Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

पशकुड़ा में त्रिशूल के साथ शुभेंदु की दुर्गा पूजा उद्घाटन

KMKIRAN MANNA
Sept 27, 2025 17:33:47
Dihierench, West Bengal
*অভিনব উপায়ে ত্রিশূল হাতে পুজো উদ্বোধনে শুভেন্দু পাঁশকুড়ায়।* আজ মহাপঞ্চমীর রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় দূর্গা পূজার শুভ সূচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সুরেন্দ্র বাবু হিন্দুদের আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।এদিন সংবাদ মাধ্যমের কাছে সন্তোষ মিত্র স্কয়ারে পূজা মন্ডপে যে একাধিক বিধিনিষেধ আরোপ করছে প্রশাসন,সে বিষয়ে বলেন,এবছরই শেষ বছর।মনোজ ভার্মা,রাজীব কুমারের এ বছর শেষ বছর। কোন কিছুই করতে পারবে না।পরের বছর দুর্গাপূজায় ওরা কোন ডিউটি করতে পারবে না। ওয়েটিং এ থাকবে।এদিনের অনুষ্ঠানে একাধিক দু:স্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আমার কোন বোন দিদি সুরক্ষিত নয়। অভয়া থেকে পাঁশকুড়া হাসপাতাল কোন বোন সুরক্ষিত নয় কোন মহিলা সুরক্ষিত নয়। এখনো সমাজে কিছু অসুর ঘুরে বেড়াচ্ছে তাই ত্রিশূলটা দরকার এইসব অসুরদেরকে ধ্বংস করার জন্য। এই পার্থনা প্রত্যেকে করবেন। মায়ের সম্মান বনের অসন্মান দিদির অসম্মান করবেন না। কন্যার অসন্মান সনাতন সংস্কৃতি মেনে নেবে না। কালকে ভোজন কখন হবে সপ্তমীর কলা বউ স্নান কখন হবে অষ্টমীর পুষ্পাঞ্জলী কখন হবে।। নবমীর আরতি কখন হবে? দশমীর সিঁদুর খেলা কখন হবে আমার পঞ্জিকা শাস্ত্র বলে দেবে, এক লক্ষ দশ হাজার টাকা বলবে না। পাঁশকুড়ায় বললেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলায় কেউ সুরক্ষিত নয়।অভয়া থেকে পাঁশকুড়া হাসপাতাল কোন বোন সুরক্ষিত নয়, কোন মহিলা সুরক্ষিত নয়।এখনো সমাজে কিছু অসুর ঘুরে বেড়াচ্ছে তাই ত্রিশূলটা দরকার এইসব অসুরদেরকে ধ্বংস করার জন্য।এই প্রার্থনা প্রত্যেকেই করবেন।মায়ের অসম্মান, বোনের অসন্মান, দিদির অসম্মান করবেন না।কন্যার অসন্মান সনাতন সংস্কৃতি মেনে নেবে না। কালকে বোধন কখন হবে, সপ্তমীর কলা বউ স্নান কখন হবে, অষ্টমীর পুষ্পাঞ্জলী কখন হবে।নবমীর আরতি কখন হবে? দশমীর সিঁদুর খেলা কখন হবে আমার পঞ্জিকা শাস্ত্র বলে দেবে, এক লক্ষ দশ হাজার টাকা বলবে না। বাইট শুভেন্দু অধিকারী।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Sept 27, 2025 17:47:05
0
comment0
Report
MMManoranjan Mishra
Sept 27, 2025 17:34:41
Purulia, West Bengal:পুরুলিয়া : জি ২৪ ঘন্টার পক্ষ থেকে পুরুলিয়া জেলার সেরা দুর্গা পুজোর পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে পুরুলিয়ার দুলমী সার্বজনীন দুর্গাপুজো কমিটিকে। ৮৭ বছর বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে এবছর পুরুলিয়ার দুলমী সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ সজ্যার নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর । সম্প্রতি ঘটে যাওয়া কাশ্মীরের পাহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরকে তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জ্য্যায়। পাহেলগাঁওয়ে জঙ্গী হানা, ঘটনার পাল্টা ভারতীয় সেনাবাহিনীদের পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জঙ্গী ঘাঁটি ধ্বংশ করার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপে । প্রতিমা তৈরি করা হয়েছে সাবেকিআনা । নজর কাড়া শিল্পী শৈলী ফুটে উঠেছে মণ্ডপ ও প্রতিমা সজ্জ্যায়। সাধারণ মানুষের নজর কাড়ছে এই পুজো। জি ২৪ ঘন্টার পক্ষ থেকে জেলা সেরা পূজো হিসেবে বেছে নেওয়া হয়েছে এই পুজো কমিটিকে । পুরুলিয়া জেলার সেরা শিরোপার ট্রফি তুলে দেওয়া হলো পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে । বাইট: পম্পা ঘোষ (পুজো কমিটির সদস্য)
1
comment0
Report
PDPradyut Das
Sept 27, 2025 16:02:21
Jalpaiguri, West Bengal:2C 2709ZG_PA_JAL_PRIZE_R1 1) মহা পুজোর সেরা। জলপাইগুড়ি পাতকাটা কলোনি, অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগার। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জী 24 ঘন্টা মহা পূজার সেরা পুরস্কার তুলে দেন পূজো উদ্যোক্তাদের হাতে।এবার এই পূজা উদযাপন করছে ৬৮তম বর্ষে পদার্পণ। পূজার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পূজা আয়োজনের আয়োজন স্থানীয় মানুষের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। ভ্যাটিকান সিটির আদলে মণ্ডপ গড়েছে জলপাইগুড়ির পাতকাটা কলোনি অগ্রণী সঙ্ঘ। এবার তাদের পুজোর ৬৮ বছর। ৬৫ ফুট উঁচু মণ্ডপে শুধুই বাঁশের কারুকার্য। মণ্ডপসজ্জায় কোচবিহারের শিল্পীরা। শিলিগুড়ি থেকে এসেছে ডাকের সাজের প্রতিমা। আলোকসজ্জায় জলপাইগুড়ির শিল্পী। পুজোর মাঠে বসেছে আনন্দমেলা। উদ্যোক্তাদের দাবি, আমাদের পুজো পরিবেশবান্ধব। শুধুমাত্র বাঁশ দিয়ে গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। গোটা জলপাইগুড়ি শহরের মানুষের ভিড় এবার এই পুজো মণ্ডপে আছড়ে পড়বে, আশা উদ্যোক্তাদের। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
MMManoranjan Mishra
Sept 27, 2025 16:02:07
Purulia, West Bengal:পুরুলিয়া: জি ২৪ ঘন্টা এবং কেকো ইনস্ট্যান্ট নুডুলসের পক্ষ থেকে জেলা সেরা পূজো হিসেবে নজর কেড়েছে পুরুলিয়া শহরের চকবাজার ষোলআনা দুর্গাপুজো কমিটির মণ্ডপসজ্জ্যা ও প্রতিমা। এক টুকরো রাজস্থান যেন উঠে এসেছে শহর পুরুলিয়ায় । ২২৫ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে এবছর পুরুলিয়া শহরের চকবাজার ষোলআনা দুর্গাপুজো কমিটির মণ্ডপসজ্জ্যা ও প্রতিমাকে রাজস্থানের রাজপ্রাসাদের আদলে ফুটিয়ে তোলা হয়েছে। নজরকাড়া শিল্পী শৈলী ফুটে উঠেছে মণ্ডপ ও প্রতিমা সজ্জ্যায়। রাজস্থানের লোক সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে মণ্ডপে । পঞ্চমী থেকেই সাধারণ মানুষের নজর কাড়ছে এই পুজো। বেছে নেওয়া হয়েছে । পুজো কমিটির হাতে জেলার সেরা ট্রফি তুলে দেওয়া হলো পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে । বাইট: ১) সত্যদেব কুন্ডু (কেকো ইনস্ট্যান্ট নুডুলসের কর্মী) ২) সঞ্জিত দত্ত (পুজো কমিটির সম্পাদক)
0
comment0
Report
BSBhabananda Singha
Sept 27, 2025 16:01:45
Dinajpur, Rangpur Division:জেলার ১২ টি পুজো কমিটিকে বিশ্ববাংলা শারদ সম্মান পুরষ্কার দিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন৷ কর্নজোড়ায় জেলা প্রশাসনিক ভবনে এই পুরষ্কার তুলে দেওয়া হয়৷ প্রতিটি পুজো কমিটিকে দেওয়া হয় আর্থিক ৫০ থেকে ১০ হাজার টাকার চেক৷ জেলার ৪৮ টি পুজো কমিটি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে৷ চোপড়া থেকে ইটাহার জেলার প্রতিটি ব্লক ও পুরসভার পুজো কমিটি গুলো এই প্রতিযোগিতায় অংশ নেয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা সহ অন্যান্য প্রশাসনের কর্তারা। বাইটঃ পম্পা পাল (সভাধিপতি, উত্তর দিনাজপুর জেলা পরিষদ) 2709ZG_NDIN_PUJA_PRZ_R
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top