Back
नेपाल सीमा पर कार्फ्यू: साओड़ा समुदाय भयभीत
DSDIBYENDU SARKAR
Sept 12, 2025 04:31:41
Arambag, West Bengal
আরামবাগঃ১১ সেপ্টেম্বর
-------------------------------------------------------------------------
নেপালে ভয়ংকর পরিস্থিতি। ভয়ংকর ঘটনার ভয়ংকর দৃশ্য।আর সেই সব দেখে ভয়ে সিঁটিয়ে আছেন,গভীর উদবেগের মধ্যে, গভীর উৎকন্ঠায় অনাহারে,অনিদ্রায় দিন কাটছে গ্রামের বাড়িতে। নেপালের মোরং জেলার উল্লাবাড়ি এলাকায় কাজ করেন কারুর স্বামী,কারুর ভাই আবার কারুর সন্তান।গোঘাটের প্রত্যন্ত এলাকা সাওড়া। আর এই সাওড়ার পাঁচ ছয়টি পরিবারের বেশ কয়েক জন আপাতত তাদের ঠিকানা এই উল্লাবাড়ির বন্ধ দোকানে।সেখানে কার্ফু জারি। সব সময় ভয়ংকর পরিস্থিতি চলছে বাইরে তারা বেরোতেই পারছেন না।শপিং মল,দোকান পাট,বাজার সব কিছু জ্বলছে।কালো ধোঁয়ায় আকাশ ঢাকা।আর সেই পরিস্থিতি তে এরা বাইরেই বেরোতে পারছেন না। মজুত খাবার শেষ।পাণীয় জল নেই।কি খাবেন, কি করবেন আর কথা কবেই যে বাড়ি আসবেন তা কেউ জানেন না।সীমান্ত সিল করা।পরিবহন বন্ধ।তাই গভীর উৎকন্ঠায় দিন কাটছে উভয় পক্ষের।
সাওড়ার বাসিন্দা প্রভাস কারক,দীপেন্দ্র দোলুই,হিরুলাল সিং,সুরজিত সিং,বাপ্পাদিত্য সিং,সৌরভ সিং,বাপি বাগ,সুন্দর রায়,দিব্যেন্দু দোলুই সহ একাধিক জন আপাতত আটকে নেপালে।
জানাগেছে, শিলিগুড়ি থেকে প্রায় সত্তর আশি কিমি দূরে এই উল্লাবাড়ি এলাকা।এতটা পথ পেরিয়ে আসা কি ভাবে সম্ভব। পরিবহনেও সব বন্ধ।
কয়েকদিন আগেই বাড়ি এসেছেন মুরালি সিং।তিনি ভিডিও কলে তার ভাই ও তিন ভাইপোর সাথে কথা বলছিলেন।সেই কন্ঠস্বর ছিল অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত।প্রভাসের স্ত্রীর চোখে জল।স্বামীকে ফোন করেছিলেন।কিন্তু ওপারের কন্ঠস্বরে ভেসে এলো,ভয় মিশ্রিত নিস্তব্ধ গলায়,এখন কথা বলাই যাবে না।অসুবিধা আছে।সোমার চোখে জল।প্রভাসের মা মালতি কারকের বয়স হয়েছে।বৃদ্ধ বয়সে কানায় ভেঙে পড়েন।কবে আসবে তার ছেলে।কবে আসবে অন্যরাও।সামনেই পূজা।কি হবে জানি না।রান্না বান্না চাপেনি। তখনও এক চিলতে মাটির বাড়িতে বসে মালতি।প্রভাসে পাশের বাড়ির সন্ধ্যা সিং।বড় ছেলে কয়েক দিন আগে এসেছে।কিন্তু সেখানে তার ছোট ছেলে,তিন নাতি রয়েছে।ভিডিও কলে জানলেন তাদের কি অবস্থা।মোটেই ভালো নেই তারা।বাড়ির ভিতরেই দিন কাটছে। এর পর কিভাবে চলবে। খাবারও শেষ। পানীয় জল নেই।জানেন না কবে পরিস্থিতি স্বাভাবিক হবে। অপর দিকে নেপালের ঠিকানার দিব্যেন্দু দোলুইয়ের স্ত্রী অন্তরা,বাবা মিলন গভীর চিন্তায় মগ্ন।তাদের একরকম কাটছে আর গ্রামের বাড়ির আত্মীয় স্বজনদের দিন কাটছে আর এক ভাবে।কারণ আসার সব পথই আপাতত বন্ধ।
ওখানে এরা প্রায় সতেরো বছর কাজ করছেন।সোনার শোরুমে।এর আগে করোনা পরিস্থিতি তেও এই ভাবে অসুবিধায় পড়েছিলেন তারা।কিন্তু সেটা ছিল অন্য।আর এখন বোমা বারুদের লড়াই চলছে ।কার্ফু।ভাংচুর।
গোঘাটের সাওড়ায় এসব মানুষ গুলো চাষ বাসের ওপরেই নির্ভর।প্রত্যন্ত এলাকা।বেশির ভাগই মাটির বাড়ি।নিম্ন মধ্য বিত্ত পরিবার
অন্তরা দোলুই,সন্ধ্যা সিং, মালতি কারক বা মিলন দোলুই দের আরজি, অবিলম্বে তাদের ছেলে দের কিম্বা কারুর স্বামী কে এনে দেওয়ার ব্যবস্থা করুক সরকার।ভারত সরকার অথবা পশ্চমবঙ্গ সরকার কিছু একটা ব্যবস্থা করুক।এরাই জানালেন, মুখ্যমন্ত্রী আপাতত উত্তর কন্যায় আছেন।আর সেখান থেকে যদি কিছু একটা ফেরানোর ব্যবস্থা করে দেন তাহলে সবাই বাড়ি চলে আসতে পারবেন।এই আশাই তাদের।যদিও তারা এখনও পর্যন্ত থানায় বা প্রশাসন কে জানান নি তারা।যদিও স্থানীয় বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, এই গ্রামেই তাঁর বাড়ি।গোটা বিষয় টি আমি জানাবো।খুবই উদবেগের কারণ।
স্লাগ--- 1209ZG_ARM_NEPAL_R
ছবি,বাইট ও ওয়াক থ্রু আছে 2 C তে।
9
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChampak Dutta
FollowSept 12, 2025 07:16:500
Report
BSBhabananda Singha
FollowSept 12, 2025 07:16:370
Report
ABArup Basak
FollowSept 12, 2025 07:16:250
Report
PDPradyut Das
FollowSept 12, 2025 07:16:010
Report
PSPrasenjit Sardar
FollowSept 12, 2025 07:02:003
Report
PSPrasenjit Sardar
FollowSept 12, 2025 06:49:3610
Report
PMPiyali Mitra
FollowSept 12, 2025 06:46:247
Report
BBBimal Basu
FollowSept 12, 2025 06:35:0511
Report
PDPradyut Das
FollowSept 12, 2025 06:32:018
Report
PDPradyut Das
FollowSept 12, 2025 06:31:499
Report
CDChampak Dutta
FollowSept 12, 2025 06:18:0111
Report
BSBidhan Sarkar
FollowSept 12, 2025 05:34:1211
Report
MCMoumita Chakraborty
FollowSept 12, 2025 05:34:0112
Report
BSBarun Sengupta
FollowSept 12, 2025 05:33:3711
Report
PDPradyut Das
FollowSept 12, 2025 05:16:1510
Report