Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

डुवार्स में हाथियों का तांडव: धान और सुपारी बागान बेरहमी से नष्ट

ABArup Basak
Sept 26, 2025 05:46:42
Mal Bazar, West Bengal
*ডুয়ার্সে হাতির তাণ্ডব: ধান খেত ও সুপারি বাগান নষ্ট, কৃষকেরা চরম সঙ্কটে...* পুজোর সময় চিতাবাঘের উপদ্রবের পরে এবার ডুয়ার্সে নতুন উদ্বেগের নাম—বন্য হাতির দল। ধান চাষ শুরু হওয়ার পর থেকেই ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে হাতির উপদ্রব ক্রমেই বেড়ে চলেছে। মাল, মেটেলি, নাগরাকাটা, বানারহাট সহ একাধিক এলাকায় রাত নামলেই জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতির দল, নষ্ট করে দিচ্ছে কৃষকদের শ্রমে গড়া ধানখেত। গত কয়েকদিন ধরেই ডুয়ার্সে এই দৃশ্য যেন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাতের অন্ধকারে দল বেঁধে আসা হাতিরা শুধু ধানগাছই নয়, সুপারি বাগানেও ব্যাপক ক্ষতি করছে। গতকাল রাতে শালবাড়ি ও পশ্চিম ডামডিম এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে হাতির দল। স্থানীয় কৃষকদের অভিযোগ, ঋণ নিয়ে তারা জমিতে ধান লাগিয়েছেন। কিন্তু ধান পাকার আগেই তা নষ্ট করে দিচ্ছে হাতির দল। অনেক জায়গায় বন দপ্তরের সাহায্য সময়মতো পৌঁছায় না বলেও অভিযোগ উঠেছে। এক কৃষকের কথায়, জমিতে রোজ পাহারা দেওয়া সম্ভব নয়। অথচ প্রতিরাতেই হাতির দল এসে ফসল নষ্ট করছে। এইভাবে চলতে থাকলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ব আমরা। বন দপ্তরের কাছ থেকে দ্রুত পদক্ষেপ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কৃষকদের মত, অবিলম্বে টহলদারি বাড়ানো ও হাতির গতিবিধি নজরে রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। বন দপ্তর জানিয়েছে তারা প্রতিনিয়ত টহলদারি করছে সর্বত্র। বাইট ১) কৃষক মহম্মদ আব্দুল। ২) গ্রামবাসি নৃপেন কারক। ৩) স্থানিয় যুবক অজয় মাঝি। 2609ZG_MAL_ELEPHANT_DAMAGE_R
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSaurav Chaudhuri
Sept 26, 2025 07:18:31
Jhargram, West Bengal:ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামের খাটুয়া বাড়ি পরিবারে বাঙালির ছুটির দিনের সকালে চায়ের সঙ্গে গল্পগুজবের প্রথা দীর্ঘদিনের। ১৪ বছর আগে এক ছুটির সকালে সেই গল্পগুজবের মাঝেই পুজোর প্রস্তাব আসে। ঠিক সেই সময় হঠাৎ উপস্থিত হন প্রতিমা শিল্পী। এভাবেই খাটুয়া বাড়ির দুর্গাপুজোর যাত্রা শুরু হয়। প্রথম পুজোটি আয়োজিত হয় মাত্র ২০-২২ দিনের মধ্যে। তারপর থেকে ধারাবাহিকভাবে ১৪ বছর ধরে প্রতিটি বছর খাটুয়া বাড়িতে পুজো হয়ে আসছে। পুজোর মূল আয়োজন পরিচালনা করেন আইআইটির প্রফেসর ভানুভূষণ খাটুয়া, তার বড় কাকু শুশীল খাটুয়া, ছোট ভাই চন্দন খাটুয়া এবং কাকুর ছেলে চঞ্চল খাটুয়া। এই পরিবারের পুজোতে ব্যবহার হয় সমুদ্রের জল, নদীর জল, ঝরনার জল, বৃষ্টির জল, শিশির, রাজবাড়ির মাটি, দেবালয়ের মাটি, চৌরাস্তার মাটি, গবাদি পশুর গোচারণ মৃত্তিকা সহ নানা উপকরণ। পঞ্চমীর দিনে বেলগাছের তলায় বেদি স্থাপন করে দেবীর বোধন করা হয়। প্রতিদিন দেবীকে অন্নভোগ অর্পণ করা হয়, এবং অঞ্জলি দিতে আসেন গ্রামের মানুষজন। অষ্টমীর দিন পুরো গ্রাম একত্রিত হয়ে খিচুড়ি ও পায়েস খেয়ে আনন্দ ভাগাভাগি করে। প্রথা মেনে অধিকাংশ স্থানে দশমীতে প্রতিমা বিসর্জন হলেও, খাটুয়া বাড়িতে তা হয় দ্বাদশীতে। নিরঞ্জনের পর মিষ্টিমুখ করানো হয় গ্রামের সবাইকে। খাটুয়া বাড়ির সদস্যরা বলেন, “আমাদের পুজো হঠাৎ করেই শুরু হয়েছিল। তখন সময় খুব কম ছিল, কিন্তু গ্রামের মানুষজনও পুজো দেখতে পারবেন—এই ভাবনা থেকেই আমরা আয়োজন করেছিলাম।” পারিবারিক হলেও এই পুজো আজ প্রকৃত অর্থে সর্বজনীন, যেখানে গ্রামবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ খাটুয়া বাড়ির দুর্গাপুজোকে করেছে বিশেষ এবং সমৃদ্ধ।
0
comment0
Report
PDPradyut Das
Sept 26, 2025 07:18:15
Jalpaiguri, West Bengal:2C 2609ZG_PA_JAL_RAMAKRISHNA_R VISU, BYTE & WT SEND BY 2C জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গাপূজা। ৬৫ বছরে পা দিল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের পুজো। এই পুজোর প্রস্তুতি তুঙ্গে। শুধু জলপাইগুড়ি নয়, গোটা উত্তরবঙ্গের পাশাপশি অসম থেকেও এই পুজো দেখতে আসেন ভক্তরা। আশ্রমেই তৈরি হচ্ছে প্রতিমা। বৃষ্টির কথা মাথায় রেখে এবার প্যান্ডেলের বদলে বিবেকানন্দ সভাগৃহে পুজোর আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী শিবপ্রেমানন্দ বলেন, বেলুড় মঠের রীতি মেনে প্রতিবারের মতো এবারও পুজো অনুষ্ঠিত হবে। অষ্টমীতে হবে কুমারী পুজো। নবমীতে হোমযজ্ঞের ব্যবস্থা থাকবে। ভক্ত, দর্শনার্থীদের জন্য থাকবে ভোগের আয়োজন। পঞ্চমী থেকেই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে পুজো শুরু হয়ে যাচ্ছে। দশমীতে সন্ধ্যা আরতির পর দেবীর নিরঞ্জন পর্ব সম্পন্ন হবে। ওইদিন আশ্রমের ছেলেমেয়েদের নিয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলুড় মঠের নিয়মে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে পুজোর আয়োজনে খুশি ভক্তরাও। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
ASAyan Sharma
Sept 26, 2025 07:02:44
Kolkata, West Bengal:*পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অবস্থার আপডেট* #রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীর পিঠ ও কোমরে ব্যথা ছিল। ঠিকমত হাঁটতে পারছিলেন না তিনি। ক্রিয়েটিনিন লেভেল ওঠা নামা করছিল তার। কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। যে কারণে তাকে মুকুন্দপুর এর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। সপ্তাহখানেক আগে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার জন্য ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছিল কিন্তু আরও বেশ কিছুটা বিশ্রামে থাকতে চান সে কথা জানাতে হাসপাতালের চিকিৎসকদের অনুরোধ করায় তাকে হাসপাতালে রাখা হয়েছিল চিকিৎসকদের পর্যবেক্ষণ। # হাসপাতাল সূত্রে খবর ফের তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা।আগামীকাল অথবা পরশু তাকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।@⁨Zee 24 Ghanta Assignment⁩ @⁨Zee 24 Ghanta Sanjay Da⁩
0
comment0
Report
PMPiyali Mitra
Sept 26, 2025 07:02:36
0
comment0
Report
ABArup Basak
Sept 26, 2025 07:02:28
Mal Bazar, West Bengal:*পুজোর মধ্যে বন্ধ হয়ে গেলো ধরণীপুর চা বাগান...* বোনাস সংক্রান্ত কারনে পুজোর মুখে বন্ধ হয়ে গেলো মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের ধরনীপুর চাবাগান। যারফলে সমস্যায় পরলো এই বাগানের প্রায় ৩৫০ জন চা শ্রমিক। বুধবার থেকে বোনাসের দাবিতে আন্দোলনে নামে শ্রমিকরা। দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সব চা বাগানে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়া হবে। কিন্তু এখনও ধরণীপুর বাগানের শ্রমিকরা জানেন না তাঁরা আদৌ সেই বোনাস পাবেন কিনা। বিক্ষোভ চরমে ওঠে বুধবার রাতে। বাগান ম্যানেজারের বাংলোর সামনেই চলে রাতভর ধর্না। এর মাঝেই বাংলোর পিছনের কাঠের দেওয়াল ভেঙে গতকাল রাতে পালান বাগান ম্যানেজার রঞ্জন ইন্দুয়া। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসতেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন শ্রমিকেরা। এরপর শুক্রবার চাবাগানে সাসপেনশন অফ ওয়ার্কসের নোটিশ জারি করা হয়। শ্রমিকদের বক্তব্য, ভেবেছিলাম পুজোর আগে কিছু হাতে পাবো। নতুন জামাকাপড় তো দুরের কথা, এখন মনে হচ্ছে পুজোটাই মাটি হয়ে গেলো আমাদের। বাইট ১) বাগানের মহিলা চা শ্রমিক 2609ZG_MAL_TG_CLOSE_R
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 26, 2025 07:02:02
Baruipur, West Bengal:প্রবল বৃষ্টিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শহরে মৃত্যু যুবকের বাড়িতে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। প্রবল বৃষ্টিতে শহরে জমা জলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে যারা মারা গেছিল তাদের মধ্যে একজনার বাড়ি ছিল ক্যানিং পূর্ব বিধানসভা মৌখালী গ্রামের বাসিন্দা দীপঙ্কর ভৌমিক। অস্থায়ী ভাবে কলকাতায় কে এম ডি তে কাজ করতো ঐ যুবক । কিন্তু ওই দিন কাজে বার হয়ে শহরে জমা জলে যুবকের বিদ্যুত পৃষ্ঠ হয়ে মারা যায়। আর সেই পরিবারে যার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন তার বাড়ির পাশেই এই যুবকের বাড়ি। খুবই অসহায় পরিবার। একমাত্র উপার্জন বলতে ওই যুবকই ছিল। মা স্ত্রী, বোন মিলিয়ে পাঁচজন পরিবারের সদস্য। রোজগারে আর কেউ নেই। তাই পরিবারের পাশে এসে তিনি দাঁড়িয়েছেন। সরকারি সাহায্য মুখ্যমন্ত্রী যেটুকু করবেন তিনি ব্যক্তিগতভাবেও তিনি সহযোগিতা করবেন। তিনি আর্থিক সহযোগিতা পরিবারের হাতে যেমন তুলে দেন পাশাপাশি এই পরিবার যাতে একটি সরকারি কাজ পায় সে বিষয়ে তিনি পরিবারের সাথে কথা বলেন। ওই পরিবারের যুবকের মা বলেন ছেলে তো চলে গেছে। কিন্তু আর্থিক রোজগারের মতন পরিবারে কেউ নেই। বিধায়ক সাহেব এসেছেন তাদের পাশে দাঁড়াবেন বলেছেন। আর্থিক সহযোগিতা করেছে, তবে একটা সরকারি চাকরি হলে খুব ভালো হয়। সে বিষয়টাও কথা দিয়েছেন বিধায়ক বলে তিনি জানান। 260925ZG-BAR-CANNING-DEATH-R
0
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 26, 2025 07:01:21
Kolkata, West Bengal:✓প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ✓পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ✓পাসপোর্ট জমা করতে হবে। - নির্দেশ আদালতের ✓তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে। - নির্দেশ আদালতের। ✓নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবে না। - নির্দেশ আদালতের। ✓নিম্ন আদালতে ফোন নম্বর জমা দিতে হবে। - নির্দেশ আদালতের। ✓কোন Public Office - এর দ্বায়িত্ব দেওয়া যাবে না। - নির্দেশ আদালতের। ✓নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। - দাবি আইনজীবীদের। ✓যদিও এখুনি জেল মুক্তি নিয়ে সন্দিহান আইনজীবীরা। ✓ নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিলেও বিচারপ্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। - দাবি আইনজীবীদের। ✓গত ১৮ ই আগস্টের রায়ে সুপ্রিম কোর্ট জানায় যে ১ মাসের মধ্যে চার্জ গঠন এবং ২ মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে। তারপরেই জেলমুক্তি ঘটবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। - দাবি আইনজীবীদের। ✓ফলে সেই প্রক্রিয়া শেষ হতে এখনো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
0
comment0
Report
BSBarun Sengupta
Sept 26, 2025 07:00:18
Barrackpore, Kolkata, West Bengal:রাস্তা সারাইয়ের দাবিতে নৈহাটি হাবরা রোড অবরোধ করলেন মামুদপুর পঞ্চায়েতে বড়ার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে মামুদপুর পঞ্চায়েতের অন্তর্গত বড়া মোড় থেকে টালি খোলা পর্যন্ত দীর্ঘ রাস্তা বেহাল দশা। বহুবার প্রশাসনকে এবং পঞ্চায়েতকে জানিয়েছেন এলাকার বাসিন্দারা কিন্তু তাতে কোন কাজ হয়নি। ২০২৪ সালে মে মাসেও তারা এই রাস্তা অবরোধ করেছিলেন তখন পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছিল রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে সারানো হবে কিন্তু এখনো পর্যন্ত সেই রাস্তার বেহাল দশা জমে রয়েছে জল। সেই কারণে বড়া অঞ্চলে বাসিন্দারা। তারা নৈহাটি হাবরা রোড অবরোধ করেছেন কিন্তু ভাঙা রাস্তা সেটি খালি রেখেছেন। যাতে ওই রাস্তা দিয়ে মানুষ যায় এবং বোঝে তারা কতটা কষ্টের মধ্যে দিন যাপন করছেন। 260925_BKP_ROAD_BLOCK 2C TE
0
comment0
Report
ASAyan Sharma
Sept 26, 2025 06:03:51
Kolkata, West Bengal:# GST স্ল্যাব কমানো হয়েছে,যার জেরে সস্তা হয়েছে একাধিক ওষুধ ।এরই মাঝে এবার উদ্বেগ বাড়িয়ে ফের গুণগত মানে ফেল এবং জাল ওষুধের তালিকা প্রকাশ করে বিজ্ঞপ্তি জারী সিডিএসও এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোলের। # বিজ্ঞপ্তি জারী করে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এর তরফ থেকে জানানো হয়েছে....ফের ১২২ টি ওষুধ গুণগত মানে ফেল করল এবং ৬ টি ওষুধ জাল বলে দাবি করা হয়েছে। # সন্দেহজনক জাল ওষুধ...... ১.diazepam injection - যেকোন ধরনের অপারেশন এর আগে,রোগীর উদ্বেগ দুর করতে ব্যবহার করা হয়। ২.Pan - 40 - অতি পরিচিত গ্যাসের ট্যাবলেট। ৩.PAN -D ক্যাপসুল - গ্যাস ,অম্বল, গলা বুক জ্বালা দুর করার ওষুধ। যেহেতু এখনো পর্যন্ত তদন্ত চলছে,সেকারণে এগুলি কোন সংস্থার ওষুধ,সেকথা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। # এছাড়াও আরো জানানো হয়েছে, ১.সিকিমের - অ্যালকেম হেলথ সায়েন্স এর - pantoprazole and domperidone tablet - গ্যাসের ট্যাবলেট - *কলকাতার ড্রাগ টেস্টিং ল্যাবে পরীক্ষার পর জাল বলে জানা গেছে* ২.zydus health care এর ----- দুটি আলাদা মাত্রার nandrolone decanoate injection - অ্যানিমিয়ার injection জাল। ৩.দমদমের aurio pharma - ২ টি আলাদা ব্যাচের rabeprazole 20 mg - গ্যাসের ট্যাবলেট জাল। # এর পাশপাশি গুণগত মানে ফেল করেছে ....১২২ টি বিভিন্ন ধরনের অতি প্রয়োজনীয় ওষুধ গুণগত মানে ফেল করলো। # রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল এছাড়াও সমস্ত ধরনের ওষুধের দোকানে স্টোর থেকে এই ওষুধের তালিকা মিলিয়ে সমস্ত ওষুধ সরিয়ে ফেলতে বলা হয়েছে।
0
comment0
Report
PDPradyut Das
Sept 26, 2025 05:46:51
Jalpaiguri, West Bengal:2C 2609ZG_JAL_MARPIT_R কাজ হারিয়ে বদলা নিতে রাস্তায় মালিকের উপর হাঁসুয়া নিয়ে হামলা। সেই হাঁসুয়ার কোপে দুটুকরো হয়ে গেল তামাক ফ্যাক্টরির মালিকের হাত। জলপাইগুড়ির মোহিতনগর পূর্বপাড়া এলাকাব ওই ঘটনায় চাঞ্চল্য। পিন্টু দেবনাথ নামে জখম তামাক ফ্যাক্টরির মালিককে গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত প্রসূন দাস ওরফে পোচনকে এলাকার বাসিন্দারা আটক করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেন। তাকে গ্রেফতার করেছে পুলিশ। কাজে গাফিলতি সহ নানা অভিযোগে কয়েক মাস আগে তামাক ফ্যাক্টরি থেকে কাজ চলে যায় প্রসূনের। এরপরই সে বদলা নেওয়ার জন্য মনে মনে প্রস্তুতি নেয়। অবশেষে সুযোগ বুঝে রাস্তায় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে মালিকের উপর। হাঁসুয়ার কোপে তাঁর হাত কার্যত দু'টুকরো হয়ে যায়। প্রথমে তাঁকে জলপাইগুড়ি মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিক্যালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রিপোর্ট :- প্রদ্যুত দাস (:জলপাইগুড়ি )
0
comment0
Report
SMSubhasis Mandal
Sept 26, 2025 05:46:31
Howrah, West Bengal:উদ্যোক্তা হিন্দু মুসলিম দুজনে৷ পুজো কমিটির সভাপতি শেখশফিকুল ইসলাম৷ বাগনান চিলড্রেন সায়েন্স এন্ড কালচারাল সোসাইটির দূর্গা পুজো৷ বাগনানের এই পুজোয় মুসলমানরাও হিন্দুদের সাথে হাত মিলিয়ে সামিল হন৷ এখানে কোন মতভেদ জাতিভেদ নেই৷ বাঙালির বড় উৎসব কারা একত্রিত হয়েই পালন করে৷ সাম্প্রদায়িক সম্প্রীতির এক নজির বাগনানের এই পূজা৷ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক৷ ছোট থেকে পড়ে আসা রবীন্দ্র নজরুল মহাভারত থেকে আলিফ লায়লা দেখে বড় হয়েছি তাই এসব আলাদা না হয় এই বার্তা নিয়ে হিন্দু মুসলিম এই দুর্গাপূজা উৎসবের মেতেছে বাগনানের চিলড্রেন সাইন্স এন্ড কালচারাল সোসাইটি এই ক্লাব৷ পুজো কমিটির সভাপতি শফিকুল ইসলাম জানান বাঙালির বড় উৎসব দুর্গাপূজা সেই উৎসবে আমরা যেরকম একত্রিত হয়ে পূজা করি। তেমনি ঈদেও একই রকমভাবে উৎসব পালন করি ৷ এখানে হিন্দু মুসলিম কিছু না একটাই ধর্ম আমরা মানুষ মানবতাই আমাদের প্রকৃত ধর্ম৷ তাই একত্রিত হই আমরা এই দুর্গাপুজো উৎসব পালন করি ৷বাগনানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না যে কোন মূল্যে তা ধরে রাখবো ৷ রবীন্দ্র নজরুল একই মালায় গাথা থাকুক। বাংলা নয় গোটা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক এটাই মূল উদ্দেশ্য সেই চিন্তাধারা নিয়েই দীর্ঘ 25 বছর পড়লো এই পুজো৷ এবারে এই প্রতিমা অচল 5 .10. 20 পয়সা দিয়ে তৈরি করা হয়েছে ৷ মণ্ডপ সত্যমেব জয়েতে৷৷ 2609ZG_PA_ULU_CHILDREN_R1 Byte 2 শেখ শফিকুল ইসলাম পুজো কমিটির সভাপতি
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top