-এর দীর্ঘদিনের দাবি ছিল। আমি সেই বিষয়ে এলাকার মানুষকে কথা দিয়েছিলাম। খুব শীঘ্রই সেই কাজও শুরু হবে।" এছাড়াও ডেঙ্গুর বাড়বাড়ন্ত মাথায় রেখে এলাকায় ড্রেন পরিষ্কারের বিষয়টিও খতিয়ে দেখেন তিনি। মাল ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় সমস্যাগুলি সরেজমিনে পরিদর্শন করেন সাংসদ। বাইট ১) সাংসদ জয়ন্ত রায়। 2509ZG_MAL_MP_VIJIT_R
0
comment0
Report
BSBarun Sengupta
Sept 25, 2025 09:10:08
Barrackpore, Kolkata, West Bengal:*ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি বিমলেশ তেওয়ারি কে গ্রেফতাররি পরোয়ানা নোটিশ বীজপুর থানার*। তিন বছর আগের মামলা। কোর্টের মামলা চললো । চার্জশিট চার্জশিট পর্যন্ত জমা পড়ে গেছে। অথচ যাদের নামে মামলা তাদের অভিযোগ তারা নিজেরাই জানেন না। 2022 সালের 15 ই নভেম্বর দেশের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু কে উদ্দেশ্য করে রাজ্যের মন্ত্রী অখিল গিরি কটু কথা বলার প্রতিবাদে কাঁচরাপাড়া কলেজ মোড়ে এক বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছিল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার তরফ থেকে। সেই আন্দোলনে পুলিশ পৌঁছালে সেখানে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। আর বিজেপির তরফ থেকে পুলিশকে মারধর করা অভিযোগে বীজপুর থানার পুলিশ একটি শুয়োমোটো মামলা করে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি সহ মোট আটজন এর বিরুদ্ধে। তাদেরকে নোটিশ পাঠায় পুলিশ বীজপুর থানার পুলিশ। যদিও তারা ব্যারাকপুর আদালত থেকে জামিন পায়। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ভাবে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে পুলিশ এবং তাদের সহযোগিতা করছে তৃণমূল বলে অভিযোগ। বাইটঃ- বিমলেশ তেওয়ারি ( ভুক্তভোগী) যদিও তৃণমূলের তরফ থেকে কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক তালুকদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তাদের বক্তব্য এসবের মধ্যে রাজনীতি কোন যোগ নেই। এটা আইনের ব্যাপার তারা আদালত থেকে বিষয়টা বুঝে নেবে। বাইটঃ- খোকন তালুকদার ( বীজপুর তৃনমুল কংগ্রেস সভাপতি) 250925 BKP _ARREST_WARRANT 2C TE
0
comment0
Report
ASAyan Sharma
Sept 25, 2025 09:06:54
Kolkata, West Bengal:ব্যাপক ক্ষতির সম্মুখীন হলো ন্যাশনাল। বিকল হয়ে পড়েছে আট কোটি টাকার এমআরআই ও সিটি স্ক্যান মেশিন এবং এক কোটি টাকার ডিজিটাল এক্সরে মেশিন। নষ্ট হয়ে গিয়েছে প্রায় ১৫০ ইউনিট রক্ত ও রক্ত উপাদান। হাসপাতাল সূত্রে খবর, ব্লাড ব্যাঙ্কে এতটাই জল জমে যায় যে রক্ত ও রক্ত উপাদান সংরক্ষণের জন্য ব্যবহৃত বিশেষ রেফ্রিজারেটরটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হন কর্তৃপক্ষ। জল পরিষ্কার করে সেই সংযোগ বুধবারও ফেরানো সম্ভব হয়নি। ফলে নষ্ট হয়ে যায় ব্লাড ব্যাঙ্কে সংরক্ষিত রক্ত। কর্তৃপক্ষের আশা, আগামী শুক্র, শনি ও রবিবারে অনুষ্ঠেয় রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের আগে পর্যন্ত শুকনোই থাকবে ন্যাশনালের ব্লাড ব্যাঙ্কের ভাঁড়ার। ডিজিটাল এক্সরে, সিটি স্ক্যান ও এমআরআই মেশিন মেরামতিতেও বিপুল খরচে আশঙ্কা রয়েছে। ফের সেগুলি সচল হতে এখনও তিন–চার দিন লেগে যাবে। ততদিন এই সব পরিষেবা অধরাই থাকবে
0
comment0
Report
ASAyan Sharma
Sept 25, 2025 09:06:47
0
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 25, 2025 09:06:38
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Sept 25, 2025 09:06:09
Kolkata, West Bengal: পাক ক্রিকেটারদের উস্কানিমূলক আচরণ আইসিসি-র কাছে অভিযোগ দায়ের করল বিসিসিআই হ্যারিস রউফ এবং সাহেবজাদা ফারহানের বিরুদ্ধে অভিযোগ BCCI এর রবিবার এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে রউফ ও ফারহানের ইশারা হাফ সেঞ্চুরির পর সাহেবজাদা ফারহানের বন্দুক চালানোর কায়দায় সেলিব্রেশন ফিল্ডিংয়ের সময় পেসার হ্যারিস রউফের হাতের ইশারা রউফ ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের দাবি করেন ইশারায় হ্যারিস রউফ এবং সাহেবজাদা ফারহানের ইশারা নিয়ে বিতর্ক ACC এবং ICC ম্যাচের ফুটেজ ও ভাইরাল ভিডিও নিয়ে পর্যালোচনা করছে ভিডিওতে স্পষ্ট আইসিসি-র আচরণবিধি লঙ্ঘন হচ্ছে আইসিসি-র আচরণবিধিতে রাজনৈতিক, ধর্মীয় বা হিংসাত্মক কোনওরকম ইশারা নিষিদ্ধ আইসিসি-র আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে জরিমানা বা সতর্কীকরণ করা হতে পারে
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top