Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पुरुलिया में महालया पर तर्पण के लिए भीड़, सुरक्षा के सख्त इंतजाम

MMManoranjan Mishra
Sept 21, 2025 05:04:59
Purulia, West Bengal
পুরুলিয়া : পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনালগ্নে মহালয়ার দিন সকাল থেকে তর্পণ করতে ভিড় সাধারণ মানুষের । কংসাবতী নদী থেকে শুরু করে সাহেব ঝিলের বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণ করলেন সাধারণ মানুষরা। মানুষের ভিড় সামাল দিতে মোতায়েন রয়েছে পুলিশ । পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় সাহেব ঝিলের বিভিন্ন ঘাটে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Sept 21, 2025 07:04:45
0
comment0
Report
PDPradyut Das
Sept 21, 2025 06:35:57
Jalpaiguri, West Bengal:2C 2109ZG_JAL_SIGNAL_R উত্তরে বৃষ্টি অব্যাহত। পাহাড় এবং সমতলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। পাহাড়ের কালিঝরা ব্যারেজ এবং জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা অব্যাহত। সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা। অপরদিকে, এনএইচ ৩১ জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা অব্যাহত। ফুসছে তিস্তা। জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ রবিবার সকাল ৯ টায় ১৪১১ কিউমেক এবং সকাল ১০ টায় ১৩৫৬ কিউমেক জল ছাড়া হয়। এরই পাশাপাশি পাহাড়ের কালিঝরা ব্যারেজ থেকে সকাল ৯ টায় ১৩৫০ কিউমেক এবং ১০ টায় ১৩৫১ কিউমেক জল ছাড়া হয় বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
BSBhabananda Singha
Sept 21, 2025 06:35:46
Dinajpur, Rangpur Division:ঠিকাদারের বকেয়া প্রদানে এবার চাপে রায়গঞ্জ পুরসভা। রুল জারি হাইকোর্টের। রায়গঞ্জের বন্দরের বাসিন্দা পেশায় ঠিকাদার নন্দলাল সাহা, তার দাবী ২০১৭ সালের আগে কংগ্রেসের পুরবোর্ড থাকাকালীন তিনি রায়গঞ্জ পুরসভার বরাতে শহরের ড্রেন, রাস্তা সহ বিভিন্ন কাজ করেছেন। সব মিলিয়ে প্রায় ৮০ লক্ষ টাকার বিল হয় তার। কিন্তু ২০১৭ সালে রায়গঞ্জ পুরসভায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। অথচ তার বকেয়া বিল প্রদান করা হয়নি বলে অভিযোগ। তৎকালীন পুরপিতা এবং বর্তমানে প্রশাসক পদে থাকা একই ব্যাক্তি সন্দীপ বিশ্বাসকে বারংবার বয়েকা ৮০ লক্ষ টাকা বিল প্রদানের জন্য আবেদন করা হলেও সে বিষয়ে পুর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। শুধু আশ্বাস ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না বলে দাবী। এদিকে লিভারের রোগে ভুগে শারিরীক ও মানষিকভাবে ভেঙে পড়েছেন নন্দলাল সাহা। তার দাবী, একাধিকবার পুর প্রশাসকের কাছে জানালেও কোনো সুরাহা না হওয়ায় তিনি অগত্যা আদালতের দ্বারস্থ হন। অবশেষে হাইকোর্ট নির্দেশ দিলেও এখনো বিল পান নি তিনি। এবার রুল জারি হওয়ায় আশায় বুক বাধছেন তিনি। তবে এই বিল না পেলে কিভাবে চিকিৎসা হবে আর দুই ছেলে স্ত্রীর ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আরো অবসাদগ্রস্থ হয়ে পড়ছেন বলে জানান তিনি। যদিও হাইকোর্টের কোনো নির্দেশ তিনি এখনো পাননি, আর এই বিল কংগ্রেসের আমলেই বকেয়া আছে বলে পালটা দাবী করেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। আর এনিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর দাবী, শুধু নন্দলাল বাবুই নয়, এরকম আরো অনেক ঠিকাদাররা আছেন যারা বকেয়া বিল পাচ্ছেন না। বেতন, পেনশন পাচ্ছেন না পুরকর্মী-সাফাইকর্মীরা। এর বিহিত না হলে দ্রুত বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। বাইটঃ ১/ নন্দলাল সাহা (ঠিকাদার) ২/ সন্দীপ বিশ্বাস (পুর প্রশাসক) ৩/ বিশ্বজিৎ লাহিড়ী (বিজেপি নেতা) 2109ZG_NDIN_RNJ_MUNI_R
0
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 21, 2025 05:48:38
Kulkuli, Maharashtra:ভোটের আগে বিরোধীদের ভাঙনে শক্তিশালী তৃণমূল কংগ্রেস ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বিরোধী শিবিরে বড় ভাঙন ধরিয়ে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করল তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেলে কুলতলিতে এক যোগদান সভায় একঝাঁক বিরোধী নেতা–কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সেই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম এসইউসিআই- এর নেতা সুধীর হালদার ও সিপিএম নেতা রমনীরঞ্জন দাস। সুধীরবাবু জানান, মানুষের পাশে থাকতে চাইলে আজ তৃণমূল কংগ্রেসই একমাত্র ভরসা। বামনেতা রমনীরঞ্জন দাস দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কংগ্রেস থেকে শুরু করে সিপিএম হয়ে লড়াই করেছেন। ১৯৯০ সালে সিপিএমের প্রার্থী হিসেবে কুলতলি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরেও গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি কাজ করেছেন। এবার মানুষের মতামত নিয়েই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিলেন বলে জানিয়েছেন স্থানীয় নেতা রমনীরঞ্জন দাস। এদিন গোপালগঞ্জ অঞ্চল থেকে বিরোধী দলের বিভিন্ন স্তরের নেতা, কর্মী এবং সমর্থক মিলিয়ে প্রায় এক হাজার জন তৃণমূলে যোগদান করেছেন বলে দাবি করেন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। তার কথায়, “এটা প্রমাণ করে মানুষের আস্থা কেবল তৃণমূলের উপরেই রয়েছে।” যদিও এই যোগদানকে কটাক্ষ করেছে বিরোধীরা। সিপিএম কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডল বলেন, “এরা একসময় তৃণমূল ছেড়ে অন্য দলে গিয়েছিল, আবার ফিরে আসছে। তৃণমূলই বিজেপিকে শক্তিশালী করেছে। জনগণ কিন্তু একজোট, তারা কোথাও যাবে না। ২৬ তারিখে পরাজয় নিশ্চিত জেনেই এইসব নাটক করছে তৃণমূল।” তৃণমূলের পক্ষে এই যোগদান সভা নিঃসন্দেহে ভোটের আগে সংগঠনগত শক্তি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। বাইট – রমনীরঞ্জন দাস প্রাক্তন সিপিএম নেতা সুধীর হালদার, এসইউসিআই নেতা গণেশ মন্ডল – কুলতলির বিধায়ক
3
comment0
Report
PDPradyut Das
Sept 21, 2025 05:48:14
Jalpaiguri, West Bengal:2C 2109ZG_JAL_MAHALAYA_R মহালয়ার ভোর থেকেই জমজমাট জলপাইগুড়ি। মা উমার আগমনের দিনে চক্ষু দান। মৃৎশিল্পী দের পরিশ্রমের শেষ দিনে এই মহান কাজ। যুগ যুগ ধরে চলে আসা আগমনীর বার্তা মহালয়ার দিনে চক্ষু দান করা হয় মা উমার।আর সেই কাজ করতেই এখন ব্যস্ত মৃৎশিল্পী রা।আজ মহালয়া আর এই আগমনির দিনে ই মা দুর্গার চক্ষু দান করে থাকেন মৃৎশিল্পী রা। আর সেই নিয়ম মেনেই প্রতিবছর মহালয়া দিনই দুর্গার চক্ষুদান করে থাকেন তারা।এবারও সেই মহতী কাজে নিজেদের নিযুক্ত করেছেন। মৃৎশিল্পীরা বলেন যুগ যুগ ধরে এই রীতি চলে এসেছে। তাই আমরা এই রীতি অনুযায়ী কাজ করে থাকি ।আজ মহালয়ার পূর্ণ তিথিতে সেই কাজ করছি। প্রতিমা বানানোর কাজ মোটামুটি শেষ।চক্ষু দান করতেই মা দুর্গার সম্পূর্ণ রূপ পেল। আজ থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে দুর্গা প্রতিমা যাওয়া শুরু। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়েছে। প্রতি বছরের মত এ বছরও জলপাইগুড়ি র উপর দিয়ে বয়ে যাবা তিস্তা নদীর পারে কাশফুলের বাগানে অসংখ্য মানুষদের আজ দেখা গিয়েছিল ।প্রতি বছরই এই মহালয়ার দিনে দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ এই নদীর পাড়ে আসে। পাশাপাশি উপভোগ করে কাস ফুলের বাগান । যদিও আজকের দিনে বেশ পুলিশের নিরাপত্তা ছিল তিস্তা নদীর স্পার, রাজবাড়ী দীঘি ঘাট সংলগ্ন এলাকা সহ শহর এবং সংলগ্ন বিভিন্ন এলাকায়। ভোর থেকেই জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তার স্পারে অগণিত মানুষের ঢল। ৮ থেকে ৮০ বহু মানুষ ভিড় ভিড় জমিয়েছেন।মানুষের ভিড়ের কারণে তিস্তার স্পারে ঢুকতে দেওয়া হয়নি কোন চার চাকা দু চাকার গাড়িও। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 21, 2025 05:48:02
Kolkata, West Bengal:কুমোরটুলি বাতাসে শিউলির গন্ধ। ভোরের কলকাতায় আকাশের দখল নিয়েছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। দেবী পক্ষের সূচনায় লাখ লাখ মানুষ তর্পণ সেরে ফেলেছেন। এরপরেই ভিড় জমেছে কুমারটুলিতে। আজ সেখানে তিল ধারণের জায়গা নেই। কারণ শহরের প্রায় সব পুজো কমিটি আজ সেখানে প্রতিমা নিয়ে যেতে হাজির। বিশাল বিশাল ট্রাকে সুবিশাল প্রতিমা তোলার ব্যস্ততা ও কর্ম চাঞ্চল্যের মধ্যে আজ কুমারটুলির মন খারাপ। গত ৬ থেকে ৭ মাসে তিলতিল করে গড়ে তোলা মৃন্ময়ী মায়ের চিন্ময়ী মূর্তি আর বেরিয়ে গেল স্টুডিও থেকে। বাতাসে আগমনীর সুরের মধ্যেই তাই বিষাদের সুর দুর্গা মূর্তি নির্মাণ মহল্লায়। ভিজ্যুয়াল বাইট মিন্টু পাল। কুমোরটুলি মৃৎশিল্পী সমন্বয় সমিতির আহবায়ক। ওয়াক থ্রু
0
comment0
Report
BBBimal Basu
Sept 21, 2025 05:47:56
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 21, 2025 05:46:54
Dihierench, West Bengal:কাঁথি- পূর্ব মেদিনীপুর চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাবের 28 তম বর্ষে পদার্পণ তাদের দূর্গা পূজা। কাঁথির পোস্ট অফিসের সামনে সহস্ত্র শঙ্খ ধ্বনিতে মহালয়ার আগমনে অনুষ্ঠান শুরু। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই অনুষ্ঠানে এসে বলেন আজ দেবিপক্ষের সূচনা হলো সহস্র শঙ্খ ধ্বনির মাধ্যমে। নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন পিতৃপক্ষে হিজাব পরে অনেকেই মন্ডপের সূচনা করছেন তারা আসল হিন্দু নয় |তারা চাইছেন হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করতে |কোথাও বলছেন বিহারী বাঙালি কোথাও বলছেন পশ্চিমবঙ্গের বাঙালি তবে এই বিভেদ নীতি কোন কাজ করবে না |এস আই আর নিয়ে মন্ডপে থেকে গানবাজানোকে কটাক্ষ করে তিনি বলেন যারা প্রকৃত হিন্দু তারা ঐ গান বাজাবে না |
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 21, 2025 04:45:38
0
comment0
Report
Advertisement
Back to top