Back
दिलीप घोष: बंगाल ही बोलेगा, दिल्ली नहीं—भाषा राजनीति गरमाई
NHNantu Hazra
Sept 11, 2025 04:19:26
Salt Lake City, Utah
Dilip Ghosh Reaction on several issue.
দিলীপ ঘোষ, বিজেপি নেতা
ইকোপার্ক, নিউটাউন
১)বাংলাই বাংলা চালাবে দিল্লী নয় : মুখ্যমন্ত্রী
২) রাস্তা তৈরির জন্য চারবছর ধরে টাকা দিচ্ছে না কেন্দ্র। নিজস্ব তহবিল থেকেই রাস্তা সংস্কার করছে রাজ্য। তাই রাস্তা খারাপের ব্যাপারে বলারও কোনো অধিকার নেই : মুখ্যমন্ত্রী
৩) পশ্চিম মেদিনীপুর এর বেহাল রাস্তা বিক্ষিপ্ত গ্রাম বাসীর তাড়া খেয়ে পালালেন বিডিও।
৪) বিজেপি টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। উপরাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ, একেক জনের ভোট কিনতে প্রায় ১৫-২০ কোটি টাকা খরচ করেছে।
9
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MCMoumita Chakraborty
FollowSept 11, 2025 09:33:370
Report
ASAyan Sharma
FollowSept 11, 2025 09:30:08Kolkata, West Bengal:
# ডাক্তার নন কিন্তু নামের আগে ফিজ়িয়োথেরাপিস্টরা ডাক্তার লিখছেন,এটা আইনত অপরাধ।ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে পাঠানো একটি চিঠিতে এমনটাই জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিসেস।
# নামের আগে ডাক্তার লেখার ফলে বিভ্রান্তি তৈরি হতে পারে।
#ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (IAPMR) এর পাঠক্রম এ বলা হয়েছিল তারা নামে আগে ডাক্তার লিখতে পারেন।
# ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিসেসের বক্তব্য ফিজ়িয়োথেরাপিস্টরা ডাক্তার বা মেডিক্যাল প্র্যাকটিশনারদের মতো একই রকমের ট্রেনিং পান না। তাই তাঁদের নামের আগে ডাক্তার লেখা যুক্তিযুক্ত নয়। চিঠিতে আরও বলা হয়েছে, ফিজ়িয়োথেরাপিস্টরা মেডিক্যাল প্র্যাকটিশনার নন। তাই ডাক্তারদের নির্দেশেই কেবল পরিষেবা দিতে পারবেন।
# ডাক্তারির ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ‘ডাক্তার’ শব্দ ব্যবহার করলে তা আইন বিরুদ্ধ। এমন প্রমাণ পেলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
0
Report
CDChampak Dutta
FollowSept 11, 2025 09:22:30Kaji Chak, West Bengal:
*পুজোর আগে ঘাটালে ডেঙ্গুর প্রকোপ, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিন মহিলা, গ্রামে বসেছে মেডিকেল ক্যাম্প, ব্লিচিং ছড়িয়ে সচেতন করছে স্বাস্থ্য কর্মীরা।*
পুজোর আগে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের গোপমহল গ্রামে ডেঙ্গুর প্রকোপ, ডেঙ্গু আক্রান্ত হয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গোপমহল এলাকার বাসিন্দা শিখা চক্রবর্তী ও সবিতা পট্টনায়ক, হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে স্বর্ণলতা রানা, গোপমহল গ্রামে বসেছে মেডিকেল ক্যাম্প, চলছে রক্তের নমুনা সংগ্রহ, পাশাপাশি গ্রামের বিভিন্ন এলাকায় ব্লিচিং ছড়িয়ে সচেতনতামূলক বার্তা দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা। পুজোর উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু ঘাটালে।
ছবি বাইট 2c তে
SLUG- 1109ZG_WMID_DENGUE_R
বাইট-
১) সবিতা পট্টনায়েক, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
২) পূর্ণিমা ডাগুর, গ্রামবাসী।
৩) মিনতি পাইন, গ্রামবাসী।
৪) পঞ্চানন মন্ডল, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, ঘাটাল পঞ্চায়েত সমিতি।
0
Report
AGAyan Ghosal
FollowSept 11, 2025 09:22:18Kolkata, West Bengal:
MARS EXCLUSIVE
*সত্যিই কি মঙ্গলে প্রানের খোঁজ মিলেছে? নাসার সাম্প্রতিক গবেষণার খবর সামনে আসতেই শুরু হয়েছে হইচই।*
৪৬০ কোটি বছর আগে সৌর জগৎ তৈরি হয়। সূর্য ও তখন নাবালক। প্রোটো সোলার সিস্টেম তৈরি হয়। এরপর টানা ১০ কোটি বছর অপেক্ষার পর সৌর জগতের গঠন সম্পূর্ণ হয়। সূর্য তার পূর্ণাঙ্গ চেহারা পায়। পৃথিবী আর মঙ্গলের বয়স একই। এরা সমসাময়িক। প্রথিবীর ব্যাস ১২ হাজার ৮০০ কিলোমিটার। মঙ্গলের ব্যাস এর প্রায় অর্ধেক। মাত্র ৬৮০০ কিলোমিটার। মিল একটাই। দুই গ্রহের দিন মোটামুটি ২৪ ঘণ্টার। পৃথিবীতে একদিনের পরিমান ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। মঙ্গল ২৪ ঘণ্টা ৩৭ মিনিট ২২ সেকেন্ড। মঙ্গলের সাইজ ছোট বলে মঙ্গল সৃষ্টির পর অনেক তাড়াতাড়ি শীতল হয়ে গেছে। অন্যদিকে পৃথিবী এখনও ১০০ শতাংশ শীতল হতে পারেনি। এখনও শীতলীকরণ প্রক্রিয়া চলছে। তাই মঙ্গলে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েও বিনষ্ট হয়ে যায়। তাও ৩৮০ কোটি বছর আগে। প্রথিবীতে ডায়নামিক মোশনের কারণে এখনও প্রতি মুহূর্তে তৈরি হয়েই চলেছে। যেহেতু মঙ্গলে ম্যাগনেটিক ফিল্ড নেই তাই সূর্য থেকে সমস্ত এনার্জি পার্টিকেল মঙ্গলের বায়ুমণ্ডলে পৌঁছাতে পারেনা। ফলে মঙ্গলের বায়ুমণ্ডল অনেক হালকা। সেখানে কার্বন মনোক্সাইড থাকলেও অপেক্ষাকৃত ভারী অক্সিজেন নেই। সেই কারণে সায়ানো (নীলচে সবুজ) রঙের শ্যাওলা , যা পরবর্তী সময়ে পৃথিবীতে অক্সিজেন তৈরি করতে পেরেছে তা মঙ্গলে পারেনি।
*নাসা কি বলছে?*
নাসা আসলে জীবন্ত কিছু পায়নি। যেটা পেয়েছে সেটা হল সায়ানো ব্যাকটেরিয়া বা শ্যাওলার জীবাশ্ম জাতীয় কিছু। প্রাণ থাকলে তবেই এই ধরনের জীবাশ্ম বা ফসিল পাওয়া যায় বলে তারা মনে করছে। তবে এই মুহূর্তে সেখানে এই প্রানের কোনো অস্তিত্ব আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
*মহাকাশ বিজ্ঞানীরা কি বলছেন?*
বাস্তব হল ১০০ কোটি বছর ধরে এই জাতীয় শ্যাওলা পৃথিবীতে লাগাতার অক্সিজেন তৈরি করে চলেছে। মঙ্গলে পারেনি। তার কারণ মঙ্গলের সমস্ত সমুদ্রের জল প্রায় ৩৪০ কোটি বছর আগে বাষ্প হয়ে উড়ে বেরিয়ে গেছে। অনুকূল বায়ু মন্ডল না পাওয়ায় সেগুলি আর মঙ্গলের মাটিতে ফিরে আসেনি।
বাইট সন্দীপ চক্রবর্তী। মহাকাশ বিজ্ঞানী
ওয়াক থ্রু
0
Report
BCBasudeb Chatterjee
FollowSept 11, 2025 09:19:25Asansol, West Bengal:
রাস্তা সংস্কারের দাবিতে আসানসোল পৌরনিগমের কুলটি বোরো অফিসে কংগ্রেসের বিক্ষোভ।এই বিক্ষোভের জেরে বোরো অফিসে ঢুকতেই পারলেন না 8 ও 9 নম্বরের দুই বোরো চেয়ারম্যান।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।বৃহস্পতিবার কুলটি বোরো অফিস ঢোকার মুল গেটের সামনে কংগ্রেস বিক্ষোভ দেখায়।কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস এর অভিযোগ দীর্ঘদিন ধরে কুলটি বোরো অফিস যাওয়ার অবস্থা বেহাল।তারই প্রতিবাদে এদিন এই বিক্ষোভ।তাদের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে।এদিন বিক্ষোভ চলাকালীন কুলটি বোরো 8 নম্বর চেয়ারম্যান রবিলাল টুডু এবং 9 নম্বর বোরো চেয়ারম্যান চৈতন্য মাজি অফিসে ঢুকতে পারেননি।এমনকি বোরো চেয়ারম্যান চৈতন্য মাজির সঙ্গে কংগ্রেস নেতৃত্বের বচসাও হয়।খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।পরে পুলিশের হস্তক্ষেপে বোরো চেয়ারম্যানরা অফিসে ঢোকেন।।
1109ZG_ASN_CONG_AGITATION
BYTE SUKANTA DAS
CHAITANYA MAJI
1
Report
NRNarayan Roy
FollowSept 11, 2025 09:05:39Siliguri, West Bengal:
*তীর্থ ভ্রমণ শেষে উৎকণ্ঠা নিয়ে দেশে ফিরছেন নেপালের তীর্থযাত্রীরা*
চারধাম দর্শন সেরে আজ নিজের দেশে ফিরে যাচ্ছেন নেপালের তীর্থযাত্রীরা। ভারতে পা রাখার সময় যেভাবে স্বাভাবিক ছিল তাদের দেশ, তীর্থযাত্রার মাঝপথেই সেই নেপালের পরিস্থিতি আমূল বদলে যায়।
ভারতে অবস্থানকালে খবর পান—নেপালে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার ভেঙে পড়েছে, একাধিক নেতা–মন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। সরকারি দপ্তরে অগ্নিসংযোগ হয়েছে, পুলিশের অস্ত্র লুঠ হয়েছে বলে খবর। গ্রামের পরিস্থিতিও অশান্ত, ফলে আতঙ্কে আচ্ছন্ন হয়ে পড়েছেন প্রত্যেক তীর্থযাত্রী।
তাদের কথায়—“আমাদের নেপাল যেন ২০ বছর পিছিয়ে গেলো।” যদিও এই সংকটকালে দেশের যুবসমাজকে এগিয়ে আসতে দেখে সাধারণ মানুষ সমর্থন জানাচ্ছেন।
পাশাপাশি কারো কারো মত, দেশের করাপশন গভর্মেন্ট চেঞ্জ হওয়ার দরকার ছিলো। আমরা চাইছিলাম এই সরকারের পরিবর্তন হোক।
BYTE VISUAL & WT SEND BY 2C
1109ZG_SILI_NEPAL_R2
0
Report
SRSanjoy Rajbanshi
FollowSept 11, 2025 09:05:26Kalna, West Bengal:
অবিশ্বাস্য ঘটনা। জীবিতকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ! চাঞ্চল্য কালনার পূর্বস্থলীতে।
পূর্বস্থলীর স্বরডাঙ্গা এলাকায় ঘটে গেল বিস্ময়কর এক ঘটনা। জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দা শ্রী খোকন দাস।
জানা গিয়েছে, খোকন দাসের ভোটার কার্ড নম্বর TFM2554046, পার্ট নং ২০০। গত ৩০ বছর ধরে তিনি ভোটার তালিকাভুক্ত এবং নিয়মিত ভোট দিয়ে আসছেন। শুধু তিনিই নন, তাঁর স্ত্রী ও ছেলে দীর্ঘদিন ধরেই একই তালিকায় নাম রয়েছে। কিন্তু ২০২৪ সালের ২২ জানুয়ারি প্রকাশিত নতুন ভোটার তালিকায় দেখা যায়, তাঁকে মৃত দেখিয়ে ৬৪১ নম্বর স্লিপ থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।
এদিন খোকনবাবু বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচন কমিশনারের কাছে আবেদনপত্র জমা দেন। পাশাপাশি কালেখাতলা ১ পঞ্চায়েতে লিখিত অভিযোগও দায়ের করেন। আবেদনপত্রে তিনি বলেন,
“আমি নিয়মিত ভোট দিয়ে আসছি। হঠাৎ করে আমাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ায় আমি হতবাক।”
এ প্রসঙ্গে কালেখাতলা ১ পঞ্চায়েতের প্রধান পঙ্কজ দে জানান— “এ ধরনের সমস্যায় অন্য কেউ পড়েছেন কিনা খতিয়ে দেখা হবে। আমি খোকনবাবুকে নির্বাচন কমিশনে জানানোর পরামর্শ দিয়েছি। বিষয়টি চক্রান্তও হতে পারে।”
এদিকে স্থানীয় বিজেপি নেতা সমর দাস কড়া ভাষায় প্রশাসনকে আক্রমণ করে বলেন, “এভাবে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে নাম কেটে দেওয়া হলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্ঠুতা কোথায়! নির্বাচনী দফতরে শাসক দলের আশীর্বাদধন্য অপদার্থ সরকারি কর্মীরা আছেন। তারাই এই কান্ড ঘটাচ্ছে বলে মনে হয়। বিষয়টি আমরা দলের উচ্চ নেতৃত্বকে জানাবো।”
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন— “আজ যদি খোকন দাসকে মৃত দেখানো হয়, কাল আমাদের সঙ্গেও কি একই ঘটনা ঘটবে না?”
বাইট এক -খোকন দাস [ভোটার)
বাইট দুই - সমর দাস (বিজেপি নেতা)
বাইট তিন - পঙ্কজ দে (পঞ্চায়েত প্রধান)
ছবি 2C তে
11925-KLN-VOTER-R
0
Report
ABArup Basak
FollowSept 11, 2025 09:05:18Mal Bazar, West Bengal:
*বাসের ধাক্কায় বাইক আরোহী মা ও ছেলে আহত, চেল সেতুর ওপর দুর্ঘটনা...*
মাল ব্লকের ওদলাবাড়ি চেল সেতুর ওপর এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মা ও ছেলে। বৃহস্পতিবার দুপুরে ক্ষুদিরাম পল্লির বাসিন্দা অবিনাশ রায় (২৭) ও তাঁর মা সন্ধ্যা রায় (৫২) বাইকে করে ওদলাবাড়ি বাজারের দিকে যাওয়ার সময়, মালবাজার দিক থেকে আসা একটি যাত্রীবাহী মিনিবাস তাঁদের বাইকে ধাক্কা মারে।
ধাক্কা খেয়ে মা-ছেলে দু'জনেই সেতুর ওপর রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই মালবাজার হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা রায়ের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় যুবক আশিক আলী বলেন, “সেতুর ওপর বাসটি বেপরোয়াভাবে বাইকে ধাক্কা মারে। এরপর আমরা বাসটিকে আটক করে পুলিশে খবর দিই।” অপর এক স্থানীয় বাসিন্দা বাবলু রায় অভিযোগ করেন, “বাস চালকের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। এমন চালানো যায় না।”
মালবাজার থানার পুলিশ বাসটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
বাইট ১) স্থানিয় যুবক আশিক আলী।
২) বাবলু রায় ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা।
1109ZG_MAL_ACCIDENT_R
0
Report
PDPradyut Das
FollowSept 11, 2025 09:04:49Jalpaiguri, West Bengal:
2C
1109ZG_JAL_POSTAR_R1
R & R1 বলে বাইট, ভিসুয়াল ২সি তে
এবার গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ২৫ লক্ষ টাকার হিসাব কোথায় গেল এই অভিযোগে পোস্টার ঘিড়ে চাঞ্চল্য ধুপগুড়িতে।
কেন্দ্রীয় সরকারের উন্নয়নের ১৫ এফসি ফান্ডের প্রায় ২৫ লক্ষ টাকা কোথায় গেলো, জবাব চাই। প্রধান সীমা রায় ও তপন সরকারকে হিসাব দিতে। অবিলম্বে সিবিআই তদন্ত করতে হবে । প্রধান সীমা রায়কে গ্রেপ্তার করতে হবে পোস্টার ঘিরে চাঞ্চল্য
উত্তরবঙ্গে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় সাদা কাগজের উপরে লাল রঙের লেখা পোস্টারে ছেয়ে গেল গোটা গ্রাম পঞ্চায়েত সহ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা লালস্কুল, জলঢাকা, চৌরঙ্গী এলাকায়। বুধবার সকাল হতেই নজরে আসে স্থানীয়দের, আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাগুরমারী দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। শাসক দলের প্রধান ও অঞ্চল সভাপতির নামে পোস্টার দেখেই পোস্টার ছিঁড়ে ফেলেন দলীয় কর্মীরা। আর এই ঘটনায় বিরোধীদের দিকে আঙুল তুলেছে তৃণমূল। বিজেপির পশ্চিম মন্ডলের সভাপতি পলাশ বসাক বলেন, কেন্দ্র সরকার টাকা পাঠায় সাধারণ মানুষের উন্নয়নের জন্য এইদিকে তৃণমূলের প্রধান ও নেতারা সেই টাকা আত্মসাৎ করছেন সে কারণেই এরকমই পোস্টারে ছেয়ে গেছে গোটা মাগুরমারি ২ জিপি। আমরা এর আগেও ধূপগুড়ির বিডিও ও জেলাশাসককে আমরা এই বিষয়ে অবগত করেছি। আমরা এর সঠিক তদন্ত চাই। এদিকে প্রধান সীমা রায় বলেন আমি ও আমার অঞ্চল সভাপতি যদি ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করে তাহলে এত এত কাজ কি করে হলো, তিনি আরো বলেন এটা সম্পূর্ণ চক্রান্ত এর আগেও আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল। যদিও এই বিষয়ে অঞ্চল সভাপতি তপন সরকার কোন মন্তব্য করতে চাননি।
Byte: - সীমা রায় ( মাগুরমারি ২ জিপি প্রধান )
Byte- পলাশ বসাক ( বিজেপির মন্ডল সভাপতি )
Byte: - নুর আলম ( তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি )
Byte: - হাফিজুল ইসলাম ( স্থানীয় বাসিন্দা )
Byte:- দিলদার রহমান ( তৃণমূল নেতা )
রিপোর্ট :- প্রদ্যুত দাস
( ধুপগুড়ি, জলপাইগুড়ি )
0
Report
BCBasudeb Chatterjee
FollowSept 11, 2025 09:04:33Asansol, West Bengal:
*রাজনৈতিক প্রতিক্রিয়া*
*Sukanta Mazumder*
১) রাজ্যের দেওয়া স্বাস্থ্য সাথী কার্ডকেও SIR - এর ক্ষেত্রে গণ্য করা হোক পরিচয়পত্র হিসেবে। স্বাস্থ্য সাথী কার্ডের হয়ে সওয়াল করে মঙ্গলবার নবান্ন থেকে চিঠি CEO কে।।
২) ফুটবলের বাংলায় রাজনীতির ফুটবল।
বিজেপির নরেন্দ্র কাপ জেলায় জেলায়।
অন্যদিকে তৃণমূলের উদ্যোগে স্বামী বিবেকানন্দ কাপ। বেলুড় মঠে উদ্বোধন হচ্ছে বিবেকানন্দ কাপ।
৩) নেপালের ১৮ থেকে ৩০ বছরের মধ্যে তরুন-তরুনীরা যে সাহস দেখিয়েছে সেই সাহস এই রাজ্যে র ছেলে-মেয়েদের ও দেখানো উচিত। বলে উচিত বলে মন্তব্য ক রেন অর্জুন সিং। আর সেই ম ন্তব্যের জন্যই ব্যারাকপুর এর সাংসদ পার্থ ভৌমিক এর নির্দেশে সব থানায় অর্জুন সিং এর নামে অভিযোগ দায়ের ক রলেন, বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা।
৪) মেমারি সরকারি পলিটেকনিক কলেজে পড়ুয়াদের মারধর, দাদাগিরি তৃণমূল কংগ্রেসের।
৫)কলকাতায় নারী পাচার চক্র ধৃত ৬।
৬) হাওড়ায় শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ
আসানসোলের ধাদকা পলিটেকনিক কলেজের মাঠে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিক দের প্রশ্নর উত্তর দেন সুকান্ত মজুমদার
0
Report
BMBiswajit Mitra
FollowSept 11, 2025 09:04:05Ranaghat, West Bengal:
নেপালে রাজনৈতিক অস্থিরতার মাঝে আটকে পড়েছেন ভারতীয় গবেষকরা, জীবন নিয়ে চরম উৎকণ্ঠায় কাটছে সময়
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ‘World Congress on Time Change and Its Effect’-এ অংশ নিতে এসেছিলেন ভারতের তিনজন পিএইচডি গবেষক। কিন্তু সম্মেলন শেষে দেশে ফেরার আগেই নেপালের রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করে। বর্তমানে ওই তিন গবেষক নেপালের রাজধানী কাঠমান্ডুতে কার্যত বন্দি অবস্থায় রয়েছেন, এবং জীবন নিয়ে প্রবল উৎকণ্ঠার মধ্যেই দিন কাটাচ্ছেন।
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, নদীয়া-র দুইজন পিএইচডি স্কলার এবং সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি, ইমফল-এর একজন স্কলার ওই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য ৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত কাঠমান্ডুর সেন্ট্রাল কলেজে ছিলেন।
গবেষক ময়ূখ ভট্টাচার্য জানান, “৮ সেপ্টেম্বর আমরা কাঠমান্ডুর দরবার স্কয়ারে ছিলাম। আচমকা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশাল ভিড় হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে পড়ে। কোনওভাবে পালিয়ে একটি মোমো দোকানে আশ্রয় নিই। দোকানের শাটার নামিয়ে দেওয়া হয়। বাইরে থেকে গুলির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সেই মুহূর্তে বোঝা যাচ্ছিল, পরিস্থিতি কতটা ভয়ানক।”
তিনি আরও বলেন, “ন তারিখে আমাদের কাঁকড়ভিটা থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু হোটেল থেকে বেরোনোর আগেই ক্ষিপ্ত জনতা আমাদের উপর চড়াও হয়। বিমানবন্দর পর্যন্ত পৌঁছনোই সম্ভব হয়নি। হোটেলে ফিরে এসে শুনি, কাছেই এক মন্ত্রীর বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। হোটেলের ছাদ থেকে বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।”
এখনো পর্যন্ত এই তিনজন গবেষক কাঠমান্ডুর একটি হোটেলে রয়েছেন, এবং ক্রমাগত আতঙ্কের মধ্যে রয়েছেন। ভারত সরকারের কাছে তাঁদের একান্ত অনুরোধ, অবিলম্বে তাঁদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।
নেপালে বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা সহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম। শহরের বিভিন্ন অংশে সহিংসতা, অগ্নিসংযোগ এবং জনতার বিক্ষোভ পরিস্থিতিকে আরও ঘনিভূত করে তুলেছে।
এখন দেশবাসী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও ভারত সরকারের কাছে আর্জি, যেন দ্রুত তাঁদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা যায়।
0
Report
MDMritunjay Das
FollowSept 11, 2025 09:03:15Bankura, West Bengal:
নেপালে কার্ফু, কাঁসার বাসন তৈরীর কাজে নেপালে যাওয়া বাঁকুড়ার লালবাজার গ্রামের ৩০০ পরিযায়ী শ্রমিকের পরিবারে বাড়ছে উদ্বেগ
নেপালে অশান্তির জেরে জারি করা হয়েছে কার্ফু। দেশে ফিরে আসা তো দূরের কথা বাড়ির বাইরে বেরোনোর অনুমতিটুকুও নেই। অগত্যা নেপালে নিজের নিজের কর্মস্থলেই আটকে রয়েছেন বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের লালবাজার গ্রামের প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক। নেপালে লাগাতার অশান্তিতে ওই ৩০০ পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে শ্রমিক পরিবারগুলিতে।
বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের লালবাজার গ্রামে প্রায় ৩০০ পরিবারের বসবাস। এই গ্রামে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া দুস্কর যে পরিবার থেকে কেউ না কেউ নেপালে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে যাননি। এই গ্রাম থেকে নেপালে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা মূলত নেপালের কাঠমান্ডুর নেপালগঞ্জ এলাকায় থাকা একের পর এক কাঁসা বাসন তৈরীর কারখানায় কাজ করেন। প্রতি বছর পুজোর সময় তাঁরা ফিরে আসেন নিজের গ্রামে। এবছরও সকলেই গ্রামে ফেরার জন্য ট্রেনের টিকিট কেটে ফেলেছিলেন। কিন্তু তার আগেই নেপালে শুরু হয়ে যায় অশান্তির। অশান্তির জেরে নেপালের কাঁসা বাসন তৈরীর কারখানাগুলিতে বন্ধ হয়ে যায় কাজ। কারখানা লাগোয়া আবাসগুলিতেই অন্যান্য পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি আটকে পড়েন লালবাজার গ্রামের প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক। নেপাল জুড়ে কার্ফু জারি হওয়ায় এখন দেশে ফেরা তো দূরের কথা কারখানা চত্বর থেকে রাস্তায় বেরোনোয় নিষেধ। কারখানার মালিক পক্ষ কারখানার শ্রমিক আবাসগুলিতে খাবার ও জল সরবরাহ করলেও কাজে যাওয়া ওই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে শ্রমিক পরিবারগুলিতে। টিভি চ্যানেলে নেপালের ভয়ঙ্কর অশান্তির খবর দেখে লালবাজার গ্রামে কোনো পরিবারে চিন্তায় রাতের ঘুম উড়েছে তো কোনো পরিবারে লাটে উঠেছে রান্নাবান্না খাওয়া দাওয়া। এই পরিস্থিতিতে পরিবারগুলির একটাই কামনা পুজোর আগেই সুস্থ অবস্থায় নিজের গ্রামে ফিরে আসুক প্রতিটি পরিযায়ী শ্রমিক।
0
Report
ASAyan Sharma
FollowSept 11, 2025 08:20:53Kolkata, West Bengal:
পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল টেকনোলজিস্ট এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড এ
ডেপুটেশন।
B. Sc এর জন্যে ১০ মার্কস বাড়তি মানি না
শিক্ষার বৈষম্য চলবে না।
চাকরিতে সমান সুযোগ চাই।
বিএসসি বা ডিপ্লোমা চাকরিতে বৈষম্য মানিনা ।
ডিপ্লোমাদের অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না, যাবে না
ডিপ্লোমা হোক বা বি.এসসি চাকরিতে সমান সুযোগ পেলে খুশি।
মূলত এই দাবি নিয়ে আজকের ডেপুটেশন।
1
Report
AGAyan Ghosal
FollowSept 11, 2025 08:20:46Kolkata, West Bengal:
GULU USTAD
বটতলা থানা /ডিডি কেস নম্বর ১৫০ তারিখ ১১.০৯.২৫
বিশ্বস্তসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মানবপাচার চক্রের বিরুদ্ধে গতরাতে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট বটতলা থানার অন্তর্গত ৪এ , গুলু ওস্তাগর লেনে একটি অভিযান চালায়। অভিযানে ৯ জন নাবালিকা ও ২ জন প্রাপ্তবয়স্ক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ৬ জন অভিযুক্ত (৪ জন পাচারকারী ও ২ জন দেহব্যবসার আস্তানার মালিক) গ্রেফতার হয়েছে। ঘটনাস্থল থেকে একাধিক আপত্তিকর সামগ্রী ও প্রমাণ উদ্ধার করা হয়েছে। বৃহত্তর পাচার চক্রের সন্ধানে তদন্ত অব্যাহত I
1
Report
AGAyan Ghosal
FollowSept 11, 2025 08:02:50Kolkata, West Bengal:
METRO BLUE
ফের মেট্রো বিভ্রাট । শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ । ৪৫ মিনিট থেকে এক ঘন্টার উপরে এই স্টেশন গুলিতে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে বলে মেট্রো সূত্রে খবর । মেট্রো তরফে চেষ্টা করা হচ্ছে শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত আলাদা মেট্রো চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।
0
Report